দিনে ৫০ থেকে ১০০ টা চুল পড়া স্বাভাবিক। এমন হলে দুশ্চিন্তা করবেন না। আরও দুইটা বিষয় - পেঁয়াজের রস ও আমলকী পেঁয়াজের রস: একটা গবেষণায় মানুষকে এক টানা দুই মাস দিনে দুই বার করে পেঁয়াজের রস দিয়ে চুল ধুতে বলা হয়েছিলো। সে গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজের রস চুল গজাতে সাহায্য করতে পারে। তবে সেখান থেকে যে প্রমাণ পাওয়া গেছে তা খুব শক্ত নয়। আর যেহেতু এত দিন এইভাবে পেঁয়াজের রস ব্যবহার করা অনেক কষ্টসাধ্য, তাই আমি ভিডিওতে এই পরামর্শটি দেই নি। তবে আপনি চাইলে চেষ্টা করতে পারেন। সূত্র: Sharquie, K. E., & Al-Obaidi, H. (2002). Onion juice (allium cepa L.), A new topical treatment for alopecia areata. The Journal of Dermatology, 29(6), 343-346. doi:doi.org/10.1111/j.1346-8138.2002.tb00277.x আমলকী: টক জাতীয় ফল খাওয়ার কথা বলেছি এক নম্বর পয়েন্টে। আমলকী এই দলের মধ্যেই পরে। আমলকী ভিটামিন সি এর অন্যতম ভালো উৎস। আমি সহজলভ্য ফলগুলোর কথা বলেছি। আপনার জন্য যদি আমলকী খাওয়া সুবিধা হয়, তাহলে অবশ্যই খেতে পারেন। সূত্র: Goraya, R. K., & Bajwa, U. (2015). Enhancing the functional properties and nutritional quality of ice cream with processed amla (indian gooseberry). Journal of Food Science and Technology, 52(12), 7861-7871. doi:10.1007/s13197-015-1877-1
@Dr Tansim Jara বলছি যে আমি হচ্ছি একজন 19 years old girl আমার প্রশ্ন হচ্ছে সপ্তাহে কত দিন অন্তর Hair wash করলে ভালো আর , তেল কিভাবে দেবো একটু যদি বলে দিতেন অনেক উপকৃত হতাম ।আপনার ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারলাম Thank you so much 🙏
আমার দেখা সকল ডাক্তার এবং চিকিৎসা পরামর্শ দেয়া লোকদের মধ্যে আপনি অন্যতম,, কারন আপনি সঠিক চিকিৎসা ও সুন্দর ভাবে বুঝিয়ে দেয়য় এক ধাপ এগোনো,, ধন্যবাদ আপু 🌺🌺
আমি জানিনা আপনি এই কমেন্টা পড়বেন কি না? আপনার ধুমপান ছেড়ে দেয়ার ভিডিওর নিয়ম অনুসরণ করে আমি ৩ মাস যাবত ধুমপান ত্যাগ করতে পেরেছি। প্রথম দুই সাপ্তাহ খুব কষ্ট হয়েছে কিন্তু পেরেছি। এখন আমার ব্যয় অনেক কমে গিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন!
আমার প্রিও ম্যাম।আর প্রিও আপুও বটে। আপনার জন্য শ্রদ্ধা রইলো বরাবরের মতোই।আপার পরামর্শ, আপনার আলোচনায় মুগ্ধ। ১০০% মানুষের সঠিক টা যানতে পারে আপনার মাধ্যমে।
আপনার প্রতিটা ভিডিও খুব শিক্ষণীয়। হাতে কলমে শিক্ষার জন্য আপনার মত ওস্তাদ সমাজে বড়ই অভাব। আল্লাহ আপনি ডক্টর তাসনিম জারার মতো ওস্তাদকে নেক হায়াত দান করুন।
দিন দিন পাঁচবিবি উপজেলার এই সাংস্কৃতিক পরিবার সারাদেশে সুনাম অর্জন করবে এই আশা রাখছি। এসকল কিছু সম্ভব হচ্ছে মেয়র মহোদয় আর অবশ্যই রাকিন ভাইয়ের জন্য। শুভ কামনা রইল ভাইয়া সবার জন্য। আরো আরো বেশি সুনাম বয়ে আনুক।
আমার কলিজার ড. আপু তাসনিম জারা মাশাআল্লাহ কত সুন্দর বাঁচনভঙ্গি, কি চমৎকার উপস্থাপনা, কথাতে মিশ্র ভাষার কোন ছাপ নেই,, সাবলীল বাংলা উচ্চারণ বাংলা শব্দ প্রয়োগ। বরাবরই উপকারী ভিডিও। আল্লাহ আমার কলিজার আপুকে আরও বেশি করে মানুষের সেবা তৌফিক দান করুন,,, আমিন
আমি একজন KTP Kidney Transplant Patient. ৯ বছর আগে আমার surgery হয় ইন্ডিয়া তে । বাংলাদেশ এ আমার মত বহু মানুষ আছেন। আমি খুব ভয়ে থাকি যে আমার ধার করা কিডনী টা কতদিন আর ভালো থাকবে ?? কিভাবে চললে ভালো থাকবে ??? ডক্টর আপনি কি Post Kidney Transplant Patients দের জন্য ২ টা বা ৩ টা video করবেন ? ...তাদের জীবন যাপন, খাদ্যাভ্যাস, ব্যায়াম ইত্যাদি নিয়ে? বানালে কৃতজ্ঞ থাকবো । আমি কি fiber যুক্ত খাবার খেতে পারবো ??
Apni onek sundor bhabe gu6iye bolen eta sob theke besi bhalo lage r ami apnar ki6u ki6u video dekhe6i onek sundor bhabe bole.. Akhon ami onek problem er moddhe acchi otirikto porimane dandruff r hair loss ho66e mathar chul onek tai pore ge6e toh akhon koronio ki ektu jodi bhalo bhabe bolten onek upokritoo hotam.. ❤ from 🇮🇳
@@nusratjahandina4541 onion er kusha aguney pode e guluke guda korun tapor narkel tel diye pest toiri korun .tarpor sule kolop korun! 3gonta evabe reke din erpor shampo diye duye felon? Bes
গর্ভবতী মায়েদের প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত পরিচর্যা, সাবধানতা, খাবার ইত্যাদি নিয়ে ধারাবাহিক কয়েকটি ভিডিও বানালে সবাই অনেক উপকৃত হবে। আল্লাহ আপনার সহায় হোন।
এটাকে বলে হিপনিক জার্কস । ঘুমের মধ্যেও থাকেনা আবার পুরোপুরি জেগে থাকেন না অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যখন থাকেন তখন এই সমস্যাটা হয় ।এটা হয় মূলত অনেক প্রেসারে থাকার কারণে। এটা অনেক রকম হতে পারে যেমন আপনি নিজেকে স্বপ্নের মধ্যে অনেক উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখতে পারেন এবং পড়ে যাওয়ার সাথে সাথে হঠাৎ কাঁপুনি দিয়ে আপনার ঘুম ভেঙে যেতে পারে। স্টুডেন্টদের সাধারণত এই সমস্যাটা বেশি হয় এবং যারা একটু চাপে থাকে অথবা টেনশনে থাকে তাদের এই সমস্যাটা হয় বেশি।
আস্সালামু আলাইকুম, আমি একজন চীনা নাগরিক, বাংলা সংস্কৃতি ভালোবাসি তাই বাংলা চর্চা করা হয়। বাংলার প্রকৃতি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। 🥰🥰🥰🥰 আপনার কনটেন্টগুলো খুব ই সুন্দর। আশা করি, সামনের দিনগুলোতে আরও সুন্দর সুন্দর কনটেন্ট আমাদের উপহার দিবেন।
অনেক কিছুই ট্রাই করেছি খাদ্য থেকে শুরু করে মেডিসিন পর্যন্ত। কিন্তু কোন কিছুতেই কাজ হচ্ছে না। Dandruff অনেক তাই মাথা অনেক চুলকাই আর চুল পড়ে।তেল দেওয়ার সময় বা শ্যাম্পু করার সময় ও চুল পড়ে অনেক।
দিনে ৫০ থেকে ১০০ টা চুল পড়া স্বাভাবিক। এমন হলে দুশ্চিন্তা করবেন না।
আরও দুইটা বিষয় - পেঁয়াজের রস ও আমলকী
পেঁয়াজের রস: একটা গবেষণায় মানুষকে এক টানা দুই মাস দিনে দুই বার করে পেঁয়াজের রস দিয়ে চুল ধুতে বলা হয়েছিলো। সে গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজের রস চুল গজাতে সাহায্য করতে পারে। তবে সেখান থেকে যে প্রমাণ পাওয়া গেছে তা খুব শক্ত নয়। আর যেহেতু এত দিন এইভাবে পেঁয়াজের রস ব্যবহার করা অনেক কষ্টসাধ্য, তাই আমি ভিডিওতে এই পরামর্শটি দেই নি। তবে আপনি চাইলে চেষ্টা করতে পারেন।
সূত্র: Sharquie, K. E., & Al-Obaidi, H. (2002). Onion juice (allium cepa L.), A new topical treatment for alopecia areata. The Journal of Dermatology, 29(6), 343-346. doi:doi.org/10.1111/j.1346-8138.2002.tb00277.x
আমলকী: টক জাতীয় ফল খাওয়ার কথা বলেছি এক নম্বর পয়েন্টে। আমলকী এই দলের মধ্যেই পরে। আমলকী ভিটামিন সি এর অন্যতম ভালো উৎস। আমি সহজলভ্য ফলগুলোর কথা বলেছি। আপনার জন্য যদি আমলকী খাওয়া সুবিধা হয়, তাহলে অবশ্যই খেতে পারেন।
সূত্র: Goraya, R. K., & Bajwa, U. (2015). Enhancing the functional properties and nutritional quality of ice cream with processed amla (indian gooseberry). Journal of Food Science and Technology, 52(12), 7861-7871. doi:10.1007/s13197-015-1877-1
আপু দাঁড়ি পড়া নিয়ে কিছু বলবেন?
দিনে কতটি দাঁড়ি পড়া স্বাভাবিক?
Pumpkin oil er brand ta ki?
ঔষধের নাম বললেন,
কিন্তু খাওয়ার নিয়ম টা বললেন না
@@Premium-TV-ptv ডাক্তারের সাথে পরামর্শ না করে ওষুধ খাবেন না। ডাক্তারই বলে দিবেন ওষুধের ডোজ।
@@sachitjhurani920 জী, কদুর তেল ছেলেরাও ব্যবহার করতে পারবেন।
আপনি মানুষের যে উপকার করছেন তার প্রতিদান,আপনার অজান্তেই আল্লাহ আপনাকে দিবেন। শুভকামনা রইলো।
@Dr Tansim Jara
বলছি যে আমি হচ্ছি একজন 19 years old girl
আমার প্রশ্ন হচ্ছে সপ্তাহে কত দিন অন্তর Hair wash করলে ভালো আর , তেল কিভাবে দেবো একটু যদি বলে দিতেন অনেক উপকৃত হতাম ।আপনার ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারলাম
Thank you so much 🙏
আমার দেখা সকল ডাক্তার এবং চিকিৎসা পরামর্শ দেয়া লোকদের মধ্যে আপনি অন্যতম,, কারন আপনি সঠিক চিকিৎসা ও সুন্দর ভাবে বুঝিয়ে দেয়য় এক ধাপ এগোনো,, ধন্যবাদ আপু 🌺🌺
আপু, খুসকির কারণ ও প্রতিকার নিয়ে একটি ভিডিও দিলে খুব উপকার হতো। ❤
আমি জানিনা আপনি এই কমেন্টা পড়বেন কি না? আপনার ধুমপান ছেড়ে দেয়ার ভিডিওর নিয়ম অনুসরণ করে আমি ৩ মাস যাবত ধুমপান ত্যাগ করতে পেরেছি। প্রথম দুই সাপ্তাহ খুব কষ্ট হয়েছে কিন্তু পেরেছি। এখন আমার ব্যয় অনেক কমে গিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন!
আপনার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
@@DrTasnimJara 300 tk khoros hoy ei sikeret er jonno. Ses hoy jacce😥😥😢😢😭😭
sei vedio link ta ki dete parben.
ভাই সেই লিংক টা দিলে উপকৃত হতাম। আমার হাজবেন্ড কে ভিডিও টা দেখাতাম।
ম্যাম আপনি তো একজন ডক্তার ও একটা কথা জানার ছিলো প্লীজ আমি কি বলতে পারি?
চুল পড়া নিয়ে এই চমৎকার কনটেন্ট এর জন্য অনেক ধন্যবাদ, আপু। চুল পাকা নিয়ে ঠিক এমন গবেষণামূলক একটা কনটেন্ট চাই।
আপুর কথার মাঝে কোনো হিংসুটে ভাব নেই,,,আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক দুয়া করি ,,মানুষকে সেবা দিতে পারেন
Tnx a lot apu
@@mim1865 অসাধারণ
@@mim1865 যা আপনার মধ্যে প্রকাশ পেয়েছে।
ধন্যবাদ আপু উপকৃত হলাম। চুল পড়া থেকে বাঁচতে onion এর কি কোন ট্রিটমেন্ট আছে।
আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি তবুও আপনার ভিডিও গুলো দেখতে মন চাই । আল্লাহ আপনাকে হাজার বছর বাচিয়ে রাখুক মানুষকে ভালো কিছু শিখানোর জন্য 🤲🤲
তোমার বলবার ধরন টা খুব সুন্দর আর এত সুন্দর করে বুঝিয়ে বলছো যে মনে ধরে যাচ্ছে ❤❤
চুল পড়া সমস্যার জন্য অনেক ভিডিও দেখা হয়েছে কিন্তু আপনার মতো এতোটা শিক্ষামূলক ভিডিও কেউ করেননি।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
আমার প্রিও ম্যাম।আর প্রিও আপুও বটে। আপনার জন্য শ্রদ্ধা রইলো বরাবরের মতোই।আপার পরামর্শ, আপনার আলোচনায় মুগ্ধ। ১০০% মানুষের সঠিক টা যানতে পারে আপনার মাধ্যমে।
আপনার কনটেন্ট ঘুলো আমাদের জন্য খুবই শিক্ষনীয়, আপনার কথা বচনভঙ্গি এবং স্পষ্ট ভাবে বুঝিয়ে বলা অনেক ভাল লাগে 👌❤️
এই প্রথম চুল পড়া নিয়ে একটা বিশ্বাসযোগ্য ভিডিও পেলাম।অসংখ্য ধন্যবাদ আপু
Same bhai
Medicine name?
আপনার প্রতিটা ভিডিও খুব শিক্ষণীয়। হাতে কলমে শিক্ষার জন্য আপনার মত ওস্তাদ সমাজে বড়ই অভাব। আল্লাহ আপনি ডক্টর তাসনিম জারার মতো ওস্তাদকে নেক হায়াত দান করুন।
দিন দিন পাঁচবিবি উপজেলার এই সাংস্কৃতিক পরিবার সারাদেশে সুনাম অর্জন করবে এই আশা রাখছি।
এসকল কিছু সম্ভব হচ্ছে মেয়র মহোদয় আর অবশ্যই রাকিন ভাইয়ের জন্য।
শুভ কামনা রইল ভাইয়া সবার জন্য।
আরো আরো বেশি সুনাম বয়ে আনুক।
আলহামদুলিল্লাহ কত সুন্দর সমাধান দিলেন❤️❤️❤️আপু আমি আপনার সব ভিডিও দেখি।
আপু খুশকি কমানোর জন্য একটু পরামর্শ দিলে উপকৃত হতাম।
দিদি আপনি খুব তথ্যবহুল ভিডিও দেন, এবং খুব সহজ ও সুন্দরভাবে উপস্থাপনা করেন, অনেক ধন্যবাদ আপনাকে❤️ অনেক উপকৃত হলাম😊😊😊
গন মানুষের ডাক্তার আপনি ডা. তাসনিম জারা । অবিরাম ভালোবাসা রইলো আপনার জন্য ❤️❤️❤️
Hmm,Dr jahagir sir er Moto Valo ekjon doctor
আমার কলিজার ড. আপু তাসনিম জারা মাশাআল্লাহ কত সুন্দর বাঁচনভঙ্গি, কি চমৎকার উপস্থাপনা, কথাতে মিশ্র ভাষার কোন ছাপ নেই,, সাবলীল বাংলা উচ্চারণ বাংলা শব্দ প্রয়োগ। বরাবরই উপকারী ভিডিও।
আল্লাহ আমার কলিজার আপুকে আরও বেশি করে মানুষের সেবা তৌফিক দান করুন,,,
আমিন
আপনি একজন ডক্টর এর থেকেও খুব ভালো ভাবে বুঝিয়েছেন।
Thanks 🌷
উনি তো একজন ডক্টরই 🙄🙄
@@mimetonne8053 আমি তো জানি ।আমি বলতে চেয়েছি যে উনি যেই ভাবে বুঝিয়েছেন অন্য কোনো ডক্টরের চেম্বারে গেলেও এতো ভালো ভাবে বোঝাতে পারে না💖
10) Almonds( বাদাম)
9)Yellow fruits and vegetables (হলুদ ফল ও সবজি)
8)Oily fish ( তেলযুক্ত মাছ)
7)Egg ( ডিম)
6)Spinach( পালংশাক)
5)Lentil ( ডাল)
4) Seeds (বীজ)
3) Gram (ছোলা)
2)Sour Yogurt ( টক দই)
1) Sour Fruit (টক ফল)
আপু কদুর তেলটা কোন কোম্পানির?
@@tahminasnikdha2585 Looks Like TIBET....
আপু কোন শ্যাম্পু এবং কোন কন্ডিশনার সবচেয়ে ভালো ?
@@tahminasnikdha2585 😥😥
পেয়াজ ও আমলকীও😌
আপনার তথ্যগুলো বেশি কার্যকর।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি সবসময়ই সুস্থ থাকুন।
সুবাহান আল্লাহ,,,,,, আলহামদুলিল্লাহ,,,,,, আল্লাহুআকবার,,,,,,,, সাদকায় জারিয়া হিসাবে রেখে দিলাম🥰
আমার প্রিয় ডাক্তার, খুব ইচ্ছে আপনার সাথে দেখা করার❤️
মহান রাব্বুল আলামিন আপনাকে সব সময় ভালো রাখুন❤️❤️❤️
ম্যাডাম , মাথার খুশকি দূর করার উপায় নিয়ে একটা ভিডিও বানালে খুবই উপকৃত হতাম ।
আপনার বানানো ভিডিও দেখে অনেক উপকৃত হই । ❤️❤️❤️
আপনার পরামর্শ গুলো অনেক উপকারী, দোয়া করি আল্লাহ তায়ালা যেন আপনাকে নেক হায়াত দান করেন, আমিন
Apu apnr kotha gula sune onk vlo lagca ,amr chul onk basi pore,onk patla o hoye gase😢vedio ta dakhi onk kisu janta parlam thanks you apu❤
মাশাআল্লাহ❤
এত সুন্দর করে বুজিয়ে বলার জন্য
অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল
আপনার ব্যাখা গুলো ভালো লেগেছে কারন সকিছু পরিস্কার ছিল যা বুঝতে সহজ। ধন্যবাদ।
আমি একজন KTP Kidney Transplant Patient. ৯ বছর আগে আমার surgery হয় ইন্ডিয়া তে । বাংলাদেশ এ আমার মত বহু মানুষ আছেন। আমি খুব ভয়ে থাকি যে আমার ধার করা কিডনী টা কতদিন আর ভালো থাকবে ?? কিভাবে চললে ভালো থাকবে ??? ডক্টর আপনি কি Post Kidney Transplant Patients দের জন্য ২ টা বা ৩ টা video করবেন ? ...তাদের জীবন যাপন, খাদ্যাভ্যাস, ব্যায়াম ইত্যাদি নিয়ে? বানালে কৃতজ্ঞ থাকবো । আমি কি fiber যুক্ত খাবার খেতে পারবো ??
Apni onek sundor bhabe gu6iye bolen eta sob theke besi bhalo lage r ami apnar ki6u ki6u video dekhe6i onek sundor bhabe bole.. Akhon ami onek problem er moddhe acchi otirikto porimane dandruff r hair loss ho66e mathar chul onek tai pore ge6e toh akhon koronio ki ektu jodi bhalo bhabe bolten onek upokritoo hotam.. ❤ from 🇮🇳
আপু অল্প বয়সে চুল পাকার কারণ এবং এই সমস্যা দূর করার বিষয়ে তাড়াতাড়ি একটি ভিডিও করলে খুব ভালো হবে😇😇
আমারো এই একই সমস্যা 🥺🥺🥺
Amar o akoy somosha
amaro
@@nusratjahandina4541 onion er kusha aguney pode e guluke guda korun tapor narkel tel diye pest toiri korun .tarpor sule kolop korun! 3gonta evabe reke din erpor shampo diye duye felon? Bes
আমারও 🙂
অনেক উপকার হলো আপু ❤️ ধন্যবাদ 💖💖
দীর্ঘায়ু কামনা করি আপনার💗
💓💓💜💜💙💙💖💖
Pacha maro
Acch tomar matai cule nai keno
এই প্রথম চুল পড়া নিয়ে একটা বিশ্বাস যোগ্য তেলের নাম পেলাম
অনেক ধন্যবাদ আপু
Apu aita tibet pumking hair oil
ধন্যবাদ, "মা "তুমি অনেক সুন্দর সুস্থ সাবলীল থেকো! আবারও শুনবো! 🎉
গর্ভবতী মায়েদের প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত পরিচর্যা, সাবধানতা, খাবার ইত্যাদি নিয়ে ধারাবাহিক কয়েকটি ভিডিও বানালে সবাই অনেক উপকৃত হবে। আল্লাহ আপনার সহায় হোন।
আপনার কথা শুনলেই মনে একটা শান্তি লাগে,,, মনে হয় দূশ্চিন্তার কোনো কারণ নেই।।
ঠিক বলছেন।।
আপু, কদুর তেল কি পুরুষ এবং মহিলা উভয় ব্যাবহার করতে পারবে? অনুগ্রহ করে জানালে আমরা উপকৃত হতাম।
জাজাকাল্লাহ
চুলে তেল কিভাবে ব্যবহার করব ।সপ্তাহে কতদিন তেল ব্যবহার করব আর ব্যবহার এর পর কি শ্যাম্পু করব নাকি শুধু পানি দিয়ে ধুয়ে ফেলব একটু বলে দেন 🙂
মানুষের উপকার করার জন্য আল্লাহ তায়ালা আপনাদের দুই জনকে উওম পতিদান দান করুন আমিন 🤲🤲🤲🤲👌👌👌👌🥰🥰🥰🥰
খুব ভালো লাগলো ভিডিও টা,, খুব সুন্দর করে সবকিছু science দিয়ে বুঝিয়ে দিলে। অনেক অনেক ধন্যবাদ ❤
মাশা-আল্লাহ আপু খুব সুন্দর করে উপস্থাপন করেছেন!
আপু তোমার ভিডিও গুলো অনেক উপকারী মাশাআল্লাহ অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু।
অসাধারণ ! খুব উপকারী পরামর্শ দিলেন। অনেক ধন্যবাদ।
Thank you apu
আপনি যেমন সুন্দর তার চাইতে দিগুন সুন্দর করে বুজিয়ে দেন সবকিছু,,, এত সুন্দর করে বুজানো জন্য ধন্যবাদ
এই তেল টা ব্যবহার করছিলেন নাকি?
ধন্যবাদ ম্যাম আপনার কথা গুলো অনেক হেল্পফুলি 🌹
অসাধারণ! অনেক সুন্দর করে বুঝিয়ে দিলেন সবকিছু!
তুমি খুবই সুন্দর ভাবে explain করো জিনিসগুলো... I follow your videos regularly ❤️❤️
আপু চোখে নিচে কালো দাগ নিয়ে একটা ভিডিও বানালে অনেক ভালো হতো ❤️🙏🙏🙏🙏🙏
ম্যম আপনি এক কথায় অসাধারন মানুষ খুব খুব ভালো❤
Apnar guidness a amar chul dhirgho 5 mashe chul lomba hoye geche thank you apu❤
আপনার ভিডিও অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়
In the name of God, Most Gracious, Most Merciful.
এমন একটা ভিডিওর অপেক্ষায় ছিলাম ধন্যবাদ
খাবার: বাদাম, হলুদ রঙের ফল ও সবজি, তৈলাক্ত মাছ, ডিম, পালং শাক, ডাল, বিভিন্ন ধরনের বীজ (চিয়া সিড, সূর্যমুখী ফুলে বীজ, মিষ্টি কুমড়ার বীজ), ছোলা, টক দই, টক ফল
তেল: পামকিন সিড ওয়েল/কদুর তেল
সাপ্লিমেন্ট : ভিটামিন ডি
আপু প্লিজ বলেন কোন শেম্পু এবং কন্ডিশনার ব্যবহার করব??😢😢😢
আপু মুখের ব্রণ থেকে মুক্তি পেতে কি করবো। প্লিজ একটা উপায় বলেন 🥺
Masha Allah khub sundor kothagulo..Allah apnar valo korun..ami touch phn chalaina..eta amar husband er phn theke dekhe comment korlam..
ধন্যবাদ দিদি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য😊
আপু কাইন্ডি কদুর তেল Pumpkin oil কোন ব্রেন্ডের আর কোন অনলাইন পেইজে পাওয়া যাবে বলবেন।
খুবি উপকার হত
অনেক উপকৃত হলাম, জাযাকাল্লাহ ম্যাডাম ♥️
আপু একটু দয়া করে আমাকে জানাবেন,,কোন সেম্পু আর কন্ডিসনার চুলের জন্য ভালো.।
Matrix shampoo and condiner
আপনার কন্টেন্ট দেখে কালকে রাতে থেকেই পরামর্শ অনুসরন করছি।
আপু তোমাকে আমার অনেক ভালো লাগে। দোয়া করো তোমার মতো যেন একজন ভালো ডক্টর হতে পারি।💘💘
যা বুঝলাম শুধু আমি একা না, আমার মতো আরও ১ কোটি মানুষের একই সমস্যা।
@@Williamkerry-258 জী ম্যাম
We are very proud you are a Bangladeshi May Allah increase your knowledge.
আমার একটা প্রশ্ন ছিলো আপু ❤️,,রাতে ঘুমানোর পরে হঠাৎ করে পুরো শরীর কাপণী দেয়, এই কাপণী দেওয়ার কারন কি????? আসা করি উত্তর টা পাবো,,,,,
sm amro hy
এটাকে বলে হিপনিক জার্কস । ঘুমের মধ্যেও থাকেনা আবার পুরোপুরি জেগে থাকেন না অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যখন থাকেন তখন এই সমস্যাটা হয় ।এটা হয় মূলত অনেক প্রেসারে থাকার কারণে। এটা অনেক রকম হতে পারে যেমন আপনি নিজেকে স্বপ্নের মধ্যে অনেক উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখতে পারেন এবং পড়ে যাওয়ার সাথে সাথে হঠাৎ কাঁপুনি দিয়ে আপনার ঘুম ভেঙে যেতে পারে। স্টুডেন্টদের সাধারণত এই সমস্যাটা বেশি হয় এবং যারা একটু চাপে থাকে অথবা টেনশনে থাকে তাদের এই সমস্যাটা হয় বেশি।
Almond, sunflower seeds & black sesame seeds kheye mone hoi upoker pacchi. Ami everyday hair dryer use kori, Alhamdulillah tamon kono problem hoi nai.
আস্সালামু আলাইকুম,
আমি একজন চীনা নাগরিক, বাংলা সংস্কৃতি ভালোবাসি তাই বাংলা চর্চা করা হয়। বাংলার প্রকৃতি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। 🥰🥰🥰🥰
আপনার কনটেন্টগুলো খুব ই সুন্দর। আশা করি, সামনের দিনগুলোতে আরও সুন্দর সুন্দর কনটেন্ট আমাদের উপহার দিবেন।
বাহহ,, খুব ভাল বাংলা লিখেছেন,, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সংস্কৃতি এবং আমাদের বাংলা ভাষাকে এতটা ভালোবাসার জন্য,
Thank you apu . May allah bless you and fulfill your dreams😇
Everytime u present very helpful topics, Mind blowing presentation, thank u
It's my pleasure
@@DrTasnimJara ঐ তৈলটা আপনি দিচ্ছেন ওটার নামকি?
@@mohebbullahjami4846 PUMPKIN Hair Oil
@@sajidmahmud7540 know m. By hu kk is not LLC lb jjn
আপনার সব টিপস আমি বিশ্বাস করি। অর্থাৎ আমার বিশ্বাস করতে ইচ্ছা করে।😊
Perfect, no unneccessary talks
ধন্যবাদ, খুব সহজ ভাষা বুঝিয়ে বলেছেন।
khub sundor kore bujie bolar jonno onk dhonnobad
MASALLH ❤️Apu Anek vlovbe bujhai dila
Tomr jnno suvokamona roilo ❤
চুল কি করে একদম সোজা করা যায় সম্ভব হলে বলবেন। ভীষণ ভাবে আপনার বক্তব্য বিশ্বাস & অনুসরন করি। আমার চুল খুব কোকঁড়ানো।
Awesome presentation I've ever enjoyed. The whole information regarding for keeping healthy hair truly helpful.
Thank you.
আপু এ তেল কোথায় পাওয়া যাবে। কয় টাকা দাম তেল।
ma'am, that means we should not use shampoo very frequently! can you please tell how many times we should use shampoo in a week?
Two or three time in a week is the best
Apo tablet ar name golo likhe diben please
আপু আপনার ভিডিওটা দেখে অনেক উপকার পেয়েছি। এসব বিষয় আরো বেশি করে ভিডিও বানান।অনেক ধন্যবাদ
These tips will be useful to many. Thank you very much
👌
Glad to hear that
@@DrTasnimJara thanks you madam...
5 minutes ago
12) Pumpkin hair oil
11) পেঁয়াজ এবং আমলকী
10) Almonds( বাদাম)
9)Yellow fruits and vegetables (হলুদ ফল ও সবজি)
8)Oily fish ( তেলযুক্ত মাছ)
7)Egg ( ডিম)
6)Spinach( পালংশাক)
5)Lentil ( ডাল)
4) Seeds (বীজ)
3) Gram (ছোলা)
2)Sour Yogurt ( টক দই)
1) Sour Fruit (টক
রক্ত শূন্যতার জন্য চুল পরা রোধের উপায় কি?
Assalamu alaikum, sis, it's really a informative discussion, thank you so much for sharing with us.
এই তেল টা ব্যবহার করছিলেন নাকি?
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু🙂
আপু ত্বক কিভাবে সুস্থ রাখা যায় সেই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও দেবেন প্লিজ
টাকা না থাকলে কোনো কিছুই সম্ভব না 😢😢
মেহেদী পাতা শুকিয়ে পাউডার করে , চা পাতা জাল করে ঐ পানি দিয়ে। মেহেদী পাতা গুলিয়ে, পারলে একটা ডিম দিয়ে মিক্স করে চুলে লাগাতে পারেন।যদি সম্ভব হয়।
@@Nodi-x8c mon er kotha bollen🙂
@@Nodi-x8c 😭
হুম 😭😭😭😭
😥😥😥😥
Hello, Dr. Tasnim Jara. Can you please mention the name of the pumpkin hair oil you are using?
It's Tibet Pumpkin oil. BDT: 210 (200ml)
Thank you.
অনেক কিছুই ট্রাই করেছি খাদ্য থেকে শুরু করে মেডিসিন পর্যন্ত। কিন্তু কোন কিছুতেই কাজ হচ্ছে না। Dandruff অনেক তাই মাথা অনেক চুলকাই আর চুল পড়ে।তেল দেওয়ার সময় বা শ্যাম্পু করার সময় ও চুল পড়ে অনেক।
Select plus sempu use kortey paren...
সবশেষ কথা হলো স্রষ্টা আপনাকে যা দিবেন সেটাই টেকসই হবে।
সিলেক্ট প্লাস এ কাজ হবে না। আপনি Pinetar shampoo ব্যবহার করেন। এক সপ্তাহে খুশকি গায়েব হয়ে যাবে। এটা সমপূর্ণ জৈব উপাদান দিয়ে তৈরি। দাম 470 টাকা
Apnr elargy prblem ace elargyr treatment krn
ডাক্তার দেখান
আপু শীতের জন্য কোন ক্রিমটা বেস্ট যদি একটু বলে দিতেন
It was helpful 💝☺️
Thanks a lot ... I think this video can be very useful for us...
Thank you so much...
You are most welcome
@@DrTasnimJara apu amr meyer 6 year running or ki kodur tel use kora jabe?or chul khub uthe
আপু খুশকির জন্য কি করমু প্লিজ একটু বলবেন
If the hair falls out due to excessive master diameter, then Apu gave a video about master diameter 🥰🥰Bangladesh ❤️
অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤❤❤❤❤❤❤❤ আল্লাহ আপনার ভালো করুক
Thank you so much,, for this information💖💖..The information is very helpful for all of the people..👌👌
Glad it was helpful!
তেলের নামটা বল্লেন না
Very helpful and informative 💙
Glad it was helpful!
আপু আমার মেয়ের বয়স ১০ বছর ওর শরীর খুব গন্ধ করে। এটার প্রেতিকার কি?
@@DrTasnimJara apu chul porar jnno osud ar nam 2 ta plz aktu bolan🥺🥺🥺🥺
@@labonnotithi7311 মিনাক্সরয়েল ফেনাক্সরাইট
Thanks for your information apu❤️
ছেলেদের জন্য সবচেয়ে ভালো তেল কোনটি হবে। চুল না পড়া এবং চুল সুন্দর দেখার জন্য ছেলেদের সবচেয়ে কার্যকারী তেল কোনটি
❤❤❤❤ এত সুনদর করে কথাগুলো বলে।
আপু পায়ের তলা গরম হয়ে যায় কেনো?
ঘুমাতে পারিনা ।
উঠে উঠে পানি ঢালতে হয়
খুব জ্বলে পায়ের তলা
আমারও একই সমস্যা
আমার বোনের আর আমারো এই সমস্যা 🥺
ব্লাড সুগার টেস্ট করেন,অনেক সময় সুগার হলে হাত পা জলে।
Azitromycin tablet kheye amar thik hoye gese
Sm problen
Wonderful advise, thanks a lot.👍👍👌❤️😍😊
This is the best presentation I've ever viewed in You Tube with valuable information. Congratulations Tasnim.