আমি নিশ্চিত যে, তার প্রতি আপনার ভালোবাসার কারণ আল্লাহ। ভালোবাসা তো আল্লাহর জন্যই হয় এবং সেটা স্থায়ী। "আর কোন কোন লোক আছে, যারা আল্লাহ ছাড়া অন্যান্যকে (আল্লাহর) সমকক্ষ বলে মনে করে এবং তাদেরকে আল্লাহকে ভালোবাসার মত ভালবাসে,[১] কিন্তু যারা বিশ্বাস করেছে, তারা আল্লাহর ভালবাসায় দৃঢ়তর।[২] আর অন্যায়কারীরা যে সময় কোন শাস্তি প্রত্যক্ষ করে, তখন যদি বুঝত যে, সমুদয় ক্ষমতা আল্লাহর এবং আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর, (তাহলে কতই না উত্তম হত)।(সুরা আল বাকারা, আয়াত ১৬৫) [১] উল্লিখিত সুস্পষ্ট দলীলাদি ও অকাট্য প্রমাণাদি সত্ত্বেও বহু মানুষ এমনও রয়েছে, যারা এককভাবে আল্লাহর ইবাদত না করে তাঁর সাথে অন্যদেরকে তাঁর শরীক স্থাপন করে থাকে। তাদের সাথে ঐরূপ ভালবাসা পোষণ করে, যেরূপ ভালবাসা আল্লাহর সাথে হওয়া উচিত। আর এটা যে কেবল মহানবী (সাঃ)-এর আগমনের সময়ই ছিল তা নয়, বরং শিরকের এই প্রচলন বর্তমানেও ব্যাপক। বর্তমানে ইসলামের দাবীদারদের মধ্যেও এ রোগ সংক্রমণ করেছে। তারা গায়রুল্লাহ, পীর, ফকীর এবং মাজারের গদিনশীনদেরকে কেবল নিজেদের (বিপদে) আশ্রয়স্থল, (মুক্তির) আধার, প্রয়োজনপূরণের ক্বিবলা বানিয়ে রেখেছে যে তা নয়, বরং তারা তাদেরকে আল্লাহর থেকেও বেশী ভালবাসা দান করেছে! তাওহীদের দর্স ও নসীহত তাদেরকেও ঐরূপ অপছন্দ লাগে, যেরূপ মক্কার মুশরিকদেরকে লাগত। কুরআনের এক আয়াতে মহান আল্লাহ তাদের সে চিত্র তুলে ধরে বলেন, {وَإِذَا ذُكِرَ اللهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِنْ دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ} "যারা পরকালে বিশ্বাস করে না, 'আল্লাহ এক' --একথা বলা হলে তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয় এবং তিনি ছাড়া অন্য (উপাস্য)-দের উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লসিত হয়।" (সূরা যুমার ৩৯:৪৫ আয়াত) اشمَأزَّت মানে হৃদয় সংকীর্ণ হওয়া। [২] তবে ঈমানদাররা মুশরিকদের বিপরীত, তাদের ভালোবাসা মহান আল্লাহরই সাথে সর্বাধিক হয়। কেননা, মুশরিকরা যখন সমুদ্রে ইত্যাদিতে বিপদে ফেঁসে যায়, তখন তারা নিজেদের উপাস্য ভুলে গিয়ে কেবল মহান আল্লাহকেই ডাকে। {فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ} (العنكبوت: ৬৫) {وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ} (لقمان: ৩২) {وَظَنُّوا أَنَّهُمْ أُحِيطَ بِهِمْ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ} (يونس:২২) এই আয়াতগুলোর সারমর্ম হল, মুশরিকরা কঠিন বিপদের সময় সাহায্যের জন্য কেবল আল্লাহকেই ডাকত।
খুতবায় যে আয়াতগুলো আলোচনা করা হয়েছে- তোমার প্রতিপালক বেশি জানেন কে তাঁর পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর সঠিক পথপ্রাপ্তদেরকেও তিনি ভাল করে জানেন। অতএব তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করো না। তারা চায় যে, তুমি যদি নমনীয় হও, তবে তারাও নমনীয় হবে, তুমি তার অনুসরণ কর না, যে বেশি বেশি কসম খায় আর যে (বার বার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে) লাঞ্ছিত। যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে, যে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ, কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত। কারণ সে সম্পদ আর (অনেক) সন্তানাদির অধিকারী। (৬৮: ৭-১৪)
মৃত্যুর চিন্তা পৃথিবীর সমস্ত সুখের টেস্ট নষ্ট করে। আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি। তা না হলে পৃথিবীর সুখ আমাদেরকে গ্রাস করে ফেলবে এবং পরকাল ক্ষতিগ্রস্ত করবে। মৃত্যু আমাদেরকে ধরবেই। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার তৌফিক দিন। আমিন।
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । ♥♥♥ সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র সকল ক্ষমতা ও সকল রাজত্ব, সুন্দর নাম, পূর্ণ গুণ একমাত্র আল্লাহ্র বিশুদ্ধ ও অবিভাজ্য তাঁরই একত্ব। কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা ...////////////////////
It's was awesome alhamdulillah ❤❤❤❤.... apnader choice onek valo ❤... sob to dekha possible na specific joruri kichur upor kaj kora lagbe... and this video fulfilled purpose successfully ❤
ভাই প্লিজ দয়া করে সূরা মূলক এর ডাবিং টা করেন....সূরা মূলক এর নোমান আলী খানের ডাবিং আরেকজনের দেখলাম কিন্তু আপনার ডাবিং এ যে অন্তর থেকে অনুভব হয় ওই মানুষটার ডাবিং সেটা অনুভব হয় না...আর নোমান আলীর কথার সাথে তার ডাবিং মিলে না...তাই প্লিজ আপনি সূরা মূলক এর ডাবিং টা দেন...নোমান আলীর কথা গুলো একমাত্র আপনার জন্যই অন্তরের গভীর থেকে উপলব্ধি করতে পারি...আপনাকে অনেক ধন্যবাদ... আপনার এত সুন্দর ডাবিং এর জন্য অনেক অনেক উপকৃত হই
prio vai amar salam niben, apna k allah subhana talar jonno valobashi, please amar jonno dua korben, kenona ami 3 - 4 bosor jabot depresion a vugsi , a jonno ami mara jete cai , jeno ami a nikkristo jibon teke mukti pai , ami bangladeshi
এই কন্ঠটা ভীষণ পছন্দ, খুব চেনা,মনে হয় খুব কাছের মানুষ।কন্ঠ সুর টা কেমন মগজে গেঁথে গেছে।
নোমান আলী খানের জন্য আমার দূর্বল ঈমান অনেক দৃঢ় হয়েছে।
আলহামদুলিল্লাহ
এতো সুন্দর ডাবিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমিন। 🎉🎉🎉
অনুবাদকের অনুবাদ বাচনভঙ্গী এতটাই নিঁখুত যে,,মনে হয় নোমান আলীর নিজস্ব কন্ঠেই শুনছি।
আজকের লেকচারটা বেশি অন্তরে লেগেছে আর আল্লাহর কিতাবের যে নিখুঁত ভাষা সুবহানাল্লাহ ❤
ভালোবাসার আরেক নাম উস্তাদ নোমান আলী খান ❤️❤️
রাইট,, 💛💛
আমি নিশ্চিত যে, তার প্রতি আপনার ভালোবাসার কারণ আল্লাহ। ভালোবাসা তো আল্লাহর জন্যই হয় এবং সেটা স্থায়ী। "আর কোন কোন লোক আছে, যারা আল্লাহ ছাড়া অন্যান্যকে (আল্লাহর) সমকক্ষ বলে মনে করে এবং তাদেরকে আল্লাহকে ভালোবাসার মত ভালবাসে,[১] কিন্তু যারা বিশ্বাস করেছে, তারা আল্লাহর ভালবাসায় দৃঢ়তর।[২] আর অন্যায়কারীরা যে সময় কোন শাস্তি প্রত্যক্ষ করে, তখন যদি বুঝত যে, সমুদয় ক্ষমতা আল্লাহর এবং আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর, (তাহলে কতই না উত্তম হত)।(সুরা আল বাকারা, আয়াত ১৬৫)
[১] উল্লিখিত সুস্পষ্ট দলীলাদি ও অকাট্য প্রমাণাদি সত্ত্বেও বহু মানুষ এমনও রয়েছে, যারা এককভাবে আল্লাহর ইবাদত না করে তাঁর সাথে অন্যদেরকে তাঁর শরীক স্থাপন করে থাকে। তাদের সাথে ঐরূপ ভালবাসা পোষণ করে, যেরূপ ভালবাসা আল্লাহর সাথে হওয়া উচিত। আর এটা যে কেবল মহানবী (সাঃ)-এর আগমনের সময়ই ছিল তা নয়, বরং শিরকের এই প্রচলন বর্তমানেও ব্যাপক। বর্তমানে ইসলামের দাবীদারদের মধ্যেও এ রোগ সংক্রমণ করেছে। তারা গায়রুল্লাহ, পীর, ফকীর এবং মাজারের গদিনশীনদেরকে কেবল নিজেদের (বিপদে) আশ্রয়স্থল, (মুক্তির) আধার, প্রয়োজনপূরণের ক্বিবলা বানিয়ে রেখেছে যে তা নয়, বরং তারা তাদেরকে আল্লাহর থেকেও বেশী ভালবাসা দান করেছে! তাওহীদের দর্স ও নসীহত তাদেরকেও ঐরূপ অপছন্দ লাগে, যেরূপ মক্কার মুশরিকদেরকে লাগত। কুরআনের এক আয়াতে মহান আল্লাহ তাদের সে চিত্র তুলে ধরে বলেন, {وَإِذَا ذُكِرَ اللهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِنْ دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ} "যারা পরকালে বিশ্বাস করে না, 'আল্লাহ এক' --একথা বলা হলে তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয় এবং তিনি ছাড়া অন্য (উপাস্য)-দের উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লসিত হয়।" (সূরা যুমার ৩৯:৪৫ আয়াত) اشمَأزَّت মানে হৃদয় সংকীর্ণ হওয়া। [২] তবে ঈমানদাররা মুশরিকদের বিপরীত, তাদের ভালোবাসা মহান আল্লাহরই সাথে সর্বাধিক হয়। কেননা, মুশরিকরা যখন সমুদ্রে ইত্যাদিতে বিপদে ফেঁসে যায়, তখন তারা নিজেদের উপাস্য ভুলে গিয়ে কেবল মহান আল্লাহকেই ডাকে। {فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ} (العنكبوت: ৬৫) {وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ} (لقمان: ৩২) {وَظَنُّوا أَنَّهُمْ أُحِيطَ بِهِمْ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ} (يونس:২২) এই আয়াতগুলোর সারমর্ম হল, মুশরিকরা কঠিন বিপদের সময় সাহায্যের জন্য কেবল আল্লাহকেই ডাকত।
আল্লাহ এই খেদমত ক্ব কবুল করুন,, যাজাকাল্লাহু খয়রন
গভীর আলোচনা । উপলব্ধি সম্পন্ন হৃদয়ের প্রয়োজন বুঝার জন্য ।
প্রিয় শায়েখ আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক আমিন
ধন্যবাদ এরকম সুন্দর লেকচার আমাদের অনুবাদ করে উপহার দেওয়ার জন্য❤
আল্লাহ আমাদের প্রাণ প্রিয় এই বাংলা ডাবিং করা ভাই, কে সুস্থ্য রাখুক,,,আল্লাহ তার পরিবারকে ভাল রাখুক,,,,,,, ❤❤❤❤❤
খুতবায় যে আয়াতগুলো আলোচনা করা হয়েছে-
তোমার প্রতিপালক বেশি জানেন কে তাঁর পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর সঠিক পথপ্রাপ্তদেরকেও তিনি ভাল করে জানেন।
অতএব তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করো না।
তারা চায় যে, তুমি যদি নমনীয় হও, তবে তারাও নমনীয় হবে,
তুমি তার অনুসরণ কর না, যে বেশি বেশি কসম খায় আর যে (বার বার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে) লাঞ্ছিত।
যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে,
যে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,
কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত।
কারণ সে সম্পদ আর (অনেক) সন্তানাদির অধিকারী।
(৬৮: ৭-১৪)
অরিজিনাল ভিডিওর লিংক দিয়ে দিবেন, যারা ইংরেজি বুঝতে পারে তারা অরিজিনাল ভিডিও দেখবে`
আলহামদুলিল্লাহ নতুন লেকচার অনেক ধন্যবাদ ডাবিংকৃত ভাইকে
মাশা-আল্লাহ, আল্লাহ উনার হায়াতে বারাকাহ দান করুন।
জানি সেরা লেকচার। আলহামদুলিল্লাহ ❤️
মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ
অসাধারণ আলোচনা ❤
আল্লাহর জন্যই প্রিয় ভাই টিকে খুব খুব ভালবাসি।
মন প্রশান্তি হলো। মস্তিষ্কে চিন্তার দুয়ার খুলে গেল।
অসাধারণ আলোচনা।
মৃত্যুর চিন্তা পৃথিবীর সমস্ত সুখের টেস্ট নষ্ট করে। আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি। তা না হলে পৃথিবীর সুখ আমাদেরকে গ্রাস করে ফেলবে এবং পরকাল ক্ষতিগ্রস্ত করবে। মৃত্যু আমাদেরকে ধরবেই। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার তৌফিক দিন। আমিন।
জাজাকাল্লাহ্।
জাজাকাল্লাহ
মহান আল্লাহতায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। l❤🇧🇩❤️
আমিন ❤❤❤
মাশাআল্লাহ, অসাধারণ আলোচনা।
আলহামদুলিল্লাহ
🤔 অনেক সুন্দর তথ্য....👍🤔 অনেক সুন্দর তথ্য ও আলোচনা।
.... আলহামদুলিল্লাহ্ 👍🌹🌹
aj uplode hobe sir
আলহামদুলিল্লাহ😍😍
আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদ সাঃ ❤😊
এই আলোচনার নোট দিলে খুব বেশি উপকৃত হতাম। আশা করি আলোচনার নোট দিবেন ইনশাআল্লাহ৷
জাযাকাল্লাহ
🤔 অনেক সুন্দর তথ্য ও আলোচনা।
.... আলহামদুলিল্লাহ্ 👍🌹
My legend teacher,
Jajakallahu Khairun
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান।
জাজাকাল্লাহ খাইরান
সুবহানাল্লাহ ❤
আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খইরান।
❤ খুব প্রশান্তি পেল নিয়ামত আলী স্যারের বক্তব্য শুনে❤
নোমান আলী
ভালোবাসি তাকে আল্লাহর জন্য❤❤
তার লেকচার অনেক ভালো লাগে
আলহামদুলিল্লাহ আমিও পেয়েছি
মাসাআল্লা🌹
আলহামদুলিল্লাহ ❤❤❤❤❤❤
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে
মহান আরশের উরধে সমুন্নত,
সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
কোথাও কিছু নেই আল্লাহ্র মতো।
আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । ♥♥♥
সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র
সকল ক্ষমতা ও সকল রাজত্ব,
সুন্দর নাম, পূর্ণ গুণ একমাত্র আল্লাহ্র
বিশুদ্ধ ও অবিভাজ্য তাঁরই একত্ব।
কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা
...////////////////////
SubhanAllah❤
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
এই কন্ঠের লোকটা কে দেখতে চাই
❤#NoumanAliKhan
alhamdulillah sovhanalla 🤲❤️
-লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসুলুল্লাহ (সাঃ)😘
جزاک اللہ خیرا کثیرا واحسن الجزاء فی الدارین
ওস্তাদ এর নতুন ভিডিও, এ যেন মরুভূমিতে পানির উৎস ❤❤❤
alhamdulillah . manus chenar advut upai . khub sundor lecture .
উহিব্বুকা ফিল্লাহ
জাযাকাল্লাহু খইরন
এই চ্যানেলে যখনই কোন ওস্তাদ নোমান আলী খান ভাইয়ের লেকচার আসে না শোনে থাকতে পারিনা ❤
জাযাকাল্লাহু খাইর
Alhamdulillah. Thanks to all who dubbing this wonderful video
প্রিয় শাইখ ❤❤
মাশাল্লাহ
Mashaallah
Amin amin amin
May Allah bless you and your family Ameen
I love this all lecture , and I learn something new from here.🌸
সুবহানাল্লাহ
Jazakkallah ❤NakInBangla Team
❤❤❤ from me to all muslim ummah.
jajakallah khairan vaijan
কেমন যেন বাংলাদেশের রাজনীতির সাথে মিলে যাচ্ছে ভাই 😮
ফিলিস্তিনের মানুষের পক্ষে কোন বয়ান শুনি নাই এটা দুঃখ জনক😢😢
আলহামদুলিল্লাহ তিনি বলেছে হয়তো আপনার তা দেখেননি।
ধন্যবাদ আপনাকে উস্তাদ 😊😊
It's was awesome alhamdulillah ❤❤❤❤.... apnader choice onek valo ❤... sob to dekha possible na specific joruri kichur upor kaj kora lagbe... and this video fulfilled purpose successfully ❤
جزاك الله خير ❤️❤️❤️
ভালোবাসা অভিরাম
❤
❤
❤
Kokhon je sesh hoye jaii bujtei parina ❤
মাশাআললাহ
Ma Sha Allah ❤
A fresh start - Khutbah by Nouman Ali Khan.
এই ভিডিওটি বাংলায় ডাবিং করার অনুরোধ রইল।
Who brother too beautiful dub Bangla dubbing
Allhamdulliah 🌹💐
Alhamdulillah❤
ভাই প্লিজ দয়া করে সূরা মূলক এর ডাবিং টা করেন....সূরা মূলক এর নোমান আলী খানের ডাবিং আরেকজনের দেখলাম কিন্তু আপনার ডাবিং এ যে অন্তর থেকে অনুভব হয় ওই মানুষটার ডাবিং সেটা অনুভব হয় না...আর নোমান আলীর কথার সাথে তার ডাবিং মিলে না...তাই প্লিজ আপনি সূরা মূলক এর ডাবিং টা দেন...নোমান আলীর কথা গুলো একমাত্র আপনার জন্যই অন্তরের গভীর থেকে উপলব্ধি করতে পারি...আপনাকে অনেক ধন্যবাদ... আপনার এত সুন্দর ডাবিং এর জন্য অনেক অনেক উপকৃত হই
Alhamdulillah 😊
Part of jakir..massaallah..
بتوفيق إنشاء الله أخي الكريم 👍❤
From Bangladesh..
আমার কলিজার ভাই
সুব হানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওয়ালা ওয়া লা ক্কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাঘফিরুল্লাহ আস্তাঘফিরুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাঘফিরুল্লাহ
আমিন
alhamdulillah
আসসালামু আলাইকুম,
সুরাহ কাহাফের তাফসীর চাইই
আমি ভয় পাচ্ছি 😥
Great
Love you brother
❤❤Nak Bangla❤❤
Fast like and comment ❤
7251D 16:51 05MUH1446 18:47
মালয়েশিয়া থেকে শুনছি ❤
আপনি কথা থেকে শুনছেন?
আমিও শুনতেছি
আলহামদুলিল্লাহ, নতুন ভিডিও
Oh amar allah 😢tumi khuthai
Alhamdulilla
اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ
Emn manus,,,,jodi ghorer vetor thake?
prio vai amar salam niben, apna k allah subhana talar jonno valobashi, please amar jonno dua korben, kenona ami 3 - 4 bosor jabot depresion a vugsi , a jonno ami mara jete cai , jeno ami a nikkristo jibon teke mukti pai , ami bangladeshi
আসসালামুয়ালাইকুম
কেউ কি আমাকে বলতে পারবে উনি শুরুতে কি বলেন, উনি যা বলেন শুরূতে তা কোথায় পাব আর আমি এর অর্থ জানতে চাই 😊।