২.৮.২০২৪ ৫ম ধাপে বোয়াল এর সন্ধানে ;১৯পিস কিনলাম;যমুনা নদী হতে

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • • 23 July 2024 ৪র্থ ধাপে...
    • 15July 1024 ৩য় ধাপে বো...
    বোয়াল এর পোনা সংগ্রহ করলাম আজ,২ আগস্ট ২০২৪ তারিখে।যমুনা নদীতে গিয়েছিলাম মোট ৩জন। হানিফা,জাফর,সাফি আর এর সাথে আমি। ২০ পিস বোয়াল পোনা আনলাম,এর মধ্যে ১পিস বোয়াল পুকুরে অবমুক্ত করার আগেই মারা গেল। চায়না জাল দিয়ে ধরা এ মাছ।তাই হয়তো এ ইনজুরি ছিল।যমুনা নদীর আলোকান্‌দি ঘাটে গিয়েছিলাম।মাঝিরা ক্যান্টনমেন্ট হতে যেতে দেড় ঘন্টা সময় লাগলো সিএনজি দিয়ে।যাওয়া আসার ভাড়া নিল ৭০০ টাকা। সকাল ৬:৩০ টার সময় রওয়ানা দিয়েছিলাম আর ফিরেছি সকাল ১১টায়।বোয়াল পোনাগুলো আকারে অন্য বারের চেয়ে বড় ছিল, তাই ধারণা করা যায়, এর পরে বোয়ালের পোনা পাওয়ার সুযোগ কম। বোয়ালের পোনা আনার সময় সোহেল টিউবওয়েলের পানি দিয়ে পাতিল ভর্তি করে দিল। এর আগে ৪বার বিভিন্ন সময়ে বোয়াল পোনা ২৩৭পিস সংগ্রহ করেছিলাম। এ ১৯টি ৫ম ধাপ নিয়ে হলো ২৫৬টি। মানিক নামের জেলে সম্প্রদায়ের এক ব্যাক্তির সাথে যোগাযোগ হলো। আমাদের আশ্বস্ত করলো,তিনি অর্ডার পেলে বাংলাদেশের যে কোন স্হানে বোয়াল পোনা পৌঁছে দিয়ে যাবেন।

Комментарии •