Bujhi Elo Ore Pran || Swalpa Shruto Rabindrasangeet

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025
  • #Abhijnan #Rabindrasabgeet #Swalpa_Shruta
    Song: Bujhi Elo Ore Pran
    Chorus: Abhijnan
    Arrangement: Sri Agnibha Bandyopadhyay

Комментарии • 22

  • @ishitamukherjeemunia7733
    @ishitamukherjeemunia7733 4 года назад +7

    অসাধারণ অনুষ্ঠান । এমন অনুষ্ঠান অনেকেরই ঈর্ষার কারণ। শ্রদ্ধার মানুষ শ্রী অগ্নিভ বনদোপাধ্যায় । আপনার পক্ষেই সম্ভব এমন অসাধ্য সাধন করা। অভিজ্ঞান এর একশো কন্ঠ অনেক হাজার কন্ঠ প্রয়াস এর চেয়ে অনেক উচ্চ মানের। অবশ্য ইতিমধ্যে এই অনুষ্ঠানের সফলতা কিছু 'ওস্তাদ ' দের রাতের ঘুম কেড়ে নিয়েছে ।
    সেই সকল অসুস্থ চিন্তার লোকদের জন্য আবারো অনুষ্ঠিত হোক এমন অনুষ্ঠান ।

  • @debasishsaha2748
    @debasishsaha2748 Год назад

    Excellent programe 👍🙏❤️🙏❤️🙏❤️khub bhalo laglo❤️🙏❤️🙏

  • @debasishsaha2748
    @debasishsaha2748 Год назад

    Asadharon programe..pronam janai sir.

  • @dr.souravdas1895
    @dr.souravdas1895 3 года назад

    দারুণ 👍

  • @dipabiswas2946
    @dipabiswas2946 4 года назад +2

    Apurbo

  • @paramitamondal6633
    @paramitamondal6633 4 года назад +4

    খুব খুব সুন্দর মুহূর্ত

  • @sayantanichoudhury5171
    @sayantanichoudhury5171 4 года назад +2

    Soroniyo Muhurto......pronam Sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @musicshouvikduttaofficial1334
    @musicshouvikduttaofficial1334 4 года назад +2

    এক কথায় অসাধারণ

  • @moumitachatterjee8477
    @moumitachatterjee8477 4 года назад +1

    Baah....
    Apurbo... 👏👏👏

  • @simabhattacharjee488
    @simabhattacharjee488 4 года назад +1

    অসাধারণ অনুভূতি।ভীষণ ভালো লাগল

  • @poulamibanerjee4613
    @poulamibanerjee4613 4 года назад +1

    Sedin er chorus e amar sobcheye prio gan...osadharon....pronam Sir🙏🙏🙏

  • @chaitalipaul5745
    @chaitalipaul5745 4 года назад +1

    অসাধারণ....

  • @titirdas5519
    @titirdas5519 4 года назад +2

    অভিজ্ঞান-এর একজন সদস্যা এবং শ্রী অগ্নিভ বন্দোপাধ্যায় স্যারের 🙏 একজন ছাত্রী হিসেবে এইটুকু মনে হয়েছে যে আমাদের শিক্ষাগ্রহণে কোনো ফাঁক স্যার রাখেননি।। আর আমরা যে যথাযথভাবে স্যারের শিক্ষাকে সম্মান জানাতে পারছি এই বিতর্কিত মন্তব্যগুলোই তার প্রমাণ।। আমরা এরকম challenging কাজগুলো আরো বেশি করে আপনাদের সামনে তুলে ধরে প্রমাণ করে দেব যে কাজ সকলের পক্ষে ভাবনাতে আনতে পারা কঠিন তাই আমরা বাস্তবায়িত করার ক্ষমতা রাখি😊😊
    ধন্যবাদ

    • @shilpidharmajumdar2994
      @shilpidharmajumdar2994 3 года назад

      Onar satha jogajog korar upay ta jodi bolan to khub vhalo.. Ki vhba cnct kora jay.

  • @soumitramukherjee5978
    @soumitramukherjee5978 Год назад

    গানের লয় নিয়ে একটুখানি ভাবুন;
    আপনাদের গান খুব সুন্দর নিটোল।

  • @pratyayiguha5257
    @pratyayiguha5257 2 года назад

    Sir amar naam Pratyayi Guha. Ami rabindra sangeet student. Ami apnar kache gaan shikte chai. Apnar contact number ta deben

  • @prankrishnabandyopadhyay6653
    @prankrishnabandyopadhyay6653 4 года назад +1

    অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন অনুষ্ঠান, যা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে শুনে আসছি, তাতে ওঁর ওপর একটা soft corner ছিল। কিন্তু ওঁর পরিচালিত ১৩সেপ্টেম্বর ২০১৯ এর অনুষ্ঠানে একজন প্রত্যক্ষদর্শী রবীন্দ্রসঙ্গীত অনুরাগী শ্রোতার নীচে উল্লেখিত বয়ান শুনে আমি খুব মর্মাহত হয়েছি। ওই প্রত্যক্ষদর্শী শ্রোতার বয়ান হুবহু তুলে দিলাম।
    '১৩ সেপ্টেম্বর ২০১৯ এ এই ম্যাজিক শোতে আমি দর্শক ছিলাম মোটা টাকার টিকিট কেটে। দক্ষ ম্যাজিশিয়ান যেমন হলভর্তি লোককে বোকা বানান ম্যাজিক দেখিয়ে, অগ্নিভ বন্দোপাধ্যায় ঠিক তেমনি ম্যাজিক দেখিয়েছিলেন হলভর্তি লোকের সামনে। রেকর্ড করা গানের সঙ্গে লিপ মিলিয়ে শ্রোতাদের বোকা বানানোর চেষ্টা করা হয়েছিল।
    এই প্রসঙ্গে বলা যায় উত্তমকুমার মিন্টু পার্কে ঘুরে ঘুরে মান্না দের রেকর্ডিং এর সঙ্গে গান গাওয়া অভ্যেস করতেন। ওঁর লিপ দেওয়া ছিল নিখুঁত। উল্টোদিকে সুচিত্রা সেন, মাধবী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় এব্যাপারে কোনদিন পটু হতে পারেননি। গান চলত নিজের মতো, ঠোঁট নড়তো আগে-পরে। সেদিন স্টেজের উপরে অনেক সুচিত্রাসেন, মাধবী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় কে দেখছিলাম।
    শ্রদ্ধেয়া অরুন্ধতী দেব মহাশয়া চারবার 'হাজার কন্ঠে রবীন্দ্র সংগীত' অনুষ্ঠান করিয়েছেন। তার জন্য সারা পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন জায়গার রবীন্দ্রসঙ্গীতের দল একযোগে রিহার্সাল করে করে নির্ভুলভাবে গাওয়া অভ্যাস করেছিলেন। সেখানে এরকম কোন ম্যাজিক অনুষ্ঠিত হতে দেখিনি কোনবার।
    শান্তিনিকেতনে বর্ষামঙ্গল, বসন্তোৎসব, দেশাত্মবোধক গানের অনুষ্ঠানে স্টেজে কয়েকশ' ছাত্রছাত্রী লাইভ গান করে লাইভ বাজনা সহ।
    অগ্নিভ বন্দ্যোপাধ্যায় তাঁর ১০০ ছাত্রছাত্রীদের স্টেজে দাঁড় করিয়ে লাইভ অনুষ্ঠানের যে ম্যাজিক শো সেদিন করেছিলেন, তাতে কিন্তু অনেক দর্শকই বোকা হননি।
    সম্মেলক গানে বাজনার সঙ্গে ব্যালান্স রেখে নির্ভুলভাবে গাওয়ার তালিম ও তার অভ্যাস সহজ ব্যাপার নয়। এই ছাত্রছাত্রীরা সেটা পেলো না। পেলো সম্মেলক গান গাওয়ার অভিনয় করার শিক্ষা।
    রবীন্দ্রনাথের দুঃখ ছিল বিদেশে যেমন অপেরা বা কয়্যার যেমন হয়, আমাদের দেশে তেমন করে সম্মেলক গানের চেষ্টা দেখা যায়নি। Professional ভাবে নির্ভুল, নান্দনিক ও শ্রুতিমধুর করে সম্মেলক গান যে শ্রোতাদের সামনে কীভাবে উপস্থিত করা যায়, সেটা একাধিকবার প্রমাণ করে দেখিয়েছে শ্রদ্ধেয়া অরুন্ধতী দেব মহাশয়ার উদ্যোগে পরিচালিত মুক্তধারার হাজার কন্ঠের রবীন্দ্র সম্মেলক রবীন্দ্রসঙ্গীত।
    রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীতের সিনিয়র অধ্যাপক হয়েও নবীন প্রজন্মের রবীন্দ্রসঙ্গীত শিক্ষার্থীদের সামনে কী দৃষ্টান্ত রাখলেন! এই ওপর-চালাকি ম্যাজিকের দরকার ছিল কি?'

    • @ojoshwitamukherjee9037
      @ojoshwitamukherjee9037 4 года назад +4

      Oh my my! How intelligent and courageous you are sir!
      Ekjoner bola kothar bhitti te base kore eto boro ekta paragraph likhe phellen? Eka criticise korte neme gelen eta jeneo je aapni sheidin okhane uposthit chilen na ebong tai ei kotha gulo shotti na mithye bichaar korar kono odhikar e nei apnar. Hat's off aapnake.
      School e Chinese whisper kheltam janen toh? Ekta kothae shuru hoto chain, shesh hoto aboltabol kichuteh. Aapnar shona kotha gulo o thik erom e mone hochhe.
      Dekhun, sheidin oikhane amio uposthit chilam ebong nije kaan e shunechi shei gaan. Aapnar bishash na holeo, sheidin okhane 'live' geyechilen oi shokol chatro chatri. Tai aapnake ei shomosto kotha je bolechen, hoe tini emon bhalo gaan nije gaite paren na tai olpo 'jealousy' er karon e emon bichaar, aar noito gaan tape kore bejeche na live hoyeche sheta bichar korar moton jyoggota ba kaan onar toiri hoeni.
      Tai DADA, bolchi bekar nijer shomay, ebong internet ta khoroch korchen keno bolun toh? Proman korte parben ja bolchen? Taa jodi na paren, tale erom montobbyo korben na. Quarantine e aapnar hoyeto kaaj olpo kom ache, tobe amra eto khali boshe nei. Tao aapnar dnat bhanga 'paragraph' tar bodole, amar ei lekha ta.
      Ektu bhalo thakar cheshta korun, bakidero bhalo thakte din.
      Nomoshkar.

    • @ranjanamukherji
      @ranjanamukherji 4 года назад +1

      ভুল তথ্য প্রচার করবেন না। এতে অভিজ্ঞানের ক্ষতি হবে না। ক্ষতি হবে সুস্থ সংস্কৃতির।

    • @musicshouvikduttaofficial1334
      @musicshouvikduttaofficial1334 4 года назад +2

      আপনি যে কারোর প্ররোচনায় কাজ টি করেছেন ভালো রকম বোঝা যাচ্ছে। দয়া করে আমাদের মুখ খোলাবেন না। আমরা কিন্তু সবটাই জানি।

    • @rupachakraborty9298
      @rupachakraborty9298 3 года назад

      Prankrishna bannadhopadhya is one of the shittest man, what you wrote here, are you able to prove this.😡😡