জার্মানি Technische Universität München (TUM) Humboldt University of Berlin RWTH Aachen University জার্মানির বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নেয় না, কেবলমাত্র সেমিস্টার ফি প্রযোজ্য। তবে জার্মান ভাষা জানলে আরও সুবিধা হয়। নরওয়ে Norwegian University of Science and Technology (NTNU) University of Oslo নরওয়েতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য টিউশন ফি প্রযোজ্য নয়। তবে জীবনযাত্রার ব্যয় কিছুটা বেশি। ফিনল্যান্ড University of Helsinki Aalto University ফিনল্যান্ডে কিছু প্রোগ্রামের জন্য টিউশন ফি কম, এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপও উপলব্ধ। অস্ট্রিয়া Vienna University of Technology University of Innsbruck অস্ট্রিয়ার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে টিউশন ফি কম। ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের জন্য কিছু ফি থাকলেও সেটা তুলনামূলকভাবে কম। ফ্রান্স Université Paris-Saclay Sorbonne University ফ্রান্সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য তুলনামূলক কম ফি থাকে। এছাড়াও ইংরেজি ভাষার কিছু প্রোগ্রাম পাওয়া যায়। পোল্যান্ড Warsaw University of Technology AGH University of Science and Technology পোল্যান্ডে বিশ্ববিদ্যালয়গুলিতে টিউশন ফি সাধারণত অন্যান্য পশ্চিম ইউরোপীয় দেশের তুলনায় কম। চীন Tsinghua University Shanghai Jiao Tong University চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক কম খরচে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে, বিশেষ করে CSC স্কলারশিপের আওতায়।
MDIS (Management Development Institute of Singapore) বিশ্ববিদ্যালয়ে Electrical and Electronic Engineering (EEE) নিয়ে বিএসসি প্রোগ্রামটি করতে পারা সম্ভব। তবে সাধারণত, ডিপ্লোমা শেষ করার পরে এই ধরনের প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন হতে পারে কিছু নির্দিষ্ট যোগ্যতা। আপনাকে MDIS-এর ওয়েবসাইটে গিয়ে তাদের নির্দিষ্ট এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো দেখে নিতে হবে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফিসে যোগাযোগ করে আপনার ডিপ্লোমা অনুযায়ী কোন এন্ট্রি পয়েন্টে যোগদান করা যাবে তা নিশ্চিত করতে হবে। খরচের ব্যাপারে, MDIS-এর সাইটে বর্ণিত টিউশন ফি অনুযায়ী সম্পূর্ণ কোর্সটির খরচ প্রায় ২৫,০০০ থেকে ৩০,০০০ সিঙ্গাপুর ডলারের মধ্যে হতে পারে। তবে খরচের বিষয়টি স্কলারশিপ, অর্থনৈতিক সাহায্য বা কিস্তিতে পেমেন্টের সুযোগের উপরেও নির্ভর করতে পারে।
আসলে নাস এ আবেদন করতে আপনাকে ওদের যে রিকোয়েরমেন্ট আছে সেগুলোর প্রতি জোর দিতে হবে। কারণ এটি পৃথিবীর অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়। আপনার প্রোফাইল যা আছে তার পাশাপাশি আপনার কি কি স্কিল্ড বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো দিয়ে আবেদন করুন। আশা করি ভালো রেস্পন্স পাবেন। শুভকামনা রইলো আপনার জন্য।
ভাইয়া EEE তে পড়তে ইচ্ছুক আমি। আমি ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পড়তেছি।আমার জন্য সিঙ্গাপুর এর কোন ইউনিভার্সিটি ভালো হবে জানাবেন।আর ভর্তি হওয়ার জন্য কি কি প্রয়োজন তা জানাবেন।
সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহ: ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (NUS): নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (NTU): সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি (SMU): ব্যবসা ও ব্যবস্থাপনা শিক্ষায় বিশেষায়িত। ভর্তি প্রক্রিয়া ও প্রয়োজনীয়তা: শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন শিক্ষার্থীরা সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (Bachelor) প্রোগ্রামে আবেদন করতে পারেন। কিছু ক্ষেত্রে, ডিপ্লোমা ডিগ্রির ফলাফলের ভিত্তিতে সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ পাওয়া যেতে পারে। ইংরেজি ভাষার দক্ষতা: ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য IELTS বা TOEFL স্কোর প্রয়োজন হতে পারে। কিছু বিশ্ববিদ্যালয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ইংরেজি মাধ্যমে শিক্ষা গ্রহণের সনদ গ্রহণ করে। অ্যাপ্লিকেশন প্রক্রিয়া: অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হয়। প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন পাসপোর্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সিভি, স্টেটমেন্ট অব পারপাস, রেফারেন্স লেটার ইত্যাদি জমা দিতে হয়। অতিরিক্ত তথ্য: শিক্ষাবৃত্তি: সিঙ্গাপুরে বিভিন্ন শিক্ষাবৃত্তি পাওয়া যায়, যা টিউশন ফি ও জীবনযাত্রার খরচ কমাতে সহায়তা করে। উচ্চ একাডেমিক ফলাফল ও অন্যান্য যোগ্যতার ভিত্তিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। কাজের সুযোগ: শিক্ষার্থীরা সপ্তাহে নির্দিষ্ট সময় পর্যন্ত খণ্ডকালীন কাজ করতে পারেন। ছুটির সময় পূর্ণকালীন কাজের সুযোগও রয়েছে।
আপনার Civil Engineering এ CGPA 3.50 এবং IELTS 7.5 বেশ ভালো, তবে স্কলারশিপ পাওয়ার জন্য কিছু অন্যান্য factors ও দেখতে হবে: Scholarship Opportunities: NUS offers various scholarships: এ ধরনের স্কলারশিপগুলো আপনার academic merit, research potential, এবং leadership qualities এর উপর ভিত্তি করে দেয়া হয়। Research Experience: যদি আপনার research বা internships এ ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়বে। NUS research-based master's programs এ এমন অভিজ্ঞতা মূল্যায়ন করে। Statement of Purpose (SOP): একটি শক্তিশালী SOP দরকার যেখানে আপনি আপনার academic achievements, future goals, এবং কেন NUS এ পড়তে চান তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করবেন। Recommendation Letters: ভাল recommendation letters professors বা supervisors থেকে সংগ্রহ করা দরকার, যারা আপনার কাজ এবং achievements সম্পর্কে ভালোভাবে জানেন। Good luck!
@@abdullahjawad8071 সেরকম কাউকে আমি চিনিনা। তবে আপনি একটু খোঁজ নিলে পেয়ে যেতে পারেন। যেমন: IDP Bangladesh এ আপনি গিয়ে দেখতে পারেন যে তাদের কোন সুবিধা আছে কিনা সিংগাপুর নিয়ে। ধন্যবাদ।
Bhia.. Singapore er other university gulor scholarship niye ekta video dile bhalo hoy, amar grades khub beshi ekta bhalo na..2.7..so in that note what opportunities i have there.. please let me know. Please help ‼️‼️‼️‼️
সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে যেখানে আন্তর্জাতিক ছাত্রদের জন্য বিভিন্ন স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ থাকে। আপনি Singapore Management University (SMU) এর প্রোগ্রামগুলো দেখতে পারেন। এখানে বেশ কিছু গবেষণা-ভিত্তিক স্কলারশিপ রয়েছে, যেখানে ২.৭ GPA থাকা সত্ত্বেও আবেদন করা যায়। এ ছাড়াও, Singapore Institute of Technology (SIT) এবং Singapore University of Social Sciences (SUSS) এর মতো বিকল্প বিশ্ববিদ্যালয়ও রয়েছে, যেগুলো প্রাকটিক্যাল স্কিল-বেসড স্টাডি প্রোগ্রামে ফোকাস করে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের ফাইনান্সিয়াল এইড, গ্র্যান্ট এবং স্কলারশিপ পাওয়া যায়, যেখানে কম GPA থাকলেও শক্তিশালী প্রোফাইল ও দক্ষতা প্রদর্শন করে আবেদন করতে পারেন।
@ যদি ডেডলাইন থাকে ফেব্রুয়ারিতে তাহলে আবেদন করতে পারেন। আর ক্রেডিট ট্রান্সফার করে ভর্তি হওয়ার জন্য আপনাকে নাস এর সমস্ত রিকোয়েরমেন্ট ফিল আপ করতে হবে। তার জন্য আপনি সরাসরি নাস এর ইন্টারন্যাশনাল অফিসে ইমেল করতে পারেন। ওরা ডিটেইলস বলে দিবে।
@@Rezwan_bhuiyan_siam Ha, NUS Business School world-renowned, ebong tar MBA program globally top-ranked list e thake. Ei program er duration usually 17 months full-time, kintu part-time optiono ache.
credit transfer niye ekta video banan vaiya
@@HafijaAkter00 চেষ্টা করবো ইনশাআল্লাহ।
Nice thanks
Welcome
বিশ্বের কয়েকটি ইউনিভার্সিটি নাম উল্লেখ করেন যাতে খুবই অল্প খরছে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে পারি
জার্মানি
Technische Universität München (TUM)
Humboldt University of Berlin
RWTH Aachen University
জার্মানির বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নেয় না, কেবলমাত্র সেমিস্টার ফি প্রযোজ্য। তবে জার্মান ভাষা জানলে আরও সুবিধা হয়।
নরওয়ে
Norwegian University of Science and Technology (NTNU)
University of Oslo
নরওয়েতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য টিউশন ফি প্রযোজ্য নয়। তবে জীবনযাত্রার ব্যয় কিছুটা বেশি।
ফিনল্যান্ড
University of Helsinki
Aalto University
ফিনল্যান্ডে কিছু প্রোগ্রামের জন্য টিউশন ফি কম, এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপও উপলব্ধ।
অস্ট্রিয়া
Vienna University of Technology
University of Innsbruck
অস্ট্রিয়ার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে টিউশন ফি কম। ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের জন্য কিছু ফি থাকলেও সেটা তুলনামূলকভাবে কম।
ফ্রান্স
Université Paris-Saclay
Sorbonne University
ফ্রান্সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য তুলনামূলক কম ফি থাকে। এছাড়াও ইংরেজি ভাষার কিছু প্রোগ্রাম পাওয়া যায়।
পোল্যান্ড
Warsaw University of Technology
AGH University of Science and Technology
পোল্যান্ডে বিশ্ববিদ্যালয়গুলিতে টিউশন ফি সাধারণত অন্যান্য পশ্চিম ইউরোপীয় দেশের তুলনায় কম।
চীন
Tsinghua University
Shanghai Jiao Tong University
চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক কম খরচে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে, বিশেষ করে CSC স্কলারশিপের আওতায়।
ধন্যবাদ,🎉
আমাকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য
@ 🌹
❤
SSC:5.00
HSC:4.67
Both from science.
Ielts :6
No ECA.
Amar ki apply kora uchit?
@@ArfanulHoque-c2g করতে পারেন। তবে আমি বলবো আরেকবার আইইলটিএস দেন। ভালো স্কোর আনেন। আশা করি, হয়ে যাবে সুযোগ ইনশাআল্লাহ।
@@mou.samiul vai apnar WhatsApp number deya zabe?pls
ভাই আমি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল আছি
সিঙ্গাপুর
MDIS universityতে EEE এ বিএসসি করতে পারবো কিনা করতে পারলে খরচ কতো লাগবে,জানাবেন
MDIS (Management Development Institute of Singapore) বিশ্ববিদ্যালয়ে Electrical and Electronic Engineering (EEE) নিয়ে বিএসসি প্রোগ্রামটি করতে পারা সম্ভব। তবে সাধারণত, ডিপ্লোমা শেষ করার পরে এই ধরনের প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন হতে পারে কিছু নির্দিষ্ট যোগ্যতা। আপনাকে MDIS-এর ওয়েবসাইটে গিয়ে তাদের নির্দিষ্ট এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো দেখে নিতে হবে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফিসে যোগাযোগ করে আপনার ডিপ্লোমা অনুযায়ী কোন এন্ট্রি পয়েন্টে যোগদান করা যাবে তা নিশ্চিত করতে হবে।
খরচের ব্যাপারে, MDIS-এর সাইটে বর্ণিত টিউশন ফি অনুযায়ী সম্পূর্ণ কোর্সটির খরচ প্রায় ২৫,০০০ থেকে ৩০,০০০ সিঙ্গাপুর ডলারের মধ্যে হতে পারে। তবে খরচের বিষয়টি স্কলারশিপ, অর্থনৈতিক সাহায্য বা কিস্তিতে পেমেন্টের সুযোগের উপরেও নির্ভর করতে পারে।
Thank you
SSC --4.72
HSC---5
Ielts---7
Mbbs er jonno application kora jabe? SSC er GPA er kono problem hobe?
Ektu sure hote janaben Sir?
আসলে নাস এ আবেদন করতে আপনাকে ওদের যে রিকোয়েরমেন্ট আছে সেগুলোর প্রতি জোর দিতে হবে। কারণ এটি পৃথিবীর অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়। আপনার প্রোফাইল যা আছে তার পাশাপাশি আপনার কি কি স্কিল্ড বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো দিয়ে আবেদন করুন। আশা করি ভালো রেস্পন্স পাবেন।
শুভকামনা রইলো আপনার জন্য।
ভাইয়া EEE তে পড়তে ইচ্ছুক আমি। আমি ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পড়তেছি।আমার জন্য সিঙ্গাপুর এর কোন ইউনিভার্সিটি ভালো হবে জানাবেন।আর ভর্তি হওয়ার জন্য কি কি প্রয়োজন তা জানাবেন।
সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহ:
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (NUS):
নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (NTU):
সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি (SMU):
ব্যবসা ও ব্যবস্থাপনা শিক্ষায় বিশেষায়িত।
ভর্তি প্রক্রিয়া ও প্রয়োজনীয়তা:
শিক্ষাগত যোগ্যতা:
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন শিক্ষার্থীরা সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (Bachelor) প্রোগ্রামে আবেদন করতে পারেন। কিছু ক্ষেত্রে, ডিপ্লোমা ডিগ্রির ফলাফলের ভিত্তিতে সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ পাওয়া যেতে পারে।
ইংরেজি ভাষার দক্ষতা:
ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য IELTS বা TOEFL স্কোর প্রয়োজন হতে পারে।
কিছু বিশ্ববিদ্যালয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ইংরেজি মাধ্যমে শিক্ষা গ্রহণের সনদ গ্রহণ করে।
অ্যাপ্লিকেশন প্রক্রিয়া:
অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হয়।
প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন পাসপোর্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সিভি, স্টেটমেন্ট অব পারপাস, রেফারেন্স লেটার ইত্যাদি জমা দিতে হয়।
অতিরিক্ত তথ্য:
শিক্ষাবৃত্তি:
সিঙ্গাপুরে বিভিন্ন শিক্ষাবৃত্তি পাওয়া যায়, যা টিউশন ফি ও জীবনযাত্রার খরচ কমাতে সহায়তা করে।
উচ্চ একাডেমিক ফলাফল ও অন্যান্য যোগ্যতার ভিত্তিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
কাজের সুযোগ:
শিক্ষার্থীরা সপ্তাহে নির্দিষ্ট সময় পর্যন্ত খণ্ডকালীন কাজ করতে পারেন। ছুটির সময় পূর্ণকালীন কাজের সুযোগও রয়েছে।
@mou.samiul ধন্যবাদ ভাইয়া❤️
NUS is really very tough to get into(especially for bachelor candidate) let alone scholarship 😅.
Yes, It's very hard to get.
diploma holder দের সুযোগ আছে কি
ব্যাচেলর করতে চাইলে সম্ভব। তবে অনেক কিছুতে আপনাকে ওদের সাথে কম্পিটিশন করতে হবে।
Bsc in civil Engineering
Cgpa: 3.50
Ielts-7.5
Full funded maaters pawae possibility ase bhaia?
আপনার Civil Engineering এ CGPA 3.50 এবং IELTS 7.5 বেশ ভালো, তবে স্কলারশিপ পাওয়ার জন্য কিছু অন্যান্য factors ও দেখতে হবে:
Scholarship Opportunities:
NUS offers various scholarships: এ ধরনের স্কলারশিপগুলো আপনার academic merit, research potential, এবং leadership qualities এর উপর ভিত্তি করে দেয়া হয়।
Research Experience: যদি আপনার research বা internships এ ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়বে। NUS research-based master's programs এ এমন অভিজ্ঞতা মূল্যায়ন করে।
Statement of Purpose (SOP): একটি শক্তিশালী SOP দরকার যেখানে আপনি আপনার academic achievements, future goals, এবং কেন NUS এ পড়তে চান তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করবেন।
Recommendation Letters: ভাল recommendation letters professors বা supervisors থেকে সংগ্রহ করা দরকার, যারা আপনার কাজ এবং achievements সম্পর্কে ভালোভাবে জানেন।
Good luck!
Vai,eto hard versity te na hye,aktu easy versityr details dile vlo hoto
aste aste dibo..onek gulo deya ache..dekhte paren..
assalamualaikum. Porichito kono agency ache for nus,ntu singapore?
@@abdullahjawad8071 সেরকম কাউকে আমি চিনিনা। তবে আপনি একটু খোঁজ নিলে পেয়ে যেতে পারেন। যেমন: IDP Bangladesh এ আপনি গিয়ে দেখতে পারেন যে তাদের কোন সুবিধা আছে কিনা সিংগাপুর নিয়ে।
ধন্যবাদ।
Bhia.. Singapore er other university gulor scholarship niye ekta video dile bhalo hoy, amar grades khub beshi ekta bhalo na..2.7..so in that note what opportunities i have there.. please let me know. Please help ‼️‼️‼️‼️
সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে যেখানে আন্তর্জাতিক ছাত্রদের জন্য বিভিন্ন স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ থাকে। আপনি Singapore Management University (SMU) এর প্রোগ্রামগুলো দেখতে পারেন। এখানে বেশ কিছু গবেষণা-ভিত্তিক স্কলারশিপ রয়েছে, যেখানে ২.৭ GPA থাকা সত্ত্বেও আবেদন করা যায়।
এ ছাড়াও, Singapore Institute of Technology (SIT) এবং Singapore University of Social Sciences (SUSS) এর মতো বিকল্প বিশ্ববিদ্যালয়ও রয়েছে, যেগুলো প্রাকটিক্যাল স্কিল-বেসড স্টাডি প্রোগ্রামে ফোকাস করে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের ফাইনান্সিয়াল এইড, গ্র্যান্ট এবং স্কলারশিপ পাওয়া যায়, যেখানে কম GPA থাকলেও শক্তিশালী প্রোফাইল ও দক্ষতা প্রদর্শন করে আবেদন করতে পারেন।
Vaiya apnar sathAy aktu kotha bola Jabe
Sure. Please leave your comment here or send me email if you have any queries.
samiul.geb@gmail.com
scholarship e apply korte IELTS er certificate lage??
@@HafijaAkter00 অবশ্যই। NUS এ আবেদন করতে আপনাকে অবশ্যই ভালো স্কোর দিতে হবে। ৭.৫ থেকে যত বেশি ততই ভালো।
@ ফেব্রুয়ারিতে তে IELTS দিব। তাহলে কি ২০২৫ এ আন্ডারগ্রাজুয়েট apply করতে পারবো?? আর যদি credit transfer করি তাহলে কি scholarship apply করা যাবে??
@ যদি ডেডলাইন থাকে ফেব্রুয়ারিতে তাহলে আবেদন করতে পারেন। আর ক্রেডিট ট্রান্সফার করে ভর্তি হওয়ার জন্য আপনাকে নাস এর সমস্ত রিকোয়েরমেন্ট ফিল আপ করতে হবে। তার জন্য আপনি সরাসরি নাস এর ইন্টারন্যাশনাল অফিসে ইমেল করতে পারেন। ওরা ডিটেইলস বলে দিবে।
@@mou.samiul এতে scholarship পাওয়ার chance আছে?
@ ইনশাআল্লাহ ওদের রিকোয়েরমেন্ট ফিল আপ করতে পারলে সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ
Mba kora jabe.?
@@Rezwan_bhuiyan_siam Ha, NUS Business School world-renowned, ebong tar MBA program globally top-ranked list e thake. Ei program er duration usually 17 months full-time, kintu part-time optiono ache.
ভাইয়া আপনার সাথে যোগাযোগ করা যাবে?
samiul.geb@gmail.com
Study gap allow kore?
yes