Rani Bhawani & Tara Sundari Devi সিরাজ এবং তারাসুন্দরী / রানী ভবানীর জীবনী। তারাসুন্দরী দেবীর কাহিনী

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024
  • সময়টি ছিল 1748 সাল। ওই সময়ে মহা প্রতাপের সঙ্গে নবাব আলীবর্দী খান বাংলার নবাবী পরিচালনা করছেন। এই ঘটনাটি ছিল ঠিক সেই সময়কার একটি ঘটনা। ওই সময়ে নাটোরের রাজা বা জমিদার ছিলেন রাজা রমাকান্ত রায়। তিনি ওই সময় একবার জঙ্গলে শিকারে গিয়েছিলেন। সকাল থেকে শিকার করে তিনি অতি ক্লান্ত হয়ে পড়েন। অবশেষে তিনি পানীয় জল এর সন্ধান করতে লাগলেন। কিছুক্ষণ সন্ধান করার পর তিনি একটি দিঘির সন্ধান পেলেন এবং প্রাণভরে তিনি সেই দিঘির জল পান করলেন। ওই দিঘিটি ছিল ছাতিয়ান নামক একটি স্থানে। ভাগ্যক্রমে ঐদিন ছাতিয়ান এর জমিদার আত্মারাম চৌধুরীর এক মাত্র মেয়ে ওই দিঘিতে স্নান করতে গিয়েছিলেন। নাটোরের যুবক জমিদার রামাকান্ত রায়, ওই মেয়েটিকে দেখে তার প্রেমে পড়ে যান।
    এর কিছুদিনের মধ্যেই তিনি নিজে জমিদার আত্মারাম চৌধুরীর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে হাজির হলেন। এই প্রস্তাবে জমিদার আত্মারাম চৌধুরী খুবই আনন্দিত হলেন। কিন্তু তার মেয়ে ছিলেন অত্যন্ত জেদি। তিনি বিয়েতে রাজি হওয়ার জন্য জমিদার রামাকান্ত রায়কে বেশ কিছু শর্ত দিলেন। যে শর্ত গুলি মারলে তবেই তিনি এই বিয়েতে রাজি হবেন। শর্তগুলি হল এই যে, তার পিতার জমিদারিতে প্রচুর দরিদ্র মানুষ আছেন যাদের নিজস্ব জমি নেই, তাদের কিছু করে জমি দান করতে হবে। এবং তার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি পর্যন্ত একটি রাস্তা বানিয়ে দিতে হবে। বিয়ের দিন ঐ রাস্তাটি মখমলের কাপড় দিয়ে ঢেকে দিতে হবে যার উপর দিয়ে পায়ে হেঁটে তিনি শ্বশুর বাড়ি যাবেন। জমিদার রাজা রমাকান্ত রায় ছিলেন সেকালে অত্যন্ত ধনী ব্যক্তি। যিনি ঐশ্বর্য এবং প্রতিপত্তিতে ছিলেন মুর্শিদাবাদের নবাবের সমতুল্য। তাই তিনি খুব সহজেই তার প্রিয়সির কথা মেনে নিলেন। আর তারপরেই তার সঙ্গে জমিদার আত্মারাম চৌধুরীর একমাত্র কন্যার বিবাহ হলো। আর এই বিয়ের পরেই তিনি হয়ে উঠলেন নাটোরের জমিদার গিন্নি। সেই সময় তার নাম হলো রানী ভবানী।
    পলাশীর যুদ্ধের আগে যখন সিরাজের বিরোধী পক্ষ মীরজাফর, রবার্ট ক্লাইভ, ঘসেটি বেগম প্রভৃতি তাদের দল বৃদ্ধি করার জন্য বহু স্থানীয় জমিদার এবং রাজাদের কাছে টানতে ব্যস্ত। ঠিক সেই সময় মীরজাফর রানী ভবানীর সঙ্গে দেখা করেন। এবং সিরাজের বিরোধী পক্ষ হিসাবে তাকে সমর্থন করতে বলেন। ঠিক তখনই সময় রানী ভবানী মীরজাফরকে এই বিষয় থেকে বিরত থাকতে বলেন। এবং তিনি মীরজাফরকে বলেন বিদেশি বেনিয়াদের বিশ্বাস করা একেবারেই অনুচিত। এবং তিনি মীরজাফরকে ভৎসনা করে বলেন আপনি খাল কেটে কুমির আনতে চলেছেন।
    আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
    • Rani Bhawani & Tara Su...
    ‪@xomnath1‬

Комментарии • 12

  • @geetanjali9997
    @geetanjali9997 3 года назад

    খুব ভালো লাগলো। হয়তো ইতিহাসে এ,ম করার সুবাদে এত বেশি ভালোলাগা😊

  • @abhinaba1980
    @abhinaba1980 3 года назад +2

    Asadharon laglo dada. Asha rakhi apni bhalo achen. Khub khub bhalo laglo. Bhalo thakben dada.

    • @xomnath1
      @xomnath1  3 года назад +2

      অনেকদিন পর আপনার সাক্ষাৎ পেলাম। আশা করি আমি খুবই ভাল আছেন। এবার আমি প্রতিনিয়ত ঐতিহাসিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি জানি আপনি অবশ্য এই সমস্ত ভিডিও বলে দেখবেন। পরবর্তী ভিডিও তাজমহল প্রসঙ্গে। পহেলা মে প্রকাশিত হবে।

  • @kaziharun133
    @kaziharun133 3 года назад +1

    খুবই ভাল লাগলো ভাই আজকের এই ভিডিও টি দেখে। রানী ভবানী ও তার মেয়ে তারা সুন্দরী র জীবন কাহিনীর অনেক কিছুই বিস্তারিত ভাবে আপনি তুলে ধরেছেন। আসলে বা;লাদেশে বসে ভারত বষে'র বিভিন্ন প্রদেশের প্রাচীন ইতিহাস জানার আগ্রহ আমার প্রচুর। তাইতো কোন ঘটনা বা বিষয়ের উপর যখন একটা ভিডিও তৈরী করেন প্রান ভরে সেটি উপভোগ করতে থাকি। যা হউক দাদা একটা অনুরুধ করিতেছি যদি সম্ভব হয় হাজার দুয়ারীর পশ্চিম দিকে ভাগিরতী নদীর পার পয্যন্ত মানে নদীর একদম কাছ থেকে হাজার দুয়ারী ও ইমামবাড়ার একটা ভিডিও করে প্রচার করার অনুরুধ রহিল। কাশী, বারানসী নামক স্হান গুলি ভারতের কোন রাজ্যে অবস্হিত জানাবেন। সকল অবস্হায় উপরওয়ালা আপনার সহায় হউন। আপনার ও আপনার পরিবারের সকল সদস্যের সুস্বাস্হ্য ও দীঘা'য়ু কামনা করি। আপনাকে অশেষ ধন্যবাদ।বিঃদ্রঃ ভিডিও টির কভারে দেওয়া এই ফসলের মাঠ ও গ্রামের দৃশ্যটি কোন জায়গার জানাবেন।দৃশ্যটি অপূব'।

    • @xomnath1
      @xomnath1  3 года назад

      ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
      এই দৃশ্যটি আমাদের গ্রামের দৃশ্য। এবছর আমাদের গ্রামে ব্যাপক পরিমাণ বোরো ধানের চাষ হয়েছে। ভিডিওটি প্রকাশের দিন দুপুরে আমি মাঠে গিয়ে এই ভিডিওটি রেকর্ড করেছি। এটি মিনিকেট ধানের গাছ। আর কিছু দিনের মধ্যেই এই ফসল কাটা শুরু হয়ে যাবে।
      ভালো থাকবেন, শুভ সকাল
      আপনাকে জানিয়ে রাখি, আমি সম্পূর্ণ বাংলার ইতিহাসের উপর ভিডিও বানানোর কাজ শুরু করেছি। যেটি র পরিধি খুবই বড়। বিভিন্ন খন্ডে ওই ভিডিওগুলি প্রকাশ করা হবে। ওই ভিডিওগুলি মাধ্যমে আমি কেবলমাত্র দুই বাংলার প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই এই ভিডিওগুলি চলে আসবে। আশা করি তখন আপনি আমাদের সঙ্গেই থাকবেন।

  • @bipulroy1459
    @bipulroy1459 Год назад +2

    আপনার সকল তথ্যের ভিক্তি কি? ঐতিহাসিক প্রমান কি?

    • @xomnath1
      @xomnath1  Год назад +2

      আপনি ঐতিহাসিক নিখিল নাথ রায় রচিত (মুর্শিদাবাদের ইতিহাস। দ্বিতীয় খন্ড) বইটি পড়ে দেখতে পারেন।

  • @itss.b.5391
    @itss.b.5391 Год назад +1

    আপনি যা বলছেন তার প্রমাণ আছে? তারকেশ্বর মন্দির বা উত্তর প্রদেশে যা যা বললেন তার ঐতিহাসিক প্রমাণ আছে? আর সিরাজ কে উনি সাহায্য করছেন কি প্রমাণ আছে?

    • @mousomeverything
      @mousomeverything Год назад +3

      আমি কিছুদিন আগে মুর্শিদাবাদে গিয়েছিলাম। মুর্শিদাবাদের নির্মিত মন্দির এখনো রয়েছে। তারাসুন্দরী দেবীর প্রাসাদ কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে।

    • @itss.b.5391
      @itss.b.5391 Год назад +1

      চার বাংলা মন্দির? আপনি যে বললেন উনি সিরাজ কে নাকি সাহায্য করছেন। তার ঐতিহাসিক প্রমাণ কি?

    • @mousomeverything
      @mousomeverything Год назад

      @@itss.b.5391 ১০৮ টি শিব মন্দিরের বেশ কিছু এখনো আছে। ওখানকার জনসাধারণ আমাদের তাই বলেছিলেন। এর কোনো প্রমাণ আমার কাছে নেই।
      ধন্যবাদ।

    • @itss.b.5391
      @itss.b.5391 Год назад

      @@mousomeverything feedback র জন্য আপনাকে ও ধন্যবাদ । হ্যাঁ লোকে অনেক কিছু ই বলে কিন্তু সব টা সত্যি হয় না।