কঠোর হলেও সত্যি এটা আটকে আছি ফাঁদে, নিজের ভুলেই খাল কেটেছি এখন পরান কাঁদে। ভাবার যখন উচিত ছিলো ছিলাম মোহে অন্ধ, হুতাশনেই কাটছে যে দিন ফেরার রাস্তা বন্ধ। যখন মর্তলোকের জীবন ছেড়ে ঐ লোকেতে যাবো - অনেকগুলো প্রশ্নবাণে ভীষণ ধস্ত হবো। তাই থাকতে সময় এখন থেকেই সজাগ হতেই হবে, করনীয় করলে তবেই এপার ছেড়ে যাবার সময় শান্তি বুকে রবে।
কঠোর হলেও সত্যি এটা
আটকে আছি ফাঁদে,
নিজের ভুলেই খাল কেটেছি
এখন পরান কাঁদে।
ভাবার যখন উচিত ছিলো
ছিলাম মোহে অন্ধ,
হুতাশনেই কাটছে যে দিন
ফেরার রাস্তা বন্ধ।
যখন মর্তলোকের জীবন ছেড়ে
ঐ লোকেতে যাবো -
অনেকগুলো প্রশ্নবাণে
ভীষণ ধস্ত হবো।
তাই থাকতে সময় এখন থেকেই
সজাগ হতেই হবে,
করনীয় করলে তবেই
এপার ছেড়ে যাবার সময়
শান্তি বুকে রবে।
Thank you so much 💓
Excellent excellent wonderful
Many many thanks
ভালো হয়েছে ❤
ভাল লাগল।
খুব ভালো হয়েছে ❤
এবার ভালো লাগলো।
মুখের এক্সপ্রেশন টা একটু বেশি হয়ে গেছে।এমনি ঠিক আছে।
অনেক ধন্যবাদ। বিষয়টা আমারও নজরে এসেছে।
কবিতাটা আবার নতুন করে পাঠ করে Reel বানিয়েছে,শুনে দেখিস এবার ভালো লাগতে পারে।