Katwa Tour,Jogyoda Satipith,ujani satipith and Srikhanda,One Day Tour From Kolkata
HTML-код
- Опубликовано: 4 дек 2024
- Katwa Tour,Jogyoda Satipith,ujani satipith and Srikhanda,One Day Tour From Kolkata
একদিনের জন্য ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার হলে, ঘুরে আসুন পূর্ব - বর্ধমান জেলায়। এই জেলার একাধিক ঐতিহাসিক মন্দির ও অন্যান্য বিষয়ক কারনে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। আপনাদের ঘুরে দেখাবো বেশ কয়েকটি দর্শনীয় স্থান।
প্রথম স্থানটি হল কোগ্রাম। এই গ্রামেই রয়েছে পল্লিপ্রেমি কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি, সাথে সতীর একান্নপীঠের একপীঠ উজানী সতীপীঠ।
পরের স্থানটি ক্ষীরগ্রাম নামক গ্রামে অবস্থিত সতীর একান্ন পীঠের আরো একপীঠ যোগাদা মায়ের মন্দির। আশ্চর্যকর ঘটনা এখানে দেবী সারাবছরই মন্দির সংলগ্ন ক্ষীরদীঘির জলে ডুবে থাকেন। বছরের একবার দুটি দিনের জন্যই ভক্তরা দেবীকে দেখতে পেয়ে থাকেন।
এর পরেই দেখুন শ্রীখন্ড গ্রামের প্রায় ৫০০বছরেরও পুরোনো গোপীনাথ মন্দির। এখানেই রয়েছে রঘুনাথের হাতে থেকে খাওয়া গোপীনাথের হাতে শীলায় পরিণত অর্ধেক নাড়ু। এখানে শ্রীকৃষ্ণের হাতে বাঁশির বদলে অর্ধেক নাড়ু দেখতে পাবেন।
পূর্ব-বর্ধমানের কাটোয়ায় রয়েছে গৌরাঙ্গবাড়ি মন্দির, এই স্থানেই মহাপ্রভু কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে ছিলেন এবং মাথা ন্যাড়া করেছিলেন মহাপ্রভু।
গৌরাঙ্গ বাড়ি মন্দিরের কাছাকাছি রয়েছে মাধাইতলা আশ্রম। এখানে মহাপ্রভু নীলাচল যাওয়ার আগে তাঁর ভক্তদের নিয়ে বিশ্রাম নিয়েছিলাম সেই মাধবীলতা বৃক্ষটি এখানেও রয়েছে সাথে মহাপ্রভুর পদচিহ্ন। এই আশ্রমের বিশেষত্ব হল এখানে ২৪ ঘণ্টা হরিনাম সংকীর্তন হয়ে থাকে।
🛕🛕পুরী 2022 ভিডিও playlists🛕🛕
পুরী ভ্রমণ All Video playlists👇👇👇👇
• Puri 2022
🏯🏯 মুর্শিদাবাদ 2022 ভিডিও playlists🏯🏯
মুর্শিদাবাদ ভ্রমণ All Video playlists👇👇👇👇
• Murshidabad Tour
🛕মায়াপুর ও নবদ্বীপের 2022 ভিডিও playlists🛕
মায়াপুর ও নবদ্বীপের ভ্রমণ All Video playlists👇 • Nabadwip and Mayapur Tour
🛖শান্তিনিকেতন ভ্রমণ 2022 ভিডিও playlists🛖
শান্তিনিকেতন ভ্রমণ All Video playlists👇👇👇 • Santiniketan Tour
🏖️🏖️One Day Tour ভিডিও playlists🏖️🏖️
One Day Tour All Video playlists👇👇👇👇 • One Day Tour
Rahul and Bakul চ্যানেল এবং চ্যানেলের কর্তৃপক্ষ দেখানো কোন কিছু যদি, দর্শকদের দ্বারা ভ্রমণের সময় ঘটতে পারে এমন কোনও বিপদ বা সমস্যার জন্য দায়ী নয়, এখানে প্রকাশিত সমস্ত মন্তব্য,ভিউ,মতামত স্বাধীন এবং ব্যক্তিগত। ভিডিওটি কোনোভাবেই নির্দিষ্ট জাতিগত, ধর্মীয়, রাজনৈতিক বা সামাজিক গোষ্ঠী বা ব্যক্তিদের উপর ফোকাস করে না। চ্যানেলের তথ্য সরাসরি জিজ্ঞাসা করা সূত্র থেকে আসে,তাই আমার এবং আমাদের দর্শকদের উভয়ের মন্তব্য নাগরিক এবং সম্মানজনক রাখুন।
খুব সুন্দর পরিবেশ। পুর্ব বর্ধমান জেলার কাটোয়া(গৌরাঙ্গ বাড়ি, মাধাইতলা ,ক্ষেপীমা, গঙ্গা র ঘাট),যোগাদ্য মন্দির, শ্রীখন্ড ,কোগ্রাম, ঘুরে দেখলে মন ভরে যায়।
ক্ষীরগ্রাম আমার আত্মীয় দের ঠাকুর।।
❤️
খুব সুন্দর লাগলো দিদি। আমি বোলপুর শান্তিনিকেতন থেকে বলছি
Thanks
Eta ki chilo mam...
Poetry reading..
Amar kotha bolte bolte dhok gela ta khub e baje.
Plz rectify.