কোন রোগের কোন ডাক্তার | বিশেষজ্ঞ ডাক্তার কারা

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ধরুন হঠাৎ করে আপনি পেট ব্যথায় কাবু হয়ে গেলেন, কিন্তু বুঝতে পারছেন না তখন।
    কোন ডাক্তারের কাছে গেলে সঠিক পরামর্শ পাওয়া যাবে। এমন পরিস্থিতিতে আমরা প্রায়ই পড়ি থাকি। যেহেতু শরীরের বিভিন্ন অঙ্গের রোগের জন্য বিভিন্ন ডিগ্রি নেওয়া ডাক্তার আছেন, সেহেতু এই রকম বিষয়টি নিয়ে অনেকের প্রশ্ন আসা স্বাভাবিক।
    তবে চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে একজন সচেতন মানুষ হিসেবে আপনাকে শুরুতেই ভাবতে হবে যে, আপনি প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তার খুঁজছেন নাকি বিশেষায়িত চিকিৎসার জন্য ডাক্তার খুঁজছেন।
    যদি হঠাৎ করে প্রচণ্ড পেট ব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, জ্বরের সঙ্গে খিঁচুনি, হঠাৎ জ্ঞান হারানো, কোনও অঙ্গ অবশ হয়ে পড়া, প্রচুর বমি বা ডায়রিয়া, আঘাত পাওয়া বা শরীরের হাড় ভাঙা, বমি, বিষক্রিয়া ইত্যাদি হয়, তাহলে প্রাথমিক চিকিৎসা নিতে হবে শুরুতেই।
    এসব পরিস্থিতিতে দ্রুত হাসপাতালের #জরুরি বিভাগের শরণাপন্ন হতে হবে। পরবর্তীতে চেকআপের প্রয়োজন হলে নির্দিষ্ট বিভাগের বিশেষজ্ঞ #ডাক্তার কাছে যাওয়া যেতে পারে।
    এছাড়াও একটা বিষয় জানাতে চাই, দেশের বাইরে কেউ অসুস্থ হলে প্রথমেই সাধারণ ডাক্তারের (জেনারেল ফিজিশিয়ান) এর পরামর্শ নিয়ে থাকেন। তিনি #প্রাথমিক উপসর্গ এবং অবস্থা দেখে সেই রোগের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠান বা রেফার্ড করে থাকেন। যদিও আমাদের দেশে এই রেফারেল পদ্ধতি সেভাবে নেই বললেই চলে।
    বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে কোন ডাক্তারের কাছে যাবেন চিকিৎসা নিতে। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কোন পরিস্থিতিতে কোন ডাক্তার আপনাকে সাহায্য করতে পারবেন।
    মেডিসিন বিশেষজ্ঞ-
    মেডিসিন #বিশেষজ্ঞ হলেন একজন ডাক্তার যিনি যেকোনো রোগের প্রাথমিক অবস্থা নির্ণয় ও চিকিৎসা করে থাকেন। তবে স্থায়ীভাবে নির্দিষ্ট বিভাগের রোগী হলে তিনি বিভাগে রেফার্ড করে থাকেন।
    কোন রোগের কোন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার কোন ডাক্তার দেখাবো জয়েন্ট ব্যথার ডাক্তার মাথা ব্যথার ডাক্তার যৌন বিশেষজ্ঞ ডাক্তার পাইলস এর ডাক্তার পলিপাসের ডাক্তার কোন রোগের কোন বিশেষজ্ঞ ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার bangla health tips মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা ঢাকার সেরা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাজ কি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রংপুর সেরা ১০ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা

Комментарии • 18

  • @DrATSumon
    @DrATSumon Год назад

    খুবই উপকারী একটা টপিকস।
    সবার জানা উচিত।। সঠিক ডাক্তারের কাছে যেতে পারলে রোগ ভাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ।

  • @sebasohayika
    @sebasohayika Год назад

    Very useful

  • @mdsydunnabi366
    @mdsydunnabi366 7 месяцев назад

    আমার মুখে কোনো রুচি নেই,খাবারের কোনো স্বাদ লাগে না।দিন দিন ওজন কমে যাচ্ছে।এ সমস্যার জন্য কি ওষুধ খেতে পারি?
    আমার বয়স ২৯ বয়স।

  • @user-jj7uh1ep4p
    @user-jj7uh1ep4p Год назад

    আমার সায়াটিকা কমর তেকে পায়ে জায় কোন বিষয় ডাকতার দেখাবো

  • @AshrafulAlam-tl5rk
    @AshrafulAlam-tl5rk Год назад

    আমার প্রতি জয়েন্টে ব্যাথা কোন ডাক্তার দেখাতে হবে

  • @MdJunaid-eb3ho
    @MdJunaid-eb3ho 10 месяцев назад

    আমারে,একডাকতাররের,নাবারদেন

    • @DoctorsDiagnosticBD
      @DoctorsDiagnosticBD  10 месяцев назад

      কি ডাক্তারের প্রয়োজন বলুন

    • @MdJunaid-eb3ho
      @MdJunaid-eb3ho 10 месяцев назад

      @@DoctorsDiagnosticBD বালবিঠামিন,কুনঠা,বলেন

  • @Mosharef816
    @Mosharef816 Год назад

    আমার কোমরে ২৪ ঘন্টা তীব্র ব্যাথা আর জ্বালাপোড়া করে অসহ্য লাগে।
    কোন বিশেষজ্ঞ দেখাবো?

  • @Sojib-zl1fs
    @Sojib-zl1fs 11 месяцев назад

    আমার বোনের হাত পা টাক লেগে যা, বুকে চিলিককার দেয়, কি ডাঃ দেখাব

    • @DoctorsDiagnosticBD
      @DoctorsDiagnosticBD  10 месяцев назад

      হৃদরোগ বিশেষজ্ঞ দেখাতে পারেন