আমিও কিছুদিন আগেই রমনা পার্কে গিয়েছিলাম, unfortunately পার্ক সুন্দর হচ্ছে, কিন্তু মানুষের মন সুন্দর হচ্ছে না। যেখানে দেখি, সেখানে চিপ্স এর প্যাকেট, টিস্যু, বোতল ফেলে রেখেছে আমাদের কিউট জাতি 😂😥। কবে যে আমাদের মনমানসিকতা চেইঞ্জ হবে :(
@@yeasinbhuiyan3762 I 100% agree with what your said. Dustbin ektu dure thakle ektu hete giye moyla fellei toh hoy. Hae ami mani je Bangladesh er dustbin bebostha change kora dorkar. For example, Japan ke dekhen…khabar plastic and normal greaseless plastic falanor jonno 2 ta different dustbin, can falanor different dustbin, glass bottles and water bottle er jonno o different dustbin ache…shathe compost dustbin o besh jaygay ache. Amader desh e dustbin bolte ekta net er basket diye dey jeta most of the time full moyla thake ( because size e onek choto lol ) Ami Bangladesh e jokhon ashchilam, amar shathe emon onek hoise je dustbin full but haate plastic bottle…ami simply bag e rekhe disi and pore bashay eshe amar aunty ke disi karon uni kon ekta page er shathe jukto achen jara recycle kore (: Manush chailei eita korte pare but I’ve noticed ramna park e shob students jay…almost as if school bunk diye asche xD
ভিডিওটির ভিতরেই কতগুলো ডাস্টবিন দেখা গেছে। এর থেকে বেশি ডাস্টবিন দিয়ে কি পুরা পার্করে ডাস্টবিন বানাই ফেলবে নাকি? ইচ্ছা থাকলে চিপস এর প্যাকেট মানুষ পকেটে করেও নিয়ে যায় এরপর যেখানে ডাস্টবিন পায় সেখানে ফেলে। শুধু ঘনঘন ডাস্টবিন সেট করলেই মানুষের মন মানষিকতা চেন্জ করা যায় না।
যতোই আমি আমার মাত্রি ভূমি বাংলাদেশকে দেখি ততোই মুগ্ধ হই সুবাহানআল্লাহি ওয়া বেহামদিহি সোবাহান আল্লাহিল আযিম হে প্রিয়ো মাত্রি ভূমি আমি তোমাকে অনেক ভালোবাসি আল্লাহ অনেক মহান আল্লাহ তোমার সৃষ্টি অনেক সুন্দর তুমি না জানি কতো সুন্দর
আমিত রমনা পার্কে দেখে অবাক হয়ে গেলাম😱বেশ সুন্দর হয়েছে। লেকের মাঝে দিপ দিলে লেইকটাকে আরো চিকন লাগবে। দিপের জন্য আরো প্রশস্ত লেক দরকার , লেকের শেপটা এমনিতেই সুন্দর। এখানে পানির মাঝে কিছু না দেওয়াই ভাল।
রমনা পার্ক আন্তর্জাতিক মানের করা হওক,সঙ্গে একটি টাওয়ার নির্মাণ করা যেতে পারে,যা বিশ্বের মধ্য একটি দৃষ্টি নন্দন টাওয়ার হবে।সঙ্গে টাওয়ারের চারপাশে উন্নত টাইলস ব্যাবহার করা যেতে পারে,বিদেশি পর্যটকরা ঢাকা এসে নামলে রমনা পার্কের কথা চলে আশে,কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,রমনা পার্ক আন্তর্জাতিক মানের করা হওক।
ধন্যবাদ রমনা পার্ককে আধুনিকরায়ন করার জন্য, রমনা পার্কের মত ঢাকার অন্যান্য পার্ক গুলা ও আধুনিকরায়ন করা দরকার, ঢাকা ব্যাসততম নগরি, প্রায় দেড় কুটি মানুষের বাস, এই নগরিতে দেড় কুটি মানুষের জন্য রমন পার্কের মত আরো পার্ক দরকার, মানুষ যাহাতে অবসর সময় এই সমসত পার্কে এসে একটু প্রশানতির চোয়া পায়
I live far away from Bangladesh but it does not mater how far I am dear motherland you are on my mind in my heart, always pray may ALLAH keep my country safe and prosperous.
বিশ্বের দুর্লভ সুন্দর গাছগুলো আনা চাই। মানুষ যেন আনন্দ পায়। শীত ও ঝর বৃষ্টিতে পার্কে অবস্থানকালীন দর্শনার্থীদের কোনো অসুবিধে যেন না হয়। মেধাভিত্তিক, নান্দনিক, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে ঢাকাবাসী এখানে আসুক। স্বস্তি লাভ করুক।।
একার প্রচেষ্টায় কখনো কোনো কিছু সফল হয় না। সরকারের পাশাপাশি আমাদেরও সচেতন হতে হবে। দায়িত্বশীল হতে হবে। কেউ কোনো প্যাকেট খোলা জায়গায় ফেললে তাকে জিজ্ঞেস করতে হবে। আমাদের পরিবেশ আমাদেরই পরিচ্ছন্ন রাখতে হবে।। আর দ্বীপের চেয়ে এটাই ভালো হবে। ভাই আপনার মতের সাথে আমি একমত।
Yes brother it is very nice and very good just do things good for Bangladesh and things right for Bangladesh we are human beings we want to live like a human beings 🌎.
আপনার সুন্দর ভিডিওটির জন্য ধন্যবাদ। হ্যা, একই গাছে বিভিন্ন রং-এর ফুল গাছ সংসদ ভবনের চন্দ্রিমা উদ্যানে আছে। এখানে একই গাছে সাদা, গোলাপি এবং মেরুন রংএর ফুল ফোটে। এখানকার কেয়ারটেকারকপ আগের থেকে যত্নশীল মনে হচ্ছে। তবে নূতন বিভিন্ন রকম গাছ সহ নূতন ফুলের গাছ লাগানো খুবই প্রয়োজন। আমি এব্যাপারে তার সৃজনশীল ভুমিকা আশা করছি।
ঢাকা আমাদের বাংলাদেশের রাজধানী ,অথচ এই ঢাকাতেই কোন পাহাড় পর্বত নেই,যা বিশ্বের অন্যান্য দেশের রাজধানী গুলোতে এক দুইটা পাহাড় আছেই । যেহেত আমাদের নেই,, অতএব,,, যা বলতে চাচ্ছি সেটা হলো ঢাকায় অনেক বড় বড় খাল-নদী-ও লেক আছে এবং তৈরি ও হচ্ছে নতুন করে অনেক,আর সেই খাল অথবা লেক গুলোর মাঝা~মাঝি যদি কোন কৃত্রিম একটা মাটির পাহাড় বানানো যেত,আর সেই পাহাড়ে গাছ লাগিয়ে দিয়ে যদি মুক্ত পাখিদের জন্য উন্মুক্ত করে দেয়া যেত, তবে আহ্ আহ্ আহ্,,,, কতই দেখতে সুন্দর লাগতো ❤। আর মানুষদের জন্য সেখানে প্রবেশ ও থাকতো নিষিদ্ধ..। #From_South_Korea 🇰🇷
ভাইয়া এক গাছে দুই রকম ফুল না। ফুল ফোটার কদিন পরেই রঙ পরিবর্তন হয়। তাই আগের ফুল আর নতুন ফুলের রঙের পার্থক্য দেখা যায়। আমার কাছে পিটুনিয়া গাছের এমন একটা জাত আছে।
পার্কতাকে খুব সুন্দর লাগছে আমার মনে আছে আমি আর পার্ক এ ক্রিকেট খেলেছি তবে এক টা জিনিস যে একটু খারাপ লাগলো টা হলো পার্কের গাছ কেটে কম করে ফেলা হয়েছে আগে অনেক গাছ ছিল এই পার্কে
Park r onek jaigai Ghash (Grass) more shukno mati ber hoye gese. Notun Ghash ropon kora joruri. Kortripokkho edike Nojor dile Park ti Aro shundor hoye Uthbe. Bideshe Odhikangsho Barite, Rastai o Park e Ghash Ropon kora hoy abong auto watering tap thake oi ghashe pani deyar jonno.
বিষয়টা আমারও চোখে পড়েছে, সবজায়গায় ঘাস থাকলে কতটা সবুজ দেখাতো। আবার যেসব জায়গায় ঘাস থাকে না, সেসব জায়গার মাটিতে ধুলোর সৃষ্টি হয় এবং সে ধুলো বাতাসে উড়ে আশেপাশের পরিবেশে রুক্ষ ভাব এনে দেয়
অসাধারণ ভিডিও কিন্তু বানানোর এর পরে এটার সৌন্দর্য ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু যারা সেখানে ঘুরতে যাবে ও নির্মল বাতাস খেতে যাবে তাদের আর তারাই যদি নোংরা করে বসে থাকে তাহলে তো কিছু করার নেই অন্যদিকে যদি লেকের মাঝে যদি দ্বীপ আকৃতি করা হয় তাহলে লেকটির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তবে আগের চেয়ে অনেক সুন্দর হচ্ছে আর সেই সাথে ক্যামেরার অসাধারণ কাজ ও ভিডিও সেইসাথে রইল অবিরাম ভালোবাসা💞💞💞💞💞💞
ভাইয়া রমনা পার্কে দিপ না বানানোই বেটার হবে। কারণ পার্কে যথেষ্ট পরিমাণে গাছ🌲🌳 আছে যা পাখিদের জন্য ভালো। লেকের মাঝে দিপ তৈরি করলে তা লেকের সৌন্দর্য নষ্ট হতে পারে বর্তমানে যেমন আছে তেমনি বেস্ট। আপনার মত ঠিক আছে👌 ❤
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অনেকবারই গিয়েছি! এখন চেনাই যাচ্ছে না! আলহামদুলিল্লাহ!
আমিও কিছুদিন আগেই রমনা পার্কে গিয়েছিলাম, unfortunately পার্ক সুন্দর হচ্ছে, কিন্তু মানুষের মন সুন্দর হচ্ছে না। যেখানে দেখি, সেখানে চিপ্স এর প্যাকেট, টিস্যু, বোতল ফেলে রেখেছে আমাদের কিউট জাতি 😂😥। কবে যে আমাদের মনমানসিকতা চেইঞ্জ হবে :(
@@coxtube6016 লেইম যুক্তি না দিলে হয় না???চারপাশে ডাষ্টবিন থাকার পর ও আপনাদের মতো অনলাইন সুশীল গুলা চোখের সামনে ময়লা মাটিতে ফেলে
@@coxtube6016 কর্তৃপক্ষের দোষ না দিয়ে মানসিকতার চেইঞ্জ করুন ব্রাদার তোমাদের মতো কামলা গুলা বিদেশে গেলে ডাষ্টবিন না পাইলে পকেটে গু নিয়ে চলো।
@@yeasinbhuiyan3762 I 100% agree with what your said. Dustbin ektu dure thakle ektu hete giye moyla fellei toh hoy. Hae ami mani je Bangladesh er dustbin bebostha change kora dorkar. For example, Japan ke dekhen…khabar plastic and normal greaseless plastic falanor jonno 2 ta different dustbin, can falanor different dustbin, glass bottles and water bottle er jonno o different dustbin ache…shathe compost dustbin o besh jaygay ache. Amader desh e dustbin bolte ekta net er basket diye dey jeta most of the time full moyla thake ( because size e onek choto lol ) Ami Bangladesh e jokhon ashchilam, amar shathe emon onek hoise je dustbin full but haate plastic bottle…ami simply bag e rekhe disi and pore bashay eshe amar aunty ke disi karon uni kon ekta page er shathe jukto achen jara recycle kore (: Manush chailei eita korte pare but I’ve noticed ramna park e shob students jay…almost as if school bunk diye asche xD
@@earlgreychaa japan onek age shadin hoise er jonno japan onek unnotho. Bangladesh asha kori jotho unnotho hobe otho changes ba poriborton ashbe... bangladesh onek pore pakistan teke shadin howar por ekon bangladesh pakistan teke onek ageh chole ashse. Agami 10 ba 20 bosor pore onek unnotho hobe bangladesh
ভিডিওটির ভিতরেই কতগুলো ডাস্টবিন দেখা গেছে। এর থেকে বেশি ডাস্টবিন দিয়ে কি পুরা পার্করে ডাস্টবিন বানাই ফেলবে নাকি? ইচ্ছা থাকলে চিপস এর প্যাকেট মানুষ পকেটে করেও নিয়ে যায় এরপর যেখানে ডাস্টবিন পায় সেখানে ফেলে। শুধু ঘনঘন ডাস্টবিন সেট করলেই মানুষের মন মানষিকতা চেন্জ করা যায় না।
অসাধারণ। এভাবেই পুরো দেশ পাল্টে যাচ্ছে। জয় বাংলা।
যতোই আমি আমার মাত্রি ভূমি বাংলাদেশকে দেখি ততোই মুগ্ধ হই সুবাহানআল্লাহি ওয়া বেহামদিহি সোবাহান আল্লাহিল আযিম হে প্রিয়ো মাত্রি ভূমি আমি তোমাকে অনেক ভালোবাসি আল্লাহ অনেক মহান আল্লাহ তোমার সৃষ্টি অনেক সুন্দর তুমি না জানি কতো সুন্দর
ভাই আপনি ঠিক বলেছেন এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর পার্ক এর চেয়ে বেশি কিছু দরকার নেই
ইউফফ কি সুন্দর!! এইদেশের মানুষদের সৌন্দর্য সেন্স বুঝা উচিত... সৌন্দর্য কে টেক কেয়ার করা উচিত... তাহলে দেশের ভবিষ্যত প্রজন্মের মানুষদের মানসিকতা সুস্থ থাকবে ও ভাল থাকবে
ফুটেজ জাস্ট মনোমুগ্ধকর! কালার কম্বিনেশনে চোখ জুড়িয়ে যায়!
আমিত রমনা পার্কে দেখে অবাক হয়ে গেলাম😱বেশ সুন্দর হয়েছে।
লেকের মাঝে দিপ দিলে লেইকটাকে আরো চিকন লাগবে। দিপের জন্য আরো প্রশস্ত লেক দরকার , লেকের শেপটা এমনিতেই সুন্দর। এখানে পানির মাঝে কিছু না দেওয়াই ভাল।
রমনা পার্ক আন্তর্জাতিক মানের করা হওক,সঙ্গে একটি টাওয়ার নির্মাণ করা যেতে পারে,যা বিশ্বের মধ্য একটি দৃষ্টি নন্দন টাওয়ার হবে।সঙ্গে টাওয়ারের চারপাশে উন্নত টাইলস ব্যাবহার করা যেতে পারে,বিদেশি পর্যটকরা ঢাকা এসে নামলে রমনা পার্কের কথা চলে আশে,কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,রমনা পার্ক আন্তর্জাতিক মানের করা হওক।
Pagla coday bole ki park e naki tower banaibo
Tower DIA KI KORBA ABAL
এরকম পার্ক ঢাকাসহ সারাদেশে আরো গড়ে তুলতে হবে
ধন্যবাদ রমনা পার্ককে আধুনিকরায়ন করার জন্য, রমনা পার্কের মত ঢাকার অন্যান্য পার্ক গুলা ও আধুনিকরায়ন করা দরকার, ঢাকা ব্যাসততম নগরি, প্রায় দেড় কুটি মানুষের বাস, এই নগরিতে দেড় কুটি মানুষের জন্য রমন পার্কের মত আরো পার্ক দরকার, মানুষ যাহাতে অবসর সময় এই সমসত পার্কে এসে একটু প্রশানতির চোয়া পায়
I live far away from Bangladesh but it does not mater how far I am dear motherland you are on my mind in my heart, always pray may ALLAH keep my country safe and prosperous.
Onek sundor monorum porebas dake mon jureye jay
Apurbo alhamdulillah
ধন্যবাদ
রুবেল ভাই ভিডিএটি সুনদর লেগেছে
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে.💙💚💖💜❤️👌
আগে মালেশিয়া র পার্কে এগুলো দেখে অবাক হতাম!!
অসাধারণ ভিডিও রুবেল ভাই
Romna park ta onak sondhor
হুমায়ুন আহমেদ এর অনেক বইয়ে এই পার্কের নাম পড়েছি,নানা ভাবে বর্ণনা করেছেন তিনি।আজ বাস্তবে দেখলাম,এতো সুন্দর।মাশআল্লাহ।
ধন্যবাদ ভাই
omg Bangladesh is very clean park👏👏
They need to plant some pink and white roses beside the walkways!
বিশ্বের দুর্লভ সুন্দর গাছগুলো আনা চাই। মানুষ যেন আনন্দ পায়। শীত ও ঝর বৃষ্টিতে পার্কে অবস্থানকালীন দর্শনার্থীদের কোনো অসুবিধে যেন না হয়। মেধাভিত্তিক, নান্দনিক, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে ঢাকাবাসী এখানে আসুক। স্বস্তি লাভ করুক।।
দারুন একটি ভিডিও হয়েছে ❤️
ধন্যবাদ ভাইয়া 💕
ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর ভিডিও দেওয়ার জন্য
আপনাকেও ধন্যবাদ
ভাই, দুবায়ের মত বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজালে অনেক সুন্দর লাগবে।
একার প্রচেষ্টায় কখনো কোনো কিছু সফল হয় না। সরকারের পাশাপাশি আমাদেরও সচেতন হতে হবে। দায়িত্বশীল হতে হবে। কেউ কোনো প্যাকেট খোলা জায়গায় ফেললে তাকে জিজ্ঞেস করতে হবে। আমাদের পরিবেশ আমাদেরই পরিচ্ছন্ন রাখতে হবে।।
আর দ্বীপের চেয়ে এটাই ভালো হবে। ভাই আপনার মতের সাথে আমি একমত।
khub sundhor,,
kokhun jaini
Parking aro bashi raktey hobey
রমনা পার্কে আরো গাছ লাগানো হউক!💜
অসাধারণ
এখানে মাছের চাষ করলে একদিকে আমিষ এর চাহিদা পূরণ হবে অপরদিকে টিকেট দিয়ে মাছ ধরে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে পার্কের উন্নয়ন এর কাজ করা যাবে।
Ami regular romnai hati .
Drone footage kub bala laglo bai, r o include korio drone shot in video
Thank you
ঢাকা থেকে পাটুৱিয়া পৰ্যন্ত প্ৰস্তাবিত ৱেলপথ দ্ৰুত বাস্তবায়ন চাই
পার্ক সুন্দর হচ্ছে আর পার্কের পুরনো রুপ ফিরে আসছে।
সেই চা বিস্কুট কোক বিক্রেতারা ফিরে আসছেন
Onk sundor hoise maintain rakhte hobe. Onekbar ramna Park visit korechi deshe thakte. College jaoar shomoy ramna Park shamne diya jaitam.
দ্বীপের দরকার নেই। রঙ্গিন কিছু ফুল গাছ লাগানো, ফলমূলের গাছ রোপণ আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যথেষ্ঠ। লেইকে কিছু হাঁস ছেড়ে দিলেও ভালো লাগবে।
কিছু রাজ হাস আছে
The heart of dhaka
Great Progress
Yes brother it is very nice and very good just do things good for Bangladesh and things right for Bangladesh we are human beings we want to live like a human beings 🌎.
আপনার সুন্দর ভিডিওটির জন্য ধন্যবাদ। হ্যা, একই গাছে বিভিন্ন রং-এর ফুল গাছ সংসদ ভবনের চন্দ্রিমা উদ্যানে আছে। এখানে একই গাছে সাদা, গোলাপি এবং মেরুন রংএর ফুল ফোটে। এখানকার কেয়ারটেকারকপ আগের থেকে যত্নশীল মনে হচ্ছে। তবে নূতন বিভিন্ন রকম গাছ সহ নূতন ফুলের গাছ লাগানো খুবই প্রয়োজন। আমি এব্যাপারে তার সৃজনশীল ভুমিকা আশা করছি।
ধন্যবাদ আপনাকে
পার্কের গাছের পরিমাক খুবই কম।
আরও অনেক গাছ লাগানো প্রয়োজন।
Aneek Sundor hoise
অনেক ধন্যবাদ , খুব সুন্দর Video ! সৌভাগ্য , বোধ করি অন্ততঃ Poster থেকে বাঁচতে পেরেছেন ।
Wow, Looks really amazing...Thanks for sharing........
রেইনট্রি গাছ কেটে ফুলের গাছ এবং ফলের গাছ লাগানো অনুরোধ জানাচ্ছি।
খুব সুন্দর লাগছে।
লেকের পানিটা যদি তুরাগ নদীর সাথে থাকতো ভালো হতো । জোয়ার ভাটার সময় ভালো হতো।
ঢাকা আমাদের বাংলাদেশের রাজধানী ,অথচ এই ঢাকাতেই কোন পাহাড় পর্বত নেই,যা বিশ্বের অন্যান্য দেশের রাজধানী গুলোতে এক দুইটা পাহাড় আছেই । যেহেত আমাদের নেই,, অতএব,,, যা বলতে চাচ্ছি সেটা হলো ঢাকায় অনেক বড় বড় খাল-নদী-ও লেক আছে এবং তৈরি ও হচ্ছে নতুন করে অনেক,আর সেই খাল অথবা লেক গুলোর মাঝা~মাঝি যদি কোন কৃত্রিম একটা মাটির পাহাড় বানানো যেত,আর সেই পাহাড়ে গাছ লাগিয়ে দিয়ে যদি মুক্ত পাখিদের জন্য উন্মুক্ত করে দেয়া যেত, তবে আহ্ আহ্ আহ্,,,, কতই দেখতে সুন্দর লাগতো ❤। আর মানুষদের জন্য সেখানে প্রবেশ ও থাকতো নিষিদ্ধ..।
#From_South_Korea 🇰🇷
সুন্দর হয়েছে তবে লেকটিকে হাতিরঝিলের মত করে সাজালে আরও সুন্দর লাগত।
পার্ক টা আধুনিক মডেলে সজ্জিত করলে আরো ভালো হতো
100 /200 bench bosale aro balo hoto.. Hopefully seta Kora huk..
Nice...
শিশু পার্ক নিয়ে ভিডিও চাই
ভাইয়া এক গাছে দুই রকম ফুল না। ফুল ফোটার কদিন পরেই রঙ পরিবর্তন হয়। তাই আগের ফুল আর নতুন ফুলের রঙের পার্থক্য দেখা যায়। আমার কাছে পিটুনিয়া গাছের এমন একটা জাত আছে।
এই ফুলের নাম বিচিত্রা। আবার অনেকে yesterday today tomorrow নামে ডাকে, ফুলের ঘ্রান টাও দারুন মিষ্টি।
আমি শুক্রবার বিকেলে যাই আদর খাওয়ার জন্য
পাখির পরিমান কম। birdbox, birdfeeder এর ব্যবস্তা করে দিতে হবে।
খুব ভালো হয়েছে
ধন্যবাদ ভাই 💕
Excellent video really. Please upload more and more videos like this. Thanks.
Thank you
Go Bangladesh!!
Koto bar j gechi ai park e. Ageo sundor chilo akhon to onek sundor hoye geche
Aro video dan plz ❤️
খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
আজকে রমনা পার্ক ঘুরে আসলাম। আলহামদুলিল্লাহ!
জুলাই ১,২০২২
শুক্রবার।
Lake ta kon side a bolte paren?
Waalaikumussalam.
পার্কতাকে খুব সুন্দর লাগছে আমার মনে আছে আমি আর পার্ক এ ক্রিকেট খেলেছি তবে এক টা জিনিস যে একটু খারাপ লাগলো টা হলো পার্কের গাছ কেটে কম করে ফেলা হয়েছে আগে অনেক গাছ ছিল এই পার্কে
Ekhon cricket khela nished
@@nsx001 ঠিক
অনেক সুন্দর লাগছে। ভাই এমন ভিডিও আরও চাই।
I am agree with you
নাইচ
They should keen on rising grass and green grasses can emphasise the beauty of the park
Excellent
as salamualaikum owa rahmatullahi owaba rakatuhu allah amader sobayke shustho o neck hayat dan korun ameen , masha a allah khub sundor desher unnoyon hoytace amora bedeshe boshe desher unnoyoner chitro dekhle mon jureye jay alhamdullah , ami spain theke .. oshadaron dhakar bhuke sundor akta jayga jar nutun rup daron korce alhamdullah khub sundror hoyce rubel bhaijan .valo thakben
Park r onek jaigai Ghash (Grass) more shukno mati ber hoye gese. Notun Ghash ropon kora joruri. Kortripokkho edike Nojor dile Park ti Aro shundor hoye Uthbe. Bideshe Odhikangsho Barite, Rastai o Park e Ghash Ropon kora hoy abong auto watering tap thake oi ghashe pani deyar jonno.
বিষয়টা আমারও চোখে পড়েছে, সবজায়গায় ঘাস থাকলে কতটা সবুজ দেখাতো। আবার যেসব জায়গায় ঘাস থাকে না, সেসব জায়গার মাটিতে ধুলোর সৃষ্টি হয় এবং সে ধুলো বাতাসে উড়ে আশেপাশের পরিবেশে রুক্ষ ভাব এনে দেয়
Ai park a Jodi speed boat daoya hoto tahole aroo beshi valo hoto☺️☺️ jara Amar shathe ak mot like 👍👍den
Khub Sundor ❤️
Lake er vitor jhulonto restaurant kara jete pare.r kisu pashu pakhi add kara jete pare.
আমি চাই দিপ হোক যাতে পাখিরা বাসা বানাতে পারে
Etho sundor park tiktok shontrashira dokol korte na pare, er jonno nojor raka uchit
শিশু পাক নিয়ে একটা video.চাইplz.vaiya🥺
ভাই শাহবাগে যে শিশু পার্ক আছে সেটা নিয়ে একটা ভিডিও বানান তো সেখানে এখন কি অবস্থা কি হবে
Love you bro
Nice vai
2019 গেছিলাম
Ekta unnoto Maner restaurant. Are ekta coffee shop thankle valo hoto.
Vaia. Barishal Bibi r Pukure naa. Durga Sagor e emn Island Ase.
!!
দুঃখিত ভাই । আমি ভুলে গিয়েছিলাম।
অসাধারণ ভিডিও কিন্তু বানানোর এর পরে এটার সৌন্দর্য ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু যারা সেখানে ঘুরতে যাবে ও নির্মল বাতাস খেতে যাবে তাদের আর তারাই যদি নোংরা করে বসে থাকে তাহলে তো কিছু করার নেই
অন্যদিকে যদি লেকের মাঝে যদি দ্বীপ আকৃতি করা হয় তাহলে লেকটির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে
তবে আগের চেয়ে অনেক সুন্দর হচ্ছে আর সেই সাথে ক্যামেরার অসাধারণ কাজ ও ভিডিও সেইসাথে রইল অবিরাম ভালোবাসা💞💞💞💞💞💞
ধন্যবাদ ভাই
Vai Uttra to Gazipur road er utpor ekta video chai ...
Park sundor korle kiso hbe na. Manus er obbes sondor korte hbe & safe road banate hbe jekhane dhaka te sondar por chori sintay bere jay
Awesome 🤣.
Nice,
নিরাপত্তা কেমন?
Waw
ভাইয়া রমনা পার্কে দিপ না বানানোই বেটার হবে। কারণ পার্কে যথেষ্ট পরিমাণে গাছ🌲🌳 আছে যা পাখিদের জন্য ভালো। লেকের মাঝে দিপ তৈরি করলে তা লেকের সৌন্দর্য নষ্ট হতে পারে বর্তমানে যেমন আছে তেমনি বেস্ট। আপনার মত ঠিক আছে👌 ❤
অনেক ধন্যবাদ
Gorar gari Hati thakle valo hoto.. Tired lagbe na..
ওকে
Bai kornofulir akta video dile balo hy
যা আকাম কুকাম এই পার্কে হয়
চমৎকার লাগল ভাই ❤️