Nachiketa Chakraborty News: সরকারি বৃদ্ধাশ্রমে নচিকেতা মেয়ের সঙ্গে কী করছেন?
HTML-код
- Опубликовано: 2 дек 2024
- সরকারি বৃদ্ধাশ্রমে নচিকেতা। সঙ্গে কন্যা ধানসিড়ি। রাখী ছিল। ছিল নতুন সিনেমার প্রচার। আর ছিল বিতর্ক। প্রতিবাদী নচিকেতা কি শেষ? মন্ত্রীরা হারামজাদা গাইতে বললে এড়িয়ে যান, রেগে যান। আমাদের প্রতিনিধি একটা সমাধান চান।
#NachiketaChakraborty
TV9 Bangla LIVE | Bangla News | Bangla News Live | War News | TOP Headlines | Breaking News | Trending On RUclips | National News | World News | Sports News | Entertainment News | Business News | Technology News | Science News | Health News | TV9 Bangla
TV9 Network, the number one news network in India, proudly announces its digital offerings in Bengali. Stay tuned and follow us.
TV9 বাংলা: tv9bangla.com/
Follow Us On Facebook: / tv9banglalive
Follow Us On Instagram: / tv9_bangla
Follow Us On Twitter: / tv9_bangla
Subscribe Us On RUclips: bit.ly/34uWUvN
#tv9banglalive | #breakingnews | #banglanews
২১ শে জুলাই যা কান্ড করলো , তার পর থেকে ওর কোনো কিছু ই দেখছি না ।
Sala.. Haramghada. Chati. Chata..
অনেক অনেক শ্রদ্ধা করতাম আমি বয়সে ওনার থেকে অনেক ছোট। গান শুনে মনে হোতো সমাজ সংস্কারের একজন মহান বিপ্লবী, ওনার বর্তমান অবস্থান দেখে এখন করুনা হয়।
তার এখন বয়স বাড়ছে সেই রক্তের তেজ ও কমছে,,,,,,, মানুষ দুইটা সময় অবুঝ এক বৃদ্ধ ও শিশু বয়সে,,,,,তাই তার এমন পরিবর্তন,,,,,,
উনি লোভী, এইজন্য আর প্রতিবাদ করেন না. হ্যাঁ ওঁনার মতো অনেকে মিলেই ইতিহাস বদলেছেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে সাধারণ মানুষের সর্বনাশ হয়ে গেছে.
কিসের লোভী? 😀 প্রতিবাদ করার ঠ্যকা কি শুধু উনি নিয়ে রেখেছেন ? আপনী করুন না প্রতিবাদ, তাহলে।
@@S.Ghosh_221 ❤️❤️❤️
কিন্তু উনি তো নিজেকে দাবি করেন যে ইতিহাস পরিবর্তন করেছেন। তেমনি ইতিহাস পরিবর্তন করেছেন যে বাঙ্গালীদের অন্ধকারের মধ্যে বিসর্জন করে দিয়েছেন। এই প্রতিবাদী রূপ এখন হারিয়ে গেছে কেন?
২১ সে জুলাই এর মঞ্চে কেন ? প্রতিবাদীর প্রথম শর্তই হচ্ছে "না" বলতে পারা | যাবো না, বলতে পারলেন না|
মুক্ত জীবনানন্দ হয়েই থাকুন। তা না হলে দিদির পদলেহন করে নিশ্চিন্ত জীবন কাটাবেন কি করে। ২১ জুলাই এর মঞ্চে' তুমি আসবে বলেই ' গানটা করে দিদি কে মঞ্চে আহ্বান দারুন উপভোগ করলাম। এই না হলে বিপ্লবী নচিকেতা? দেখা যাক এই অসীম ভক্তি আর কতদিন চলতে থাকে।
Tui kar padolehan koris
@@debupal196
কেন গাড়ে ঝাল লাগলো ?
আমি খুবই আশ্চর্য্য যে যেই নচিকেতা কে একজন প্রতিবাদী শিল্পী বলে জানতাম সেই নচিকেতা এখন আদর্শচ্যূত হতে দেখা যাচ্ছে ।
এ লোকটা যোগ্যতার তুলনায় বরাবরই বেশি hype পেয়ে এসেছে।
সবচেয়ে বেশি আশাহত হয়েছিলাম মাননীয়াকে উদ্দেশ্য করে জুলাই নামের কি একটা অনুষ্ঠানের মঞ্চে তিনি যখন “তুমি আসবে বলে” গানটা করেছিলেন । আগে অনেক সম্মান করতাম ব্যক্তি ‘নচিকেতা’কে । যুক্তি দিয়ে হয়তো উনি নিজেকে সেরা প্রমাণ করতে পারবেন । কিন্তু মানুষের আবেগ নিয়ে ছেলেখেলাকে আমি পছন্দ করি না ।
এক জন ভালো শিল্পী যে দাগ কেটেছিল সমাজে। খুব ভালোবাসতাম গানগুলো শুনতে। দুঃখের সঙ্গে জানাচ্ছি এই শিল্পী হারিয়ে গেছে । দেখা যাক কখন আবার ফিরে আসে।
নচিকেতা এককালে ভালো গাইলেও এখন তাকে দেখলে করুণা হয়। আর তৃণমূলে যোগদান করার পর তার শিল্পীসত্বা বেমালুম হারিয়ে গিয়ে দলদাসত্বটাই প্রধান হয়ে উঠে এসেছে। এই ব্যাপারে তার সঙ্গে কবীর সুমনের কোন পার্থক্য নেই।
@@debkumardatta5407 একদম সঠিক বক্তব্য । এর বাইরে আর কিছুবলার নাই ।
লোভী
একদম ঠিক
Tui ki cpim er chamcha
ঘুরিয়ে নিজেকে অশিক্ষিত বললেন নচিকেতা?
এখন আর গান গাইবে না , কারন দুটো,
এক মালটা পুরো চটিচাটা ,
দুই এখন আর নকল সুরে গান গাওয়া যায় না, গাইলেই ধরা পড়বে ট্রল হবে ।
akdom thik
নচিকেতা চটি চাটা , শিক্ষা ক্ষেত্রে এত দুর্নীতি একবারও মনে পড়ে না প্রতিবাদী কিছু গান লিখি ।
আর তুই বিচি চাটা 🤣🤣😂
Akdam thik..chati tei more ache
নচিকেতা দাদা এখন প্রতিবাদী নেই।উনি এখন টাকার প্রেম এ পড়েছে। ছি দাদা ছি।আপনার প্রতি ভালোবাসা আর থাকছে না।আপনি কেন রাজনীতিতে যুক্ত হলেন?
ঠিক বলেছেন একদম
উনি কোন কথাটা ভুল বললেন ?
Right, this is the power of money. Iswar Alla God has no sign without money, so Nochi is just like a bichi...
নচিকেতা কি তার কোনো গানে মানুষের মধ্যে ভেদাভেদ করেছেন ? এমন কি কোনো প্রমান আছে আপনাদের হাতে ? ঘটি,বাঙাল , হিন্দু ,মুসলিমের ভেদাভেদ তো করেছে রাজনৈতিক দলের স্বার্থান্বেষী মানুষদের তৈরী রাজনৈতিক দল গুলো ভাষায় কোপ মারার ,শিক্ষায় ,চিকিৎসা বিদ্যায় , শাস্ত্র বিদ্যায় , যুদ্ধ বিদ্যায় , খাদ্য তৈরি করার বিদ্যায় ,অর্থনীতির বিদ্যায় , সমাজকে সুস্থ্য রাখার বিদ্যায় চিরকাল কোপ মেরে আসছে কিছু স্বার্থন্বেষি মানুষ ,আর তার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের সাধারণ বঙ্গবাসীদের যুগ যুগ ধরে। অথচ যত দোষ মনে হচ্ছে নচিকেতা চক্রবর্ত্তি করে ফেলেছেন ! দেশ ভাগের বলি হতে হয়েছে এই নচিকেতা ,রূপংকর বাগচীদের মতো কয়েক কোটি বঙ্গ বাসীদের , আর সেই বঙ্গ ভঙ্গ ক্ রে ই ভারতিয় বঙ্গ বাসি দের কয়েক koti manusher praner binimoye ভারতবাসি স্বাধিনতা পেয়েছিল , অথচ joto dosh জেন সেই বঙ্গ বাসির ঘারেই দেওয়া হচ্ছে ! ভারতবাসি তাহ লে জাতিয় স্ ঙ্গিত কে জাতিয় প্ তা কা কে অপমান ক র ছে এই স ত্য সাম নে চলে আসল !আজ ও সেই ভারতীয় উপমহাদেশে বোলির পাঠা হতে হচ্ছে ভারতীয় বাঙালী জাতীদেরই ,কারন এই ভারতীয় উপমহাদেশে বাঙালী জাতীরা শান্তি খুঁজে বেড়ায়,হাতে অস্ত্র তুলে নিতে এই জাতি বৈদর্শিক জাতীদের তৈরী আইনের দারা প্রভাবিত হয়ে নীরবে প্রাণ দিয়ে আসছে ,নিজেদের জন্মভূমিতেই সংখ্যালঘু জাতিতে পরিণত হয়েছে ,উদ্বাস্তু হয়ে যাচ্ছে।তাই যত দোষ এখন রূপংকর বাগচী ,নচিকেতা চক্রবর্তী দের ঘারেই গিয়ে পড়ছে সেই স্বার্থনেবষী রাজনৈতিক দলের লোভী,বৈদেশিক জাতীদের দাড়া পরিচালিত মানুষ গুলোর কারনে! এই সুস্থ্য সমাজ ব্যবস্থা কি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন বলে লিখেছিলেন " বাংলার মাটি ,বাংলার জল ,বাংলার বায়ু ,বাংলার ফল পূর্ণ হউক ,পূর্ণ হউক হে ভগবান "🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢
বাজে কথা , আপনি যখন প্রতিবাদী কি ভাবে হতে হয় জানতেন না ,তখন ও এই নচিকেতাই প্রতিবাদ করা শিকিয়েছিলেন যুব সমাজকে,নচিকেতা কি তার কোনো গানে মানুষের মধ্যে ভেদাভেদ করেছেন ? এমন কি কোনো প্রমান আছে আপনাদের হাতে ? ঘটি,বাঙাল , হিন্দু ,মুসলিমের ভেদাভেদ তো করেছে রাজনৈতিক দলের স্বার্থান্বেষী মানুষদের তৈরী রাজনৈতিক দল গুলো ভাষায় কোপ মারার ,শিক্ষায় ,চিকিৎসা বিদ্যায় , শাস্ত্র বিদ্যায় , যুদ্ধ বিদ্যায় , খাদ্য তৈরি করার বিদ্যায় ,অর্থনীতির বিদ্যায় , সমাজকে সুস্থ্য রাখার বিদ্যায় চিরকাল কোপ মেরে আসছে কিছু স্বার্থন্বেষি মানুষ ,আর তার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের সাধারণ বঙ্গবাসীদের যুগ যুগ ধরে। অথচ যত দোষ মনে হচ্ছে নচিকেতা চক্রবর্ত্তি করে ফেলেছেন ! দেশ ভাগের বলি হতে হয়েছে এই নচিকেতা ,রূপংকর বাগচীদের মতো কয়েক কোটি বঙ্গ বাসীদের , আর সেই বঙ্গ ভঙ্গ ক্ রে ই ভারতিয় বঙ্গ বাসি দের কয়েক koti manusher praner binimoye ভারতবাসি স্বাধিনতা পেয়েছিল , অথচ joto dosh জেন সেই বঙ্গ বাসির ঘারেই দেওয়া হচ্ছে ! ভারতবাসি তাহ লে জাতিয় স্ ঙ্গিত কে জাতিয় প্ তা কা কে অপমান ক র ছে এই স ত্য সাম নে চলে আসল !আজ ও সেই ভারতীয় উপমহাদেশে বোলির পাঠা হতে হচ্ছে ভারতীয় বাঙালী জাতীদেরই ,কারন এই ভারতীয় উপমহাদেশে বাঙালী জাতীরা শান্তি খুঁজে বেড়ায়,হাতে অস্ত্র তুলে নিতে এই জাতি বৈদর্শিক জাতীদের তৈরী আইনের দারা প্রভাবিত হয়ে নীরবে প্রাণ দিয়ে আসছে ,নিজেদের জন্মভূমিতেই সংখ্যালঘু জাতিতে পরিণত হয়েছে ,উদ্বাস্তু হয়ে যাচ্ছে।তাই যত দোষ এখন রূপংকর বাগচী ,নচিকেতা চক্রবর্তী দের ঘারেই গিয়ে পড়ছে সেই স্বার্থনেবষী রাজনৈতিক দলের লোভী,বৈদেশিক জাতীদের দাড়া পরিচালিত মানুষ গুলোর কারনে! এই সুস্থ্য সমাজ ব্যবস্থা কি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন বলে লিখেছিলেন " বাংলার মাটি ,বাংলার জল ,বাংলার বায়ু ,বাংলার ফল পূর্ণ হউক ,পূর্ণ হউক হে ভগবান "🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢
কাটমানি-র গান টার কি হলো!
এখন CPM নচীকেতা TMC নচিকেতায় রুপান্তরিত! বাচ্ছারাও বুঝতে পারছে।
ছিঃ ছিঃ TV9 বাংলা , কাকে এত ভয়, কিসের এত ভয়, এগুলো কি প্রশ্ন করা হচ্ছে?, আসল প্রশ্ন গুলো কই, যেগুলি এই সমসাময়িক করা উচৎ ওনার মত বুদ্ধি চিবি , প্রতি-বাদী মানুষ কে।
আর কত নাটক দেখবে মানুষ?
ওনাকে বলুন না বুদ্ধি চিবি দের কে একটা গান লিখতে ,
কে বলে পয়সায় সব কিছু কেনা যায়না?... , যায় যায় শুধু মূল্য টা জানলেই হয়।
Nachiketa apni thik bolechen rajnitite bhrasta lokera asbe apni nije tar udhaharan. Apnake keu bhulbe na ei atmatustite bhugben na. Aj Subhash Chandra ,Rishi Arabinda ke nia research hoi ar apnara atiter chera pata hoe jaben .
যত তাড়াতাড়ি বা রাতারাতি উঠেছিলেন তত তাড়াতাড়ি পরে যাবেন। মহান পরিচালক সত্যজিত রায় মহানায়ক উত্তমকুমারের জন্য নায়ক ছবিতে দেখিয়েছেন অভিনেতাদের রাজনীতি করা উচিত নয়। অরিন্দম মুখার্জি তাঁর এক সময়ের বন্ধু দিনেশের অনুরোধ রাখতে পারেনি বলে আজীবন বিবেকের কাছে অনুতপ্ত ছিলেন। অধুনা অমিতাভ বচ্চন তাঁর বন্ধু রাজীব গান্ধীর অনুরোধে এসে যে ভূল করেছিলেন পরে নিজেকে সংশোধন করে নিজে নিয়েছিলেন। নচিকেতা মনে করেন সমগ্র বিশ্ব এর এক মাত্র বিদ্বান গায়ক তিনি !
খুব ভালো লাগতো এই শিল্পীকে। কিন্তু এত অহংকারী ও আদর্শচ্যুত শিল্পী কে সমাজ আর ভালো বাসেনা।
তৃণমূল শুকিয়ে যাবে নচিকেতাও ঝিমিয়ে যাবে
Oshadharon 👏👏👏👏🙏
আমি ইউটুবে গান শুনাই, আমার গান ভালো লাগলে দয়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও।।20০০+সদস্য হলো,বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🇧🇩
না না.. এসব নির্লজ্য, বেহায়া, নোংরা লোকেরা নিজের স্বার্থে সর্বদা শাসকের চটি চাঁটে.. সিপিএম এর সময় সিপিএম এর চটি চাঁটতো, টিএমসির সময় টিএমসির চাঁটছে..এর পর যে আসবে তাঁর চাঁটবে... নয়তো পেটে ভাত জুটবে না..!! এটা ওটা চেঁটে চেঁটে গলার তো গাঁড় মারা গেছে..!!
আগামী 100 বছরেও আর একটা nachiketa জন্ম নেবে না. উনি যে ইতিহাস তৈরি করেছেন তা বিশ্বে আর কেউ করেন নি. আগে কেউ করে দেখাক তার পর কেউ বলবে
Nachiketa Chakraborty সঙ্গীত জগত এর শ্রেষ্ঠ.
সবাই স্বার্থ নিয়ে চলে, আর আপনার মত লোক রাজনীতি তে এলে তো রাজনীতির এই অবস্থা ই হবে
এই বেশ ভালো আছি - এই বেশ ভাল আছি
সততার চটির কাছাকাছি।
চটি চেটে চেটে জুটছে অন্ন
চটির নিচে থেকে জীবন ধন্য।।
অসাধারণ
👏👏👏
21শে জুলাইয়ের মঞ্চে গেলেন কেন? কোন্ বাধ্যবাধকতা ছিল ? নাকি কোন বড় ডিল ছিল ???!!! রাজনীতি খারাপ, তাহলে রাজনৈতিক মঞ্চে কেন ? প্রতিবাদী গান গাওয়া কি বিবেকের তাড়নায়, নাকি সস্তা জনপ্রিয়তার লোভে???!!!
একটা সময় নচিকেতার খুব ভক্ত ছিলাম। এখন দেখলে ........... !!!
প্রতিবাদী গান গাইলেই সত্যিকারের প্রতিবাদী মানুষ হয় না - এই ব্যাক্তি তার জ্বলন্ত উদাহরণ।
Nachi keta mone mone vhabche taka sab
Right vaiya
@@RAHULDAS-gs6ir bikri hoye geche
@@SanjibDas-vi1nf hmm bhai. এত কিছু হয়েও কিভাবে প্রতিবাদ না করে থাকে। যে কিনা তার গানের মাঝে প্রতিবাদ করতে, আজ সে চুপ
@@SanjibDas-vi1nf murshidabad r tomar
তুমি ইতিহাস একসময় করলেও এখন সেই ইতিহাস কে কলঙ্কিত করছো।
Tumi ajo ridoye acho, kaal o chile, agami kaal o thakbe, tomar somalocho na korar jonno tomar moto 'halla bol' gaite hobe, kaun silpi aj parbe?? After all you are the best forever.
নচিকেতা পাগল হয়ে গেছে তৃণমূল দোলে গিয়ে আমিও নচিকেতার ভক্ত ছিলাম এখন বয়কট আমার তরফ থেকে ভালো লাগেনা
Tumi honey Singh sono, kaje debe
না দাদা, নচিকেতা দাদা কে আমরা ভুল বুঝেছি। দাদা এখন টিএমসির ষড়যন্ত্র এর শিকার। মমতা dictator দাদার প্রতিবাদী স্বর কে hijack করে নিয়েছে। টিএমসির খেলা কে সাধারণ মানুষ কখনও বুঝতে পারবে না।
@@subratasharma3842 tui er banra chos...khankir beta.....
@@subratasharma3842না ও কি শুনবে সেটা ওর বেক্তিগত হানি সিং শুনবে না হানিপ্রীত দেখবে আমার মনেহয় হানিপ্রীত তোমার খুব দরকার
IT cell....
"ইতিহাস আমি বদলেছি" এই দৃঢ় বাক্য আসলে দুর্বলতাকে ঢাকবার প্রচেষ্টা ।
Kiser itihas? Kon itihas?
ঘরে স্মার্ট ফোন আছে, এখানে ঢং করছে
এই মালটা এখনো বেঁচে আছে না কি? অনেকদিন আগে শুনছিলাম ওর ক্যান্সার হয়েছে , তাহলে এখনো টেঁসে যায় নি।
সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে লেখা গানের জন্যই আপনার প্রতি আমার যথেষ্ট ভালাবাসা ছিল । কিন্তু কি ভেবে রাতারাতি আপনার চিন্তায়-চেতনায় ছেদ পড়লো , বুঝতে পারলাম না । কি প্রয়োজন ছিল , তৃণমূলে যোগ দিতে হলো । আর কতদিন আপনি বাঁচবেন ? মানুষের শ্রদ্ধায় বাকি জিবনটা তো বেশ কেঁটে যেত । যে ভুলটা স্বর্গীয় ভূপেন হাজারিকা করেছিলেন , সেই রকম ভুলটা আপনিও করলেন । রাজনীতির নেতাদের মানুষ ভয়ে সম্মান করে , শ্রদ্ধার বালাই থাকেনা৷। কিন্তু একজন শিল্পিকে মানুষ প্রাণের মানুষ ভাবে । মরার৷ পরেও তার সম্মান ম্লান হয় না । বাংলাদেশ থেকে বলছি । নমস্কার ।
এখন তো নচিকেতা কনো কথা বলবে না করণ,, নচিকেতা তো তৃণমুল করে
নচিকেতা আর তার গান কোনো মিল নেই ।
এখন আর শিল্পী নাই,এখন ভাতাজিবি হয়ে গেছে।
শুনতে খারাপ লাগলেও এটি বাস্তব যে, একজন অহংকারী এবং আদর্শচুত মানুষ কোনদিন ভালো শিল্পী হতে পারে না!
Ekdom right
Bang on...Nachiketa has a disproportionately bigger ego than his talent...a half educated man but behaves like a "know all" genius !
তাহলে ভালো শিল্পী কে?
অহংকারী আর আদর্শচুত কে নয়? সাধারন কাপড়ের দোকানের কর্মচারীরা অহংকার দ্যখাতে ছাড়ে না। উনি তো নচিকেতা।
Nachiketa ke niye baj e katha pls blben naa karon onar jaigata karar mto karor joggota nei ba vobissoteo hbe naa ar onar mto ditio keu ar jonmabe naa
Thuro bal
ওর গান ১০বছর আগে থেকে শোনা বন্ধ করে দিয়েছি। ওর গান চালালে মেশিন হ্যাং হয়ে যায়।
akdom....
ওই মেশিনটাকে পুকুরের জলে ফেলে এক টা নতুন মেশিন নিয়ে ফেলো দাদা✌🏼
@@subhambera1381 খুব ফাটছে তোর দেখি। চমচাগীরি বন্ধ কর।
😀😀😀
বড়ো বাল
তুমি ভাই অতি বেশি শিক্ষিত, ভূমি ছাড়ায়ে
ধাইছ চন্দ্রপানে...সাবধান হত হইয়া ইতিহাস
হইওনা।
2:15 নচিকেতা স্যার নিজেই বললেন শিক্ষিত লোকেরা রাজনীতি করতে যায় না তাহলে উনাকে কেন একুশে জুলাই রাজনীতির মঞ্চে দেখা গেল। আসলে কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছিনা। আপনার যদি কেউ বুঝতে পারেন আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ।
নিজেকেই ঘুরিএ অশিকখিত বললেন
বাঙালির লজ্জা। ।।।।
Press কে নিয়ে সমাজসেবা? ছিঃ, ছিঃ ,ছিঃ
২১শে জুলাই মঞ্চে যেটা গাইলেন তা কি মনে পড়ে? সেই যে " তুমি আসবে বলে মেঘ থেকে বৃষ্টি ঝড়ে নি"
আহা কি গান। এবার অনুব্রতকে নিয়ে একটা হয়ে যাক - কি বলেন?
আমার ও তাই মনে হয়। রাজনীতি আরো ভয়ঙ্কর হবে।
নেত্রী আর নচি... নিজের ঢাক পেটাতে
এদের জুড়ি মেলা ভার।
তুমি আমাদের গর্ব দাদা । তুমি প্রতিবাদি গায়ক । রাজনীতি থেকে তুমি অনেক অনেক দুরে থাক দাদা।
প্রতিবাদী নয়, চটিচাঁটা সুবিধাবাদী ।
Proud for his diplomasy
Boycott nochiketa
হায়রে নচিকেতা কি দেখেছিলাম । এখন আর সেই রকম নচিকেতা নেই!!😥😥😥😥
সবাই স্বার্থের পাগল
Once he was my dream singer, but now I don't want to remember him as a singer .
Why kno??
এখন গলার স্বর বসে গেছে নচি দা
তাকে কিছু টাকা দাও সে অবশ্যই কিছু বলবে
নচিকেতা আপনি আপনার গানে যেসব ব্যাপার নিয়ে প্রতিবাদী গান তৈরি করেন আর নিজের জীবনে চলার পথে ঠিক যেটা নিয়ে আপনি প্রতিবাদী ঠিক সেইকাজটাই করেন কেন?
মুক্ত জীবননন্দ!!!.... হাসি পাচ্ছে
এই মানুষ টা মানুষ নেই। একে বয়কট করুন
নাটক আর কতো দেখবো সত্যিই ইতিহাস বদলেছেন রংটাও বদলেছেন
এদের ইতিহাস বদলের জন্যই আজ আমাদের এই দিন দেখতে হচ্ছে ।
অন্যান্য বুদ্ধিজীবীদের মতো নচিও বিক্রি হয়ে এখন ভিক্ষাজীবী হয়ে গেছে।।
Akdom
একদম
তোমরা বিক্রি হতে পারনি বলে,ফাটছে 😂 জ্বলছে 😂
@@liarboy17
কেন তুমি তৃণমূলের চুরির ভাগ পেয়েছ বলে খুব আনন্দে আছ??
নচিকেতা কী অন্যায় দেখতে পাচ্ছে না TMC দলে গিয়ে
যখন পয়সা দেখতে পাচ্ছে তখন অন্য কিছু না দেখাই স্বাভাবিক।
লজ্জাও নেই লোকটার।
"আমি ইতিহাস বদলেছি"- নচিকেতা উবাচ অর্থাৎ এবার হাবড়ে পড়ে
নিজের বিশ্বাসের উপর চিড় ধরেছে । এই পরিনতি হয় ।।
হ্যাঁ উনি ইতিহাস বদলেছেন , তার থেকেও বদলিয়েছেন নিজের মূল্যবোধ ।
আমি নচিকেতা কে পাগলের মতো ভালো বাস তম তার গানের জন্যে। এখন ভাবি এ রকম একটা মানুষ কি করে বিক্রী হয়ে গেলো কতো টাকার বিনিময়ে? অমাদের গান ভক্ত মানুসের ভালো বাসার কোনো দাম নেই শাসক দলের থেকে কতো টাকা পেয়েছেন জে প্রতিবাদের ভাষা ভুলে গেলেন
একটু মাথায় প্রবলেম এসেছে
ওমনি শিক্ষিত লোকেদের দোষ ! সেরকম একজন শিক্ষিত মানুষকেই সরিয়ে দেওয়ার জন্য আপনিও তো সামিল হয়েছিলেন ।
তার ওপর এখন যার পদলেহন করেন , তার শিক্ষিত বিবেক নিয়ে আপনার মনে প্রশ্ন আসেনা ? মঞ্চে তো গলা ছেড়ে সুর ও ধরেন দেখলাম ।
নচিকেতা এখন হয়েছে..........( ক চি নে তা ).........🤣🤣🤣🤣🥰
যে একবার চটির স্বাদ পেয়ে যাবে, সে অবশ্যই নিজেকে ভুলে অহংকারী হতে বাধ্য। সেই নচিকেতা বা সৌগত।
গান লিখবে কি করে।। গানের সুর নকল করতে গেলেই তো কেস খেয়ে যাবে।। যেসময় ভালো নাম ডাক ছিল ওইসময় তো আর ইন্টারনেট এর এত প্রচলন ছিলোনা, তাই বিদেশি সুর নিজের বলে চালিয়েছে।। এখন আর পারছে না, তাই চটি চাটছে ।
👌👌👌👌👌❤️ কি অসাধারণ সত্যি বলতে পারলেন ।👏👏👏👏👏👏
Sohi pakre
akdom thik ...
ওটাকে নকল করা নয় অনুপ্রেরণা নেওয়া বলে।
@@freezingmoon5415 🤣🤣🤣 dada.. hasalen... Onuprerona nile otar kritittwo dite hoi.. seta uni diye6en? Uni onupreronai niye ja66en akhono... Kar r bollam na..
নচিকেতা , নচিকেতাতে থাকবে এটা যেমনতার ব্যাপার, তেমনি আপামোর গুনমুগ্ধ ভক্ত, নচিকেতার মধ্যেই নচিকেতাকে পেতে চায় ।
বাল,সালা ভাতা পাওয়া শিল্পী,হিন্দি গান শুনতে চেয়েছে বলে শ্রোতাদের ছাগল বলে,একে শিল্পী বলে জানোয়ারের ও অধম
কিছুদিন আগেই রাজনৈতিক পার্টির মঞ্চে দেখা গেছে, এখন এরকম লোকেদের পরিবারের মহিলারা লজ্জা পায় না বরং গর্ভ অনুভব করে
নিজেকে নচিকেতা কতটা হেয় করলেন তা বুঝতে পারলেন না, মানুষ বোকা নয়।
নচিকেতা রাজ্যসরকারের কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে
Bhul kotha... Gujob
2023 এ নচিকেতা স্যারের কথাগুলো শুনলাম ভালই লাগলো তখন যা বলেছেন তা বর্তমানের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়।👍
এতদিন তো গেয়েছেন,এখন একটু বিশ্রামের প্রয়োজন।
Ekdom right
কেন তোমার এত চুলকানি কিসের
সংবাদমাধ্যমের বাড়াবাড়ি একজন সাধারণ মানের গায়ককে পরিচিত করে দিতে পারে, কিন্তু অসাধারণ করে দিতে পারে না। এই বাড়াবাড়ি অনেকের ক্ষতিই করে।
ওর কেতা সব শেষ। ব্যাটা এখন পুরোদস্তুর ভাঁড়।
এসব এখন আর বলতে পারবে না। যখানে যান সেখানেই যেন উনাকে এটা উনাকে দিয়ে গাওয়ানো হয়।
ক'দিন আগে বিগ্রেড কেমন লাগলো আজ কেমন লাগছে ?
Nachiketa Is Nachiketa...... Bengali Legend.... 🔥🔥🔥🔥
শিক্ষিত ছেলেরা আসছে কিন্তু তাদের সেভাবে সমর্থন করা হচ্ছে না
ভালো বাসতাম, সঠিক কথা বলার ক্ষমতা আর নেই ।
Bikri hoye geche
আজ পর্যন্ত নচিকেতা যে কটা গান গেয়েছেন সমাজ নিয়ে , তার প্রতিটি কথা খুব যুক্তি সঙ্গত ।আজ ও যেই কথা গুলো বলেছেন সেটাও আগামীতে সম্পূর্ণ মিলিয়ে নেবেন আপনারা ।প্রতিটি কথা মিলে যাবে।
Sampurno ekmot
পূর্বের সময়,
নচিকেতা = প্রতিবাদী
বর্তমান সময়,
নচিকেতা = ছাগল
না হয়নি বর্তমান সময় নচিকেতা =চটিবাদী
একদম..
ঠিক।
Chagol keno habe bikri hoye geche
@@SanjibDas-vi1nf দাদা ছাগল তো বিক্রি হয়।
এটা একদম ঠিক কথা শিক্ষিত লোকেরা রাজনীতিকরে না
Faltu lok ata
Darun...ei jonnoi tumi nachiketa...lv u dada
ফালতু লোক একটা
অতিরিক্ত চটি চাটার রেজাল্ট।
অহংকারী মানুষ কখনো ইতিহাসে স্থান পায় না....... যে নিজেই বলে আমি ইতিহাস বদলে দিয়েছি......আমি বাংলা ভাষার উপরে যে দাগ কেটে গেছি সেটা কেউ মুঝতে পারবে না...... সে নিশ্চয়ই একজন অহংকারী...... আর হয়তো উনি অহংকারী ছিলেন বলেই আজ ওনার এই পতন......😭😭😭
একদম ১০০% ।
এটা অনেকসময় সত্যি নয়।
সত্যি কথা
Nachiketa 's bengalee language caters to the roadside tea stall of colony areas. Mainly , born and brought up in refugee ambience he does not have any courtesy. He had got support from ex criminal Subhas chakroborty then holding some portfolio in CPIM.
বয়স হলে ভীমরতি বাড়ে বেশির ভাগ, এটা তারই প্রমাণ।
লোক দেখানো প্রতিবাদ কারণ কোন সঠিক নীতি নেই।
সঠিক ভবিষ্যৎ বানি করেছেন দাদা🙏🏿
Nachiketa কি অসুস্থ না মাল খেয়ে এই রকম চেহারা ?
আবার বলছো, 26 টাকার মহুয়া তো আছে
এ কি অবস্থা!! বাঘের মত লোকটা চটি চেটে চেটে কাগের মতো হয়ে গেছে।
আগে কি করে যানতেন ?
এতো তূনমুলের ভাতা জীবি
পাগল ছাগল।
I love you cochi daa,,,munnny munny love 💘দাদা আল্লাহর কাছে দোয়া kori ,আমি bangladesh থেকে বলছি,,,আপনে bangladesh এবং banglar gorbo,,,,,,
এখন নচিকেতা কে দেখতে বা কথা শুনতে ঘৃণা করে
Nachiketa বিক্রি হয়ে গেছে, আসলে আমার ধারনাটা ই ভুল ছিল, আমি বিশ্বাস করতাম কিছু কিছু জিনিষ আছে যা বিক্রি হয় না, nachiketa আমার সেই বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছে...
গলা টা তো গেছে, রিটায়ারমেন্ট এর পরে এখন পেনশন বেনিফিট নিচ্ছে, দলে যোগ দিয়ে।
জিও নচিকেতা দাদা ✌️✌️✌️✌️
নচিকেতা গাইছেন তো। মমতা কে দেখে শহীদ দিবসের মঞ্চ থেকে তোষামোদ করে গেয়েছেন তো। কারা বলছে তিনি গাইছেন না?
এখন উনি ধান্দাবাজ বুদ্ধিজীবীদের একজন। আজ নয় অনেক আগে থেকেই।
Dada Aapnader Bangladesh theke keno tariye chilo 😂😂
"নচিকেতা বদলে গেছে ,এটাই বাস্তব " ।মানুষ ভুল বলেন না।
বড় উদ্ধত,শোনালো,,,নির্মম সত্যিটা উনি নিজেও জানেন।
আসলে নচিকেতা চক্রবর্তী কে প্রমাণ করতে চায় যে উনি কোন পাটির লোক কিন্তু নচিকেতা যে পাটির লোক হন না কেন উনি যা বলেন তা একদম মুখের উপর বলেন।নচিদা কাউকে ভয় পায় না কাউকে রেয়াত করে না।এর নাম নচিকেতা। ওনার প্রতিবাদি যে গান গেয়েছেন সেটা আজকের নয় ওনার প্রথম জিবনে গান তখনই ওনাকে দমিয়ে রাখতে পারেনি আর এখন ও পারবে না।এই জন্য নচিকেতা কে মানুষ ভিষন ভিষন ভাবে পছন্দ করেন। এবং ওনার গান শুনলে মন প্রাণ ভরে যায় নচিকেতা চক্রবর্তী কে প্রমাণ জানাই 🙏🙏🙏 আর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ভগবান আপনার মঙ্গল করুন এই প্রার্থনা করি💚💚💚
নচিকেতা তৃনমূলের কাছে বিক্রি হয়ে গেছে