আপনার এই ফর্মুলা আমাদের অনেক কাজে লাগবে ।সত্যিই আপনি খুব দারুণ পদ্ধতিতে আমাদেরকে সার এবং পানি দেওয়ার পদ্ধতি টা দেখিয়ে দিলেন ।তো আপনি পানি দেয়ার যে কথাটি বললেন এটাতো সিজনাল আম গাছের জন্য। তো এখন আমরা দেখি যে বাংলাদেশ বারোমাসি থাই আমের ব্যাপক প্রসার ঘটেছে। তো এই গাছগুলোতে তো মোটামুটি বারোমাস আম পাওয়া যায়। টোটাল 3 সিজনে অর্থাৎ তিনবার আমের ফুল আসে এবং তিনবার আম সংগ্রহ করা যায়। তো এই ক্ষেত্রে আমরা এ বারোমাসি আম গাছে সেচ ব্যবস্থা কিভাবে দেব।কারণ সেখানে দেখা যায় যায় আম থাকতে আমের ফুল আসে। আপনি বললেন আম আসার দুই তিন মাস আগে সেচ দেওয়া ঠিক নয়। এখানে আমরা কোন সিস্টেমে কি পদ্ধতিতে শেষ দিব কারন সেচ ছাড়া তো আর থাই আম হবে না।
সেপ্টেম্বর মাসের আগে খরা বুঝে সেচ দিতে হবে আর মুকুল আসার পর থেকে হালকা হালকা সেচ দিতে হবে কিন্ত সেপ্টেম্বর থেকে মুকুল আসা পর্যন্ত কখনোই সেচ দেয়া যাবে না
গত বছর একটি আম্রপালি গাছ এনে লাগিয়েছি। এই বার তাতে কয়েকটি আম ধরছে এই আম গুলি টিকিয়ে রাখার জন্য কি করতে হবে।আর আম শেষ হয়ে গেলে আগামী বছর পযন্ত কি কি যত্ন নিতে হবে তা একটু বলবেন প্লিজ।
অনেক সময় গাছের গুড়াঁ কুদাল দিয়ে কুপানোর সুযোগ থাকেন।তাহলে কী ছায়ার হিসেব অনুপাতে আনুমানিক গাছ থেকে ২ ফিট সমান দূরত্ব বজায় রেখে বৃত্তাকারে শাবল দিয়ে(২ বছরের গাছে) ১২" গর্ত করে নির্দিষ্ট পরিমাণ সার ঐ গর্তে দিতে পারবো?
সারা গাছে আঠা ঝরছে। কি করা উচিত? লালচে বাদামী রঙের আঠা। মূল কাণ্ডে এই সমস্যা নেই কিন্তু তারপর থেকেই যেসব মোটা শাখা-প্রশাখা শুরু হয়েছে সবেতেই এক সমস্যা। 🙏🙏🙏
এখানে যেভাবে সার গুলোর বর্ণনা দেওয়া আছে আম গাছ ছাড়া অন্য গাছে কি দেওয়া যাবে যেমনঃ মালটা জাম্বুরা জামরুল লেবু পেয়ারা গোলাপজাম লটকন আমরা খেজুর ডালিম ও লেবু
বড় একটি গর্ত করে সেখানে ভালো মাটিও জৈবসার ভালো ভাবে দিয়ে এর পর রোপন করবেন তার মানে যেখানে গাছ থাকবে সেই অংশটির উন্নয়ন করতে হবে বালু মাটিতে আম গাছ হয় না
অনেক কারনেই ফুল ঝড়তে পারে ১.পোকা হপার ২.রোগ (শুটি মোল্ট/এনথ্রাক্স) ৩.সেচ (অভাব/অত্যাধিক) আমার একটি ভিডিও আছে আমের গুটি ঝড়া নিয়ে এটি দেখুন উপকার পাবেন।আর আমাকে জানান আপনার আম গাছটিতে সার প্রয়োগ করেন কি? সেচ প্রদান?
ভাই আমার একটি ৩বছর বয়সী বারি-১১(বারোমাসী) জাতের আমের গাছ আছে যেটিতে গত বছর আষাঢ়ে কিছু মুকুল আসে ,গুটি ধরে কিন্তু আম নষ্ট হয়ে যায় ।আর এই বছর কোন মুকুল আসে নি।
গুটি নষ্ট হওয়া প্রতিরোধে আমি যে ২ টি স্প্র এর কথা বলেছি অবশ্যই করবেন,আর ফুল না আসা প্রসঙ্গে বলতে হলে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিন ১.সেপ্টেম্বর মাসের পজরে কি সেচ বা সার দিয়েছিলেন ২.আপনার গাছের সাথে কি জলাধার, পানি জমে, সেচ নালা বা টিউবওয়েল আছে?
পোকা /রোগ নানা কারনে এমন হতে পারে না দেখলে বলা মুসকিল দূর থেকে এতটুকু বলতে পারি ১ লিটার পানিতে ১ মিলি রিপকর্ট(সাইপার মেথ্রিন) ও ৪ গ্রাম কপার অক্সিক্লোরাইড মিশিয়ে বিকালে স্প্রে করুন (কীট+রোগের জন্য)
ভাই অসংখ্য ধন্যবাদ ।এত ভাল এবং সুন্দরভাবে বুজিয়ে বলার জন্য।সবাই উপকৃত হবে।
আম গাছ বারেনা ভাই আখন কি করবো ভাই
আপনার এই ফর্মুলা আমাদের অনেক কাজে লাগবে ।সত্যিই আপনি খুব দারুণ পদ্ধতিতে আমাদেরকে সার এবং পানি দেওয়ার পদ্ধতি টা দেখিয়ে দিলেন ।তো আপনি পানি দেয়ার যে কথাটি বললেন এটাতো সিজনাল আম গাছের জন্য। তো এখন আমরা দেখি যে বাংলাদেশ বারোমাসি থাই আমের ব্যাপক প্রসার ঘটেছে। তো এই গাছগুলোতে তো মোটামুটি বারোমাস আম পাওয়া যায়। টোটাল 3 সিজনে অর্থাৎ তিনবার আমের ফুল আসে এবং তিনবার আম সংগ্রহ করা যায়। তো এই ক্ষেত্রে আমরা এ বারোমাসি আম গাছে সেচ ব্যবস্থা কিভাবে দেব।কারণ সেখানে দেখা যায় যায় আম থাকতে আমের ফুল আসে। আপনি বললেন আম আসার দুই তিন মাস আগে সেচ দেওয়া ঠিক নয়। এখানে আমরা কোন সিস্টেমে কি পদ্ধতিতে শেষ দিব কারন সেচ ছাড়া তো আর থাই আম হবে না।
এসব আমের ক্ষেত্রে সারা বছর খারা বুঝে বা মাটির অবস্থা বুঝে হালকা করে সেচ দিবেন।
খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে।
ধন্যবাদ
পেয়ারা গাছের কি পরিমাণ সার দেব প্রিয়
পেয়ারা নিয়ে ভিডিও দেন
ধন্যবাদ আপনার সুপরামর্শ এর জন্য।
একবছর বয়সী চারার জন্য কি দুই বছরের পরিমাণে সার দিতে হবে নাকি তার অর্ধেক জানাবেন প্লিজ।
অর্ধেক
anek dhonnobad. aam gache khub lomba hoye jacche. gachke khato ar golakriti korbo ki kore?
মাথা কেটে দিন, মাথায় একটি হরমোন থাকে যা,গাছ বৃদ্ধি করে তাই মাথা কেটে দিলে বদ্ধি কমে যায়
@@krishiBondhu thank you sir
bro khub valo video....bro ধান চাস somporke a-z porjonto... kivabe lagabo kivabe sarprpwog korbo,plz
......
স্যার, এমন সুন্দর ছক করে যদি ১ বছরের লেবুগাছে সার প্রয়োগ পদ্ধতি ও পরিমান বলেন প্লিজ।
কমেন্টে তো ছক দেয়া যায় না
thanks dear brother. very useful.
wellcome ,your comment is my inspiration
অগ্রহায়ণ মাসে কি আম/কাঁঠাল গাছে সার দেয়া যাবে? কারন আমি এর আগে সার দিতে পারিনি।
payara gaser sar babosthapona vidio din.
Good
Thanks
স্যার, কখন কি পরিমাণে সার ব্যবহার করতে হবে তা বললে আমরা অনেক অপকৃত হতাম।
আসসালামু আলাইকুম ভাই
ইংরেজী কোন মাস থেকে আম গাছে সেইচ দিতে হবে প্লীজ
দয়াকরে বলবেম। আর কত দিন পর পর সেইচ দিতে হবে।
সেপ্টেম্বর মাসের আগে খরা বুঝে সেচ দিতে হবে আর মুকুল আসার পর থেকে হালকা হালকা সেচ দিতে হবে কিন্ত সেপ্টেম্বর থেকে মুকুল আসা পর্যন্ত কখনোই সেচ দেয়া যাবে না
ফুল আসার সময় কি সার,গবর ,খোল দেয়া যাবে?
গত বছর একটি আম্রপালি গাছ এনে লাগিয়েছি। এই বার তাতে কয়েকটি আম ধরছে এই আম গুলি টিকিয়ে রাখার জন্য কি করতে হবে।আর আম শেষ হয়ে গেলে আগামী বছর পযন্ত কি কি যত্ন নিতে হবে তা একটু বলবেন প্লিজ।
আমার আমের গুটি ঝড়া বিষয়ে যে ভিডিওটি আছে সেটি দেখুন
আপনি বোরণ সালের কথা লেখেন নাই,এটি ও ম্যাগনেসিয়াম সালফেট সহ পোস্ট দিবেন
ভাইয়া আমি এই সারের সাথে বোরন এবং থ্রি বিট দিতে পারব
আমার আমগাছের আম দিন দিন ছোট হচ্ছে সাথে তিতা হয়ে যাচ্ছে কিকরব প্লিজ বলেন
sir আমার একটা গাছ আছে যার বয়স 100+ আমার বড় আব্বুর স্মৃতি। গাছটি ঘুনে খেয়ে ফেলছে গাছ মারা যায়নি তবে সতেজ না। পাতা আছে কি প্রোয়োগ করলে আবার সতেজ হবে
ki gas?
Chad ar am gache ki dibo, ki porimane
অনেক সময় গাছের গুড়াঁ কুদাল দিয়ে কুপানোর সুযোগ থাকেন।তাহলে কী ছায়ার হিসেব অনুপাতে আনুমানিক গাছ থেকে ২ ফিট সমান দূরত্ব বজায় রেখে বৃত্তাকারে শাবল দিয়ে(২ বছরের গাছে) ১২" গর্ত করে নির্দিষ্ট পরিমাণ সার ঐ গর্তে দিতে পারবো?
🕊️জ্বি
I think this video has helped you a lot in bringing this channel forward and encouraging you.
২ বছর আগের ভিডিও আর কত সময় নিবে ইমরান ভাই, আসলে আমার ভাগ্যটা তেমন ভালো নয়, আমার পরে এসে অনেকে কই থেকে কই চলে যায় আর আমি, তার পরেও আলহামদুলিল্লাহ
krishi Bondhu আমরা পাশে আছি ভাই ধৈর্য্য হারাবেন না।
Slow and steady wins the race.
কলম আম চারা রোপন করছি ৫ বছর হইচে কিন্তু ফলন আসেনি, কি ব্যবস্তা গ্রহণ করতে হবে? নার্সারিতে বলছিল ২বছরে ফলন আসবে।
ভাই, আম গাছের গাছ থেকে স্কয়ার কত ফিট দুরে সার দিব?
আর মাটি খুঁড়ে কতটুকু গভীরে দিতে হবে?
এবং সার দেয়ার পর পানি সেচ দিতে হবে কিনা? জানালে খুশি হব
আম গাছের বয়স প্রায় দুই মাসের মত এখন কি কোনো সার প্রয়োগ করা যেতে পারে? বা সার ছাড়া অন্য কেনো কিছু প্রয়োগ করা যাবে কি? দয়া করে জানাবেন। ধন্যবাদ।
হালকা করে সার দিতে পারেন ডিএপি ও এমওপি
সারা গাছে আঠা ঝরছে। কি করা উচিত? লালচে বাদামী রঙের আঠা। মূল কাণ্ডে এই সমস্যা নেই কিন্তু তারপর থেকেই যেসব মোটা শাখা-প্রশাখা শুরু হয়েছে সবেতেই এক সমস্যা। 🙏🙏🙏
ভাই ম্যাগনেশিয়াম, সালফার,বোরন, দানাদার ইত্যাদি সার দুই থেকে তিন বছর এর গাছ প্রতি কতটুকু পরিমাণ প্রোয়োগ করতে হবে?
কি গাছ?
@@krishiBondhu আম,লেচু, মাল্টা, কমলা,আনার গাছ
kamon kore bujhbo ekhon phul asebe
এখানে যেভাবে সার গুলোর বর্ণনা দেওয়া আছে আম গাছ ছাড়া অন্য গাছে কি দেওয়া যাবে যেমনঃ মালটা জাম্বুরা জামরুল লেবু পেয়ারা গোলাপজাম লটকন আমরা খেজুর ডালিম ও লেবু
সব সার কি এক সাথে দিয়ে দেব?
নিয়মিত সার প্রয়োগ করা হয়না গাছে ফল আছে আমি কি এখন সার প্রয়োগ করতে পারবো
দুই বছরের আম গাছে পঁচা গোবরের পরিবর্তে জৈব সার ব্যবহার করলে কি পরিমান দিতে হবে ?
একই পরিমান যেটা বলা আছে
ভাই একটা পরামর্শ চাচ্ছিলাম n.p.k সার সম্পর্কে । কয়েকটা সার দোকানি চিনেইনা। তাহলে কি ভাবে এই সার সংগ্রহ করতে হবে ।
এটি মিশ্র সার দোকানদার না বুঝলে বলবেন ইউরিয়া পটাশ ফসফেট যে সারের প্যাকেটে আছে সেটি দিবেন
আতির গাছ বয়স 7বছর মুকুল আসছে না ।কি করা যাবে । নিয়মিত সর ও জল দিয়ে থাকি ।
আতির গাছ তো বুঝলাম না দাদা
আম গাছের কুরসি বের হওয়ার পর পাতা ও ডগা মারা যায়। জানাবেন?
পচা গবর ভাল হবে... না ভার্মি কম্পোস্ট সার ...?
varmi compost
আমাদের বাড়ীর আম গাছ আঁটি থেকে হয়েছে, আম খুব মিষ্টি হলেও সাইজ খুব ছোট, কী করলে আমের সাইজ বড় হবে
Kisu korar nai oitar jat tai amon
আপনে একটা কাজ করেন আরেক টা আম গাছ লাগান তবে বড় আম পাবেন
কয়েকটা ডালে অন্য গাছ থেকে কলম করুন। যে গাছের আম বড়।
ডিল কিভাবে সার দেওয়ার নিয়ম।।?
ভাই সার গুলা কি এক সাথে মিক্স করে দিতে হবে???
শুধু জিংক আলাদা ভাবে দিবেন
ভাই বালুতে কি ভাবে লাগাবো আম গাছ যদি বলতেন
বড় একটি গর্ত করে সেখানে ভালো মাটিও জৈবসার ভালো ভাবে দিয়ে এর পর রোপন করবেন তার মানে যেখানে গাছ থাকবে সেই অংশটির উন্নয়ন করতে হবে বালু মাটিতে আম গাছ হয় না
Tsp এর সাথে নাকি জিংক সালফেট দেয়া যায়না,,,,,, কথাটা কী সত্যি? বলুন।
জ্বি সত্যি
Amar akte am gas ase ful ashe kintu shov ful Jodie jai ar upai ki gaser boysh 4year
অনেক কারনেই ফুল ঝড়তে পারে
১.পোকা হপার
২.রোগ (শুটি মোল্ট/এনথ্রাক্স)
৩.সেচ (অভাব/অত্যাধিক)
আমার একটি ভিডিও আছে আমের গুটি ঝড়া নিয়ে এটি দেখুন উপকার পাবেন।আর আমাকে জানান আপনার আম গাছটিতে সার প্রয়োগ করেন কি? সেচ প্রদান?
এই টার জন্য আমি কি করতে পারি তারা তারি বলেন
মুকুল বের হওয়ার আগে একটা স্প্রে করবেন
আমার এখানে একটি ভিডিও আছে "আমের মুকুল থেকে পরিপক্ক....." এই ভিডিওটি দেখুন এবং সেই অনুপাতে কাজ করুন
আপনাকে দুটি প্রশ্ন করেছিলাম সেগুলোর উত্তর দিবেন
লিচু গাছে কিভাবে কি সার দিব?
গাছের বয়স?
আম গাছে ফুল আসলে সার কি দেওয়া যাবে?
গুটি হলে দিবেন
ভাই আমার একটি ৩বছর বয়সী বারি-১১(বারোমাসী) জাতের আমের গাছ আছে যেটিতে গত বছর আষাঢ়ে কিছু মুকুল আসে ,গুটি ধরে কিন্তু আম নষ্ট হয়ে যায় ।আর এই বছর কোন মুকুল আসে নি।
গুটি নষ্ট হওয়া প্রতিরোধে আমি যে ২ টি স্প্র এর কথা বলেছি অবশ্যই করবেন,আর ফুল না আসা প্রসঙ্গে বলতে হলে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিন
১.সেপ্টেম্বর মাসের পজরে কি সেচ বা সার দিয়েছিলেন
২.আপনার গাছের সাথে কি জলাধার, পানি জমে, সেচ নালা বা টিউবওয়েল আছে?
আমার একটি ভিডিও আছে, আমের গুটি ঝড়া ও তার প্রতিকার একবার দেখে নিন
সেচ ও সার দেওয়া হয়নি ।
না পানি জমে না ।
তাহলে মুকুল আসবে সমস্যা নাই, সার দিয়েন
ধন্যবাদ ভাই
এক বছর গাছের জন্য কি পরিমান সার লাগবে।
এখানে বলা হয়েছে তো
মুকুল আসার পর কি সার ব্যবহার করা জাবে???
জ্বি যাবে, এটি বেশী ভালো
@@krishiBondhu
মুকুল আসার পর কি পরিমাণে সার দিতে হবে?
গোবর সার কিবাবে দিব গাছে
ভাই আপনার ফোন নাম্বারটি বলেন
ভাই আপনার নাম্বার
আপনার নম্বর টা দিবেন
আম গাছের কুরসি বের হওয়ার পর পাতা ও ডগা মারা যায়। জানাবেন?
পোকা /রোগ নানা কারনে এমন হতে পারে না দেখলে বলা মুসকিল দূর থেকে এতটুকু বলতে পারি ১ লিটার পানিতে ১ মিলি রিপকর্ট(সাইপার মেথ্রিন) ও ৪ গ্রাম কপার অক্সিক্লোরাইড মিশিয়ে বিকালে স্প্রে করুন (কীট+রোগের জন্য)