ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডর ডানকুনির বদলে অন্ডালে থেমে যাচ্ছে, ৬১টি রেলপ্রকল্প এবং যশোর রোড সম্প্রসারন এখনও আটকে..... কি করে মানব যে পশ্চিমবঙ্গে জমি সমস্যা মিটে গেছে স্যার?
@@soumyadevporiya আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন, যে কোনো কাজ করতে গেলে বাধার সম্মুখীন হতেই হয়, এখানে না হয় সেটা জনঘনত্ব ই হল। কোনো কাজ সম্পন্ন করতে আসল বিষয়টা হল সদিচ্ছা আর সেটার অভাব যথেষ্টই বর্তমান.......
@@sougatabiswas7511 sadichha r abhab to achhei. But ei kolkata port er abastha besh kharap, tai WB r west side die development korte habe. Tajpur deep sea port hole ei road unfra gulo kaj e asbe. Sathe Varanasi Kolkata expressway toiri hole kolkata r upar dependency anek kam habe.
জমি সমস্যার একটাই সমাধান: জমিদাতাদের বাজার দরের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া। (আগে 'সরকারি' দরে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছিল।)। কলকাতা-শিলিগুড়ি রুটে ২০১৭ সালে ৪-লেন সড়ক ছিল ~২২০ কিমির মত। বর্তমানে সেটা ~৫১০ কিমি। গত ৫-৬ বছরে কি এমন হল যে জনবহুল এলাকা দিয়ে প্রায় ২৯০ কিমি সড়কের জমি জট কেটে গেল? উত্তর একটাই: ২০১৭ এর পর (MB 2.0 govt) NHAI বাজার দরের ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে শুরু করেছে যেটাতে রাজ্যের আপত্তি নেই। আর জমির অতিরিক্ত খরচটা Toll tax calculation এ চাপিয়ে দিয়েছে NHAI। ফলস্বরূপ: ফারাক্কা - রায়গঞ্জ সেকশন (~১০০ কিমি) এর এখন toll ২০০ টাকা (Rs 2.00/km) যেটা Purvanchal Expressway এর সমতুল্য (Rs. 1.98/km). খড়গপুর - মোরগ্রাম এক্সপ্রেশওয়ে ( মোট খরচ: বাজার দরের ভিত্তিতে জমি+নির্মাণ) বর্তমানে finanacially viable & attractive. ফলে কিছুটা দেরি হলেও এই প্রকল্প থামবে না। অন্য দিকে বাজার দরে জমি (+ বাড়ি) নিয়ে যশোর রোড সম্প্রসারণ করলে toll tax Rs. 5/km ছাড়িয়ে যাবে। ফলে সেটা finanicially unviable. আর রেলের আর্থিক অবস্থার কথা না বলাই ভাল :-) Bottomline: money matters!
অনেকদিন ধরেই কানাঘুষো শুনছিলাম এই রাস্তার ব্যাপারে। বিভিন্ন ইউটিউবের চ্যানেল এটা নিয়ে তাদের মতামত রাখছিল। কিন্তু কোনটাই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। এবার বিশ্বাসযোগ্য মনে হলো। আপনার উপস্থাপনা সবসময়ই তথ্য সমৃদ্ধ। খুব ভালো লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে আপডেট পাওয়ার অপেক্ষায় রইলাম।
The best from you till date Thoroughly researched, richly informative Hats off আমি আপনার একজন ভক্ত আজ আরো আনন্দিত হলাম আমাদের সমৃদ্ধ করে চলুন সশ্রদ্ধ প্রণাম
স্যার.... আপনার উপস্থাপনা সব সময় খুব খুব সুন্দর.... ডানকুনি থেকে পানাগড় পযন্ত রাস্তাটা ছয় লেনে উন্নতি করা হচ্ছে... তার উপর একটি বিস্তারিত video দেওয়া অনুরোধ রইল... কোলকাতা থেকে বারাণসী Expressway টা কি হচ্ছে......????
আপনার প্রতিবেদন সুন্দর! সবই ঠিক আছে! উন্নয়ন প্রয়োজন! তার সঙ্গে প্রয়োজন বর্তমান বাজারমূল্য অনুযায়ী অধিকৃত জমির ক্ষতিপূরণ দেওয়া! যদি উপায় থাকে তার চেষ্টা করবেন! ভালো থাকুন!
আমাদের রাজ্যে জমি অধিগ্রহন করে নতুন রাস্তা।😂 আশা রাখি 2047 সালের ভেতরে হয়ে যাবে।(expecting best possible situation). I am from Malda. Whenever I travel along NH12(erstwhile 34) to either Siliguri or kolkata, the number of barricading in daytime makes sure that my average speed remains around 45. Not to mention the number of incomplete patches.. I am quite confident that it will remain like that in my lifetime.. Unlike the western part of our nation, bengal doesn't have barren lands. And that in turn makes sure that we are thickly populated. So building high speed roads without bottlenecks will always remain a challenge.. Ofcourse elevated roads always remain a solution. But that is prohibitively costly..
ধন্যবাদ। NH-117 এর নতুন কোনও খবর নেই। তবে বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের এর অংশ হিসেবে জোঁকা - আমতলা বাইপাস (নতুন) - শিরাকোল বাজার পর্যন্ত ৪-লেনের প্ল্যান রয়েছে।
Many thanks. Yes, I agree. It will also lead to new small, medium industries coming up along the route, similar to what's happening now along both sides of Bombay road and Durgapur Expressway. Best wishes.
খুব সুন্দর বলেছেন, কখন টাকা পাব বলবেন শতকে কত করে পাব বলতে পারেন, আপনার খবর কি সঠিক মনে হল তাই খুব তাড়াতাড়ি উত্তর এর অপেক্ষায় রইলাম। সুব্রত ভট্টাচার্য্য
সাধারণত ক্ষতিপূরণের টাকা কাজ শুরু হওয়ার আগে দিয়ে দেওয়া হয়। আর জমির দাম বাজার দর অনুযায়ী এক মৌজা (/দাগ নং..) থেকে অন্য মৌজার আলাদা হবে। আপনাদের ওখানে যে জমি অধিগ্রহণ করা হচ্ছে তার আনুমানিক (বিঘা বা শতক প্রতি) বাজার দর কি রকম? কেন্দ্রীয় সরকারের Bhoomirashi পোর্টাল অনুযায়ী এই প্রকল্পের জমির জন্য প্রাথমিকভাবে ৪০৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা থেকে গড়ে জমির দাম কত হত পারে সেটা অনুমান করতে পারবেন। ধন্যবাদ, ভাল থাকবেন।
Dada amr mote Kharagpur e Airport tairi korar dorkar ache and metro diye Kolkata er sathe join korar dorkar ache Karon West Bengal er ekmatro IIT holo IIT KGP.aj IIT KGP tar location er jonno reputation harache research and placement e somossa dekha jachche.jai hok Kharagpur Kolkata er moto oto developed noi tar jonno India ee first IIT aj nirf ranking e 5 tomo স্থানে চলে এসেছে
Anandabazar ekhon tabloid hoye geche. Er khobor khub ekta reliable noi ajkal. Ei project er final cabinet approval o hoye geche du saptaho age. Ekhon tender close hole, kaj shuru hobe. All the best.
Murshidabad er obostha kobe je sodhrabe finally. Berhampur theke kuli , futisako hoye bolpur dike jete gele onnoprashon er vaat porjonto uthe ase . Edike sainthia hoye bolpur route e kono state bus nei 😞
@@GolamMHossaincould you please provide us the details road map for this project. You could also provide the direct link for the same. Your earliest reply is highly solicited.
@@prabinmandal4160 You will find every details, including DPR, drawings, from the central govt. tender portal: etenders.gov.in/eprocure/app then Tenders by Organization -> NHAI Best,
Most important upcoming expressway for west bengal is Kolkata-Varanasi expressway. That expressway will have a huge impact on west bengal economy. This expressway will connect areas of Jhargram, Bankura and Purulia. Most of the lands in Jhargram, part of Paschim Medinipur (near Garhbeta/Salboni area), Bankura and Purulia is baren (non fertile red soil) ... agriculture is not possible. After this road construction, govt can develop manufacturing/service industries in these areas...land will not be a problem. Nowadays govt is trying to develop industries in areas where agriculture is possible. Converting agricultural land to industrial land is not a good idea. I agree India have to reduce agriculture dependent people... but reducing agricultural land to achive that is not a good idea. Already Mamata Banerjee converted almost all agricultural land of Purba Medinipur district into fisheries (by giving easy loans). Most of the people (almost 70 %) in Purba Medinipur district nowadays depends on fishery. Many part of West Bengal is a river basin....land is fertile...it is not good if we convert these lands into industrial land (world also needs food security). To develop west bengal, govt can develop SEZ in Jhargram-Bankura-Purulia-Asansol belt. Another important thing west bengal govt have to develop concrete bridges. There are many wooden or bamboo or small concrete (car can not pass properly) bridges on the rivers of west bengal... these wooden bridges are lifeline for many agriculture based villages of west bengal... if govt convert all these wooden bridges to big concrete bridges, that will create a huge impact on the agriculture based economy of west bengal. I do not have much idea of north bengal...so I will not comment. For Kgp-Moregram expressway, land aquisition for package 1 and 2 is almost complete. My native village is near Khirpai (Ghatal-Chandrakona road) and this expressway will pass through that area.
Good to hear that LA is almost over in your area. If you have info on when they plan to start construction then also please share that. I agree with you on all the points here. I recently saw an alignment of the VKE going through the Hoogly district and crossing the river into Pujali. From there I think the ring road around Kolkata will take care of the things. Lets hope LA for VKE near Kolkata goes through...its rather highly populated and tough there.
@SoumitraKhirpai Hello Soumitra, it's good to hear you and I am happy to know about land acquisition progress near Khirpai area. I also agree with your other points. With best wishes.
এখন DPR তৈরি হচ্ছে। কাজ শুরু হতে অনেক দেরি আছে। মল্লারপুর থেকে বোলপুর পর্যন্ত হবে 2-lane with paved shoulder। মানে পিচ রাস্তা প্রায় ১০ মিটার চওড়া হবে (বর্তমান NH-60 যতটা চওড়া)।
স্যার,05/10/2023 দরপত্রের নোটিস পেয়েছি, কিন্তু তাতে শুধু জায়গার দাম উল্লেখ আছে ঘরের দাম তো নেই। তাহলে কি আবার আমাকে ঘরের জন্য দ্বিতীয় নোটিস করবে। দরপত্রের প্রথম নোটিস জমা (10/10/2023)দেওয়া মানেই তো জমি সরকারের হয়ে গেল।তাহলে ঘরের টাকার আসা কি করে ভরসা করি। দয়া করে একটু জানান।
সাধারণত বাড়ির দাম আলাদা ভাবেই দেয়। কারণ একই দামের জমিতে একটি পাকা বাড়ির দাম, একটি কাঁচা বাড়ির তুলনায় বেশি হবে। আপনার ঘরের মূল্যায়ণ করার সার্ভে হয়ে গেছে? আর আপনাদের ওখান জমির দাম আপনাদের অনুমান মাফিক দিয়েছে? ধন্যবাদ।
ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডর ডানকুনির বদলে অন্ডালে থেমে যাচ্ছে, ৬১টি রেলপ্রকল্প এবং যশোর রোড সম্প্রসারন এখনও আটকে..... কি করে মানব যে পশ্চিমবঙ্গে জমি সমস্যা মিটে গেছে স্যার?
Your question has the answer. Not developing anything on the eastern side of the ganges solves problem. Avoiding the extremely densely populated area.
@@soumyadevporiya আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন, যে কোনো কাজ করতে গেলে বাধার সম্মুখীন হতেই হয়, এখানে না হয় সেটা জনঘনত্ব ই হল। কোনো কাজ সম্পন্ন করতে আসল বিষয়টা হল সদিচ্ছা আর সেটার অভাব যথেষ্টই বর্তমান.......
@@sougatabiswas7511 sadichha r abhab to achhei. But ei kolkata port er abastha besh kharap, tai WB r west side die development korte habe. Tajpur deep sea port hole ei road unfra gulo kaj e asbe. Sathe Varanasi Kolkata expressway toiri hole kolkata r upar dependency anek kam habe.
জমি সমস্যার একটাই সমাধান: জমিদাতাদের বাজার দরের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া। (আগে 'সরকারি' দরে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছিল।)।
কলকাতা-শিলিগুড়ি রুটে ২০১৭ সালে ৪-লেন সড়ক ছিল ~২২০ কিমির মত। বর্তমানে সেটা ~৫১০ কিমি। গত ৫-৬ বছরে কি এমন হল যে জনবহুল এলাকা দিয়ে প্রায় ২৯০ কিমি সড়কের জমি জট কেটে গেল? উত্তর একটাই: ২০১৭ এর পর (MB 2.0 govt) NHAI বাজার দরের ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে শুরু করেছে যেটাতে রাজ্যের আপত্তি নেই।
আর জমির অতিরিক্ত খরচটা Toll tax calculation এ চাপিয়ে দিয়েছে NHAI। ফলস্বরূপ: ফারাক্কা - রায়গঞ্জ সেকশন (~১০০ কিমি) এর এখন toll ২০০ টাকা (Rs 2.00/km) যেটা Purvanchal Expressway এর সমতুল্য (Rs. 1.98/km). খড়গপুর - মোরগ্রাম এক্সপ্রেশওয়ে ( মোট খরচ: বাজার দরের ভিত্তিতে জমি+নির্মাণ) বর্তমানে finanacially viable & attractive. ফলে কিছুটা দেরি হলেও এই প্রকল্প থামবে না।
অন্য দিকে বাজার দরে জমি (+ বাড়ি) নিয়ে যশোর রোড সম্প্রসারণ করলে toll tax Rs. 5/km ছাড়িয়ে যাবে। ফলে সেটা finanicially unviable. আর রেলের আর্থিক অবস্থার কথা না বলাই ভাল :-)
Bottomline: money matters!
@@GolamMHossainবিস্তারিত ব্যাখ্যার জন্যে অনেক ধন্যবাদ।
Salute Mr Nitin Gadkari....Darun to We need Expressway..ami onek travelling kori...UP te ja Expressway hoyeche onek onek Development hoye che
Ekdom :-)
খুব সুন্দর একটি উপস্থাপনা, তথ্য সমৃদ্ধ, পরবর্তী উপস্থাপনার জন্য আশা য় রহিলাম
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
এত ভালো ইনফরমেশন আর কোন চ্যানেলে পাওয়া যায় না। গোলাম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন, শুভেচ্ছা সহ।
অনেকদিন ধরেই কানাঘুষো শুনছিলাম এই রাস্তার ব্যাপারে। বিভিন্ন ইউটিউবের চ্যানেল এটা নিয়ে তাদের মতামত রাখছিল। কিন্তু কোনটাই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না।
এবার বিশ্বাসযোগ্য মনে হলো। আপনার উপস্থাপনা সবসময়ই তথ্য সমৃদ্ধ। খুব ভালো লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে আপডেট পাওয়ার অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা সহ।
খুব ভালো লাগলো সব রকম তথ্য জোগাড় করে সুন্দরভাবে তার বর্ণনা।
অনেক ধন্যবাদ।
দাদা অসাধারণ ডিটেলস , সত্যিই দাদা খুবই সুন্দর ভিডিও 👌
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা সহ।
আপনার উপস্থাপনা সবসময়ই তথ্য সমৃদ্ধ .
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
আপনার প্রতিটি ভিডিও খুবই তথ্যবহুল , ধন্যবাদ .
খুবই সুন্দর অসাধারণ ভিডিও খুবই ভালো একটা তথ্যমূলক ভিডিও দিলেন এতে করে আমরা খুব খুশি আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ❤❤❤
ধন্যবাদ। ভাল থাকবেন।
দাদা, খুবই ভালো তথ্য দিয়ে উপকৃত করলেন । জমি অধিগ্রহণ শেষ হয়েছে কিনা জানাবেন ।
আমি হাইওয়ে পাগল,শুধু শুরু থেকে শেষ দেখা জানার জন্য পশ্চিমবঙ্গের কোনো জাতীয় সড়ক,রাজ্য সড়ক বাদ দেইনি,খুব ভালো লাগলো জে আমার মত কিছু লোক এখনও আছে।
সত্যিই তাই :-)
Notun paglami jaanlam
@@sauron2000000 passion and madness are not same thing anyway it's matter of the way of seeing from different angles
অসাধারন জ্ঞানসমৃদ্ধ ভিডিও
আপনার এই উপস্থাপনা খুবই ভালো লাগলো। ধন্যবাদ।
আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। ভাল থাকবেন।
আমাদের রাজ্যে জমি জটের চেয়েও বড়ো সমস্যা হচ্ছে সদিচ্ছার অভাব আর কেন্দ্র রাজ্য ইগোর লড়াই। আর মাঝে পড়ে ভুগছে সাধারণ মানুষ।
The best from you till date
Thoroughly researched, richly informative
Hats off
আমি আপনার একজন ভক্ত
আজ আরো আনন্দিত হলাম
আমাদের সমৃদ্ধ করে চলুন
সশ্রদ্ধ প্রণাম
I am so glad to read your comment. With best wishes.
খুব সুন্দর বিশ্লেষণ। নদিয়ার চাপড়ায় একটি ল্যান্ড পোর্ট ও ইমিগ্রেশন সেন্টার হচ্ছে। এর জন্য cpwd রাস্তা তৈরি করছে। এটা নিয়েও লিখুন।
স্যার.... আপনার উপস্থাপনা সব সময় খুব খুব সুন্দর....
ডানকুনি থেকে পানাগড় পযন্ত রাস্তাটা ছয় লেনে উন্নতি করা হচ্ছে... তার উপর একটি বিস্তারিত video দেওয়া অনুরোধ রইল...
কোলকাতা থেকে বারাণসী Expressway টা কি হচ্ছে......????
অনেক ধন্যবাদ। কলকাতা-বারাণসী ও হবে তবে ওটার টেন্ডার হওয়ার আগের অনেক সরকারি কাজ বাকি আছে।
Salute to the man behind this.. Mr. Nitin Gadkari.. 🙏
Very informative Dada. Fingers crossed to get opportunity to drive on this road.
I am also looking forward. Best wishes.
Thank You
আপনার কাছথেকে খবর পেলেই বিশ্বাসজগ্য বোঝাযায় ধন্যবাদ
আপনার প্রতিবেদন সুন্দর!
সবই ঠিক আছে! উন্নয়ন প্রয়োজন!
তার সঙ্গে প্রয়োজন বর্তমান বাজারমূল্য অনুযায়ী অধিকৃত জমির ক্ষতিপূরণ দেওয়া! যদি উপায় থাকে তার চেষ্টা করবেন! ভালো থাকুন!
অনেক ধন্যবাদ, আপনার কথা মনে রাখছি। শুভেচ্ছা সহ।
Well researched and as usual a complete, outstanding presentation. Great carry on.
Thank you so much. Best wishes.
Subscribe kore dilam,khub e bhalo programme R aapnar katha barta khub clean, bhalo laglo 🎉❤
Onek dhonyobad. Bhalo thakben.
Amar dakha best video....apnar representation ar voice excellent
Onek onek dhonyobad. Best wishes.
Detailed report. Well done 👏
Many thanks!
আমাদের রাজ্যে জমি অধিগ্রহন করে নতুন রাস্তা।😂
আশা রাখি 2047 সালের ভেতরে হয়ে যাবে।(expecting best possible situation). I am from Malda. Whenever I travel along NH12(erstwhile 34) to either Siliguri or kolkata, the number of barricading in daytime makes sure that my average speed remains around 45. Not to mention the number of incomplete patches.. I am quite confident that it will remain like that in my lifetime.. Unlike the western part of our nation, bengal doesn't have barren lands. And that in turn makes sure that we are thickly populated. So building high speed roads without bottlenecks will always remain a challenge.. Ofcourse elevated roads always remain a solution. But that is prohibitively costly..
অসাধারণ ভিডিও, সত্যিই খুব সুন্দর দাদা ১১৭ নম্বর এনএইচ এর কোন খবর আছে!
ধন্যবাদ। NH-117 এর নতুন কোনও খবর নেই। তবে বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের এর অংশ হিসেবে জোঁকা - আমতলা বাইপাস (নতুন) - শিরাকোল বাজার পর্যন্ত ৪-লেনের প্ল্যান রয়েছে।
Thanks for coming with this update. Was eagerly waiting for this.
My pleasure. Thanks and wishes.
খুব ভাল লাগলো । ধন্যবাদ ।
অত্যন্ত তথ্য সমৃদ্ধ ভিডিও❤
মাস ছয়েক পরে কাজ কতটা এগোলো জানিয়ে পুনরায় এই রাস্তাটির আপডেট দেবার অনুরোধ রইলো।
ধন্যবাদ। হ্যাঁ, দেখা যাক।
Great content and well researched. We seriously need some world class expressways in Bengal to improve the congestion problrms.
Many thanks. Yes, I agree. It will also lead to new small, medium industries coming up along the route, similar to what's happening now along both sides of Bombay road and Durgapur Expressway. Best wishes.
@@GolamMHossainsh-7 রোড়টা আর চ্ওরা হবে না
@@Sk-tm5wv না, SH-7 আপাতত যে রকম আছে সে রকমই থাকবে।
sh-14 বলগোনা-গুসকরা-মানকর খবর কিছু আছে
Useful informative full spectrum thinking information kindly give elaborate route map upto Bowaichandi
Thanks for this project video...I am from burdwan town.
Thanks and it's good to know.
Shune khub valo laglo. Tobe ei jonme amra ei 231 km sarak dekhe jete parbo kina seta niye khub sandeho ache. Hoyto porer jonme dekhte parbo...ba tarar porer jonme??..🤔🤔
Grafix is good & helpful to understand.
Thanks a lot. Best.
Darun bornona❤
Murshidaabad - Bongao Border highway hoar kotha chilo, tar kono update acha?
Haan, ota NHAI er plan e royeche, tabe low priority te ache.
খুব সুন্দর বলেছেন, কখন টাকা পাব বলবেন শতকে কত করে পাব বলতে পারেন, আপনার খবর কি সঠিক মনে হল তাই খুব তাড়াতাড়ি উত্তর এর অপেক্ষায় রইলাম। সুব্রত ভট্টাচার্য্য
সাধারণত ক্ষতিপূরণের টাকা কাজ শুরু হওয়ার আগে দিয়ে দেওয়া হয়। আর জমির দাম বাজার দর অনুযায়ী এক মৌজা (/দাগ নং..) থেকে অন্য মৌজার আলাদা হবে। আপনাদের ওখানে যে জমি অধিগ্রহণ করা হচ্ছে তার আনুমানিক (বিঘা বা শতক প্রতি) বাজার দর কি রকম?
কেন্দ্রীয় সরকারের Bhoomirashi পোর্টাল অনুযায়ী এই প্রকল্পের জমির জন্য প্রাথমিকভাবে ৪০৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা থেকে গড়ে জমির দাম কত হত পারে সেটা অনুমান করতে পারবেন। ধন্যবাদ, ভাল থাকবেন।
খুব ভালো লাগলো ভাই😊
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, শুভেচ্ছা সহ।
It is really a good information.
I will request, for elastrated Roadmap for this projects.
Thanks. Sure, we will discuss exact alignment of this expressway in some future video.
Apnar analysis and presentation always commendable 🙏
Thanks a lot. Best wishes.
Dada amr mote Kharagpur e Airport tairi korar dorkar ache and metro diye Kolkata er sathe join korar dorkar ache Karon West Bengal er ekmatro IIT holo IIT KGP.aj IIT KGP tar location er jonno reputation harache research and placement e somossa dekha jachche.jai hok Kharagpur Kolkata er moto oto developed noi tar jonno India ee first IIT aj nirf ranking e 5 tomo স্থানে চলে এসেছে
Haan. Tabe okhane Kalikunda te airforce er airport ache. Okhane Bagdogra er moto, okhane ekta civil enclave banaleo somosya mite jabe.
VERY INFORMATIVE ***
Good information sir 👍👍
Ei opportunity ta miss na korai valo w.b er jonno....hope Mamta didi will takes good decision 😂
Thanks. Hann ekdom. state goverment ei project niye bhaloi effort dicche, land aqcuisition onek egiye geche.
Many thanks sir for your information.👍🌹
Most welcome.
Excellent broad summary!
There was a article in Anadabazar Patrika a month back that no budget allocated for NH116. Letter received by Nabanna from Cnetral.
Anandabazar ekhon tabloid hoye geche. Er khobor khub ekta reliable noi ajkal. Ei project er final cabinet approval o hoye geche du saptaho age. Ekhon tender close hole, kaj shuru hobe. All the best.
Khub valo khobor.
Gazol - Hili NH512 এর সম্প্রসারণ এর খবর কি? জানাবেন।
Well documented and clear presentation
Thank you so much. Best wishes.
Excellent representation
আপনার এই রিসার্চ খুব ভালো লাগে
All great..
i just hope all those truck dont block the way and damage the roads.
Well explained keep it up
Thanks. Best wishes.
Eai expressway er update din sir ???
Work suru hote eto deri hocche keno ???
Murshidabad er obostha kobe je sodhrabe finally. Berhampur theke kuli , futisako hoye bolpur dike jete gele onnoprashon er vaat porjonto uthe ase . Edike sainthia hoye bolpur route e kono state bus nei 😞
কাজ কবে হবে তা সময় বলব, তবে উপস্থাপনা খুব সুন্দর।
অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
V good.west Bengal needs development.. immediately..
Yes, indeed. Thanks and wishes.
সুন্দর এবং সঠিক তথ্য দিলেন।আপনার কাছে জানতে চাই nh-06 লছমাপুর মৌজায় যোগ হওয়ার পর কি একটি রাস্তা রুপনারায়নপুরে NH-60 তে joint হবে?
না, প্ল্যান অনুযায়ী এই নতুন সড়কটি লছমাপুর এ বম্বে রোডের উপর একটি বৃত্তাকার ট্রাম্পেট ইন্টারচেঞ্জের মাধ্যমে শেষ হয়ে যাবে।
Panagarh to palsit to dankuni nh 19 six lane project er ekta video korun...kaj anek tai agiye geche..
খুবই ভাল খবর।
Good description.
Thanks!
Good news dada. Dada nh 34 er north 24 er akta update dilay khub valo hoi, akhone o ki dari hobe
Haan, ebar N24 Pgs e jomir khotipuroner somosya mite jabar asha dekha jacche. Ar ektu egok, tahole ekta video debo.
Sir 😮Varanasi to Kolkata experienceway update 🙍please in West Bengal🙂
Varanasi - Kolkata Expy er WB part er tender hote ekhono onek deri ache. Best wishes.
Ekhnkar poristhiti ki? Notun uodate ki? Please janan, parle 2nd package er route mark ta jante chai
গত মাসে টেন্ডার শেষ হয়েছে। তবে কোন কোম্পানি কাজ পাবে, সেটা এখন ও ঘোষণা হয়নি।
Darun khobor golam da... pujo te kothao jachcho naki ekhanei thakcho??
Thanks. Na, ekhono pujor plan hoini, tabe sesh bela kichu na kichu plan hoye jabe :-)
Kona Expressway er elevated corridor nie update deben .🙏
Chandrakona o garhbeta ar maddhe kon expressway jacche.?
Sir apnar iiser lecture guli video kore post korle amader moto sadharan student der luv hoi. classical GR, Quantum GR, blackhole, QFT....
Amar ekta alada channel ache jekhane physics er video ache: youtube.com/@physics_by_gmhossain
@@GolamMHossain thank you sir. Ektu details academics lecture video hole valo hoi. Anyhow thanks once again
Dada eta west bengal dekben ki6u din por 10-12 km 6ara chayer dokar er 5-6 km 6ara 6ara west bengal police guard Rail diye rakbe.
Nice information
Thank you.
Could not understand. Land acquisition started? Or complete?
Land acquisition is going on for last 2 years. Now it has crossed 80% under section 3D and that's why NHAI has now started the tender process.
@@GolamMHossain Best news.
very good report sir
Many Thanks.
রাস্তা ও দূষণ মুক্ত যানবাহন এর আরো VDO দেখতে চাই । আপনার তথ্য সাধারণ মানুষকে সমৃদ্ধ করবে ।
ধন্যবাদ, আপনার কথা মনে রাখছি। ভাল থাকবেন।
দাদা এন এইচ 60(14) এই রোড টা 4লেনের ডিপিআর এর কাজ চলছে শুনেছিলাম। এটা হবে কী হবে না প্লিজ জানাবেন।
Haan, DPR er tender hoye chilo. Tabe actual rastar kaj deri hobe.
Thanks for the update...any expected timeline for completion?
It seems NHAI is expecting to make it operational by 2027. Lets see how it moves!
@@GolamMHossaincould you please provide us the details road map for this project. You could also provide the direct link for the same. Your earliest reply is highly solicited.
@@prabinmandal4160 You will find every details, including DPR, drawings, from the central govt. tender portal: etenders.gov.in/eprocure/app then Tenders by Organization -> NHAI
Best,
@@GolamMHossain could you tell me the serial numbers
Most important upcoming expressway for west bengal is Kolkata-Varanasi expressway. That expressway will have a huge impact on west bengal economy. This expressway will connect areas of Jhargram, Bankura and Purulia. Most of the lands in Jhargram, part of Paschim Medinipur (near Garhbeta/Salboni area), Bankura and Purulia is baren (non fertile red soil) ... agriculture is not possible. After this road construction, govt can develop manufacturing/service industries in these areas...land will not be a problem. Nowadays govt is trying to develop industries in areas where agriculture is possible. Converting agricultural land to industrial land is not a good idea. I agree India have to reduce agriculture dependent people... but reducing agricultural land to achive that is not a good idea. Already Mamata Banerjee converted almost all agricultural land of Purba Medinipur district into fisheries (by giving easy loans). Most of the people (almost 70 %) in Purba Medinipur district nowadays depends on fishery. Many part of West Bengal is a river basin....land is fertile...it is not good if we convert these lands into industrial land (world also needs food security). To develop west bengal, govt can develop SEZ in Jhargram-Bankura-Purulia-Asansol belt. Another important thing west bengal govt have to develop concrete bridges. There are many wooden or bamboo or small concrete (car can not pass properly) bridges on the rivers of west bengal... these wooden bridges are lifeline for many agriculture based villages of west bengal... if govt convert all these wooden bridges to big concrete bridges, that will create a huge impact on the agriculture based economy of west bengal. I do not have much idea of north bengal...so I will not comment.
For Kgp-Moregram expressway, land aquisition for package 1 and 2 is almost complete. My native village is near Khirpai (Ghatal-Chandrakona road) and this expressway will pass through that area.
Good to hear that LA is almost over in your area. If you have info on when they plan to start construction then also please share that. I agree with you on all the points here. I recently saw an alignment of the VKE going through the Hoogly district and crossing the river into Pujali. From there I think the ring road around Kolkata will take care of the things. Lets hope LA for VKE near Kolkata goes through...its rather highly populated and tough there.
Yes Raghunathpur Will be developed which makes upcoming Raghunathpur Industrial zone more Prosperous.
দাদা জমির দাম কেমন দিতে পারে?
@SoumitraKhirpai Hello Soumitra, it's good to hear you and I am happy to know about land acquisition progress near Khirpai area. I also agree with your other points. With best wishes.
Gorakhpur Siliguri Expressway Update please.
বহরমপুর ডোমকল কৃষ্ণনগর এই রাস্তা ফোর লেন কবে থেকে শুরু হবে।
দাদা একটাই দ্বিধা। শুনেছিলাম NH12 বকখালি বাস স্ট্যান্ডের সামনে শুরু আর পূর্ণিয়া মোড়ে শেষ। এই জায়গাটা একটু দ্বিধায় রইলাম।
একদম ঠিক, এখন সরকারিভাবে NH-12 বকখালি থেকেই শুরু।
Civic volunteer ও Police মিলে drum ও guard wall দিয়ে তার সর্বনাশ করবেই করবে
😂😂😂😂😂 Khoob Raag tai na.
@@sauron2000000 রাগ না বাস্তব, যা অন্য state এর national highway তে দেখা যায় না
@@itsmesujoy9351 Guard wall dekha jay na? Aani to dekhechi dada.
Sir Varanasi to Kolkata ki update bonbe kina😢
Varanasi - Kolkata expy er jomi odhigrohon er jony ekhono LA section 3A gazzette notification beroi ni. Phole tender berote onek deri ache.
দাদা রাজবেরিয়া থেকে বারাসাত সন্তোষপুর পর্যন্ত রাস্তার update কিছু আছে? থাকলে একটি ভিডিও করুন।
কিছু দিন আগে বাকি থাকা জমি জট কেটে যওয়ায় একটা সম্ভাবনা দেখা দিয়েছে। হলে একটা ভিডিও দেব।
আরো প্রচুর ইনফ্রাস্ট্রাকচার দরকার পশ্চিমবঙ্গে 😢🙏🏻😊
একদম একমত, ধন্যবাদ।
Nh14/nh60 ki cancel hoye jbe?
না, ওটা থাকবে এখন যেমন আছে।
মল্লারপুর থেকে বোলপুর NH১১৪ কাজ কখন শুরু হবে আর রাস্তা টা কতটা চওড়া হবে? Please update ta জানাবেন
এখন DPR তৈরি হচ্ছে। কাজ শুরু হতে অনেক দেরি আছে। মল্লারপুর থেকে বোলপুর পর্যন্ত হবে 2-lane with paved shoulder। মানে পিচ রাস্তা প্রায় ১০ মিটার চওড়া হবে (বর্তমান NH-60 যতটা চওড়া)।
এবার কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া হয়ে রাঁচি একটা জাতীয় সড়ক হোক। খুব দরকার।
হ্যাৃ, অন্তত কৃষ্ণনগর আর বর্ধমান এর মধ্যে একটা ৪-লেনের সংযোগ দরকার। শুভেচ্ছা সহ।
Very informative video 👍🙏
Thanks.
Amra ki fit thakte thakte oi road e 120km/ hr speed e Gari chalate parbo? Koto deri hobe ke Jane.
Haan sei. Apatoto NHAI 2027 er modhye complete korar target koreche. Dekha jak ki hoi.
Nh 116a এর আরও নতুন আপডেট এর আশায় রইলাম স্যার
Hi
Please show complete the map ins and outs.
স্যার এই NH 116A তে আমাদের অনেক ভালো জমি যাচ্ছে। এবং আমাদের Land acquisition পুরো কমপ্লিট। আমি কি Land looser Certificate পাবো? প্লিজ জানাবেন।
টাকা কবে দেবে এই ব্যাপারে কিছু জানেন?
দাদা আপনার বাড়ি কোথায়?
Bhai apnar bari kothay janaben pls
@@mukulrahaman3852 Murshidabad
@@nandanchakraborty9632 Murshidabad
🔴 *কলকাতা - বেনারস ভায়া চন্দ্রকোনা আরামবাগ ভারতমালা প্রজেক্ট এর বিষয়ে কি জানেন...? স্যোসাল মিডিয়া তে সকলে শেয়ার করছে দেখলাম জমি অধিগ্রহণ এর জন্য চন্দ্রকোনা-১ ব্লকে একটি নোটিশ বেরিয়েছে।*
এই রাস্তাটা কি nutanhat ফুটিসঙ্কো দিয়ে যাবে?
বর্তমান SH-7 এর কিছুটা দুর দিয়ে যাবে। ফলে নতুনহাট, ফুঁটিসাঁকো এর পাশ দিয়ে যাবে।
@@GolamMHossain dada , সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
Excellent
Thanks.
Kindly elaborate road map from khirpai to Bowaichandi pl today
Sir, ebarer pujor chutite kothao jacchen? Onekdin apnar ghurte jaoar video dekhini... Abar sir paharer dikei cholun... 😊
Thanks. Ekhono thik kori ni. Tabe sesh bela kichu plan korbo. Bhalo thakben.
Land acquisition ki Start hoye geche?
Haan, goto bochor theke shuru hoeye geche.
Agar bochor ei suru hoa giachilo
স্যার,05/10/2023 দরপত্রের নোটিস পেয়েছি, কিন্তু তাতে শুধু জায়গার দাম উল্লেখ আছে ঘরের দাম তো নেই। তাহলে কি আবার আমাকে ঘরের জন্য দ্বিতীয় নোটিস করবে। দরপত্রের প্রথম নোটিস জমা (10/10/2023)দেওয়া মানেই তো জমি সরকারের হয়ে গেল।তাহলে ঘরের টাকার আসা কি করে ভরসা করি। দয়া করে একটু জানান।
সাধারণত বাড়ির দাম আলাদা ভাবেই দেয়। কারণ একই দামের জমিতে একটি পাকা বাড়ির দাম, একটি কাঁচা বাড়ির তুলনায় বেশি হবে। আপনার ঘরের মূল্যায়ণ করার সার্ভে হয়ে গেছে? আর আপনাদের ওখান জমির দাম আপনাদের অনুমান মাফিক দিয়েছে? ধন্যবাদ।
দাদা দাম কেমন দেবে