তাওরাত ও ইঞ্জিল কি বিলুপ্ত হয়েছে?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 351

  • @rabiulkarim862
    @rabiulkarim862 2 года назад +40

    কোরান নাজিল হওয়ার আগে তাওরাত ও ইনজিলের উপর নির্ভর করতো,কোরান নাজিল হওয়ার পরে কোরানের মধ্যে তাওরাত ও ইনজিলের সার অংশ সংজগ করা হোয়েছে বলে এখন কম্পিলিট ও চুরান্ত একমাত্র কোরানকেই মানতে হবে

    • @pastorstephenbiswas
      @pastorstephenbiswas  2 года назад +8

      সূরা আল মায়দা ৫ঃ৬৮- "যতক্ষণ তোমরা, যব্বুর, তৌরাত, ইঞ্জিল প্রতিষ্ঠিত না কর, ততক্ষণ তোমাদের কোন ভিত্তি নাই।"

    • @pastorstephenbiswas
      @pastorstephenbiswas  2 года назад +5

      আবু দায়ুদ-বই ৩৮, নম্বর ৩৪৩৪, নবী নিজে ইঞ্জিল এবং অন্যান্য কিতাবের উপর হাত রেখে বলেছিলেন আমি তোমাকে এবং তোমার মধ্যে লিখিত সকল কিছু বিশ্বাস করি।

    • @anarulhaque6199
      @anarulhaque6199 2 года назад +1

      তাই করুন

    • @MdShakib-zn4ms
      @MdShakib-zn4ms 2 года назад +5

      @@pastorstephenbiswas ভাই এই আয়াতের মানে আপনি বুঝেছেন..? না মনগড়া মানুষদের বুঝাচ্ছেন, এই আয়াতে তিনটি কিতাব উদ্দেশ্য তাওরাত, ইঞ্জিল, এবং পবিত্র কোরান আপনি এই আয়াতের মাঝে যবুর কিতাব কই পেলেন...? অবশ্য কোরানের কথা এখানে সরাসরি আসেনি এখানে তৃতীয় যে কিতাবের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে সেটা হল পবিত্র কোরান।

    • @pastorstephenbiswas
      @pastorstephenbiswas  Год назад +7

      @@MdShakib-zn4ms স্পষ্ট ভাবে তওরাত, জব্বুর ও ইঞ্জিলের কথা আছে, কোরআনের কোন কথা নাই!

  • @Badal_Manda
    @Badal_Manda Месяц назад +4

    মহাগ্রন্থ কোরআন ! কোরআন ছাড়া অন্য কোন কিতাব পড়া যাবে না।

  • @jahidulislam7629
    @jahidulislam7629 23 дня назад +2

    কুরআনে তাওরাত ও ইনজিলের বিকৃতি সম্পর্কে বেশ কয়েকটি আয়াতে আলোচনা করা হয়েছে। এসব আয়াতে বলা হয়েছে যে, পূর্ববর্তী কিতাবের কিছু অংশকে পরিবর্তন বা বিকৃত করা হয়েছে। নিম্নে তাওরাত ও ইনজিলের বিকৃতি সম্পর্কে কুরআনের উল্লেখযোগ্য আয়াতগুলো তুলে ধরা হলো:
    ---
    ১. সুরা আল-বাকারা (২:৭৫)
    "তোমরা কি আশা কর যে তারা তোমাদের কথায় বিশ্বাস করবে? অথচ তাদের একদল তো আল্লাহর বাণী শুনে, তা বুঝে নেওয়ার পর তা পরিবর্তন করে দিয়েছে জেনে-বুঝে।"
    এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ইহুদিদের মধ্যে কিছু লোক তাওরাতের বাক্য পরিবর্তন করেছে।
    ---
    ২. সুরা আল-বাকারা (২:৭৯)
    "অতএব দুর্ভোগ তাদের জন্য, যারা নিজেদের হাতে কিতাব লেখে, অতঃপর বলে, 'এটা আল্লাহর পক্ষ থেকে,' যেন তারা এর মাধ্যমে সামান্য মূল্যে ক্রয় করতে পারে। তাদের জন্য দুর্ভোগ, তাদের হাত যা লিখেছে তার কারণে এবং তাদের জন্য দুর্ভোগ, তারা যা উপার্জন করেছে তার কারণে।"
    এ আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে, তারা নিজেদের ইচ্ছামতো আল্লাহর বাণী পরিবর্তন করেছে এবং তা আল্লাহর পক্ষ থেকে বলে দাবি করেছে।
    ---
    ৩. সুরা আন-নিসা (৪:৪৬)
    "ইহুদিদের মধ্যে কিছু লোক এমন আছে, যারা শব্দগুলোর স্থান পরিবর্তন করে এবং বলে: 'আমরা শুনেছি এবং অবাধ্য হয়েছি' এবং 'শুনো, তুমি শুনবে না' এবং তাদের জিহ্বা বক্র করে এবং ধর্মের প্রতি বিদ্রুপ করতে 'রায়িনা' শব্দটি বলে।"
    এখানে তাদের বিকৃতি এবং অবাধ্যতার উল্লেখ করা হয়েছে, যা কিতাবের অর্থ এবং শব্দ বিকৃতির সাথে সম্পর্কিত।
    ---
    ৪. সুরা আল-মায়িদাহ (৫:১৩)
    "তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমরা তাদেরকে অভিশাপ দিয়েছি এবং তাদের অন্তর কঠোর করে দিয়েছি। তারা শব্দগুলোর স্থান পরিবর্তন করে এবং যা তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, তার একটি বড় অংশ ভুলে গেছে।"
    এই আয়াতে ইহুদিদের তাওরাতের পরিবর্তন ও বিকৃতির কথা বলা হয়েছে।
    ---
    ৫. সুরা আল-মায়িদাহ (৫:৪১)
    "তারা (ইহুদি) হলো মিথ্যার জন্য কান পেতে রাখা, অন্যদের জন্য গুপ্তচরবৃত্তি করা, যারা কখনো তোমার কাছে আসেনি। তারা কথার স্থান পরিবর্তন করে এবং বলে, 'যদি তোমাদের এটি দেওয়া হয়, তবে তা গ্রহণ করো; কিন্তু যদি তা তোমাদের দেওয়া না হয়, তবে সাবধান থেকো।'"
    এ আয়াতে ইহুদিদের কিতাবের শব্দ ও বাক্য পরিবর্তন করার প্রবণতার কথা উল্লেখ করা হয়েছে।
    ---
    সারসংক্ষেপ
    উল্লিখিত আয়াতগুলোতে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে, তাওরাত ও ইনজিল বিকৃত করা হয়েছে। এই বিকৃতি কখনো শব্দ বা বাক্যের পরিবর্তন আকারে, আবার কখনো অর্থের বিকৃতির মাধ্যমে হয়েছে। কুরআন নিজেকে সেসব বিকৃতির শুদ্ধি এবং সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ হিসেবে উপস্থাপন করেছে।

  • @HridoyKhan-rq6dp
    @HridoyKhan-rq6dp 2 года назад +24

    বাইবেল বলছে ঈসা নবী আল্লাহ পুত্র (নাউজুবিল্লাহ)। কোরআন বলছে আল্লাহ কোন শরীক নেই, আল্লাহ এক অদ্বিতীয়। তাহলে বলেন এটা কিভাবে বিশ্বাস করা যায়? আল্লাহ কালাম, আল্লাহ কিতাব আমরা বিশ্বাস করবো তবে সেটা অবশ্যই সত্য হতে হবে।

    • @Jkayer-u5s
      @Jkayer-u5s 2 года назад +2

      (সুরা ইমরান -৪৫) যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম আল্লাহ তোমাকে তাঁর এক কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ-মারইয়াম-তনয় ঈসা, দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত। এখানে আমরা দেখি ফেরেস্তা আল্লাহর কালেমার সুসংবাদ দিচ্ছেন মরিয়ম এর কাছে আর কালেমার নাম হল ঈসা। যদি ঈসা আল্লাহর কালেমা হয়। আমরা জানি যে আল্লাহর কালেমা অবিনশ্বর আর আল্লাহর কালেমা অবিনশ্বর মানে ঈসাও অবিনশ্বর। আমরা জানি যে আল্লাহ ছাড়া কেউ-ই অবিনশ্বর নয়। অতএব ঈসাই হল আল্লাহ আর আল্লাহই
      ঈসা। আর এতাই হল খৃষ্টানদের ত্রিনিতির একটা অংশ। আপনাকে বিষয়তা বুঝতে হবে। আরও অনেক কিছু জানতে প্রস্ন করতে পারেন।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #খ্রিস্টান #মিশনারিদের ধোকার দিন শেষ, এখন আমরা সত্য সত্য জানি । #ইসলাম সত্য , #কোনো সন্দেহ নাই।ruclips.net/video/HDwAyQhwb0g/видео.html বাইবেলেও মুহাম্মদ সাঃ এর নাম বর্ণনা দেয়া হয়েছে । তাই এখন সবকিছু আমাদের সামনে পরিষ্কার । বাইবেলকে ইঞ্জিল বানিযে আর মুসলমানদে ইমান নষ্ট করার দিন শেষ। এখন আমরা জাকির নাইক দাইর কাছে সত্য জানি। জাজাকাল্লাহ। কেউ এই #খ্রিস্টান #মিশনারিদের #ধোকা খায়েন না সবাই #বাইবেলে #মুহাম্মদ সাঃ এর #আগমেনের এই #ভবিষ্যতবানী দেখুন । এদের ধোকার দিন শেষ এখন আমরা মুসলমানরা অন্তত কিছুটা সত্র জানি । খ্রিস্টনারা মুখোশপেরে আর কাউকেেোনো ধোকা না দিক। আমিন। যাস্ট এই ভিডিওটা দেখেন। জাকির নাইকের ভিডিও বাইবেলে হযরত মুহাম্মদ সাঃ এর ভবিষ্যত বানী ।

    • @shamimakhan7439
      @shamimakhan7439 2 года назад +1

      @@Jkayer-u5s ওহে মদে শুকরের রক্ত ও শুকরের গোশত দিয়ে পায়খানা নির্মিত রুটি ভক্ষনকারি -অপপ্রচার খুব ভালই পারো।
      গনিমতের মাল নামটা দিয়ে কি বুঝাতে চাও?
      গনিমত কি জানো তো? যুদ্ধে পরাজিত শত্রুপক্ষের ফেলে যাওয়া জিনিসপত্র,সম্পদ, নারী-শিশু--বৃদ্ধদেরকে বলা হয় গনিমত। এটা যে শুধু ইসলামেই আছে তা কিন্তু নয়। এটা রাজা-মহারাজা-বাদশাহ-সম্রাট-সুলতানদের যুদ্ধরণনীতি।
      বাইবেলের পুরাতন নিয়মেও কিন্তু আছে। হিন্দু বেদেও আছে।
      এবার আসো সুরা আল ইমরানের ৪৫আয়াতে কি বলা হয়েছে?
      ঈসা (আঃ)-কে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে কেন? অথচ আমরা জানি আল্লাহর কালাম মাখলূক না যেমন কুরআন। তাহলে কি ঈসা (আঃ) মাখলূক না বরং স্রষ্টার অংশ?
      উক্ত বুঝ পুরোপুরি ভুল। কারণ ‘কালিমাতুল্লাহ’ দ্বারা উদ্দেশ্য আল্লাহর আদেশ বাচক শব্দ ‘কুন’ যার অর্থ ‘হও’ আর তাতেই হয়ে যায়। অর্থাৎ ঈসা (আঃ) যেহেতু পিতা বিহীন এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ তা‘আলা তাকে সৃষ্টি করার উদ্দেশ্যে এই ‘কুন’ শব্দ ব্যবহার করেন, আর তাতেই তিনি মাতৃগর্ভে চলে আসেন। ফলে তাকে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে।
      নবী-রাসুলগন আল্লাহর মুখ হতে পারে না বা আল্লাহর বাক্য অথবা স্বর হতে পারে না। তারা আল্লাহ সৃষ্ট দাস মাত্র ছাড়া আর কিছুই নয়।
      মসীহা ঈসা ইবনে মরিয়ম (আঃ) কে কেনো রুহুউল্লাহ বলা হয়? তাহলে কি তিনি আল্লাহ অথবা স্রষ্টা?
      এই কথাটিও ভুল। ঈসা (আ) এর কোনো পিতা ছিলেন না। পিতাহীন অবস্থাতেই তাঁর মা অন্তসত্ত্বা হন এবং ঈসা (আ) কে জন্ম দেন। এই পিতৃহীন সন্তান হবার কারণে যদি ঈসা (আ) খোদা হবার প্রমাণ বহন করে তাহলে হযরত আদম (আ) এর ব্যাপারটা কী হবে? তাঁর তো পিতাও ছিলো না, মাতাও ছিল না। হযরত ঈসা আঃ কে রুহুল্লাহ" বলা হয় শুধু মাত্র এজন্য যে,হযরত ঈসা আঃ এর রুহ ছিলো তার মাতা মরিয়ম আঃ এর প্রতি প্রেরিত সরাসরি কালিমা অর্থাৎ আল্লাহর হও বলা শব্দের মাধ্যমে অন্তঃস্বত্তা হওয়া ও নবীজি(আঃ)এর রুহ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়ে সরাসরি প্রেরিত৷

    • @HridoyKhan-rq6dp
      @HridoyKhan-rq6dp 2 года назад

      হাস্যকর 😁😁😁😁, নিজেদের মত করে কালেমা ব্যাখ্যা দেন, সুরা মায়দা মধ্যে দেখেনি আল্লাহ আর ঈসা নবীর কথোপোথন, সেই ব্যাখ্যা কিভাবে দিবেন? আমাদের কাছেও হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন শুধুই বার্তাবাহক হিসেবে, যেরকম ঈসা নবী এসেছিল, কিন্তু আমারা শুধুই তাহাদের কে রাসুল মানি, তোমরা নাফরমানি করিও না, আল্লাহ কি মহান, আল্লাহ সমতুল্য কিছুই হতে পারে না, তিনি আমাদের ধারনারও বাহিরে।

    • @HridoyKhan-rq6dp
      @HridoyKhan-rq6dp 2 года назад

      আর ঈসা নবী শুধুই ইহুদি জাতির জন্য এসেছিল, আর পবিত্র কুরআন কে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সবার জন্য চুরান্ত হিসেবে ঘোষনা করেছেন। কুরআনের আয়াত বিতর্কিত করছোনা তোমরা নিজেদের বিতোর্কিত করছো।

  • @razinszone2296
    @razinszone2296 3 года назад +18

    ভাই এদের চালে পা দিবেন না। এরা আপনাকে ভুল তথ্য দেবে।মানে আমি বর্তমান সময়ের বাইবেল, যাবুর, তাওরাতের কথা বলছি

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ ি#খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্‍পাদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ ি#খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্‍পাদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

    • @Jkayer-u5s
      @Jkayer-u5s 2 года назад

      সুরা ইমরান -৪৫) যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম আল্লাহ তোমাকে তাঁর এক কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ-মারইয়াম-তনয় ঈসা, দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত। এখানে আমরা দেখি ফেরেস্তা আল্লাহর কালেমার সুসংবাদ দিচ্ছেন মরিয়ম এর কাছে আর কালেমার নাম হল ঈসা। যদি ঈসা আল্লাহর কালেমা হয়। আমরা জানি যে আল্লাহর কালেমা অবিনশ্বর আর আল্লাহর কালেমা অবিনশ্বর মানে ঈসাও অবিনশ্বর। আমরা জানি যে আল্লাহ ছাড়া কেউ-ই অবিনশ্বর নয়। অতএব ঈসাই হল আল্লাহ আর আল্লাহই
      ঈসা। আর এতাই হল খৃষ্টানদের ত্রিনিতির একটা অংশ। আপনাকে বিষয়তা বুঝতে হবে। আরও অনেক কিছু জানতে প্রস্ন করতে পারেন।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      খ্রিস্টান মিশনারিদের ধোকার দিন শেষ, এখন আমরা সত্য সত্য জানি । ইসলাম সত্য , কোনো সন্দেহ নাই। বাইবেলেও মুহাম্মদ সাঃ এর নাম বর্ণনা দেয়া হয়েছে । তাই এখন সবকিছু আমাদের সামনে পরিষ্কার । বাইবেলকে ইঞ্জিল বানিযে আর মুসলমানদে ইমান নষ্ট করার দিন শেষ। এখন আমরা জাকির নাইক দাইর কাছে সত্য জানি। জাজাকাল্লাহ। কেউ এই খ্রিস্টান মিশনারিদের ধোকা খায়েন না সবাই বাইবেলে মুহাম্মদ সাঃ এর আগমেনের এই ভবিষ্যতবানী দেখুন । এদের ধোকার দিন শেষ এখন আমরা মুসলমানরা অন্তত কিছুটা সত্র জানি । খ্রিস্টনারা মুখোশপেরে আর কাউকেেোনো ধোকা না দিক। আমিন। যাস্ট এই ভিডিওটা দেখেন। জাকির নাইকের ভিডিও বাইবেলে হযরত মুহাম্মদ সাঃ এর ভবিষ্যত বানী । ruclips.net/video/HDwAyQhwb0g/видео.html

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ #খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্পানদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

  • @al-bayan-6292
    @al-bayan-6292 3 года назад +22

    ভাই এগুলো মিশনারীদের চাল সাবধানে থাকবেন।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ ি#খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্‍পাদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

    • @Jkayer-u5s
      @Jkayer-u5s 2 года назад +2

      সুরা ইমরান -৪৫) যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম আল্লাহ তোমাকে তাঁর এক কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ-মারইয়াম-তনয় ঈসা, দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত। এখানে আমরা দেখি ফেরেস্তা আল্লাহর কালেমার সুসংবাদ দিচ্ছেন মরিয়ম এর কাছে আর কালেমার নাম হল ঈসা। যদি ঈসা আল্লাহর কালেমা হয়। আমরা জানি যে আল্লাহর কালেমা অবিনশ্বর আর আল্লাহর কালেমা অবিনশ্বর মানে ঈসাও অবিনশ্বর। আমরা জানি যে আল্লাহ ছাড়া কেউ-ই অবিনশ্বর নয়। অতএব ঈসাই হল আল্লাহ আর আল্লাহই
      ঈসা। আর এতাই হল খৃষ্টানদের ত্রিনিতির একটা অংশ। আপনাকে বিষয়তা বুঝতে হবে। আরও অনেক কিছু জানতে প্রস্ন করতে পারেন।

    • @sportsfan3807
      @sportsfan3807 2 года назад +1

      ভুল থাকলে তা উল্লেখ করুন।
      সাবধান হওয়ার কি আছে?

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      @@sportsfan3807 সবই ভুল । কোনো কিছুই ঠিক নাই । সবই ভুল । বাইবেল/চটিবেল থেকে েএসব করা হচ্ছে , এটা বাইবেলের শিক্ষা। ইসলামের না। আমরা মুহাম্মদ সাঃ এর শিক্ষা মানি তিনি কি কোনো দিন বাইবেল মানতে বলেছেন ? উত্তর না । তো চুদো এই বাইবেলকে ।

    • @shamimakhan7439
      @shamimakhan7439 2 года назад +1

      @@Jkayer-u5s ওহে মদে শুকরের রক্ত ও শুকরের গোশত দিয়ে পায়খানা নির্মিত রুটি ভক্ষনকারি -অপপ্রচার খুব ভালই পারো।
      গনিমতের মাল নামটা দিয়ে কি বুঝাতে চাও?
      গনিমত কি জানো তো? যুদ্ধে পরাজিত শত্রুপক্ষের ফেলে যাওয়া জিনিসপত্র,সম্পদ, নারী-শিশু--বৃদ্ধদেরকে বলা হয় গনিমত। এটা যে শুধু ইসলামেই আছে তা কিন্তু নয়। এটা রাজা-মহারাজা-বাদশাহ-সম্রাট-সুলতানদের যুদ্ধরণনীতি।
      বাইবেলের পুরাতন নিয়মেও কিন্তু আছে। হিন্দু বেদেও আছে।
      এবার আসো সুরা আল ইমরানের ৪৫আয়াতে কি বলা হয়েছে?
      ঈসা (আঃ)-কে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে কেন? অথচ আমরা জানি আল্লাহর কালাম মাখলূক না যেমন কুরআন। তাহলে কি ঈসা (আঃ) মাখলূক না বরং স্রষ্টার অংশ?
      উক্ত বুঝ পুরোপুরি ভুল। কারণ ‘কালিমাতুল্লাহ’ দ্বারা উদ্দেশ্য আল্লাহর আদেশ বাচক শব্দ ‘কুন’ যার অর্থ ‘হও’ আর তাতেই হয়ে যায়। অর্থাৎ ঈসা (আঃ) যেহেতু পিতা বিহীন এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ তা‘আলা তাকে সৃষ্টি করার উদ্দেশ্যে এই ‘কুন’ শব্দ ব্যবহার করেন, আর তাতেই তিনি মাতৃগর্ভে চলে আসেন। ফলে তাকে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে।
      নবী-রাসুলগন আল্লাহর মুখ হতে পারে না বা আল্লাহর বাক্য অথবা স্বর হতে পারে না। তারা আল্লাহ সৃষ্ট দাস মাত্র ছাড়া আর কিছুই নয়।
      মসীহা ঈসা ইবনে মরিয়ম (আঃ) কে কেনো রুহুউল্লাহ বলা হয়? তাহলে কি তিনি আল্লাহ অথবা স্রষ্টা?
      এই কথাটিও ভুল। ঈসা (আ) এর কোনো পিতা ছিলেন না। পিতাহীন অবস্থাতেই তাঁর মা অন্তসত্ত্বা হন এবং ঈসা (আ) কে জন্ম দেন। এই পিতৃহীন সন্তান হবার কারণে যদি ঈসা (আ) খোদা হবার প্রমাণ বহন করে তাহলে হযরত আদম (আ) এর ব্যাপারটা কী হবে? তাঁর তো পিতাও ছিলো না, মাতাও ছিল না। হযরত ঈসা আঃ কে রুহুল্লাহ" বলা হয় শুধু মাত্র এজন্য যে,হযরত ঈসা আঃ এর রুহ ছিলো তার মাতা মরিয়ম আঃ এর প্রতি প্রেরিত সরাসরি কালিমা অর্থাৎ আল্লাহর হও বলা শব্দের মাধ্যমে অন্তঃস্বত্তা হওয়া ও নবীজি(আঃ)এর রুহ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়ে সরাসরি প্রেরিত৷

  • @OmarFaruk-gc6dp
    @OmarFaruk-gc6dp Год назад +8

    প্রিয় ঈমানদার ভাইয়েরা এসব চ্যানেল থেকে সাবধান থাকবেন

  • @Nafizchanel
    @Nafizchanel 5 месяцев назад

    তাওরাত এর বাংলা অর্থ সহ কি পাওয়া যায়? কোথায় পাওয়া যাবে?

  • @dilshadchowdhury3269
    @dilshadchowdhury3269 Год назад +9

    তাওরাত,যাবুর ও ইন্জিলের সব প্রয়োজনতা শেষ হয়ে গেছে কোরআন নাজিলের সাথে সাথে।

  • @patwaryazim8807
    @patwaryazim8807 3 года назад +4

    Of course! Surely we are nearer to the truth. We can only merge with the real truth when we continue to search for the truth and keep on searching! May Allah guide everyone to the path of truth and accept us as true Muslims!

  • @jamesswapon8049
    @jamesswapon8049 Год назад +3

    Very good collection for all Christian to defence Bible's truthfulness.

  • @MdAmdad-j4g
    @MdAmdad-j4g 10 месяцев назад +1

    আপনি সালাত কায়েম করুন হজ্জ করুন জাকত দিন রোজা রাখুন। সাথে তওরাত যবুর ইন্জিল মানুন

  • @omarfahad1425
    @omarfahad1425 2 года назад +5

    এদের থেকে সাবধানে থাকতে হবে

  • @MithunMondal-cl2im
    @MithunMondal-cl2im 5 месяцев назад +1

    Hallelujah

  • @hridoysabbir280
    @hridoysabbir280 Год назад +1

    ইমান বিধ্বংসী খ্রিস্টান মিশনারী।😢😢😢

  • @nodi492
    @nodi492 Месяц назад

    Great job! ❤

  • @gsmzakir
    @gsmzakir 11 месяцев назад +1

    I don't agree with your statement

  • @sakibhasanjihad8651
    @sakibhasanjihad8651 Год назад +1

    Misonari wants to brain wash muslim...

    • @pastorstephenbiswas
      @pastorstephenbiswas  Год назад

      নর্দমার ড্রেন পরিস্কার না করলে কি হয়। সত্য জানুন চোখ খোলা রাখুন!

  • @mishkatahmadchowdhury1513
    @mishkatahmadchowdhury1513 2 года назад +1

    The gist of Zabur, Torah and Ingel is the Al Quraan. So none needs to care for the existing so-called those books.

  • @abdulshahid2704
    @abdulshahid2704 Год назад +3

    হযরত মুসা ও হযরত ঈসা (আঃ) ওনাদের ভাষা ছিল হিব্রু, গ্রিক নয়। তাই এখানে মূল তাওরাত বা ইঞ্জিল কোনটাও নেই। কারণ মূসা (আঃ) নিযে তাওরাত লিখেছিলেন। সেই তাওরাত বা তাহার কপি কই।

    • @KamruFaranChristian
      @KamruFaranChristian 5 месяцев назад +1

      Injil Greek language writer ra write korechen

    • @abdulshahid2704
      @abdulshahid2704 5 месяцев назад +1

      @@KamruFaranChristian ভাই যিশু ছিলেন ইহুদি উনার ভাষা ছিল হিব্রু। সুতরাং গ্রীক ভাষায় লিখা বাবেল মুল বাইবেল নয় তার অনুবাদ। এই কারণে বাইবেলে অনেক ভুল ও বৈপরীত্য পাওয়া যায়।

    • @mahabulalamalam8788
      @mahabulalamalam8788 Месяц назад

      হ্যাঁ ওঠায় এক দম ঠিক কথা বলছেন আপনি ভাই ​@@abdulshahid2704

  • @solovetsky6683
    @solovetsky6683 2 года назад +5

    তাই সোজা কথা যিূশু তার নিজের মুখে কি কখনই নিজেকে ইস্বর দাবি করেছে । পারলে দেকানতো ?

    • @Trishamoni36
      @Trishamoni36 2 года назад +1

      Nice question 👍👍👍

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад +1

      @@Trishamoni36
      #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ #খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্পানদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

    • @Jkayer-u5s
      @Jkayer-u5s 2 года назад

      @@Trishamoni36 সুরা ইমরান -৪৫) যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম আল্লাহ তোমাকে তাঁর এক কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ-মারইয়াম-তনয় ঈসা, দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত। এখানে আমরা দেখি ফেরেস্তা আল্লাহর কালেমার সুসংবাদ দিচ্ছেন মরিয়ম এর কাছে আর কালেমার নাম হল ঈসা। যদি ঈসা আল্লাহর কালেমা হয়। আমরা জানি যে আল্লাহর কালেমা অবিনশ্বর আর আল্লাহর কালেমা অবিনশ্বর মানে ঈসাও অবিনশ্বর। আমরা জানি যে আল্লাহ ছাড়া কেউ-ই অবিনশ্বর নয়। অতএব ঈসাই হল আল্লাহ আর আল্লাহই
      ঈসা। আর এতাই হল খৃষ্টানদের ত্রিনিতির একটা অংশ। আপনাকে বিষয়তা বুঝতে হবে। আরও অনেক কিছু জানতে প্রস্ন করতে পারেন।

    • @shamimakhan7439
      @shamimakhan7439 2 года назад +1

      @@Jkayer-u5s ওহে মদে শুকরের রক্ত ও শুকরের গোশত দিয়ে পায়খানা নির্মিত রুটি ভক্ষনকারি -অপপ্রচার খুব ভালই পারো।
      গনিমতের মাল নামটা দিয়ে কি বুঝাতে চাও?
      গনিমত কি জানো তো? যুদ্ধে পরাজিত শত্রুপক্ষের ফেলে যাওয়া জিনিসপত্র,সম্পদ, নারী-শিশু--বৃদ্ধদেরকে বলা হয় গনিমত। এটা যে শুধু ইসলামেই আছে তা কিন্তু নয়। এটা রাজা-মহারাজা-বাদশাহ-সম্রাট-সুলতানদের যুদ্ধরণনীতি।
      বাইবেলের পুরাতন নিয়মেও কিন্তু আছে। হিন্দু বেদেও আছে।
      এবার আসো সুরা আল ইমরানের ৪৫আয়াতে কি বলা হয়েছে?
      ঈসা (আঃ)-কে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে কেন? অথচ আমরা জানি আল্লাহর কালাম মাখলূক না যেমন কুরআন। তাহলে কি ঈসা (আঃ) মাখলূক না বরং স্রষ্টার অংশ?
      উক্ত বুঝ পুরোপুরি ভুল। কারণ ‘কালিমাতুল্লাহ’ দ্বারা উদ্দেশ্য আল্লাহর আদেশ বাচক শব্দ ‘কুন’ যার অর্থ ‘হও’ আর তাতেই হয়ে যায়। অর্থাৎ ঈসা (আঃ) যেহেতু পিতা বিহীন এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ তা‘আলা তাকে সৃষ্টি করার উদ্দেশ্যে এই ‘কুন’ শব্দ ব্যবহার করেন, আর তাতেই তিনি মাতৃগর্ভে চলে আসেন। ফলে তাকে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে।
      নবী-রাসুলগন আল্লাহর মুখ হতে পারে না বা আল্লাহর বাক্য অথবা স্বর হতে পারে না। তারা আল্লাহ সৃষ্ট দাস মাত্র ছাড়া আর কিছুই নয়।
      মসীহা ঈসা ইবনে মরিয়ম (আঃ) কে কেনো রুহুউল্লাহ বলা হয়? তাহলে কি তিনি আল্লাহ অথবা স্রষ্টা?
      এই কথাটিও ভুল। ঈসা (আ) এর কোনো পিতা ছিলেন না। পিতাহীন অবস্থাতেই তাঁর মা অন্তসত্ত্বা হন এবং ঈসা (আ) কে জন্ম দেন। এই পিতৃহীন সন্তান হবার কারণে যদি ঈসা (আ) খোদা হবার প্রমাণ বহন করে তাহলে হযরত আদম (আ) এর ব্যাপারটা কী হবে? তাঁর তো পিতাও ছিলো না, মাতাও ছিল না। হযরত ঈসা আঃ কে রুহুল্লাহ" বলা হয় শুধু মাত্র এজন্য যে,হযরত ঈসা আঃ এর রুহ ছিলো তার মাতা মরিয়ম আঃ এর প্রতি প্রেরিত সরাসরি কালিমা অর্থাৎ আল্লাহর হও বলা শব্দের মাধ্যমে অন্তঃস্বত্তা হওয়া ও নবীজি(আঃ)এর রুহ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়ে সরাসরি প্রেরিত৷

    • @Trishamoni36
      @Trishamoni36 2 года назад +1

      @@Jkayer-u5s সূরা ইখলাস হলো ঈশ্বরের পরিচয়।যদি পারেন তো সূরা ইখলাস এর সাথে ইসা আঃ এর মিল দেখান

  • @peterchokrobortty4955
    @peterchokrobortty4955 9 месяцев назад +2

    সঠিক এবং অতি সত্য কথা এখানে বলা হয়েছে ৷ ধন্যবাদ৷

  • @MdAkas-l5j
    @MdAkas-l5j 10 месяцев назад

    কোরআন এমন কিতাব যাহা মানুষের অন্তরে গেথে দেন আল্লাহ্ পাক পুস্তক ছাড়াই দুনিয়ার এক প্রান্ত হতে আরেক প্রান্তে একই কোরআন শুনতে পাবেন। আমরা সকল কিতাবের উপর ঈমান রাখি কিন্তু আল্লাহ্ বলেছেন সেগুলো কিছু বিকৃত করা হয়েছে অতএব সাবধানতা অবলম্বন করতে হবে।

  • @MdshafikulIslam-h7p
    @MdshafikulIslam-h7p 3 месяца назад

    বাইবেলে প্রায় হাজার খানেক ভুল আছে। তাহলে এই গুলো কি ঈশ্বর করেছেন।নাউজুবিল্লাহ 😮😮

  • @md.rayhanulislam3375
    @md.rayhanulislam3375 11 месяцев назад

    তাওরাত যদি অবিকৃতই থাকতো তবে কোরআনের সাথে কোথাও অমিল বা বৈসাদৃশ্য থাকতো না

  • @RakibulHasan-ul2kk
    @RakibulHasan-ul2kk 2 года назад +5

    সরযন্ত্র সরযন্ত্র। সাবধান

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ ি#খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্‍পাদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ #খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্পানদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

    • @shamimakhan7439
      @shamimakhan7439 2 года назад +1

      ওহে মদে শুকরের রক্ত ও শুকরের গোশত দিয়ে পায়খানা নির্মিত রুটি ভক্ষনকারি -অপপ্রচার খুব ভালই পারো।
      গনিমতের মাল নামটা দিয়ে কি বুঝাতে চাও?
      গনিমত কি জানো তো? যুদ্ধে পরাজিত শত্রুপক্ষের ফেলে যাওয়া জিনিসপত্র,সম্পদ, নারী-শিশু--বৃদ্ধদেরকে বলা হয় গনিমত। এটা যে শুধু ইসলামেই আছে তা কিন্তু নয়। এটা রাজা-মহারাজা-বাদশাহ-সম্রাট-সুলতানদের যুদ্ধরণনীতি।
      বাইবেলের পুরাতন নিয়মেও কিন্তু আছে। হিন্দু বেদেও আছে।
      এবার আসো সুরা আল ইমরানের ৪৫আয়াতে কি বলা হয়েছে?
      ঈসা (আঃ)-কে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে কেন? অথচ আমরা জানি আল্লাহর কালাম মাখলূক না যেমন কুরআন। তাহলে কি ঈসা (আঃ) মাখলূক না বরং স্রষ্টার অংশ?
      উক্ত বুঝ পুরোপুরি ভুল। কারণ ‘কালিমাতুল্লাহ’ দ্বারা উদ্দেশ্য আল্লাহর আদেশ বাচক শব্দ ‘কুন’ যার অর্থ ‘হও’ আর তাতেই হয়ে যায়। অর্থাৎ ঈসা (আঃ) যেহেতু পিতা বিহীন এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ তা‘আলা তাকে সৃষ্টি করার উদ্দেশ্যে এই ‘কুন’ শব্দ ব্যবহার করেন, আর তাতেই তিনি মাতৃগর্ভে চলে আসেন। ফলে তাকে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে।
      নবী-রাসুলগন আল্লাহর মুখ হতে পারে না বা আল্লাহর বাক্য অথবা স্বর হতে পারে না। তারা আল্লাহ সৃষ্ট দাস মাত্র ছাড়া আর কিছুই নয়।
      মসীহা ঈসা ইবনে মরিয়ম (আঃ) কে কেনো রুহুউল্লাহ বলা হয়? তাহলে কি তিনি আল্লাহ অথবা স্রষ্টা?
      এই কথাটিও ভুল। ঈসা (আ) এর কোনো পিতা ছিলেন না। পিতাহীন অবস্থাতেই তাঁর মা অন্তসত্ত্বা হন এবং ঈসা (আ) কে জন্ম দেন। এই পিতৃহীন সন্তান হবার কারণে যদি ঈসা (আ) খোদা হবার প্রমাণ বহন করে তাহলে হযরত আদম (আ) এর ব্যাপারটা কী হবে? তাঁর তো পিতাও ছিলো না, মাতাও ছিল না। হযরত ঈসা আঃ কে রুহুল্লাহ" বলা হয় শুধু মাত্র এজন্য যে,হযরত ঈসা আঃ এর রুহ ছিলো তার মাতা মরিয়ম আঃ এর প্রতি প্রেরিত সরাসরি কালিমা অর্থাৎ আল্লাহর হও বলা শব্দের মাধ্যমে অন্তঃস্বত্তা হওয়া ও নবীজি(আঃ)এর রুহ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়ে সরাসরি প্রেরিত৷

  • @muslimskeptic95
    @muslimskeptic95 11 месяцев назад +3

    হযরত মুহাম্মাদ (সা) নাম শুনে কেউ বিভ্রান্ত হবেন না। এটা খ্রিস্টান মিশনারির চ্যানেল। এই ভিডিও আপনাকে বিভ্রান্ত করার জন্যই তৈরি করা হয়েছে।
    সুতরাং পর্যাপ্ত জ্ঞান না থাকলে আপনি এই ভিডিওগুলো দেখে বিভ্রান্ত হতে পারেন। তাই না দেখাই উত্তম।
    তবে যদি কোন প্রশ্ন বা সংশয়ের সৃষ্টি করে তবে জাকির নায়েক এর ভিডিও দেখুম।

  • @ফালাকনূর
    @ফালাকনূর 3 года назад +3

    পাগলের ঘরের পাগল

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #খ্রিস্টান #মিশনারিদের ধোকার দিন শেষ, এখন আমরা সত্য সত্য জানি । #ইসলাম সত্য , #কোনো সন্দেহ নাই।ruclips.net/video/HDwAyQhwb0g/видео.html বাইবেলেও মুহাম্মদ সাঃ এর নাম বর্ণনা দেয়া হয়েছে । তাই এখন সবকিছু আমাদের সামনে পরিষ্কার । বাইবেলকে ইঞ্জিল বানিযে আর মুসলমানদে ইমান নষ্ট করার দিন শেষ। এখন আমরা জাকির নাইক দাইর কাছে সত্য জানি। জাজাকাল্লাহ। কেউ এই #খ্রিস্টান #মিশনারিদের #ধোকা খায়েন না সবাই #বাইবেলে #মুহাম্মদ সাঃ এর #আগমেনের এই #ভবিষ্যতবানী দেখুন । এদের ধোকার দিন শেষ এখন আমরা মুসলমানরা অন্তত কিছুটা সত্র জানি । খ্রিস্টনারা মুখোশপেরে আর কাউকেেোনো ধোকা না দিক। আমিন। যাস্ট এই ভিডিওটা দেখেন। জাকির নাইকের ভিডিও বাইবেলে হযরত মুহাম্মদ সাঃ এর ভবিষ্যত বানী ।

    • @shamimakhan7439
      @shamimakhan7439 2 года назад +1

      ওহে মদে শুকরের রক্ত ও শুকরের গোশত দিয়ে পায়খানা নির্মিত রুটি ভক্ষনকারি -অপপ্রচার খুব ভালই পারো।
      গনিমতের মাল নামটা দিয়ে কি বুঝাতে চাও?
      গনিমত কি জানো তো? যুদ্ধে পরাজিত শত্রুপক্ষের ফেলে যাওয়া জিনিসপত্র,সম্পদ, নারী-শিশু--বৃদ্ধদেরকে বলা হয় গনিমত। এটা যে শুধু ইসলামেই আছে তা কিন্তু নয়। এটা রাজা-মহারাজা-বাদশাহ-সম্রাট-সুলতানদের যুদ্ধরণনীতি।
      বাইবেলের পুরাতন নিয়মেও কিন্তু আছে। হিন্দু বেদেও আছে।
      এবার আসো সুরা আল ইমরানের ৪৫আয়াতে কি বলা হয়েছে?
      ঈসা (আঃ)-কে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে কেন? অথচ আমরা জানি আল্লাহর কালাম মাখলূক না যেমন কুরআন। তাহলে কি ঈসা (আঃ) মাখলূক না বরং স্রষ্টার অংশ?
      উক্ত বুঝ পুরোপুরি ভুল। কারণ ‘কালিমাতুল্লাহ’ দ্বারা উদ্দেশ্য আল্লাহর আদেশ বাচক শব্দ ‘কুন’ যার অর্থ ‘হও’ আর তাতেই হয়ে যায়। অর্থাৎ ঈসা (আঃ) যেহেতু পিতা বিহীন এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ তা‘আলা তাকে সৃষ্টি করার উদ্দেশ্যে এই ‘কুন’ শব্দ ব্যবহার করেন, আর তাতেই তিনি মাতৃগর্ভে চলে আসেন। ফলে তাকে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে।
      নবী-রাসুলগন আল্লাহর মুখ হতে পারে না বা আল্লাহর বাক্য অথবা স্বর হতে পারে না। তারা আল্লাহ সৃষ্ট দাস মাত্র ছাড়া আর কিছুই নয়।
      মসীহা ঈসা ইবনে মরিয়ম (আঃ) কে কেনো রুহুউল্লাহ বলা হয়? তাহলে কি তিনি আল্লাহ অথবা স্রষ্টা?
      এই কথাটিও ভুল। ঈসা (আ) এর কোনো পিতা ছিলেন না। পিতাহীন অবস্থাতেই তাঁর মা অন্তসত্ত্বা হন এবং ঈসা (আ) কে জন্ম দেন। এই পিতৃহীন সন্তান হবার কারণে যদি ঈসা (আ) খোদা হবার প্রমাণ বহন করে তাহলে হযরত আদম (আ) এর ব্যাপারটা কী হবে? তাঁর তো পিতাও ছিলো না, মাতাও ছিল না। হযরত ঈসা আঃ কে রুহুল্লাহ" বলা হয় শুধু মাত্র এজন্য যে,হযরত ঈসা আঃ এর রুহ ছিলো তার মাতা মরিয়ম আঃ এর প্রতি প্রেরিত সরাসরি কালিমা অর্থাৎ আল্লাহর হও বলা শব্দের মাধ্যমে অন্তঃস্বত্তা হওয়া ও নবীজি(আঃ)এর রুহ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়ে সরাসরি প্রেরিত৷

  • @zinnatbegum7829
    @zinnatbegum7829 2 года назад +2

    পরলে কি সমস্যা?

    • @Jkayer-u5s
      @Jkayer-u5s 2 года назад

      সুরা ইমরান -৪৫) যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম আল্লাহ তোমাকে তাঁর এক কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ-মারইয়াম-তনয় ঈসা, দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত। এখানে আমরা দেখি ফেরেস্তা আল্লাহর কালেমার সুসংবাদ দিচ্ছেন মরিয়ম এর কাছে আর কালেমার নাম হল ঈসা। যদি ঈসা আল্লাহর কালেমা হয়। আমরা জানি যে আল্লাহর কালেমা অবিনশ্বর আর আল্লাহর কালেমা অবিনশ্বর মানে ঈসাও অবিনশ্বর। আমরা জানি যে আল্লাহ ছাড়া কেউ-ই অবিনশ্বর নয়। অতএব ঈসাই হল আল্লাহ আর আল্লাহই
      ঈসা। আর এতাই হল খৃষ্টানদের ত্রিনিতির একটা অংশ। আপনাকে বিষয়তা বুঝতে হবে। আরও অনেক কিছু জানতে প্রস্ন করতে পারেন।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #খ্রিস্টান #মিশনারিদের ধোকার দিন শেষ, এখন আমরা সত্য সত্য জানি । #ইসলাম সত্য , #কোনো সন্দেহ নাই।ruclips.net/video/HDwAyQhwb0g/видео.html বাইবেলেও মুহাম্মদ সাঃ এর নাম বর্ণনা দেয়া হয়েছে । তাই এখন সবকিছু আমাদের সামনে পরিষ্কার । বাইবেলকে ইঞ্জিল বানিযে আর মুসলমানদে ইমান নষ্ট করার দিন শেষ। এখন আমরা জাকির নাইক দাইর কাছে সত্য জানি। জাজাকাল্লাহ। কেউ এই #খ্রিস্টান #মিশনারিদের #ধোকা খায়েন না সবাই #বাইবেলে #মুহাম্মদ সাঃ এর #আগমেনের এই #ভবিষ্যতবানী দেখুন । এদের ধোকার দিন শেষ এখন আমরা মুসলমানরা অন্তত কিছুটা সত্র জানি । খ্রিস্টনারা মুখোশপেরে আর কাউকেেোনো ধোকা না দিক। আমিন। যাস্ট এই ভিডিওটা দেখেন। জাকির নাইকের ভিডিও বাইবেলে হযরত মুহাম্মদ সাঃ এর ভবিষ্যত বানী ।

    • @shamimakhan7439
      @shamimakhan7439 2 года назад

      @@Jkayer-u5s ওহে মদে শুকরের রক্ত ও শুকরের গোশত দিয়ে পায়খানা নির্মিত রুটি ভক্ষনকারি -অপপ্রচার খুব ভালই পারো।
      গনিমতের মাল নামটা দিয়ে কি বুঝাতে চাও?
      গনিমত কি জানো তো? যুদ্ধে পরাজিত শত্রুপক্ষের ফেলে যাওয়া জিনিসপত্র,সম্পদ, নারী-শিশু--বৃদ্ধদেরকে বলা হয় গনিমত। এটা যে শুধু ইসলামেই আছে তা কিন্তু নয়। এটা রাজা-মহারাজা-বাদশাহ-সম্রাট-সুলতানদের যুদ্ধরণনীতি।
      বাইবেলের পুরাতন নিয়মেও কিন্তু আছে। হিন্দু বেদেও আছে।
      এবার আসো সুরা আল ইমরানের ৪৫আয়াতে কি বলা হয়েছে?
      ঈসা (আঃ)-কে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে কেন? অথচ আমরা জানি আল্লাহর কালাম মাখলূক না যেমন কুরআন। তাহলে কি ঈসা (আঃ) মাখলূক না বরং স্রষ্টার অংশ?
      উক্ত বুঝ পুরোপুরি ভুল। কারণ ‘কালিমাতুল্লাহ’ দ্বারা উদ্দেশ্য আল্লাহর আদেশ বাচক শব্দ ‘কুন’ যার অর্থ ‘হও’ আর তাতেই হয়ে যায়। অর্থাৎ ঈসা (আঃ) যেহেতু পিতা বিহীন এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ তা‘আলা তাকে সৃষ্টি করার উদ্দেশ্যে এই ‘কুন’ শব্দ ব্যবহার করেন, আর তাতেই তিনি মাতৃগর্ভে চলে আসেন। ফলে তাকে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে।
      নবী-রাসুলগন আল্লাহর মুখ হতে পারে না বা আল্লাহর বাক্য অথবা স্বর হতে পারে না। তারা আল্লাহ সৃষ্ট দাস মাত্র ছাড়া আর কিছুই নয়।
      মসীহা ঈসা ইবনে মরিয়ম (আঃ) কে কেনো রুহুউল্লাহ বলা হয়? তাহলে কি তিনি আল্লাহ অথবা স্রষ্টা?
      এই কথাটিও ভুল। ঈসা (আ) এর কোনো পিতা ছিলেন না। পিতাহীন অবস্থাতেই তাঁর মা অন্তসত্ত্বা হন এবং ঈসা (আ) কে জন্ম দেন। এই পিতৃহীন সন্তান হবার কারণে যদি ঈসা (আ) খোদা হবার প্রমাণ বহন করে তাহলে হযরত আদম (আ) এর ব্যাপারটা কী হবে? তাঁর তো পিতাও ছিলো না, মাতাও ছিল না। হযরত ঈসা আঃ কে রুহুল্লাহ" বলা হয় শুধু মাত্র এজন্য যে,হযরত ঈসা আঃ এর রুহ ছিলো তার মাতা মরিয়ম আঃ এর প্রতি প্রেরিত সরাসরি কালিমা অর্থাৎ আল্লাহর হও বলা শব্দের মাধ্যমে অন্তঃস্বত্তা হওয়া ও নবীজি(আঃ)এর রুহ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়ে সরাসরি প্রেরিত৷

    • @মুখওমুখোশ_১০
      @মুখওমুখোশ_১০ 4 месяца назад +1

      ​@@Jkayer-u5sপ্রপাগান্ডা কম মারাইস

    • @mdmukulislsm4905
      @mdmukulislsm4905 4 месяца назад

      ​@@Jkayer-u5sপুরো এটাতো ভুল বললেন

  • @owahidurrahman1363
    @owahidurrahman1363 5 месяцев назад

    Allah only protect al quaraan ,others are forfeited.

  • @ZiaulHaqueRipon-pg3sn
    @ZiaulHaqueRipon-pg3sn 5 месяцев назад

    আলহামদুলিল্লাহ্। মহান আল্লাহ্ তোমাদের শয়তানি বুঝার মত জ্ঞান দান করেছেন। তোমরা কোরআনের আয়াতের এবং হাদিস এর উদৃতি দিয়েছ ঠিকই তবে ব্যাখ্যা করেছ ভুল। সবাইকে সাবধান করছি এদের শয়তানি থেকে।

  • @FirojalomFirojalom-e9o
    @FirojalomFirojalom-e9o 4 месяца назад

    এত কিছু বলার প্রয়োজন নাই। মুল কথা হলো আগে আগত। সব প্রয়োজনীয় বানি গুলো কোরানে সংকলিত হয়েছে।বিষেশ প্রয়োজনে বিষেশ মোহত্তের গুলো ছাডা।

  • @ahmedsayeed7287
    @ahmedsayeed7287 3 месяца назад

    Rome nogorir pagan shomproday injil ke bikrito korey. Quran ghetey proman deyar dorkar nai, itihash ghatlei proman pey jaben. Ar quraney bohu jay gay ager kitab gulir bikriti hoey jabar kotha bola achey.

  • @sanias1506
    @sanias1506 Год назад

    পবিত্র কিতিবগুলো পেলেন কোথা থেকে।

  • @MdshafikulIslam-h7p
    @MdshafikulIslam-h7p 3 месяца назад

    তাওরাত এর মুল রচনা ছিল হিব্রুতে।সেটা এখন কোথাও খুঁজে পাবেননা।যেটা পাওয়া যায় সেটা গ্রীক থেকে অনুবাদ করা 😂😂😂😂

  • @mdasif-pd7vx
    @mdasif-pd7vx Год назад

    কোরআন আসার পর সকল কিতাব কে আল্লাহতালা বাতিল করে দিয়েছে সেগুলো পড়া এবং মানা হারাম

  • @advocateshahedahmed3633
    @advocateshahedahmed3633 2 года назад

    Apni law sudu Kuran& Md S A ke follow korben.nezekah Muslim Bolben.

  • @MdafjalHossein-zu4fp
    @MdafjalHossein-zu4fp 4 месяца назад

    তাওরাত ইঞ্জিল জব্বর জাহা ছিল সমস্ত কিছু আল্লাহ পাক কোরআনে গাইড করে দিয়েছে

  • @FirojalomFirojalom-e9o
    @FirojalomFirojalom-e9o 5 месяцев назад

    আপনি ভুল কারন। নবী জিবদসায় হাজার হাজার হাফেজ তৈরি করে ছিলেন।

  • @Md.BadhonCosta
    @Md.BadhonCosta 5 месяцев назад

    কোরানটা তো ওসমান নিজের মতো করে লিখেছেন।

  • @mehedihasanzishad8726
    @mehedihasanzishad8726 2 года назад +2

    বাহ দারুন ভিডিওটা

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ ি#খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্‍পাদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

    • @Jkayer-u5s
      @Jkayer-u5s 2 года назад

      সুরা ইমরান -৪৫) যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম আল্লাহ তোমাকে তাঁর এক কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ-মারইয়াম-তনয় ঈসা, দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত। এখানে আমরা দেখি ফেরেস্তা আল্লাহর কালেমার সুসংবাদ দিচ্ছেন মরিয়ম এর কাছে আর কালেমার নাম হল ঈসা। যদি ঈসা আল্লাহর কালেমা হয়। আমরা জানি যে আল্লাহর কালেমা অবিনশ্বর আর আল্লাহর কালেমা অবিনশ্বর মানে ঈসাও অবিনশ্বর। আমরা জানি যে আল্লাহ ছাড়া কেউ-ই অবিনশ্বর নয়। অতএব ঈসাই হল আল্লাহ আর আল্লাহই
      ঈসা। আর এতাই হল খৃষ্টানদের ত্রিনিতির একটা অংশ। আপনাকে বিষয়তা বুঝতে হবে। আরও অনেক কিছু জানতে প্রস্ন করতে পারেন।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #খ্রিস্টান #মিশনারিদের ধোকার দিন শেষ, এখন আমরা সত্য সত্য জানি । #ইসলাম সত্য , #কোনো সন্দেহ নাই।ruclips.net/video/HDwAyQhwb0g/видео.html বাইবেলেও মুহাম্মদ সাঃ এর নাম বর্ণনা দেয়া হয়েছে । তাই এখন সবকিছু আমাদের সামনে পরিষ্কার । বাইবেলকে ইঞ্জিল বানিযে আর মুসলমানদে ইমান নষ্ট করার দিন শেষ। এখন আমরা জাকির নাইক দাইর কাছে সত্য জানি। জাজাকাল্লাহ। কেউ এই #খ্রিস্টান #মিশনারিদের #ধোকা খায়েন না সবাই #বাইবেলে #মুহাম্মদ সাঃ এর #আগমেনের এই #ভবিষ্যতবানী দেখুন । এদের ধোকার দিন শেষ এখন আমরা মুসলমানরা অন্তত কিছুটা সত্র জানি । খ্রিস্টনারা মুখোশপেরে আর কাউকেেোনো ধোকা না দিক। আমিন। যাস্ট এই ভিডিওটা দেখেন। জাকির নাইকের ভিডিও বাইবেলে হযরত মুহাম্মদ সাঃ এর ভবিষ্যত বানী ।

    • @shamimakhan7439
      @shamimakhan7439 2 года назад +1

      @@Jkayer-u5s ওহে মদে শুকরের রক্ত ও শুকরের গোশত দিয়ে পায়খানা নির্মিত রুটি ভক্ষনকারি -অপপ্রচার খুব ভালই পারো।
      গনিমতের মাল নামটা দিয়ে কি বুঝাতে চাও?
      গনিমত কি জানো তো? যুদ্ধে পরাজিত শত্রুপক্ষের ফেলে যাওয়া জিনিসপত্র,সম্পদ, নারী-শিশু--বৃদ্ধদেরকে বলা হয় গনিমত। এটা যে শুধু ইসলামেই আছে তা কিন্তু নয়। এটা রাজা-মহারাজা-বাদশাহ-সম্রাট-সুলতানদের যুদ্ধরণনীতি।
      বাইবেলের পুরাতন নিয়মেও কিন্তু আছে। হিন্দু বেদেও আছে।
      এবার আসো সুরা আল ইমরানের ৪৫আয়াতে কি বলা হয়েছে?
      ঈসা (আঃ)-কে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে কেন? অথচ আমরা জানি আল্লাহর কালাম মাখলূক না যেমন কুরআন। তাহলে কি ঈসা (আঃ) মাখলূক না বরং স্রষ্টার অংশ?
      উক্ত বুঝ পুরোপুরি ভুল। কারণ ‘কালিমাতুল্লাহ’ দ্বারা উদ্দেশ্য আল্লাহর আদেশ বাচক শব্দ ‘কুন’ যার অর্থ ‘হও’ আর তাতেই হয়ে যায়। অর্থাৎ ঈসা (আঃ) যেহেতু পিতা বিহীন এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ তা‘আলা তাকে সৃষ্টি করার উদ্দেশ্যে এই ‘কুন’ শব্দ ব্যবহার করেন, আর তাতেই তিনি মাতৃগর্ভে চলে আসেন। ফলে তাকে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে।
      নবী-রাসুলগন আল্লাহর মুখ হতে পারে না বা আল্লাহর বাক্য অথবা স্বর হতে পারে না। তারা আল্লাহ সৃষ্ট দাস মাত্র ছাড়া আর কিছুই নয়।
      মসীহা ঈসা ইবনে মরিয়ম (আঃ) কে কেনো রুহুউল্লাহ বলা হয়? তাহলে কি তিনি আল্লাহ অথবা স্রষ্টা?
      এই কথাটিও ভুল। ঈসা (আ) এর কোনো পিতা ছিলেন না। পিতাহীন অবস্থাতেই তাঁর মা অন্তসত্ত্বা হন এবং ঈসা (আ) কে জন্ম দেন। এই পিতৃহীন সন্তান হবার কারণে যদি ঈসা (আ) খোদা হবার প্রমাণ বহন করে তাহলে হযরত আদম (আ) এর ব্যাপারটা কী হবে? তাঁর তো পিতাও ছিলো না, মাতাও ছিল না। হযরত ঈসা আঃ কে রুহুল্লাহ" বলা হয় শুধু মাত্র এজন্য যে,হযরত ঈসা আঃ এর রুহ ছিলো তার মাতা মরিয়ম আঃ এর প্রতি প্রেরিত সরাসরি কালিমা অর্থাৎ আল্লাহর হও বলা শব্দের মাধ্যমে অন্তঃস্বত্তা হওয়া ও নবীজি(আঃ)এর রুহ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়ে সরাসরি প্রেরিত৷

  • @mdsumon-nk5rj
    @mdsumon-nk5rj 2 года назад +3

    Only the Quran is perfect 100%

    • @pastorstephenbiswas
      @pastorstephenbiswas  2 года назад

      কোরআনে ঈসা (নাজাতদাতার) নাম ২২বার রয়েছে, এবং তার মাতা মরিয়মেন নামে আয়াত রয়েছে।

    • @MdShakib-zn4ms
      @MdShakib-zn4ms Год назад +2

      @@pastorstephenbiswas তো...!

    • @shamimakhan7439
      @shamimakhan7439 10 месяцев назад +1

      ​@@pastorstephenbiswas২৫বার😂😂খাইলেন ধরা। কিন্তু একবারও কি বলা আছে কুরআনে যে ঈসাই আল্লাহ/আল্লাহর পুত্র😂

    • @মুখওমুখোশ_১০
      @মুখওমুখোশ_১০ 4 месяца назад +1

      ​@@pastorstephenbiswasতো কি হয়েছে? মুসার নাম ৮০/৯০বার আসছে, মুহাম্মাদের নাম ৪বার আছে

  • @evanfriends6101
    @evanfriends6101 Год назад

    বানানো হলে কোরআন খুলে দেখ

  • @iqbalhossain7645
    @iqbalhossain7645 2 года назад

    হিম এগুলো খ্রিস্টানদের সম্পুর্ন বানানো!

  • @solovetsky6683
    @solovetsky6683 2 года назад

    থাক আজকে আর লিখবো না পরে লেখা হবে।

  • @poranmiji2525
    @poranmiji2525 10 месяцев назад

    উদ্দেশ্য স্পষ্ট 😂😂😂

  • @mahdeehasansajed3527
    @mahdeehasansajed3527 3 года назад +2

    Koran hazar hazar sahabigol mukhosto korechilen

    • @pastorstephenbiswas
      @pastorstephenbiswas  Год назад

      ওখানেই ত আসল সমস্যা...কোনটা সহি আর কোনটা নয় কিভাবে বুঝবেন?

    • @Jkayer-u5s
      @Jkayer-u5s Год назад

      Quran was eaten by goat🐐.😂😂😂

    • @shamimakhan7439
      @shamimakhan7439 10 месяцев назад

      ​@@pastorstephenbiswasইশরে কি আমার সমস্যা তোর বাইবেলে তো ৫০০০বেশি ভুল আর সাংঘর্ষিকতা আছে পারলে hadith bd তে সার্চ দে

    • @Md.ShadhenParves
      @Md.ShadhenParves 21 день назад

      Quran koi ta ache....tai sohi ber korlen...asole quran sompor k j gen nei seta clear holam......

  • @ummaykulsumkanti926
    @ummaykulsumkanti926 2 года назад

    এতো সাউণ্ড কম

  • @islamisevertruth179
    @islamisevertruth179 2 года назад

    আৰে ভাই, সুৰা বাকাৰায় কী তিন শত ছত্ৰিশ (336) আয়াত আছে?
    এৰা ভন্ড। Beware of them and of their hidden and crooked intention towards Christianity.

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ #খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্পা"দন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

    • @Jkayer-u5s
      @Jkayer-u5s 2 года назад

      সুরা ইমরান -৪৫) যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম আল্লাহ তোমাকে তাঁর এক কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ-মারইয়াম-তনয় ঈসা, দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত। এখানে আমরা দেখি ফেরেস্তা আল্লাহর কালেমার সুসংবাদ দিচ্ছেন মরিয়ম এর কাছে আর কালেমার নাম হল ঈসা। যদি ঈসা আল্লাহর কালেমা হয়। আমরা জানি যে আল্লাহর কালেমা অবিনশ্বর আর আল্লাহর কালেমা অবিনশ্বর মানে ঈসাও অবিনশ্বর। আমরা জানি যে আল্লাহ ছাড়া কেউ-ই অবিনশ্বর নয়। অতএব ঈসাই হল আল্লাহ আর আল্লাহই
      ঈসা। আর এতাই হল খৃষ্টানদের ত্রিনিতির একটা অংশ। আপনাকে বিষয়তা বুঝতে হবে। আরও অনেক কিছু জানতে প্রস্ন করতে পারেন।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      @@Jkayer-u5s God is not a man nor a son of man that he should sin and repent. Numbers23.19. Lol. অথচ যিশু কোথাও এক বারো বললো না যে, আমি বলছি আমি ইস্বর আর আমাকে উপাসনা করো। হা হা হা। আর হ্যা আল্লাহ করানে বলেছেন , হে খ্রিস্টানরা তোমরা বলো না যে, ইস্বর তিন জন। আরো বলেন তারা কি বলে , মরিয়ম তনয়া ইসা কি ইস্বর। তার পর বলেন দেখুন না , ইসা ও তার মা উভয়ই খাবার খেতো । তার মানে কি যে খায় সে হাগে ইস্বর কখনই হাগে না । আর আল্লাহ সরাসরি বলেছে , ইসা ইস্বর না । আর তোমরা এতো অপব্যাক্সা দেও অথচ আল্লাহ যে, সরাসরি বলেছে , ইস্বর তিন জন না , এবং ইসা ইস্বর না সেটার কথা কি দেখো না কোরানে? আল্লাহ ইসাকে জিঞ্জান করেছেন , তুমি কি তাদেরকে আমার ইবাদত বাদ দিয়ে নজিকে েইস্বর দাবি করেছো ইসা বললেন , আমি বলেছি হে আমার সম্প্রদায় আলাহার ইবাদত কররো। এর পর কি আর কেোননে কথা বলা লোগে যে, ঈস্বর এক জন এবং যিশু ইস্বর না , এবং ত্রিত্ববাদ কোরানে হারাম। তো পেচানো বন্ধ করো । কাজ হবে না । আমরা কোরান জানি এখন। কারন আমরা প্রতিরাতেই এখন #যিশূর #মাকে উপেটর রক্ত দিয়ে চুদি কারন সে মুসলমানদের #গনিমতের মাল।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      @@Jkayer-u5s #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ #খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্পানদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #খ্রিস্টান #মিশনারিদের ধোকার দিন শেষ, এখন আমরা সত্য সত্য জানি । #ইসলাম সত্য , #কোনো সন্দেহ নাই।ruclips.net/video/HDwAyQhwb0g/видео.html বাইবেলেও মুহাম্মদ সাঃ এর নাম বর্ণনা দেয়া হয়েছে । তাই এখন সবকিছু আমাদের সামনে পরিষ্কার । বাইবেলকে ইঞ্জিল বানিযে আর মুসলমানদে ইমান নষ্ট করার দিন শেষ। এখন আমরা জাকির নাইক দাইর কাছে সত্য জানি। জাজাকাল্লাহ। কেউ এই #খ্রিস্টান #মিশনারিদের #ধোকা খায়েন না সবাই #বাইবেলে #মুহাম্মদ সাঃ এর #আগমেনের এই #ভবিষ্যতবানী দেখুন । এদের ধোকার দিন শেষ এখন আমরা মুসলমানরা অন্তত কিছুটা সত্র জানি । খ্রিস্টনারা মুখোশপেরে আর কাউকেেোনো ধোকা না দিক। আমিন। যাস্ট এই ভিডিওটা দেখেন। জাকির নাইকের ভিডিও বাইবেলে হযরত মুহাম্মদ সাঃ এর ভবিষ্যত বানী ।

  • @AbdulMalek-ex3hq
    @AbdulMalek-ex3hq 2 года назад +1

    এতোদিন লোকমুখে এদের কর্মকাণ্ডের কথা শুনতাম আজ তাদের ইউটিউব চ্যানেল দেখলাম। আপনাদের ধর্ম প্রচার করতে চাইলে সরাসরি প্রচার করুন ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন কেন?

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ ি#খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্‍পাদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

    • @Jkayer-u5s
      @Jkayer-u5s 2 года назад

      সুরা ইমরান -৪৫) যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম আল্লাহ তোমাকে তাঁর এক কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ-মারইয়াম-তনয় ঈসা, দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত। এখানে আমরা দেখি ফেরেস্তা আল্লাহর কালেমার সুসংবাদ দিচ্ছেন মরিয়ম এর কাছে আর কালেমার নাম হল ঈসা। যদি ঈসা আল্লাহর কালেমা হয়। আমরা জানি যে আল্লাহর কালেমা অবিনশ্বর আর আল্লাহর কালেমা অবিনশ্বর মানে ঈসাও অবিনশ্বর। আমরা জানি যে আল্লাহ ছাড়া কেউ-ই অবিনশ্বর নয়। অতএব ঈসাই হল আল্লাহ আর আল্লাহই
      ঈসা। আর এতাই হল খৃষ্টানদের ত্রিনিতির একটা অংশ। আপনাকে বিষয়তা বুঝতে হবে। আরও অনেক কিছু জানতে প্রস্ন করতে পারেন।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #খ্রিস্টান #মিশনারিদের ধোকার দিন শেষ, এখন আমরা সত্য সত্য জানি । #ইসলাম সত্য , #কোনো সন্দেহ নাই।ruclips.net/video/HDwAyQhwb0g/видео.html বাইবেলেও মুহাম্মদ সাঃ এর নাম বর্ণনা দেয়া হয়েছে । তাই এখন সবকিছু আমাদের সামনে পরিষ্কার । বাইবেলকে ইঞ্জিল বানিযে আর মুসলমানদে ইমান নষ্ট করার দিন শেষ। এখন আমরা জাকির নাইক দাইর কাছে সত্য জানি। জাজাকাল্লাহ। কেউ এই #খ্রিস্টান #মিশনারিদের #ধোকা খায়েন না সবাই #বাইবেলে #মুহাম্মদ সাঃ এর #আগমেনের এই #ভবিষ্যতবানী দেখুন । এদের ধোকার দিন শেষ এখন আমরা মুসলমানরা অন্তত কিছুটা সত্র জানি । খ্রিস্টনারা মুখোশপেরে আর কাউকেেোনো ধোকা না দিক। আমিন। যাস্ট এই ভিডিওটা দেখেন। জাকির নাইকের ভিডিও বাইবেলে হযরত মুহাম্মদ সাঃ এর ভবিষ্যত বানী ।

    • @shamimakhan7439
      @shamimakhan7439 2 года назад

      @@Jkayer-u5s ওহে মদে শুকরের রক্ত ও শুকরের গোশত দিয়ে পায়খানা নির্মিত রুটি ভক্ষনকারি -অপপ্রচার খুব ভালই পারো।
      গনিমতের মাল নামটা দিয়ে কি বুঝাতে চাও?
      গনিমত কি জানো তো? যুদ্ধে পরাজিত শত্রুপক্ষের ফেলে যাওয়া জিনিসপত্র,সম্পদ, নারী-শিশু--বৃদ্ধদেরকে বলা হয় গনিমত। এটা যে শুধু ইসলামেই আছে তা কিন্তু নয়। এটা রাজা-মহারাজা-বাদশাহ-সম্রাট-সুলতানদের যুদ্ধরণনীতি।
      বাইবেলের পুরাতন নিয়মেও কিন্তু আছে। হিন্দু বেদেও আছে।
      এবার আসো সুরা আল ইমরানের ৪৫আয়াতে কি বলা হয়েছে?
      ঈসা (আঃ)-কে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে কেন? অথচ আমরা জানি আল্লাহর কালাম মাখলূক না যেমন কুরআন। তাহলে কি ঈসা (আঃ) মাখলূক না বরং স্রষ্টার অংশ?
      উক্ত বুঝ পুরোপুরি ভুল। কারণ ‘কালিমাতুল্লাহ’ দ্বারা উদ্দেশ্য আল্লাহর আদেশ বাচক শব্দ ‘কুন’ যার অর্থ ‘হও’ আর তাতেই হয়ে যায়। অর্থাৎ ঈসা (আঃ) যেহেতু পিতা বিহীন এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ তা‘আলা তাকে সৃষ্টি করার উদ্দেশ্যে এই ‘কুন’ শব্দ ব্যবহার করেন, আর তাতেই তিনি মাতৃগর্ভে চলে আসেন। ফলে তাকে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে।
      নবী-রাসুলগন আল্লাহর মুখ হতে পারে না বা আল্লাহর বাক্য অথবা স্বর হতে পারে না। তারা আল্লাহ সৃষ্ট দাস মাত্র ছাড়া আর কিছুই নয়।
      মসীহা ঈসা ইবনে মরিয়ম (আঃ) কে কেনো রুহুউল্লাহ বলা হয়? তাহলে কি তিনি আল্লাহ অথবা স্রষ্টা?
      এই কথাটিও ভুল। ঈসা (আ) এর কোনো পিতা ছিলেন না। পিতাহীন অবস্থাতেই তাঁর মা অন্তসত্ত্বা হন এবং ঈসা (আ) কে জন্ম দেন। এই পিতৃহীন সন্তান হবার কারণে যদি ঈসা (আ) খোদা হবার প্রমাণ বহন করে তাহলে হযরত আদম (আ) এর ব্যাপারটা কী হবে? তাঁর তো পিতাও ছিলো না, মাতাও ছিল না। হযরত ঈসা আঃ কে রুহুল্লাহ" বলা হয় শুধু মাত্র এজন্য যে,হযরত ঈসা আঃ এর রুহ ছিলো তার মাতা মরিয়ম আঃ এর প্রতি প্রেরিত সরাসরি কালিমা অর্থাৎ আল্লাহর হও বলা শব্দের মাধ্যমে অন্তঃস্বত্তা হওয়া ও নবীজি(আঃ)এর রুহ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়ে সরাসরি প্রেরিত৷

    • @pastorstephenbiswas
      @pastorstephenbiswas  Год назад

      সত্য জানুন, খুঁজুন এবং বুঝুন!

  • @abdurrazzaque6494
    @abdurrazzaque6494 2 года назад +1

    মিথ‍্যা বক্তব‍্য বাদ দিন।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ #খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্পা"দন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

    • @Jkayer-u5s
      @Jkayer-u5s 2 года назад

      সুরা ইমরান -৪৫) যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম আল্লাহ তোমাকে তাঁর এক কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ-মারইয়াম-তনয় ঈসা, দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত। এখানে আমরা দেখি ফেরেস্তা আল্লাহর কালেমার সুসংবাদ দিচ্ছেন মরিয়ম এর কাছে আর কালেমার নাম হল ঈসা। যদি ঈসা আল্লাহর কালেমা হয়। আমরা জানি যে আল্লাহর কালেমা অবিনশ্বর আর আল্লাহর কালেমা অবিনশ্বর মানে ঈসাও অবিনশ্বর। আমরা জানি যে আল্লাহ ছাড়া কেউ-ই অবিনশ্বর নয়। অতএব ঈসাই হল আল্লাহ আর আল্লাহই
      ঈসা। আর এতাই হল খৃষ্টানদের ত্রিনিতির একটা অংশ। আপনাকে বিষয়তা বুঝতে হবে। আরও অনেক কিছু জানতে প্রস্ন করতে পারেন।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад +1

      @@Jkayer-u5s God is not a man nor a son of man that he should sin and repent. Numbers23.19. Lol. অথচ যিশু কোথাও এক বারো বললো না যে, আমি বলছি আমি ইস্বর আর আমাকে উপাসনা করো। হা হা হা। আর হ্যা আল্লাহ করানে বলেছেন , হে খ্রিস্টানরা তোমরা বলো না যে, ইস্বর তিন জন। আরো বলেন তারা কি বলে , মরিয়ম তনয়া ইসা কি ইস্বর। তার পর বলেন দেখুন না , ইসা ও তার মা উভয়ই খাবার খেতো । তার মানে কি যে খায় সে হাগে ইস্বর কখনই হাগে না । আর আল্লাহ সরাসরি বলেছে , ইসা ইস্বর না । আর তোমরা এতো অপব্যাক্সা দেও অথচ আল্লাহ যে, সরাসরি বলেছে , ইস্বর তিন জন না , এবং ইসা ইস্বর না সেটার কথা কি দেখো না কোরানে? আল্লাহ ইসাকে জিঞ্জান করেছেন , তুমি কি তাদেরকে আমার ইবাদত বাদ দিয়ে নজিকে েইস্বর দাবি করেছো ইসা বললেন , আমি বলেছি হে আমার সম্প্রদায় আলাহার ইবাদত কররো। এর পর কি আর কেোননে কথা বলা লোগে যে, ঈস্বর এক জন এবং যিশু ইস্বর না , এবং ত্রিত্ববাদ কোরানে হারাম। তো পেচানো বন্ধ করো । কাজ হবে না । আমরা কোরান জানি এখন। কারন আমরা প্রতিরাতেই এখন #যিশূর #মাকে উপেটর রক্ত দিয়ে চুদি কারন সে মুসলমানদের #গনিমতের মাল।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад +1

      @@Jkayer-u5s #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ #খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্পানদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      @@Jkayer-u5s #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ #খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্পানদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

  • @solovetsky6683
    @solovetsky6683 2 года назад

    তোদের যিশুর মার আসল নাম হলো #কুমাড়ী #মরিয়মখলিফা বা #কুমাড়ী #মরিয়মলিয়ন। না #চীড় #কুমাড়ী #মরিয়ম #খলিফা / #চিীড় #কুমাড়ী #মরিয়মলিয়ন।

    • @pastorstephenbiswas
      @pastorstephenbiswas  2 года назад +2

      ব্যবহারেই ধর্মের পরিচয়.........

    • @shamimakhan7439
      @shamimakhan7439 2 года назад +1

      @@pastorstephenbiswas ওহে মদে শুকরের রক্ত ও শুকরের গোশত দিয়ে পায়খানা নির্মিত রুটি ভক্ষনকারি -অপপ্রচার খুব ভালই পারো।
      গনিমতের মাল নামটা দিয়ে কি বুঝাতে চাও?
      গনিমত কি জানো তো? যুদ্ধে পরাজিত শত্রুপক্ষের ফেলে যাওয়া জিনিসপত্র,সম্পদ, নারী-শিশু--বৃদ্ধদেরকে বলা হয় গনিমত। এটা যে শুধু ইসলামেই আছে তা কিন্তু নয়। এটা রাজা-মহারাজা-বাদশাহ-সম্রাট-সুলতানদের যুদ্ধরণনীতি।
      বাইবেলের পুরাতন নিয়মেও কিন্তু আছে। হিন্দু বেদেও আছে।
      এবার আসো সুরা আল ইমরানের ৪৫আয়াতে কি বলা হয়েছে?
      ঈসা (আঃ)-কে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে কেন? অথচ আমরা জানি আল্লাহর কালাম মাখলূক না যেমন কুরআন। তাহলে কি ঈসা (আঃ) মাখলূক না বরং স্রষ্টার অংশ?
      উক্ত বুঝ পুরোপুরি ভুল। কারণ ‘কালিমাতুল্লাহ’ দ্বারা উদ্দেশ্য আল্লাহর আদেশ বাচক শব্দ ‘কুন’ যার অর্থ ‘হও’ আর তাতেই হয়ে যায়। অর্থাৎ ঈসা (আঃ) যেহেতু পিতা বিহীন এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ তা‘আলা তাকে সৃষ্টি করার উদ্দেশ্যে এই ‘কুন’ শব্দ ব্যবহার করেন, আর তাতেই তিনি মাতৃগর্ভে চলে আসেন। ফলে তাকে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে।
      নবী-রাসুলগন আল্লাহর মুখ হতে পারে না বা আল্লাহর বাক্য অথবা স্বর হতে পারে না। তারা আল্লাহ সৃষ্ট দাস মাত্র ছাড়া আর কিছুই নয়।
      মসীহা ঈসা ইবনে মরিয়ম (আঃ) কে কেনো রুহুউল্লাহ বলা হয়? তাহলে কি তিনি আল্লাহ অথবা স্রষ্টা?
      এই কথাটিও ভুল। ঈসা (আ) এর কোনো পিতা ছিলেন না। পিতাহীন অবস্থাতেই তাঁর মা অন্তসত্ত্বা হন এবং ঈসা (আ) কে জন্ম দেন। এই পিতৃহীন সন্তান হবার কারণে যদি ঈসা (আ) খোদা হবার প্রমাণ বহন করে তাহলে হযরত আদম (আ) এর ব্যাপারটা কী হবে? তাঁর তো পিতাও ছিলো না, মাতাও ছিল না। হযরত ঈসা আঃ কে রুহুল্লাহ" বলা হয় শুধু মাত্র এজন্য যে,হযরত ঈসা আঃ এর রুহ ছিলো তার মাতা মরিয়ম আঃ এর প্রতি প্রেরিত সরাসরি কালিমা অর্থাৎ আল্লাহর হও বলা শব্দের মাধ্যমে অন্তঃস্বত্তা হওয়া ও নবীজি(আঃ)এর রুহ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়ে সরাসরি প্রেরিত৷

    • @Trishamoni36
      @Trishamoni36 2 года назад

      @@pastorstephenbiswas কোন ধর্ম???

    • @mdmizanurstudent1146
      @mdmizanurstudent1146 Год назад

      আপনি কি মুসলিম?

    • @mdmizanurstudent1146
      @mdmizanurstudent1146 Год назад +1

      @@pastorstephenbiswas ভাই একজন মুসলিম কখনও মরিয়ম আঃ নিয়ে কটূক্তি করতে পারেনা

  • @ImteazBabu
    @ImteazBabu 10 месяцев назад

    বাইবেল বিকৃত হয়েছে কিনা সেটা আপনারা নিজেরাই গবেষণা করে দেখুন। পাশ্চাত্যের বহু উঁচু মানের গবেষকরাই একে বিকৃত বলেছেন। এর বিকৃতির ইতিহাসও যথেষ্ট চিত্তাকর্ষক।

  • @solemanmia3719
    @solemanmia3719 3 года назад +1

    mittok

    • @pastorstephenbiswas
      @pastorstephenbiswas  3 года назад

      মিথ্যা যদি সত্য হয় তবে সত্য এমনিতেই মিথ্যায় পরিনত হয়। সত্য খুঁজে স্বাধীন হোন!

    • @malekgazi1382
      @malekgazi1382 2 года назад +1

      @@pastorstephenbiswas সত্য কোনোদিনই মিথ্যায় পরিণত হয় না৷ বরং মিথ্যাকে সত্য বানানোর অপচেষ্টা করলে মিথ্যারই হার হয় যেমনটা আপনারা করছেন....
      যীশু যদি সত্যই ঈশ্বর হয় তবে ইহুদিরা কেন মানলো না? কেন তাদের ধর্মগ্রন্থ তালমুদ তাকে নরকে আছে বলছে?
      ruclips.net/video/yHhbfBiWsqo/видео.html
      তাওরাত-যাবুর-ইঞ্জিল যদি অবিকৃত থাকে তবে একে হুবহু কুরআনের ন্যায় হতে হবে নতুব এটি বিকৃতই থাকবে... এসব অপচেষ্টা হতে বিরত থাকুন

    • @Jkayer-u5s
      @Jkayer-u5s 2 года назад

      সুরা ইমরান -৪৫) যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম আল্লাহ তোমাকে তাঁর এক কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ-মারইয়াম-তনয় ঈসা, দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত। এখানে আমরা দেখি ফেরেস্তা আল্লাহর কালেমার সুসংবাদ দিচ্ছেন মরিয়ম এর কাছে আর কালেমার নাম হল ঈসা। যদি ঈসা আল্লাহর কালেমা হয়। আমরা জানি যে আল্লাহর কালেমা অবিনশ্বর আর আল্লাহর কালেমা অবিনশ্বর মানে ঈসাও অবিনশ্বর। আমরা জানি যে আল্লাহ ছাড়া কেউ-ই অবিনশ্বর নয়। অতএব ঈসাই হল আল্লাহ আর আল্লাহই
      ঈসা। আর এতাই হল খৃষ্টানদের ত্রিনিতির একটা অংশ। আপনাকে বিষয়তা বুঝতে হবে। আরও অনেক কিছু জানতে প্রস্ন করতে পারেন।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #খ্রিস্টান #মিশনারিদের ধোকার দিন শেষ, এখন আমরা সত্য সত্য জানি । #ইসলাম সত্য , #কোনো সন্দেহ নাই।ruclips.net/video/HDwAyQhwb0g/видео.html বাইবেলেও মুহাম্মদ সাঃ এর নাম বর্ণনা দেয়া হয়েছে । তাই এখন সবকিছু আমাদের সামনে পরিষ্কার । বাইবেলকে ইঞ্জিল বানিযে আর মুসলমানদে ইমান নষ্ট করার দিন শেষ। এখন আমরা জাকির নাইক দাইর কাছে সত্য জানি। জাজাকাল্লাহ। কেউ এই #খ্রিস্টান #মিশনারিদের #ধোকা খায়েন না সবাই #বাইবেলে #মুহাম্মদ সাঃ এর #আগমেনের এই #ভবিষ্যতবানী দেখুন । এদের ধোকার দিন শেষ এখন আমরা মুসলমানরা অন্তত কিছুটা সত্র জানি । খ্রিস্টনারা মুখোশপেরে আর কাউকেেোনো ধোকা না দিক। আমিন। যাস্ট এই ভিডিওটা দেখেন। জাকির নাইকের ভিডিও বাইবেলে হযরত মুহাম্মদ সাঃ এর ভবিষ্যত বানী ।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ #খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্পানদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

  • @Jkayer-u5s
    @Jkayer-u5s 3 года назад

    Praise the Lord

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ #খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্পা"দন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""

    • @Jkayer-u5s
      @Jkayer-u5s 2 года назад +3

      @@solovetsky6683 সুরা ইমরান -৪৫) যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম আল্লাহ তোমাকে তাঁর এক কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম হলো মসীহ-মারইয়াম-তনয় ঈসা, দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত। এখানে আমরা দেখি ফেরেস্তা আল্লাহর কালেমার সুসংবাদ দিচ্ছেন মরিয়ম এর কাছে আর কালেমার নাম হল ঈসা। যদি ঈসা আল্লাহর কালেমা হয়। আমরা জানি যে আল্লাহর কালেমা অবিনশ্বর আর আল্লাহর কালেমা অবিনশ্বর মানে ঈসাও অবিনশ্বর। আমরা জানি যে আল্লাহ ছাড়া কেউ-ই অবিনশ্বর নয়। অতএব ঈসাই হল আল্লাহ আর আল্লাহই
      ঈসা। আর এতাই হল খৃষ্টানদের ত্রিনিতির একটা অংশ। আপনাকে বিষয়তা বুঝতে হবে। আরও অনেক কিছু জানতে প্রস্ন করতে পারেন।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      @@Jkayer-u5s God is not a man nor a son of man that he should sin and repent. Numbers23.19. Lol. অথচ যিশু কোথাও এক বারো বললো না যে, আমি বলছি আমি ইস্বর আর আমাকে উপাসনা করো। হা হা হা। আর হ্যা আল্লাহ করানে বলেছেন , হে খ্রিস্টানরা তোমরা বলো না যে, ইস্বর তিন জন। আরো বলেন তারা কি বলে , মরিয়ম তনয়া ইসা কি ইস্বর। তার পর বলেন দেখুন না , ইসা ও তার মা উভয়ই খাবার খেতো । তার মানে কি যে খায় সে হাগে ইস্বর কখনই হাগে না । আর আল্লাহ সরাসরি বলেছে , ইসা ইস্বর না । আর তোমরা এতো অপব্যাক্সা দেও অথচ আল্লাহ যে, সরাসরি বলেছে , ইস্বর তিন জন না , এবং ইসা ইস্বর না সেটার কথা কি দেখো না কোরানে? আল্লাহ ইসাকে জিঞ্জান করেছেন , তুমি কি তাদেরকে আমার ইবাদত বাদ দিয়ে নজিকে েইস্বর দাবি করেছো ইসা বললেন , আমি বলেছি হে আমার সম্প্রদায় আলাহার ইবাদত কররো। এর পর কি আর কেোননে কথা বলা লোগে যে, ঈস্বর এক জন এবং যিশু ইস্বর না , এবং ত্রিত্ববাদ কোরানে হারাম। তো পেচানো বন্ধ করো । কাজ হবে না । আমরা কোরান জানি এখন।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      @@Jkayer-u5s God is not a man nor a son of man that he should sin and repent. Numbers23.19. Lol. অথচ যিশু কোথাও এক বারো বললো না যে, আমি বলছি আমি ইস্বর আর আমাকে উপাসনা করো। হা হা হা। আর হ্যা আল্লাহ করানে বলেছেন , হে খ্রিস্টানরা তোমরা বলো না যে, ইস্বর তিন জন। আরো বলেন তারা কি বলে , মরিয়ম তনয়া ইসা কি ইস্বর। তার পর বলেন দেখুন না , ইসা ও তার মা উভয়ই খাবার খেতো । তার মানে কি যে খায় সে হাগে ইস্বর কখনই হাগে না । আর আল্লাহ সরাসরি বলেছে , ইসা ইস্বর না । আর তোমরা এতো অপব্যাক্সা দেও অথচ আল্লাহ যে, সরাসরি বলেছে , ইস্বর তিন জন না , এবং ইসা ইস্বর না সেটার কথা কি দেখো না কোরানে? আল্লাহ ইসাকে জিঞ্জান করেছেন , তুমি কি তাদেরকে আমার ইবাদত বাদ দিয়ে নজিকে েইস্বর দাবি করেছো ইসা বললেন , আমি বলেছি হে আমার সম্প্রদায় আলাহার ইবাদত কররো। এর পর কি আর কেোননে কথা বলা লোগে যে, ঈস্বর এক জন এবং যিশু ইস্বর না , এবং ত্রিত্ববাদ কোরানে হারাম। তো পেচানো বন্ধ করো । কাজ হবে না । আমরা কোরান জানি এখন। কারন আমরা প্রতিরাতেই এখন #যিশূর #মাকে উপেটর রক্ত দিয়ে চুদি কারন সে মুসলমানদের #গনিমতের মাল।

    • @solovetsky6683
      @solovetsky6683 2 года назад

      @@Jkayer-u5s #বাইবেলের #আসল #রুপ দেখুন , কিভাবে #ইয়াহুদ #খ্রিস্টনাদে #নবীরা #বিকৃত #লূচ্চামী , নিজের #মায়ের #বোনের সাথে #সেক্স করেছে। #দেখুন। বাইবেল #পিতা ও কন্যার #যৌনতার গল্প #বাইবেল,অাদিপুস্তুক ১৯:৩০-৩৮ 'লোট' তার দুই মেয়েকে নিয়ে,পাহাড়ের গুহায় বাস করতে লাগলেন।একদিন, বড় মেয়ে তার ছোট বোনকে বললো,""পৃথিবীর সব নারী-পুরুষ বিয়ে করে।।অামরা অামাদের পিতাকে মদ খাইয়ে বেহুশ করে যৌনতা করতে পারি এবং সন্তানও নিতে পারি। রাতে,#লোটের বড় #মেয়ে,#লোটকে #মদ খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো। পরের রাতে,লোটের ছোট #মেয়ে,নিজ বাবা লোটকে মত খাইয়ে মাতাল বানিয়ে #যৌনতা করলো।অবশেষে,তারা এক এক #পুএ সন্তানের জন্ম দিলো।।অার,তাদের নিজ পিতাই হলো,তাদের সন্তানের পিতা। #বাইবেলে #দাউদ ও #অন্যের #স্ত্রীর #যৌনতা।* #বাইবেল, ২ #স্যামুয়েল ১১:১-৬ #ঈশ্বরপুএ দাউদ, বাড়ির ছাদে হাটাহাটি করছিল।।তখন তিনি এক #সুন্দরী #নারীকে গোসল করতে দেখলেন। এরপর,কর্মচারীকে বললেন ঐ মহিলার খবর নিতে।কর্মচারী বলল"ঐ নারী ইলিয়ামের কন্যা "বাতসেবা" এবং তার স্বামীর নাম ঊরিজ,যে জীবিত ছিল। দাউদ,ঐ সুন্দরী নারীকে ডেকে এনে যৌন সঙ্গম করলো ।।ঐ নারী অাবার গোসল করে বাড়ি ফিরে গেলো।এর পরে ঐ নারী গর্ভবতীও হল। দাউদ, ঐ সুন্দরী নারীর স্বামী ঊরিজকে কিছু উপহার দিলো।#বাইবেলে #পর্নোগ্রাফিরর্।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 15 যিহূদা সেই পথে যেতে যেতে,#বিধবা #তামরকে দেখে ভাবল বোধ হয় বেশ্যা।* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 16 যিহূদা তার কাছে গিয়ে বলল- “এস আমার সাথে যৌন সম্পর্ক কর|” বিধবা নারীটি বলল- “আমায় কত দেবেন?* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 17 যিহূদা উত্তর করল- “আমার পশুপাল থেকে তোমার জন্য একটা বাচ্চা ছাগল পাঠিয়ে দেব|।নারীটি বলল- “ঠিক আছে| কিন্তু ছাগলটা পৌঁছাবার আগে আমার কাছে কিছু বন্ধক রাখুন|”* বাইবেল, আদিপুস্তক - অধ্যায় 38 - 18 যিহূদা জিজ্ঞেস করল- “তোমাকে যে ছাগল পাঠাব তার প্রমাণ হিসাবে তুমি আমার কাছে কি চাও? নারী টি বলল- “চিঠিতে মারবার তোমার ঐ মোহর- ও তার সুতো এবং হাঁটার ছড়িটাও আমায় দাও| যিহূদা তাকে ঐ জিনিসগুলো দিল| তারপর যিহূদা ও তামর যৌন সম্পর্ক করলো.. তামর গর্ভবতী হল|#বাইবেলে #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল, ২ স্যামুয়েল ১৬:২০-২৩ অবশালোম হল দাউদের পুএ।তার পিতা দাউদ, ঘর দেখাশুনা করার জন্য,তার পিতার কয়েকজন স্ত্রী রেখে গিয়েছিলেন অবশালোম,তার পিতার স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক করলো। তখন তারা বাড়ীর ছাদে অবশালোমের, জন্য একটা তাঁবু ফেলল| অবশালোম তার পিতার স্ত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক করল| সব ইস্রায়েলীয়ই তা দেখল|#বাইবেলে #বোনকে #ধর্ষণ* বাইবেল,২ স্যামুয়েল ১৩:৮-১৪ অাম্নোন এর বোন হল তামর। একদিন তামর তার ভাইয়ের বাড়িতে এলো এবং ভাইয়ের জন্য পিঠা তৈরি করলো।অাম্নোন তার দাশদেরকে ঘর থেকে বের হতে বলল।।যাতে,ঘরে শুধু তারা দুই ভাই বোন থাকে একা।তখন অম্নোন,তার বোন তামরকে বলল- ""খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|”তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল| তামর, যখন তার ভাই, অম্নোনকে খাওয়াতে শুরু করেছে তখন অম্নোন তার হাত চেপে ধরল| সে তাকে বলল- “বোন- এসো আমার সঙ্গে যৌন সম্পর্ক কর|” তামর অম্নোনকে বলল- “না ভাই! আমাকে এই সব করতে বাধ্য করো না| এই ধরণের লজ্জাজনক কাজ করো না| এই ধরণের ভয়াবহ কাজ ইস্রায়েলে হওয়া উচিত নয়| আমি আমার লজ্জা থেকে কোনদিন মুক্তি পাব না| লোকরা ভাববে যে তুমি অপরাধীদের একজন| কিন্তু অম্নোন তামরের কথা শুনল না| সে তামরের থেকে শক্তিশালী ছিল| সে তাকে নিজের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করলো। #বাইবেলে #ভাবি ও #মায়ের #সাথে #যৌনতা।* বাইবেল,অাদিপুস্তুক ৩৮:৮-৯ যিহুদা তার পুএ, 'ওনাকে' তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসেবে তার (মৃত) ভাইয়ের বংশ রক্ষার জন্য ভাইয়ের বধুর প্রতি (সহবাস করা) এই ছিল তার কর্তব্য। কিন্তু "ওনান" জানত যে, সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উত্পানদন করতে না হয়, সেই জন্য সে তার ভাইয়ের বধূর সঙ্গে সহবাসের সময়,বীর্য তার ভাবীর কাছে না দিয়ে ভূমিতে রেতঃপাত (বীর্যপাত) করলো।* বাইবেল,অাদিপুস্তুক ৩৫:২২/৪৯:৪ ""রিউবেন তার বাবার স্ত্রী,বিল্হার সাথে যৌন সঙ্গম করলো""