Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
মারহাবা
গানের রচয়িতা মওলানা মোহাম্মদ বজলুল করিম মন্দাকিনীইহা একটি মাইজভান্ডারী গান --===============================কে তুমি হে সখা আড়ালে থাকিয়া, হরিলে আমার প্রাণছলনা কৌশলে জগত মজালে, এমন মোহিনী জান।সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া, বিদ্যুৎ খেলিছ অভিনব ক্রিয়া।জ্ঞানীগণে তোমার চাতুর্য্য দেখিয়া, হারিয়ে বসেছে জ্ঞান।মানব হৃদয়ে বাসস্থান রাখ, নর দৃষ্টি হতে বহুদুরে থাকচিনিতে না পারে তাই তোমায় করে, অসংখ্য রূপেতে ধ্যান যুগে যুগে তুমি বিভিন্ন দেশে, নবী অলি যত মুনি ঋষি বেশেঘোর অন্ধকার হতে মানবজাতিকে, আলোতে টানিয়ে আন।তুর ফিলিস্তিন দামেস্ক মিসরে, মহাসমারোহে মদিনা নগরে বাগদাদ-আজমীরে পেয়েছি তোমারে, অপার করুনা দান।মাইজভান্ডার সিংহাসন অলংকৃত করেছ, দেখিয়া ভক্তকুল হই আনন্দিত প্রশংসা কীর্তন করিছি করিম, সুরেতে মিলায়ে তান।।
লোকো গান শুনে কিছুতেই সাধ মেটেনা যত শুনি ততই ভালো লাগে ধন্যবাদ আপনাদের সবাইকে
There. Is none as Baba Vandary (Rh)
মারহাবা
গানের রচয়িতা
মওলানা মোহাম্মদ বজলুল করিম মন্দাকিনী
ইহা একটি মাইজভান্ডারী গান --
===============================
কে তুমি হে সখা আড়ালে থাকিয়া, হরিলে আমার প্রাণ
ছলনা কৌশলে জগত মজালে, এমন মোহিনী জান।
সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া, বিদ্যুৎ খেলিছ অভিনব ক্রিয়া।
জ্ঞানীগণে তোমার চাতুর্য্য দেখিয়া, হারিয়ে বসেছে জ্ঞান।
মানব হৃদয়ে বাসস্থান রাখ, নর দৃষ্টি হতে বহুদুরে থাক
চিনিতে না পারে তাই তোমায় করে, অসংখ্য রূপেতে ধ্যান
যুগে যুগে তুমি বিভিন্ন দেশে, নবী অলি যত মুনি ঋষি বেশে
ঘোর অন্ধকার হতে মানবজাতিকে, আলোতে টানিয়ে আন।
তুর ফিলিস্তিন দামেস্ক মিসরে, মহাসমারোহে মদিনা নগরে
বাগদাদ-আজমীরে পেয়েছি তোমারে, অপার করুনা দান।
মাইজভান্ডার সিংহাসন অলংকৃত করেছ, দেখিয়া ভক্তকুল হই আনন্দিত
প্রশংসা কীর্তন করিছি করিম, সুরেতে মিলায়ে তান।।
লোকো গান শুনে কিছুতেই সাধ মেটেনা যত শুনি ততই ভালো লাগে ধন্যবাদ আপনাদের সবাইকে
There. Is none as Baba Vandary (Rh)