কীভাবে এমফিল/পিএইচডির থিসিস পেপার/গবেষণার প্রস্তাব লিখবেন
HTML-код
- Опубликовано: 27 ноя 2024
- থিসিস নিয়ে নবীন গবেষকদের মধ্যে একরকম ভীতি কাজ করে। থিসিস পেপার একটি বিস্তৃত গবেষণা পত্র যা সাধারণত একজন থিসিস সুপারভাইজার এর পরামর্শে লেখা হয়। থিসিস এমন একটি একাডেমিক ধারণা যা কোনও বিষয়ে লেখকের অবস্থানকে প্রকাশ করে। অন্য কথায়, আপনি যদি মৃত্যুদণ্ডের বিষয়ে লিখছেন তবে আপনি আপনার দৃষ্টিভঙ্গিটি সামনে রেখে বলবেন এবং আপনার অবস্থানের প্রতিরক্ষায় আপনি যে যুক্তি তুলে ধরবেন তা উপস্থাপন করবেন। একটি পরিষ্কার, নির্বিঘ্নিত থিসিস আপনার বিশ্বাসগুলির প্রতি শক্তি এবং আস্থা প্রদর্শন করে। একটি একাডেমিক ডিগ্রির জন্য একটাই থিসিস লেখা হয়, সুতরাং থিসিস পেপার এমনভাবে লেখা উচিত যেন নিজের থিসিসটা হাতে নিয়ে আপনি নিজে গর্ব করতে পারেন। একটি থিসিস কয়েকটি ছোট গল্পের সমাহার নয়, বরং এটি একটি উপন্যাস, সুতরাং একটি অনুচ্ছেদের সাথে অন্য অনুচ্ছেদের, আগের অধ্যায়ের সাথে পরের অধ্যায়ের সংযোগ থাকাটা অত্যাবশ্যকীয়।
থিসিস পেপার শুরু করার আগে জানতে হবে কোন ক্ষেত্রের উপরে আপনি গবেষণা করবেন। এক্ষেত্রে সুপারভাইজারের সহযোগিতা নিতে পারেন অথবা নিজের আগ্রহের ক্ষেত্রকে থিসিসের জন্য বেছে নিতে পারেন। বিষয় বা ক্ষেত্র ঠিক করার পরের কাজ হলো টপিক নির্ধারণ করা। থিসিসের টপিক খুঁজে বের করা বেশ কঠিন একটা কাজ। বেশ কিছুদিন সময় নিয়ে ঘাটাঘাটি করে টপিক ঠিক করতে হয়। টপিক নির্ধারণের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে থিসিসের ক্ষেত্র নিয়ে ভালো ধারণা নেওয়া। এই ক্ষেত্রে ইন্টারনেটের সহযোগিতা নিতে পারেন। ভালো করে ইন্টারনেট, বই, রিসার্চ পেপার ঘেঁটে তারপর টপিক নির্ধারণ করা উচিৎ।
স্নাতক লেভেলে গবেষণার সময় শিক্ষার্থীরা যে ভুলগুলি করে সেগুলির মধ্যে একটি হল অনেক শিক্ষার্থীই তাদের বিষয় ছোট করে নেয়ার আগেই লেখা শুরু করেন, ফলে একটা সময়ে তারা বুঝতে পারেন যে এতো বড় টপিক নিয়ে গবেষণা করাটা তাদের পক্ষে মাত্র ছয় মাস বা এক বছরে সম্ভব না। অভিজ্ঞতা ছাড়া একটি বড় টপিক নিয়ে থিসিস করাটা খুবই কঠিন। একটি ভাল থিসিসের গুণাবলি হল সেটি হবে পরিষ্কার এবং সুনির্দিষ্ট।
থিসিসের প্রথম অধ্যায়ের নাম সূচনা এবং এই অধ্যায়টি থিসিসের প্রাণ। একটি থিসিসের পুরো বিষয়বস্তু খুব অল্প কথায় এখানে লেখা হয় এবং পুরো থিসিসে কি আছে এই অধ্যায়টি তা খুব চমৎকারভাবে বর্ণনা করে। সুতরাং সূচনা লেখা সবচেয়ে কঠিন, তাই একজন গবেষকের উচিত কাজের শেষভাগে এসে সূচনা অধ্যায়টি লেখা।
দ্বিতীয় অধ্যায়ে সাধারণত থাকে লিটারেচার রিভিউ। এই অধ্যায়টি খুব সতর্কভাবে লিখতে হয়, লেখা যেন অবশ্যই থিসিসের বিষয়ের সাথে সম্পর্কযুক্ত হয়, অপ্রাসঙ্গিক লেখা, কথা সম্পূর্ণ পরিত্যাজ্য। লিটারেচার রিভিউ সময় নিয়ে করতে হয় এবং রেফারেন্স পেপারের জার্নালের মান, যে গ্রুপ থেকে কাজটি করা হয়েছে তাঁরা কতটা বিশ্বস্ত এটি মাথায় রাখতে হয়। ভালো থিসিস করার প্রধান শর্ত হলো আপনি যে টপিক নিয়ে কাজ করবেন সে সংক্রান্ত প্রচুর আর্টিকেল, রিপোর্ট, জার্নাল ইত্যাদি পড়া। কমপক্ষে তিন মাস আপনার সংশ্লিষ্ট টপিক নিয়ে পড়াশোনা করা উচিৎ। এভাবে থিসিস সম্পর্কে আপনি অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন এবং সেইসাথে থিসিস পেপারে কোন কোন পয়েন্ট যুক্ত করতে হবে ও বাদ দিতে হবে, কোন ফরম্যাটে লিখলে ভালো হবে, গবেষণার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারেন এসব সম্পর্কে ধারণা হবে। শুধু রিসার্চ পেপার পড়লেই হবে না, রিসার্চ পেপার সাথে যে সকল রেফারেন্স দেওয়া থাকে সেগুলোও খুঁজে বের করে পড়তে হবে। প্রথম দিকে হয়তো আপনি রিসার্চ পেপারের সব বিষয় বুঝতে পারবেন না, কিন্তু তিন মাসে অন্তত আপনি এটুকু বুঝতে পারবেন যে কোন বিষয়গুলো পরবর্তীতে আপনাকে থিসিস লিখতে সাহায্য করবে।
তৃতীয় অধ্যায়ে সাধারণত গবেষণা পদ্ধতি (রিসার্চ মেথোডলজি) লেখা হয়, যে কোন গবেষণার জন্য অনেক ধরণের পরীক্ষিত টেকনিক থাকে, কিন্তু এইখানে যে টেকনিক আপনি আপনার কাজে ঠিক যেভাবে ব্যবহার করেছেন ঠিক ওইভাবে তুলে ধরতে হবে।
এবার আসি মূল পর্ব অর্থাৎ ফলাফল এবং আলোচনা (রেজাল্ট অ্যান্ড ডিসকাশন) অধ্যায়ে। স্নাতক লেভেলের থিসিসে ফলাফল এবং আলোচনা লিখতে একটি অধ্যায়ই যথেষ্ট। রেজাল্ট লিখতে গবেষণার অর্ডার ঠিক রাখতে হবে, একটি সাব-কন্টেন্ট এর সাথে অন্য সাব-কন্টেন্ট এর সংযোগ রাখতে হবে, অন্যথায় এটি খুব নিম্নমানের থিসিস হবে। এই বিষয়গুলো খুব অল্প কথায় উল্লেখ করে রেফারেন্স পেপারের সাপোর্ট নিতে হবে, অন্যথায় পাঠক মিস-গাইডেড হতে পারেন। আগে যেভাবে বলেছি, সকল রেফারেন্স পেপার মান সম্পন্ন কি না তা সব সময় মাথায় রাখতে হবে, নিম্নমানের পেপার কখনোই সাইট করা উচিৎ না।
থিসিসের কনক্লুসন আর এবসট্র্যাক্ট থিসিস শেষ হলেই লেখা উচিৎ, বিশেষ করে, থিসিস সাবমিশন এর ঠিক ২/১ দিন আগে সব কারেকশন শেষ হলে তখনই এবসট্র্যাক্ট লিখা উচিৎ। আর কনক্লুসন লিখতে গিয়ে অনেকেই সামারি লিখে ফেলে। আপনার থিসিস এর বিশেষ বার্তা খুব সতর্কভাবে কনক্লুসন এ লিখা উচিৎ, যাতে একজন রিডার থিসিসটি পড়ে মনে করে, এটাই তো জানতে চেয়েছিলাম, আমার সময়টা বৃথা যায়নি, থিসিসের রেজাল্ট যেন এই বার্তাকেই সাপোর্ট করে।
থিসিস পেপারের প্রথম অংশ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং সর্বশেষ অংশ কনক্লুশনের পর রেফারেন্স সেকশন উল্লেখ করা হয়। অনেক শিক্ষার্থী এ দু’টো অংশকে কম গুরুত্বপূর্ণ মনে করেন। কিন্তু থিসিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দু’টো অংশ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ও রেফারেন্স। পুরো থিসিসের মূল সারমর্ম তুলে ধরা হয় অ্যাবস্ট্রাক্টে। একজন পাঠক সবার আগে থিসিসের এই অংশে চোখ বোলাবে। তাই এটিকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে করে পাঠকের মনে আপনার থিসিস নিয়ে কৌতূহল জাগে। যে সকল সূত্র থেকে আপনি গবেষণার জন্য তথ্য সংগ্রহ করেছেন, যেমন- বই, অন্যান্য রিসার্চ পেপার, রিপোর্ট, ওয়েবসাইট ইত্যাদি ক্রমানুসারে বিস্তারিত রেফারেন্সে উল্লেখ করতে হবে। যাতে পাঠকরা চাইলেই তাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো তথ্য সেসব সূত্র থেকে খুঁজে বের করতে পারেন। রেফারেন্সের সঠিক উপস্থাপন আপনার থিসিস পেপারকে আরো আস্থাভাজন ও মানসম্মত করে তুলবে। তাই আপনি যদি চান পাঠক আপনার গবেষণাটি সম্পর্কে জানুক, তাহলে এ দুটি অংশের প্রতি বিশেষ গুরুত্ব দিন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভারত থেকে। যে বিষয় গুলো অনেকের কাছ থেকে বুঝতে প্রচুর সময় লাগছিল, আপনি আপনার সাবলীল ভাষায় বুঝিয়ে দিলেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
খুবই ভালো করে বুঝিয়ে দিলেন বিষয়টি, ভারত থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, সমস্ত ধোঁয়াশা কেটে গেলো.
tnx
অসংখ্য ধন্যবাদ
Thank you sir ami India theke dekhchi anek sahoj kore bisoi ti bujhiyechhen sir anek upkrita holam namaskar
❤
very easy presentation and perfect video. Thanks brother
ধন্যবাদ, চমৎকার উপস্থাপনা
অনেক অনেক ধন্যবাদ ভাই, এতোদিন এমন একটা হেল্পফুল ভিডিও খুঁজচ্ছিলাম।
ধন্যবাদ
ধন্যবাদ স্যার
ভালো
আসসালামু আলাইকুম, স্যার পিডিএফ শেয়ার করলে অনেক উপকৃত হব
A lot of thanks.
অনেক অনেক ধন্যবাদ।
ল্যাটেক ব্যবহার করে সম্পূর্ণ বাংলায় থিসিস বা গবেষণা পত্র লেখা শিখতে হলে আমার চ্যানেলে আসুন
Thanks you so much sir 🙏
ধন্যবাদ প্রিয়।
ধন্যবাদ
❤
আসসালামু আলাইকুম স্যার, আমি কি আপনার সাথে ফোনে অথবা অনলাইনে কিভাবে যোগাযোগ করতে পারি?
স্যার অনার্স ২.৯৭ এবং মাস্টার্স ৩.৫০ দিয়ে আবেদন করা যাবে
"৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইসলামের দৃষ্টিতে একটি পর্যালোচনা " এই শিরোনামে এমফিল করতে চাচ্ছি। তত্তাবধায়ক হিসেবে ইসলামিক স্টাডিজের একজন সন্মানিত স্যারের সন্ধান দিলে কৃতজ্ঞ থাকব।
যে কোন বিশ্ববিদ্যালয় থেকে নিতে পারবেন।
I have applied for mphil 2021-2022 English sir says no writtenexam will be held this year viva will be through zoom which question may ask can i pass
স্যার, বাংলাদেশের কথা সাহিত্যের উপরে কোন কোন গবেষণা হয়েছে এটা স্যার সন্ধান পাবো কি করে একটু বললে খুব উপকৃত হতাম স্যার 🙏
ল্যাটেক ব্যবহার করে সম্পূর্ণ বাংলায় থিসিস বা গবেষণা পত্র লেখা শিখতে হলে আমার চ্যানেলে আসুন।
আসসালামু আলাইকুম, আমি আপনার ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছি, একটি বিষয় সম্পর্কে বুঝতে পারছি না, যে - এমফিল আবেদনের জন্য আপনি যে কাঠামো উপস্থাপন করেছেন, আমি ইসলামিক স্টাডিজ বিষয়ে এমফিল করার জন্য আবেদন করতে চাই ৷ সে ক্ষেত্রে বিশেষ করে, বিষয় বর্ননা এবং অন্যান্য পার্ট এর ক্ষেত্রে আপনি যেভাবে লিখেছেন, এমন সংক্ষিপ্ত আকারে লিখলে হবে কি? না কি আরো বিস্তারিত ভাবে লিখতে হবে? অনুগ্রহ পূর্বক জানালে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ ।। বিস্তারিতও লিখলেও সমম্যা নেই
thank you
আমাকে জানালে একটু উপকৃত হতাম
ভাই কত বছর পর্যন্ত এমফিল, পিএইচডি করা যায়?
আমি পিএইচডি ডিগ্রির তে ঢাকা/অন্য কোথাও ভর্তি হতে চাই।আমি ব্যবসায় শিক্ষা বিষয় নিয়ে পড়াশুনা করেছি।একটা এম পি ও ভুক্ত উচ্চ মাধ্যমিক কলেজে প্রভাষক হিসাবে কর্মরত আছি।
শিক্ষা জীবন নে আমি জাতীয়বিশ্ববিদ্যালয় থেকে অর্নাস মাস্টার্স এ ২য় শ্রেনিতে পাশ করেছি।
ল্যাটেক ব্যবহার করে সম্পূর্ণ বাংলায় থিসিস বা গবেষণা পত্র লেখা শিখতে হলে আমার চ্যানেলে আসুন।
পারবেন না
Sir 2022-2023 সেশন ভর্তি কবে থেকে শুরু?
Ata amio jante cai..
জুনের আগে
এমফিল পিএইচডি যেকোন বিশশবিদ্যালয়ে বয়স বেশি হলে করতে পারব
স্যার, আমি বাংলার ছাত্র। এমফিল করতে চাই। কোন বিষয়ের উপর গবেষণা করলে ভালো হবে??
Vaiya assalamualaikum
Carmichael college er Dr. Abul Kalam Azad sir supervisor hta parbn kina
আরবি বিষয়ের সিনপসিস কি এভাবেই
গবেষণা প্রবন্ধ কি ভর্তি ফরম এর সাথে স্ক্যান করে একসাথে দিতে হবে নাকি আবেদন করার পর গবেষণা প্রবন্ধ জমা দিতে হবে জানতে চাই স্যার
পিডিএফ জামা দিতে হবে ভর্তি ফরমের সাথেই
এম ফিল ডিগ্রি অর্জন করতে কী পরিমাণ অর্থ ব্যায় হতে পারে?
৫০ হাজর থেকে ১.৫ লক্ষ
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ভূগোল ও পরিবেশ বিভাগ হতে করা যাবে কি পি এইচ ডি
Please help me for mphil admission in2021-2022 sesson in English in NU any way as i have eagerness
English subject er jonno koto tk lugba
ভর্তি 15000+
ভাইয়া এমফিল নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই।
আপনার ফোন নাম্বারটা কি দেয়া যাবে?
উপকৃত হব।
ইনবক্সে আসুন
Sir apnar number ta pete pari?
sir নাটকের উপর ত্রকটা থিনোসিস মড়েল দেন??
একই
@@SalekShiblu ok sir
আমি প্রত্নতত্ত্ব গবেষক কীভাবে হব
আমি 2022-2023 সেশনে ভর্তি হতে চাচ্ছি।
শুভকামনা
আবেদন করার সময় গবেষার প্রস্তাবনাসহ আবেদন করতে হবে বলছে এটা কিভাবে করবো
@@md.amdadulhaquerajavi3086 াপডিএফ আপলোড করতে হবে।
পিএইচডি কি শুধু শিক্ষকগনই করতে পারে? আমি মাত্র পড়াশুনা শেষ করেছি। আমি পিএইচডি করতে চাচ্ছি
সবাই পারবে। মাস্টার্স পাশ হলেই হবে।
@@SalekShiblu ohh. Abar vhorti kobe hote pare? R ami phd korte parbo naki mphil korte hobe
class schedule kemon!
স্যার । আপনার মোবাইল নাম্বারটা একটু দিন। প্লিজ।
Inbox
স্যার আপনার ফোন নাম্বার টা দিবেন
ইনবক্সে আসুন
@@SalekShiblu Bulen sir
ব্যাকরণ নিয়ে গবেষণা করার জন্য কোন কোন বই কাজে দেবে প্লীজ জানলে জানাবেন
বিষয় বা শিরোনাম বলুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কি গবেষণার তত্ত্বাবধায়ক হতে পারবে? শুনেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হয়?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মেইন ক্যাম্পাসের শিক্ষকগণ হতে পারবেন।
@@SalekShiblu আমি ইসলামিক স্টাডিজের একজন সুপারভাইজার কী ভাবে নির্বাচন করতে পারি?
Sir apnar mobile number ta dian
ধন্যবাদ