মরা গাছকে বাঁচিয়ে তুলুন এক নিমেষে মাএ এক পরিচর্যায় |মরা গাছ বেঁচে উঠবে

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • বাসার মৃতপ্রায় গাছগুলিকে পুনরায় বাঁচিয়ে তুলতে গাছে আবার সবুজের পাতায় ভরিয়ে তুলতে অবশ্যই ভিডিওটিতে দেখানো পদ্ধতি অনুযায়ী গাছের পরিচর্যা করতে হবে৷ ভিডিওটিতে মরা গাছকে কিভাবে পুনরায় বাঁচিয়ে তোলা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচিত হয়েছে৷
    মৃত কাজকে বাঁচিয়ে তোলা এত সহজ,না দেখলে বিশ্বাস করতে পারবেন নাা৷
    Other grafting methods of the channel:-
    It is possible to catch a variety of lemons in a lemon tree.
    • একটি লেবুগাছে বিভিন্ন ...
    New grafting of this approach is possible to almost all.
    • নতুন পদ্ধতির এই কলমটি ...
    The easiest way to make new seedlings at home.
    • এই পদ্ধতিতে প্রায় সমস...
    This grafting will catch lemon in the sapling tree.
    • সবচেয়ে সহজ ও সফল কলম প...
    Grafting this will take a hibiscus flower of different colors to one tree.
    • এই কলমটি করলে এক গাছে ...
    Do this quickly to catch the mango in the house's little mango tree.
    • বাড়ির ছোট্ট আমগাছে তা...
    Eye-grafting method of mango tree.
    • নতুন পদ্ধতির এই কলমটি ...
    Make cinnamon seedlings.
    • টবে দারুচিনি গাছের চার...
    Make guava seedlings from cutting.
    • পেয়ারা গাছের চারা তৈর...
    Grafting method of cutting lemon trees.
    • তাড়াতাড়ি ফল ধরাতে চা...
    Mango tree seedlings.
    • বীজ থেকে চারা তৈরি করে...
    Only from the stems make the hibiscus tree seedlings.
    • শুধুমাত্র কাটিং করে গা...
    Make lemon saplings from lentils only.
    • শুধুমাত্র ডাল থেকে গাছ...
    We hope you enjoy the extension.
    ....... ....... ....... ...... ...... ......
    ভিডিওটি কোনভাবে ব্যবসায়িক ক্ষতি সাধনের জন্য নয় শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই এটি তৈরি করা।
    আশা করি আপনারা কিছু জানতে পারবেন।
    ----- ----- ----- ----- ----- ----- -----
    Watch live channel playlists to easily find videos.
    --------- ------- --------- --------- -------
    We hope you enjoy watching the video again and again and don't forget to like the video and give us your valuable feedback.
    / @naturefarmbangla
    Thank you so much for joining the channel as always.
    -----------_-------------------_---------------
    See you with a new video.
    (Stay well)
    ------ ------ ------ ------ ------ ------
    #Naturefarm
    #Nature_farm

Комментарии • 473

  • @simaskitchen8028
    @simaskitchen8028 Год назад +2

    আপনি কাজের থেকে কথা বেসি বলেন

  • @MDAbdulGafur-g9o
    @MDAbdulGafur-g9o 5 месяцев назад +2

    এক কথা কতবার বলতে হয়? মানুষ তাতে বিরক্ত হয়।

  • @hali8119
    @hali8119 2 года назад +13

    ভাই ফাংগেসাইড পানিতে মিশাতে বলতেছেন কিন্তু এটা কি জিনিষ তাতো বুঝতপ পারলাম না। অবশ্যই বুঝায়ে বলবেন। আমার মত অনেকেই বুঝতে পারে নাই।

    • @talharahman1897
      @talharahman1897 2 года назад

      ফাংগিসাইড (Fungicide) হলো fungus অর্থাৎ এক ধরনের জীবাণু নাশক!

    • @ridhyanimitra7063
      @ridhyanimitra7063 2 года назад +1

      Eta holo fungus rodhok... Poka makor fungus er akromon hoyna eta dile... 30 40 takay pawa jay...

    • @ghosthunt12am
      @ghosthunt12am 6 месяцев назад

      ছত্রাক নাশক

  • @SujonmirzavlogBd
    @SujonmirzavlogBd Год назад +1

    হাইড্রোজেন ফারকসাইড কতটুকু পানিতে কত টুকু দিবো

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад

      হাফ লিটার জলের সঙ্গে 30 থেকে 40 ml

  • @soumitraseth6921
    @soumitraseth6921 Месяц назад +2

    বড় বেশি ভুয়া বকবক করছেন 🙏

  • @nirupamabanerjee7902
    @nirupamabanerjee7902 7 месяцев назад +2

    এক কথা বার বার বলে

  • @snsrkr
    @snsrkr 3 года назад +11

    দাদা, হাই,,,,,,, পার,,,,,,,, অক্সাইড, মেডিসিন দোকানে পাওয়া যায়। গাছের
    জন্য যেটা তাতে পাশে লেখা এগ্রিকালচার।
    মেডিসিন দোকানের টা তে এগ্রিকালচার লেখা নয়, দুটো ই কি এক কাজ হবে।

  • @angelinajolly9690
    @angelinajolly9690 Год назад +1

    ভাইয়া লেমনগ্রাস কিনেছি মরা মরা ভাব হয়ে গেছে,,, একটু বলেন কি করবো

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад

      লেমনগ্রাস গাছের বেশি সেচের প্রয়োজন হয় না, তাই কম জল দেবেন৷এর চাষের জন্য গরম ও আর্দ্র আবহাওয়া প্রয়োজন।এটি প্রায় সব ধরনের মাটিতে সফলভাবে চাষ করা যায়।তবে উর্বর দোআঁশ মাটি উদ্ভিদের বৃদ্ধির জন্য সব থেকে ভালো।

  • @arshinmehroj8076
    @arshinmehroj8076 Год назад +1

    আমি ২/৩ সপ্তাহ আগে দুইটা আমগাছ কিনেছি কিনতু গাছগুলো মারা যাচ্ছে। উপরের গ্রাফটিং এর অংশ শুকিয়ে যাচ্ছে। এমতাবস্থায় আমি কি করতে পারি জানালে অনেক উপকৃত হব

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад +1

      গাছের বয়স কম, হলে এমনটা হয়,,,
      কলমের জোড়া অংশে নাড়া লাগার কারণে উপরের যুক্ত ডালটি শুকিয়ে যাচ্ছে, বেশিরভাগ সময় গাছ স্থান পরিবর্তন করার সময় এটা হয়ে থাকে৷

  • @faridayeasmin8509
    @faridayeasmin8509 Год назад +1

    BORO FOLONTA JAMBURA HACH MORTE SURU KORESE. SOMADHAN KI?

  • @imrankabir2326
    @imrankabir2326 Год назад +1

    আমার অনেক গুলা গাছ এভাবে মরে যাচ্ছে। আপনার ভিডিও দেখে কিছু টা আশা পেলাম।আমার একটি প্রশ্ন ছিলো, গাছ টা আগে যে টবে ছিলো, সে টবে আবার দেওয়া যাবে না?

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад

      দিতে পারেন কোন সমস্যা নেই,

  • @moumitachatterjee4364
    @moumitachatterjee4364 Год назад +1

    R jodi gora ta ek 2 benga jai ki korbo bolun na

  • @barinkumarghosh2302
    @barinkumarghosh2302 2 года назад +5

    জল ও হাইড্রোজেন peroxide এর পরিমান জানালে খুবই ভালো হয় । আমার দুটো কেনা গাছ কয়েকদিনের মধ্যে শুকিয়ে গেছে ।

  • @rehenaferdous8648
    @rehenaferdous8648 3 года назад +25

    মরা মরিচ এবং ক্যাপসিকাম গাছের বেলায় কি একই নিয়ম নাকি অন্য কিছু করতে হবে। এ ঔষধগুলো কি সচারাচর বাজারে পাওয়া যায়?

    • @sujoybiswas962
      @sujoybiswas962 3 года назад

      লাখি বাম্বু পচে যাচ্ছে। জল ও মাঠি ধুয়ে দিচ্ছি ও মাঝেমাঝে রৌদ্রে দিচ্ছি তাও মরে যাচ্ছে।

    • @ashishsenpurkayastha5945
      @ashishsenpurkayastha5945 3 года назад

      .grafting. Kora Tree K Baganer Soil a place Kora jabe ki.

  • @mdobaydulislam2360
    @mdobaydulislam2360 Год назад +1

    আসসালামুয়ালাইকুম আমার একটা গাছ এরকম হচ্ছে বড় টবের মধ্যে তবে থাকা অবস্থায়ই কি পাংকাস ওষুধ দেওয়া যাবে

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад

      আসলে কি হয়,, গাছ যতদিন নতুন নতুন শিকড় তৈরি হতে থাকে- ততদিনই গাছ ভালো থাকে৷আর যখন গাছ নতুন শিকড় তৈরি করা বন্ধ করে দেয় তখন গাছের এই অবস্থা ই হয় ৷ তবে উপর থেকে fungicide ব্যবহার করে খুব একটা লাভ হয় না ৷
      অনেক সময় এরকম অবস্থা হলে গাছের গোড়ার উপরের মাটি সামান্য ঘুরে জৈব সার প্রয়োগ করে নিয়মিত জল দিলে এবং গাছ একটু ছায়াযুক্ত জায়গায় রাখলে গাছ পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসে৷ এখন সূর্যের তাপ অনেক বেশি তাই গাছের ওপরে শেডের ব্যবস্থা করতে হবে

  • @JSANewsChannel
    @JSANewsChannel Год назад +2

    ভাই মরা ঘাস সতেজ করার জন্য কি করা যায়

  • @sisir.monir1
    @sisir.monir1 3 года назад +2

    আমি ৩% হাইড্রোজেন পার অক্সাইড পাইনাই,তবে ৬% হাইড্রোজেন পার অক্সাইড টা পেয়েছি, এটা কি গাছে ব্যবহার করতে পারবো? আর তাহলে এটা কত লিটার পানিতে কতটুকু পরিমান মিশাবো?

    • @01819449067
      @01819449067 3 года назад

      ৩ % এ যা ৬ % এ তার অর্ধেক।

  • @eagle8317685
    @eagle8317685 Год назад +1

    Gach er kopal e ki akta tob o joteni!!

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад

      আমাদের এখানে বেশিরভাগ গাছই *গ্রোব্যাগে* থাকে। তবে যাই হোক, আপনি *খুবভালো* থাকবেন, আমাদের মনে রাখবেন, অনেক ভালো থাকুন ,ধন্যবাদ আপনাকে৷

  • @sandipmukhopadhyay4967
    @sandipmukhopadhyay4967 Год назад +4

    আমি 1 সপ্তাহ আগে দুটো চন্দন গাছ মাটিতে লাগিয়েছি। কিন্তু একটা মনে হচ্ছে কম জরি বোধ হয় বাঁচবে না। এ ক্ষেত্রে কি আপনার দেখানো কাজ টাই করতে হবে? নাকি গোড়াতে rooting hormon r fungicite জলে গুলে ঢেলে দেবো? Please give me a sugession.

  • @Smoky_Love
    @Smoky_Love 2 месяца назад

    আম যদি গাছের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইড পানির সাথে মিশিয়ে ঢেলে দেই তাহলে হবে??

  • @sanltex7243
    @sanltex7243 Год назад +1

    আমার একটা লেবু গাছ আছে সেটাতে 2/3 বছর ধরে লেবু হচ্ছেনা ,সব ফুল ঝরেযায় কিন্তু আগে অনেক লেবু হত ও মানুষ গাছটাকে দেখার জন্য আসতো ,কি কারনে লেবু হচ্ছে না বুঝতে পারতেছি না।

  • @ranajitghosh1521
    @ranajitghosh1521 3 года назад +6

    পাতিলেবু গাছে কান্ডে পোকালেগে আঠা পরছে দিয়ে গাছটির ডাল গুলি মারা যাচ্ছে এর উপায় কী?

  • @SubhasreeB-ws5pv
    @SubhasreeB-ws5pv 6 месяцев назад

    আমার একটা বেল ফুল গাছ Feb মাসে রিপোর্ট করে ছিলাম j গাছের ডাল গুলো ক্রমশ শুকিয়ে গেলো পাতা এলোনা 10 মার্চ প্রায় 40 দিন পর আবার তুলে দেখি রুট ফ্রেশ আছে কিন্তু ডাল টা কেনো শুকিয়ে গেলো?আপনি যে ভাবে বললেন সে ভাবেই রে পট করলাম। ডালে গ্রীন খুব কম অনেক টা কেটেছি তবু রিপোর্ট করলাম।রুট ফ্রেশ ডাল টা শুকিয়ে কেনো গেলো ? যদি কিছু জানতে পারেন উপকৃত হবো।
    Ekta

  • @tushernath6535
    @tushernath6535 Год назад

    ভাই আমার ডালিম গাছে পটাশ সার দেয়ার কারনে পাতা হলুদ হয়ে জরে জাচ্ছে।এবং ডাল সব মরে জাচ্ছে। এই গাছটি বাচানো কোনো সমাধান বলুন ভাই

  • @ontukhanontukhan
    @ontukhanontukhan 7 месяцев назад

    আপনি লিখেছেন মরা গাছ পুনরায়
    জীবিত করবেন।আর ভিডিও তে
    যে গাছ দেখাচ্ছেন এটা তো মৃত গাছ
    না।উলটা পালটা কথা বলে খুব মজা
    পান তাই না।

  • @chowdhuryimam8811
    @chowdhuryimam8811 Год назад

    Amr lebu gach ta matite lagano….hotat kore gach er sob pata akdm jore jacce…fol o..mne hcce gach ti Mara jacce…ki korte pari bolben plz..onk sokh er gach..onk besi gorom r rod porate pani besi dicilam..😭

  • @_.blue_hour._
    @_.blue_hour._ 4 месяца назад

    ami onekbar morich gach anechi but prottekbari same problem, hotat kore kono karon charai gacher shob pata akshathe kukre jay abong dhire dhire gachti more jay. prottekbari amon hoy, eibaro hoyeche. eibar to ami Hydrogen Peroxide o diyechi but kono unnoti hoy ni. gacher dal shobuj ache kintu pani she bhitore nicche na. (ullekhito: amar gacher mati khub akta gorom hoy na kokhono plus ami niyomito kitnashok spray kori)
    amar koroniyo ki PLEASE janaben onek upokrito hobo janale

  • @Charuchitro
    @Charuchitro 2 года назад

    .. আমাদের বাড়ির উঠানে একটি বড় কাঠাল গাছ আছে।সেটি শুকিয়ে ছাল উঠে গেছে। ছাল তুলা পর দেখি গাছের ভিতরের অংশ ভিজা ভিজা। এখন কি করবো।

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  2 года назад

      কিন্তু এই অবস্থায় সাধারণত গাছ মারা যায়.

  • @krishnabasu5986
    @krishnabasu5986 Год назад +1

    Dada apnar maton treatment koreo gach ti bachano galo na ki karan bujlamna

  • @shinie6100
    @shinie6100 5 месяцев назад +1

    morich gach ki evabe bachano jabe?

  • @ahanroy5133
    @ahanroy5133 3 года назад +2

    এই ভিডিও টা যদি আমি ১ মাস আগে দেকতাম তাহলে আমার ডালিম গাছটা বাচাতে পারতাম

  • @dulalmiakhan5494
    @dulalmiakhan5494 3 года назад +2

    FiN. BANGLADEH

  • @chandrasekhargoswami946
    @chandrasekhargoswami946 3 года назад +52

    যদি পরিচর্যা করার সময় না থাকে তাহলে গাছ লাগানো উচিৎ নয়।যে গাছটি দেখালেন ,সেটি অনাহারে মৃতপ্রায়।আমার মনে হয় এটা পাপ।

    • @085153025
      @085153025 3 года назад +1

      🍅🍓🍒🍎🍏🍐

    • @faizunnessabegum8976
      @faizunnessabegum8976 3 года назад

    • @sudeshnarana1055
      @sudeshnarana1055 3 года назад +6

      Apni oi pap punno bichar krte bosun jomraj

    • @chandrasekhargoswami946
      @chandrasekhargoswami946 3 года назад +4

      @@sudeshnarana1055 পাপ পুণ্যের বিচার করেন পন্ডিত চিত্রগুপ্ত।একজন পন্ডিত হিসেবে বলেছি ভদ্রলোক গাছে জল না দিয়ে পাপ করেছেন ।আপনি যখন রাজার পদে বসালেন, তখনই আমার বিচারের দায় বর্তায়।সাত দিন ওই ভদ্রলোকের জল পান বন্ধের শাস্তি ঘোষণা করছি।তাহলেই বুঝতে পারবেন জল না দিলে গাছের কি কষ্ট।গাছেরও প্রাণ আছে দ্বিতীয় শ্রেণীর এই পাঠ আপনারা নেন নি।

    • @sudeshnarana1055
      @sudeshnarana1055 3 года назад

      @@chandrasekhargoswami946 ha pran to a6e.. thle kha66en kno??thle sag khaben na ..

  • @user-fy6ok8ip8x
    @user-fy6ok8ip8x 6 месяцев назад

    মরা পেয়ারা গাছ লাগানো অবস্থান মারা গেছে, এগুলো কি বাচানো সম্ভব

  • @ih5930
    @ih5930 3 месяца назад

    I have acherry tree last years doesn't have leaf. It's on the ground.but it seems still it is not dead.please I've ma suggestion what to do?

  • @salmareeta3687
    @salmareeta3687 5 месяцев назад

    গাছ না তুলে হাইড্রোজেন পার অক্সাইড গুলে দিলে ত একই কাজ হবে।

  • @mdmostafamdmostafa8167
    @mdmostafamdmostafa8167 2 года назад +13

    Wow! খুবই ভালো লেগেছে। অনেক উপকৃত হলাম। ধন্যবাদ।

  • @maitreyeesen9811
    @maitreyeesen9811 4 месяца назад

    আমার অপরাজিতা গাছ একদম ঝিমিয়ে পড়েছে, কি করে বাঁচাব ?

  • @MyApon
    @MyApon 2 года назад +1

    এই সময় জল দেবার পদ্ধতি কী ? প্রতিদিন কী জল দেবো ? জলের সাথে কী ফাঙ্গিসাইড দেবো তখন ? আপনাকে অনেক ধন্যবাদ ।

  • @debolinaghosalghosal7567
    @debolinaghosalghosal7567 5 месяцев назад

    Ami notun gach enechi sunday te kintu more jachhe bolechilo rod r gach

  • @srabaniroy8197
    @srabaniroy8197 Год назад

    Amar jamrul gachhe die back hoyechhe sab pata jhore gechhe

  • @sahinhossain011
    @sahinhossain011 2 года назад

    দাদা একটু help করুন plsese 🙏🏼🥺
    আমার আম গাছের গোড়া পঁচে যাচ্ছে কি করা যায় বলুন তো দাদা....🥺🥺

  • @foridali3513
    @foridali3513 3 месяца назад

    আমার পাচটি লিচু গাছ মাটিতেলাগানোরপরমারাগিয়াছেকিকরব

  • @naturefeelings8381
    @naturefeelings8381 Год назад +1

    দাদা এই পদ্ধতি চাপাতা গাছে কাজ করবে কি ?

  • @rtyr8695
    @rtyr8695 2 года назад

    দাদা বাড়ীতে গাছ ওয়লার থেকে একটা দেশীজবাগাছ রেখেছি ,শেকরদেখই রেখেছিলাম দিন দশ হোয়েগেল কিন্তু গাছটি অবস্হা মৃতপ্রায়,গাছটিকে সেমিসেডে রেখেছি ,গাছটিকিহাইড্রজেন পারঅক্সাইডে বাচতে পারে?মরতে চোলেছে দয়াকোরে জানিয়ে উপকার কোরবেন

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  2 года назад

      গাছটির প্যাকেটের মাটি নাড়াচাড়া করবেন না৷ যেমন আছে ঠিক এই অবস্থাতেই, বালির বেডে (বিছানায়) প্যাকেটের অর্ধেক পরিমাণ পুতেদিন,, সম্পূর্ণ প্যাকেট পুতে দেবেন না৷ আর গাছের গোড়ায় জল বলতে, বালির বেড ভিজিয়ে দেবেন,, কোন খাবার দেবেন না৷ গাছটিকে ছায়ায় রাখুন৷ অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায়,, শুভকামনা রইল, আপনি সফল হন৷

  • @ritaroy3234
    @ritaroy3234 11 месяцев назад

    হাইড্রোজেন পার অক্সাইড কোথায় পাওয়া যায়।

  • @shahanajsheikh159
    @shahanajsheikh159 6 месяцев назад

    ছায়াই যতদিন থাকবে ততদিন কি কি পরিচর্যা করতে হবে পানি কতবার দিতে হবে

  • @sailengarai6225
    @sailengarai6225 2 года назад

    Par oxidat কোথায় পাব আপনি পাঠিয়ে দিন টাকা দিয়েদেব

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  2 года назад

      ঔষধের দোকানে পাবেন

  • @missshirin
    @missshirin Год назад

    আমার আঙুর গাছটা পানির অভাবে আধমরা হয়ে আছে,,, গাছটা অনেক বড়,,, আমি কিভাবে আমার গাছটাকে আবারও সবুজ সুন্দর করতে পারি প্লিজ একটু জানান।

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад

      পানির অভাবে আধ মরা হয়ে আছে,, এরপর থেকে পানি নিয়মিত দিতে না পারলেও মাটির আদ্রতা বজায় রাখার চেষ্টা করবেন, আর গাছের গোড়া হতে দের ফুট দূর দিয়ে রিং আকৃতি করে মাটি তুলে তার মধ্যে জৈব সার দিয়ে পুনরায় মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন৷ আরো ভালো কাজের জন্য ডিএপি ব্যবহার করতে পারেন ৷ তবে গাছে জল দেবার সময় কোনো কেমিক্যাল যুক্ত কেনা জল ব্যবহার করবেন না৷ সরাসরি চাপ কলের জল ব্যবহার করবেন||

  • @ritamazumdar5920
    @ritamazumdar5920 10 месяцев назад

    আপনিতো দেখালেন আমরাও দেখালাম আনন্দিত হলাম কিছু প্রশ্ন করেছিলাম আপনাকে।এইভাবেই কি এজিলিয়ার টিটমেন্ট করা যাবে আপনি কোনও উওর দিলেন না যদি উওর না পাই তাহলে কি করে বিশ্বাস করব আপ্নার দেখানো ভিডিও সঠিক আপনি যদি উওর না দেন তাহলে সবাই আপনাকে এই কথাই বলবে

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  10 месяцев назад

      অবশ্যই করা যাবে ৷৷ আর ভিডিওগুলোর সত্যতা কতটা তা, নার্সারির মালি অথবা গাছ বিক্রেতাদের কাছে জিজ্ঞেস করলেই তো পাবেন৷ আমরা এখানে একটা বিষয় দেখালাম আর আপনারা সেটা নিজের বাসায় চেষ্টা করে ব্যর্থ হলেন, তার মানে এই নয় যে আমরা যেটা দেখেছি সেইটা ভুল,,, যারা বেশ কয়েক বছর ধরে বাগান করছেন অথবা কোন নার্সারি মালিকের সঙ্গে কথা বলবে অবশ্যই আপনারা জানবেন যে পদ্ধতিতে কোন ভুল নেই,, আর আপনাদের মিথ্যে বলে আমার কি কোন লাভ আছে,, সত্যি দেখালেও ভিউজ বাড়বে মিথ্যে দেখালেও ভিউ বাড়বে৷ কাজেই সত্য-মিথ্যা ঝেড়ে ফেলুন ,,যেভাবে দেখানো হয়েছে সেভাবে করুন শুভকামনা৷

  • @laltudey8869
    @laltudey8869 5 месяцев назад

    Dad vaota dilen to..je gach katechen r je gach ta pata barieache du to Aalada

  • @aratichatterjee8524
    @aratichatterjee8524 2 года назад

    আমার গাছ মাটিতে আছে ।বড়ো।জবা গাছ হালকা গোলাপি গাছ।আমি কি করে শেকর বের করবো?একদম সুকায় নি ।তবে গাছের গোরা খুরে দেখলাম গোরা নষ্ট হয়েছে কেমন জেন খোসা উঠে যাচ্ছে।

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  2 года назад

      শিকরে পচন লেগেছে ,তবে মনে হয় আর বাঁচাতে পারবেন না এক্ষেত্রে ডাল কেটে আবার পুনরায় চারা তৈরি করুন৷

  • @chottopakhi2676
    @chottopakhi2676 11 месяцев назад

    আসসালামুয়ালাইকুম গাছ লাগাইছি মেহগনি আগার দিকটা মারা যাচ্ছে নিচের অংশ ভালো আছে কিভাবে নতুন করে উপরে পাতা জন্ম নিবে

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  11 месяцев назад

      গাছটায় গোবর ছিটিয়ে দেবেন

  • @mdmurshed2259
    @mdmurshed2259 2 года назад

    ভাই আমার শসা গাছে ফুল আসছে এখন মরে যাচ্ছে কেন কিছু বঝতে পরতেছিনা এখন কি করব জানাবেন প্লিজ

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  2 года назад

      দেখুন না দেখে ঠিক বোঝা যাবে না আপনি আপনার নিকটবর্তী কৃষি আধিকারিক অথবা কীটনাশক ঔষধ বিক্রেতাদের নমুন দেখান,,

  • @ritad3554
    @ritad3554 3 месяца назад

    How much water I will mixed with Hydrogen peroxide

  • @ArpitaSadhukhan-cq1mu
    @ArpitaSadhukhan-cq1mu 7 месяцев назад

    Hydrogen peroxide online e kenar link share korben plss

  • @BickramRdx
    @BickramRdx 11 месяцев назад

    নমস্কার দাদা আমার লেবু গাছের টব পাল্টানোর পর দেখছি গাছটি মরে যাচ্ছে কি করণীয় একটু বলবেন ।

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  11 месяцев назад

      গাছের গোড়ার মাটি বেশি পরিমাণে ভেজা থাকলে এমনটা হয় গাছে অল্প পানি দেবেন এবং গাছটি কয়েক দিন ছায়া জায়গায় রাখার পরে খোলা রোদে রেখে দেবেন,, তাহলেই দেখবেন আপনার গাছটি আবার আগের মতন সতেজ হয়ে উঠবে

  • @sibanikoley1234
    @sibanikoley1234 2 года назад +1

    I can't follow or understand ur speech or lecture. So pl explain again one day ok

  • @sattar-mt4xm
    @sattar-mt4xm Месяц назад

    আম গাছের শব ঢাল ভেংগে গেছে,এখন নতুন ঢাল কিভাবে বের হবে?

  • @priyankabiswas7418
    @priyankabiswas7418 Год назад

    Achha jol er sathe hydrogen peroxide mixed kore tober matite dewa jay ??

  • @adhirdas2989
    @adhirdas2989 Год назад

    Mara gachh beche uthe,,, fajlamo??

  • @shonkujazz
    @shonkujazz 3 года назад +1

    অনেক কিছু জানলাম। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে -- আমার একটি গন্ধরাজ ফুলের গাছ আছে। তার কুঁড়ি ধরছে, বড়ো হচ্ছে, কিন্তু ফুল ফোটার আগেই কালো হয়ে ঝরে পড়ছে। কি করণীয় যদি বলেন, উপকৃত হবো ।

    • @shyamalendumaity5603
      @shyamalendumaity5603 2 года назад +1

      Humic acid din gacher goray.. And patay amistar 2ml per litre spray korun

  • @jasminasekh2901
    @jasminasekh2901 2 года назад +1

    আপনারা।যেটা।দিয়ে।ডাল।কাটো।সেটা।নাম।কী

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  2 года назад

      অনলাইন অ্যামাজন থেকে সংগ্রহ করুন পুর্নিং কাটার নামে পাওয়া যায়

  • @sibanikoley1234
    @sibanikoley1234 2 года назад +1

    What is fungaside what's the chamistry I request u to explain once again or at any day ok bye

  • @Gonu-1994
    @Gonu-1994 12 дней назад

    Fungicide na thakle holud jole vijiye rakhle hobe😢

  • @holyworldofswapna1586
    @holyworldofswapna1586 2 года назад

    হাইড্রোজেন পার অক্সাইড এর বদলে সাফ ব্যবহার করা যাবে দাদা??

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  2 года назад +1

      এদের মধ্যে কোনটিই পরিবর্তে ব্যবহার করা যাবে না, দুটোরই আলাদা কাজ রয়েছে, saaf পচন রোগ ও শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে, আর পার অক্সাইড মৃতপ্রায় গাছ কে পুনরায় জীবন দান করতে সাহায্য করে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন রয়েছে,

    • @holyworldofswapna1586
      @holyworldofswapna1586 2 года назад

      @@NATUREfarmbangla ধন্যবাদ দাদা

  • @mahamudulhaqehaqe8220
    @mahamudulhaqehaqe8220 Год назад

    আমি গাছে রাসায়নিক সার দেওয়ার পরে গাছ নেতিয়ে পড়েছে এর জন্য কি করা যায় বলবেন প্লিজ

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад

      রাসায়নিক সার সবসময় গাছের গোড়া হতে একটু দুর দিয়ে দিতে হয়

  • @mdarafhat4602
    @mdarafhat4602 3 года назад +2

    আম গাছে কি এরকম করলে হবে। আমার গাছ ড্রামে আছে

  • @saptarshisikdar562
    @saptarshisikdar562 4 месяца назад

    Keu korechen ki gach ki tik hoyeche amake janaben

  • @aklimaaktar1362
    @aklimaaktar1362 3 месяца назад

    এটা মোটেও মরা গাছ ছিল না ডালগুলো মোটামুটি সবুজ ছিলো।

  • @kakalidutta8572
    @kakalidutta8572 2 года назад

    দাদা, আমার একটা ইনডোর গাছ কবে বসানোর পর পাতা গুলো শুকিয়ে যাচ্ছে।
    আমি সাফ পাউডার স্পে করলাম।
    আপনি একটু বলে দিন যে টবের মাটিতে ও কি সাফ গুলে দিয়ে দেবো???

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  2 года назад +1

      নতুন মাটিতে গাছ রোপন করলে, গাছ একটু ঝিমিয়ে যায়, এ নিয়ে চিন্তা করার কিছু নেই এই সময়ে গাছের গোড়ায় খুব বেশি জল দেবেন না৷ গোড়ার মাটি সহকারে রপন করলে এই সমস্যা থাকে না

    • @kakalidutta8572
      @kakalidutta8572 2 года назад

      @@NATUREfarmbangla আমি তো গোড়ার মাটি সমেত ই টবে বসিয়েছি।
      কয়েকটি পাতা শুকিয়ে যাচ্ছে, পুরোটা নয়।

  • @mallikamukherjee850
    @mallikamukherjee850 2 месяца назад

    Amar Tulshi Baher Pata Nua Gache Ki Korbo

  • @tanmoydey3878
    @tanmoydey3878 2 года назад

    এটা কি গোলাপ গাছের জন্য সম্ভব?

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  2 года назад

      অবশ্যই সম্ভব ৷তবে তার জন্য শিকার কাটা যাবে না,খুব বেশি মাটি সরানো যাবে না ৷অর নতুন মাটিতে রোপণের পর জৈব সার প্রয়োগ করতে হবে,, ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে৷

  • @porii2665
    @porii2665 Год назад

    Gadha ful gach e kivabe saf dibo

  • @snsrkr
    @snsrkr 3 года назад +4

    আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর ভাবে বোঝান।

  • @sudhirbiswas2251
    @sudhirbiswas2251 3 месяца назад

    এই রকম গাছ টবের পরিবর্তে মাটিতে থাকলে কি করব ?

  • @MrinalkantiBiswas-dl2uz
    @MrinalkantiBiswas-dl2uz 7 месяцев назад

    প্রথমে ,জ্ঞান তারপরে কর্ম থাকা প্রয় জন

  • @parthachatterjee1495
    @parthachatterjee1495 2 года назад

    দারুন লাগলো।কিন্তু পরিমান তা কত জানাবেন।যেমন জৈব সার এ কি কি থাকে।হাইড্রোজেন পারোক্সাইড কত তা জলে মেসাব।জানাবেন।

  • @HOSAIN402
    @HOSAIN402 Год назад

    ডাল না থাকলে গাছ বাচাবো কিভাবে গাছ মাটিতে লাগানো ছাগলে ডাল ভেংগে গেছে

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад

      ছাগলে খেয়ে গেছে তাতে কি হয়েছে? একেবারে কি কান্ডব মুড়ি মুড়ি করে দিয়েছে,, একটু কান্ডও যদি শেষ থাকে তবে,, গাছ আপনিই বেঁচে উঠবে, টবের থেকে তুলে এই পদ্ধতি করার প্রয়োজন পড়ে না

  • @goutamkumardutta2970
    @goutamkumardutta2970 3 года назад +6

    Good. God bless you and all.

  • @sailengarai6225
    @sailengarai6225 2 года назад

    H2O2 কোথায় পাব পাঠিয়ে দিন টাকা দিয়েদেব

  • @mdredwan8096
    @mdredwan8096 Год назад

    ফাঙ্গাসের জন্য হলুদ দিলেও হবে

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад

      অবশ্যই হলুদ দিলেও হবে দারুচিনি দিলেও হবে, কিন্তু কেনা ফাংগাস রোধকের মতন কাজ করে না কোনটাই🌱

  • @technicalsourik5631
    @technicalsourik5631 Год назад

    দাদা আমার লঙ্কা গাছ নেতিয়ে পড়ছে 3 দিন আগে লাগিয়েছিলাম

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад

      চারা রোপনের পর এরকম একটু হয়, তবে দেখার বিষয় হলো গাছ রোপনের পর গাছের গোড়ায় বেশি সেচ দেবেন না, দিনের বৈকাল সময় চারা রোপন করলে সব থেকে ভালো হয়, গাছের সামান্য কিছু উন্নতি না দেখা পর্যন্ত গাছের গোড়ায় আলাদা কোনও সার দেবেন না৷ তবে গাছ ঝিমিয়ে পড়ে মূলত গাছের নতুন মাটিতে মানিয়ে নিতে একটু সময় লাগে, শিকড় কাজ করা বন্ধ করে দেয়, আবার নতুন শিকড় তৈরি হতে শুরু করবে গাছের ওপরের অংশ সতেজ হয়ে ওঠে৷ এর জন্য চারার রোপনের প্রথম দুইদিন ছায়া জায়গায় রাখলে গাছের ঝিমানোর রোগ অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়৷

    • @technicalsourik5631
      @technicalsourik5631 Год назад

      @@NATUREfarmbangla অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @krishnendubose9801
    @krishnendubose9801 2 года назад

    Amar joba gach ti sukiye jache .Mati vije ki korte hobe janale bhalo hoy .

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  2 года назад

      টবের মাটি পরিবর্তন করে দিন

    • @krishnendubose9801
      @krishnendubose9801 2 года назад

      @@NATUREfarmbangla শুকনো মাটিতে সাফ ফাংগিসাইট দিয়ে বসিয়েছি৷ শিখর এ পচন ধরেছে দেখলাম। এর পর কি করনীয় যানাবেন

  • @sreemantabanerjee6501
    @sreemantabanerjee6501 Год назад

    Ak saptaho pore ki puro roude bar kore debo na chaoya jaygay rekhe debo gach ta ke ?

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад +1

      কয়েকদিন ছায়ায় রাখার পর গাছটিকে সূর্যের আলোতে রাখতেই পারেন

  • @mohitoshkrmandal
    @mohitoshkrmandal 3 года назад +1

    আম গাছ এই ভাবে কৰলে কি জীবিত হবে ? দয়া কৰে জানাবেন ।

  • @janakkrishi1541
    @janakkrishi1541 3 года назад +1

    আপনার কথার ভিতর প্রচুর রিপিট থাকে শুধু তাই না অদরকারী কথাও বলেন। এগুলো মুক্ত হতে পারলে আপনার ভিডিও আরো আকর্ষনীয় হত।

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  3 года назад +1

      অবশ্যই আমরা চেষ্টা করব পরবর্তী দিনে এইসব বিষয়গুলি মাথায় রাখার৷ ধন্যবাদ সঙ্গে থাকবেন৷

  • @saptarshisikdar562
    @saptarshisikdar562 Год назад

    Dada golap gach gulo sukhiye jache ki korbo

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад

      গাছের গোড়ার মাটিতে কিছু পরিমাণ সার দিয়ে, নিয়মিত জল দিন এবং গাছটিতে ছায়া দেওয়ার ব্যবস্থা করুন৷ প্রয়োজনের রিপর্ট করতে পারেন

  • @admissionjourney1660
    @admissionjourney1660 24 дня назад

    Morich gachh ki evabe bachanor upay achhe?😢

  • @gulshahanarashahana8525
    @gulshahanarashahana8525 2 года назад +5

    অস্মভব ভালো লেগেছে।

  • @BadhonAkhond-vg6kj
    @BadhonAkhond-vg6kj 9 месяцев назад

    আমার লেবু গাছ টি মরে গেছে কিন্তু গোরা তাজা ছিল।মরা ডালপালা কেটে গোরা রেখে ছি কিন্তু আপনাদের এই পরামর্শ দেখে আমিও আমার গাছটি এভাবে যত্ন করেছি। গাছের দুই মাস হয়েছে কিন্তু গাছের কোন উন্নতি হয় নাই। এখনো পর্যন্ত গাছের গোড়া একটু তাজা আছে। করণীয় ভাইয়া বলবেন প্লিজ প্লিজ

  • @AK_Alhena
    @AK_Alhena Год назад

    আমার দুটো কাঁঠাল ও একটি পেলা গাছ মারা যাচ্ছে। ১২ ফ্রুট হবে লম্বা। তবে একসাথে মার যাচ্ছে না, একটা একটা করে মারা যাচ্ছে। প্রথমে পাতা হলুদ হয় তারপর ঝরে যায়। তার পর গাছ মারা যাচ্ছে। অনেকে বলতেছে কেউ কিছু গাছের ঘোড়ায় দিয়ে দিচ্ছে। দুটো পুরো মারা গেছে, আর একটির আস্তে আস্তে পাতা হলুদ হচ্ছে।এখন আমার কি করনিও

  • @asifibrahim2806
    @asifibrahim2806 3 года назад +3

    Onek sundor kore dechalen
    Onek dhonnobad.

  • @pradipbose3538
    @pradipbose3538 3 года назад +3

    Good video thanks for your video 👍🙏

  • @nosratjahan6225
    @nosratjahan6225 2 года назад

    Acha Bai ai fangasi are bodol a ki data jay akto Bolan

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  2 года назад

      আপনি জানতে চেয়েছেন ফাঙ্গাস রোধক এর বদলে কি দেওয়া যায়,, এখানে ফাঙ্গাস রোধকের বদলে ব্যবহার করা যেতে পারে,,, বৃষ্টির পানি

  • @debasishdas1909
    @debasishdas1909 Год назад

    Hydrogen peroxide er percentage koto hobe ?? Laboratory Grade ache 35%. Eta ki direct use kora jabe??? Eta kintu hath e lagle itching hoy r hath sada hoye jai .... To ei 35% ta ki direct use kora jabe ??

  • @irtizarahmanrazeen8957
    @irtizarahmanrazeen8957 2 года назад

    bhai video te ai rokom morar music disen kano

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  2 года назад

      ভিডিওটাই তো মরা গাছকে বাঁচিয়ে তোলা নিয়ে

  • @SarabanTohura-d8z
    @SarabanTohura-d8z 4 месяца назад

    হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে হবে

  • @rowshonara9880
    @rowshonara9880 2 года назад +1

    ঔষধ আর পানির পরিমানটা বলে দিলে উপকার হতো।

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  2 года назад

      1 লিটার পানিতে 40 থেকে 50 এমএল

  • @trinamoitra1150
    @trinamoitra1150 Год назад

    Kono fungicide na thakle ghoroa kono upokorn diye ki daal er kata ongse lagano jay ?

    • @NATUREfarmbangla
      @NATUREfarmbangla  Год назад +1

      এক্ষেত্রে হলুদ কিছুটা কাজ করে

    • @trinamoitra1150
      @trinamoitra1150 Год назад

      @@NATUREfarmbangla thank you