" হাঁসপাতাল" নাটকটি অনেকদিন আগে একবার দেখেছিলাম। এখন আবার একবার দেখলাম। সুচিত্রা সেনের "হসপিটাল" সিনেমার অনুকরণে এই নাটকটি নির্মিত হয়েছে। জয়া এবং মাহফুজ খুবই বড় মাপের অভিনেত্রী ও অভিনেতা। তাছাড়া হাসান ইমামের অভিনয় ও নজরকাড়া। আমার তো মনে হয় সুচিত্রা সেনকে সম্মান জানানোর এর থেকে বড় উপায় আর কিছুই নেই।
অসাধারণ একটি নাটক অনেকদিন আগে দেখেছিলাম আজ আবার নতুন করে দেখলাম। প্রত্যেক কলাকুশলীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি বাংলাদেশের সব নাটক দেখার চেষ্টা করি এবং দেখি। আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বানীনাথপুর গ্রাম থেকে দেখছি।১১/১১/২০২৪ খ্রিস্টাব্দ। ২৫শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী সন। সোমবার। 11:17
অসাধারণ সুন্দর একটা নাটক হসপিটাল। হাসান ইমাম, জয়া আহসান ও মাহফুজ তিন জনের অভিনয় দারুণ হয়েছে। অধ্যাপক স্যার এর চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন নাম না জানা শিল্পী।
নাটক টি দেখে আমি যা অনুভব করলাম, তা হলো প্রত্যেক মানুষ কে তার ইগো এবং জেদ কে সংবরন করা উচিত। কারণ ইগো কখনো কাউকে সুন্দর ভাবে থাকতে দেয়না। জয়া চরিত্রের জন্য আমার এতটুকু দুঃখ হয়নি বরং রাগ লেগেছে। সে নিজেও ভালো থাকলো না এবং অন্যকেও ভালো থাকতে দিলো না। শুধু মাত্র ইগোর কারণে। পক্ষান্তরে নায়ক চরিত্রের জন্য খুব কষ্ট পেয়েছি। বেচারা মাহফুজ কতো কষ্ট পেলো। সে অন্যায় কিছু বলেনি। সমাজের ভয়ে সে অস্বীকৃতি জানালেও পরে সে তা সামলে নিজে ভুল স্বীকার করেছে। একটা মানুষ যখন ভুল স্বীকার করে ভুলটা শুধরাতে চায় তখন তাকে সে সুযোগ দেয়া উচিত। এখানে জেদ বা ইগোর কোন স্থান নেই। এটা বাড়াবাড়ি।যার পরিনাম ভয়াবহই হয়।এখানেও তাই হয়েছে। যে কোন ঘটনার সংশ্লিষ্ট ব্যক্তির মতামত প্রকাশের অধিকার আছে। এখানে নায়ক তাই করেছে। ইগো ব্যক্তিদের নিয়ে কখনো সুখী হওয়া যায় না। এরা সব সময় নিজের কথা ভাবে অন্যের কথা নয়। ইগোর জন্য তারা জীবন দিতেও রাজি। যার ফল অন্যকেও ভোগ করতে হয়।
চায়নিকা চৌধুরীর নির্দেশিত এবং অরুণ চৌধুরীর লেখা নাটকটি খুবই সুন্দর, ওনারা দুজনে খুবই প্রতিভাবান ও গুনি মানুষ ওনাদের নাটক সবসময় বাস্তব ধর্মেই হয়ে থাকে আর জয়া এবং মাহফুজের অভিনয় অনবদ্য।
Two of my all-time favorites: Mahfuz Ahmed and Jaya Ahsan together in a drama. I couldn’t ask for anything better. And this is a very moving storyline. Classy acting performances from them both. And a bitter-sweet, but satisfactory ending. I also liked the character roles of their professor doctor and the other doctor who oversaw Jaya’s childbirth. These are the truly humane and admirable individuals we need more of in society. I’m also happy that they didn’t show the usual easy and sad choice of abortion in this story. Thumbs up to this drama.
মাহফুজ ভাই আপনাকে প্রণাম শ্রদ্ধা ভালবাসা।আপনার অভিনীত নাটকগুলো খুব ভাল লাগে।আমি আপনার অভিনীত নাটক ছাড়া অন্য কোন নাটক দেখি না।জয়া আহসান নিঃসন্দেহে ব্যক্তির পরিচয় দিয়েছেন।জয়া আপু প্রথম বার মাহফুজ ভাইকে সব কিছু জানালেন তখন ভাইয়া বিষয়টা মেনে নেননি।জয়া আপুর বাবার কাছ থেকে ধাক্কা খাবার পর মাহফুজ ভাই তখন বিষয়টা মেনে নিলেন।তখন জয়া আাপু মাহফুজ ভাইকে ফিরিয়ে দিয়ে ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন।আবার সবার কাছে জয়া আপু মাহফুজ ভাইয়ের পরিচয় গোপন করে সত্যিকার ভালবাসার পরিচয় দিয়েছেন।তবে সবশেষে একটা কথা বলব আমাদের বর্তমান সমাজ ব্যবস্তায় মেয়েদের এই ব্যক্তিত্বও মানাসই না।ভাল থাকুন জয়া আপু মাহফুজ ভাই এবং চয়নিকাদি অরুনদা।
পরিচালক ও নাট্যকার চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরী সমীপেষু... চয়নিকা চৌধুরী ও অরুন চৌধুরী আপনাদের র এত বিশেষত্ব এত quality যা rare.. কিন্তু আফশোষ এই আপনার ও আপনাদের উভয়ের এই গুণের ও বিশেষত্ব মর্ম বোঝার.. ও যথাযথ সন্মান দেবার মানুষ আপনার নিজের দেশে কম। আপনাদের মত গুণী জন এই ভারততে বিশেষ করে এই বাংলায় থাকতেন তবে সঠিক মূল্যায়ন নিশ্চিত পেতেন। এইটাই দুঃখের.. নাটক, অভিনয় ও শিল্প.. কলাশিল্প.. অভিনেতারাও শিল্পী যেমন দর্শক ও কিন্তু এক কথায় শিল্পী ই। ভাব গ্রাহী শিল্পী বিষয় বস্তুর মূল ভাব টা গ্রহণ করাও কিন্তু মনন শিল্প। তাই দর্শক ও শিল্পীই একাধারে। তাই দর্শক কি কেবল চোখের দৃষ্টি তে দেখবেন??.. তবে সে দেখা বৃথা হাসপাতাল নাটক টি ই শুধু নয় বহু নাটকে ই দেখি দর্শক বুঝতে পারলেন না বলে অভিযোগ করেন।। কলকাতা থেকে কবি, প্রবন্ধকার, গীতিকার.. তপতী মুখোপাধ্যায়। লেখিকার কিছু লেখা... শতবর্ষের আলোকে মোহিনী চৌধুরী এপার ওপার বাংলার বিল্পবী কবি, শেষের সেদিন.. বিভূতি-ভূষণ.. পথের পাঁচালির স্রষ্টা, ছাড়পত্র, কবিতা, যেদিন বৃষ্টি নামে ঝড় ওঠে , মন চল নিজ নিকেতনে, দেবে তো আমায়??, আমার যা কিছু সব তোমার, আমার আকাশ, তিরিশ দশকের কবি জীবনানন্দ তোমাকে, অবশেষে, The Life Boat, সুকান্তের প্রতি, তোমাকে গান শোনাব বলে, হয়তো কখনও, সুভাষ আজও ফেরেনি ঘরে, , ৪ ঠা জুলাই ও মার্গারেট নিবেদিতা, আমার পরাণ, ফিরে দেখা..: ২৫ শে বৈশাখ.. কথায় ও গানে... আরও অসংখ্য।...
একটা রাত পবিত্র ভালোবাসাকে ঘৃণায় ভরিয়ে তোলে,,,,, শ্রদ্ধাবোধ কেয়ারিং আর রিয়েল আবেগ থাকেনা সুতরাং এমন কাজ হতে আমাদের অবশ্যই দূরে থাকা উচিত,,,,,,,,,, এই ভুল ক্ষমার অযোগ্য,,,,,,
Really it's nice to see both the actors. I never been watched any drama or movie by Joya. But today on the weekend I'm watching back-to-back 4 dramas, where she did her protagonist performance. It's really heart touching.
Nice Bangla Drama By Jaya Ahsan And Mahfuz Ahmed And Hasan Imam.Love From Bangladesh And Barisal. Keep On Watching Bangla Dramas And Movies And Video Songs And Movie Songs And Web Series And Web Flims And Short Flims And Advertisements!
A drama of sweet love, misunderstandings and painful separation has been well crafted by the brilliant director Madam Choyonika Chowdhury. Possibly the drama has been inspired by the Bengali movie Hospital featuring Ashok Kumar and Suchitra Sen. The drama deals in pre-marriage pregnancy of the heroine Jaya Ahsan and related problems concerning opposing views of it's continuance through social marriage. Hero primarily wanted abortion but changed his views later. Jaya could not digest the insult and cut off relationship with the hero Mahfuz Ahmed. The hero, heroine,other actors and the senior doctors are superb. Mahfuz is very soft, sweet and romantic. He is down-to -earth and submissive also. Jaya is incomparable in this drama,be it romance, pain, disappointment or her responsibilities as a doctor or as a daughter. The one word which can describe his acting style is the word " affectionate '. She remains affectionate to all, to her unborn child as well as to her differing husband. She values her self -respect and is uncompromising in this respect. The boat-riding scene with a sweet melodious song has been picturised with immense beauty. The beautiful drama should be a must -see for all.
সূচিত্রা সেন অভিনীত হস্পিটাল মুভির কাহিনীর অনুকরণে নাটকটি বানানো মনে হল।হস্পিটাল সিনেমায় এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গানের স্থলে এখানে একটা গান ব্যবহার করা হয়েছে।ভালোই লাগলো গানটা।
জয়া,মাহফুজ আমার পছন্দের দুই জন..শাড়ি পরতে এত পছন্দ করি, কিন্তু অসুস্থতার জন্য শাড়ি পড়া বন্ধ রেখেছি 😢মহিলা যুবলীগ রাজ পথে নেমে না.. একটা সময় রাজ পথে..বুজলে বুজ কথা, না বুজলে তেচ পাতা.বাচ্চা টা কি সুন্দর কুলে নিয়ে আদর করতে ইচ্ছে করছে!!
" হাঁসপাতাল" নাটকটি অনেকদিন আগে একবার দেখেছিলাম। এখন আবার একবার দেখলাম। সুচিত্রা সেনের "হসপিটাল" সিনেমার অনুকরণে এই নাটকটি নির্মিত হয়েছে। জয়া এবং মাহফুজ খুবই বড় মাপের অভিনেত্রী ও অভিনেতা। তাছাড়া হাসান ইমামের অভিনয় ও নজরকাড়া। আমার তো মনে হয় সুচিত্রা সেনকে সম্মান জানানোর এর থেকে বড় উপায় আর কিছুই নেই।
অসাধারণ একটি নাটক অনেকদিন আগে দেখেছিলাম আজ আবার নতুন করে দেখলাম। প্রত্যেক কলাকুশলীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি বাংলাদেশের সব নাটক দেখার চেষ্টা করি এবং দেখি। আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বানীনাথপুর গ্রাম থেকে দেখছি।১১/১১/২০২৪ খ্রিস্টাব্দ। ২৫শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী সন। সোমবার। 11:17
হসপিটালটা নাটকে দেখে খুব ভালো লাগলো, আমার জন্ম এই হসপিটালে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ । ভাগলপুর, বাজিতপুর থানাই পড়ছে।
Amar jonmo ei hospital
চোখে পানি চলে আসল।
যিনি স্যারের অভিনয় করেছেন।এক কথায় অনবদ্য।🌹🙏🙏🙏🌹
Very Nice Drama 😊❤
সুচিত্রা সেন অভিনীত হসপিটাল নাটকের অনুকরণ কিন্তু সবার অভিনয় খুব ভালো জয়া এবং মাহফুজ দুজনের অভিনয় ভীষণ সুন্দর
অসাধারণ অভিনয় ।
Osadharon ❤️
কতবার যে দেখলাম বইটা গুনে শেষ করা যাবে না🥰💖শুধু প্রিয় অভিনেতা মাহফুজের জন্য💖🥰
কিছুটা সুচিত্রা সেনের হসপিটাল সিনেমার মিল আছে । ভাল লাগলো ।
অসাধারণ সুন্দর একটা নাটক হসপিটাল। হাসান ইমাম, জয়া আহসান ও মাহফুজ তিন জনের অভিনয় দারুণ হয়েছে। অধ্যাপক স্যার এর চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন নাম না জানা শিল্পী।
ভীষণ ভালো লেগেছে নাটকটি। তাই কয়েক বছর পরে আজ আবার দেখলাম। অসাধারণ অভিনয় ছিল সবার । সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন ।
কতো মধুর একটা বাণী,,,,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ❤❤❤
২২/১০/২০২৪ মঙ্গলবার
very nice natok mahfuj bai
অনেক অনেক ভাল লেগেছে
আমাদের ভাগলপুর খুব ভাল লাগলো দেখে।।।।।।
মাহফুজ জয়া খুব সুনদর অভিনয় করেছেন।আমি মাহফুজের জন্য নাটক দখি।যেখানে মাহফুজ নেই সেই নাটক দেখিনা।প্রাইজের বেলা যখন দেখি মাহফুজ নেই তখন ফোন অফ করে দেই।
Haspatal namer einglish kono sobdo nai natoker nam hobe Hospital
Haspatal name bhul English name hobe Hospital
নাটক টি দেখে আমি যা অনুভব করলাম, তা হলো প্রত্যেক মানুষ কে তার ইগো এবং জেদ কে সংবরন করা উচিত। কারণ ইগো কখনো কাউকে সুন্দর ভাবে থাকতে দেয়না। জয়া চরিত্রের জন্য আমার এতটুকু দুঃখ হয়নি বরং রাগ লেগেছে। সে নিজেও ভালো থাকলো না এবং অন্যকেও ভালো থাকতে দিলো না। শুধু মাত্র ইগোর কারণে। পক্ষান্তরে নায়ক চরিত্রের জন্য খুব কষ্ট পেয়েছি। বেচারা মাহফুজ কতো কষ্ট পেলো। সে অন্যায় কিছু বলেনি। সমাজের ভয়ে সে অস্বীকৃতি জানালেও পরে সে তা সামলে নিজে ভুল স্বীকার করেছে। একটা মানুষ যখন ভুল স্বীকার করে ভুলটা শুধরাতে চায় তখন তাকে সে সুযোগ দেয়া উচিত। এখানে জেদ বা ইগোর কোন স্থান নেই। এটা বাড়াবাড়ি।যার পরিনাম ভয়াবহই হয়।এখানেও তাই হয়েছে।
যে কোন ঘটনার সংশ্লিষ্ট ব্যক্তির মতামত প্রকাশের অধিকার আছে। এখানে নায়ক তাই করেছে। ইগো ব্যক্তিদের নিয়ে কখনো সুখী হওয়া যায় না। এরা সব সময় নিজের কথা ভাবে অন্যের কথা নয়। ইগোর জন্য তারা জীবন দিতেও রাজি। যার ফল অন্যকেও ভোগ করতে হয়।
খুব ভাল হয়েছে নাটকটি
বাচ্চা টা খুব কিউট ❤️
চায়নিকা চৌধুরীর নির্দেশিত এবং অরুণ চৌধুরীর লেখা নাটকটি খুবই সুন্দর, ওনারা দুজনে খুবই প্রতিভাবান ও গুনি মানুষ ওনাদের নাটক সবসময় বাস্তব ধর্মেই হয়ে থাকে আর জয়া এবং মাহফুজের অভিনয় অনবদ্য।
From Kolkata
খুবই প্রিয় নাটকটি।
আরো দুইবার দেখেছি বছর কয়েক আগে।
চয়নিকা চৌধুরী আর অরুন চৌধুরী দুজনেই গুনি,
প্রিয়
Suchitra Sen er cinema Hispital er copy.
Two of my all-time favorites: Mahfuz Ahmed and Jaya Ahsan together in a drama. I couldn’t ask for anything better. And this is a very moving storyline. Classy acting performances from them both. And a bitter-sweet, but satisfactory ending.
I also liked the character roles of their professor doctor and the other doctor who oversaw Jaya’s childbirth. These are the truly humane and admirable individuals we need more of in society. I’m also happy that they didn’t show the usual easy and sad choice of abortion in this story. Thumbs up to this drama.
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
মাহফুজ তোমার কনো নতুন নাটক পাইনা।তাই পুরান নাটক গুলো বার বার দেখি।আশ মেটেনা।
Bachsa ti Baba pelo, Maa ki bidaay nilu ?? Buzlamna, etai apsos, baki sab valo, excellent.
Sheikh Shah Alam, Assam, India
গান টা অপূর্ব দুজনের জন্য।
ruclips.net/video/kAq1UADM-hw/видео.html
খুবই প্রিয় নাটকটি।
চয়নিকা চৌধুরী আর অরুন চৌধুরী দুজনেই গুনি,
প্রিয়
Wonderful drama and many thanks Joya go away a god blace you.
Khub sundor movie
Ms choyoniya you are a extra ordinary perfectionist director.Very much meticulously your drama directed.
Just amzing❣️
Wonderfull
joya hasan anek boro avinetri
Mahfus is the great actor. 👌👌👌
Darun, sobar obhinoy opurbo.... khub bhalo laglo ❤️
Joya your acting excellent I shall many drama look my 82 years age but I too glade your acting,thanks to you.
Really excellent natak
Puro natok ta chok samne holo abr kico din ar modde ses hoyye gelo kub sundor plus vlo lagcilo
Nice natock.
valo laglo
নিজের অজান্তে চোখের পানি চলে আসলো.........
মাহফুজ ভাই আপনাকে প্রণাম শ্রদ্ধা ভালবাসা।আপনার অভিনীত নাটকগুলো খুব ভাল লাগে।আমি আপনার অভিনীত নাটক ছাড়া অন্য কোন নাটক দেখি না।জয়া আহসান নিঃসন্দেহে ব্যক্তির পরিচয় দিয়েছেন।জয়া আপু প্রথম বার মাহফুজ ভাইকে সব কিছু জানালেন তখন ভাইয়া বিষয়টা মেনে নেননি।জয়া আপুর বাবার কাছ থেকে ধাক্কা খাবার পর মাহফুজ ভাই তখন বিষয়টা মেনে নিলেন।তখন জয়া আাপু মাহফুজ ভাইকে ফিরিয়ে দিয়ে ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন।আবার সবার কাছে জয়া আপু মাহফুজ ভাইয়ের পরিচয় গোপন করে সত্যিকার ভালবাসার পরিচয় দিয়েছেন।তবে সবশেষে একটা কথা বলব আমাদের বর্তমান সমাজ ব্যবস্তায় মেয়েদের এই ব্যক্তিত্বও মানাসই না।ভাল থাকুন জয়া আপু মাহফুজ ভাই এবং চয়নিকাদি অরুনদা।
Opurboo...
কোন নাটক এত সুন্দর হয়
জয়া আহসান দেখতে অনেক সুন্দর
পরিচালক ও নাট্যকার চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরী সমীপেষু... চয়নিকা চৌধুরী ও অরুন চৌধুরী আপনাদের র এত বিশেষত্ব এত quality যা rare.. কিন্তু আফশোষ এই আপনার ও আপনাদের উভয়ের এই গুণের ও বিশেষত্ব মর্ম বোঝার.. ও যথাযথ সন্মান দেবার মানুষ আপনার নিজের দেশে কম। আপনাদের মত গুণী জন এই ভারততে বিশেষ করে এই বাংলায় থাকতেন তবে সঠিক মূল্যায়ন নিশ্চিত পেতেন। এইটাই দুঃখের.. নাটক, অভিনয় ও শিল্প.. কলাশিল্প.. অভিনেতারাও শিল্পী যেমন দর্শক ও কিন্তু এক কথায় শিল্পী ই। ভাব গ্রাহী শিল্পী বিষয় বস্তুর মূল ভাব টা গ্রহণ করাও কিন্তু মনন শিল্প। তাই দর্শক ও শিল্পীই একাধারে। তাই দর্শক কি কেবল চোখের দৃষ্টি তে দেখবেন??.. তবে সে দেখা বৃথা হাসপাতাল নাটক টি ই শুধু নয় বহু নাটকে ই দেখি দর্শক বুঝতে পারলেন না বলে অভিযোগ করেন।। কলকাতা থেকে কবি, প্রবন্ধকার, গীতিকার.. তপতী মুখোপাধ্যায়। লেখিকার কিছু লেখা... শতবর্ষের আলোকে মোহিনী চৌধুরী এপার ওপার বাংলার বিল্পবী কবি, শেষের সেদিন.. বিভূতি-ভূষণ.. পথের পাঁচালির স্রষ্টা, ছাড়পত্র, কবিতা, যেদিন বৃষ্টি নামে ঝড় ওঠে , মন চল নিজ নিকেতনে, দেবে তো আমায়??, আমার যা কিছু সব তোমার, আমার আকাশ, তিরিশ দশকের কবি জীবনানন্দ তোমাকে, অবশেষে, The Life Boat, সুকান্তের প্রতি, তোমাকে গান শোনাব বলে, হয়তো কখনও, সুভাষ আজও ফেরেনি ঘরে, , ৪ ঠা জুলাই ও মার্গারেট নিবেদিতা, আমার পরাণ, ফিরে দেখা..: ২৫ শে বৈশাখ.. কথায় ও গানে... আরও অসংখ্য।...
madam sundor ekta chobi dekhlam darun visualisation o picturaisation tobe dipake banchale bhalo lagto sestay boro kosther thinks
from kolkata howrah
Excelent . The drama remembered Mrs, Sen . Many many thanks to Mahfuz & Jaya .
Amazing...
আসসালামু আলাইকুম।
বিয়ের আগে মুসলমান দের ভালবাসা করা হারাম।
বিয়ের পর প্রেম করা হালাল এবং অনেক বড় এবাদত।
বাম হাতে, খাওয়া দাঁড়িয়ে খাওয়া হারাম।
আমি ATN Bangla নাটকের নিয়মিত দশক।খুভই ভাল লাগে মাহফুজুর রহমান ও জাহিদ হাসান ভাইয়ের নাট্ট।
Amr life a atoh valo natok ami dakhini,,khub priyo ovhineta mahfuz
জয়া আহসান একজন অসাধারণ অভিনেত্রী
Nice
👌
কেন যে মাহফুজ কে এত ভাল লাগে
গান শুনে ভালো লাগলো
গানটা কে গেয়েছেন?
What an excellent drama directed choyonika Choudhury with extra-ordinary acting by mahfuz & joya........
Puro natok chok samne hoice Kishorganj bajitpur a
Heartthrob.
একটা রাত পবিত্র ভালোবাসাকে ঘৃণায় ভরিয়ে তোলে,,,,, শ্রদ্ধাবোধ কেয়ারিং আর রিয়েল আবেগ থাকেনা সুতরাং এমন কাজ হতে আমাদের অবশ্যই দূরে থাকা উচিত,,,,,,,,,, এই ভুল ক্ষমার অযোগ্য,,,,,,
আজ আবার দেখলাম নাটক টা ,সমাজে এরকম ঘটনা কত ঘটছে তা আমরা জানিনা তবে ,জয়া ,মাহফুজ যেভাবে অভিনয় করেছে সত্যিই অসাধারন ।
খুব সুন্দর। বিখ্যাত ছবির নাট্য রূপ অসাধারন। খুব ভাল অভিনয়।
Vishon valo laglo.
Very nice
নাটকের আগা মাথা বুঝলাম না।মাহফুজ তো ওকে বিয়ে করতেই চাইলো।আবার সব কিছু মেনে ও নিলো।তারপরও।বেশি বাড়াবাড়ি হয়ে গেলো না
SkM. Hossen. Mumbai❤❤❤
Nice
বাজিতপুর মেডিকেল কলেজ, বহুবার দেখেছি, ওখানে জ্যাম কথা টা যায় না
Bhagalpur ✌️✌️✌️✌️
এই সব নাটক দেখলে পুরনো স্মৃতি গুলো মনে পড়ে যায়।
Natok is too much good , but there is too much 2 sound polution . I think music should be stop .
Really it's nice to see both the actors. I never been watched any drama or movie by Joya. But today on the weekend I'm watching back-to-back 4 dramas, where she did her protagonist performance. It's really heart touching.
Nice Bangla Drama By Jaya Ahsan And Mahfuz Ahmed And Hasan Imam.Love From Bangladesh And Barisal. Keep On Watching Bangla Dramas And Movies And Video Songs And Movie Songs And Web Series And Web Flims And Short Flims And Advertisements!
Good
শিক্ষনীয়, এই নাটক থেকে। জয়ার শিক্ষক অত্যন্ত জ্ঞানী, পিতার ভূমিকা যা ছিল, তার চেয়ে কম নয়।
বাংলা নাটকের কোন তুলনা হয় না
Dhanyabad chayanika Madam erakom sundar ekti natok upahar debar jonnya.
মাহফুজ জয়া চয়নিকা ভালো করেছে
হাসপাতাল নাটকটি নীহারঞ্জন গুপ্তের উপন্যাস হাসপাতাল অবলম্বনে চিত্রিত হয়েছে
এরকম অভিনয় শুধু মাত্র জয়াকে দিয়েই সম্ভব ।
Asadharan bolar kono bhasa nei valo theko Durgapur West Bengal ami pratidiner. Darshok god bless you
A drama of sweet love, misunderstandings and painful separation has been well crafted by the brilliant director Madam Choyonika Chowdhury.
Possibly the drama has been inspired by the Bengali movie Hospital featuring Ashok Kumar and Suchitra Sen.
The drama deals in pre-marriage pregnancy of the heroine Jaya Ahsan and related problems concerning opposing views of it's continuance through social marriage.
Hero primarily wanted abortion but changed his views later.
Jaya could not digest the insult and cut off relationship with the hero Mahfuz Ahmed.
The hero, heroine,other actors and the senior doctors are superb.
Mahfuz is very soft, sweet and romantic. He is down-to -earth and submissive also.
Jaya is incomparable in this drama,be it romance, pain, disappointment or her responsibilities as a doctor or as a daughter.
The one word which can describe his acting style is the word " affectionate '. She remains affectionate to all, to her unborn child as well as to her differing husband. She values her self -respect and is uncompromising in this respect.
The boat-riding scene with a sweet melodious song has been picturised with immense beauty.
The beautiful drama should be a must -see for all.
সূচিত্রা সেন অভিনীত হস্পিটাল মুভির কাহিনীর অনুকরণে নাটকটি বানানো মনে হল।হস্পিটাল সিনেমায় এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গানের স্থলে এখানে একটা গান ব্যবহার করা হয়েছে।ভালোই লাগলো গানটা।
Valo
যথা সময়ে যারা দায়িত্ব নিতে ইতস্তত বোধ করে তাদের প্রতি কঠোর মনোভাব সমর্থনযোগ্য।
জয়া,মাহফুজ আমার পছন্দের দুই জন..শাড়ি পরতে এত পছন্দ করি, কিন্তু অসুস্থতার জন্য শাড়ি পড়া বন্ধ রেখেছি 😢মহিলা যুবলীগ রাজ পথে নেমে না.. একটা সময় রাজ পথে..বুজলে বুজ কথা, না বুজলে তেচ পাতা.বাচ্চা টা কি সুন্দর কুলে নিয়ে আদর করতে ইচ্ছে করছে!!
Ekta kotha bujhlam na dujona medical niye ache ekta chotto jinish seta ke niye solve korte parlo na.jai hok valo laglo natokta.
👌👌👌👌👌👌👌
নাটকটি নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু মাহফুজ তো সব মেনে নিতে চেয়েছিল, জয়া হতে দেয়নি। শেষে আবার জয়াই ছেলেকে মাহফুজের কাছে তুলে দিল।
আমার তো মনে হয় অনেক ডাক্তার ফ্যামিলির মধ্যে এরকম অবৈধ....…..!
নাটক টা দেখে আমার বুকটা আনেক জাম হয়ে গেচে
কবেকার শুটিং?
শুটিংটা আমাদের বাজিতপুরের ভাগলপুর হাসপাতালে হয়েছে☺️
🎉
জয়া আহসানে কি মারা গেলেন নাটকের শেষে বুঝতে পারলাম না।
Suchitra Sen er cinema "Hospital" er nokol 🙄
My campus
গান টা কে গাইলেন খুব ভাল লাগলো।
ইভা রহমান
Dipa biye na korar keno jed korccho .shibal to thik katha boleche.
বিয়ে করে নিতে পারতে।তাহলে এই সমস্যায় পরতে হতো না।ভালবাসার মানুষের সাথে এমন ঘটনা ঘটতেই পারে।
তুমি এমন করছো কেন।শৈবাল কে একটু বোঝ