ধন্যবাদ ভাই। আসলে আমি ভিডিও করি ফোন দিয়ে আর কোন এডিট করা হয় না। আর ব্যক্তিগত ভাবে আমি নিজে একজন তরুন কৃষি উদ্দ্যক্তা এবং চাষী। তাই আমার যে সমস্যা গুলা হয় এবং যে সব ফরমুলা ফলো করি সেটাই আমি ভিডিওতে বলি যাতে অন্যরা এটা দেখে উপকৃত হয়। ইনশাল্লাহ সামনে আরো গুরুত্বপূর্ন বিষয়ে ভিডিও দেবো সবার জানার জন্য বুঝার জন্য। দোয়া করবেন।
ভাই মুকুল আসলে কোন কীটনাশক স্পে করা যাবে না। করলে পরাগায়ন কারী পোকা গুলা মারা যাবে। তবে তখন গাছের গোড়াতে আপনি সার হিসেবে ডিএপি সহ পটাশ দিতে পারেন। আর ফুল থেকে ফলের গুটি হলে তখন আপনি ছত্রাকনাশক সহ কুইক পটাশ স্পে করতে পারেন। তাহলে ফল ঝরবে না
স্কোর স্পে করতে পারেন। তাতে ফল ঝড়বে না। সাথে গাছের গোড়াতে রস যেন থাকে। গাছের গোড়া শুকনা হয়ে গেলে কিন্তু যতই স্পে দিন কাজে আসবে না। স্পে দেবার পাশা পাশি গোড়ায় জৈব সার সাথে পটাশ দিবেন
ভাই আমি তো চারা বিক্রি করি না। তবে আপনার এলাকাতে যে সব নার্সারি আছে সেখানে গিয়ে খোজ নিতে পারেন। মুকুল সহ চারা গুলা দাম একটু বেশি নেবে তবে ২৫০/৩০০ এর বেশি হবার কথা না
Katimon gacher gora theke ek dhoroner atha ber hochhe....ei atha ber howa bondho korte ki korte hobe pls ektu upay bole din..er jnno ki gacher ki kono khoti hote pare ..
গাছে এমন আঠা বাহির হলে গাছের বাকল মারা যাবে সাথে গাছও মারা যেতে পারে শুকিয়ে। আপনি গাছের গোড়াতে মানে মাটির উপর থেকে গাছের পেরিফেরি ডাল পযন্ত ম্যানগ্রোজেব দিয়ে মাখিয়ে দিতে পারেন অথবা বৈদ্ধ পেস্ট মাখিয়ে দিতে পারেন। আমার কাটিমন আম নিয়ে যে ভিডিও টা আছে সেটা দেখতে পারেন। সেখানে দেখবেন কেমন করে গাছে ম্যানগ্রোজেব দিয়ে পেস্ট করে লাগাইছি
ভাই গাছের সাইজ অনুসারে টব নিন। তবে চেষ্টা করবেন বড় ধরনের টব নিতে কারন আম গাছ তো বড় হয়, সাথে মোটাও হয়। তাই গাছের জন্য অবশ্যই বড় সাইজের টব নেবার চেষ্টা করবেন
গাছের গোড়াতে একটু মাটি আলগা করে পটাশ আর বোরন মিশে দিতে পারবেন। এছাড়াও কুইক পটাশ নামে একটা পটাশ পাওয়া যায় যেটা আপনি বোরন এর সাথে পানিতে গুলে স্পে করে দিতে পারবেন।
@@SmartKrishokBD আর মৌ পিঁপড়ার হাত থেকে কিভাবে মুক্তি পাবো। একেবারে গাছের গোড়ায় মাটিতে বসবাস করে বিকেল বেলা বেয়ে বেয়ে গাছে উঠে মুকুল গুলো জরিয়ে থাকে।
@@isratfatima3194 আপনি এই সমস্যার সমাধানের জন্য নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন। আমার কখনো এমন সমস্যা হয় নি। এমনি আপনাকে কিছু না জেনে কোন পরামর্শ দিয়ে ক্ষতি করতে চাই না। তাই আপনি একটু কৃষি অফিসে যোগাযোগ করলে ভালো হয়।
ভাই আমি কাটিমন আম নিয়ে অনেক ভিডিও দেখলাম। কারো মতে এটি অনেক ভালো একটা জাত আবার কারো মতে এটা একটা সর্বনাশা জাত। আমি কাটিমন আম গাছ নিয়ে আপনের মন্তব্য জানতে চাই।
ভাই মাটিকে ভালো বাসলে মাটি আপনাকে হতাশ করবে না। আমি পড়াশুনা শেষ করে এখন কৃষি নিয়ে পরে আছি। আর এখানে আসার পরে একটা বিষয়ে ভালো ভাবে বুঝতে পারলাম সেটা হলো কৃষিই একমাত্র সেক্টর যেখানে আপনি পরিশ্রম করার পরে ফল পাবেনই পাবেন ইনশাল্লাহ। হোক সেটা কম বা বেশি। আপনি আমার চ্যানেল এর ভিডিও গুলা দেখতে পারেন। আমি আপনাকে বলবো না আগেই বাগান করেন। আমার বাগানের বয়স দুবছর হবে জানুয়ারি মাসের 10 তারিখে। কাটিমন আম নিয়ে যে ভিডিও গুলা আছে সেগুলা দেখবেন আশা করি। তািই বুঝতে পারবেন কাটিমন আম চাষ করা যাবে কি যাবে না।
প্রুনিং করা যাবে। তবে শীতের সময় না করাই ভালো। কারন এখন প্রুনিং করলে নতুন কান্ড আসতে দেরি হবে। তাই গাছের গোথ বেশি হবে না। তাই চেষ্টা করবেন শীত শেষে প্রুনিং করতে
ভাই প্রায় সব ফল গাছেই একই রকম খাবার দিতে হয়। তবে চেষ্টা করবেন গাছে জৈব সার বেশি দিতে। আর তার সাথে রাসায়নিক সার হিসেবে DAP, পটাশ দিতে পারেন বোরন মিক্স করে। তবে হ্যা বোরন সব সময় স্বাভাবিক মাত্রায় দিবেন। বেশি দিলে কিন্তু ফল আবার ঝড়ে যেতে পারে।
একবছরের গাছের জন্য তেমন বেশি দেওয়া যাবে না। 30/35 গ্রাম পটাশ, 10/12 গ্রাম বোরন, 40/50 গ্রাম ডিএপি দিলেই হবে। তবে সব সময় চেষ্টা করবেন গোড়াতে জৈব সার বেশি দিতে।
ভাই আমার গাছের বয়স কেবল দুবছর হলো। আমার জানা মতে গাছের বয়স যত বাড়বে ফলন তত বেশ হবে। এমনকি আমার দেখা চুয়াডাংগা এক ভাইয়ের বাগানে গিয়ে দেখছি তার বাগানের বয়স 6 বছর সেখানে আম আছে। েএছাড়াও আমি যার হাত ধরে এই কাটিমন আমের বাগান করছি তার গাছের বয়স 4 বছর । তার বাগানেও সারা বছর আম আছে। গাছের বয়স যখন কম থাকে তখনই সব গাছে ফল কম হয় এটাই স্বাভাবিক। 5/7 বছর পরে ফল বেশি হবার কথা। কিন্তু আপনি বলছেন ফল কম হয় এমন কি হয়ই না। আমি কাউকে বাগান করতে বলিনি। এমন কি চারাও বিক্রি করা আমার ধান্দা না। আমাকে কেউ বলতেও পারবে না আমি কাউকে বলছি কোন দিন চারা বিক্রি করবো বা করতেছি। আমার নিজের অভিজ্ঞতা সেয়ার করি । এমন কি কাউকে বলিনি যে আমার ইউটিউব চ্যানেল সাবস্কাইব করতে হবে। আমি যা করে গাছে ফল পাচ্ছি সেটাই সবার সাথে সেয়ার করি। এতে কাউকে আমি প্রতারিত করছি না।
জি পারবেন। আর এখন যেহেতু শীত আছে তাই খেয়াল রাখবেন গাছের পাতা পুরে যাবার মত হচ্ছে কিনা। তাই গাছের গোড়াতে নিয়মিত পানি দেবার চেষ্টা করবেন হালকা করে। আবার জৈব যেদিন দেবেন সেদিন পানি দেবেন না। তাহলে কিন্তু গাছের গোড়াতে পোচন ধরবে।
ভাই ছত্রাকনাশক হিসেবে তো সবাই ম্যানগ্রোজেব স্পে করে। তবে ফুলে তো সেটা স্পে করা হয় না। ফল গাছের পাতায় স্পে করতে হয় তাও আবার ফল একটু বড় হবার পরে। ফুলের সময় পিজিআর গ্রুপের কোন একটা স্পে দিতে হয় সাথে বোরন দিতে হয়
সাধারণ ভাবে অসাধারণ তথ্য সমৃদ্ধ ভিডিও
ধন্যবাদ ভাই। আসলে আমি ভিডিও করি ফোন দিয়ে আর কোন এডিট করা হয় না। আর ব্যক্তিগত ভাবে আমি নিজে একজন তরুন কৃষি উদ্দ্যক্তা এবং চাষী। তাই আমার যে সমস্যা গুলা হয় এবং যে সব ফরমুলা ফলো করি সেটাই আমি ভিডিওতে বলি যাতে অন্যরা এটা দেখে উপকৃত হয়। ইনশাল্লাহ সামনে আরো গুরুত্বপূর্ন বিষয়ে ভিডিও দেবো সবার জানার জন্য বুঝার জন্য। দোয়া করবেন।
বাস্তব , কোন বাড়তি কথা নাই।
Vai apnar narchari ta kothai
Nice video
Amar chadbaganer katimon gacher 9 mas boyos, kintu mukul ase ni, ki kori
আপনার গাছ কি আসলেই কাটিমন সেটা আগে নিশ্চিত হবেন। আর কাটিমন গাছের গোড়াতে জৈব সার সহ পযাপ্ত সার দিন। আশা করা যায় মুকুল আসবে।
কাটিমন গাছের মুকুল আসলে কি স্প্রে করতে হবে এবং কখন কি কি সার প্রয়োগ করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও বানান প্লীজ আশা করি ভিডিও পাব
ভাই মুকুল আসলে কোন কীটনাশক স্পে করা যাবে না। করলে পরাগায়ন কারী পোকা গুলা মারা যাবে। তবে তখন গাছের গোড়াতে আপনি সার হিসেবে ডিএপি সহ পটাশ দিতে পারেন। আর ফুল থেকে ফলের গুটি হলে তখন আপনি ছত্রাকনাশক সহ কুইক পটাশ স্পে করতে পারেন। তাহলে ফল ঝরবে না
মুকুল আসার পর কি সার পানি দেওয়া যাবে?
দিতে পারবেন। তবে গাছের গোড়াতে যেন পানি জমে না থাকে সে দিকে খেয়াল রাখবেন। আর পানি দেবার পরে পটাশ সার সহ DAP সার দিবেন
ভাই কি স্প্রে করতে হবে
স্কোর স্পে করতে পারেন। তাতে ফল ঝড়বে না। সাথে গাছের গোড়াতে রস যেন থাকে। গাছের গোড়া শুকনা হয়ে গেলে কিন্তু যতই স্পে দিন কাজে আসবে না। স্পে দেবার পাশা পাশি গোড়ায় জৈব সার সাথে পটাশ দিবেন
শীত কালে মুকুল আনার জন্য কি করা লাগবে ভাই
শীতকালে মূলত গাছের গোড়া শুষ্ক থাকে। চেষ্টা করবেন নিয়মিত পানি দিতে গোড়াতে। আর সঠিক ভাবে প্রুনিং করে দিবেন এবং প্রজনীয় সার দেবেন।
কাটিমন নিয়ে আপনার অভিজ্ঞতা দুই বছরের কম। তাই আপনার মতামত গ্রহণ করা যাচ্ছে না। দশ বছর অভিজ্ঞতা হোক। তারপর বিশেষজ্ঞের মতামত দেন।
ভাই আমার কাটিমন আম গাছে গোটি আসে কিন্তু জরে ডায়া
বোরন স্পে করতে হবে সাথে পটাশ দিতে হবে গোড়াতে
Vai apnar shathe kichu kotha chilo,,ami 500 gach lagiyeci katimon,,
facebook.com/SmartKrishikAgro ফেসবুকে নক দিয়েন
মুকুল সহ প্রতি পিস গাছ দাম কতো।
ভাই আমি তো চারা বিক্রি করি না। তবে আপনার এলাকাতে যে সব নার্সারি আছে সেখানে গিয়ে খোজ নিতে পারেন। মুকুল সহ চারা গুলা দাম একটু বেশি নেবে তবে ২৫০/৩০০ এর বেশি হবার কথা না
akon saar deya jabe
দেওয়া যাবে ভাই তবে গাছর গোড়ায় পানি দিয়ে তার পর সার দিলে ভালো হবে
Katimon gacher gora theke ek dhoroner atha ber hochhe....ei atha ber howa bondho korte ki korte hobe pls ektu upay bole din..er jnno ki gacher ki kono khoti hote pare ..
গাছে এমন আঠা বাহির হলে গাছের বাকল মারা যাবে সাথে গাছও মারা যেতে পারে শুকিয়ে। আপনি গাছের গোড়াতে মানে মাটির উপর থেকে গাছের পেরিফেরি ডাল পযন্ত ম্যানগ্রোজেব দিয়ে মাখিয়ে দিতে পারেন অথবা বৈদ্ধ পেস্ট মাখিয়ে দিতে পারেন। আমার কাটিমন আম নিয়ে যে ভিডিও টা আছে সেটা দেখতে পারেন। সেখানে দেখবেন কেমন করে গাছে ম্যানগ্রোজেব দিয়ে পেস্ট করে লাগাইছি
@@SmartKrishokBD osonkhyo dhonnobad 🙏🙏🙏
কাটিমুন আমগাছ কত বড় হয় এবং কত উচু হয়ে থাকে।
গাছ সাধারন কলম গাছের মতই বড় হয়, তবে প্রুনিং করে দিলে গাছ ছোট থাকে এবং ঝোপালো হয় এবং ফল বেশি আসে
ভাই,টবের গাছে কোন সময়ে পটাশ,ও,,বোরন সার ব্যাবহারকরবো,আমার,দুইটি,কাটিমুন,আমগাছ,আছে,,ধন্যবাদ,,,,
সারা বছরই গাছে পটাশ ব্যবহার করতে পারবেন। আর ফল থাকলে ফলে বোরন দিবেন। চেষ্টা করবেন গাছের গোড়াতে সব সময় খাবার রাখতে। এতে সারা বছরই গাছে ফল ফুল থাকবে
ভাই মুকুল টিকে না,,,,,,কি স্প্রে দিবো? যদি একটু বলতেন
Bhai amar am gase mukul ase na katimon amer gas ki korte pari
আম গাছে কত বড় টব লাগবে
ভাই গাছের সাইজ অনুসারে টব নিন। তবে চেষ্টা করবেন বড় ধরনের টব নিতে কারন আম গাছ তো বড় হয়, সাথে মোটাও হয়। তাই গাছের জন্য অবশ্যই বড় সাইজের টব নেবার চেষ্টা করবেন
আমার ও একটা কাটিমন আম গাছ আসে ছাদে আমি কি পটাসিয়াম হিসাবে কলার খোসা ভিজিয়ে সেই পানি কি দিতে পারবো
হু দিতে পারবেন
আমার গাছে মুকুল আসে না কি করবো
গাছের গোরাতে পানি দিয়ে ডিএপি সার সহ জৈব সার দিবেন। এখন শুষ্ক মৌসুম তাই গাছে পানি দিতে হবে মাঝে মাঝে, আর সার দিতে হবে। তবে অবশ্যই ইউরিয়া দেওয়া যাবে না
আমার টবের গাছ পটাশ ও ব্রো কিভাবে দিবো।
গাছের গোড়াতে একটু মাটি আলগা করে পটাশ আর বোরন মিশে দিতে পারবেন। এছাড়াও কুইক পটাশ নামে একটা পটাশ পাওয়া যায় যেটা আপনি বোরন এর সাথে পানিতে গুলে স্পে করে দিতে পারবেন।
@@SmartKrishokBD আর মৌ পিঁপড়ার হাত থেকে কিভাবে মুক্তি পাবো। একেবারে গাছের গোড়ায় মাটিতে বসবাস করে বিকেল বেলা বেয়ে বেয়ে গাছে উঠে মুকুল গুলো জরিয়ে থাকে।
@@isratfatima3194 আপনি এই সমস্যার সমাধানের জন্য নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন। আমার কখনো এমন সমস্যা হয় নি। এমনি আপনাকে কিছু না জেনে কোন পরামর্শ দিয়ে ক্ষতি করতে চাই না। তাই আপনি একটু কৃষি অফিসে যোগাযোগ করলে ভালো হয়।
কি স্প্রে করব সেটাইতো বললেন না
আপনার উত্তর অন্য কমেন্টস এ উত্তর দিছি
ভাই আমি কাটিমন আম নিয়ে অনেক ভিডিও দেখলাম। কারো মতে এটি অনেক ভালো একটা জাত আবার কারো মতে এটা একটা সর্বনাশা জাত। আমি কাটিমন আম গাছ নিয়ে আপনের মন্তব্য জানতে চাই।
ভাই মাটিকে ভালো বাসলে মাটি আপনাকে হতাশ করবে না। আমি পড়াশুনা শেষ করে এখন কৃষি নিয়ে পরে আছি। আর এখানে আসার পরে একটা বিষয়ে ভালো ভাবে বুঝতে পারলাম সেটা হলো কৃষিই একমাত্র সেক্টর যেখানে আপনি পরিশ্রম করার পরে ফল পাবেনই পাবেন ইনশাল্লাহ। হোক সেটা কম বা বেশি। আপনি আমার চ্যানেল এর ভিডিও গুলা দেখতে পারেন। আমি আপনাকে বলবো না আগেই বাগান করেন। আমার বাগানের বয়স দুবছর হবে জানুয়ারি মাসের 10 তারিখে। কাটিমন আম নিয়ে যে ভিডিও গুলা আছে সেগুলা দেখবেন আশা করি। তািই বুঝতে পারবেন কাটিমন আম চাষ করা যাবে কি যাবে না।
Bhai katimon gach ki akn prune kora jabe?
প্রুনিং করা যাবে। তবে শীতের সময় না করাই ভালো। কারন এখন প্রুনিং করলে নতুন কান্ড আসতে দেরি হবে। তাই গাছের গোথ বেশি হবে না। তাই চেষ্টা করবেন শীত শেষে প্রুনিং করতে
Nice
এখন আপনার কি অবস্থা এবং আপনার সাথে যোগাযোগ করার কোন উপায় আছে কি?
ভাই,মুকুল ছারা যেই গাছটি দেখাইলেন,মুকুল,আসবে,এই মুকুল আসা সময়ের,তার,কতদিন,আগে,গাছকে খাবার দিবো,,টবেরকাটিমুন,আমগাছ,,ধন্যবাদ,,,
মুকুল আসার আগে গাছে সার দেবেন সাথে পটাশ দেবেন অবশ্যই। মুকুল আসার মাস খানেক আগে সার পানি দেবেন সাথে যদি পারেন জৈব সার দেবেন নিয়মিত
আপনি কি চারা ও বিক্রি করেন
না ভাই
ভাইয়া গাছে মুকুল দেখা দিলে কি করতে হবে কোনো কিচু কি দিতে হবে যাতে মুকুল ঝড়ে না যায়,,,,,,
মুকুল থাকা অবস্থায় কি সার দিতে হয়?
মুকুল থাকা অবস্থায় তেমন সার দিতে হয় না। মুকুল থেকে যখন জাইগোট তৈরি হবে তখন বোন পটাশ দিতে পারেন গাছের গোড়াতে
ভাই,এখন,শীতের,কোন মাস,, ধন্যবাদ,,,,,
কাটিমনে কি কি খাবার দিতে হয়? দয়া করে বলবেন
ভাই প্রায় সব ফল গাছেই একই রকম খাবার দিতে হয়। তবে চেষ্টা করবেন গাছে জৈব সার বেশি দিতে। আর তার সাথে রাসায়নিক সার হিসেবে DAP, পটাশ দিতে পারেন বোরন মিক্স করে। তবে হ্যা বোরন সব সময় স্বাভাবিক মাত্রায় দিবেন। বেশি দিলে কিন্তু ফল আবার ঝড়ে যেতে পারে।
Vaia tobe ba drame ki potas,boron dite pari kono problem hobe na.
না
তিন বছর হল কাটিমন লাগিয়েছি এখনো মুকুল আসে নাই। কিভাবে গাছের যত্ন নিব পরামর্শ দেন।
গাছের গোড়াতে পর্যাপ্ত জৈবসার সাথে পটাশ বোরন দিন। আর গাছের পাতাতে পিজিআর বা ভিটামিন জাতিয় রাসায়নিক স্পে করুন।
ভাই এক বছরের কাটিমন আমগাছে পটাসবোরন ডিএপি কতটুক কোরে দেব গাছটি বারমাসি আম গাছ আর একটা হিম সাগর আম গাছ সেটা দুইবছরের সেটাতে কতটুকু দেব
একবছরের গাছের জন্য তেমন বেশি দেওয়া যাবে না। 30/35 গ্রাম পটাশ, 10/12 গ্রাম বোরন, 40/50 গ্রাম ডিএপি দিলেই হবে। তবে সব সময় চেষ্টা করবেন গোড়াতে জৈব সার বেশি দিতে।
Bagging kora niea video diben.
Dhonnobad vhai.
ইনশাল্লাহ সামনে আরো ভিডিও আসবে সাথে আম ব্যাগিং নিয়েও ভিডিও দেবো।
Please bhai aponar movil no deven amar am gaser jonno kiso bolar ase
Saidur Spain EU
@@saidurrahman729 01613401041
ভাই,ড্রামের কাটি মুন,আমগাছ টিতে সেপ্টেম্বরে মুকুলএসেছিলো,ভেঙে দিয়ে ছিলাম, এখন,নভেম্বর মাস,শেষ,কিন্তু মুকুল,দেখছি না এরজন্য,কিকরবো,,ধন্যবাদ,,,,
গাছের গোড়াতে পানি দিন আর সার দিন পযাপ্ত পরিমান। গাছে সার পানি ঠিক থাকলে সারা বছরই ফুল ফল থাকবে গাছে
মুকুলে মাকরসা ও পোকা লাগলে কি করতে হবে?
মাকরাসা লাগার কথা না। তার পরেও আপনার যদি লাগে তবে মাকরাসা দমন করতে হবে । আর কি ধরনের পোকা আক্রমন করছে সেটা দেখে কীটনাশক দিতে হবে।
@@SmartKrishokBD সাদা মাকড়সা প্রতিদিন জাল বিস্তার করে, মুকলে পেচিয়ে থাকে লম্বা পোকা, তারপর হলুদ কাল রঙের পোকা। ছবি তোলা হয় নাই।
ভাই আমার ছাদে একটা কাটিমন আমের গাছ লাগিয়েছি সিজনের সময় মুকুল ও ফল আসে কিন্তু অন্য কোন সময় মুকুল আসে না কি করলে অন্য সময় মুকুল ও ফল আসবে
দয়া করে গাছে জৈব সার ব্যবহার করুন বেশি করে সাথে রাসায়নিক সার হিসেবে পটাশ দিন। আশা করি ফল সারা বছর পাবেন েইনশাল্লাহ
What is the yield per tree?
At present the age of the tree is 2 years, so the yield per tree is 5 to 6 kg, the third time
@@SmartKrishokBD
Thanks for your answer, which one is better katimon or bari-11?
@@warfaageeddi3128 Barry 11 yields more butt katimon is fun to eat. And the taste is better than both.
পিঁপড়ার হাত থেকে কিভাবে মুক্তি পাবো।
প্রথম দুবছর আম ধরে। পরে ধরা অনিয়মিত হতে হতে এক৷ পর্যায়ে বন্ধ হয়ে যায়। আপনি কি ৬-৭ বছর বয়সী কাটিমন গাছে আম দেখাতে পারবেন?
ভাই আমার গাছের বয়স কেবল দুবছর হলো। আমার জানা মতে গাছের বয়স যত বাড়বে ফলন তত বেশ হবে। এমনকি আমার দেখা চুয়াডাংগা এক ভাইয়ের বাগানে গিয়ে দেখছি তার বাগানের বয়স 6 বছর সেখানে আম আছে। েএছাড়াও আমি যার হাত ধরে এই কাটিমন আমের বাগান করছি তার গাছের বয়স 4 বছর । তার বাগানেও সারা বছর আম আছে। গাছের বয়স যখন কম থাকে তখনই সব গাছে ফল কম হয় এটাই স্বাভাবিক। 5/7 বছর পরে ফল বেশি হবার কথা। কিন্তু আপনি বলছেন ফল কম হয় এমন কি হয়ই না। আমি কাউকে বাগান করতে বলিনি। এমন কি চারাও বিক্রি করা আমার ধান্দা না। আমাকে কেউ বলতেও পারবে না আমি কাউকে বলছি কোন দিন চারা বিক্রি করবো বা করতেছি। আমার নিজের অভিজ্ঞতা সেয়ার করি । এমন কি কাউকে বলিনি যে আমার ইউটিউব চ্যানেল সাবস্কাইব করতে হবে। আমি যা করে গাছে ফল পাচ্ছি সেটাই সবার সাথে সেয়ার করি। এতে কাউকে আমি প্রতারিত করছি না।
আমি ডিসেম্বরের ১ তারিখে কাটিমন আম গাছ টবে বসিয়েছি। এখন কি গাছে জৈব সার দেয়া যাবে? জানালে উপকৃত হব। ভালো থাকবেন।🙏
জি পারবেন। আর এখন যেহেতু শীত আছে তাই খেয়াল রাখবেন গাছের পাতা পুরে যাবার মত হচ্ছে কিনা। তাই গাছের গোড়াতে নিয়মিত পানি দেবার চেষ্টা করবেন হালকা করে। আবার জৈব যেদিন দেবেন সেদিন পানি দেবেন না। তাহলে কিন্তু গাছের গোড়াতে পোচন ধরবে।
@@SmartKrishokBD জৈব সার দেবার কয়দিন পরে গাছে জল দেবো?
@@swapnadhar5365 পানি দেবার পরে একদিন বা দুদিন পরে জৈব দেবেন...েএমন কি পানি দেবার একদিন বা দুদিন পরে গোড়াতে যে কোন সার দেবেন
@@SmartKrishokBD ধন্যবাদ!🙏
Tab e khub beshi aam hoi, eman ekti gacher nam balun na , catimon chara , please.
সিজনাল না হয়ে বারমাসি হলে বারি ৪ লাগান, বেশি আম পাবেন
কাটিমনের কথা বলে দয়া করে আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না। অনেক ক্ষতি করেছেন। আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি।
আপনি তো আসল কথাটাই বললেন না।
কি ছত্রাক স্প্রে করেন।
ভাই ছত্রাকনাশক হিসেবে তো সবাই ম্যানগ্রোজেব স্পে করে। তবে ফুলে তো সেটা স্পে করা হয় না। ফল গাছের পাতায় স্পে করতে হয় তাও আবার ফল একটু বড় হবার পরে। ফুলের সময় পিজিআর গ্রুপের কোন একটা স্পে দিতে হয় সাথে বোরন দিতে হয়
ভাই আগেতো বলছিলাম গাছে রং দিলেন,এখন বলি গাছের লাগিয়েছেন জেই মিকচার এরনামটা লিখেদেন্, আমি সৌদি থেকে বাবাকে দিয়ে বাগান করিয়েছি তাই সব বলেদিতে হয় ্আমার গাছে মোকোল আসছে আপনার ভিডিও দেখে ওপকিত হই।
মিকচার বলতে তেমন কিছুই নাই। শুধু ম্যাংগ্রোজেব গ্রুপের ছত্রাক নাশক। যেমন সিনজেন্টার জ্যাস, এছাও বিভিন্ন কোম্পানির ব্লুজেব , এগুলাই দেবেন।
আপনার সাথে যোগাযোগ করতে চাই। মোবাইল নাম্বার দিন। আমার কিছু চারা দরকার।
দুঃখিত আমি চারা বিক্রি করি না। আপনার নিকটস্থ কোন বাগান বা নার্সারি হতে দেখে শুনে চারা কিনবেন। ফল দেখে তার পরে চারা কিনবেন। নয়তো প্রতারিত হতে পারেন
আপনার নাম্বার টা দেন
ভাই ফোন নাম্বার টা দিবেন
Balar am
Cagol
ফালতু পোস্ট।
কাজের কথা না বলে এতো বেশি কথা বলেন ভিডিওতে। আর আপনার কোন অভিজ্ঞতাই নাই
Baje video