সূরা আর-রুম, আয়াত: ৩১-৩২ مِنَ الَّذِیْنَ فَرَّقُوا دِيْنَهُمْ وَ كَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ وَ لَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না যারা নিজেদের দ্বীনকে ছিন্ন-বিচ্ছিন্ন করেছে এবং নিজেরা বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়ে গিয়েছে; প্রত্যেক দলই নিজেদের কাছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট [আনন্দিত, উল্লসিত]। ভাবুন: আমরা কি মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বাঁচতে পেরেছি? আমরাও কি নিজেদের দ্বীনকে ছিন্ন-বিচ্ছিন্ন করিনি? দলে দলে বিভক্ত হইনি? আমাদের প্রত্যেকটা দল/মত/জামাত/ মেহনতের কাছে যা কিছু আছে তা [দাওয়াত-তালিম-ইস্তেগবাল, সহিহ্ হাদিস-সহিহ্ আক্বিদা, খানকা-জিকির, মাদ্রাসা-এলেম, ভোট-আমানত, ইত্যাদি], নিয়ে কি আমরা সন্তুষ্ট নই? আমরা কি সঠিক হলেও অন্যেরটা গ্রহণ করি? আমরা কি ভুল হলেও নিজেরটা ছুঁড়ে ফেলি? নিজেদের কাছে যা কিছু আছে তা নিয়েই কি আমরা উল্লসিত নই?
সূরা আর-রুম, আয়াত: ৩১-৩২
مِنَ الَّذِیْنَ فَرَّقُوا دِيْنَهُمْ وَ كَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ وَ لَا
تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ
আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না যারা নিজেদের দ্বীনকে ছিন্ন-বিচ্ছিন্ন করেছে এবং নিজেরা বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়ে গিয়েছে; প্রত্যেক দলই নিজেদের কাছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট [আনন্দিত, উল্লসিত]।
ভাবুন: আমরা কি মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বাঁচতে পেরেছি? আমরাও কি নিজেদের দ্বীনকে ছিন্ন-বিচ্ছিন্ন করিনি? দলে দলে বিভক্ত হইনি? আমাদের প্রত্যেকটা দল/মত/জামাত/ মেহনতের কাছে যা কিছু আছে তা [দাওয়াত-তালিম-ইস্তেগবাল, সহিহ্ হাদিস-সহিহ্ আক্বিদা, খানকা-জিকির, মাদ্রাসা-এলেম, ভোট-আমানত, ইত্যাদি], নিয়ে কি আমরা সন্তুষ্ট নই? আমরা কি সঠিক হলেও অন্যেরটা গ্রহণ করি? আমরা কি ভুল হলেও নিজেরটা ছুঁড়ে ফেলি? নিজেদের কাছে যা কিছু আছে তা নিয়েই কি আমরা উল্লসিত নই?