গলদা চিংড়ির রেনুর খাবার।। Chingri machar khabar।।

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • গলদা চিংড়ির রেনুর খাবার।। Chingri machar khabar।। চিংড়িকে সাদা সোনা বলে আখ্যায়িত করা হয়। গলদা চিংড়ি দশ পদবিশিষ্ট প্রাণী। বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে স্বাদু পানির দ্রুত বর্ধনশীল চিংড়ির মধ্যে গলদা চিংড়ি অতি পরিচিত। আমাদের দেশে ছোট বড় প্রায় সকলেরই প্রিয় এই মাছ। আপনি ইচ্ছা করলে বাড়ির পুকুর অথবা যেকোন ধরনের ছোটখাট জলাশয়ে এই মাছ চাষ করতে পারেন।
    আসুন জেনে নেই কিভাবে আপনি আপনার বাড়িতে এই মাছ চাষ করবেন।
    গলদা চিংড়ি চাষে পুকুর বাছাই
    ক) বাড়িতে গলদা চিংড়ি চাষ করার জন্য আপনি ছোট অথবা মাঝারি সাইজের যেকোন ধরণের পুকুর নির্বাচন করতে পারেন।
    খ) এছাড়াও আপনি আপনার বাড়ীতে ছোটখাটো যে কোন ধরণের জলাশয়ে আপনি এই মাছ চাষ করতে পারেন। খেয়াল রাখতে হবে পুকুরের পাড় যেন সর্বদা মজবুত ও বন্যামুক্ত থাকে।
    আরও পড়ুনঃ চাকা ও হরিণা চিংড়িতে নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা
    গ) এছাড়াও পুকুরে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে ও পুকুরটি যেন জলজ আগাছামুক্ত থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।
    গলাদা চিংড়ি চাষের সময়/মৌসুম
    ক) বছররের যেকোন সময়েই আপনি গলদা চিংড়ি চাষ করতে পারেন।
    খ) তবে খেয়াল রাখবেন যে গলদা চিংড়ি পোনা ছাড়ার ক্ষেত্রে আপনাকে সকাল অথবা সন্ধ্যা এই দুই সময়ের যেকোন একটি নির্বাচন করতে হবে।
    গ) কারণ এসময় তাপমাত্রা সহনীয় অবস্থায় থাকে।তা না হলে মাছ মরে যেতে পারে। তবে গলদা চিংড়ির রেণু সাধারণত দুই ধাপে পাওয়া যায়।
    ঘ) একটি হল মার্চ-এপ্রিল মাস এবং আর একটি হল সেপ্টেম্বর-অক্টোবর মাস। এই দুই সময়ে গলদার রেণু চাষ করা উত্তম।
    পোনা প্রদান ও সঠিক যত্ন
    ক) গলদা চিংড়ি চাষ করার জন্য আপনাকে প্রথমে পোনা সংগ্রহ করতে হবে। এই ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যেকোন নার্সারী হতে পোনা আহরন করতে পারেন।
    খ) এছাড়াও আপনি প্রাকৃতিক ভাবে নদী কিংবা সমুদ্র থেকে গলদা চিংড়ি পোনা আহরণ করতে পারেন। তবে পোনা ছাড়ার পর আপনাকে পোনার সঠিক নিয়মে যত্ন নিতে হবে।
    গলদা চিংড়ির চাষাবাদ পদ্ধতি/কৌশল
    ক) প্রাকৃতিক পরিবেশে গলদা চিংড়ি স্বাদু পানি এবং ঈষৎ লবণাক্ত পানিতে পাওয়া যায়। গলদা চিংড়ি চাষ করার জন্য আপনাকে সঠিক নিয়ম অবলম্বন করতে হবে।
    খ) পুকুরে পোনা ছাড়ার ক্ষেত্রে প্রথমে অক্সিজেন ব্যাগে পরিবহন কৃত পোনা ব্যাগ সহ পানিতে ভাসিয়ে রাখতে হবে।
    গ) এরপর পরিবহনকৃত ব্যাগের পানি ও পুকুরের পানির তাপমাত্রা একই মাত্রায় আনতে হবে।
    ঘ) তারপর ব্যাগের মুখ খুলে পুকুরের পানি অল্প অল্প করে ব্যাগে দিতে হবে এবং ব্যাগের পানি অল্প অল্প করে পুকুরে ফেলতে হবে।
    ঙ) ৪০-৫০ মিনিট সময় ধরে এরূপভাবে পোনাকে পুকুরের পানির সঙ্গে খাপ খাওয়াতে হবে। তবে এক্ষেত্রে সন্ধ্যার সময় বাছাই করা সবচাইতে ভাল।
    গলদা চিংড়ির খাবারের পরিমাণ ও প্রয়োগ
    ক) গলদা চিংড়ি চাষে আপনাকে নিয়মিত উপযুক্ত খাবার প্রয়োগ করতে হবে। উপযুক্ত সুযোগ বা পরিবেশে খাদ্য ব্যবহার না হলে তা গলদা চিংড়ির জন্য অত্যন্ত ক্ষতিকর।

Комментарии • 36

  • @mdalimahamed634
    @mdalimahamed634 3 года назад +2

    ভাই নদী থেকে কিভাবে চিৎড়ি মাছ ধরতে পারবো বলবেন

  • @AsifKhan-vg9zr
    @AsifKhan-vg9zr 2 года назад +2

    এরকম কতদিন পর্যন্ত খায়াতে হয় ?

  • @mdhridoyislam4799
    @mdhridoyislam4799 3 года назад +1

    nice video

  • @mamun000ur-rashid7
    @mamun000ur-rashid7 3 года назад +2

    ডিমের সাথে কি দিয়েছেন। আটা, ময়দা, সুজী। কিছুই তো বলোনি।

  • @hridaybalaflute6640
    @hridaybalaflute6640 4 года назад +2

    Nice...

  • @user-ff2qs5pb5m
    @user-ff2qs5pb5m Год назад +1

    ভাই পোনা পাওয়া যাবে আপনার কাছে

  • @trishakanrar1243
    @trishakanrar1243 2 года назад +2

    ‌ডিম আর আটা দিলেন ওটা

  • @MdKalam-pd6hk
    @MdKalam-pd6hk 4 года назад +3

    ডিমের সঙ্গে কি দিয়েছেন

  • @monforingbd7528
    @monforingbd7528 3 года назад +2

    বাগদা রেনুর জন্য শিদ্ধ ডিমের কুসুম গুলিয়ে খাওয়ানো যায় কি?

    • @bbvillageactivities1165
      @bbvillageactivities1165  3 года назад +1

      হ‍্যা

    • @monforingbd7528
      @monforingbd7528 3 года назад

      আমি ১দিন আগে ১২ হাজার বাগদার রেনু ছাড়ছি, এখানে কি ১টা কুসুম দিব, আর ডিমটা মুরগি না হাসের হবে? ধন্যবাদ

    • @bbvillageactivities1165
      @bbvillageactivities1165  3 года назад

      250 গ্রাম আটার সাথে 2 টা হাসের কুসুম

  • @AbulKalam-xq8qf
    @AbulKalam-xq8qf 4 года назад +2

    ভাই আপনার বাড়ি কোন জেলাই

  • @jisminakhter6498
    @jisminakhter6498 3 года назад +2

    খইল ও ভুসি ইত্যাদি দেওয়া যাবে

  • @mukterali9489
    @mukterali9489 3 года назад +3

    বাগদার খাবার কি কি দিতেহবে দাদা

  • @chandpuragro8498
    @chandpuragro8498 3 года назад +2

    ভাই আপনার কাছে কি বাগদা চিংড়ির রেনু হবে,,,????

    • @bbvillageactivities1165
      @bbvillageactivities1165  3 года назад

      না ভাইয়া গলদার রেনুর ব‍্যাবস্তা করে দিতে পারি

    • @chandpuragro8498
      @chandpuragro8498 3 года назад

      @@bbvillageactivities1165,,আপনার সাথে সরাসরি কথা বলতে ছাই,,,আপনার ঠিকানা দেন,,

    • @chandpuragro8498
      @chandpuragro8498 3 года назад +1

      ফোন নাম্বার দেন,,

    • @bbvillageactivities1165
      @bbvillageactivities1165  3 года назад

      01792007339

    • @chandpuragro8498
      @chandpuragro8498 3 года назад +1

      @@bbvillageactivities1165 এই নাম্বারে কি ইমু বা হোয়াটসঅ্যাপ আছে,,??

  • @sumisview
    @sumisview 2 года назад +2

    উনি ঠিক বলছেন এটা ফালতু ভিডিও

  • @delowerhossain4203
    @delowerhossain4203 3 года назад +1

    ফালতু ভিডিও ।