Barrister Sumon's statement about Prime Minister Sheikh Hasina

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Barrister Sumon's statement about Prime Minister Sheikh Hasina
    #barristersumon #পদত্যাগ #bdnews #bdparliament
    সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রাতে তাকে যুবলীগ থেকে অব্যাহতি দেয়ার কথা গণমাধ্যমকে জানান যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেন, জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ নিয়ে কটাক্ষ করায় ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
    উল্লেখ্য, শরীয়তপুরের পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিনের একটি অনুষ্ঠানে ‘জয়বাংলা’ স্লোগান দেন। ওই ওসির সমালোচনা করতে গিয়ে আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গত শুক্রবার নিজ ফেসবুক থেকে লাইভে আসেন। এসময় সুমন বলেন, ‘আপনারা জানেন যে গতকালকে (৫ আগস্ট) শেখ কামাল সাহেবের জন্মদিনে শরীয়তপুরের পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেনের আওয়ামী লীগের দলীয় স্লোগান দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই জিনিসটা দেখার পর আমার কাছে মনে হয়েছে দু-একটা কথা বলা দরকার।’
    সুমন বলেন, ‘আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে, বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান দেয়ার মানুষ কী এতই কম যে একজন ওসি সাহেবের এই স্লোগান দিতে হবে।’ যুবলীগের দায়িত্বে থাকা আইনজীবী ব্যারিস্টার সুমনের এই লাইভ ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা। জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
    সম্প্রতি জয় বাংলা স্লোগান কে কেন্দ্র করে বিতর্কের জন্ম দিয়েছিলেন কেন্দ্রীয় যুবলীগের এ নেতা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত কয়দিন ধরে চলছিল ব্যাপক সমালোচনা। বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার বহিষ্কার পর্যন্তও চাচ্ছিলেন।
    জানা যায়, গত বৃহস্পতিবার শরিয়তপুরের পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপনের সময় স্লোগান ধরেন। আর স্লোগান ধরা নিয়ে ব্যারিস্টার সুমন ফেসবুকে একটি লাইভ করেন। সেখানে তিনি বলেন, একজন সরকারী কর্মকর্তা রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় কোন রাজনৈতিক দলের স্লোগান দিতে পারেন না।
    উল্লেখ্য, জয় বাংলা কোন দলীয় স্লোগান নয়। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের রিটের প্রেক্ষিতে ২০২০ সালের মার্চ মাসে হাইকোর্ট 'জয় বাংলা' কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেন।
    সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে অব্যাহতি দিয়েছে যুবলীগ। শনিবার (৭ আগস্ট) রাতে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বাংলাভিশন ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন।
    তিনি জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
    সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় স্লোগান দেওয়ায় শরীয়তপুরের পালং মডেল থানার ওসির তীব্র সমালোচনা করেন ব্যারিস্টার সুমন। এই কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে কি-না, জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, এই ঘটনাটা তো আপনারা জানেনই। এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলোর কারণ দর্শাতে তাঁকে নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু তিনি সন্তোষজনক জবাব দিতে না পারায় যুবলীগ তাঁকে অব্যাহতি দিয়েছে।
    বিভিন্ন সময়ে নানান ইস্যুতে ফেসবুক লাইভ করে আলোচনায় আসেন ব্যারিস্টার সুমন। তবে যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদকের পদ পাওয়ার পর তিনি লাইভ কমিয়ে দেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়। তবে সুমন দাবি করেন, তিনি বরাবরই প্রতিবাদী। যেকোনো অসংগতি সামনে এলে তিনি প্রতিবাদ করেন।
    সম্প্রতি আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং রাজনৈতিক স্লোগান দেওয়ায় শরীয়তপুরের পালং মডেল থানার ওসি আকতার হোসেন-এর তীব্র সমালোচনা করেও আলোচনায় আসেন ব্যারিস্টার সুমন। একইসংগে ওসির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায়ও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, সরকারি কর্মকর্তাদের যে নীতিমালা বা আইন রয়েছে, সেটির ব্যত্যয় ঘটানোর পরও তিনি এখনও ওই জায়গাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। একটা জিনিস কী জানেন? মায়ের চেয়ে যখন মাসির দরদ বেশি হয়, তখন বুঝে নেবেন আপনার অবস্থা কিন্তু ভালো না।
    ব্যারিস্টার সুমনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। নিজের উপজেলায়, তারপর ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে পড়াশোনা শেষ করে বর্তমানে আইনজীবী পেশায় আছেন।
    গত বছরের নভেম্বরে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা হয় ব্যারিস্টার সুমনের। তাঁকে আইন বিষয়ক সম্পাদক করা হয়।
    #BarristerSumon
    #SyedSayedulHaqueSumon
    #Bangladesh
    #Lawyer
    #HumanRights
    #SupremeCourt
    Barrister Sumon
    Syed Sayedul Haque Sumon
    Bangladeshi lawyer
    Human rights advocate
    Supreme Court of Bangladesh
    Related searches
    ব্যারিস্টার সুমন এর ফোন নাম্বার
    ব্যারিস্টার সুমন এর চেম্বার
    ব্যারিস্টার সুমন উইকিপিডিয়া
    ব্যারিস্টার সুমন এর পরিচয়
    ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফোন নাম্বার
    ব্যারিস্টার সুমন এর সাথে যোগাযোগ
    ব্যারিস্টার সুমন ফেসবুক
    ব্যারিস্টার সুমন এর রাজনৈতিক পরিচয়

Комментарии • 384