পোল্যান্ডে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের বেতন কতো? Salary Structures in Different Sectors in Poland

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 152

  • @beautifulworld4973
    @beautifulworld4973 Год назад +2

    5:21 ভাই আপনার কথা ১০০% ঠিক,এবং সময় উপযোগী। ঝামেলাটা হলো আমাদের দেশের মানুষ বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে ইউরোপের দেশগুলোতে যেতে চায় এবং যায়।দেখা যায় এদেরকে যাওয়ার সময় বেতন বলে একটা, যেয়ে পায় আরেকটা।ফলাফল হিসেবে নানান রকম ঝামেলায় গিয়ে পড়ে,আর কিছু বুদ্ধিজীবী লোক সব দেশে সব জায়গায় সব সময় থাকে এটাই স্বাভাবিক।শুভকামনা আপনাকে।

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      ধন্যবাদ আপনাকে

  • @RaizidRafsad
    @RaizidRafsad Год назад +5

    আলহামদুলিল্লাহ আমার ভাই রিসেন্টলি পোল্যান্ড গেল।
    আমিও ট্রাই করতেছি, ইনশাআল্লাহ।
    দোয়া করবেন।

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад +2

      আল্লাহ্ ভরসা, দোয়া রইলো আপনার জন্য।

    • @AlAminm-dx6ly
      @AlAminm-dx6ly Год назад

      Koto taka lagce vai

    • @RaizidRafsad
      @RaizidRafsad Год назад

      @@AlAminm-dx6ly 13.5

    • @kopil1487
      @kopil1487 10 месяцев назад

      @@RaizidRafsad vai jan kun kun khetre ei 13.5 koto tk lagse ektu jodi bolten, onek help hoito

  • @mdjamalhossine606
    @mdjamalhossine606 Год назад +4

    আপনার কথার সাথে কাজেরও মিল আছে আপনার বক্তব্যের মাধ্যমে সঠিক তথ্যটাই পেয়েছি আমরা ভাইয়া আমার একটি অনুরোধ আমার একটি ভিসা ম্যানেজ করেন কত টাকা দিলে হবে আপনার বাসায় দিয়ে আসবো আমার কথাটি হালকা ভাবে নিয়েন না ভাইয়া আমার কোন আত্মীয়-স্বজন ইউরোপে থাকে না আপনি আমার বন্ধু হয়ে হেল্প করেন

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      দুঃখিত ভাই, আমি ভিসা নিয়ে কাজ করিনা।

  • @md.mustainbillah6036
    @md.mustainbillah6036 Год назад +23

    আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনার মানসিকতার পরিবর্তন দরকার। কারণ হচ্ছে আপনার বেতন কত সেটা জানতে পারলে তার অনেক কিছুই চিন্তা করতে সহজ হয় বিশেষ করে যারা পোল্যান্ড যেতে আগ্রহী। আপনার কি মনে হয় যারা জার্মান, দক্ষিণ কোরিয়া, কানাডা এসব দেশে যারা থাকে তারা আপনাকে কমেন্ট করবে ভাই আপনার বেতন কত --? কখনই না,,,,কেন এটা অকোয়ার্ড মনে হতে পারেনি যে " আমার বেতন কত"" এই টাইটেল দিয়ে বেতন না বলে ভিডিও তৈরি করলাম। হবে না ভাই --!!!

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад +12

      যদি বাংলাদেশে পড়ালেখা করে থাকেন, তাহলে অবশ্যই কোনো এক ক্লাসে এটা পড়েছেন যে কাউকে সরাসরি তার বেতন কত এটা জিজ্ঞাসা করা এক প্রকার অভদ্রতা। কারো পোল্যান্ড নিয়ে চিন্তা করার জন্য আমি কতো টাকা বেতন পাই, সেটা জানা একদম নিরর্থক। মানুষের যেটা জানা প্রয়োজন সেটা হলো, কোন জবে সে কতো টাকা বেতন পেতে পারে এবং সেটা এই ভিডিওতে স্পষ্টভাবে বলা হয়েছে। টাইটেল দেয়ার কারণ এটাই যেসব মানুষ এইধরনের প্রশ্ন করেন তারা যেন বুঝতে পারে এই প্রশ্ন তাদের করা ঠিক না। যে কেউ প্রশ্ন করতে পারে যে, “ভাই অমুক কাজে বেতন কেমন হতে পারে”। তাই বলে আপনার বেতন কতো এই প্রশ্ন করা একদমই উচিৎ নয়। মানসিকতার পরিবর্তন আপনার দরকার। ধন্যবাদ।

    • @md.mustainbillah6036
      @md.mustainbillah6036 Год назад +3

      @@PrinceTandra জ্বি ভাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে থেকে EEE তে পড়াশোনা করছি এখন অবদি পর্যন্ত কোন শিক্ষক এমনটা বলেনি যে এটা অভদ্রতা, এই প্রথম আপনার থেকে শুনলাম। তবে এটা বলেছে যে প্রত্যেকের মেন্টালিটি এক নয়, কেউ বলবে আবার কেউ বলবে না------!! যাই হোক ভাই আমি নিজেও কোনদিন আপনার কাছে কিছু জিজ্ঞেস করিনি ---- আপনার ভিডিও দেখে মনে হলো ব্যক্তিগত মতামত শেয়ার করি তাই করলাম। প্রকৃতপক্ষে আপনার বেতন জেনে আমার কোন ফায়দা নেই।

    • @invisible5762
      @invisible5762 Год назад +5

      ​@@PrinceTandra কাউকে তার বেতন কত এটা জানতে চাওয়া অভদ্রতা সেটা কোন ক্লাসের বই এর মধ্যে পড়েছেন ভাই? যদি বলতেন তাহলে জেনে উপকৃত হতাম আর কি! আমি ইংলিশে মাস্টার্স করেছি তো তাই হয়তো পাইনি।

    • @gamingamit5263
      @gamingamit5263 Год назад

      R8 bhai

    • @Epvlogs93
      @Epvlogs93 Год назад +3

      ​@@PrinceTandraবেতন জানতে চাওয়া এটাকে আপনি কিভাবে অভদ্রতা মনে করেন? বেতন জানতে চাইলে তো আর আপনার টাকাগুলো কেউ নিয়ে যাচ্ছে না বা আপনার কোনো ক্ষতি হচ্ছে না। এতই যখন বোঝেন তাহলে আবার ইউটিউবের ব্যবসা ধরলেন কেন?

  • @NoorUddin-tj1cc
    @NoorUddin-tj1cc 8 месяцев назад +1

    ভাইয়া, পোল্যান্ড এ মোবাইল সার্ভিসিং এর কাজের চাহিদা কেমন?

  • @mxmusic9d635
    @mxmusic9d635 Год назад +2

    ভাই আমি কাতার থেকে আসতে চেষ্টা করতেছি ভাট আমার তো কোনো পরিচিত লোক নাই তার জন্য আমার কি করা দরকার।

  • @skforhadraza6391
    @skforhadraza6391 Год назад +2

    ভাইয়া আমার বয়স 18+ আমি hsc pas করছি আমি কি পোল্যান্ড এ কাজ কাজের ভিসায় যাইতে পারবো এই বয়স এ 0:14

  • @raselbisswasrb
    @raselbisswasrb Год назад

    Hi Vai, Ami plan korsi, Poland a ashar. Thanks apnar kase onek information peyesi

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      Great to know. Best wishes for you ❤️

  • @SouravKumar-rg4yj
    @SouravKumar-rg4yj Год назад +5

    if anyone want to go poland with software engineer job then what is the right roadmap?

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад +4

      Usually EU country hire experienced engineers from abroad. Tech giants like FAANG/MAANG they hires freshers as well with excellent problem solving skills.
      I would suggest to get some experience in BD company, organise your LinkedIn profile. Pass some tests in LinkedIn. Make a list of interview questions relevant to your tech stack. Now a days many companies give you tests only related to your stacks. For ex: If you are a NodeJS/typescript dev, your tech interviews will be based on that. But you should get prepared to solve some common DS/Algo problems to make yourself confident enough to a vast list of companies. And another important thing is your communication skills. I should have at least B1 level English skill. Some common general interview questions: 1. Major challenges you faced and how did you solve it? 2. Why are you leaving your current company? 3. What are you learning now? 4. What do you usually do in your free time.
      And when you get’ll get interview call. Do some research on that company. Check glassdoor and google search about their interview patterns. In glassdoor people shares their experience and some cases they directly share interview questions.

  • @mehedihasan-nt6ih
    @mehedihasan-nt6ih Год назад +3

    TNX BRO

  • @EuropeinformationBD-w4z
    @EuropeinformationBD-w4z Год назад +3

    ভাই টিআরসি পাওয়ার কতদিন পর ফ্যামিলি আনা যাবে? আরেক টা বিষয় হলো ফ্যামিলি আনতে সর্বোনিম্ন সেলারি কত লাগবে এই টা কি নির্দিষ্ট আছে, আশা করি উওর টা দিবেন ভাই

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      টিআরসি পাওয়ার সাথে সাথেই এখন ডিপেন্ডেন্ট ভিসার আবেদন করা যায়। আমার মতে সর্বনিম্ন বেতন ৬কে নাহলে খুবই এখানে ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যাবে।

  • @manjurulislam8751
    @manjurulislam8751 Год назад +1

    Ami Poland jate chassi but Kon agent Kase jabo vai.. jodi list diten vai

  • @LoveMy-bx9dg
    @LoveMy-bx9dg 9 месяцев назад

    Vai ami poland er visha neye spain e ashC kintu spain e kaj nai R amr poriCto keo poland e nai ami electricity, plambing & paint er kaj jani amr poland er vishar meyec ace 5mash ami chole ashte saC amk aktu help korte parben vai

  • @sayhossz664
    @sayhossz664 Год назад +4

    Part time job available for students? Pls reply brother

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      Akhon ektu tough pawa, but pawa jay…

    • @sayhossz664
      @sayhossz664 Год назад

      @@PrinceTandra student ar koto hour limit deya? Also masters ar por koto year ar work permit dey? Thank u for it reply

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад +1

      @@sayhossz664 students der kajer kono hr limit nai,
      Masters er por work permit lagena, apnr TRC er meyad thakle e hobe.

  • @md3753
    @md3753 Год назад +2

    আছসালামু ওয়ালাইকুম ভাইয়া পোলেন্ড জব ভিসায় এসে কেউ পড়াশোনা করতে পারবে কিনা,
    যদি পারে তার কি কি প্রস্তুতি নিয়ে আসবে

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      জি পারবে। সার্টিফিকেট গুলো মিনিস্ট্রি এটেস্টেশন করে নিয়ে আসতে হবে। আইইএলটিএস দিয়ে আসতে পারলে ভালো হবে।

  • @mdazgarali3407
    @mdazgarali3407 Год назад +2

    Vhai painter job paowa jabe

  • @HussainAhmed-l7n6o
    @HussainAhmed-l7n6o 3 месяца назад +1

    vaiya ami Qatar teke work permit a poland aste chachi ,amar IELTS a 5 point ase, poland jawar pore ki ami University tee move korte parbo and pora shuna shes a kun doroner job pabo, salary ta kemon hobe?? vaiya ans ta dile khubi upokrito hobo😊

    • @PrinceTandra
      @PrinceTandra  3 месяца назад

      হ্যা ভার্সিটিতে ভর্তি হতে পারবেন তবে অবশ্যই আপনার সার্টিফিকেট গুলো মিনিস্ট্রি থেকে লেগালাইজ করে আনতে হবে। যে বিষয়ে পড়ালেখা করবেন সে বিষয়ের জব পেতে পারেন, পাশাপাশি আপনার স্কিল এর উপর নির্ভর করে অন্য কর্পোরেট জব পাওয়ারও সুযোগ রয়েছে। স্যালারি জব/পজিশন ভেদে এক এক রকম। স্যালারি নিয়ে আমার অন্য ১ টা ভিডিও আছে। চাইলে সেটা দেখতে পারেন: ruclips.net/video/h1lpHpTXU_c/видео.htmlsi=yPI45mwIINre8FoL

  • @abuhenamdbabar5296
    @abuhenamdbabar5296 Год назад +1

    আসসালামু আলাইকুম!
    ভাইয়া, আমি আবু হেনা মোঃ বাবর।
    রোমানিয়ার PR থাকলে কি Poland এ গিয়ে বৈধভাবে কাজ করা যাবে? Please জানাবেন।

  • @merazmaksud1432
    @merazmaksud1432 Год назад +2

    ভাই আমি ওয়াক পারমিট পাওয়ার পর। পাসপোর্ট রেনু করছি। এখন আমি নতুন পাসপোর্ট নাম্বার দিয়ে আবেদন করবো,, না পুরান পাসপোর্ট এর নাম্বার দিয়ে appointment এর জন্য আবেদন করবো?

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      ওয়ার্ক পারমিট এর নাম্বার সাথে পাসপোর্ট নাম্বারের মিল থাকতে হবে।

  • @jalalmollah4320
    @jalalmollah4320 Год назад

    ভাই,আপনার নামটা বল্লেন না,আর ফেক্টোরীতে যারা কাজ করে থাকে,তাদের সেলারী মনে।হয় যা বল্লেন তার থিকে একটু হাই,আর আপেল,বা কমলা,মাল্টা, আঙ্গুর বাগানের সেলারীটা কেমন হতে পারে,জানাবেন

  • @NezamUddin-fm2uo
    @NezamUddin-fm2uo Год назад +2

    ভাই কেমন আছেন পোল্যান্ড টেইলারিং কাজের একটা ভিডিও বানালে ভালো হতো

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ চেষ্টা করবো।

    • @NezamUddin-fm2uo
      @NezamUddin-fm2uo Год назад

      আপনাকে ধন্যবাদ

  • @abdulmazid5365
    @abdulmazid5365 Год назад

    Vai..ami apnader regular viewer.. Always dekhi.. Amr kisu help dorkar

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      বলুন কী হেল্প দরকার?

  • @mdmoksed9626
    @mdmoksed9626 8 месяцев назад

    আসসালামু আলাইকুম আমি পোলেন্ডের ওয়াক পার মেন্ট পেয়েছি এখন পোলেন্ডের এপয়েনমেন্ট আগে নাকি ইন্ডিয়া ডাবল এনটি ভিসা আগে জানাবেন

  • @samanmia694
    @samanmia694 2 месяца назад +1

    আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এবং এখন কোথায় আছেন

    • @PrinceTandra
      @PrinceTandra  2 месяца назад

      ওয়াআলাইকুমুসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। Wroclaw এই আছি।

    • @samanmia694
      @samanmia694 2 месяца назад

      ভাই আমি ইতালি আছি আমি পোল্যান্ড আসতে চেয়েছিলাম কোন এক কাজের সুযোগ করে দিতে পারবেন।

  • @fimanik1744
    @fimanik1744 Год назад +1

    ভাইয়া আমি পোল্যান্ডে কোন কোম্পানিতে গেলে সেই কোম্পানিতে আমি চেঞ্জ করতে চাই, TRC কার্ড পাওয়ার পরে, কোম্পানিকে আমাকে ধরে রাখতে পারবে, যেকোনো মাধ্যমে। এবং যারা কোম্পানিতে কাজ করে তাদের পাসপোর্ট কি কোম্পানির কাছে থাকে না নিজের কাছে থাকে -?????

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      টিআরসি কার্ড পাওয়ার পরেও নতুন কোম্পানিতে কাজ করতে হলে নতুন ওয়ার্ক পারমিট লাগবে। এরপর নতুন পারমিট এর আবেদন করতে হবে। পাসপোর্ট নিজের কাছেই রাখবেন। কোম্পানি আটকিয়ে রাখতে পারবে না।

  • @fahmidakhanamsinthiya7625
    @fahmidakhanamsinthiya7625 Год назад

    Vhaiya apnr theke personally onk prosno janar celo aktu jodi help korten jante

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      প্রশ্নগুলো কমেন্ট করুণ অথবা আমাদের ফেইসবুক পেইজে মেসেজ করুণ।

  • @mahtabrahman1527
    @mahtabrahman1527 Год назад

    construction work ki beshi hard? susurvive khorar ki possible hoy?

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      বেশ কঠিন। অসম্ভব হলেতো কেউ করতে পারতোনা।

  • @nowrin7503
    @nowrin7503 Год назад

    ভাইয়া পোল্যান্ডে বা ইউরোপে যে কোনো দেশে গিয়ে অভিঙ্গতার কোনো কাজ করতে চাইলে কি সেক্ষেত্রে অভিজ্ঞতার সার্টিফিকেট কি দেখাতে হয় "? যেমন, ওয়েল্ডিং এর কাজ, গার্মেন্টস এর সেলাই এর কাজ, বা ড্রাইবিং এর কাজ

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      এটা কোম্পানির উপর নির্ভর করে। তবে অনেক ক্ষেত্রেই চাইতে পারে।

  • @ArmanAhmed-nt9dh
    @ArmanAhmed-nt9dh Год назад

    Vae Graphic design er job paoya jay?.. 6 months deploma certificate ase..

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      Only certificate will not help you to land a job. You need proper skills and experience.

    • @ArmanAhmed-nt9dh
      @ArmanAhmed-nt9dh Год назад

      @@PrinceTandra I just want know graphic design job vacancy??

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      Yes

  • @সরলমানুষ-য১ষ

    আস্সালামু আলাইকুম ভাই,আমার একটা প্রশ্ন আপনার নিকট,পাসপোর্ট এক থাকলে কি পোল্যান্ড সরকার ভিসা দেয় কিনা

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      দুঃখিত, আপনার প্রশ্নটি বোধগম্য হলোনা।

    • @সরলমানুষ-য১ষ
      @সরলমানুষ-য১ষ Год назад

      ভাই আমার প্রশ্নটা হল, পাসপোর্টে আমার নাম শুধু রিয়াদ দেওয়া, আমি জানতে চাচ্ছি এক নামে কি ভিসা পেতে কোন ধরনের সমস্যা হয় নাকি

  • @proudbd-4208
    @proudbd-4208 Год назад

    মালএশিয়াতে ছিলাম ১৩ বছর, সেখানে আমি কনস্ট্রাকশন সেক্টরে রডের কাজের ফোরম্যান ছিলাম, পোল্যান্ডে আমাদের মতো মানুষের জন্য কি ধরনের সুযোগ সুবিধা আছে, যদি সম্ভব হয়, জানাবেন।

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      এখানেও কনস্ট্রাকশনের কাজ আছে।

  • @Zayed01311
    @Zayed01311 Год назад

    ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      আপনাকে স্বাগতম।

  • @abulkasem7583
    @abulkasem7583 Год назад

    আসসালামু আলাইকুম ভাই।পোলেন্ড এ জেনারেল ওয়ার্কার কাজটা কি?বেতন কতো

  • @OfficialGopalganjAcademy
    @OfficialGopalganjAcademy 8 месяцев назад

    ভাই এগ্রিকালচার ভিসায় গেলে কত টাকা বেতন হবে বাংলাদেশ থেকে

  • @rifatahmed-tk3gv
    @rifatahmed-tk3gv Год назад +1

    ভাই TRC কার্ড পেলে কি মা - বাবা নেওয়া যাই...

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      হ্যা, ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসায় আনতে পারবেন।

  • @hassanmahadi32
    @hassanmahadi32 Год назад

    ভাই একটা উত্তর আশা করছি আপনার কাছ থেকে।আমরা জমজ দুই ভাই,সেক্ষেত্রে ছোটো বেলায় মায়ের পেটে থাকা অবস্থায় আমার একটা হাত বেমোরে পরে যায়। এখন আমার হাত হালকা বাকা। কিন্তু আমি আমার এই হাত দিয়ে সকল কাজ করতে পারি ইনশাআল্লাহ। আর আমার কাজ করতে সমস্যা হয় না।শুধু একটু বাকা ভাবে কাজটা করতে হয়।এমতাবস্থায় আমি পোল্যান্ড আসতে চেয়েছিলাম,ভাই এখন পোল্যান্ড আসলে আমার কি কোনো সমস্যা হবে?আমি কি কাজ পাবো? আমার সপ্ন ইউরোপ

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      এটা কোনো সমস্যা নয়। চিন্তার কিছু নেই। আল্লাহ্ ভরসা।

  • @HasanAli-l9f1m
    @HasanAli-l9f1m Месяц назад

    কনটাকশন কাজ এর বেতন কেমন

  • @gourango5249
    @gourango5249 Год назад

    কি ভাবে যোগাযোগ করতে পারবো আপনার সাথে

  • @indrajitpatar7031
    @indrajitpatar7031 4 месяца назад

    Gold and diamond ar kaj koto dai

  • @Saurov5105
    @Saurov5105 Год назад

    ভাইয়া আমার বয়স ১৭।আমার পাসপোর্ট আছে। আমি কী পোলান্ড আসতে পারব

  • @ziaulhoque1110
    @ziaulhoque1110 Год назад +1

    মানুষ আর খাওয়া দাওয়া করে কোন কাজ নাই আপনার কাছে জিজ্ঞেস করে বেতন কত নাকি? এটা কি মানুষ গুগলে সার্চ করলে পাইনা?

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад +2

      ঠিক আপনি যেমন খেয়ে দেয়ে আর কাজ না পেয়ে এই কমেন্ট করলেন, এমন অনেক মানুষ আছে যারা জিজ্ঞেস করে। গুগল সার্চ করতে পারাটাও ১টা স্কিল যেটা সবাই পারে না।

    • @ziaulhoque1110
      @ziaulhoque1110 Год назад

      ভাইয়া আমার কাজ আছে না নাই আমি তো আপনার কাছে যাইনি কাজের জন্য

  • @mostafakamal9555
    @mostafakamal9555 Год назад

    ভাইয়া পাসপোর্ট এর মধ্যে যদি এক নাম থাকে ভিসা হতে কোনো সমস্যা হয়

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      পাসপোর্ট, এনআইডি সব জায়গায় যদি একই নাম হয়, কোনো সমস্যা হওয়ার কথা না।

  • @ahovatija1234
    @ahovatija1234 Год назад

    বিডিও এর থাম্বেল দেন একটা বলেন আরেকটা

  • @মাইলেকট্রিকএন্ডফিটিংস

    ভাই আমি একজন ইলেকট্রিশিয়ান,পোল্যান্ডে একাজের বেতন কত

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      সাধারণত ৪০০০-৬০০০ PLN হয়ে থাকে।

  • @danielrald4955
    @danielrald4955 Год назад +1

    Assalamuallaikum bhai
    Poland e Pr pete Koto din aomoy lagey

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад +1

      For non EU passport holders around 10 years. But obossoi B1 level er Polish certification thakte hobe.

  • @Teachme754
    @Teachme754 Год назад

    Vai akta poland company Web site shere koren work permit er jonno apply korbo...

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      ruclips.net/video/0nHfeExFl0o/видео.html
      এই ভিডিওএর ডেসক্রিপশন দেখুন।

  • @JubayarAhmed-p6i
    @JubayarAhmed-p6i Год назад

    vai bip sound r use korben na plz

  • @NoksiBangla
    @NoksiBangla Год назад

    ভাই জোতি না জিউওলোতি, অথবা জিল এল বলেন।

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      গুগল ট্রান্সলেটরে Złoty লিখে উচ্চারণটা শুনেন আগে। এরপর ভুল ধরিয়েন। ধন্যবাদ।

  • @MdjuwelRana-fe4we
    @MdjuwelRana-fe4we Год назад

    Tnks....আমি যেতে চাই এক দালাল বলেছে ১১ লাখ লাগবে কাজ হবে কেক, রুটির ফ্যাকটরী। বেতন নাকি ১২০ আসবে।আদোও কি এটা সত্যি আর এমন কাজ কম্পানি ও বেতন হয় কি না দয়া করে জানাবেন

  • @mdahadekhan7813
    @mdahadekhan7813 8 месяцев назад

    আমার লেখাপড়া নাই আমি ওয়েলিং এর কাজ পারি আমি কি আসতে পারমু

  • @farabi1208
    @farabi1208 Год назад

    ভাই আমি বর্তমান এ ইতালি আছি .এখানে কাজ এর খুব অভাব ভাই .অনেক পবলেম এ আছি ভাই এখন আমি জদি পোলেনড আসি কাজ কি পাবে ভাই ??কি দরনের কাজ আছে অবৈধ লোকের ..বেতন কেমন ভাই ..আনচার টা দিলে উপকৃত হতাম

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      অবৈধভাবে আসলে সমস্যায় পরবেন। আগে চেষ্টা করুন এখানকার ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন কিনা। মানুষজনতো শুনি পোল্যান্ড থেকে ইতালি চলে যায় কাজের জন্য। আর আপনি উল্টোটা বলতেছেন। যাইহোক যাই করেন অবৈধ হওয়ার চিন্তা করিয়েননা। অনেক সমস্যায় পরবেন।

    • @farabi1208
      @farabi1208 Год назад

      @@PrinceTandra ভাই যে যেই খানে ঔ লোক জানে কার কি পবলেম..পোলেনড আমার বড় ভাই থাকে উনি জদি পারমিট পাঠায় ইতালি তে ওটা দিয়ে আমি কি পোলেনড এ কাজ করতে পারবো

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      আপনি যদি ইতালীতে বৈধ ভাবে থাকেন, মানে আপনার যদি ভিসা/রেসিডেন্ট কার্ড থাকে তাহলে এখানকার পারমিট দিয়ে বৈধভাবে কাজ করতে পারবেন। নাহলে পারমিট পাওয়ার পর পোল্যান্ডের ভিসা নিয়ে তারপর আসতে হবে।

  • @MdMilon-g7t
    @MdMilon-g7t Год назад

    আপনার৷ সাথে কি ভাবে যোগাযোগ করা য়াবে

  • @funny_to_fun
    @funny_to_fun Год назад +1

    যারা স্টুডেন্ট ভিসায় যায় তারা কি ধরনের কাজ করে?
    মাসে কত টাকা বেতন পেতে পারে?

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад +1

      এখানে বিস্তারিত আলোচনা করেছি: Study in Poland | Reality of Studying in Poland | Bangladeshi Students in Poland
      ruclips.net/video/3XNDPZFJVHI/видео.html

  • @Saurov5105
    @Saurov5105 Год назад

    পোলান্ড এ কী ডেলিভারির কাজ করা যায়।আর যদি করা যায় তাহলে মাসে
    এভারেজ এ কত জলতি।ইনকাম করা যায়

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      হ্যা করা যায়। ফুলটাইম এক্সট্রা প্রেসার নিয়ে করলে ৮০০০+ PLN পর্যন্ত ইনকাম করা যায়।

    • @Saurov5105
      @Saurov5105 Год назад

      @@PrinceTandra সব খরচ বাদ দিলে মাস শেষে কত জলতি থাকে

  • @md.mirajhossainopi9299
    @md.mirajhossainopi9299 Год назад +1

    ভাই ওয়াক পারমিট আসেল নাকি ফেক এইটা বোঝবো কি ভাবে .?

  • @Teachme754
    @Teachme754 Год назад

    Vai apnar protita video sound kom ase

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      দুঃখিত ভাই। আমাদের নতুন ভিডিও গুলো এই সমস্যা আর নেই।

  • @mdrouf3106
    @mdrouf3106 Год назад +1

    ভাইয়া আপনার দেশের বাড়ি কি সিরাজগঞ্জ

  • @acsuae
    @acsuae Год назад +1

    পোল্যান্ডে কি ডেলিভারী জব পাওয়া যাবে?

  • @creatorshamimhossain9403
    @creatorshamimhossain9403 Год назад

    অন্যের বেতন নিয়া আপনি আলোচনা করতে পারেন , আর আপনারা জিজ্ঞাসা করলে লজ্জা লাগলো।

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад +1

      কোনো নির্দিষ্ট ব্যক্তির বেতন নিয়ে কোন আলোচনা করা হয়নি। পেশা ভিত্তিক এভারেজ/জেনেরিক বেতন নিয়ে বলা হয়েছে। সাথে আমার পেশার বেতন রেঞ্জ নিয়েও বলা হয়েছে। কিছু বলার আগে বুঝে বলুন। ধন্যবাদ।

  • @sonartori51
    @sonartori51 Год назад

    কত ইনকাম করলে ট্যাক্স কত দিতে হয়

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      বয়স ২৬ এর উপর হলে বছরে ৩০k+ zloty আয় করলেই ট্যাক্স দিতে হবে।

  • @princeakash2541
    @princeakash2541 Год назад

    পোল্যান্ডে এ রাজধানী থেকে ধুরে থাকলে কি কাজ পেতে কোন আসুবিধা হবে ?

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      আপনি পোল্যান্ড এ আসলে তো কাজ নিয়েই আসবেন। তবে জব চেঞ্জ করতে চাইলে রাজধানীতে সুযোগ একটু বেশি হলেও অন্য বড় শহর গুলোতে কাজ পেতে সমস্যা হওয়ার কথা না।

  • @MDEMRANIslam-h6n
    @MDEMRANIslam-h6n Год назад

    ভাই আপনি ব্যাংক কর্মকর্তা হিসেবে দিচ্ছেন কেন আমাকে বাংলাদেশ থেকে কি চাকরি ব্যাংকের চাকরি করতে যাবে

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      এখানে বাংলাদেশি অনেকেই আছেন যারা এই দেশে পড়াশুনার পর এখানকার বিভিন্ন ব্যাংকে জব করছেন।

  • @mdrakibul234
    @mdrakibul234 Год назад

    মালয়েশিয়া থেকে কি আসা যাবে

  • @mdrouf3106
    @mdrouf3106 Год назад +1

    ভাইয়া আপনার দেশের বাড়ি কোথায়

  • @princeazadhossain0199
    @princeazadhossain0199 7 месяцев назад

    মুরগী পেকিং করলে কতো টাকা বেতন

  • @MdArman-b9d1q
    @MdArman-b9d1q Год назад

    আসসালামু আলাইকুম ভাই।পোলেন্ড কি সুপার মাকেটে কাজ করার কোন সুযোগ আছে কি।একটু জানাবেন

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      স্টুডেন্টরা করতে পারে, তাও ভাষা না জানলে এসব জব পাওয়া কঠিন। বাকিদের ক্ষেত্রে টাফ কারণ এইধরনের জবে ওয়ার্ক পারমিট সহজে পাওয়া যায়না।

  • @oldcontacted4201
    @oldcontacted4201 Год назад

    পোল্যান্ড কি কোন কম্পানি বেতন ইউরোতে প্রদান করে

  • @Nusratsumon123
    @Nusratsumon123 Год назад

    মেয়েরা কি সব জব করতে পারে?জব পাওয়া কি খুব কঠিন?

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      এখানে জবের ক্ষেত্রে ছেলে মেয়ের তেমন ভেদাভেদ নেই।

  • @mdahadekhan7813
    @mdahadekhan7813 8 месяцев назад

    ওয়েল্ডিং এর কাজের বেতন পেরুম

  • @angelanisha6353
    @angelanisha6353 Год назад +2

    ভাইয়া পোল্যান্ডে যাওয়ার কত মাস বা কত বছর পরে দেশে আসা যায়। প্লিজ রিপ্লাই দিয়েন ভাইয়া

    • @PrinceTandra
      @PrinceTandra  Год назад

      সাধারণত ভিসা ১ বছরের দিয়ে থাকে,ভিসা থাকা অবস্থায় আপনি যেকোনো সময়ই যেতে পারবেন আর যদি ভিসার টাইম শেষ হয়ে যায় তাহলে TRC পাওয়ার পর যেতে পারবেন। ধন্যবাদ

  • @smzahimulhakim7842
    @smzahimulhakim7842 Год назад +1

    Hello

  • @mahanandasikdar8942
    @mahanandasikdar8942 Год назад

    Tui korish ki? Kata bara seta bol

  • @md.shihabulislam1745
    @md.shihabulislam1745 5 месяцев назад

    আপনি আসলে বেশি কথা বলেন

  • @dsmidul684
    @dsmidul684 Год назад

    vaiya kamon acen apni... apnar kotha gulo valo laglo.....vaiya ami ageo o apnak akbar sms korci....vaiya kicu kotha janar cilo jodi apni apnar whatsapp nambar ta aktu detan plz

  • @ভালোআছি-ণ২ষ
    @ভালোআছি-ণ২ষ 3 месяца назад

    তরে ভিডিও বানাইতে কে বলছে কামলা