পুরুষরা কি আঙুলে আংটি পড়তে পারবে ? মিজানুর রহমান আজহারী I Bangla waz I

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #anzinfo360,
    পুরুষরা কি আঙুলে আংটি পড়তে পারবে ? মিজানুর রহমান আজহারী I Bangla waz I
    পুরুষরা কি স্বর্ণ, রুপা বা হিরার আংটি ব্যবহার করতে পারবে?
    জবাবঃ নারীর অলঙ্কারের ব্যাপারে ইসলাম অনেকটা নমনীয়। কিন্তু পুরুষের অলঙ্কার ব্যবহারের ক্ষেত্রে রয়েছে অনেক নিয়মনীতি, যা হাদিস দ্বারা প্রমাণিত। ইসলামের প্রাথমিক যুগে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহারের অনুমতি থাকলেও পরে তা নিষিদ্ধ হয়ে যায়।
    যেখানে স্বর্ণ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, সেখানে হিরার মতো মূল্যবান ও সৌখিন বস্তু আরো আগে নিষিদ্ধ হওয়ার দাবি রাখে এটাই স্বাভাবিক।
    ইমরান ইবনু হুসাইন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি পরতে নিষেধ করেছেন।
    _সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১৭৩৮
    আবদুল্লাহ ইবনু বুরাইদা (রাহঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত। বুরাইদা (রাঃ) বলেছেন, এক ব্যক্তি লোহার আংটি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলে তিনি বলেনঃ তোমার কাছ থেকে জাহান্নামবাসীদের অলংকার ফেলে দাও। সে ফিরে গিয়ে আবার পিতলের আংটি পরে তার নিকটে এলে তিনি বললেনঃ কি ব্যাপার! আমি তোমার হতে মূর্তির গন্ধ পাচ্ছি। এবার সে ফিরে গিয়ে সোনার আংটি পরে তার নিকটে এলে তিনি বললেনঃ কি ব্যাপার! আমি তোমাকে জান্নাতীদের অলংকার পরা দেখতে পাচ্ছি? তখন সে বলল, আমি কিসের আংটি বানাব? তিনি বললেনঃ এক মিসকালের (সাড়ে চার মাসা) কম রূপা দিয়ে আংটি বানাও।
    সূনান আত তিরমিজী। হাদিস নম্বরঃ ১৭৮৫
    হাদিসে রুপার আংটি পরার অনুমতি দিলেও তা ততটা গুরুত্ব বহন করে না।
    হজরত ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, রাসূল (সঃ) একটি রুপার আংটি তৈরি করেছিলেন, এটা তার হাতে ছিল, তারপর আবু বকর (রাঃ) খলিফা নির্বাচিত হওয়ার পর তার হাতে ছিল। তারপর ওমর (রাঃ) এর হাতে, তারপর ওসমান (রাঃ) এর হাতে ছিল। তারপর তার হাত থেকে মদিনার ‘আরিস’ নামক কূপে পড়ে যায়, তা আর পাওয়া যায়নি। আংটির ওপর ‘মুহাম্মাদুর রসূলুল্লাহ’ খোদিত ছিল (বোখারি)।
    উল্লেখ্য, অত্র হাদিস অনুযায়ী রাসূল (সঃ) এর আংটিতে খোদাই করা থাকলেও তা অন্যদের জন্য খোদাই করা নিষেধ ছিল। যা অন্য হাদিসে বিদ্যমান। আংটি কোন হাতে এবং কোন আঙুলে পরতে হবে তা হাদিসে বর্ণিত হয়েছে।
    হজরত আবদুল্লাহ ইবনে জাফর (রাঃ) বর্ণিত যে, রাসূল (স) তার ডান হাতে আংটি পরতেন। (নাসাঈ)। বাম হাতে পরারও বর্ণনা রয়েছে। রাসূল (স) যখন পায়খানায় প্রবেশ করতেন, তখন তাঁর আংটি খুলে রাখতেন (নাসাঈ)। তর্জনী, মধ্যমা, বৃদ্ধা ও কনিষ্ঠ আঙুলে আংটি পরা নিষেধ। হজরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সঃ) আমাকে এ আঙুলে অর্থাৎ বৃদ্ধা ও কনিষ্ঠতে আংটি পরতে নিষেধ করেছেন (ইবনে মাজাহ)।
    অনুরূপভাবে রুপা দ্বারা নির্মিত অলঙ্কারও পুরুষের জন্য ব্যবহার করা জায়েজ নেই। কেননা রুপা মূলত স্বর্ণের মতোই, তবে রুপার আংটি কোমর বন্ধনী এবং তরবারির অঙ্গসজ্জার জন্য রুপার ব্যবহার হলে তা জায়েজ।
    আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যাবে, পুরুষরা বিভিন্ন ধরনের ধাতু দ্বারা বিভিন্ন রকম অলঙ্কার ব্যবহার করে থাকে, যা হাদিসের পরিপন্থি। জামে সগীর গ্রন্থে উল্লেখ আছে যে, রুপা ছাড়া অন্য কোনো ধাতুর আংটি পরিধান করা জায়েজ নেই।
    পুরুষের অলঙ্কার ব্যবহারের ক্ষেত্রে যত হাদিস উল্লেখ আছে তা প্রায় সবগুলোই প্রয়োজনের আয়োজন মাত্র।
    ►► সুন্দর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ইসলামের প্রতিটি বানী ছড়িয়ে দিতে ''anzinfo360'' চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই সবার আগে পেয়ে যান । জাযাকাল্লাহ । ◀️◀️

Комментарии • 110