এক নদী যমুনা | Ek Nodi Jamuna | James | Lyrics
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- 🎧এক নদী যমুনা | Ek Nodi Jamuna | James | Lyrics
🔔Turn on notifications to not miss any uploads and please subscribe
• এক নদী যমুনা | Ek Nodi...
Song: Ek Nodi Jamuna
Singer: James
Album: Piano
Album Type: Duet Mixed
#Ek_Nodi_Jamuna
#James
🎤 Lyrics:এক নদী যমুনা | Ek Nodi Jamuna | James |
আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো না
এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না॥
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা॥
টেনে নিয়ে বুকের কাছে,
ছুঁড়ে দেয় ধূলোর মাঝে॥
ভালবাসার নিয়ম মানিনা
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা॥
ডুবেছিল মায়াজালে হৃদয়
সেই ক্ষত এখনো কথা কয়॥
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা..
............................................
ডুবেছিল মায়াজালে হৃদয়...
সেই ক্ষত এখনো কথা কয়???
প্রতিদিন গানটা শুনি গুরু তবুও বিরক্ত লাগেনা,,,, তোমার গানের মধ্যে বাস্তবতার প্রচুর মিল আছে আই লাভ ইউ,,,
SOTTI VAI
যতোবার লাইক আসবে ততোবার এসে গানটি শুনে যাবো❤
Amio caii vaii tmi arekbar sono gaan ta,notun kore bacte sheko😅
আহা গুরু,তোমার তুলনা হয় না!💚💚
কে কে এই গানটা শুনতাছেন শুধু তারা লাইক দিবেন,,,
কাছের মানুষ গুলোকেই আমার ভিষণ ভয়!
হৃদয় ভাঙার কারিগর তারাই হয়।
এ তো গান নয়, যেন জিবনের কথা!
আহা! গুরু,,, তোমাকে থ্যাংকস... এই রকম গান তুমি ছাড়া গাওয়া সম্ভব না!!
দুঃখ লাগে,, মানুষ এই গুলি শুনেনা! না হলে এই গানের ভিউ হত,,, বিলিয়ন বিলিয়ন!!!
আত্মহত্যা যদি মহাপাপ না হতো,,,তবে রাত জাগা পাখি গুলো এমন কষ্ট পেতো না,,, এমন ছটফট করে মরতো না,,,
I's true 🤗
nice ❤️
কি একটা অবস্থা.... রাত জাগা পাখি তো পেচা
তারা কি মারা যায়
@@hafsabegum4275সব জায়গায় আবালের পরিচয় দেয়া ঠিক না। মানুষ হন আর অন্যের অনুভুতির মুল্য দেয়া শিখেন
💔💔
গানটা আমি প্রথম শুনেছি 2003 সালে আর এখন 2023।হয়তো আরো ৫0 বছর পর ও কেউ শুনবে গানটা।
এই গান শুনে যারা তারা এক প্রকার মানুষ.. এদের সংখ্যা খুব কম.. তাই এইসব গানের ভিউয়ার কম হয়।।😔
R8
Hmm
Ho vai
জেমসের গান,সুর,কন্ঠ এককথায় অসাধারন।
১৪/০৬/২০২৩ এ কমেন্ট করে গেলাম, হয়তো ৩০-৪০ বছর পর আমার ছেলে এসে শুনবে গানটা তখন হয়তো ভাববে বাবাও শুনতো গানটা,
খুব শুনতাম, এখনো শুনি, সারাজিবন শুনবো❤️❤️
আমার একটা খুব ফেভারিট গান। এমন গান আর কেউ গাইতে পারবে বলে মনে হয় না।
২০৫০ এ আমার ছেলে কোন এক সমুদ্রের পাড়ে বসে এ-ই গান শুনবে।
সত্যি ভালোবাসতে জানেনা 🙂 কথা গুলো বাস্তব ❤
মধ্যরাত কানে হেডফোন ফুল সাউন্ড হাতে সিগারেট সাথে গুরুর গান,আহা শান্তি।
পূর্নিমার রাত,হাতে একটা জলন্ত সিগারেট,
মনে পড়ে যায়,কথা দেওয়ার মানুষটাকে,,অথচ সে এখন কতই না সুখে আছে!আমাকে ছেড়ে
আজকেও চমৎকার পূর্ণিমা। হাওড়ের রাস্তায় অপূর্ব দৃশ্য
কত সুন্দর লিরিক্স💜
ডুবেছিল মায়াজালে হৃদয়,
সেই ক্ষত এখনো কথা কয়..! 😅💔🥀
গভীর রাতে কষ্টে থাকা মানুষ গুলো জানে জীবন কতোটা কষ্টের
অসাধারণ একজন শিল্পি আপনি আপনার গান শুনে আমার সেই পুরনো দিনের কথা মম পড়ে
খুব শুনতাম, এখনো শুনি, সারাজিবন শুনবো...
আমার অসম্ভব প্রিয় একটা গান💜
পৃথিবী ভালোবাসেনা, ভালোবাসতেও সে জানেনা!
ডুবেছিল মায়াজালে হৃদয়
সেই ক্ষত এখনো কথা কয়
আফসোস,,,, এই গানটা ১মিলিয়ন ও ভিউ নাই,,,,যেখানে হওয়ার কথা ১ বিলিয়ন,,
আসলে মানুষ শুনে কি,,,, গান হিসাবে,,,❤️❤️👍👍
Vai sobai trend niye besto🙂ei gan er ortho tara bujhe na bujhle thiki shunto🙃
Original version e view ase
তাহলে সবার পক্ষ হতে আপনি মিলিয়ন ভিউ করে দেন
সারাদিন শুনি
খুব ভালো বাসি গানটা
যদিও প্রেমে সফল
তাকে পেয়েছি
তারপর ও জানি না
কেন গানটা আমায় এতটা টানে
৯১ সাল থেকে গুরুর ভক্ত। এই স্থান কেউ নিতে পারেনি। কাউকে দিবোও না।।
ভালোবাসা সবার জন্য না..😔
ভালোবাসার মুল্য সবাই দিতে জানেনা😔
কমেন্ট টা রেখে গেলাম..
পরের প্রজন্মের জন্য.....
জারা একটা সময় এই কমেন্ট পড়ে হয়তো আমার কথাটা একবারের জন্য হলেও মনে করবে....🌹💔
পরীমনির কন্ঠে গানটি শুনে সেই লেগেছিল সেখান থেকেই শুনে আসছি
ভালো থাকুক আমার না হওয়া মানুষ টা 💔😊
আমার একটা চাকরির রেজাল্ট দিল।চাকরিটা হওয়ার মত ছিল।হলো না।গানটা ভীষণ মনে পড়লো।মনের মধ্যে ভীষণ কস্ট নিয়ে একাকী কেবল একাকী...........
গান শুনছি
ছোট বেলা থেকেই এই গানগুলোর প্রতি অন্যরকম একটা ভালোবাসা💝
শাহাদত তোর মুখে গানটা শুনেই গানটার প্রেমে পরি সেই থেকেই শুনেই যাইতাছি
কিছুই বলার ভাষা নাই,শুধু বলবো মানসিক অবসাদ বলতে জিনিসটা পৃথিবী থেকে উঠে যাক।
আমার খুব পছন্দের একটা গান।
আমি চুপচাপ শুনছি আর দু চোখ জুড়ে বর্ষা নেমে আসছে।যতবার শুনি চোখ ভিজে আসে কিন্তুু শান্তিমত কাঁদতে পারি না ধুর ভাল্লাগে না।এই দুঃখ এই বেদনা যমুনা বইছে বয়ে যাক,তবুই কাউকেই বলবো না☺
এ ব্যাথা আমারই থাক চাইনা কারো সান্তনা।
ho
🖤
@@didderhossain7813 ah suna khub kosto nh
হু
,
বহুদিন পর আবার শুনলাম 🎶💜
অসাধারণ
পৃথিবী ভালো বাসে না...
ভালো বাসতে ও সে জানে না।।
অাহা! গুরু 👌💚
পৃথিবী ভালোবাসতে না জানে না, জানে শুধু স্বার্থকে ভালোবাসতে,
এতো যত্ন নেয়ার পরেও,
শেষে ধুলো জমে গেল😢
Nice boss thanks guru
পরিমনির কাছ থেকে শুনে এখন শুনতে আসছি এই গানটি ❤
😅😅💔💔 রেখে গেলাম
Always favorite ❤
গুরু আপনি হয়তো কনো সময় মারা যাবেন কিন্তু আপনার গান কখনো মোরবেনা.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏জয় গুরু
বারো বছরের ভালোবাসাও তার কাছে মুল্যহীন হলো, আর কতোটা ভালোবাসলে বোঝাতে পারতাম তাকে খুব ভালোবাসি।
ছোটবেয়ায় এই গান গুলা শুনলে জীবনের গতিপথ বদলে হইতো পালটে যায়তো 🤣🤣🤣
Ai gan sunle kanna to asey😢😢😢😢😢😢😢jokhoni suni
কারো জন্য কান্না করে লাভ নেই 🙂 কারণ পৃথিবীতে কেউ কারো না 🙂💔
সব গুলো মনের কথা❤
এ ব্যথা আমারই থাক
চাই না কারও সান্ত্বনা।
আমি আর আমার এ দু চোখ জলে ভিজাব না।কান্নায় লাভ নেই,কান্নায় হবে না কোনোদিন পদ্না মেঘনা,,,,,দিনের আলোয় শুকিয়ে যাবে সে হবে নাতো এক নদী যমুনা
আমার ছেলে কোনো একদিন তোমার মতী এক মায়াবতীর কাছ থেকে কষ্ট পেয়ে এই গান টা শুনবে আর সিগারেটে সুখ খুজবে।
"আমি আর আমার দু-চোখ
কখনো জ্বলে ভেজাবো না।
এ ব্যাথা আমার-ই থাক
চাইনা কারো স্বান্তনা"
আহা গান। ❤
This Voice 🥀💔
দিও না, দিও না সান্ত্বনা
আমি আর চাই না কারো সান্ত্বনা 🙂
যদি কেউ কাউকে সত্যি কারে ভালোবাসে সেই জানে ভালোবাসার বেদনা,,,,,, আজ আমি সেই ভালোবাসার বেদনায় পুড়ছি
আমি আর আমার দুচোখ কখনো জলে ভেজাবোনাহ! ❤️💔🫠
আমার সবথেকে পছন্দের গান❣️❣️❣️❣️
কিছু অনুভুতি ভাষায় প্রকাশ সম্বব না
টেনে নিয়ে বুকের কাছে
ছুঁড়ে দেয় ধূলোর মাঝে
আহ গুরু,, ভাল বাসি বড্ড তোমায়, সেই তখন যখন স্মার্ট ফোন ছিলনা বাংলাদেশে,,, মনে পরে সেই কলম দিয়ে গানের কিছু কথা বার বার টেনে টেনে সুনতাম🙂
তখন গান কে বুঝতাম, আজ লাইফের কঠিন মুহূর্তে এসে বড্ড ক্লান্ত,,আজ গানের কথা সুদু কথা গুলো অনুভব করছি,,,সত্যি গুরু এ যেনো পুরুষের সব কষ্ট জমা করে একেক টা অশ্রু মিক্স গান,,
ঠিক বলছেন,
অসম্ভব ভালো লাগে
Je boje na tar jonno kede kono lab na💔 allah jeno tor ses dekhar jonno amk baciye rakhe😥😥
A man in love still couldn't understand what happened to him. Why his eyes always look out for someone, why his ears are always thirsty for that voice, why his heartbeat suddenly goes up, why he becomes so restless, why he starts ignoring everyone else, why it's always that one name on his lips, why he isn't the man he was before, why that one women became so important to him. A man in love still couldn't understand. ❤😌
কিছু কিছু গান যেন মন ছুয়ে যায়
এই ব্যথা আমার ই থাক চাইনা কারো মিথ্যা সান্ত্বনা।
কঠিন বাস্তবতা
No love.. is family problem.. 😅😅
2023 এ এসেও এই গানটি আজকে শুনতে হলো
স্মৃতির পাতায় রেখে যাবো সবটুকু ভালোবাসা।
2022 e gan ta abr o sunci....ei gan ta sunle sei 2020 er majhamajhi somoyer kotha mone pore jay....gaan ta tokhn sobsomoyer moto songi chilo..khub suntam..valo thakuk prio manus gulu..🌸
Guru go
এটাই বেটার সুন্দর গান👌🤣🤣🤣🤣হাসতে হাসতে মরো হাসতে থাকো☺☺☺☺
Akhon manus ganer mormmo bujena tai ai gan gulo sunena
ভালো থাকুক সেই মানুষ টা যে আমাকে ছেরে গেছে😓😓😞
Guru♥️♥️♥️♥️♥️♥️
U R great guru
আব্দুল্লাহ সুমন ঢাকা থেকে ২০২৪❤😢
এ ব্যাথা সুধু আমারি একা
Nice song
সরকারি চাকরি প্রেম এর চেয়ে অনেক দামি
মাই লাভ গুরু
অামার ফিলিংসের,ভালোবাসার কোন মূল্য ছিল না তার কাছে💔😥
Guru you really boss a batha amar e thak china karo santana.
০৩-১১-২২ এসে ও শুনে গেলাম,
হয়তো ২০৫০ সালে এসে ও আমার পরিচিত কেউ এসে দেখে গেলে ও অবাক হবার কিছুই থাকবে না!!
love u guru @Mahafuj Anam jems.
A fantastic content. Thanks M. Russell
valo lagar moto ekti gan.
গুরুর এই গান মনের কথা বলে
মলি ভালো থেকো সর্বদা
guru
কঠিন গান
Satti katha gulo vai
R KANNA KORI NA..☺️☺️
কেউ আমাকে তার সবটা দিয়ে ভালোবেসেছিল, তার ভালোবাসার মূল্য দিতে পারিনি এখন আমি কাউকে মন থেকে চাইলেও সে আমার সাথে অভিনয় করে।
Mind blowing