ভুমি রেকর্ড সংশোধন মামলা করতে কি কাগজ লাগবে। কোথায় মামলা করতে হবে? কি মামলা করতে হবে? কত সময় লাগবে?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 150

  • @mdshyam1942
    @mdshyam1942 2 года назад +7

    স্যার আপনার উপদেশ গুলো আমাদের অনেক কাজে আসবে আশা করি আপনে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও দিবেন

  • @muhiburrahman5543
    @muhiburrahman5543 2 года назад +3

    জাযাকা আল্লাহ খায়ের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও,, ধন্যবাদ স্যার আপনাকে

  • @mdrubelrana4125
    @mdrubelrana4125 Год назад +3

    স্যার আমি একটা জমি কিনছি ১৯৫৫ সালে জমির মালিকের নামে সি এস রেকর্ড আর দলিল দেখে জমি কিনি কিন্তু ১৯৬২ সালে এস এ রেকর্ডের সময় আমরা উপস্থিত থাকতে পারি নাই পরে আগের মালিকের নামে রেকর্ড হয় ২০০৫ সালে আমাদের এলাকার কিছু মাস্তান এসে দেখল করে নেয়

  • @rajudu354
    @rajudu354 Год назад +3

    আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন স্যার

  • @Shapnaladiestraingteilor
    @Shapnaladiestraingteilor 26 дней назад +1

    আমার ৭.৬১ শতাংশ ভুয়া রেকর্ড সংশোধন মামলা করেছিলাম কিন্তু কিন্তু লাষ্টে এসে উকিল আর চালালেননা এখন আমার করনীয় কি? জানতে চাচ্ছিলাম

  • @mdrazibshiak5797
    @mdrazibshiak5797 11 месяцев назад +1

    ধন্যবাদ স্যার আপনার বক্তব্যের জন্য

  • @shahinbhuiya1583
    @shahinbhuiya1583 2 года назад +3

    স্যার আমার একটা মামলা আছে দেওয়ানি আদালতে খতিয়ান সংশোধনের, ৬টা ডেট যাওয়ার পরও বিবাদী কোন দলিল বা কাগজ পত্র দাখিল করে নি, শুধু সময় চায়,আমার প্রশ্ন হলো আর কত ডেট সময় নিতে পরাবে, নিদিষ্ট কোন সময় আছে কি?

  • @JiasminProdhan
    @JiasminProdhan 4 месяца назад

    স্যার, আপনার কথাগুলো খুবই সাবলীল ভাবে বলায় বুঝতে সুবিধা হলো।আমি আপনার সাথে কথা বলতে চাই।যদি আপনার মূল্যবান সময় থেকে একটু দিতেন।আমি কখন ফোন দিতে পারি।এটা এক এতিমের অনুরোধ।

  • @NanaAyujon
    @NanaAyujon 6 месяцев назад

    অনেক কিছু জানলাম, ভালোও লাগলো। তাই সাবসক্রাইব করে নিলাম। আমাদের ১৯৬৯ সালে দলিলে এমন রকডের ভুল আছে। দলিল আছে কিন্তু মানুষটি মারা গেছে।

  • @sidratal-muntaha2707
    @sidratal-muntaha2707 2 месяца назад +1

    স্যার আমার দাদার পৈত্রিক সম্পত্তি ২ দাগে ৩১ শতাংশ, আমার দাদা খুব কমে বয়সে মারা যায়..দাদার রেখে যাওয়া ৩১ শতাংশ সব ওয়ারিশ নামে রেকর্ড হয়......তারপর আমার দাদার এক বোন বলে তার ৩১ শতাংশ ভিতরে জমি আছে ৭ শতাংশ..... কিন্তু আমার এক চাচা কিনে গোপনে তার ফুফুর কার থেকে.....হঠাৎ আমার চাচা বলে তার ফুফুর ৭ শতাংশ এই ৩১ শতাংশ থেকে পাবে....কিন্তু খতিয়ানে তার ফুরফুর নাম নাই, এখন সে জোর করে জমি দখলে রাখতে চায়....চাচাকে দলিল দেখাতে বল্লেন উনি দলিল বের করে দলিলে বিভিন্ন দাগ উল্লেখ থাকে, যা আমাদের বাড়ীর বাহিরে... এখন উনি রেকর্ড মামলা করছে বলে জায়গা দখল করে আছে... চাচার ফুফুও পায় ১০ বছর আগে মারা যায়....এখন আমরা কি করবো জানালে উপকৃত হইতাম,... আমার দাদার বোন মিথ্যা বলে আমার চাচাকে ৭ শতাংশ দলিল করে দেয়, কিন্তু এখানে তার কোন জমি নাই...

  • @sibbirahmmed3465
    @sibbirahmmed3465 Год назад +2

    ঘোষণা মূলক মামলা কি রেকর্ড সংশোধনের জন্য নাকি স্বত্ব ঘোষণার জন্য ?

  • @mdsolaiman9750
    @mdsolaiman9750 2 года назад +2

    ধন্যবাদ স্যার খুব উপকারী ভিডিও

  • @hareshurry9854
    @hareshurry9854 2 года назад

    Aponer dirghau kamona Kori.
    Allah Pak jeno Aponer dirghau Dan Korean. Ameen summa Ameen

  • @sumong5vlogs859
    @sumong5vlogs859 8 месяцев назад

    স্যার ৬৩ রেকর্ড মুলে আমরা অংশিদার কিন্তু ৯২ রেকর্ড মুলে অন্যের নামে রেকর্ড হয়েছে সেখানে,,, আমাদের কেউ যদি দলিল দিয়ে না থাকে তবে কি রেকর্ড সংসধন এর জন্যে মামলা করতে পারব,,,, যদি মামলা দেয়া যায় কি মামলা দেব একটু সহজোগিতা করবেন প্লিজ।

  • @MdMohiddun-n7w
    @MdMohiddun-n7w 7 месяцев назад

    আপনি খুব সুন্দর কথা বলেছেন

  • @EasinEasinali
    @EasinEasinali Месяц назад +1

    স্যার অনেক বছর পরেও মামলা করলে কি জমি পাওয়া যাবে

  • @dukhumia7593
    @dukhumia7593 Месяц назад

    আমি ১০ শতক জমি কিনছি,যার কাছ থেকে জমি কিনছি সে জমি তার ভাতিজার নামে রেকর্ড হয়ে আছে,
    ভাতিজার যে দাগ সেটাতে চাচার নাম,আর চাচার যে দাগে সেটাতে ভাতিজার নাম,,,ওরা চাচা ভাতিজার মাঝে কেন বিরোধ নাই দখল নিয়েও,,,এখন আমি কি করবো

  • @RafiqulIslam-zg6pz
    @RafiqulIslam-zg6pz Год назад

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ স্যার আপনি এতো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি ভিটার জায়গা নিয়ে খুব সমস্যায় আছি আমার যে উকিল ধরেছি সে বলতেছে বাড়ির মূল কাগজ নাকি জমা দিতে আর ফটোকপি আপনারা লাইনে যেতে পারেন আমাদের মূল কাগজ দিতেছে না তাই এখন আমার করনীয় কি

  • @md.mustakahmed3402
    @md.mustakahmed3402 2 года назад +2

    স্যার খতিয়ান ঠিক আছে কিন্তু নকশা ভুল হয়েছে, একই দাগের জমি ২ টা দাগে ভাগ করতে যেয়ে জরিপের সময় জমির পরিমাণ কম বেশি হয়ে গেছে,সংশোধনের কোন উপায় আছে কি?

  • @basirbabu420
    @basirbabu420 Год назад

    আমার বাবার একটি দলিল 1987 সালের , ত আমার বাবার নামে রেকর্ড হয়নি। যার কাছ থেকে ক্রয় করেছিল, তার খতিয়ানে রয়েছে।
    যার কাছ থেকে ক্রয় করা হয়েছে, সে মারা গেছে।
    এখন আমার বাবার কি করনীয়?

  • @tasminoorrahman4656
    @tasminoorrahman4656 2 года назад

    জমি সংক্রান্ত মামলার রায় কতদিনের মধ্যে দিতে হবে? কত দিনের মধ্যে একটি মামলার নিস্পত্তি করতে হবে?

  • @onestar2749
    @onestar2749 2 года назад +1

    স্যার, আমাদের প্রধান মুরুব্বির নামে cs রেকর্ড হয়,উনি মারা যাবার পর,খাজনা না দেয়ার কারণে জমিদার তার দুই ছেলে এবং স্ত্রী নামে আদালত যুগে নিলাম করে
    জমি নিয়ে যায়,১৯৪১ সালে
    তার পরে ১৯৪৪ সালে দুই ছেলে এবং ভাতিজা কুবলিয়াতে তিন জনের নাম আসে এবং MMRতেও এই তিন জনের নাম বহাল থাকে এখন কি ভাতিজা জমির মালিক হবে???পিলিজ জানাবেন স্যার

  • @Md.shamim.BD8097
    @Md.shamim.BD8097 Год назад

    আসসালামু আলাইকুম৷ এস এ খতিয়ান সংশোধন করা হলে অনলাইনে কি সংশোধীত তথ্য থাকবে? না পূর্বের তথ্য থাকবে? অনুগ্রহ পূর্বক জানালে উপকৃত হব৷

  • @mohameedsarwar1131
    @mohameedsarwar1131 2 года назад

    স‍্যার আমি আপনার কাছে জানতে চাই যে, রেকর্ড কম হয়েছে কিন্তু অৎস দেয়া সঠিক এখন কি উপায়ে রেকর্ড সৎশোধন করতে পারবো দয়া করে একটু বলবেন ।

  • @tamimtam5182
    @tamimtam5182 Год назад

    স্যার আমাদের ক্রায়সূত্রে দলিল খতিয়ান ঠিক আছে
    দখল ও আছে
    শুধু
    রেকর্ড ২০ শতাংশ আমাদের নামে নাই
    এখন প্রতিপক্ষ দলের একজনের বাবার নামে রেকর্ড করা এখন ওরা এই জমি দাবি করে
    আমাদের কি করণীয় ?

  • @sukkuralisukkurali6891
    @sukkuralisukkurali6891 2 года назад +1

    স্যার আমারা ৫ জন অংশীদার, আমার এক দাদা,৪৫ বছর আগে এক জনের নামে রেকর্ড করে নিয়েছে,এখন ওনার সন্তানেরা দখলে আছে, এখন আমি কি করতে পারি,জানাইলে উপকার হবে,আর আপনার ভিডিও আমি সব সময় দেখি

  • @mdmusa4999
    @mdmusa4999 Год назад +1

    স্যার আসসালামু আলাইকুম, স্যার রেকর্ড সংশোধনী মামলা করতে কত টাকা খরচ হবে?

  • @MdmohammadDinislam-xm3js
    @MdmohammadDinislam-xm3js 8 месяцев назад

    আপনাকে স্যার ধন্যবাদ দিই

  • @fahimmahmud-sv1uz
    @fahimmahmud-sv1uz Год назад +1

    স্যার আমার বাবা মার দলিল আছে আর রেকর্ড করে দখল নিয়ে আছে চাচাতো ভাই সেই ক্ষেত্রে কি করু নিও।

  • @computerworld8178
    @computerworld8178 2 года назад +9

    ওয়ারিশ জালিয়াতি করলে কোথায় প্রতিকার চাইতে হবে স্যার জানাবেন প্লিজ।

    • @jobairahmad
      @jobairahmad Год назад +1

      ফৌজদারি আদালতে

  • @qwe23add26
    @qwe23add26 2 года назад

    বিশেষ তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স‍্যার

  • @jubaid712jubaidkubir
    @jubaid712jubaidkubir 2 месяца назад

    স্যার বিবাদী শুধু সময় চাই ২বছর যাবত আদালতে হাজির ও হয় না কি করতে পারি আমরা।

  • @najmussakib9802
    @najmussakib9802 2 года назад +2

    আমার জমি কুষ্টিয়া ও রাজশাহী জেলার চর এলাকায় অবস্থিত। আমার জমি সি এস নকশা অনুযায়ী ঠিক ছিল। এসে নকশা অনুযায়ী কিছু জমি রাজশাহী জেলার অন্তর্গত হয়ে যায়। রাজশাহী জেলার অন্তর্গত অ্্শ টি দাগ নম্বর না থাকায় এলাকার পোভাব শালী ব্যাকতি দখল করে নেয়। আমার জমি কিভাবে ফেরত পাব

  • @golammostofa140
    @golammostofa140 Год назад +11

    পৈত্রিক সম্পত্তি অন্য শরিকরা বেশি রেকর্ড করে নিলে চুড়ান্ত খতিয়ান বের হয়ে গেলেও কি তা সংশোধন করা যাবে। সেক্ষেত্রে কি কি কাগজের দরকার হবে? স্যার মেহেরবানী করে আলোচনায় করলে উপকৃত হব। ধন্যবাদ হরতাল।

    • @golammostofa140
      @golammostofa140 Год назад

      আসসালামুয়ালাইকুম । স্যার রেকর্ড সংশোধন করতে চায়। এক্ষেত্রে আদালতে মামলা করার কি কোন নির্দিষ্ট সময় আছে? না কি অনেক বছর পরেও সুষ্ঠু বিচার পাওয়া সম্ভব?

    • @ruhulamin070
      @ruhulamin070 Год назад

      2 bosor porjonto mamla kora jabe joj kote,,,er poreo kora jabe dewani adalote ,, record vul songsodon paben

    • @md.jahangiralamjahangirala7737
      @md.jahangiralamjahangirala7737 8 месяцев назад

      করা যাবে একজন আইনজীবী সাথে কথা বলেন

  • @aklisahmed
    @aklisahmed Год назад

    আমার মায়ের নামে নাম ও ২০২০ সাল পর্যন্ত খাজনা পরিশোধ কিন্তু হঠাৎ দেখা যায় একজন রিভিউ মামলা করে তার নামে ছাপা পর্চা নিয়ে গেছেন ও প্রিন্ট করা হয়ছে

  • @bappykhan321
    @bappykhan321 2 месяца назад

    জনাব আমার দাদা একটি জমির উপর ১৯৬০ মামলায় বিজয় হন এবং বাদীগন ১৯৬১ রিভিউ করেন এবং আমার দাদা সেখানে বিজয় হন। বাদী গনের ওয়ারিশ গন ৬০ বছর পরে পুনরায় মামলা করেন এবং রায় বাতিল চায়। জনাব এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাতে পারেন।

  • @mdmabir4252
    @mdmabir4252 Год назад

    সার কাগজপাতি সব টিক আচে তবে পিন্ট পরচার জন। মামলা করতে পারচি না ঢাকা তেকে একনো পি্ন্ট পিন্ট পরচা এখনো আসেনি তবে এখন কি করনিয়

  • @sohelhowlader2992
    @sohelhowlader2992 Месяц назад

    আসসালামু আলাইকুম স্যার। আমাদের বৃহত্তর ফরিদপুর মাদারপুরে। প্রথম জরিপ( সিএস) পরবর্তী জরিপ (আরএস) এর পরবর্তী জরিফ( এস এ) এর পরবর্তী জরিপ ( বি আর এস) এখন প্রশ্ন হল। সিএস জরিপ বাবার নামে থাকায়।বাবার মৃত্যুর পর ওয়ারিশ মোতাবেক। (আর এস) জরিপ মেয়ের নিজ নামে রেকর্ড ভুক্ত হন। এবং পরবর্তী (এস এ) জরিপ মেয়ের মৃত্যুর পর। মেয়ের ছেলেদের নামে রেকর্ডভুক্ত হন। কিন্তু (বি আর এস) জরিপ চলাকালীন সময় এরা উপস্থিত না থাকায় রেকর্ড অন্যের নামে হয়। এখন রেকর্ড সংশোধন কিভাবে করা যায়। দয়া করে জানাবেন স্যার। আমি আপনার একজন ফলোয়ার। আমি আপনার প্রতিটি ভিডিও দেখি। এবং হৃদয়ে ধারণ করে রাখার চেষ্টা করি

  • @Rokl-fo8vd
    @Rokl-fo8vd 11 месяцев назад

    এস এ রেকর্ড আমার নামে আর এস আমার নামেই হওয়ার কথা বাট ভুলে অন্যর নাম চলে আসছে । এখন এস এ রেকর্ড দিয়েকি আরএস সমাধান করাযাবে? মামলা করে।

  • @mojiburrahman-ex3nk
    @mojiburrahman-ex3nk Год назад

    স্যার, আমার একটি প্রশ্ন, সি, এস, রেকর্ড হিন্দুর নামে হিন্দুরা এই দেশ ছেড়ে চলে গেছে, কাহারো নিকট জমি বিক্রি করে নাই, এখন এস, এ, রেকর্ড আরম্ভ হইলে আমার নানার নামে, এস, এ রেকর্ড হয়, কিন্তু আর, এস, রেকর্ডের সময় আমার নানার বোনের নামে ভুলক্রমে অর্ধেক সম্পত্তি আর, এস, রেকর্ড হয়ে যায়, আমার নানার বোনের নামে কোন দলিল বা অন্য কোন রেকর্ড নাই, এখন কি, আর, এস, রেকর্ড সংশোধন করে, আমার নানার নামে আনা যাবে দয়াকরে জানাবেন প্লিজ,স্যার, আমি এই বিষয়ে জানতে আপনার হোয়াসাপ,নাম্বারে, মেসেজ করে ছিলাম, কোনো উত্তর পাইনি,

  • @halalbuybd8497
    @halalbuybd8497 3 месяца назад

    সি এস, এস এ, আর এস খতিয়ানে জমির পরিমাণ বা অংশ একই।
    এখন সি এস খতিয়ান কি সংশোধন করা যায়?

    • @STOPTORTUREBD
      @STOPTORTUREBD  3 месяца назад

      এক থাকলে সংশোধন করবেন কেন? সি এস সংশোধন হয় না।

  • @kamrulislamkaisar
    @kamrulislamkaisar Год назад

    স্যার আমি একটা মামলা করিচ আজে ৫ বছর আমি হাজিরা দি কিন্তু বিবাদী আসে নাহ এখনো নিষ্পত্তি হচ্চে নাহ তাহলে আমার করনীয় কি হবে

  • @Home-k4y
    @Home-k4y 2 года назад

    স্যার , আমার দাদা শশুর মারা যাওয়ার আগে আমার শশুর মারা যায়। তখন আমার স্বামীর বয়স ছিল ৫বছর। এখন আমার চাচা শশুর সব তার নামে রেকর্ড করে ফেলেছে। হয়তো ৮৫সালে। আমার শশুর ৭১সালে মারা গেছে। এখন আমার স্বামীও ১৩বছর আগে মারা গেছেন। আমার দুই সন্তান। আমার সন্তানদের খাইতে দিছে শুরু মার্কের ৩৬শতাংশের ১১শতাংশ।ননদ আছে তিন জন । বাকিটা তাদের কে দিয়ে দখল করাইছে। বাকি জমি আছে তিন শ শতাংশ আমি কিছুই পাচ্ছি না। আমার কি করা আছে ।

  • @shohelmedia-1025
    @shohelmedia-1025 Год назад

    নতুন আইনে কত দিন লাগবে রেকর্ড সংশোধন

  • @MdyasimYasi
    @MdyasimYasi Месяц назад

    আমাকে হেল্প করবেন প্লিজ জিমর আমার দাদার বাপের নামে রেকট,বি এস দখল দারের আছে, মামলা করার মতো টাকা নাই

  • @shimuakter1878
    @shimuakter1878 8 месяцев назад

    সাবেক 2316 বর্তমান জরিপে 1977 কিন্তু জমিটা রেকট বোইতে দাগ নামবার নাই এখন আমি কি করবো

  • @ssenter8946
    @ssenter8946 2 года назад

    It's related with me . thanks a lot to you Sir .

    • @onlineboss7687
      @onlineboss7687 2 года назад

      ভাইয়া লানড সার্ভে কোটে দিনে দিনে হাজির হয়ে পক্ষভুক্ত বিবাদি শুধু সময়ের পিটিশন দিচ্ছেন। কত বার দেয়ার নিয়ম আছে ?।আমার খুবই হয়রানি করছে ।ধন্যবাদ

    • @MdTaReK-js6tg
      @MdTaReK-js6tg 2 года назад

      আমার বাবা ফুফু একটা জায়গা বিক্রি করছে দলিলে দাগ নাম্বার ভুল আছে বাবা ফুফু নামে রেকর্ড আাছেএখন আমাদের নামে নাম জারি করে ছি তারা আমাদের নামে মামলা করেছে এখন আামাদের নাম জারি টিকবে কি জানাবেন আর জায়গা আমরা অন্য খানে বিক্রি করতে পারব কি জানাবেন

  • @youtubetips6112
    @youtubetips6112 5 месяцев назад

    ধন্যবাদ স্যার

  • @mdshahedarrahman526
    @mdshahedarrahman526 2 года назад

    আসসালামুয়ালাইকুম স্যার আমি মামলার বাদী সাত বছর যাবত আদালতে আদালতের নির্ধারিত তারিখ অনুযায়ী আমি আদালতে উপস্থিত হয়ে আসছি, কিন্তু আমার মামলারপ্রতিপক্ষ গন,অর্থাৎ বিবাদী গন তারিখের দিনে আদালতে উপস্থিত হন না। উনারাও আদালতে যান নির্ধারিত তারিখের 2/3 দিন আগেই,আমি শুধু শুধুই পাগলের মত তারিখে তারিখে আদালতের যাই আর আসি।কোনদিনও বিবাদী পক্ষের সঙ্গে আদালতে আমার দেখা হয় নাই। বিবাদী পক্ষের উকিল কিভাবে মামলাটি পরিচালনা করিতেছেন,এবং আদালত কর্তৃপক্ষ কিভাবে মামলাটির রায় প্রদান করবেন যদি বাদীপক্ষ, বিবাদী পক্ষ একইসঙ্গে আদালতে উপস্থিত না হই। বিবাদীপক্ষ শুধু কাগজে-কলমে উপস্থিত দেখান, জজ সাহেবের কাছে, কিন্তু উপস্থিত হন না।স্যার আমি অত্যন্ত গরীব মানুষ,আমার মামলার বিবাদীপক্ষ রা সকলেই প্রভাবশালী,স্যার দয়া করে আমার মামলাটি কিভাবে পরিচালনা করব,সু পরামর্শ দিবেন।

  • @RofiqulIslam-up3rg
    @RofiqulIslam-up3rg Год назад

    স্যার আসছালামু আলাইকুম
    স্যার আপনার সাথে ফোনেকতা বলারজন্য অনেকবার কলকরেছি কিন্তপাইনাই।স্যার ১৯৫৫ সালে আমার বাবা ৮০ শতাংশ জমি কিনেছে।ঐ সময় হয়তো আমি জন্মহইনাই আমার বাবা দুই ভাই।আমার ছিল খুব সড়ল মানুষ।১৯৬০/৬২ সনেরেকড করায়নাই।পরে আমার চাচার ছেলেরা বাবার ৮০ শতাংশ জমির দলিলটা লোকায়াফেলেছে।তখনতো আমরা জানিনা।অনেক বসর পারহলে বাবা মৃতুর আগে বলেগেছে যে। আমার নামে একা ৮০ শতাংশ কিনাআছে।সত্যকতা।আমারা তালাসি দিয়ে নকল উটায়া এনেছে।এই ৮০ শতাংস জমি বাব চাচার মধ্যেআছে কিন্ত রেকড হয়নাই
    এখন কি করাযায়।যদি একটু বলেন।ধন্যবাদ

  • @mdamirul5391
    @mdamirul5391 Год назад +1

    আসসালামু আলাইকুম জমিন কাওলা হইছে একজনের নামে রেকর্ড হয়েছে পিতার নামে ভাই হলো দুইজন এই দুজন জমিন কি যার নামে কাউলা সে পাবে নাকি দুনোজন পাবে যার নামে কাওলা তার নামে কি রেকর্ড হবে কিনা

  • @suhanavlogs5244
    @suhanavlogs5244 2 года назад

    আসসালামুঅলাইকুম
    স্যার প্লিজ একটা পরামর্শ দিন
    আমার দাদার সম্পত্তি রেকর্ড অন্য আরেকজন এর নামে তো আমার দাদার ছেলেরা 6 জন এখন এই ভুল রেকর্ড সম্পত্তি কি 2/3 জন করে ভিন্ন সময় মামলা আনতে পারবে কিনা বা আনলেও যারা সংশোধনযোগ্য করে আনেনি তারা পরে কি সমস্যায় পড়বে কি স্যার প্লিজ বলুন

  • @ismatkalam
    @ismatkalam Год назад +2

    Salaam Khan Reza ulIslam Reza Shaheb, we regularly watch your video. We learn many important legal matter. Many hopeless and inexperienced real truthful owner benefits from advise
    Uk , Mrs Kalam, original from Anwara, Ctg

  • @HabiburRahman-lx7lz
    @HabiburRahman-lx7lz 2 года назад +1

    স্যার, এস এ রেকর্ড কি এভাবে সংশোধন করা যায়।

  • @MasumRanaRana-f4y
    @MasumRanaRana-f4y 6 месяцев назад

    আংকেল মামলা করলে কত দিন লাগতে পারে।

  • @SurprisedJasmine-ty4wn
    @SurprisedJasmine-ty4wn 8 месяцев назад

    স্যার ৫থেকে ৬ মাস থেকে শুধু পিটিশন দেয় সে জন্যে কি করা যায়

  • @ranjitsarker1020
    @ranjitsarker1020 2 года назад

    স্যার, আমি আপনার একজন সাসক্রাইবার। আমার নকসায় জমি কমিয়ে দিয়ে অন্য লোক নকসায় জমি বাড়িয়ে জরিপে আমার জমির কিছু অংশ কেটে নিয়ে গেছে। তাহার বি আর এস পরচায়ও আমার জমির দাগ নং পাওয়া গেছে ।পেন্টাগ্রাফ করলে কি সেটা বুঝা যাবে? ল্যান্ড সারভেতে মামলা চলমান। আর রায় যদি আমার পক্ষে আসে তবে নকশার কি হবে? দয়া করে জানাবেন। উপক্রিত হব।

  • @mdsarjulislam8000
    @mdsarjulislam8000 Год назад

    ভাইয়া আমার দাদার নামে এসে আরএসএ আছে বিএস নেই আমরা কোনদিন এই জমি ব্যবহার করতে পারি নাই আমাদের অংশীদারী সম্পত্তি 1961 সালে নাকি নিয়ম ছিল বাপের আগে সন্তান মারা গেলে লাথি ছেলে সম্পত্তি পায় না কিন্তু দাদার নামে এসে আরএসএ সবই আছে তাহলে আমরা এই সম্পত্তি না পাওয়ার কারণ কি

  • @MamunMolla-d7q
    @MamunMolla-d7q 2 месяца назад

    জমি বাবার নামে ওয়ারিশ সূত্রে আমি পেয়েছি এর রেকর্ড সংশোধন কিভাবে করব

  • @mdmofiz6085
    @mdmofiz6085 Год назад +1

    সার আমার দাদার নামে জমি আসিলো পুরাতন খতিয়ান রেকড করে জমি টা দখল করে খাই এখন কি করবো

    • @mdmofiz6085
      @mdmofiz6085 Год назад

      সার আমার একটা নেই তো দলিল পাইনা তো খতিয়ান আর এস এস এ খতিয়ান আমার কাছে আছে

  • @KabirBBC
    @KabirBBC 8 месяцев назад

    আমি এসএতে জমি কিনেছি দুইদাগে ২৫৩ও ৫০৩দাগে কিন্তু দখল আমার ৫০৩,৫০২, ৪০/৪৫বছর ধরে এখুন বিডি এস রেকর্ডএ আমি দখল হিসাবে ৫০৩ও৫০২দখল জমি রেকড করেছি অপর পক্ষ আমার দলিলে কেনা ২৫৩রেকড করেছেন। সে এখুন বলছেন যে আমার৫০২ আমাকে রেকড দিবে আর তমার ২৫৩দাগ তুমি রেকড নেও আমি কি করতে পারি আবার তিনি ৩০ধারা করেছে আমিও করেছি তাতে সেটেলমেন অফিস কি রায় দিবে বউঝতে পারছি না আপনার মতা মত চায় তেছি।

  • @blayathossain3019
    @blayathossain3019 2 года назад

    সুন্দর আলোচনা চলবে

  • @jubaid712jubaidkubir
    @jubaid712jubaidkubir 2 месяца назад

    মাশাআল্লাহ

  • @mdshazedulislam7655
    @mdshazedulislam7655 2 года назад

    স্যার আমার বাবার নামে দলিল আছে কিন্ত আমার দাদার নামে রেকড হয়ে গেছে এখন আবার চাচাদের নামে বতমান রেকর্ড এখন কি করা যায়

  • @arupchandroroy6493
    @arupchandroroy6493 Год назад

    Sir Debotro sompotir sompoke ki bolen

  • @musarafsk8654
    @musarafsk8654 2 года назад

    Sir amar dadur Cs record chilo but dadur bhai po ra rs racord kora niya cha but dadur chala dar na janiya ora rs kora niyacha warish bad daya hoya cha ami mamla kora jomi ta ki paba rs racord sonsodon hoba akta video koran

  • @MdUzzal-q8q
    @MdUzzal-q8q День назад

    আমিন

  • @md.ayubali2204
    @md.ayubali2204 Год назад

    স্যার,এস এ রেকর্ডে মালিকের ঠিকানা ভুল হলে এখন সংশোধন করা যাবে কী?

  • @mdnurnobi8945
    @mdnurnobi8945 Год назад

    স্যার ধন্যবাদ আপনাকে

  • @MdNuramin-pm2lv
    @MdNuramin-pm2lv 9 месяцев назад

    আসসালামু আলাইকুম আমার নাম রমেন আমার বড় দাদা দাদার জমি অনেকদিন ধরে খাইতেছে জমি তারা বিভিন্ন ভুয়া দলিল কাগজ পাতি দিয়ে তাদের নামে রেকর্ড করে নিয়েছেন এখন তারা আমার ছোট দাদা তুমি কোনমতে ছাড় দিতেছেনা এখন আমার করনীয় কি

  • @shahjahanparves8850
    @shahjahanparves8850 2 года назад

    assalamu alaikum,
    আমার একটি সমস্যা আপনার সাথে শেয়ার করছি.....
    আমি একটি জমি ক্রয় করেছি গোলাম মোস্তফার কাছ থেকে ১১ বছর আগে।
    এই জমিটি গোলাম মোস্তফা ওয়ারিশ সূত্রে পেয়েছে তার বাবার কাছ থেকে-তার বাবার নাম আন্তাজ আলী।
    আন্তাজ আলী এই জমিটি ক্রয় করেছিলেন অসমী কুমার এর কাছ থেকে।
    ১৫ দিন আগে জমিটি খারিজ করতে গিয়ে আমি দেখতে পাই ইহার খারিজ গোলাম মোস্তফার নামে নেই ইভেন তার বাবা আন্তাজ আলীর নামেও নেই।
    খারিস রয়েছে ওর সুনীল কুমার বাবুর নামে বিআরএস। (অসীম কুমারের কাছ থেকে জমি ক্রয় করেছিলেন আন্তাজ আলী)
    এই কুসুমী কুমার গত হয়েছে অনেক আগে তার কোন ওয়ারিশিয়ান বাংলাদেশ নেই। পৃথিবীতে আছে কিনা আমরা জানি।
    এখন আমি এই জমিটি কিভাবে আমার নামে খারিজ করাতে পারি জানালে অত্যন্ত উপকৃত হব।
    আমার নিকট যে সমস্ত পেপার রয়েছে তা হল=
    1. আমার নামে কৃত মূল দলিল
    2. গোলাম মোস্তফার বাবা আন্তাজ আলীর বায়া দলিল
    3. গোলাম মোস্তফা দের ওয়ারিস সনদ
    4. অশোনি কুমার বাবুর বায়া দলিল
    5. DRS/RS খতিয়ান
    মোঃ শাজাহান পারভেজ ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা

    • @ojanar_iskool
      @ojanar_iskool Год назад

      ফুলবাড়িয়ার কোন মৌজা?

  • @NoorAlam-o4p
    @NoorAlam-o4p Месяц назад

    আচচালামু আলাইকুম আমার উপকার হইচে

  • @MohammadShakil-qi2qy
    @MohammadShakil-qi2qy Год назад

    বায়া দলিল তো নাই এখন করোনিয় কি স্যার

  • @gmburhan8213
    @gmburhan8213 Год назад

    ৬২ রেকর্ড আমার নামে আছে অন্যের নামে হয়ে যায় সংশোধনের উপায় জানতে চাই

  • @nesaruddin4968
    @nesaruddin4968 2 года назад

    আমার বাবার নামের দলিল আছে, বাবা মারা যাওয়ার পরে আমার চাচতো ভাই-বোনেরা আমাকে খুন করার ভয় দেখিয়ে আমার মায়ের কাছ থেকে নাবালকের পক্ষে জমি লিখিয়ে নেয়, কোর্টের কোন অনুমতি নাই ,পরে বিএস খতিয়ানে চাচাত ভাইবোনের নামে জমির রেকর্ড করিয়ে নেয় ,আমি কি ওই জমির রেকর্ড সংশোধন মামলা করতে পারি।

  • @MDMonir-xm7ci
    @MDMonir-xm7ci Год назад

    আমার জন্মের আগে দাদার দেওয়া জমি আমার বড় ভাই ও বোনের নামে দলিল করে দেয়,তার পরে আমার জন্ম হয়, এবার আমার বাবা ৮৮সালে আমার নামে রেকড করে দেই, কিন্তু এই ৩০ বছর পর আমার বড় ভাই আমাকে ভিটা ছাড়ার নির্দেশ দেই,আর আমার নামে রেকড সংসোদন মামলা দায়ের করতে যাচ্ছে, এখন আমার কি করনীয়,ছার দয়া করে জানাবেন প্লিজ

    • @SohagSohagReza
      @SohagSohagReza 6 месяцев назад

      Apni jomi paben nah.. Bhai yer sate mutual hoye neyai better

  • @sihabuddin447
    @sihabuddin447 2 года назад

    আমার যে জায়গা কিনছি আমাদের দলিল আছে। কিন্তু যার কাছে কিনছি তার দলিল নাই। তা হলো মামলা কিভাবে করবে

  • @gmburhan8213
    @gmburhan8213 Год назад

    ৬২ডি কাট আমার নামে আছে অন্যের নামে হয়ে যায় সংশোধনের উপায় কি

  • @saiemsaiem3245
    @saiemsaiem3245 2 года назад +1

    ধন্যবাদ

  • @mdhamim4302
    @mdhamim4302 2 года назад +1

    মাশাল্লা রাইট বলছেন

  • @sufiabegum9272
    @sufiabegum9272 Год назад

    আমার থেকে চেষ্টা করে বের করতে পারিনি
    দলিল সব কাগজ আছে
    অন্য লোক আমার বাডিটি দখল করে আছে
    ও সি কমিশনার সবাই বলছেন‌যে দখলে উনাকে ভাবি থেকে নামতে বলছেন
    সেই লোক ভাবি জাগতে চার না

  • @JasimUddin-bk5tv
    @JasimUddin-bk5tv 7 месяцев назад

    Amar nanir namer sompotti amar mamar namee record hoyeche..
    Amar maa o oi sompottir ongshidar kinto amar mama to vaiyera amar mayer sompotti diteche nah... Jomir dolil nanir namee kinto record amar mamar namee,
    And amar maa bortomanee oi jomir dokhole ache... Barı ghor kore ache..
    Ekhon amara ki korbo.. Poramorsho chai...
    Assalamualaikum

    • @SohagSohagReza
      @SohagSohagReza 6 месяцев назад

      আপনারা তো দখলে আছেন তাহলে ভয় করার কোন কারণ নেই। ওয়ারিশের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দিতে হবে।

  • @choyonroy8004
    @choyonroy8004 10 месяцев назад

    দলিল আছে, দখল আছে, কিন্তু রেকর্ড নেই, করণীয় কী,

  • @kazinreza9172
    @kazinreza9172 2 года назад

    স্যার জরিপের সময় আমার এক বোনের নাম বাদ গেছে। এখন করনীয় কি।

  • @MohammedMohammad-yj2gh
    @MohammedMohammad-yj2gh 11 месяцев назад

    Vai apne kon jelar

  • @rakhibulislamm.s.srakib4514
    @rakhibulislamm.s.srakib4514 Год назад

    Thanks

  • @md-io3qd
    @md-io3qd 2 года назад

    আপনার অফিশ কুথায় স‍্যার জানাবেন

  • @nasimaislam9011
    @nasimaislam9011 2 года назад

    আমি এই সমস্যায় আছি । পৈত্রিক সম্পত্তি কিন্তু বড় ভাইয়ের নামে রেকর্ড করে নিয়েছে ।

  • @moidulislam3913
    @moidulislam3913 2 года назад

    স্যার ভারতের ও কী একই আইন রেকড সংশোধন

  • @gmburhan8213
    @gmburhan8213 Год назад

    ৬২৮ আমার নামে আছে ৯০ রেকেট ওর নামে হয়ে যায় আইডি কার্ড সংশোধনের উপায় কি

  • @faizulislam8218
    @faizulislam8218 Год назад

    জমির দলিল আছে, দখলে নাই, এই জমি কি ভাবে পাবো

  • @mdayub3389
    @mdayub3389 2 года назад

    আপনার অফিস কোথায় জানাবেন স্যার???

  • @nahidhasan3276
    @nahidhasan3276 Год назад

    রেকর্ড মামলা করতে কত টাকা লাগে

  • @RatonKumar-ti7ep
    @RatonKumar-ti7ep 7 месяцев назад

    স্যার আমি সংশোধন করতে দিয়েছি ৩ বছরেরও বেশি হলো, আইনজীবি বলছে আরও সময় লাগবে এটা কি ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন জানাবেন স্যার প্লিজ।

  • @syeds8314
    @syeds8314 5 месяцев назад

    Start watching from 6 min 10 sec

  • @silentkiller8553
    @silentkiller8553 Год назад

    আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছে। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার বড় দাদা ছমিরদ্দিনের চার ছেলে। তাদের মধ্যে একছেলে জালালউদ্দিন দুই সন্তান নাবালক রেখে মারা যায়। সেই জন্য ছমিরদ্দিন জালালউদ্দিনের দুই ছেলে অছিমউদ্দিন ও আপছরউদ্দিনকে ১৪ দাগে ১/৪ নাল জমি এবং ১-১৫ শতাংশ ভিটা হেবা করে দেয়।বাকি সন্তানদের মোট সম্পত্তির সাড়ে ছয় করে দলিল করে যায় ১৯৪৩ সালে। কিন্তু ১৯৭০ সালে এসে অছিমউদ্দিন ও আপছর উদ্দিন কে ভুল বুঝিয়ে বন্টননামা দলিল করে একদাগে সামান্য সম্পত্তি দিয়ে বুঝিয়ে দেয়।পরবর্তী সময়ে তারা সম্পত্তিগুলো বিক্রি করে দেয়। আমাদের বাবা- চাচাদের যা বুঝাত তারা তাই মেনে নিত। এখন ঐ জমিগুলো কি আমার দ্বারা ফিরে পাওয়া সম্ভব। যারা জীবন আমাদের জীবন চলে যাচ্ছে সংগ্রাম করে। যদিও এখনো মামলা করার সামর্থ্য অর্জন করিনি। যারা এখন ভোগ দখন করছে তারাও অনেক প্রভাবশালী। এখন কি করা যায় সৎ পরামর্শে একজন ভূমিহীন আপছরউদ্দিনের ওয়ারিশ তার ভূমি ফিরে পেতে পারে কিনা?

  • @bdbangla7512
    @bdbangla7512 2 года назад

    সব অংসিদার দের অংশগ্রহণ করা লাগবে নাকি

    • @STOPTORTUREBD
      @STOPTORTUREBD  2 года назад

      বন্টননামা করতে সবাইকে হাজির থাকতে হবে।

  • @mbhuiyan999
    @mbhuiyan999 Год назад

    স্যার আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো?

  • @foridmia-pq5ee
    @foridmia-pq5ee Год назад +1

    আপনি বললেন দলিলের ফটো কপি দিতে আমিত অরজিনিয়াল দিছি সমসা হবে

  • @raselkhanovi7909
    @raselkhanovi7909 Год назад

    স্যার আপনার নাম্বারটা দেওয়া যাবে একটা বিষয় জানার জন্য দু সূত্রে খারিজ কি