মুজাফ্ফর একটা জাহেল বাণীতে মাদানী শায়েখ। তার বাপ নিয়ে প্রশ্ন তুললেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- কুরআনের অর্থ না জেনে সালাত পড়লে কবুল হবে না- এমন কথা জাহিল মুযাফফার কই পেলো ?
যদিও তারমত তারচিড়া লোকের কথাই আশ্চর্য হয় না কেননা এটা তার চিরচারিত অভ্যাস। কেবল আশ্চর্য হয় এই জাহিলকে জো+তা দিয়ে মা+ইর দেয় না কেন কেউ ?
সালাত কখন অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে?
প্রকৃত অর্থেই সালাত মুসল্লিকে অন্যায় ও অশোভন কাজ থেকে বিরত রাখে। কিন্তু তা কখন? এ ঘোষণার চূড়ান্ত ফল লাভ করার জন্য কোনো শর্ত রয়েছে কি না? এক্ষেত্রে মুসল্লিরও কিছু করণীয় ও বর্জনীয় আছে কি না? এটা অবশ্যই যথার্থ ও যুক্তিসঙ্গত প্রশ্ন। অনেক আয়াত ও হাদীস থেকেই এ প্রশ্নের জবাব পাওয়া যায়। এখানে শুধু একটি আয়াত ও একটি হাদীস উল্লেখ করা হচ্ছে। আল্লাহ পাক কুরআন মাজীদে ইরশাদ করেছেন-
فَوَیْلٌ لِّلْمُصَلِّیْنَ، الَّذِیْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَ، الَّذِیْنَ هُمْ یُرَآءُوْنَ.
দুর্ভোগ ঐসকল মুসল্লির, যারা তাদের সালাত থেকে উদাসীন। যারা শুধু (মানুষদেরকে) দেখানোর জন্য সালাত আদায় করে। -সূরা মাউন (১০৭) : ৪-৫
অতএব স্পষ্ট যে, মুল্লি মাত্রই সালাতের এই মহা সুফল লাভ করবে, বিষয়টি এমন নয়। সালাতের মধ্যে উদাসীনতা মুসল্লির জন্য সুফল নয়; বরং কুফল বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
خَمْسُ صَلَوَاتٍ افْتَرَضَهُنَّ اللهُ عَلَى عِبَادِهِ مَنْ أَحْسَنَ وُضُوءَهُنَّ وَصَلَّاهُنَّ لِوَقْتِهِنَّ، فَأَتَمَّ رُكُوعَهُنَّ وَسُجُودَهُنَّ وَخُشُوعَهُنَّ كَانَ لَهُ عِنْدَ اللهِ عَهْدٌ أَنْ يَغْفِرَ لَهُ، وَمَنْ لَمْ يَفْعَلْ فَلَيْسَ لَهُ عِنْدَ اللهِ عَهْدٌ إِنْ شَاءَ غَفَرَ لَهُ، وَإِنْ شَاءَ عَذَّبَهُ.
আল্লাহ তাআলা বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। যে ব্যক্তি উত্তমরূপে ওযু করবে এবং যথাসময়ে সালাত আদায় করবে- এভাবে যে, রুকু-সিজদা ও খুশূ পূর্ণরূপে সম্পাদন করবে, তার জন্য আল্লাহ পাক ক্ষমার (অন্য বর্ণনায়, জান্নাতের) প্রতিশ্রুতি দিয়েছেন। আর যে ব্যক্তি (এসব) করবে না তার জন্য আল্লাহর পক্ষ হতে কোনো প্রতিশ্রুতি নেই। ইচ্ছা হলে মাফ করবেন নতুবা শাস্তি দিবেন। -মুসনাদে আহমাদ, হাদীস ২২৭০৪; সুনানে আবু দাউদ, হাদীস ৪২৫
নবীজীর এই পবিত্র ইরশাদ থেকে বোঝা যায়, সালাতের মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে একটি ‘আহ্দ’ বা চুক্তি সম্পাদিত হয়। আর সে চুক্তিটি একটু বিস্তর। এর জন্য কিছু অপরিহার্য শর্ত রয়েছে, যার অন্যতম হল, সালাতে খুশূ-খুযূ অবলম্বন করা এবং রুকু-সিজদা ধীরস্থির ও যথাযথভাবে সম্পাদন করা।
মূলত সালাতের গুণগত মান হিসাবেই তা মুসল্লিকে পাপাচার ও অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে।
আম্মার ইবনু ইয়াসির (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ এমন লোকও আছে (যারা সালাত আদায় করা সত্ত্বেও সালাতের রুকন ও শর্তগুলো সঠিকভাবে আদায় না করায় এবং সালাতে পরিপূর্ণ একাগ্রতা ও খুশুখুযু না থাকায় তারা সালাতের পরিপূর্ণ সাওয়াব পায় না)। বরং তারা দশ ভাগের এক ভাগ, নয় ভাগের এক ভাগ, আট ভাগের এক ভাগ, সাত ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, তিন ভাগের একভাগ বা অর্ধাংশ সাওয়াব প্রাপ্ত হয়। (আবু দাউদ, হা: নং ৭৯৬)
অর্থাৎ যদি সালাতটি আদায় করা হয় পূর্ণ খুশূ-খুযূর (হৃদয়ের একাগ্রতা ও অঙ্গ-প্রতঙ্গের স্থিরতার) সাথে এবং তিলাওয়াত ও তাসবীহসমূহও পাঠ করা হয় যথাযথভাবে। ফরয, ওয়াজিব, সুন্নত ও আদবসমূহও সম্পাদন করা হয় উত্তমরূপে। তবে সেই মুসল্লিকে আখেরাতে পূর্ণ প্রতিদান ও সওয়াব দান করা হবে এবং দুনিয়াতে তা মুসল্লিকে মন্দ ও অশোভন কাজ থেকে ফিরিয়ে রাখবে। পক্ষান্তরে যে সালাত হয় অন্তঃসারশূন্য আনুষ্ঠানিকতা, যা সীমাবদ্ধ থাকে নিছক অঙ্গ-প্রতঙ্গ সঞ্চালনের মধ্যে, যাতে রুকু-সিজদা, কিরাত-কিয়াম যথাযথভাবে সম্পাদন করা হয় না সেই সালাত কীভাবে মুসল্লিকে অন্যায় ও অশোভন কাজ থেকে বাঁচাবে? তার সালাত তো তাকে সালাতরত অবস্থাতেই অশোভন কাজ ও চিন্তা থেকে ফিরাতে পারছে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন-
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ، الَّذِیْنَ هُمْ فِیْ صَلَاتِهِمْ خٰشِعُوْنَ.
সফলকাম সেসকল মুমিন, যারা সালাতে খুশূ-খুযূ অবলম্বন করে। (সূরা মুমিনূন- ১-২)
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের পরিচয় দিতে গিয়ে অন্যত্র ইরশাদ হয়েছে-
سِیْمَاهُمْ فِیْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ.
তাদের লক্ষণ তাদের মুখম-লে সিজদার প্রভাব পরিস্ফুট থাকবে। (সূরা ফাত্হ- ২৯)
এই আয়াতের ব্যাখ্যায় হযরত মুজাহিদ রাহ. থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন-
ليس بهذا الأثر الذي في الوجه ولكنها الخشوع.
এখানে কপালে সেজদার দাগ উদ্দেশ্য নয়; উদ্দেশ্য হল, ‘খুশূ’। (ওয়াকী ইবনুল র্যারাহ, আয্যুহদ ২/৫৯৮, হাদীস ৩২৭; তাফসীরে সুফিয়ান ছাওরী পৃ. ২৭৮; ইবনুল মুবারক, আয্যুহদ পৃ. ৮৯)
আল্লামা আলূসী রাহ. বলেন-
الخشوع التذلل مع خوف وسكون للجوارح.
‘খুশূ’ হল, অন্তরের ভয় এবং অঙ্গ-প্রত্যঙ্গের স্থিরতার সাথে চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ করা। (রূহুল মাআনী ৯/২৭৫)
প্রখ্যাত মুফাসসীর হাফেয ইবনে কাসীর রাহ. বলেন, সালাতে খুশূ-খুযূর দৌলত তাঁরই হাছিল হয়, যে নিজের অন্তরকে সবকিছু থেকে ফিরিয়ে শুধু সালাতের মধ্যেই নিবিষ্ট রাখে। (তাফসীরে ইবনে কাছীর ৩/২৯৫)
প্রসিদ্ধ হাদীস ‘হাদীসে জিবরীল’-এ সকল ইবাদতের একটি মূলনীতি বর্ণনা করা হয়েছে। তাতে ফুটে উঠেছে খুশূ-খুযূর চূড়ান্ত রূপ-
أَنْ تَعْبُدَ اللهَ كَأَنّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنّهُ يَرَاكَ.
ইহসান হচ্ছে, আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাঁকে দেখছ। আর তুমি তাঁকে না দেখলেও তিনি তো (অবশ্যই) তোমাকে দেখছেন। (সহীহ বুখারী, হাদীস ৫০)
এই হাদীসের মূল কথাও ‘খুশূ’। সুতরাং কথা এটাই যে, সালাতের চূড়ান্ত সুফল অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই সালাতে খুশূ-খুযূ অবলম্বন করতে হবে। খুশূ-খুযূ ওয়ালা নামাযই মুমিনকে সকল অন্যায়-অনাচার, অপকর্ম-অশ্লীলতা থেকে বিরত রাখে।
#আহলে_হাদিস #ভাইরাল #মতিউর_রহমান_মাদানী #মুজাফফরবিনমহসিন #আব্দুর_রাজ্জাক_বিন_ইউসুফ_ওয়াজ
মুজাফফরের ফেৎনা থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুন!
আমিন
আল্লাহ মুজাফ্ফারকে সঠিক বুঝ দান করুন। আমিন।
আমিন
আমিন
শায়েখ আব্দুর রাজাক বিন ইউসুফ ঠিক বলেছেন
🥰♥️♥️
ওরা সবাই একে
আব্দুর রাজ্জাক এর উচিত হয়নি " বাপ" উচ্চারণ করা। সে কি মুযাফফরের পিতাকে চিনে? না চিনলে, সে ও ভুল করেছে।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মারহাবা কতো সুন্দর জবাব দিয়েছেন
♥️♥️
মানে তো দূরের কথা আল্লাহ তাকালার কাছে কুরআন পড়া না জানলেও আমি যদি চেষ্টা করে,,ঠেকে ঠেকে পাঠ করি আল্লাহ তায়ালা ডবল নেকি দান করবেন,,অল্লাহু গফুরুর রহিম
🥰❤️❤️
Right ❤❤❤❤❤
আবেগের কথায় ইসলাম চলে না। কুরআন একটি পূর্নাগ জীবন বিধান জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের আইন মানতে হবে তবেই আপনি একজন ঈমানদার ও মুমিন। মনগড়া আইন বানিয়ে সান্তনা খঁজে লাভ হবে না। তবে মহান আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন কিন্তু শিরক কারিকে ক্ষমা করবেন না এটা আল্লাহর ওয়াদা।
শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সঠিক কথা বলেছেন।
♥️♥️❤️
আসুন সবাই বেশি বেশি দুরুদ শরীফ পরি সাঃ সাঃ সাঃ সাঃ সাঃ।
সাঃ
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোন বাড়াবাড়ির মধ্যে নেই উনার কথাগুলো চমৎকার অসাধারণ এবং কোরআন হাদিস থেকে নেওয়া মাশাআল্লাহ এগিয়ে যান প্রিয় শায়েখ আমরা আপনাকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহু আকবার
♥️♥️
@@MDNujrol-z7b আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে কুরআন ও হাদীসের মধ্যে থেকে প্রমাণ দেখাতে বলুন কোথাও "আহলে" শব্দটি ব্যবহার হয়েছে কি না?
❤❤ আলেমদের সতর্ক থেকে কথা বলা উচিত । ❤❤
ঠিক বলেছেন
মুজাফফর ইবলিস এর বড় ভাই
ঠিক
আব্দুর রাজ্জাক সঠিক কথা বলেছেন
হয়তো
যে পড়েছে সে জানেনা কি পড়েছে তাহলে কেন পড়তেছে ?পাগলের কাজ এগুলো
আমি অনেক আগেই বুঝেছি মোজাফফর বিন একদম জাহিল
ঠিক
মানুষ মাত্র ভুল
তাহলে বাংলাদেশ ১০০% এর ভিতর ৯৯% মানুষের নামাজ হয় না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সঠিক কথা বলেছেন।
ঠিক
তো সেই ১% এ কি আপনি আছেন?
আগে মুজাফ্ফার বিন মুহসিন সাহেবকে ভালো জানতাম। কিন্তু এখন তার উল্টাপাল্টা কথা শুনে মনে হচ্ছে , তাকে কোন মানসিক হাসপাতালে ভর্তি করা দরকার।
ঠিক
মাশাআল্লাহ জাজা কাল লাহু খাইরান আল্লাহ তায়ালা মতিউর রহমান ওস্তাদজী কে নেক হায়াত দান করুন আমিন
♥️♥️
আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহী ওয়ারী হামদিহী সুবহানাল্লাহিল আজীম। জনাব,,,মুজাফ্ফার সাহেব । আপনি নিজেকেই খুব বড় পন্ডিত মনে করেন আর বাকি সব কি,--। ইদানিং আপনার মাথায় পাগলা বদ জীন চেপে বসেছে। সুতরাং আপনার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন। আমীন। আল্লাহুম্মা ছুমমা আমিন। ধন্যবাদ।❤❤❤❤❤❤❤❤❤❤।
আমিন
❤❤❤❤❤
মুজাফ্ফার এর কিছু কথা ঠিক হয় না। এই কারনে তার লেকচার দেখি না
ঠিক
❤ আব্দুর রাজ্জাক সাহেব সঠিক ❤
♥️♥️
অন্য মানুষের ভবিষ্যত (পরকালে) পরিণতি নিয়ে অনেকেই খুবই মুখর ! কিন্তু নিজের পরণতি নিয়ে আমরা খুব কমই চিন্তা করি !!!
ঠিক
যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এবং কোরআন পড়ে, তার জন্য কোরআনের হরফ পিছু দশ দশ নেকি হবে , সে অর্থ ( মানে) জানুক বা না জানুক।ফত্যামু ছেড়ে দিন।
ঠিক বলেছেন ভাই
আব্দুর রাজ্জাক ঠিক বলেছেন
♥️♥️
ফাকফিলি মাক মাকফিরা, হবে না শায়েখ ফাগফিলি মাগফিরা হবে, আব্দুর রাজ্জাক সাহেবের কথা ভালো লাগলো।
❤️❤️♥️🥰
আল্লাহ,আমাদের হেফাজত কর। আমাদের অহংকার থেকে রক্ষা কর। ইহদিনাস ছিরাতল মুস্তাকিম দান করুন।
আমিন
আল্লাহ হেদায়েত দান করুন আমিন
আমিন
দ্বীন ইসলামের বিষয় নিয়ে বেশি বাড়াবাড়িও করা যাবেনা, বেশি ছাড়াছাড়িও করা যাবেনা! আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের দ্বীনের সহি বুজদান করুন।
আমিন
অনেক আলেমরা বেশি বুঝেন
ঠিক
Thanks
এতদিনপরে উনার কথা ভালো লাগলো।
♥️♥️
Abdur rajjak bin yusuf excellent
♥️♥️
এরে এখনো পাগলা গারদে পাঠায় না কেন 😂😂😂😂
😆😀😀
দুইটাই বক্তা, একটাও আলেম না। যার অন্তরে ইসলাম প্রবেশ করবে৷, সে এই রকম কথা বলবে না।
♥️♥️
আমার কথা হচ্ছে দুয়ার অর্থ আমি না জানালে ও আল্লাহ্ তো জিনেন । নামাজ অবশ্যই হবে। উনি বলতে পারতেন, সকলের জন্য ধর্মিয় শিক্ষা অর্জন করা ফরজ ।
ঠিক বলেছেন ভাই ❤️
যাদের নেকি হয়েছে তাদের কাছে আমরা বস্তা নিয়ে যাব নেকি আনার জন্য।
♥️♥️
খুব চমৎকার জবাব দিলেন
♥️♥️
মুজাফ্ফার পথভ্রষ্ট।
ঠিক ♥️
মহান আল্লাহ বলেন" স্বীয় নামাজের কিরায়াত খুব উচ্চৈঃস্বরেও পড়বে না এবং ক্ষীণ স্বরেও পড়বে না,বরং এতদুভয়ের মাঝামাঝি একটি পন্থা অবলম্বন করবে " ( সুরা বনী ইসরাঈল- আয়াত ১১০)এখন মাওলানাদের কাছে প্রশ্ন আমরা যোহর,আছর ও সুন্নত নামাজ এর কিরায়াত আস্তে পড়ি কেন? এটাতো সরাসরি আল্লাহর আদেশের পরিপন্থি। এখানে আল্লাহ কোন ওয়াক্তের কথা উল্লেখ করেন নাই। কারো উওর জানা থাকলে কোরআন থেকে উত্তর দিবেন। কোরআনের বাহিরে কোন উত্তর গ্রহন যোগ্য হবে না।
ইসলামের দলিল শুধু কুরআন নয়
মুজাফফর বিন মুহসিন জাহেলে মুরাক্কাব।
ঠিক
Ya Allah Safe Our Muslim ummah Amin
♥️♥️
আমি হুজুর দের চেয়ে অনেক ভালো আছি।
কেন
😂😂😂পাগলদের পাগলামি শুরু হয়ছে
😀😆😆
জনাব আপনার বাবা পাগল আপনার ১৪ গৌস্টি পাগল,,।
😂😂😂 মুজাফফর একটা পাক্কা ফেতনা বাজ
You are mad@@nilakas3289
😮😮😮😮@@nilakas3289
বাংলাদেশের মানুষ সবাই না তবে একধরনের মানুষ আছে যারা এভাবেই ঝগড়া লাগিয়ে দেয়। এই যে দেখেন নগদ প্রমাণ। একজন বললেন অর্থ না বুঝে পড়লে নেকি কম হবে কিন্তু নামাজ হবেনা এটা বলেননি। আর কিছু মানুষ এটাকে নিয়ে দুই আলেমের মাঝে সংঘর্ষ বাধায় দিবে ।এধরনের মানুষ থেকে সবাই সাবধান থাকবেন
আরেক জন তো স্পষ্ট ভাবেই বলেছে নামাজ হবে না
কে বলেছেন @@MuslimConnect462
@@MuslimConnect462ভাই আমার মনে হয় আপনি যেভাবে ভিডিও তৈরি করেন সেটি ঠিক নয়। ফিতনা হত্যার চাইতে বড় পাপ
বাহ্ বাহ্ কি চমৎকার খবিশে - খবিশে লাড়া লাড়ি 😂😂😂
😆😆😀
😮😮😮😮😮😮tui.khobis😮😮😮😮😮😮😮
আল্লাহ আমাদের হেদায়াত করুন।
আমিন
Muzaffar saheb 100000% right ,sura nisa 43
🤣🤣😆
মুজাফফর বিন মুহসিন দোয়ায়ে মাসুরাটা ভুল ছাড়া পড়েন 'ঠিক আছে 'এরপর অন্যকে বলেন যে আপনার এটা হয়নি
♥️♥️
চলিতেছে সার্কাস প্রতিবেশী ঝগড়া করছে না তাই এখন ভাইয়ে ভাইয়ে লেগে গেছে আহারে ফতুয়া
😀😆
আলিফ /লাম/মিম এর অর্থ কয় জনে জানে...? অর্থ না বুজে পরলেও নেকি পাওয়া যায়।একজন লোক অর্থ জানে তাই বলে কি সে নামাজ ও কোরআন পরবে না,তা হতে পারে না।পরতে হবে এবং বুজার আকাঙ্খা মনে থাকতে হবে।অর্থ জানাটাই সব নয়।
ঠিক বলেছেন
You are great rascal and nonchen
♥️♥️
Seek of Allah I love sheikh Abdur razzak bin Yusuf sir
♥️♥️
এরা যদি প্রকাশ্য এমন দন্দ করে তবে মানুষ কি শিক্ষা নিবে। তাই তাপসির করার আগে এরা নিজেদের আলোচনার মাধ্যমে সংশোধন করুক এবং সমঝোতা করুক।
♥️♥️
মুজ্জাফিরবিন মহাসিন ঠিক বলছেন যারা কুরআন পরে না তারাই এই কথার বিরুদ্ধতা করতাছে(৪:৪৩)
কয়জন পারে কুরআন ⁉️
@MuslimConnect462 কয়জন মনে প্রানে আল্লাহকে ভয় করে?
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন
আমিন
আলিফ লাম মীম এর অর্থ কি মোজাফফর বিন মহসীন জানে??? প্রশ্ন রেখে গেলাম।
উত্তর দিতে পারবে না
এই জন্যই নামাজ পড়া বাদ দিয়েছি। আরবি তো দূরের কথা বাংলাই তো আমি ভালো ভাবে বুঝিনা। তাই আল্লাহকে ভুলভাবে ডেকে পাপি হতে চাই না।
আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন
মুজাফ্ফার এর কথায় যদি নামাজ পড়ে
যদি জবাব নাই হয় , তা হলে নামাজ পড়ে
সময় নষ্ট করার দরকার নাই।
মুজাফ্ফার পাগল
তোমার আমার বলে কোনো কিছুই নেই । আমরা সবাই মুসলিম
♥️♥️
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সঠিক।।
♥️♥️
এটা শয়তানের থেকে কম না
ঠিক
মোজাপর আপনে আলিফ লাম মীম এর অর্থ কি বলেন তো?
পারবে না
তুমি পীরের কাছে যাও এর উত্তর পাবে
অর্থ না জানলে সলাত হবেনা এর দলিল কোথায়?
ওরা মূর্খ, দলিল দিবে কোথায় থেকে ভাই
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর হাদিস যে ব্যক্তি আলিফ-লাম-মীম তিনটা অক্ষর পড়ল তিনটা অক্ষরের বিনিময় 30 নেকি দেওয়া হবে এই তিনটি অক্ষরের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না অর্থ না জানার পরেও এখানে সওয়াবের কথা কেন উল্লেখ করা হলো এটার জবাব চাই মোজাফফর বিন মহসিন সাহেবের কাছে।
কিয়ামতের আগেও উত্তর দিতে পারবে না
চমৎকার বলেছেন
@@MuslimConnect462 কমেন্ট করার জন্য অসংখ্য শুকরিয়া
Right
♥️♥️
মুজাফফার জাহেল
ঠিক
কাট করে কি করছো এগুলো।😢😢😢।আপনার মত ইউটিউবারদের গভীর নিন্দা জানাই।
😆😆😀 পুরো বক্তব্য আছে শুনে দেখো।
@@MuslimConnect462 আমি তো বুঝতে পারছি। কিন্তু আপনি যেভাবে কাট করেছেন মনে হচ্ছে দুইজন দুইজনের শত্রু। আল্লাহ সকলকে সহি বুঝ দান করুন। আমীন।
আলিফ লাম মিম। এই কথাগুলোর অর্থ কি কেউ কি জানে। কোরআন পাঠের প্রতিটি অক্ষরে দশটা করে নেকি পাওয়া যাবে। উদাহরণস্বরূপ আল্লাহর রাসূল উপরুক্ত তিনটি অক্ষরের কথা উল্লেখ করে বলেছেন এই তিনটা অক্ষর পাঠ করলে ত্রিশটি নেকি আল্লাহর তরফ থেকে পাওয়া যাবে। অথচ এই তিনটি অক্ষরের মানে বা অর্থ কেউ জানে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার জ্ঞান দান করুন। আমিন।
আমিন
আল্লাহ কি এতোই কঠোর।
আল্লাহু আলাম
কোরআন বুঝে পড়া দরকার
দেখুন সুরা ইব্রাহিম আয়াত ৪
আপনাদের আহলে হাদিসের মধ্যে কয়জন বুঝে পরতে পারবে ⁉️
জানিনা
Thanks
Abdur Razak right
♥️♥️
কোরআন পড়লে ছোয়াব শুনলে ছোয়াব
♥️♥️
আহলে হাদিস ভাইদের কাছে বলতে চাই তোমাদেরই মতামতের লোক এত যদি ভুল করে তাহলে একটা কথা চিন্তা করো তোমরা তাহলে কতটা ভুলে আছো বলো
ঠিক বলেছেন ভাই
কোনো মানুষ ভুলের উর্ধ্বে নয়
বার বার ভুল ঠিক নয়
তাই যদি হয় কোরআন শরীফ পড়লে সওয়াব কোরআন শরীফ হাত দিলেও সওয়াব আমাকে পড়ছে শুনলেও সওয়াব তাহলে এটা কি করে হতে পারে
♥️
মজাফ্ফারকে য়ে ভাভে আপনি নিদিস্টো করে লেখেছে সে ভাভে আব্দুর রাজাক বলেনি ! আল্লাহকে ভই কুরুন🤲
ভুল কে ভুল মানতে হবে
মুজাফফর তো চরমোনাই এর চেয়ে বড় পাগলামি শুরি করছে😂
😆😀😀
ওই ব্যক্তির মুখ থেকে আমি এখনো ওয়াজ শুনিনি শুধু মানুষের গিবত শুনেছি
ঠিক বলেছেন
আল্লাহ এদের থেকে হেফাজত করুন
আমীন
Mohasin.saheb❤❤❤
😀😆😆
এই রকম চলতে থাকলে দেশের মানুষ সালাত পড়বে?
আল্লাহ জানে
জনাব মুজাফফর এখন আপনি কি বলেন? আল্লাহ পাক আমাদের দ্বীনের সহিহ বুঝ দান করুন।
আমিন
নামাজ হবে না, এই কথাতো পেলাম না। নেকী হয় নি এই কথা বলেছে। নেকী হয় নি- এই কথাটাও বলা উচিৎ হয় নি।
ঠিক
আহলে হাদিসদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়ার চক্রান্ত করছে এই চ্যানেল, কারা কারা একমত
আমি নিজেও্ এখন আহলে হাদিস ফলো করি কিন্তু মহসিন সাহেবের মাসয়ালা বয়কট করি
@sharifiqbal9335 আসলে তিনি বিদাতি ও বিদয়াত দুই সয্য করতে পারেন না
😆😀😀 কুরআন ও হাদীস বিরোধী কথা বললেও শায়েখই সহিহ এটাকেই বলে শায়েখ পূজা।
ধান্দাবাজের ধোকায় পরে আন্দাজে করছো সাধন । 😢😢😢
😀😀
মুজাফফর বিন মহসীন সাহেবের ফতোয়া সঠিক হলে,পূর্ব বর্তী নবীদের কি হবে?
ঠিক
নতুন নতুন ডেলিভারি ম্যান
ঠিক
মুজাফ্ফর বিন মুহসিন সঠিক। কারণ, আমাদের ভাষা আরবী নয়। তাই আরবী পড়ার সাথে সাথে আমাকে, আপনাকে বাংলা অর্থ কি তা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। শুধু মন্ত্রের মতো পড়লাম আর অর্থ বুঝলাম না। তাহলে আল্লাহ পৃথিবীতে এত ভাষা সৃষ্টি করেছেন কেনো। আমরা যদি অন্যের ভাষা না বুঝি তাহলে উত্তর দিব কিভাবে?
তাহলে বলুন আলিফ লাম মীম এর অর্থ কি ⁉️
মেয়াদ উত্তীর্ণ গাজা খাইলে যা হয় আরকি ? মোজাফফর তোমাকে আরো পড়াশোনা করতে হবে।
ঠিক
ও মনে হয় কাদিয়ানী সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে
😀🤣
মোজাফ্ফর জাহেল
ঠিক
বাবা এখন দেখি 😂 নজদের বিষাক্ত সহীহ ব্রাহ্মণ ঠাকুর রাও 😂😅 শুরু করে দিয়েছে 😊 কোলাকুলি 😅 আহ্ হা 😂😅😊😊
😀😆
@MuslimConnect462 🙏🤣😁🌹
নেকি হয়নি আর নামাজ হয়নি দুটো ভিন্ন জিনিস
যে নামাজে এক নেকিও হয় না সেটা নামাজই না
এই লোকটাকে থামান
❤️❤️♥️
থামবেল পরিবর্তন করেন
কেন 🧐
তাহলে কে হক? কে বাতিল? জানাবেন।
এটা আহলে হাদিসরা বলবে না 😭
আহলে হাদিস ওরফে আহলে খবিস দের আকিদা ঠিক না।এদের থেকে এলেম নিলে ঈমান থাকবে না,কালেমা পড়ে ঈমান মজবুত করতে হবে।
@@MuslimConnect462Apni bolen
মুজাফ্ফর সঠিক বলেছেন।
গাধা কেনো বলবেনা।@@MuslimConnect462
❤️❤️❤️
♥️♥️🥰
মোজাফফর হোসেন মহসিন একেবারে খারাপও বলেন নাই প্রত্যেকটা দোয়ার অর্থ জানতে হবে আমি আল্লাহর সাথে কি বলছি এগুলার অর্থ না জানলে ফাও দোয়া করে লাভ আছে।
কয়জনের জানা সম্ভব ⁉️
কি খায় গাঞ্জা না অন্য কিছু??
আল্লাহ ভালো জানেন
সয়ি আকিদার মধ্যে লাগালাগি কৈন???
আল্লাহ ভালো জানেন
মোজাফফর বিন মহসিন একটু বেশিই পোঁদপাকা 😁😁😁
😆😆
hayre media eder jonnoi alemder moddhe bived
এটাকে বিভেদ বলে ⁉️
মুজ্জাফর ❌মীরজাফর
ঠিক ♥️
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
🥰🥰