বাজরিগার পাখির বাচ্চা মারা যায় কেন || Why Baby Budgies Die

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • যেসব কারণে পাখির বাচ্চা মারা যায় ।Why Baby Budgies Die পাখির ডিম দেয় একদিন পরপর কিন্তু মাঝে মাঝে পাখি একদিনে 1 থেকে 2 টা বাচ্চা ফুটিয়ে নেয় এটার কারণ কি সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব আশা করছি আপনারা উপকৃত হবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।
    #bird #budgies #vlog

Комментарии • 22

  • @mdsultan4191
    @mdsultan4191 3 месяца назад

    Thanks

  • @FaisalAbir-rz4tm
    @FaisalAbir-rz4tm 3 месяца назад

    Apu ami ajk noton pakhi kine anchi but bashai anar por ora kicho khacche na..dak dicche na...just boshe ache..akon ki korbo?😢

    • @BudgiesPetVlog
      @BudgiesPetVlog  3 месяца назад +1

      @@FaisalAbir-rz4tm ভাইয়া ওদের একটু নিরিবিলি জায়গাতে রাখেন নইলে একটা পাতলা সুতি কাপড় খাঁচার উপর দিয়ে রাখেন একটু মনে হয় ভয় পেয়েছে এক জায়গা থেকে অন্য জায়গাতে এসেছে তো নতুন পরিবেশ ঠিক হয়ে যাবে । ওদের শুধু এখন সীডমিক্স খাবার আর পানিটা দিয়ে রাখুন

  • @mafujamow8616
    @mafujamow8616 3 месяца назад

    আপু আমি একটা ময়না পাখি বাচ্চা কিনছিলাম। রোজা ঈদের পরে। এখন মনে হয় পাঁচ মাস বয়স হবে কত যে কথা বলার জন্য চেষ্টা করতেছি। কিন্তু বলে না এমনই কথা বলার মতো চেষ্টা করে। অনেক শখ করে কিনেছি দোয়া করবেন ময়না পাখি কথা বলে। এমনই আমরা বাজিকর পাখি জন্য মন খারাপ।

    • @BudgiesPetVlog
      @BudgiesPetVlog  3 месяца назад

      অনেক দুয়া রইলো ময়না পাখিটা কথা বললে জানাবেন আপু

  • @lailaislam2901
    @lailaislam2901 3 месяца назад

    আপু হ্যাংগার স্ট্যান্ড মানে আকাবাকা লাঠি র মধ্যে বসে আছে সেটা কোথায় পাওয়া যাবে

    • @user-friend277
      @user-friend277 3 месяца назад

      এগুলো দারাজে দেখতে পারেন।

    • @BudgiesPetVlog
      @BudgiesPetVlog  3 месяца назад

      এগুলা পাখির দোকানে পাওয়া যাবে যেখানে পাখির খাঁচা পাওয়া যায় বা পাখির দোকানে । আমি কিনেছি ১ নম্বর পাখির হাট থেকে।

  • @sumayasumaya5978
    @sumayasumaya5978 3 месяца назад

    আপু ওই ভিডিওর প্রশ্নগুলোর উত্তর দেও

  • @sumayasumaya5978
    @sumayasumaya5978 3 месяца назад

    আপু ১২-১৬/১২-১৮ইঞ্চি খাঁচায় দুই জোড়া পাখি রাখা যাবে?

    • @BudgiesPetVlog
      @BudgiesPetVlog  3 месяца назад

      দুটো হাড়ি দিয়ে পাখিরা যেনো একটু লাফালাফি করতে পারে এমন ভাবে সেট করতে হবে ।আর একই খাঁচায় দুই জোড়া পাখি পালতে হলে দুটো হাড়ির মাঝখানে একটা পার্টিশন থাকতে হবে যেন এক পাশের পাখি অন্য পাশে যেতে না পারে একটা পার্টিশন দিতে হবে। আমি একই খাঁচায় ২ জোড়া পাখি পালছি তবে মাপটা আমি দেখিয়ে দেবো আমি রেডিমেড খাঁচা কিনেছিলাম ।ঐ রকমই খাঁচা পাওয়া যায় একটা খাঁচা দুটো দরজা আর মাঝখানে পার্টিশন দেয়া দুই পাশে আমি দুটো হাড়ি দিয়েছি । নেক্সট ভিডিওতে আমি দেখাবো

    • @sumayasumaya5978
      @sumayasumaya5978 3 месяца назад

      ধন্যবাদ আপু তোমার ভিডিওর আশায় থাকবো
      তাড়াতাড়ি ভিডিও দেও

  • @mafujamow8616
    @mafujamow8616 3 месяца назад

    আপু আপনার লাভ বার্ড কতো টাকা জোরা কিনেছেন। আমি ও একালার এক জোরা কিনতে চাইছি।

    • @BudgiesPetVlog
      @BudgiesPetVlog  3 месяца назад

      ৫০০০ টাকা জোড়া কিনেছিলাম লাভ বার্ড
      মিরপুর ১ নম্বর থেকে

  • @sumayasumaya5978
    @sumayasumaya5978 3 месяца назад

    আপু আমি তোমার ব্লক প্রতিদিন দেখি 😊
    আমার একটা প্রশ্ন আপু আমার এক জোড়া পাখি মেল ফিমেল দুনোটার বয়স হইছে কিন্তু মেলটা মেটিং করতে চাইলেও ফিমেলটা করতে দেয় না। আপু পাখির জায়গা এবং সবকিছু ঠিক তারপরেও কেন এমন করে বলো প্লিজ প্লিজ প্লিজ প্লিজ
    ছেলে পাখি করতে চায় মেয়ে পাখি দেয় না 😢😢😢প্লিজ বলো গো

    • @BudgiesPetVlog
      @BudgiesPetVlog  3 месяца назад

      মেয়ে পাখিটা মনে হয় ছেলে পাখিটা মনে হয় এখনো এডাল্ট হয়নি । কিছু দিন ওয়েট করুন ওদের ডিমের খোসা খেতে দেন কলমিশাক দেন শোজনের পাতা দিতে পারেন।
      নাহলে জোড়া পাল্টে দিতে হবে।

  • @sumayasumaya5978
    @sumayasumaya5978 3 месяца назад

    প্লিজ আপু ওই ভিডিওতে আবার কিছু প্রশ্ন করছি উত্তর দেও

    • @BudgiesPetVlog
      @BudgiesPetVlog  3 месяца назад

      @@sumayasumaya5978 ওকে আপু দিয়েছি। কোনো প্রবলেম এর জন্য হয়তো রিপ্লাই টা যুক্ত হয়নি

  • @ARAFATBhuiyan-o2s
    @ARAFATBhuiyan-o2s 3 месяца назад

    আপু ১৮/১২খাচায় দুই জুড়া পাখি পালন করা যাবে সবাই এক খাচায় দুই জুড়া পাখি পালন করলে নাকি পাখা কখনো ডিম বাচ্চা করেনা তাই আপু একটু বলবেন এক খাচায় দুই জুড়া পাখি পেলে ডিম বাচ্চা পাওয়া যা কি না বলেনপ্রিজ

    • @BudgiesPetVlog
      @BudgiesPetVlog  3 месяца назад

      ভাইয়া আমি বললে হয়তো নিয়ম যেটা তার উল্টো কথা হয়ে যাবে ।আমার পাখির খাঁচা গুলা তো দেখেছেন কিছু ছোট । তার পর ও ডিম বাচ্চা করছে । তবে খাঁচাটা বড় হওয়া ভালো পাখিরা একটু লাফালাফি করতে পারবে পরবর্তী ভিডিও তে এটা নিয়ে আমি সুবিধা অসুবিধা গুলো বলতে চেষ্টা করবো ইনশাল্লাহ।

    • @ARAFATBhuiyan-o2s
      @ARAFATBhuiyan-o2s 3 месяца назад

      thanku