৯ম শ্রেণীতে পড়তাম। বিটিভিতে এই ম্যাচটা দেখেছিলাম তখন। কত সুন্দর ছিলো সেই সময়গুলো। রফিক স্যার যখনই ব্যাট করতে আসতেন, আমরা হেরে যাওয়া ম্যাচেও যেন প্রাণ ফিরে পেতাম তার মারা ছক্কা চারের জন্য। টেস্টে একবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ফলো অনে পড়লো, ২য় ইনিংসে ৮ম উইকেট পড়ে যাওয়ার পরে রফিক স্যার এলেন। আমি তখন মন খারাপ করে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতে গেছি, কারণ জানি জামা পরতে পরতে দল হেরে যাবে। এখনও মনে আছে ফিরে এসে দেখি রফিক স্যার শেন ওয়ার্নকে এক ওভারে তিনটা ছয় মারলেন, নিজে ৫০ করলেন। বাংলাদেশ হেরে গেল ঠিকই কিন্তু আমি খুশি মনে স্কুলে গেলাম সেদিন। এটা আমার ৭ম শ্রেণীতে পড়ার সময়কার কথা।
হারিয়ে ফেললাম জীবনের সেরা দিনগুলো,সেই অনূভুতিগুলো কখনো ফিরে পাবোনা,মনে হলেই চোখের কোনায় পানি জমে। বাংলাদেশ ক্রিকেট দল লম্বা সময় ধরে নিঃস্বার্থ সাপোর্ট ও ভালোবাসা পেয়ে আসছে,কিন্তু আফসোস,১১ জনের একটা ভালো স্কোয়াড এখনো তৈরি হয়না,এখনো আফতাবের মতো সাহসী কোন প্লেয়ার আমার চোখে পড়েনি।যে পরিমাণ সুযোগ সুবিধা বেড়েছে ক্রিকেটে,তাতে মানসম্মত ঘরোয়া ক্রিকেট এবং বিসিবি ঠিকঠাক পরিচালিত হলে এতদিনে বিশ্বকাপ জেতা উচিত ছিলো বাংলাদেশের।
তখন আমি ক্লাস সিক্স এ পড়তাম।আর তখন রেডিওতে খেলা শুনতাম আর সাথে পড়াশোনা ও করতাম। ঐ দিনগুলো আবার যদি ফিরে পেতাম তাহলে জীবনের ভুলগুলো আর মনে হয় করতাম না।কিন্তু দিনগুলো এখন কেবলই স্মৃতি।
তখন ক্লাস সেভেনে পড়ি, বাংলাদেশের ক্রিকেটের উত্থান মুলত ২০০৪ সাল থেকেই , আর তখন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রায় প্রতিটা খেলা দেখি । যদিও এখন কর্মব্যস্ততায় একটো কম দেখা হয় কিন্তু যতো ব্যস্ততাই থাকোক স্কোর দেখতে ভুলি না । We love Bangladesh cricket team❤️❤️❤️
আফতাব আশ্রাফুল মোহাম্মদ রফিক শাহরিয়ার নাফিজ মাশরাফি আবদুল রাজ্জাক সৈয়দ রাসেল মান্জুল রানা আর মিস্টার ফিফটি বাসার তখনও কি না ছিল আমাদের এই দল নিয়েই আমরা অষ্ট্রেলিয়া ভারত পাকিস্তান সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারাতাম বরং আমি মনে করি এখন থেকে আগের দলটার স্প্রিরিট ভালো ছিল 🇧🇩❤️🇧🇩
বয়স তখন ১০ কিংবা ১১ বছর। বাংলাদেশের পুরোটা ব্যাটিং দেখেছি। শেষের অভাব গুলোতে মাশরাফি যখন একের পর বাউন্ডারি মারছিল তখন আমরাও লাফালাফি এবং হাততালি দিচ্ছিলাম।
বাংলাদেশের আজ এই অবস্থানের জন্য কেনিয়া, বার্মুডা আর জিম্বাবুয়েকে অসংখ্য ধন্যবাদ।
২০২৪ সালের শেষ প্রান্তে এসে খেলার হাইলাইটস দেখলাম,কমেন্ট রেখে গেলাম, যতবার লাইক আসবে তত বার আবারো দেখা হবে এই ভিডিও এর দৃশ্য
৯ম শ্রেণীতে পড়তাম। বিটিভিতে এই ম্যাচটা দেখেছিলাম তখন। কত সুন্দর ছিলো সেই সময়গুলো। রফিক স্যার যখনই ব্যাট করতে আসতেন, আমরা হেরে যাওয়া ম্যাচেও যেন প্রাণ ফিরে পেতাম তার মারা ছক্কা চারের জন্য। টেস্টে একবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ফলো অনে পড়লো, ২য় ইনিংসে ৮ম উইকেট পড়ে যাওয়ার পরে রফিক স্যার এলেন। আমি তখন মন খারাপ করে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতে গেছি, কারণ জানি জামা পরতে পরতে দল হেরে যাবে। এখনও মনে আছে ফিরে এসে দেখি রফিক স্যার শেন ওয়ার্নকে এক ওভারে তিনটা ছয় মারলেন, নিজে ৫০ করলেন। বাংলাদেশ হেরে গেল ঠিকই কিন্তু আমি খুশি মনে স্কুলে গেলাম সেদিন। এটা আমার ৭ম শ্রেণীতে পড়ার সময়কার কথা।
আহা কত স্মৃতি😢
@nasirhossain1690 ভীষণ সুন্দর সেই স্মৃতি।
হারিয়ে ফেললাম জীবনের সেরা দিনগুলো,সেই অনূভুতিগুলো কখনো ফিরে পাবোনা,মনে হলেই চোখের কোনায় পানি জমে।
বাংলাদেশ ক্রিকেট দল লম্বা সময় ধরে নিঃস্বার্থ সাপোর্ট ও ভালোবাসা পেয়ে আসছে,কিন্তু আফসোস,১১ জনের একটা ভালো স্কোয়াড এখনো তৈরি হয়না,এখনো আফতাবের মতো সাহসী কোন প্লেয়ার আমার চোখে পড়েনি।যে পরিমাণ সুযোগ সুবিধা বেড়েছে ক্রিকেটে,তাতে মানসম্মত ঘরোয়া ক্রিকেট এবং বিসিবি ঠিকঠাক পরিচালিত হলে এতদিনে বিশ্বকাপ জেতা উচিত ছিলো বাংলাদেশের।
😢😢😢❤
কে শুনে কার কথা,সব জায়গায় রাজনীতি দেশের এ নোংরা ব্যবস্থা ধ্বংস করছে এসব
😢😢
Nafees, Aftab, Ashraful, Kapali, Bashar, Mashud, plus Rafique and Mashrafe - this was actually a very good batting line-up, team for that time.
আমি ও আমার আব্বু একসাথে stadium এ গিয়ে দেখেছিলাম । সাল ২০০৬ ।
আমাদের বগুড়া শহীদ চান্দু stadium
৫ম শ্রেণিতে পড়তাম তখন ❤
আহারে কি সুন্দর দিনগুলো ছিল তখন💓
আহ সেই দিন গুলো, এতো রঙিন তখনো সবকিছু ছিলো না,কিন্তু সময় গুলো স্বর্ণালি ছিলো
Full match dekhtesilam.. BTV te...class 5 a portam
বাবার সাথে প্রথম ফতুল্লা স্টোডিয়ামে যেয়ে খেলাটা দেখেছিলাম। আজ বাবা নেই।😢
Khelata bogrAA
So sad
Chapa marar time koi pan atw khela boguray😂
😢😢😢 khela bogra stadium
তখন আমি ক্লাস সিক্স এ পড়তাম।আর তখন রেডিওতে খেলা শুনতাম আর সাথে পড়াশোনা ও করতাম। ঐ দিনগুলো আবার যদি ফিরে পেতাম তাহলে জীবনের ভুলগুলো আর মনে হয় করতাম না।কিন্তু দিনগুলো এখন কেবলই স্মৃতি।
😮
তখন ক্লাস সেভেনে পড়ি, বাংলাদেশের ক্রিকেটের উত্থান মুলত ২০০৪ সাল থেকেই , আর তখন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রায় প্রতিটা খেলা দেখি । যদিও এখন কর্মব্যস্ততায় একটো কম দেখা হয় কিন্তু যতো ব্যস্ততাই থাকোক স্কোর দেখতে ভুলি না । We love Bangladesh cricket team❤️❤️❤️
২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জেতা ম্যাচের কোন ভিডিও আছে কি?
তখন ক্লাস এইটে পড়তাম।রিডিও তে পুরো খেলার ধারাভাষ্য শুনছিলাম। কি সময় ছিল আহারে😢
আফতাব আশ্রাফুল মোহাম্মদ রফিক শাহরিয়ার নাফিজ মাশরাফি আবদুল রাজ্জাক সৈয়দ রাসেল মান্জুল রানা আর মিস্টার ফিফটি বাসার তখনও কি না ছিল আমাদের এই দল নিয়েই আমরা অষ্ট্রেলিয়া ভারত পাকিস্তান সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারাতাম বরং আমি মনে করি এখন থেকে আগের দলটার স্প্রিরিট ভালো ছিল 🇧🇩❤️🇧🇩
বয়স তখন ১০ কিংবা ১১ বছর। বাংলাদেশের পুরোটা ব্যাটিং দেখেছি। শেষের অভাব গুলোতে মাশরাফি যখন একের পর বাউন্ডারি মারছিল তখন আমরাও লাফালাফি এবং হাততালি দিচ্ছিলাম।
৯ মশ্রেনীতে পড়তাম তখন বাংলাদেশর খেলা দেখলে মনে হত কি এক ভাল লাগত। মনে হত কি জয় করতেছি ম্যাচ জিতলে বুজতাম বিশ্ব জয় করেছি।
আহ্ হায়রে সোনালী অতীত, সাদাকালো টিভিতে এই খেলাটা দেখেছিলাম, তখন বাংলাদেশ জিতলে কত আনন্দ করতাম।
ইন্টার দ্বিতীয় বর্ষে ছিলাম তখন! জীবনের সবচাইতে দুর্দান্ত সময়! বয়সটা ছিল দুরন্তপনার! নিজেও ভাল ক্রিকেট খেলতাম! বলের গতি ছিল চমৎকার! 😢😢
বগুড়ার চান্দু স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। মাঠে বসে খেলা দেখেছিলাম ঢাকা থেকে গিয়ে।
আমার জীবনের স্বর্ণালি সময় ছিল।
আমি সময় গুলো নষ্ট করে ফেলেছি।
কাজে লাগাতে পারি নাই।
আফতাব আহমেদ এর মত পাওয়ার হিটার আর একটা ও বের হলনা এখন পর্যন্ত।
বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার অলক কাপালি’,,,
Shera all rounder shakib Al Hasan
রেডিও তে ধারাভাষ্য শুনেছিলাম পুরো ম্যাচ এর 🙂🙂
খুবই মিস করি শৈশবের স্মৃতি গুলো 😢😢😢
Triple A
Ashraful
Alok
Aftab
They are the most telented player in Bangladesh history
ইন্টার মিডিয়েট এর স্টুডেন্ট ছিলাম
memorable day
AFTAB AHMED is one of te best hard hitar batsman our Bangladesh criket team
আমি তখন ক্লাস 4 পরতাম, আহারে শৈশব
তখনকার সময় ম্যাচ হারবে জেনেও বসে থাকতাম রফিক ভাইএর ব্যাটিং দেখার জন্য কারণ তখন বাংলাদেশে ২ জন ব্যাটসম্যান ছিল ৬ মারার জন্য একজন আবতাব ও রফিক ভাই
আমি ৬ তে পড়ি তখন, সম্পুর্ণ খেলা দেখছিলাম, কাকার সাথে বসে,, খুব ভালো লাগছে তখন খেলা দেখতে
আমিও সিক্সে পরতাম
তখন আমি ক্লাস 9 পরতাম ২০০৬ সালে বিটিভি তে আগে ওয়ানডে ম্যাচ গুলো সকালে শুরু হতো ৯ টায়
আমি ক্লাস ৫।
Shahriar nafis...vai❤
তখন প্রাইমারিতে পড়ি,সাদা কালো টিভিতে খেলা গুলা দেখতাম।
আমি তখন সেবেনে পড়তাম শুক্রবার হইছিল খেলাটা, জুম্মার নামাজ পড়ে দেখেছিলাম
সোনালী অতীত 😢
ক্লাস টেন (১০) ছিলাম 😔🇧🇩🇧🇩!!
First ever 300!!!
সেরাছিল দিনগুলো সোনালী মূহুর্ত।
ক্লাস সেভেনে ছিলাম তখন, বিটিভিতে লাইভ দেখেছিলাম।
আমি ক্লাস টেন এ পড়তাম
That Star Sports loading screen of players better than any loading screen currently available.
তখন ৫ম শ্রেণিতে পড়তাম, কখন স্কুল ছুটি হবে খেলা দেখার জন্য ছুটাছুটি করতাম
ঐ সময় ৫ম ৬ষ্ট স্কুলের ছেলেরা খেলা দেখত আর এখনকার ছেলেরা জানেই না কবে খেলা হয়.একটা সময় আর খেলা পাগল মানুষ পাওয়া যাব না বেশী.মাঠ থাকবে খালি
তখন আমি 6 তে পরতাম শুক্রবারে ম্যাচটা হয়েছিল
Ami7
আমিও
আমিও ২০০৬ সালে ক্লাস ৬ এ পড়তাম
Class 5
আমি 5 বে পরতাম
স্টেডিয়ামে বসে সরাসরি দেখেছিলাম
মাশরাফি অনেক ভালো বাসি। আওয়ামীলীগ এর সাথে যুক্ত হয়ে ওনার প্রতি ভালোবাসা কমে গেল।
বাংলাদেশের কতো গুলা স্টেডিয়াম অযত্নে পড়ে আছে, ওই গুলা ঠিক করলে বাংলাদেশ দলের আরও অনেক অবিজ্ঞতা হবে।।
আমার প্রথম ফতুল্লা স্টোডিয়ামে ম্যাচ দেখা আমি তখন 6 পড়ি
এই ম্যাচ বগুড়ায় হয়েছিল।। 9:50 min
সময় কত দ্রুত চলে যায়,এই খেলা দেখার সময় কারেন্ট চলে যায় পরে খোদা বক্স মৃধার ধারাভাষ্য শুনি রেডিও তে
Miss you aftab vai.
খুব মিস করি ছোট বেলায় খেলা
Aftab was the biggest hitter of all time
এই ম্যচগুলো বারবার দেখতে মন চায়
আহা পুরোনো খেলা
খেলা টা আমি চ্যানেল আইয়ে দেখেছিলাম তখন ক্লাস ৬ এ পড়তাম।
তখন আমি SSC পরীক্ষা দিয়েছিলাম
তখন আমি ক্লাস ২ তে পড়ি😊
আমিও
আমিও
Bogra Shahid Chandu Stadium 🏟️ ❤
Eta ki sahid Chandu stadium
Ami tokhon 7 portam Khuda box mridhar dhara biboroni suntam
A match bogura Shahid Chandu stadium a hoi.
Sahriar my boss
Class 8 e portam. Koto agroho nia dekhtam prottekta khela
Anniversary day ♥️♥️♥️
ভালোবাসা
আমার ১ ম পছন্দ আশরাফুল ও আফতাব আহমেদ,,,
মনে পড়ে, রেডিওতে ধারাবিবরণী শুনেছি।
class 7 e portam button mobile e taka die sms die update msg nitam score er
আমিও ভাই
এখনকার বাংলাদেশ টিম ৩০ রান করতে করতে ৪ উইকেট হারিয়ে ফেলে।
আমি পড়তাম ক্লাস ৮ এ
Ssc exam er somoy ei khela dekhchi
আফতাব আহমেদ বাংলাদেশের প্রথম বিগ হিটার ব্যাটসম্যান।
is anyone noticed that mash played 44 runs from only 16 balls
আফতাব আহমেদ একটা দারুণ ব্যাটসম্যান ছিলো...
তখন আমি ক্লাস, 2 তে পড়ি।
Which stadium was it?🫤
Shaheed Chandu Stadium
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম 😢😢
শাহাদাত ১২ নাম্বার প্লেয়ার তারপর বল করছে আগের খেলার নিয়ম কি ছিল
Class six pori tokon ai khela dekci
2006 তখন আমি ক্লাস এইটে।
আফতাব আহমেদ সেরা হিটার
ক্লাস ৪র্থ পড়তাম তখন
missing day
ক্লাস সিক্সে পড়তাম
বাংলাদেশকে অস্ট্রেলিয়া মনে হচ্ছে
আমি ওই সময় ক্লাস ৮ পড়ি
আমি তখন ৯ম শ্রেণির শিক্ষার্থী
❤❤❤
সোনালি অতীত
এই ম্যাচে আমি স্টেডিয়ামে ছিলাম। তখন আমার বিয়স ছিল ১০
Ami 11 portam
Bangla er chaminda vaas Sayud Rasel❤
Ami tokon Class five portam
Vai apni tahole amar theke 1 bosor senior. Assalamualaikum.
তখন অামি ক্লাস ৫ এ পড়তাম
আমি তখন বিমানে ছিলাম
আমি তখন ক্লাস টেনে পড়ি
tokhon amr 4 bosor matro 😅
তখন আমি ক্লাস ৭ এ পরতাম
গদা খালেদ মাহমুদ সুজন কিন্তু কমেন্টারিতে
Ami tokon class 7 podtam
Me Too
eijonnoi toh lekha porer ei obostha 😂 thik moto likhteo pare nh
Ami class 7 a portam
তখন বালছিড়া ক্লাবে গিয়ে ষ্যাটা ভাংগা টেলিভিশনে দেখতাম