শিক্ষক পদত্যাগের নামে সারাদেশে যা হচ্ছে; কড়া বার্তা সারজিসের | Sarjis Alam | Teacher | Jamuna TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 4,1 тыс.

  • @JamunaTVbd
    @JamunaTVbd  14 дней назад +99

    JamunaTV on Telegram - t.me/JamunaTelevisionOfficial
    Follow JamunaTV on WhatsApp - whatsapp.com/channel/0029VakgKm5LdQeemosdqc0F

    • @tusharimran1785
      @tusharimran1785 14 дней назад +5

      কিছু টিচারের ব্যবহার খারাপ ছিল তার জন্য ছাত্ররা এই পথে হাটতাছে।

    • @Sifatjahan442
      @Sifatjahan442 14 дней назад

      কেনো পারবে না? আলবাদ পারবে। সব শিক্ষক ভালো না। national College teacher gulo বিশেষ করে গ্রামের শিক্ষক তারা হাসিনা দাদির পক্ষে ছিল। আর হুমকিও দিয়ে ছিল। এদের বিচার কে করবে? সরকার আমাদের সরকার বলুক যে। হাসিনা দাদির আমলে যারা খারাপ, দূর্নীতি শিক্ষক নিয়োগ ছিল তাদের বহিষ্কার করতে। তাহলেই ত আমরা আর খারাপ হই না। 😔 student ra kharap hote cay na.

    • @user-vk8wx6mx1g
      @user-vk8wx6mx1g 14 дней назад +1

      প্লিজ আমি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই আমার পরিবার অনেক বিপদে আছে

    • @BhootHouse219
      @BhootHouse219 14 дней назад

      পদত্যাগের জোর দাবি জানাচ্ছি
      ১। মাদ্রাসার দপ্তরি কর্তৃক নাবালিকা শিক্ষার্থী ধর্ষিত হওয়া সত্ত্বেও অভিযুক্ত ঐ দপ্তরিকে পুনঃবহাল রাখা।
      ২। ছাত্রী হোস্টেলে দ্বায়িত্বরত মহিলা হোস্টেল সুপার ও আয়াকে বিভিন্ন সময়ে অবৈধ সম্পর্কের জন্য বাধ্য করা। ৩। ছাত্রীহোস্টেলে অবস্থানরত কয়েকজন পরীক্ষার্থীদেরকে অন্যায়ভাবে সন্ধ্যাবেলায় হোস্টেল থেকে বের করে দেওয়া।
      ৪। ছাত্রী সংস্থা তল্লাশির নাম করে হোস্টেলে পুলিশ ডেকে শিক্ষার্থীদেরকে হয়রানি করা।
      ৫। শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে বিভিন্ন সময় দুর্ব্যবহার ও অপমান করা।
      ৬। শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানার এতিমদের যাকাত ফান্ডের টাকা আত্মসাৎ করে ফারুকীর নিজ এলাকা মহেশখালী এবং বর্তমান সাতকানিয়ার বিভিন্ন এলাকায় সম্পদের পাহাড় গড়া ।
      ৭। একাডেমিক ডকুমেন্ট্স তোলার ক্ষেত্রে অনৈতিকভাবে টাকা দাবী করা এবং শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করে অপমান করা। ৮। এতিম বাচ্চাদের জন্য বাইরে থেকে আসা অনুদান, খাবার, পোষাক ও টাকা আত্মসাৎ করা এবং তাদের সাথে খারাপ আচরণ করা।
      ৯। অবৈধভাবে মহিলা মাদ্রাসা ও এতিমখানা দুই প্রতিষ্ঠানে চাকরি করে বেতন ভোগ করা এবং নিজের আত্মীয় স্বজনকে অবৈধভাবে বিভিন্ন পদে নিয়োগ দেয়া।
      ১০। কোচিং এর নামে শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা অন্যথায় প্রবেশ পত্র ও রেজিষ্ট্রেশন কার্ড আটকিয়ে রাখা।
      ১১। ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থী ও এতিম বাচ্চাদের হুমকি-ধমকি এবং প্রলোভনের মাধ্যমে বিষয়গুলো ধামাচাপা দেয়ার চেষ্টা করা। নিজের অবৈধ কর্ম কান্ডকে দামাচাপা ও বৈধতা দেওয়ার জন্য বিগত সরকারের বিভিন্ন মহলে ঘুষের লেনদেন করা। #উপরের উল্লেখিত বিষয়বস্তুসমুহের বিষয়ে অবৈধ, দুষ্চরিত্রবান, লম্পট, এতিমের টাকা আত্মসাৎকারী ও অবৈধ অধ্যক্ষ নুরুল আলম ফারুকীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক, সরকারী প্রশাসন ও আমজনতার সহযোগিতা কামনা করছি।
      #প্রচারে:- গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

    • @KothrKothr-rh7xo
      @KothrKothr-rh7xo 14 дней назад

      চা বাগান গোলো অনেক বেহাল অবস্তা অনুগ্রহ করে একটু সুদৃষ্টি দিন,

  • @aburaihan6272
    @aburaihan6272 14 дней назад +971

    এই বক্তব্যটা আরও আগে দেয়া উচিত ছিলো, অনেক জায়গায় অনেক শিক্ষককে লাঞ্চিত করা হয়েছে,যেটা খুবই দু:খজনক😓

    • @Soul23-pd3qf
      @Soul23-pd3qf 14 дней назад +4

      😂😂😂😂 kno kandos kno

    • @akramhossain1248
      @akramhossain1248 14 дней назад +5

      আমরা ইতোমধ্যে অনেকটা জনমত হারালাম।

    • @razuislamraj8426
      @razuislamraj8426 14 дней назад +4

      Bbai sb kisui tho onader dhos diben na..
      Amdr alert thekka valo/kharap bacai korta hobe..
      Sb kisui nijer motoi vabla hobe na..
      Specially teacher der sathe

    • @aburaihan6272
      @aburaihan6272 14 дней назад +8

      @@akramhossain1248 jii vai.
      উপদেষ্টাদের চারিদিকে আরও বেশি নজরদারি আর কঠোর হতে হবে✊

    • @user-de9sj5nz4x
      @user-de9sj5nz4x 14 дней назад +18

      আসিফ মাহতাব স্যার এবং ফাহাদ স্যারকে যখন দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল তখন কোথায় ছিলেন আপনারা?
      উনারাও তো শিক্ষক!
      -এসব নাটক নকশা বাদ দেন।

  • @nawsabahneha7553
    @nawsabahneha7553 14 дней назад +854

    আকুন্ঠ সমর্থন......... ধন্যবাদ.... পরিস্থিতি এভাবে ব্যাখ্যা করে দিকনির্দেশনা দিবার জন্য বিশেষভাবে ধন্যবাদ.....

    • @AbdulFattah-t5h
      @AbdulFattah-t5h 14 дней назад +7

      👍

    • @arifurrana
      @arifurrana 14 дней назад +5

      Also I am ❤

    • @Rahimvlog02
      @Rahimvlog02 14 дней назад +4

      একদম ঠিক কথা বলেছেন বাচ্চারা একদম এখন বাড়াবাড়ি করতাছো টিচারদের সাথে 😂😂😢😢😢

    • @sheikhmubashwir8249
      @sheikhmubashwir8249 14 дней назад +3

      আমাদের কলেজে পূর্ব শত্রুতার জেরে এমন কাজ করতে যাচ্ছিলো। কিন্তু পরে এই মিথ্যা পরিকল্পনাকে ধ্বংস করা হয়েছে। অন্যায় থাকলে আইনের আশ্রয় নিতে হবে। আইন ঠিক করতে হবে। নতুন দলের দালালি যাতে না করে।

    • @trendingtoday9526
      @trendingtoday9526 14 дней назад +1

      রবীন্দ্রনাথ বলেছিলেন অশিক্ষিতদের কিসের বিশ্ববিদ্যালয়

  • @triponbarua3823
    @triponbarua3823 14 дней назад +463

    বার্তাটা আরো অনেক আগে দেয়া উচিত ছিল। দেরিতে হলেও বুঝতে পারার জন্য ধন্যবাদ সারজিসকে।

    • @trendingtoday9526
      @trendingtoday9526 14 дней назад +1

      রবীন্দ্রনাথ যে ভুল কথা বলেনি তার প্রমাণ পাওয়া গেছে

    • @SudipDas-g3u
      @SudipDas-g3u 14 дней назад

      Sarzis Tumi to aktu besi bujho to atodin tomra chup achila keno? R Dr Unus sir star bapare Kono barta den nai keno? Atodin to tomra tamasa dektechla..

    • @purnimakitchen-yu3xw
      @purnimakitchen-yu3xw 14 дней назад

      ঠিক

    • @mdasif6881
      @mdasif6881 14 дней назад +5

      আগে দেওয়ার দরকার ছিল সেটা সেও জানে কিন্তু করে নাই কারণ কাজ যা করার এর ভিতরেই করে ফেলছে যদি না বোঝেন বোকা স্বর্গে বসবাস করছে

    • @rehenabegum4420
      @rehenabegum4420 14 дней назад

      আপনি এগিয়ে আসলে না কেন,এরা কোন দিকে যাবে

  • @ZlaulHaq-gj7uy
    @ZlaulHaq-gj7uy 14 дней назад +572

    ১০০% সঠিক বলেছেন এটা বন্ধ হওয়া দরকার

    • @hkgamingtv6453
      @hkgamingtv6453 14 дней назад +2

      𝑅𝑖𝑔ℎ𝑡...❤❤❤

    • @goldensunrise-ox3sk
      @goldensunrise-ox3sk 14 дней назад +1

      ও ভাই ছাত্র আন্দোলন তো।

    • @muhibullah2526
      @muhibullah2526 14 дней назад

      ❤❤❤

    • @tajimkhan7420
      @tajimkhan7420 14 дней назад

      ❤❤❤

    • @trendingtoday9526
      @trendingtoday9526 14 дней назад +1

      রবীন্দ্রনাথ যে সঠিক কথা বলেছেন তা আরো একবার প্রমাণিত

  • @md.zakirhossain64
    @md.zakirhossain64 14 дней назад +155

    শিক্ষকদের যে ভাবে লাঞ্ছিত করা হচ্ছে তা নিন্দনীয়। এটা সমাজের অবক্ষয় ছাড়া আর কিছুই নয়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষকরা সবসময়ই সম্মানিত।

    • @atashsahaji3692
      @atashsahaji3692 14 дней назад

      Bangladesh a kunu teacher ar dorkar nai boycott teacher

    • @Turnback7
      @Turnback7 14 дней назад

      শিক্ষক নামের ষাঁড় গুলা যখন নতুন কারিকুলামের নামে শিক্ষা ব্যবস্থাকে পোন মেরে দিতেছিল,, তখন আপনার এই সাউয়া মার্কা নিন্দা কোথায় ছিলো🙄

    • @hichki-k7l
      @hichki-k7l 14 дней назад

      thik..... student ra ja iccha tai kortese

    • @LadlyBegum-sm2lx
      @LadlyBegum-sm2lx 14 дней назад

      ভালোই তো হয়েছে । এরা কিছু কিছু শিক্ষক দুনিয়াকে ,,,,,,ছাত্র মনে করে । শিক্ষাক্ষেত্রে ১৬ বছরে কবর রচনা হয়েছে । শিক্ষাদান যেদিন থেকে পন্য হয়ে গেছে,
      সেদিন থেকে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক হয়ে গেছে ক্রেতা বিক্রেতার।
      অর্থ আর সম্মান দুটো দাবি করা অন্যায্য।

    • @MdAsad-y4g
      @MdAsad-y4g 14 дней назад +1

      যে শিক্ষক শিক্ষিকা একটি রাজনৈতিক দল নিয়ে একদল ছাত্র ছাত্রী নিয়ে রাজনীতি করে এইসমস্ত শিক্ষক শিক্ষিকাকে পদত্যাগ করতে হয়। তাছাড়া এই শিক্ষক শিক্ষিকা ছিল আওয়ামী লীগের তাঁরা রাজনীতি করত সেই রাজনৈতিক জায়গা থেকে পদত্যাগ করা দরকার। তাছাড়া কোটা আন্দোলনের সময় এই সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিল ছাএ জনতার কোটার বিপক্ষে।যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ওপেনে রাজনৈতিক করে সেখানে কোন শিক্ষার্থীর সাথে ভালো সম্পর্ক ঘড়ে উঠে না।আর বর্তমানে হাসিনা শিক্ষা ব্যবস্থা 00 জিরু পয়েন্ট করে পালিয়েছে। সেখানে কে দায়ী শিক্ষক শিক্ষিকা না সরকার। বর্তমানে A+ পেয়েও কোন শিক্ষার্থীর জ্ঞান বিকাশ, জ্ঞানের প্রশস্ত বৃদ্ধি নেই লাঞ্চিত অপমান।

  • @msmbanglatv
    @msmbanglatv 14 дней назад +70

    খুবই যুক্ত সংগত দিক নির্দেশনা দেওয়ার জন্য সারজিস কে ধন্যবাদ।

  • @JkForid-ds5fl
    @JkForid-ds5fl 14 дней назад +15

    ধিককার দেই যারা শিক্ষা গুরুকে এই ভাবে লানচিত করতাছে।
    ,,,,

  • @dipu3242
    @dipu3242 14 дней назад +5

    সহমত প্রকাশ করছি সারজিস ভাইয়ের সাথে। এবং ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য।

  • @ahona577
    @ahona577 14 дней назад +90

    অত্যন্ত চমৎকার সময়োপযোগী বক্তব্য।
    আসলেই আমাদের এই প্রজন্ম মেধাবীদের থেকেও সেরা মেধাবী ।
    শুভ কামনা রইলো।
    ছাত্রদের হাত যেনো কলঙ্কিত না হয় সেদিকে খেয়াল রেখো ।

    • @Sumontalukder-d7o
      @Sumontalukder-d7o 14 дней назад +1

      এই বক্তব্যটি আরো আগে দেওয়ার প্রয়োজন ছিল।
      ছাত্ররা বাংলাদেশের রাজনীতির র টাও বুঝে না।
      আগের সরকারের পতনের পর যেসব জায়গায় জ্বালাও পুড়াও অবস্থা ছিল তখনও ছাত্রদের পক্ষ থেকে অনেক পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এটা খুবই দুঃখজনক।
      ছাত্রদের অনেক বেশি দ্বায়িত্বশীল হওয়ার দরকার ছিল

    • @REDLineGAMER-yg5k
      @REDLineGAMER-yg5k 14 дней назад +2

      আপনারা কেমন মেধাবী তাতো দেখতেই পাচ্ছি। এই মেধাবী জাতি কতটা সুশিক্ষিত তাতো সকল স্কুলে কলেজ দেখতেই পাচ্ছেন দেশবাসী।

  • @roushonara1090
    @roushonara1090 14 дней назад +337

    ধন্যবাদ, দেরীতে হলেও এই বক্তব্য দেয়ার জন্য। তোমাদের মত নীতিবান ছাত্রের দিকে তাকিয়ে আছে দেশ।

    • @Md.MahabuburRahman-t1f
      @Md.MahabuburRahman-t1f 14 дней назад +5

      Jota mere golai folermala, nitiban?

    • @alammumu-it5wl
      @alammumu-it5wl 14 дней назад +15

      ​@@Md.MahabuburRahman-t1fসবকিছুতেই ওদের দোষ দেন কেনো?এইজন্যই বলে করো উপকার করতে নেই

    • @kausikhazra9976
      @kausikhazra9976 14 дней назад +2

      ​@alammumu-it5wl এতদিন কেন চুপ ছিল, ওরাই তো আবার ঢাবি র vc চেঞ্জ করেছে, তার বেলা 😂😂

    • @alammumu-it5wl
      @alammumu-it5wl 14 дней назад +10

      @@kausikhazra9976 ভালো করছে,খারাপ শিক্ষক থাকার কোনো দরকার নাই,ভালো শিক্ষকের অভাব নেই বাংলাদেশে

    • @user-rq4qm7ee9x
      @user-rq4qm7ee9x 14 дней назад +2

      ​@@Md.MahabuburRahman-t1fJOLE 😂

  • @Procontrols
    @Procontrols 14 дней назад +197

    অসংখ্য ধন্যবাদ তোমাকে। যখনই কোন ধরনের ইস্যু তৈরি হয় তুমি সাথে সাথেই তুমি সেই ইস্যু নিয়ে কথা বলো। একদম সঠিক সময় সঠিক পদক্ষেপ।

    • @mouniBiswas-ie7hu
      @mouniBiswas-ie7hu 14 дней назад

      সুন্দর কথা বলেছেন ভাই আজকে। দেশে স্থিরতা দরকার আইন শৃঙ্খলার দিকে নজর দিন নাহলে মাঠপর্যায়ে এমন লড়াই বাধিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে বর্তমান সরকারের বদনাম করছে এরা যারা সুযোগবাদী রাজনৈতিক দল করে।

    • @idontkn0w104
      @idontkn0w104 14 дней назад +1

      এটাই চাইছিলাম।

  • @Rahim-160
    @Rahim-160 14 дней назад +132

    একজন শিক্ষক যদি রাজনীতির সাথে জড়িত হয়েও থাকে, সে সব কিছুর আগে একজন শিক্ষক, তার সম্মান অনেক মহান। সে অপরাধী হলে জেলা প্রশাসক আছে, তার গায়ে কোনো ভাবে হাত দেওয়া যায় না, এটা বন্ধ করতে হবে। না হলে একদিন ছাত্রদের মধ্যে ২ টা ভাগ হয়ে যাবে, সে দিন খুব দূরে নয়

    • @LadlyBegum-sm2lx
      @LadlyBegum-sm2lx 14 дней назад

      ভালোই তো হয়েছে । এরা কিছু কিছু শিক্ষক দুনিয়াকে ,,,,,,ছাত্র মনে করে । শিক্ষাক্ষেত্রে ১৬ বছরে কবর রচনা হয়েছে । শিক্ষাদান যেদিন থেকে পন্য হয়ে গেছে,
      সেদিন থেকে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক হয়ে গেছে ক্রেতা বিক্রেতার।
      অর্থ আর সম্মান দুটো দাবি করা অন্যায্য।

    • @Masterakoya
      @Masterakoya 14 дней назад +1

      Agun gonimoter mal to lut hoye gelo 1 mas jure .. ek mas por tonok norlo ?!!

  • @mdrahel5225
    @mdrahel5225 15 дней назад +259

    দেশকে এক জোট রাখার জন্য ভালো কিছু বলার জন্য ধন্যবাদ

    • @Nafi-ql7kp
      @Nafi-ql7kp 14 дней назад +1

      দেশটারে বারোটা বাজায় দিচ্ছে

    • @sumanchandrasumanchandra2447
      @sumanchandrasumanchandra2447 14 дней назад

      দেশের নিযাতন করে দিছে,

  • @user-io2eo3kq3w
    @user-io2eo3kq3w 14 дней назад +31

    এই বক্তব্যের অপেক্ষায় ছিলাম। দেরিতে হলেও সময়োপযোগী মহা মুল্যবান বক্তব্য। ধন্যবাদ

  • @Unknown-YouTubeStream
    @Unknown-YouTubeStream 14 дней назад +6

    দেশের দায়িত্ব যখন নিলেন তখন তো সব কিছুই মাথায় রাখা উচিত ছিল 😊

  • @user-rz8il2nx6q
    @user-rz8il2nx6q 14 дней назад +102

    ধন্যবাদ সারজিস, এত সুন্দর করে বিষয়টিকে বুঝানোর জন্য। এখনই এই ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

  • @Parvej24
    @Parvej24 14 дней назад +70

    তদন্ত করে নির্দোষ যে সকল শিক্ষককে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে, তাদেরকে সম্মানের সাথে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করুন।

    • @pingkusaha3488
      @pingkusaha3488 14 дней назад

      শিক্ষিত ছাত্র সমাজের এই কাজগুলি ভেবেচিন্তে করা উচিত ছিল। তাদের স্বসম্মানে ফিরিয়ে আনা আর গরু মেরে জুতা দান একই কথা।

    • @purnimakitchen-yu3xw
      @purnimakitchen-yu3xw 14 дней назад

      হুম্ম

    • @MahdiHadi-5
      @MahdiHadi-5 14 дней назад

      ঠিক। যারা দোষী তাদের চাকরি চ্যুত করা হোক

  • @কৃষ্ণকলি-ঙ৭ড
    @কৃষ্ণকলি-ঙ৭ড 14 дней назад +84

    ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই বক্তব্য আজ হাজার হাজার শিক্ষক দের মনের প্রশান্তি দেবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমার বাবাও এই হয়রানির শিকার। কিছু কুচক্রী মানুষ তাদের ক্ষমতা হাসিল এবং পুরোনো ক্ষোভ থেকে আজ আমার বাবার উপর এই প্রেশার দিচ্ছে। প্রতিটি উপজেলার প্রশাসনের প্রতি আমার অনুরোধ আপনারা এই শিক্ষকদের তাদের সম্মান রক্ষায় সাহায্য করুন🙏

  • @MDARIFURRAHMAN-dp9rn
    @MDARIFURRAHMAN-dp9rn 14 дней назад +4

    আপনারা ছাত্ররা সব বিষয়ে মাথা না দিলে এই সব হতো না। দুঃখজনক হলেও সত্য এইগুলোর জন্য আপনারা দায়ী।

  • @saniaakter5607
    @saniaakter5607 14 дней назад +109

    চমৎকার দিক নির্দেশনা মূলক বক্তব্য। আমি একজন শিক্ষক হিসাবে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই অন্তরের অন্তস্থল থেকে। এটা আমাদের সকলের চাওয়া।শিক্ষক বা যে কোন প্রতিষ্ঠানে যেই হোক না কেন যদি অপরাধ করে থাকে তারজন্য আইন আছে।আইন কেন নিজের হাতে তুলে নিবে?
    প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
    আবারো ধন্যবাদ চমৎকার গঠনমূলক বক্তব্যের জন্য।

    • @sohanabegum7839
      @sohanabegum7839 14 дней назад +1

      সারজিস ভাইকে সেলুট জানায়

    • @MahdiHadi-5
      @MahdiHadi-5 14 дней назад

      আইন কি করবে? নিয়ে যাবে আবার তার চাকরি দিয়ে দিবে। সেই আগে যা পরে ও তা

  • @junaid.69691
    @junaid.69691 14 дней назад +65

    সমন্বয়ক দের মধ্যে কেও এতো নৈতিক ব্যাখ্যা দিতে পারে সেটা আগে জানা ছিলো না। ১০০% সঠিক।

    • @Batcave007
      @Batcave007 14 дней назад

      taile tomar janar ovab chilo 1 mash+

    • @user-rq4qm7ee9x
      @user-rq4qm7ee9x 14 дней назад

      Ey jonno er Best Option NOTUN SHADHIN BANGLADESH rokhhar jonno@junaid

    • @user-rq4qm7ee9x
      @user-rq4qm7ee9x 14 дней назад

      ​@@Batcave007Tumi BODHHA janawo nai Kano?

  • @mdsarifulislam769
    @mdsarifulislam769 14 дней назад +82

    আমি আজ পর্যন্ত কোন নেতার কাছে এত সুন্দর ভাবে স্পষ্ট ভাবি ব্যাখ্যাসহ এরকম কোন বক্তব্য শুনিনি সত্যিই অসাধারণ। কারণ ইনি আর কেউ না ঢাকা ইউনিভার্সিটি সমন্বয়ক ভাই সার্ভিস আলম অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে

  • @HASANHAFIZUR-bh5fu
    @HASANHAFIZUR-bh5fu 14 дней назад +1

    সঠিক একটি বক্তব্য। ধন্যবাদ সারজিস ।

  • @Pele-jj5uj
    @Pele-jj5uj 14 дней назад +420

    শিক্ষক লাঞ্চিত করে আমাদের জাতিরকে কলঙ্কিত করা হয়েছে এটা আনেক দুঃখ জনক।

    • @user-te5oe8kb1z
      @user-te5oe8kb1z 14 дней назад +21

      শিক্ষক লাঞ্ছিত করা কোন ভাবেই সমর্থ করি না। কিন্তু যখন আমাদের দেশে আলেম ওলামাদের লাঞ্ছিত করা হয়েছে তখন আপনার সুশীল সমাজ কোই ছিল।

    • @MdRiyad-sf4ee
      @MdRiyad-sf4ee 14 дней назад +12

      ১৫ বছরের ছাত্রদেরকে যা শিখাইছে এখন তাই পাবে তারা

    • @arfinshuvojoy8481
      @arfinshuvojoy8481 14 дней назад +17

      আসিফ মাহতাব স্যারকে যখন দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল,
      তখন সুশীলদের আওয়াজ কোথায় ছিলো?

    • @SH_ASIF
      @SH_ASIF 14 дней назад +8

      শিক্ষক রাজনৈতিক দলের আশ্রয় ছিলো কেন।শিক্ষক থাকবে শিক্ষকের জাগায়

    • @ssajib-hj3pb
      @ssajib-hj3pb 14 дней назад

      একদম সঠিক কথা বলছেন ভাই​@@user-te5oe8kb1z

  • @wasikarim6965
    @wasikarim6965 14 дней назад +200

    কোন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হোক। শিক্ষকদের গায়ে হাত দেয়া যাবে না।

  • @MamunAhamad-sh5ep
    @MamunAhamad-sh5ep 14 дней назад +168

    খুব সুন্দর গোছানো কথাবার্তা। মাশাআল্লাহ আপনাদের দিকেই তাকিয়ে আছে আগামীর প্রজন্ম

    • @Soul23-pd3qf
      @Soul23-pd3qf 14 дней назад

      😂😂😂 putki dia ghu ber hobe na koydin por

    • @beastgamerhamza1202
      @beastgamerhamza1202 14 дней назад

      Tor to ber hoy na 😂 sobaike tor moto mone koros ?​@@Soul23-pd3qf

  • @juwelchowdhury6787
    @juwelchowdhury6787 11 дней назад

    ধন্যবাদ সারজিস তোমরা তরুণরা দেশকে এমন ভাবে পরিণত করো যেন তোমাদের চেয়ারে যে বসবে সেই চেয়ারটা যেন তাকে বাধ্য করে দেশকে সঠিক ভাবে নিয়ন্ত্রণ করার

  • @mainulislam6318
    @mainulislam6318 14 дней назад +162

    দিকনির্দেশনা দিবার জন্য অসংখ্য ধন্যবাদ..... এগিয়ে যান ...... ধন্যবাদ

  • @user-ln6fx5wu4z
    @user-ln6fx5wu4z 14 дней назад +157

    শিক্ষক লাঞ্চিত করে আমাদের জাতিরকে কলঙ্কিত করা হয়েছে এটা আনেক দুঃখ জনক

  • @user-vp7bc6ml2o
    @user-vp7bc6ml2o 14 дней назад +96

    সারজিসকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অজস্র ধন্যবাদ্,জয় হোক মানবতার।

  • @nmkhan
    @nmkhan 14 дней назад +1

    সাবাস। বাঘের বাচ্চা। স্পষ্ট ভাবে বলেছেন দেখে ভালো লাগলো। আশাকরি আমাদের সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন।

  • @SalehAhammedSajal-rr8se
    @SalehAhammedSajal-rr8se 14 дней назад +93

    ঠিক সিদ্ধান্ত। এই কজটি বন্ধ করা উচিত। শিক্ষকের কোন দোষ থাকলেও ছাত্র-ছাত্রীরা এই কাজটি করতে পারে না। এর জন্য অথরিটি আছে, যারা শিক্ষকের দোষ প্রমান হওয়া সাপেক্ষে শিক্ষকের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।

    • @AZIZURRAHMAN-rz9fu
      @AZIZURRAHMAN-rz9fu 14 дней назад

      তুমি ঠিক বুঝতে পেরেছ।

    • @MahdiHadi-5
      @MahdiHadi-5 14 дней назад

      কেউ কিছু করে না। তেলবাজী বাদ দেন

    • @MahdiHadi-5
      @MahdiHadi-5 14 дней назад

      তেল মারতে মারতে দেশের বারোটা বাজছে

  • @aminurrahman1393
    @aminurrahman1393 14 дней назад +21

    আপনি একদম সঠিক কথা বলেছেন। সঠিক ভাবে বিষয়টি ধরতে পেরেছেন, এজন‍্য আপনাকে ধন‍্যবাদ।

  • @MahadiHasan-wr9ub
    @MahadiHasan-wr9ub 14 дней назад +1

    ধন্যবাদ ভাইয়া তোমাকে তোমরা যে উদ্যোগটা নিয়েছো সেটা সঠিক

  • @mdsumonislammdsumonislam6952
    @mdsumonislammdsumonislam6952 14 дней назад

    খুব দুংখজনক, অনেক কষ্টদায়ক,আমার খুব কষ্ট হচছে, আমার স্যারের প্রতি অবিচার।

  • @robelmondol4836
    @robelmondol4836 14 дней назад +64

    সত্যি কথা বলছেন আপনি ভাই দোয়া রইল আপনার জন্য 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

    • @imrankhan-xp9zs
      @imrankhan-xp9zs 14 дней назад

      YOU are speaking the truth brother, prayers for you

  • @UmmeJuyena
    @UmmeJuyena 14 дней назад +27

    এটা বন্ধ করতে হবে।কোন শিক্ষক যদি অন্যায় করে তাকে আইনের আওতায় আনা হোক।ছাএরা কোমলমতি তাদের ব্যাবহার করে কেউ যেন ফায়দা লুটতে না পারে।

  • @user-fl8iq1nf8j
    @user-fl8iq1nf8j 14 дней назад

    অনেক ধন্যবাদ। সকলকে বোঝানোর জন্য।

  • @rohanrana8717
    @rohanrana8717 15 дней назад +114

    এই ভাবে পদত্যাগ করানো উচিত হয়নি, এখন না বুজলেও পরে বুঝবে!

  • @arifulIslam-yn5ro
    @arifulIslam-yn5ro 14 дней назад +10

    খুব সুন্দর কথা। এই বার্তাটি খুব জরুরি। অসংখ্য ধন্যবাদ ❤

  • @anamikasaha220
    @anamikasaha220 14 дней назад +39

    জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের পুনরায় বহাল রাখার অনুরোধ জানাচ্ছি।

    • @user-if8ce3pf7u
      @user-if8ce3pf7u 14 дней назад

      সহমত দিদি আমার খুব কষ্ট হয়েছে আমি একজন শিক্ষকের মেয়ে ছিলাম আমার বাবা মারা গেছে। শিক্ষক এই করুন পরিণতি দেখে ভেবেছিলাম এদের পরিবারটা কিভাবে চলবে কিভাবে এদের ছেলে মেয়েরা লেখা পড়া শিখবে। এভাবে যদি শিক্ষকদের বাদ দেওয়া হয় দেশের অনেক ক্ষতি হবে।

  • @nasrinakhter4957
    @nasrinakhter4957 14 дней назад +91

    ভাই আপনার বিশ্লেষণ অসাধারণ। কিন্তু এগলো করছে সকল রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষকগণ।

  • @anowarullah4672
    @anowarullah4672 14 дней назад +36

    গত ১৫/১৬ বছরে যাহা হয়নি কিন্তু তিন সপ্তাহে তোমরা তার চেয়ে বেশি করে ফেলতেছো তবে তাহা দেশের জন্য শুভনয়।

    • @user-mg5yf5dg5isumon
      @user-mg5yf5dg5isumon 14 дней назад

      রাইট

    • @mdrakibulislam-pw8fz
      @mdrakibulislam-pw8fz 14 дней назад +1

      আফসোসলীগ😂😂😂

    • @TheMridul655
      @TheMridul655 12 дней назад

      রাইট গত ১৫/১৬ বছরে একজন ও শিক্ষক বা শিক্ষিকা কে জুতাপেটা করে পদত্যাগ করানো হয়নি। কিন্তু নতুন সরকার আসার পর থেকে এইটা বাংলাদেশের প্রতিদিনের ঘটনা হয়ে গেছে।

  • @ABTonoy-kh6vq
    @ABTonoy-kh6vq 14 дней назад

    ধন্যবাদ ভাই,এটার দরকার ছিল❤

  • @mdnazrul4748
    @mdnazrul4748 14 дней назад +73

    সারজিস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @MdSakilhasan-we5bg
    @MdSakilhasan-we5bg 14 дней назад +8

    সারজিস ভাইয়ের মতামতের সাথে সকল শিক্ষার্থী এক মাত,,, ❤❤

  • @tandrasinha6987
    @tandrasinha6987 14 дней назад +9

    শিক্ষার্থীদের আইনের আওতায় আনা উচিত।বিশেষ করে ছাত্রীগুলোকে

  • @chadniful529
    @chadniful529 14 дней назад +11

    সারজিস ভাই, বিষয়টা থামানো দরকার। আমার এলাকার অনেক স্কুলে এমন ঘটনা ঘটছে।

  • @yousufart
    @yousufart 14 дней назад +53

    যেন আর কোন সরকার ভারতের বা কোন দেশের সাথে দেশ বিরোেধী চুক্তি করতে না পারে সেই জন্য গড়তে হবে জাতীয় নিরাপত্তা কাউন্সিল! কাজ চলছে। ১৬ বছর বয়সের পড়ে ৩ থেকে ৬ মাসের সামরিক প্রশিক্ষন বাধ্যতামুলক করা হবে সেই প্রস্তাব সেনা প্রধান ও সরকারের কাছে রেখেছে।
    মেজর দেলোয়ার হোসাইন

    • @azaharbepari673
      @azaharbepari673 14 дней назад +1

      আমিও সহমত

    • @gameofthor1030
      @gameofthor1030 14 дней назад +1

      ভাই সবার সাথে ভালো সম্পর্ক রাখা উচিত

    • @user-gf2ww1so1w
      @user-gf2ww1so1w 14 дней назад +2

      এই সব উস্কানিমূলক পোস্ট অফ করেন। মানুষ শান্তি চাই।

    • @BCS_Anonymous
      @BCS_Anonymous 14 дней назад +1

      তারপর এই প্রশিক্ষণ কাজে লাগানো হবে কোটা হিসেবে আর তারা করে বেড়াবে লুটপাট৷ আতেল

    • @monikamoni7538
      @monikamoni7538 14 дней назад

      Ata korly valo hoby

  • @FarhanaBoby-x6s
    @FarhanaBoby-x6s 14 дней назад +5

    সারজিসকে এই কারণেই আমার খুব ভালো লাগে। স্যালুট জানাইও আন্তরিক ধন্যবাদ।

  • @wahidarowshonjhumur1282
    @wahidarowshonjhumur1282 13 дней назад

    অসংখ্য ধন্যবাদ

  • @sudiptakumarbiswas1953
    @sudiptakumarbiswas1953 14 дней назад +19

    রাজনীতিতে এমন মানসিকতার লোক যদি দল করত সে দল যদি ক্ষমতায় যেত এদেশ সত্যি অন্যরকম হতো। অনেক ক্ষেত্রে এখন যাকিছু হচ্ছে, যেকোনো ব্যবস্থা গ্রহণ করলে আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো।

  • @MDShakil-h8x
    @MDShakil-h8x 14 дней назад +23

    এই পরামর্শ আরও আগে দিতে হতো।সব শেষ হয়ে গিয়েছে বাবা।তোমার এখন কাজ যে স্যারদের পদত্যাগ করিয়েছে। তাদের সকলকে স্বপদে ফিরিয়ে আনতে তোমার প্রতি জোর দাবী জানাচ্ছি।

  • @কাব্যেরস্বপ্নচূড়া

    সত্যিই তাই। সুন্দর বক্তব্য পেশ করেছেন

  • @himu6357
    @himu6357 14 дней назад +9

    বাস্তব উপযোগী কথা গুলো।
    ধন্যবাদ ভাই আপনার এই কথা গুলো এই সময়ের সেরা বার্তা

  • @rosykhan9918
    @rosykhan9918 14 дней назад +44

    এতদিনে তোমার কথা আমি সাপোর্ট করলাম। শিক্ষক সম্মান করো মা বাপকে সম্মান কর। তাহলে জীবন সুন্দর হবে। সবখানে রাজনীতির ঢুকাইও না। দেশ শান্তি আনার চেষ্টা করো।

    • @ummeshaila4129
      @ummeshaila4129 14 дней назад +4

      Eto din Koren ni keno?

    • @ShourobAhammad-f8o
      @ShourobAhammad-f8o 14 дней назад +1

      রাইট❤❤❤❤😊

    • @sajiaislam206
      @sajiaislam206 14 дней назад

      Eta kothorvabe dekha uchit,apnader k aro onek socheton hote hobe

    • @user-if8ce3pf7u
      @user-if8ce3pf7u 14 дней назад

      ভাই আপনাকে প্রথম থেকেই আমি সাপোর্ট করেছিলাম। শিক্ষকদের নামে মিথ্যা মামলা দায়ের না করে শিক্ষকদের যোগ্য সম্মান যেন ফিরিয়ে দেয়া হয়। তাহলে জাতি কলঙ্কিত হবে না। আমরা যদি সংস্কার করতে নাই পারলাম তাহলে কিভাবে স্বাধীন হলো এই দেশ। শুভকামনা ভাইয়া

  • @sabujdebsharma5980
    @sabujdebsharma5980 14 дней назад +26

    Right ❤❤
    যাদের জোড় করে পদত্যাগ করানো হয়েছে তাদের, পদত্যাগ পত্র কতৃপক্ষের গ্রহণ করা উচিৎ না।।😢😢😢😢

  • @sumanmbr2694
    @sumanmbr2694 14 дней назад

    সব কিছুর জন্য দায়ী তোমরা এবং এইসবের হিসেব তোমাদের একদিন দিতে হবে, প্রস্তুত থেকো,,

  • @user-um3mm7xc4d
    @user-um3mm7xc4d 14 дней назад +6

    ধন্যবাদ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রানের জন্য। সকল ছাত্রদের এটি ফলো করা উচিত।

  • @SohelRana-q8g
    @SohelRana-q8g 14 дней назад +17

    আপনাকে ধন্যবাদ শিক্ষা গুরুর এমন অবস্থা হওয়া ঠিক না।

  • @user-vu8dx3mz3p
    @user-vu8dx3mz3p 14 дней назад +7

    বাবা,তোমাদের কী বলে যে দোয়া দেবো!! সব সময় দোয়া করতে থাকি তোমাদের জন্য। তোমরা একতাবদ্ধ থাকো,কোন নোংরা শক্তি তোমাদের সরাতে পারবে না, ইনশাআল্লাহ। তোমরাই আমাদেরকে ভবিষ্যতে র পথ প্রদর্শক। ভালো থেকো, খুব সাবধানে থেকো, বাবা রা।

  • @NurAzim-oy9kk
    @NurAzim-oy9kk 14 дней назад +8

    সঠিকভাবে সুন্দর একটা বক্তব দেওয়ার জন্ম ধন্যবাদ। এবং শক্ত হাতে দমন করতে হবে।

  • @alamgirkhan2614
    @alamgirkhan2614 14 дней назад +5

    অনেক ধন্যবাদ তোমাকে আরো আগে এই কথাগুলো বলা উচিত ছিল, ছেলেমেয়েরা শিক্ষকদের সঙ্গে খুব বাড়াবাড়ি করছে যাদেরকে অপমান করে বের করে দেয়া হয়েছে তাদেরকে সেখানে ফিরিয়ে এনে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত,

  • @user-gv3zq6rr8n
    @user-gv3zq6rr8n 14 дней назад +5

    বার্তাটি অনেক গুরুত্বপূর্ণ তাই পূর্বে দেওয়ার দরকার ছিল।

    • @NilAkash-RB
      @NilAkash-RB 14 дней назад

      সে সময় আগে হয়নি। এখন সময় হয়েচে বলার তাই বলতেচে

  • @walk2know412
    @walk2know412 14 дней назад +1

    শিক্ষকবৃন্দও একটি দেশের নাগরিক। তারা চাইলে যেকোনো রাজনৈতিক দলের সমর্থক হইতেই পারে বা ক্ষেত্র বিশেষ আইনগতভাবে যেকোনো দলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতেই পারে। এটা তার নাগরিক অধিকার। যদি আপনারা চান যে তাহলে আইন করে রাজনীতি করা নিষিদ্ধ করে দিন তাও আইন নিজের হাতে তুলে নিয়েন না। ধন্যবাদ।

  • @mdenamulhaque
    @mdenamulhaque 14 дней назад +7

    সঠিক সিদ্ধান্ত ভাই।বক্তব্যটা আরো অনেক আগে দেওয়া উচিৎ ছিল। তবুও, সমউপযোগ সিদ্ধান্ত।

  • @ShabnamParvin-se4fw
    @ShabnamParvin-se4fw 14 дней назад +10

    ধন্যবাদ জানাই সুন্দর কথা

  • @HalimKhan-uh5lw
    @HalimKhan-uh5lw 14 дней назад +4

    সাব্বাশ।
    বাবা,শিক্ষকের প্রতি তোমার এই সমর্থনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
    আল্লাহ তোমাদের সৎ কর্মের সহায় হউন।

  • @mdsharifulislam7180
    @mdsharifulislam7180 14 дней назад +5

    খুবই সুন্দর কথা! এটাই হওয়া উচিত।

  • @aertechnology5010
    @aertechnology5010 14 дней назад +26

    শিক্ষক যারা জোর করে পদত্যাগ করাইছে তাদের চাকরি আবার ফেরত নেওয়া হোক

    • @bnlboss5510
      @bnlboss5510 14 дней назад

      Sayotto sasito betito kuno govtment or mp vukto school College er Teacher der jur kora sighn nileo podoteg hyna boro jur oder tc dia onno jaigai dibe... Students r dusor ra to janeina

  • @abulhossainbhuiyanabulho-xk7qr
    @abulhossainbhuiyanabulho-xk7qr 15 дней назад +44

    সুন্দর কথা। স্যালুট ভাই।

  • @ujjaljibonbsl7162
    @ujjaljibonbsl7162 14 дней назад +7

    এই বার্তাটি অনেক আগেই দেয়া উচিত ছিল তাহলে শিক্ষক সমাজের এত অসম্মান এত অপমান সহ্য করা লাগতো না আর দেশ এবং সারাবিশ্ব শিক্ষকদের এমন পরিস্থিতি দেখা লাগতো না যার ফলে শিক্ষক এবং ছাত্র সমাজের মধ্যে যে সম্পর্কের ব্যাঘাত ঘটেছে সেটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক যার কারণে আন্তর্জাতিক মহলে আমাদের দেশ ছোট হয়ে গেছে😢

  • @kamalinebhadra4636
    @kamalinebhadra4636 13 дней назад

    এটাই মানবতার শক্তি, ও পারিবারিক শিক্ষা, শিক্ষক যদি দোষ করে থাকেন তাহলে তাকে আইনের আওতায় আনা উচিত।

  • @real.life.review
    @real.life.review 14 дней назад +12

    অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার এই দ্বায়িত্বশীল বক্তব্যটি আরো আগে চেয়েছিলাম।

  • @Bibek-4yz
    @Bibek-4yz 14 дней назад +43

    শিক্ষকদের পদত্যাগ না করিয়ে, বরং তাদের রাজনৈতিক দল থেকে মুক্ত করার আইন করতে হবে।
    জোর করে পদত্যাগ করালে আইন বিরুদ্ধে কাজ

    • @himel1966
      @himel1966 14 дней назад +1

      Ekhon nijer pocondo moto lok nicche 🙂

    • @user-if8ce3pf7u
      @user-if8ce3pf7u 14 дней назад

      সহমত তাদের শুধাবার সুযোগ দেওয়া হোক।

  • @aminaakter6841
    @aminaakter6841 14 дней назад +26

    সারজিস আলমকে ধন্যবাদ, নীতিগত দিক দিয়ে অনেক উন্নত..

  • @mdzakaria71
    @mdzakaria71 14 дней назад +3

    দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন

  • @Travelwithdestination
    @Travelwithdestination 14 дней назад +16

    যতগুলো শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে,, তাদেরকে যথাযথ শিক্ষকের সন্মান দিয়ে পূর্নবহাল করা হোক,

  • @TruthSparksInDarkness
    @TruthSparksInDarkness 14 дней назад +16

    ধন্যবাদ সরজিস আলম মনের কথাগুলো বলেছ।
    ন্যায় এবং যোগ্য শিক্ষকদের অবশ্যই সম্মান করতে হবে।
    কিন্তু কোন দুর্নীতিবাজ শিক্ষকদেরকে আর ক্ষমতার অপব্যবহার করতে দেওয়া যাবে না।

  • @hasanurrahman5829
    @hasanurrahman5829 14 дней назад +4

    সব শিক্ষক দের নয় কিছু শিক্ষক দের পদত্যাগ করতে হবে,আপনার কথা ঠিক আছে

  • @hshasan2482
    @hshasan2482 14 дней назад

    ধ্যনবাদ ভাই কে

  • @Salim_reza_oficial_709
    @Salim_reza_oficial_709 14 дней назад +11

    সারজিস আলম স্যার অনেক সুন্দর কথা বলেছেন।এই বিষয়টা খতিয়ে দেখা উচিত ❤❤❤

  • @Jahidhasan-xp2iy
    @Jahidhasan-xp2iy 14 дней назад

    অসংখ্য ধন্যবাদ ❤

  • @faridakhatun8332
    @faridakhatun8332 14 дней назад +7

    হাত নেড়ে নেড়ে এই বক্তব্য অনেক আগেই দেওয়া উচিত ছিল। এত দিন পরে বোধদয় হলো😢

    • @nilimasworld5226
      @nilimasworld5226 14 дней назад

      Apni age bole diten o hoyto janto na

    • @bnlboss5510
      @bnlboss5510 14 дней назад

      Apnr moto to sudu fb nia bose take.....r oivabe apni ektu chesta koiren to hat nere kuno kicu korar paren ki nah...

    • @MahdiHadi-5
      @MahdiHadi-5 14 дней назад

      হয়ত সারজিস আলম এর শিক্ষককের সাথে এমন হয়েছে তাই।

    • @MahdiHadi-5
      @MahdiHadi-5 14 дней назад

      নিজের গায়ে লাগলে

  • @শুভরাড়াআর্দশগ্রাম

    শিক্ষা গুরু কে যারা সন্মান দিতে পারে না তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না

  • @ladyfawzia
    @ladyfawzia 14 дней назад

    Fully agree with you. Thanks bro.

  • @papiaghose
    @papiaghose 14 дней назад +45

    দল করার অধিকার সবার আছে, আপনারা এতো সমস্যা মনে করলে দেশ সহ পদত্যাগ করায় দেন। বিগত সরকারের করাপ্টেড সিস্টেমের বলির পাঠা তো সবাইকেই হতে হয়েছে। তাই বলে কি শিক্ষককে এভাবে অপমান করতে হবে? মনে রাখবেন শিক্ষার্থীর দ্বারা শিক্ষকের অপমানের ফল রাষ্টৃকে ভোগ করতে হবে। 😡 ছাত্র সমাজের প্রতি অনুরোধ দয়া করে নিজেদের পড়াশোনায় মনোযোগ দিন।

    • @user-rq4qm7ee9x
      @user-rq4qm7ee9x 14 дней назад +2

      TEACHER ra Dirty Politics korle obboshoi action neya hobe.
      Ey Students r porashuna r shathe Government eo thakbe, karon Notun Shadhin Bangladesh erye aneyche

    • @Shopnil_75
      @Shopnil_75 14 дней назад

      ​@@user-rq4qm7ee9xতাহলে এখন যদি বিএনপি ক্ষমতায় আসে এবং বিএনপি সাপোর্ট করা কোন শিক্ষক যদি স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয় থাকে তাহলে তাকেও কি এভাবে অপমান করে পদত্যাগ করতে বাধ্য করা হবে

    • @user-rq4qm7ee9x
      @user-rq4qm7ee9x 14 дней назад +1

      @@Shopnil_75 Jodi Kono onnaye kore tahole je Dol er hok, podotag korte hobe, ekhne Dol na Dolgiri dekha hochhe

    • @RezaulislamLavlu
      @RezaulislamLavlu 14 дней назад

      পদত্যাগে বাধ্য করাবে কেন?ওনার নিয়োগ পক্রিয়াতে বোঝা যাবে উনি স্ব নাকি অসচ্ছ।

  • @divinelawofalmightyallah
    @divinelawofalmightyallah 14 дней назад +33

    এতোদিন পরে তোমাদের দৃষ্টি পড়লো,শিক্ষকের চোখের জলে বাংলার জমিন প্লাবিত হচ্ছে প্রতিনিয়ত। যেভাবে অপমান অপদস্ত করে তাদেরকে বিদায় করা হচ্ছে তা নজিরবিহীন।

    • @masudrana-sr2wk
      @masudrana-sr2wk 14 дней назад +2

      Hatu jol hoyece naki vai?

    • @TutanchandraSaha-bo2dy
      @TutanchandraSaha-bo2dy 14 дней назад

      দেশ ধংসের কাজে যারা নিয়োজিত তাদের বিবেক বিক্রি হয়ে গেছে।

    • @AbuRayhan-l2i
      @AbuRayhan-l2i 14 дней назад

      School ,collage ,madrashay kono lakha pora nai sudhu 30, 40, 50 hazar taka barir kaj kore baton 15 yers tahke kaiche akhon affsos hay tomar.......

    • @rforchi
      @rforchi 14 дней назад

      বন্যা সামাল দিবে আগে নাকি আন্দোলন থামাবে নাকি সংস্করণ করবে নাকি জেলায় জেলায় যেয়ে স্কুলে দাড়ায়ে থাকবে!

  • @sarahfashion5327
    @sarahfashion5327 14 дней назад

    একদম ১০০% ঠিক কথা বলছেন ভাই আপনি

  • @sabbirahmed1483
    @sabbirahmed1483 14 дней назад +7

    সারজিস আমার আপন মামাতো ভাই। অসাধারণ একজন মানুষ আমরা ওকে নিয়ে গর্ব করি ❤❤

    • @thepatriot4326
      @thepatriot4326 14 дней назад

      আপনার বাসা কোথায়?

  • @mubarakmiah8427
    @mubarakmiah8427 14 дней назад +11

    সারজিস তোমাকে ধন্যবাদ
    যমুনা টিভি চ্যানেল কে ধন্যবাদ

  • @sarjisalam07
    @sarjisalam07 14 дней назад +25

    কোন শিক্ষকের পদ থেকে জোরপূর্বক পদত্যাগ করানো এটা কোন আদর্শের কাজ নয়
    এটা সম্পূর্ণ অনৈতিকতা!
    -সারজিস আলম

    • @mdfarideng6213
      @mdfarideng6213 14 дней назад

      Assalamualaikum... i need you r Emil... I'm a teacher.also

    • @sornaakther499
      @sornaakther499 14 дней назад

      ধন্যবাদ

  • @shihabuddin5579
    @shihabuddin5579 14 дней назад +4

    সারজিস কে ধন্যবাদ।

  • @HasinaBegumAziz
    @HasinaBegumAziz 14 дней назад

    Thanks for giving speech about this.its really important

  • @TaslimaLima-z6g
    @TaslimaLima-z6g 14 дней назад +14

    দেরি হলেও এই বিষয়ে নজর দিয়েছেন, তার জন্য মন থেকে ধন্যবাদ। কিছু শিক্ষার্থীদের এই আচরণ বাকি শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলবে, এতে শিক্ষার্থীদের মান ক্ষুণ্ণ হবে। সমাজ শিক্ষার্থীদেরকে অন্য নজরে দেখবে।

  • @shahadislam-wt9lf
    @shahadislam-wt9lf 14 дней назад +5

    ভাল কথা বলেছেন ভাই। ❤❤❤

  • @pinkunath-xi6ms
    @pinkunath-xi6ms 14 дней назад +9

    কথা গুলো অনেক গুরুত্বপূর্ণ,

  • @md.saruarhossain7877
    @md.saruarhossain7877 13 дней назад

    তোমাকে ধন্যবাদ যথার্থই বলেছো এটা একটা বড় দুটি সমাধান করা উচিত এবং পদত্যাগ করার সকল টিচারকে ফিরিয়ে এনে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত

  • @FiraMan-cq7rn
    @FiraMan-cq7rn 14 дней назад

    ১০০% সঠিক কথা বলেছেন এটা বন্ধ হওয়া দরকার।
    যে সকল শিক্ষকদের জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে সঠিক তদন্ত করতে হবে। কি জন্য তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।