প্রকৃতি প্রেমিক বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় এর সবিস্তারে বর্ননা পড়ার সময় কখনও কখনও ক্লান্তি লাগে,কিন্তু আপনার বাচন ভঙ্গিমায় বর্ণনাগুলি এমনভাবে চিত্রিত হয় যে মন নিবদ্ধ হয়ে যায়। অন্যের পাঠ শোনার কথা মনেই লাগেনা।আপনি অত্যন্ত পারদর্শী। অশেষ ধন্যবাদ
এই গল্প টি র মতো এতো সুন্দর প্রেমের গল্প আমি আর পড়ি নি । বিভূতিভূষণ আমার প্রিয় লেখক এবং এই গল্প টি আমার অত্যন্ত প্রিয় । কতবার যে পড়েছি বলতে পারি না । এই গল্প টি অবলম্বনে অনুপকুমার ও সন্ধ্যা রায় অভিনীত ছবি টি ও চমৎকার । গল্প টি শোনাবার জন্য ধন্যবাদ । RUclips এ অনেকেই বিভূতিভূষণের গল্প শোনাচ্ছেন ,আমার আপনার পাঠ সবথেকে ভাল লাগল । subscribe করলাম ।
আপনাদের মতো গুণী মানুষজনদের মধ্য দিয়েই হয়তো এই সমস্ত বিশ্ববরেন্য লেখকেরা আজীবন বেঁচে থাকবেন বাঙালীদের মনের মনি কোঠায় । অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে কারণ প্রায় সমস্ত গল্পই এত্ত ভালো উপস্থাপনের জন্য। সবাই খুব ভালো থাকুন।
পল্লী-প্রকৃতি আর এ জীবনের সাধারণ অথচ খুব দামী কিছু মূহুর্তের ভাঙা-গড়া এভাবেই প্রাণের লেখক বিভূতিভূষণ অনন্য থাকবেন চিরকাল। ধন্যবাদ কৌশিক বাবু সহ টিমকে অনন্য সুন্দর গল্প পাঠের জন্য
খুব খুব ভালো লেগেছে। সত্যি বলতে কি আমিও এক গ্রাম বাংলার মানুষ এবং আপনার গল্প পাঠের মধ্যে দিযে হারিয়ে যাচ্ছিলাম সেই অতিত বাংলায়। আর সকলের মতই আমর ও হয্তো কোনো কুমি ছিল তাই মনটা আরো ভারাক্রান্ত হযে উঠল। ভালো থাকবেন।
তোমাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা....... অতীতের হারিয়ে যাওয়া সুখের নেশাকে ফিরিয়ে দেবার জন্য....... রোজকার অভ্যাসে পরিনত হয়েছে তোমার চ্যানেলের পুরনো ,বহু আগে পড়া গল্প আবার শুনবার জন্য....... এখন অবসরটুকু সুখের নেশায় ডুবে যায়....👍♥️🙏🏻
এখন পর্যন্ত আমার জীবনের সেরা ছোট গল্প এইটা, প্রেম/ভালবাসার উপন্যাসে আমি তেমন আগ্রহী নয়। কিন্তু গল্পটার মধ্যে কি যেন আছে, যা সব কিছুকে ছাপিয়ে মনের গভীরে মৃদু আঘাত করেছে। ধন্যবাদ, এগিয়ে যান।সাসক্রাইব না করে পারলাম না।
এই গল্প টি র মতো এতো সুন্দর প্রেমের গল্প আমি আর পড়ি নি । প্রকৃত ভালোবাসা এমন ভাবে ই চিরকাল মনের গভীরে থেকে যায় । গল্প টি পড়তে ও ভীষণ ভালো লাগে । কতবার যে পড়েছি বলতে পারি না ।
গল্পর শেষাংশ মনকে আর্দ্র করে দেয় | কুমির গোপন মনে হীরু কৈশোরের ভালবাসার মন নিয়ে আজও জীবন্ত ছবির মত প্রকট হয়ে আছে | জীবনের প্রথম প্রেম বুঝি আজীবন থেকে যায় মনের মধ্যে, তাকে বিস্মৃত হওয়া যায়না , কোন দিন ও | কথক কৌশিকের কথার সুরে মনে জাগে এক অদ্ভূত অনুরণন | কুমির ভূমিকায় যে মেয়েটি পাঠ করেছে , তা সত্যি , অভূতপূর্ব | এগিয়ে যাক সাহিত্য চিরন্তন অবাধে সাবলীল ভাবে অগ্রগতির পথে, নিরন্তর ,অজস্র ধন্যবাদ |
Atto din onnak channel ar audio story sunace subspace, horror, thriller, sci-fi, love and mystery. But ai channel ar golpo gulo protibar e mon a akta mixed emotion r ojana kecu vabna dea jai. Maja maja Fala asa nejar gebon ar onnak golpo jana chok ar samna tula Dora. Shotte thanks ai channel ar sob members r story narrator's dar. Atto sundor kecu golpo sunanor jonno. Ai channels ar golpo suna akhon akta nasa hoa jacca.
কুমির সঙ্গে হীরুর আত্মার বন্ধন। তা কোনমতেই ছিন্ন হতে পারে না। অদ্ভুত মায়ায় ভরা এই বিষন্ন গল্প শুনে মন ভারাক্রান্ত হয়ে গেল। এই গল্পের অসামান্য চিত্ররপ দিয়েছেন তরুন মজুমদার।
খুব সুন্দর গল্প। এমাসের শেষ দিকে যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের " চাঁদের পাহাড় " গল্পটি পাঠ করেন তাহলে খুব ভালো লাগবে , কারণ আপনার বাচনভঙ্গিতে জঙ্গলের দৃশ্য এবং আফ্রিকা মহাদেশে অত্যন্ত প্রানবন্ত হয়ে ওঠে।
প্রকৃতি প্রেমিক বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় এর সবিস্তারে বর্ননা পড়ার সময় কখনও কখনও ক্লান্তি লাগে,কিন্তু আপনার বাচন ভঙ্গিমায় বর্ণনাগুলি এমনভাবে চিত্রিত হয় যে মন নিবদ্ধ হয়ে যায়।
অন্যের পাঠ শোনার কথা মনেই লাগেনা।আপনি অত্যন্ত পারদর্শী।
অশেষ ধন্যবাদ
@@nityanandagarai2949 🙏ধন্যবাদ
এই গল্প টি র মতো এতো সুন্দর প্রেমের গল্প আমি আর পড়ি নি । বিভূতিভূষণ আমার প্রিয় লেখক এবং এই গল্প টি আমার অত্যন্ত প্রিয় । কতবার যে পড়েছি বলতে পারি না । এই গল্প টি অবলম্বনে অনুপকুমার ও সন্ধ্যা রায় অভিনীত ছবি টি ও চমৎকার । গল্প টি শোনাবার জন্য ধন্যবাদ ।
RUclips এ অনেকেই বিভূতিভূষণের গল্প শোনাচ্ছেন ,আমার আপনার পাঠ সবথেকে ভাল লাগল । subscribe করলাম ।
ছবির নাম ' নিমন্ত্রণ', পরিচালনা ছিল তরুণ মজুমদার
আপনাদের মতো গুণী মানুষজনদের মধ্য দিয়েই হয়তো এই সমস্ত বিশ্ববরেন্য লেখকেরা আজীবন বেঁচে থাকবেন বাঙালীদের মনের মনি কোঠায় । অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে কারণ প্রায় সমস্ত গল্পই এত্ত ভালো উপস্থাপনের জন্য। সবাই খুব ভালো থাকুন।
অনেক ধন্যবাদ আপনাকে...
Anek dhanyabd khub bhalo path dujaneri
অরুনিকা ,কৌশিক , মিঠু। ভগবান শ্রীকৃষ্ণ উপহার দিয়ে ছেন এই কন্ঠস্বর।এবং নিজেশ্ব আদব কায়দায় ভব ভঙ্গিতে যে কোনো গল্পকে ফুটিয়ে তুলতে পারে।এ জন্য ধন্যবাদ ।,,,যারা যারা একমথ লাইক দাও। 🙏 ( বিশ্বজিৎ শ্যামনগর থেকে),🙏
Qqqqaaaaaassassssss
Khub sundor ekta golpo sunlam... ovinoi niye r ki bolbo...eto jibonta j kichu r bolar nei
বিভূতি ভূষনের অতি সুন্দর মন কেমন করা গল্প। কথকের বলার ভঙ্গিও পরিস্কার। খুব ভাল লাগলো।
কুমির অদ্ভুত সারল্য আর কথক কৌশিকের অনবদ্য বলার ভঙ্গি আমাকে নতুন জগতে এনে দিল। আবার নতুন প্রেমে পড়লাম।
পল্লী-প্রকৃতি আর এ জীবনের সাধারণ অথচ খুব দামী কিছু মূহুর্তের ভাঙা-গড়া এভাবেই প্রাণের লেখক বিভূতিভূষণ অনন্য থাকবেন চিরকাল। ধন্যবাদ কৌশিক বাবু সহ টিমকে অনন্য সুন্দর গল্প পাঠের জন্য
Daroon
Sob theke valo laglo, sotti darun, apnakeu anek dhonnobad amon golpoti Poribeshonar jonno, valo thakben
অনেক ভালো লাগলো । অনেক ধন্যবাদ আপনাকে ।
Ki oshadharon golpo mone hochhe sob dekhte pachhi 🥰🥰🥰🥰🥰
অসাধারণ মিষ্টি প্রেমের গল্প। আর বাংলার সে কি অপরুপ রুপ! শুধু বিভূতিভূষণই দেখেছিলেন সে রুপ।
বেশ ভালো লাগলো, ধন্যবাদ।
খুব খুব ভালো লেগেছে। সত্যি বলতে কি আমিও এক গ্রাম বাংলার মানুষ এবং আপনার গল্প পাঠের মধ্যে দিযে হারিয়ে যাচ্ছিলাম সেই অতিত বাংলায়। আর সকলের মতই আমর ও হয্তো কোনো কুমি ছিল তাই মনটা আরো ভারাক্রান্ত হযে উঠল। ভালো থাকবেন।
Khub valo laglo.
ভালোবাসা ও ভালোলাগা ,,গল্পে দুটোই অপ্রকাশিত হয়ে থেকে গেল,, খুব ভালো লাগলো কথকদাদা,, আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Kub sundor 👍
অসাধারণ,,,, শুধু বিভূতিভূষণ নয় কৌশিক দা ও ওনার শিল্পী বৃন্দ
অসাধারণ লাগলো ,যেমন গল্প তেমন |path গল্প পাঠক পাঠিকা সকলকে জানাই অজস্র ধন্যবাদ |🌹🌹🌹
Asadharon mon bharskranto hoe jay
Anek anek thanks
Asadharon❤❤❤❤
Kotodin boi pora hoine, bhibhuti bhusoner golpo! Asadharon,
তোমাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা....... অতীতের হারিয়ে যাওয়া সুখের নেশাকে ফিরিয়ে দেবার জন্য....... রোজকার অভ্যাসে পরিনত হয়েছে তোমার চ্যানেলের পুরনো ,বহু আগে পড়া গল্প আবার শুনবার জন্য....... এখন অবসরটুকু সুখের নেশায় ডুবে যায়....👍♥️🙏🏻
অপূর্ব গল্পের অপূর্ব উপস্থাপনা।
লেখকের রচনা যে মন ছুঁয়ে যায়, গ্রামের সব দৃশ্য যেন চোখের সামনে ভেসে উঠছিল আপনার অপূর্ব পাঠের গুণে। লেখক যে অমর, থাকবেন চিরকাল আমাদের মধ্যেই।
এককথায় অপূর্ব গল্প 🌹🌹🌹অসাধারণ পাঠ আমার খুব ভালো লেগেছে ❤❤❤💐💐💐
Khub sundor 👌👌
খুব ভাল লাগল।
Ufff satti darun lglo ei golpo ta sune bibhutibhusan sahitto jogoter sera blei Ami mne kri golpota sune Mon vore gelo
অসাধারন ,খুব সুন্দর গল্প , কন্ঠস্বর ও বলার ভঙ্গি ও খুব সুন্দর ।
গল্প টা শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলে ছিলাম, অপূর্ব, যেন একটা ঘোরে রয়েছি।
awesome
Khub sundor laglo.. Jodio golper sesh ta jana thakleo Mon ta kharap hoye gelo..
Khub sundor laglo golpo ta aro valo valo golpo upaher daw
খুব ভালো লেগেছে,
অপূর্ব । অসাধারণ গল্প । গল্প পাঠ শুনে মনটা কেমন যেন হয়ে গেল ।আপনাদের অসংখ্য ধন্যবাদ ।
সত্যি খুব ভাল লাগলো আমার খুব পছন্দের লেখকের গল্প টা। গল্পের পরিবেশন টাও প্রশংসা করার মত। ধন্যবাদ।
খুব সুন্দর গল্প, নিজেকে যেন কুমির মধ্যে হারিয়ে ফেললাম।
বিভূতিভূষণ পড়তে সবসময় ভাল লাগে। ধন্যবাদ কথক কৌশিককে অনেক অনেক বিভূতি পাঠ করার জন্য
খুবই ভালো লাগলো, শেষটা বড়ো কষ্টকর ছিল।
Bibhutibhushan er Golpo, se to asadharon ....Kintu tomader Golpopath Anabadyo! Khoob Khoob Bhalo laglo.
Onek dhonyobad apnake...
Khub sundor.. ❤️❤️
Khub valo laglo .... subscribe korlam
Mon vore galo...osamanyo rochona...opurbo golpo path..
এখন পর্যন্ত আমার জীবনের সেরা ছোট গল্প এইটা, প্রেম/ভালবাসার উপন্যাসে আমি তেমন আগ্রহী নয়। কিন্তু গল্পটার মধ্যে কি যেন আছে, যা সব কিছুকে ছাপিয়ে মনের গভীরে মৃদু আঘাত করেছে। ধন্যবাদ, এগিয়ে যান।সাসক্রাইব না করে পারলাম না।
এই গল্প টি র মতো এতো সুন্দর প্রেমের গল্প আমি আর পড়ি নি । প্রকৃত ভালোবাসা এমন ভাবে ই চিরকাল মনের গভীরে থেকে যায় । গল্প টি পড়তে ও ভীষণ ভালো লাগে । কতবার যে পড়েছি বলতে পারি না ।
Khub sundar ❤
অপূর্ব গল্প পাঠ । অসাধারণ গল্প।
Excellent reading 👍👍 of a great wonderful story
Shaiber ei rakam golpo shunte khubai bhalo legechhe
Golpo ta khub sundor!!!👍👍👍
গল্পর শেষাংশ মনকে আর্দ্র করে দেয় | কুমির গোপন মনে হীরু কৈশোরের ভালবাসার মন নিয়ে আজও জীবন্ত ছবির মত প্রকট হয়ে আছে | জীবনের প্রথম প্রেম বুঝি আজীবন থেকে যায় মনের মধ্যে, তাকে বিস্মৃত হওয়া যায়না , কোন দিন ও | কথক কৌশিকের কথার সুরে মনে জাগে এক অদ্ভূত অনুরণন | কুমির ভূমিকায় যে মেয়েটি পাঠ করেছে , তা সত্যি , অভূতপূর্ব | এগিয়ে যাক সাহিত্য চিরন্তন অবাধে সাবলীল ভাবে অগ্রগতির পথে, নিরন্তর ,অজস্র ধন্যবাদ |
Thank you so much... 🙏❤😊
Darun hoe6e dada ....kub valo
দারুণ!
Khub bhalo laglo,jokher jal atkate parlam na.
Khub Valo laglo golpo ta
অনেক না বলা কথাগুলো এক্ষণ ছাপসা চোখের সামনে ভাসছে
আপনাদের মত এত সুন্দর গল্প বর্ননা করতে কেও পারে না দুই এক জন এত বাজে গল্প পাঠ করে গল্প শুনতে ইচ্ছা করে না আপনাদিকে অনেক অনেক ধন্যবাদ জানাই
oshadharon golpo. mon chua glo
দারুণ লাগলো ।অনিন্দিতা নাথ ।
খুব ভালো লাগলো গল্পটা
Eto sohoj mon chhue jaoa golpo aajkal ar boro ekta mele na.
Atto din onnak channel ar audio story sunace subspace, horror, thriller, sci-fi, love and mystery. But ai channel ar golpo gulo protibar e mon a akta mixed emotion r ojana kecu vabna dea jai. Maja maja Fala asa nejar gebon ar onnak golpo jana chok ar samna tula Dora. Shotte thanks ai channel ar sob members r story narrator's dar. Atto sundor kecu golpo sunanor jonno. Ai channels ar golpo suna akhon akta nasa hoa jacca.
কুমির সঙ্গে হীরুর আত্মার বন্ধন। তা কোনমতেই ছিন্ন হতে পারে না। অদ্ভুত মায়ায় ভরা এই বিষন্ন গল্প শুনে মন ভারাক্রান্ত হয়ে গেল। এই গল্পের অসামান্য চিত্ররপ দিয়েছেন তরুন মজুমদার।
বাঃ কি সুন্দর......
Awesome 👍 amaro kandte iccha korche 💝💝💝
তোমরা কেমন করে গল্প বল গূণী, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি ই ই ই, কিছু বলার ভাষা নেই, ধন্যবাদ তোমাদের, ভালো থেকো।
সত্যি খুব ভালো লাগলো। চোখের কোনায় জল এসে গেল।
Apurbo Asadharon galpo and path chokher jal samlate parlam na
Dada tomar golpo Sundar
খুব সুন্দর , গল্পটি,,,, শোনালেন খুবই সহজ করে ভালো ভাবে
খুব সুন্দর গল্প। এমাসের শেষ দিকে যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের " চাঁদের পাহাড় " গল্পটি পাঠ করেন তাহলে খুব ভালো লাগবে , কারণ আপনার বাচনভঙ্গিতে জঙ্গলের দৃশ্য এবং আফ্রিকা মহাদেশে অত্যন্ত প্রানবন্ত হয়ে ওঠে।
হৃদয় হাজার টুকড়োয় ছিন্ন হলো।
আপনার অভিনয়ের তুলনা নেই। তবে কুমুর ভুমিকায় যিনি পাঠ করছেন তাঁর যে রকম সুন্দর কন্ঠ, সেরকমই অভিনয়। আমাকে মুগ্ধ করেছে। ভাল থাকবেন কৌশিক ভাই।
Thank you...
Bolar vasa pachina just outstanding
Thank you so much....
অসাধারণ ।আপনার কণ্ঠে গল্পটা একটা অন্য মাত্রা পেয়েছে।
Khoob Bhalo
প্রকৃতির বিবরণ কত সুন্দর হতে পারে, সেটা বিভুতিবাবুর বইতে ছাড়া আর কোথাও পাওয়া যায় না ।
খুবই চমৎকার।
Khub bhalo hoyeche 👍
Nomontron movie tao dekhechi....r golpo ta aj diye duibar shunchi.....just osadharon🙂
Dhonyobad...
@@kathakkausik 🙂🙂
Very nice💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Khub sundor golpo ta.
Apurbo
একটা কুঁড়ি প্রেমের কাহিনী, এখনকার সঙ্গে মেলে না। পরিবেশনের দক্ষ তায় মুগ্ধ, ঘোর লেগে যায়।
মোহনীয় গল্প।ভালো পাঠ।
অরুণিমা আর মিঠূর কন্ঠ এতো মিষ্টি তা বোলে বোঝাতে পারব না,মধুভরা কন্ঠস্বর।
অপূর্ব
কি সুন্দর
Ki j valo laglo...ki bolbo....agiye jao tomra.
দারুণ হয়েছে
ধন্যবাদ...
সুন্দর গল্প । তরুণ মজুমদার সম্ভবত এই গল্পের একটি চিত্ররূপ দিয়েছিলেন " নিমন্ত্রণ " ।
হুঁ , সুরমার ( নন্দিনী মালিয়া ) চরিত্রে একটু বেশি অহং বোধ আর অবহেলা আরোপিত হয়েছিল । সিনেমায় বোধহয় এমন ই হয় ।
অসাধারণ উপস্থাপনা 🎉
Golpo gulo abar nuton kore porachen apni...tai jiboner ei parbe asao purono kotha gulo k mone poria dilen...onek dhonyobad ...valo thakun, r o golpo, Jemon Aronyok, ba onno kichu .... khub khub bhalo laglo...
মনটা একদম অন্য জগতে চলে গেল। খুব খুব ভালো লাগল
ধন্যবাদ...
🎉 অপূর্ব
দারুণ গল্প
Sotti khub sundor golpo akta
খুব সুন্দর
❤️❤️