আলহামদুলিল্লাহ দুয়া ইউনুস দরূদ শরীফ এবং ইস্তেগফার বেশি বেশি পাঠ করে অল্প সময়ের মধ্যে আমার অনেক বড়ো বিপদ থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন এটা আমি শুনতাম কিন্ত আমল করার পর নিজেও অবাক হয়েছি আপনারাও করতে পারেন।
@@ferozakhatun935 কিভাবে করতে হবে? একদম সারাক্ষণই পড়ব? নাকি পড়াশোনা,খাবার খাওয়া, ঘুম এসব বাদে বাকি টাইম করব? আসলে আমার সামনে একটা বড় পরীক্ষা, দিনের প্রায় বেশির ভাগ সময় পড়াশোনা করতে হচ্ছে,এদিকে বেশ কিছু বিপদে পড়ে আছি, পরীক্ষা সহ আরো কয়েকটা বিপদ। এখন এতো পড়াশোনার ফাঁকে ফাঁকে কিভাবে এই আমলটা করতে পারি,একটু কষ্ট করে আমাকে বলা যাবে? বা, অন্তত,আপনি কিভাবে আমল টা করেছিলেন,যদি একটু বলতেন।
আমার সন্তান হয় না আমার এক আত্মীয় বলছে যে মাজারে যাও তাহলে হবে আমার স্বামী বলছে যদি কোনদিন সন্তানের মুখ নাও দেখি তারপরও মাজারে যাব না আল্লাহর দিলে দেবে না দিলে নাই। ইনশাআল্লাহ আল্লাহ দেবে আশা রাখি
@@MdsumonHossain-op7yw ভুলেও মাজারে যাওয়ার চিন্তা ও করবেন নি,আপু। এক আল্লাহ তায়ালা যদি পরীক্ষা নিতে চান, সন্তান তো দুরের কথা, বরং আরো কঠিন কোনো রোগ অসুখ বিসুখ ও দিয়ে দেন,তাও না। মোট কথা, কোনো কারণেই না, কখনোই না। যদি যাওয়ার চিন্তা ও করেন,ঈমান কিন্তু নষ্ট হয়ে যাবে,আপু। তখন ইহকাল ও গেল,পরকাল ও গেল। মনে রাখবেন, আমাদের সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা,দেয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা,ঐ মাজারে শুয়ে থাকা মৃত মানুষের কোনো ক্ষমতা নেই কিছু দেয়ার,আপনিই ভেবে দেখুন,ক্ষমতা থাকে কিভাবে! যদি কেউ বলে, মাজারে যাওয়ার কারণে তার অমুক মনের আশা পূরণ হয়েছে, একেবারেই কানে তুলবেন না ঔসব। আপনি একনিষ্ঠভাবে এক আল্লাহ তায়ালার কাছে দোয়া করুন,তিনি সকল অসম্ভবকে সম্ভব করতে পারেন। সবসময় করেন। উঠতে বসতে,চলতে ফিরতে দরুদ আর ইসতেগফার পড়ুন। দিনের অর্ধেক সময় খাওয়া, ঘুম, নামাজ, বাথরুম বাদে বাকি প্রায় পুরোটা সময় ধরে ধীরে ধীরে, থেমে থেমে, মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। আর বাকি অর্ধেক সময় এক ই রকম ভাবে খাওয়া, ঘুম, নামাজ, বাথরুম বাদে ধীরে ধীরে, থেমে থেমে, মহব্বতের সাথে, নিজের পাপ কাজগুলোর কথা মনে করে করে আস্তাগফিরুল্লাহ্, আস্তাগফিরুল্লাহ্ পড়ুন। এই আমলটা করতেই থাকবেন। আর বর হালাল উপার্জন করে কিনা,এটা খেয়াল রাখবেন,কারণ হালাল উপার্জন ছাড়া কোনোভাবেই দোয়া কবুল হয় না। আর প্রতি ফরজ নামাজের পর মোনাজাতে এবং তাহাজ্জুদের নামায শেষে মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তায়ালার কাছে নিজের ভাষায় মনের সব কথা খুলে বলুন। ইংশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনাকে খুব দ্রুত একটা সুস্থ, সুন্দর, স্বাভাবিক, ঈমানদার,চাঁদের মতো একটা বাচ্চার মা হওয়ার তৌফিক দান করবেন। আমীন।
হে আল্লাহ আপনিতো জানেন আপনি আমার মা বাবাকে গায়বি সাহায্যে দিয়ে সমস্ত বিপদ থেকে মুক্তি দিয়ে অভাব অনটন দূর করে দেন শুনেছি চল্লিশ জনে আমিন বললে দোয়া কবুল করে দেখি কতো জনে বলে
❤❤❤ ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমি তিন দিনের ট্রেনে কিভাবে নামাজ পড়বো দয়া করে বলবেন আর আমার জন্য দোয়া করবেন যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন নামাজ কাজা না হয় কোন কিছু র বিনিময়ে ,নতুন নামাজ পড়া শুরু করেছি,,আমিন
অবশ্যই ট্রেনে বা বাসে নারীরা সালাত আদায় করতে পারবেন। এটা নাজায়েজের কিছু নয়। যদি তাঁর ভ্রমণ অবস্থায় সালাতের সময় হয়, তাহলে তিনি সেখানেই আদায় করতে পারবেন। কোনো উপায় না থাকলে ট্রেনে নামাজ পড়তে সমস্যা নেই। তবে উত্তম হলো, কোনো বাহনের চেয়ে জমিনের ওপর সালাত আদায় করা। বাসে গেলে তো বিভিন্ন জায়গায় যাত্রা বিরতি থাকে, তাহলে নেমে আপনি সালাত আদায় করতে পারবেন। ট্রেনে সে ব্যবস্থা নেই। তাহলে চলতি ট্রেনেই পড়ে নিতে পারবেন। কোনো সমস্যা নেই।
ইশারায় নামাজ পড়া যায়, কোন অবস্থাতেই নামাজ কাজা করা যাবে না ,পথে-ঘাটে ভ্রমণ করা অবস্থায় অর্থাৎ মুসাফির অবস্থায় চার রাকাত ফরজ নামাজের জায়গায় দুই রাকাত করে ফরজ নামাজ আদায় করতে হয়, আর দুই রাকাত ফরজ নামাজের স্থানে দুই রাকাত ফরজ আদায় করতে হয়, আবার মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের স্থানে তিন রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়, পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করতে হয়, আর এভাবে করেও যদি নামাজ পড়া না যায় তাহলে শুধু ইশারায় নিয়ত বাঁধলে চলবে
সবাই আমার স্বামীর জন্য দুয়া করবেন আল্লাহ যেন আমার স্বামীর নেক হায়াত বাড়িয়ে দেন হায়াতে বরকত দেন রোগ শিফা দেন সুস্থ রাখেন জান্নাত পর্যন্ত আমাদের একসাথে রাখেন
কিছু মানুষের কমেন্ট পড়ে দু:খ হয়, এতো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন তারপরেও মানুষ কি রকম প্রশ্ন করছে আমার বুঝে আসছে না, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন.
*For The Holy Sake Of The Supreme Almighty Graceful ALLAH Suubb-haanaahuuWuaaTaa'aala... Love You dearly, truly, and profoundly Our Dear Honorable Beloved Islamic Scholar 'Mister Shaykh Ahmadullah Sir'...❤️❤️❤️🤲🏻🤲🏻🤲🏻* *May The Supreme Almighty Gracious ALLAH Suubb-haanaahuuWuaaTaa'aala Love, Bless, and Protect Our Beloved 'Shaykh Ahmadullah Sir' & Shaykh's Honorable Family Members in this duniyaah and In The Aakhiraah... ALLAHU Aakbaar... Aameen Yaa ALLAH Raabbuul Aarshiil Aazeem...☝🏻❤️❤️❤️🤲🏻🤲🏻🤲🏻*
Dear Honorable Beloved Shaykh Ahmadullah Hafizahullah Sir... *"May The Supreme Almighty ALLAH Raabbuul Aarshiil Kaareem accept your noble deeds, and grant you higher respectable rank in this duniyaah, & In Aakhiraah... ALLAHU Aakbaar... Aameen Yaa ALLAH Yaa Haaiiyuul Yaa Qaaiiyuum...☝🏻❤️❤️❤️🤲🏻🤲🏻🤲🏻"*
লা~ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আল্লাহ আমাদের মালিক, হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, পথ প্রদর্শক❤❤❤
আলহামদুলিল্লাহ দুয়া ইউনুস দরূদ শরীফ এবং ইস্তেগফার বেশি বেশি পাঠ করে অল্প সময়ের মধ্যে আমার অনেক বড়ো বিপদ থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন এটা আমি শুনতাম কিন্ত আমল করার পর নিজেও অবাক হয়েছি আপনারাও করতে পারেন।
@@BanglaDesh-r9c সুবহান আল্লাহ
আমিও প্রমান পাইছি,এটা অনেক বড় আমল।
@@ferozakhatun935 কিভাবে করতে হবে? একদম সারাক্ষণই পড়ব? নাকি পড়াশোনা,খাবার খাওয়া, ঘুম এসব বাদে বাকি টাইম করব? আসলে আমার সামনে একটা বড় পরীক্ষা, দিনের প্রায় বেশির ভাগ সময় পড়াশোনা করতে হচ্ছে,এদিকে বেশ কিছু বিপদে পড়ে আছি, পরীক্ষা সহ আরো কয়েকটা বিপদ। এখন এতো পড়াশোনার ফাঁকে ফাঁকে কিভাবে এই আমলটা করতে পারি,একটু কষ্ট করে আমাকে বলা যাবে?
বা, অন্তত,আপনি কিভাবে আমল টা করেছিলেন,যদি একটু বলতেন।
@@BanglaDesh-r9c
Subhan Allah
Sura na dowa younus
رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
উচ্চারণ- রাব্বি আন্নি মাসসানিয়ায যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।
অর্থ- হে আমার প্রভু! আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, তুমিইতো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। (সূরা আম্বিয়া : আয়াত ৮৩)
আলহামদুলিল্লাহ হুযূর
আলহামদুলিল্লাহ্ আরো একটা সুন্দর সকাল দেখার সৌভাগ্য দিলেন তিনি।
ফাবিআইয়ে আলাই রাব্বি কুমা তুকাজ্জিবান।
আলহামদুলিল্লাহ্।
রাব্বানা আতিনা ফিদদুনিয়া হাছানাতও ওয়াফিল আখেরাতে হাছানাতও ওয়াকিনা আজাবান্নার।
Your duah was approved, did Allah except your duah ?
thanks apu.
ইয়া আল্লাহ, আপনি আমাকে কঠিন সমস্যা ও বিপদ থেকে রক্ষা করুন-আমিন।আমার মতো আরো যে সকল মানুষ কঠিন বিপদে আছে তাদেরকেও হেফাজত করুন-আমিন।
Allah kobul koruk
@
Ameen
Amin
Ami o je onek bipode achi amar jonne dua korben sobai. Amin
@@mdmollick2143 আমীন ইয়া রাব্বাল আ'লামিন
এই রকম একটা হুজুর প্রত্যেক টা জেলায় থাকা দরকার,ভালো মন্দের পার্থক্য বুঝিয়ে দেওয়ার জন্য ❤❤
দোয়া গুলো কোন কোন সময় পড়তে হবে।
@@Neha_3457 দরুদ আথবা জিকির যেগুলো আছে ওযু করে সবসময় এই গুলো পড়া যাবে , যখন বিপদ আসবে তখন পড়তে হবে যেকোনো সময় পাঠ করা যায়
@@Neha_3457যে কোনো সময়, সারাক্ষণ পড়বেন।
যখন মনে চায় তখন পড়বেন@Neha_3457
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
১। দোয়া ইউনুস। ২ । রববি আননি মাস সানি ইয়া দুররু ওয়া আনতা ইয়া আর হামার রহিম মিন । ৩
হযরত জাকারিয়া৷ (আ) এর দোয়া।
ভাইয়া এই দুয়া গুলো এগুলো না আর আছে দয়া করে বলবেন
000000
000000000000000000
000000
সত্য প্রকাশ করেছেন। এখন মাজার পূজারিরা এবং ভন্ড বই বা অজিফা ব্যবসায়িরা আপনার বিপক্ষে অনেক বদনাম প্রচার করে।
মাশাআল্লাহ সু্বহানআল্লাহ আলহামদুলিল্লাহ্ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ❤❤❤ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤❤❤ সকল প্রশংসা মহান আল্লাহুর জন্য
আমার সন্তান হয় না আমার এক আত্মীয় বলছে যে মাজারে যাও তাহলে হবে আমার স্বামী বলছে যদি কোনদিন সন্তানের মুখ নাও দেখি তারপরও মাজারে যাব না আল্লাহর দিলে দেবে না দিলে নাই। ইনশাআল্লাহ আল্লাহ দেবে আশা রাখি
Ins sha allah mohan ALLAH মহান আল্লাহ যেন আপনাকে নেক সন্তান দান করুন আমিন
Allah jeno apnake nek sontan dan koren. Ameen ameen ameen
@@MdsumonHossain-op7yw ভুলেও মাজারে যাওয়ার চিন্তা ও করবেন নি,আপু। এক আল্লাহ তায়ালা যদি পরীক্ষা নিতে চান, সন্তান তো দুরের কথা, বরং আরো কঠিন কোনো রোগ অসুখ বিসুখ ও দিয়ে দেন,তাও না। মোট কথা, কোনো কারণেই না, কখনোই না। যদি যাওয়ার চিন্তা ও করেন,ঈমান কিন্তু নষ্ট হয়ে যাবে,আপু। তখন ইহকাল ও গেল,পরকাল ও গেল। মনে রাখবেন, আমাদের সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা,দেয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা,ঐ মাজারে শুয়ে থাকা মৃত মানুষের কোনো ক্ষমতা নেই কিছু দেয়ার,আপনিই ভেবে দেখুন,ক্ষমতা থাকে কিভাবে! যদি কেউ বলে, মাজারে যাওয়ার কারণে তার অমুক মনের আশা পূরণ হয়েছে, একেবারেই কানে তুলবেন না ঔসব। আপনি একনিষ্ঠভাবে এক আল্লাহ তায়ালার কাছে দোয়া করুন,তিনি সকল অসম্ভবকে সম্ভব করতে পারেন। সবসময় করেন। উঠতে বসতে,চলতে ফিরতে দরুদ আর ইসতেগফার পড়ুন। দিনের অর্ধেক সময় খাওয়া, ঘুম, নামাজ, বাথরুম বাদে বাকি প্রায় পুরোটা সময় ধরে ধীরে ধীরে, থেমে থেমে, মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। আর বাকি অর্ধেক সময় এক ই রকম ভাবে খাওয়া, ঘুম, নামাজ, বাথরুম বাদে ধীরে ধীরে, থেমে থেমে, মহব্বতের সাথে, নিজের পাপ কাজগুলোর কথা মনে করে করে আস্তাগফিরুল্লাহ্, আস্তাগফিরুল্লাহ্ পড়ুন। এই আমলটা করতেই থাকবেন। আর বর হালাল উপার্জন করে কিনা,এটা খেয়াল রাখবেন,কারণ হালাল উপার্জন ছাড়া কোনোভাবেই দোয়া কবুল হয় না। আর প্রতি ফরজ নামাজের পর মোনাজাতে এবং তাহাজ্জুদের নামায শেষে মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তায়ালার কাছে নিজের ভাষায় মনের সব কথা খুলে বলুন। ইংশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনাকে খুব দ্রুত একটা সুস্থ, সুন্দর, স্বাভাবিক, ঈমানদার,চাঁদের মতো একটা বাচ্চার মা হওয়ার তৌফিক দান করবেন। আমীন।
দোয়া রইলো ,আল্লাহ আপনাকে নেক সন্তান দান করুক,, কিন্তু খবরদার ভূলেও মাজারে যাবেন না,,
দুয়া করি আল্লাহ পাক আপনাকে নেক সন্তান দান করুন।
জীবনের সবচেয়ে বড় চাওয়া যেটা সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ
হে আল্লাহ আপনিতো জানেন আপনি আমার মা বাবাকে গায়বি সাহায্যে দিয়ে সমস্ত বিপদ থেকে মুক্তি দিয়ে অভাব অনটন দূর করে দেন শুনেছি চল্লিশ জনে আমিন বললে দোয়া কবুল করে দেখি কতো জনে বলে
আমীন
Amin😢
সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর
মহান আল্লাহ আপনি দয়া করে,মায়া করে,করুণা করে,আমাদের সকল দোয়াকে কবুল করে নিন।আমিন।আমিন।আমিন।
❤❤❤ ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার
হুজুর আমার জন্য দোয়া চাই আমার আল্লাহ যেন আমাকে তার পথে কবুল করে। আমীন
আমিন
@@md.alauddinabutuhid6210ভাই আমি অনেক অসুস্থ আমার জন্য দোয়া করেন
❤❤❤ ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen summa ameen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমিন
আমি তিন দিনের ট্রেনে কিভাবে নামাজ পড়বো দয়া করে বলবেন আর আমার জন্য দোয়া করবেন যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন নামাজ কাজা না হয় কোন কিছু র বিনিময়ে ,নতুন নামাজ পড়া শুরু করেছি,,আমিন
Oju na korar bebosta takle...tayamum kore pore niben..ইশারায় বসে বসে পড়তে পারেন সিটে। ফরজ অবশ্যই পড়তে হবে, সুন্নত ২রাখাত পরতে পারেন,,বিতর অবশ্যই, মাগরিবের ৩ রাখাত পরতে হবে
অবশ্যই ট্রেনে বা বাসে নারীরা সালাত আদায় করতে পারবেন। এটা নাজায়েজের কিছু নয়। যদি তাঁর ভ্রমণ অবস্থায় সালাতের সময় হয়, তাহলে তিনি সেখানেই আদায় করতে পারবেন। কোনো উপায় না থাকলে ট্রেনে নামাজ পড়তে সমস্যা নেই। তবে উত্তম হলো, কোনো বাহনের চেয়ে জমিনের ওপর সালাত আদায় করা। বাসে গেলে তো বিভিন্ন জায়গায় যাত্রা বিরতি থাকে, তাহলে নেমে আপনি সালাত আদায় করতে পারবেন। ট্রেনে সে ব্যবস্থা নেই। তাহলে চলতি ট্রেনেই পড়ে নিতে পারবেন। কোনো সমস্যা নেই।
কেবলার দিকে ফিরে নামাজ পড়বেন, দাঁড়িয়ে হোক কিংবা বসে হোক, অজু করে হোক অথবা তিয়ামুম করে হোক, শারীরিকভাবে না পারলে ইশারার মাধ্যমে নামাজ আদায় করবেন ।
আমিন
ইশারায় নামাজ পড়া যায়, কোন অবস্থাতেই নামাজ কাজা করা যাবে না ,পথে-ঘাটে ভ্রমণ করা অবস্থায় অর্থাৎ মুসাফির অবস্থায় চার রাকাত ফরজ নামাজের জায়গায় দুই রাকাত করে ফরজ নামাজ আদায় করতে হয়, আর দুই রাকাত ফরজ নামাজের স্থানে দুই রাকাত ফরজ আদায় করতে হয়, আবার মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের স্থানে তিন রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়, পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করতে হয়, আর এভাবে করেও যদি নামাজ পড়া না যায় তাহলে শুধু ইশারায় নিয়ত বাঁধলে চলবে
আল্লাহু আকবার, সুবাহান্নাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাহ
সবাই আমার স্বামীর জন্য দুয়া করবেন আল্লাহ যেন আমার স্বামীর নেক হায়াত বাড়িয়ে দেন হায়াতে বরকত দেন রোগ শিফা দেন সুস্থ রাখেন জান্নাত পর্যন্ত আমাদের একসাথে রাখেন
রব্বি লা তাজারনী ফারদাও ওয়া আংতা খয়রুল ওয়ারিসীন।
আমিন ❤
আমিন
Aalhamdulillah!
🥰🥰
আমিন
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
কিছু মানুষের কমেন্ট পড়ে দু:খ হয়, এতো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন তারপরেও মানুষ কি রকম প্রশ্ন করছে আমার বুঝে আসছে না, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন.
ঠিক বলেছেন।
🎉
সত্য প্রকাশ করেছেন। এখন মাজার পূজারিরা এবং ভন্ড বই বা অজিফা ব্যবসায়িরা আপনার বিপক্ষে অনেক বদনাম প্রচার করে।
সবার বোঝার ক্ষমতা এক না। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন এবং আপনি পারলে তাকে তার উত্তর দিয়ে সাহায্য করুন। সমালোচনা না করে সহযোগিতা করুন।
মাশাআল্লাহ ।খুবই মূল্যবান প্রতিটি কথা ।
আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান মাতা-পিতাকে এ দোয়া শিখিয়েছেন, ‘রব্বি লা-তাযারনি ফারদাঁও ওয়া আন্তা খাইরুল্ ওয়ারিছিন। অর্থাত্ হে আমার রব, আমাকে একা রেখো না। তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৮৯)।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
*"Yaa AarHaamaar Ro-heemeen...☝🏻❤️🤲🏻🤲🏻🤲🏻"*
নেক সন্তান লাভের কোরআনি আমল:
রাব্বি লা তাজারনি ফারদাও ওয়া আংতা খায়রুল ওয়ারিছিন।’অর্থ : ‘হে আমার পালনকর্তা! আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিস (দানের অধিকারী)।’ (সুরা আম্বিয়া : আয়াত ৮৯)
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সায়েখ সাহেব ঠিক কথা নিয়ে ভিডিও টি তে বক্তব্য পেস করলেন। সুনে মানুষ উপকৃত হবে এবং জ্ঞান অর্জন করতে পেরেছে।
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি, সুবহানাল্লাহি আযিম।
আল্লাহ কবুল করুন আমীন
দুনিয়া ও পরকালে শান্তি যদি আল্লাহর বিধানমত চলা যায়।হতাশা তো তারাই হয় যারা আল্লাহর বিধান মত চলে না।অন্যায়কাজে লিপ্ত থাকে।
You are absolutely right
আমি খুব অসুস্থ আপনার দোয়াটা শিখাইলেন ইনশাল্লাহ আমি দোয়া করবো আল্লাহর কাছে।
Subhanallah 💖 Allhamdulillahi robbul alamin 💖 Amin 💖 Inshaallah 💖💖💖
Subhan Allah Alhamdulillah subhanallah alhamdulillah Allahuakbar Lailahaillah 🌹🌹🌹
মাশা আল্লাহ❤❤
SubhanAllah
Very heart touching lecture 🤲🏻
আলহামদুলিল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহীমা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
হাসবি আল্লাহু অনিয়ামাল অকিল নিয়ামাল মাওলা অনিয়ামাল নাসির আল্লাহু আঁকবার আল্লাহু আকরাম আহাদুন সুবহানাল্লাহ আল মালিক ❤
আমি আল্লাহর কাছে একটা সন্তানের জন্য দোয়া করছি। আল্লাহ যেন আমাকে একটা সন্তান ভিক্ষা দেন।
আল্লাহ আমাকে যেন সুস্থতা দান করেন। আমিন...
আমার জন্য দোয়া করবেন সবাই।
আল্লাহ যেনো আমাকে নেক সন্তান দান করেন।
কত সুন্দর কথা মাশা আল্লাহ
সত্য প্রকাশ করেছেন। এখন মাজার পূজারিরা এবং ভন্ড বই বা অজিফা ব্যবসায়িরা আপনার বিপক্ষে অনেক বদনাম প্রচার করে।
আল্লাহকে অনেক ভালোবাসি
আমিন। আমিও অনেক বিপদে আছি আল্লাহ যেন আমার দোয়া কবুল করে।
ধন্যবাদ হুজুর
Alhamdulillah!
Jazak Allahu Khayran.
আল্লাহু আকবার
খুবই শিক্ষণীয় আলহামদুলিল্লা
আলহামদুলিল্লাহ... bolben .. apni likhte bhul hoye gese... comment a
সত্য প্রকাশ করেছেন। এখন মাজার পূজারিরা এবং ভন্ড বই বা অজিফা ব্যবসায়িরা আপনার বিপক্ষে অনেক বদনাম প্রচার করে।
আমিন
জাজাকাল্লাহ খাইরান
ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করেদিন
ঠিক আমিও উপকার পাইছি
*"❤️❤️❤️ Aallaahuummaa Saallii Wuaa Saalliim Aalaa Naabiiaanaa Muuhaammaad, Saallaallaahuu Aalaaiihii Wuaa Saallaamm...❤️❤️❤️🤲🏻🤲🏻🤲🏻"*
*For The Holy Sake Of The Supreme Almighty Graceful ALLAH Suubb-haanaahuuWuaaTaa'aala... Love You dearly, truly, and profoundly Our Dear Honorable Beloved Islamic Scholar 'Mister Shaykh Ahmadullah Sir'...❤️❤️❤️🤲🏻🤲🏻🤲🏻*
*May The Supreme Almighty Gracious ALLAH Suubb-haanaahuuWuaaTaa'aala Love, Bless, and Protect Our Beloved 'Shaykh Ahmadullah Sir' & Shaykh's Honorable Family Members in this duniyaah and In The Aakhiraah... ALLAHU Aakbaar... Aameen Yaa ALLAH Raabbuul Aarshiil Aazeem...☝🏻❤️❤️❤️🤲🏻🤲🏻🤲🏻*
হুজর আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেনো আমাকে সুস্থ করেন ♥️আমিন
আমিন আমিন আমিন
La Ilaha Illallah muhammadur rasulullah
আমিন আমিন আমিন সুম্মা আমীন
*Aash-haaduu Aal-Laa iilaahaa iillaallaahuu Waaah'daahuu Laa Shaariikaa-laahuu Wuaa Aash-haaduu Aannaa Muuhaammaadaan Aabduuhuu Wuaa Raasuuluuhuu, Saallaallaahuu Aalaaiihii Wuaa Saallaamm...☝🏻❤️❤️❤️🤲🏻🤲🏻🤲🏻*
আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবনে সকল সমস্যাগুলো সম্মানের সাথে সমাধান করুন, আমিন🤲🤲
দয়া করে সবাই খাস দিলে আমার জন্য দোয়া করবেন
Effective lecture...ma dja Allah
সত্য প্রকাশ করেছেন। এখন মাজার পূজারিরা এবং ভন্ড বই বা অজিফা ব্যবসায়িরা আপনার বিপক্ষে অনেক বদনাম প্রচার করে।
আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহ আল্লাহু আকবার
ইনশাল্লাহ আমার হাতটা আগের মতন সুস্থ হবে আমি যে কোন কাজকর্ম করতে পারবো
ALHAMDULILLAH
ALHAMDULILLAH
ALHAMDULILLAH
Amin..
খুব গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনার ভিডিওতে শুনতে পেলাম ভালো লাগছে আপনিও পাশে থাকবেন
সত্য প্রকাশ করেছেন। এখন মাজার পূজারিরা এবং ভন্ড বই বা অজিফা ব্যবসায়িরা আপনার বিপক্ষে অনেক বদনাম প্রচার করে।
🫂Ⓜ️🅰️
আসসালামুয়ালাইকুম হুজুর আমার মনে অনেক আশা একটুখানি দোয়া করবেন।
রব্বী জিদিনি ইলমা
আল্লাহর কসম আল্লাহ ছাড়া কাওকে ভরসা করলেই ঠকতে হবে।
Subhanallah.
ইন্না আল্লাহ, আপনি আমাকে কঠিন সমস্যা ও বিপদ থেকে রক্ষা করুন-আমিন।আমার মতো আরো যে সকল মানুষ কঠিন বিপদে আছে তাদেরকেও হেফাজত করুন-আমিন।
আমাদের রব পরম দয়ালু
Dear Honorable Beloved Shaykh Ahmadullah Hafizahullah Sir...
*"May The Supreme Almighty ALLAH Raabbuul Aarshiil Kaareem accept your noble deeds, and grant you higher respectable rank in this duniyaah, & In Aakhiraah... ALLAHU Aakbaar... Aameen Yaa ALLAH Yaa Haaiiyuul Yaa Qaaiiyuum...☝🏻❤️❤️❤️🤲🏻🤲🏻🤲🏻"*
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সা:)
la ilaha illa angta subhanaka inni kuntu minan jalimin
আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বড় ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে বসবাস করার মত মন মানসিকতা তৈরি করে দিন আমিন
আল্লাহ আকবর
ইনশাআল্লাহ
লা~ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আল্লাহ আমাদের মালিক, হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, পথ প্রদর্শক❤❤❤
রব্বিশ রহলি সদরি ❤হে আল্লাহ আমার অন্তর টা প্রসস্থ করে দেন আমিন
আলহামদুলিল্লাহ 🤲🤲🤲🤲
হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার রোগ সারিয়ে আমাকে একটা নেক সন্তান দান করেন আমিন আমিন আমিন আমিন আমিন আমিন
আল্লাহ হুম্মগফিরলী🥺🤲
Amin Amin Amin
আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার পথে আামাকে কবুল করে
Jazaqallahu Khairee Fiddarain.
i love ALLAH
হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন আমাকে সুস্থ করে দেন আমিন
মহান আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন
আল্লাহ আমার মনের নেক আশাটা পুরন করো
আসসালামু আলাইকুম। কোরআনে র আয়াত গুলো উল্লেখ করলে উপকৃত হতাম
আলহামদুলিল্লাহ ❤❤❤❤
সুবহানাল্লাহ।
*Yaa JaalJaalaalii Wuaal Eeqqraaaam...☝🏻❤️🤲🏻🤲🏻🤲🏻*
Alhamdulillah ❤❤❤
1/লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন।
২/রাব্বি আন্নি মাসসানিআত দুররু,ওয়া আন্তা আরহামার রাহিমিন।
৩/নিঃসন্তান জননীর দোয়া।
৩/
আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিন, আমিন।
Mashallah❤❤❤
Ma sha Allah ❤❤❤
Masaallah
Hujur jeno akta dua duruder boe ber koren asa kori sokol muslimra ta mon dia porbe abong amader onek upokae hobe
হিসনুল মুসলিম পড়েন
1. Dua yunus
2. Dua Ibrahim ( not Durudee Ibrahim)
3. Yaa Hyuu yaa Quyum berahmatika asthaghees.
4. Isthegfar
5. Durood shariif .