Dhukkur Pukkur | Full Song | SURONGO | Afran Nisho | Tama | Emon Chowdhury | Abanti Sithi
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- আমার ক্যামন ক্যামন লাগে!
এমন হয় নাই তো আগে…
ভালোবাসার মানুষ দেখলেই বুকটা কেমন যেন ধুকুর পুকুর করে তাই না? চলে এল প্রেমের দুষ্টু-মিষ্টি গান ‘ধুকুর পুকুর’
গান: ধুকুর পুকুর
কণ্ঠ: ইমন চৌধুরী, অবন্তী সিঁথি
কথা: রাসেল মাহমুদ
সুর ও সংগীতায়োজন: ইমন চৌধুরী
Song: Dhukur Pukur
Singer: Emon Chowdhury, Abanti Sithi
Lyricist: Rasel Mahmud
Music Arrangement & Composer: Emon Chowdhury
"আমার ক্যামন ক্যামন লাগে!
এমন হয় নাই তো আগে
ক্যান যে তারে বারে বারে
দ্যাখার খায়েশ জাগে..
সকাল-দুপুর-রাত্রি-ভোরে
শুধু থাকি তারই ঘোরে
থাকুক জুড়ে এই অন্তরে সারাটা জীবন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন...
তার নদীর মতো গভীর চোখে
ডুবি-উঠি-ভাসি
তার হাসির সুবাস গায়ে মেখে
চুলের মেঘে ভাসি..
(যেন) টাপুরটুপুর বৃষ্টি হইয়া আমার গায়ে পড়ে
সে যে আমার ভাঙ্গা ঘরে সাত রাজারই ধন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন...
তার মায়া-মাখা আদর
সাথে ছায়ার মতো থাকে
তার ভালোবাসার চাদর
জড়াইয়া ধইরা রাখে
যেন নূপুর হইয়া বাজে
আর নাচে মনের ঘরে
সে যে আমার ঘোর আন্ধারে চান্দেরই মতন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন..."
চরকি-তে দেখুন রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ'-এর এক্সটেনডেড ভার্সন Presented by Shine!
স্ট্রিম করুন: chorki.com/videos/surongo-bangla-movie
#Chorki #Surongo #FilmFunFoorti #AfranNisho #RaihanRafi #TamaMirza #Alphai
আমি পশ্চিমবঙ্গ (ভারত) থেকে বলছি আমার দেখা আফরান নিশো অভিনীত সেরা সিনেমা এতদিন আমি মোশাররফ করিম, চঞ্চল চৌধুরি মহাশয় কেই বাংলাদেশ এর চলচ্চিত্র জগৎ মনে করতাম , আমার ভুল ভাঙ্গানোর জন্য অনেক ধন্যবাদ পরিচালক রায়হান রফি মহাশয় কে।
সিনেমাহলে গানটা যে কি লেভেলের মজা লাগছে বলার মতো না। অসাধারণ 😊
আসলেই
Ha
আসলেই
Ha
@@ApelSarkarearlier early Ali bme seiko wow eak /(😂
অবন্তী সিঁথির কন্ঠটা এতো আলাদা কেনো 😍😍 কি ম্যাজিকাল একটা কন্ঠ ❤❤ যেমন ক্লাসি তেমন western একটা ফিল আছে 😍😍একের পর এক মাস্টারপিচ দিয়ে যাচ্ছে ❤❤ এতো মায়াবী মিষ্টি কণ্ঠ,, শুধু মুগ্ধতা আর মুগ্ধতা 💚
auto tune exists in this world brother.....
@@galibasadullah7691 Abanti sithi er live gaan sune thakle ai reply diten na... Abanti sithir live singing suneci onekbar bar... Se naturally Amon e gaay,,,, Autotune exist Korleo Abanti sithi, Shreya Ghoshal eder moto singer der Autotune diye voice fixed Kora lage na,,, Tara talim nawya gaika,,,, Tara Jane kivabe tader voice unique and beautiful vabe present korte hoy,,,,,
Abanti Sithi best singer 🔥♥️
@@anikmajumder821 bro ei gula te autotune adjust kore,hea eita thik j abantir voice sundor,but ei gan gula k autotune e edit kore
মাস্টারপিচ না বোঝা আমি...
গানগুলো মিউজিক প্লাটফর্মে রিলিজ আরো আগেই দেয়া উচিত ছিল। এতদিন অপেক্ষায় ছিলাম ❤
এত সুন্দর গান এতদিন রিলিজ না দেয়ার কারন কি
৫০ বছর পরেও কে কে শুনতে চান হাত তুলুন।
এতো ভালো গান এখন রিলিজ দিয়েছে।ইমন চৌধুরী আর অবন্তী সেই ছিলো চালিয়ে যান🤗🤗🤗 কালারিং সুর, মিউজিক এক কথায় অসাধারণ এ যেনো রং তুলি দিয়ে ক্যানভাসে আকা কোনো এক ছবি।
দিন দিন রায়হান রাফি ভাইয়ের ভক্ত হয়ে যাচ্ছি। তার মেকিং আসলেই চমৎকার। গল্প,গান, অভিনয় ও ডায়লগ কোনটাতেই কমতি নেই।
অপেক্ষায় আছিলাম হলে মুভিটা দেখার দিন থেকে অবশেষে পাইলাম ❤
অবন্তী সিঁথি আপু অসাধারণ গাইলেন❤❤
মুবিটার নাম কি ভাই.??
আমার ক্যামন ক্যামন লাগে,
এমন হয় নাই তো আগে
ক্যান যে সুরঙ্গ মুভিটাকে বারবার দেখার খায়েস জাগে🥰
অবন্তী সিঁতির কণ্ঠ যেমনটা মিষ্টি তেমনটা মায়াবী।
মন ভালো করার মত
এবং সময়ের সেরা গান🥰
অবন্তী সিঁথি আমাদের পরবর্তী সুপারস্টার গায়িকা হতে যাচ্ছে। আশাকরি সব প্যাটার্নের গান ও করবে। আমরা মুগ্ধ হবো ওর গান শুনে। খুব ভালো লাগলো ❤। ইমন চৌধুরীর সঙ্গীতে অন্য রকম একটা মায়া কাজ করে 😘🥰
এওো সুন্দর খুবই মিস্টি একটা গান এতোদিনে পেলাম 💓💓💓
অভিনয় নিয়ে গড়বে দেশ
আফরান নিশো ভাইয়ের বাংলাদেশ
লাভ ইউ গুরু বস নিশো❤️🔥
চরকির আলাদা মিউজিক চ্যানেল দরকার,, অসাধারণ একটা গান।বস অসাধারণ তুমি অসাধারণ অভিনয়। আর কণ্ঠশিল্পী গুলো ওয়াও গেয়েছেন। 💙🌼🔥
Hall e dekhe ashar por ai gan ta onk khujechi... Onk opekkhar por ajk peye onk khushi hoye gelam🥰🥰
Cinemar moddhe aro onk onk beshi vlo lgaase..🎉🎉
Ekhanewo shundor❤
প্রথম আমি শুনলাম
গানটা আগেই রিলিজ দেয়ার দরকার ছিলো বাট অসাধারণ গেয়েছে দুইজন সিনেপ্লেক্সে শুনেছিলাম আর এখন রিলিজ হওয়ার পর শুনলাম💝
আহারে মহাশয়
Amr ja ki vlo lagsa a gan ta movie daka asar por thaka wait korclm koba a gan ta RUclips a pabo
Tnx to corki
হলে গানটা শুনে পাগল হয়ে গেছিলাম। এতোদিনে পেলাম ❤️❤️❤️❤️❤️Nisho just fantastic 🔥
❤
আমিও ♥️♥️♥️
প্রেম শুরু ধুকুর পুকুর নিশো্ boss❤
ঈদের পরে সিনেপ্লেক্সে থেকে বের হওতার পর কত যে খুজছি গান টা।
স্লো মোশনে সেই লাগছিলো গান ❤
Jak ses mesh song ta asche onek wait korchilam je kobe asbe ak porjay to vhebei niyechilam hoy to song ta pabo na sob mileye thank you ❤chorki ♥️
ছবি প্রথম এমন ভালোবাসা দেখেয় কোথায় যেনো এক অজানা পথে হারিয়ে গিয়েছিলাম🌺 এতো সুন্দর গান আবার অসাধারণ কণ্ঠে বাহ শুনতে ভালোই লাগছে😍🥰
কি অসাধারণ, মন ভাল করে দেওয়া গান। ধন্যবাদ টিম সুড়ঙ্গ। ❤️❤️
ইমন ভাই সবসময় সেরা আর শিশ প্রিয়ার কথা বলবো অবন্তী ❤️❤️❤️
ইমন চৌধুরী ও সিঁথীর জুটি দারুণ। ❤
অসাধারণ হইছে গান টা। ❤
অনেকদিন পরে খুবই অসাধারণ একটি মুভি দেখলাম,, ধন্যবাদটা কাকে দিব আফরান নিশো,, রায়হান রাফি,,না তমা মির্জা,,, সবশেষে একটা কথাই বলবো মাসুদ আর ময়না মনে গেঁথে গেছে,,, ভালোবাসা অবিরাম,,,,,, সুরঙ্গ,,,,
অবন্তী সিঁথি আপু ❤ কি সুন্দর মিষ্টি মায়াবী কন্ঠ❤
এই গান এবং এর দৃশ্যায়ন দেখবার জন্য হলেও হলে গিয়ে এই সিনেমাটা দেখা জরুরি ছিল এবং এটা ভেবে ভালো লাগছে যে আমি সেটা করেছি। গানটি যতবারই প্লে করছি, সেই হল এক্সপেরিয়েন্স ফিরে ফিরে অনুভব করছি। এটাকেই বোধহয় ম্যাজিক অব সিনেমা বলা হয়। ধন্যবাদ পরিচালক রায়হান রাফিকে খুবই সরল একটি গল্প দিয়েও মনে রাখার মত একটি সিনেমা উপহার দেয়ার জন্য।
গানটি কয়েকবার না শুনলে কারোই মন ভরবে না।
Ei gantar jonno opekay cilm.....
Thanks ❤
আফরান নিশো মানেই আগুন 🔥🔥🔥যে কোনো চরিত্রে অভিনয় করতে পারে,,, নিশো মানেই বস
এতোদিন পরে এই গান অনলাইনে আহা। হলে মুভি দেখার টাইমে এইটা যে ভাইব দিছে একদম 💯💯
Love From West Bengal ( India ) 🇮🇳🇧🇩
সেই কবে থেকে অপেক্ষা করছি গান টার জন্য ফাইনালি ইয়ে🥺
নিশো বস যেমন প্রিয় আমার গানটাও আজকে থেকে প্রিয় হয়ে গেলো❤❤
অপেক্ষায় ছিলাম গানটার জন্য!
অবন্তী voice পুরাই আগুন👉🔥🔥
ভাই অবন্তী সিঁথি একটা ম্যাজিক 💜💜💜কঠিন মিষ্টি কন্ঠ আহ কি কন্ঠ । কন্ঠের প্রেমে পড়ে গেছি😌🥀🖤
সেই যে প্রথম সিনেপ্লেক্সে শুনেছিলাম
আর এখন শুনলাম 💗
দারুন💗🫶
Ami Star Cineplex e ekbar,
Chorki te ekbar,
RUclips e ekbar❤❤
Lyrics , voice , actor ,actress
Everything perfect 👍 ❤
Abanti apu just wow 😮
বাংলাদেশের পরবর্তী সুপারস্টার আফরান নিশো ❤
মুভি টা হলে দেখার পর থেকেই মাথায় এই একটা লাইন এমন ভাবে সেট হয়ে গেল,বাসায় আসার পর এই মাস ধরে কত্ত জায়গায় কত্ত করে খুজলাম। অবশেষে ইহারে পাইলাম ❤ ধুক্কুর পুক্কুর,ধুক্কুর পুক্কুর,ধুক্কুর করে মন!!!
just wow..abanti sithi is a pure gem for Bangla music industry
উফ মন ছুঁয়ে গেল গানটি
xoss ektq feel ache gaan tay❤❤
Movieta dekhe aslam just wow.....😊 Shese bouke puriye dey 😊
গানটা যে কি পরিমাণ খুঁজসি🥹🥹
ফাইনালি💃💃
Ei movie ta shei❤❤❤❤ shob songs gulo best!!! AFRAN NISHO NAILED IT😭❤️❤️❤️
আমিও ১৫ মিনিটে গান শুনলাম।
সেই লে়ভেলের গান ❤❤❤
এই বছরের সেরা রোমান্টিক গান ❤ যারা মুভিটি দেখেছে তারা প্রথম ২০ মিনিট এই গানের দুই লাইন শুনেই মাতাল ছিল ❤❤
এ বছরের সেরা গানগুলোর একটা। এত আবেগ,একদম মনে হয় প্রেমে পরার ফিল পাওয়া যায়।
ইমন ভাই সেরা। সুর ইমন ভাইয়ের হলে গানগুলা আলাদাই হয়।❤️
আমার লাইফে সিনেমা হলে দেখা বেস্ট মুভি,যেমন হেসেছি,তেমনি কেদেছি,দারুণ একটা মুভি সাথে দারুণ দৃশ্য,অসম্ভব সুন্দর ছিল সব মিলিয়ে💗🥀
১০ বছর পর শুধু আফরান নিশো মুভি দেখার জন্য হলে গেলাম ❤
এই গানটা সেই প্রথম প্রেমের কথা মনে করাইয়া দিবে সবাইকে,গানটা যে কতবার শুনেফেলেছি আর শুনছি এখনো, কি যেন একটা মায়া আছে আর যে এক্সপ্রেশনে খাওয়া হইছে অহ মাই গড 🫰 সেরা সেরা সেরা 🎉 মাস্টারপিস এক কথায়। ধন্যবাদ ❤
Song tar parem pore gechi ga 😻
গানটা অনেক সুন্দর। এত নরমাল একটা গান এত এতো ভাল্লাগবে কে জানতো।প্রথম শুনেই ফ্যান হয়ে গেছি।
গানটার সাথে লোকেশন টা দারুন ❤❤❤❤
গান টার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে 😊❤
abanti sithi...
Her voice is world class 👌👌❤️
ei gan ta j koto khujchi 1st day movie ta dkhar por thekay ami ei dhukkur pukku r fan hoisi ❤❤
আমি ও শুনলাম প্রথম
Outstanding move and song gulao osthur❤
ভীষণ মায়াবী আর যত্নে গাওয়া হয়েছে এই গানের প্রতিটি শব্দ.. এই গানটি আমি আমার স্ত্রীকে উৎসর্গ করলাম তার প্রতি আমার ভালোবাসার নিদর্শন হিসেবে।
Etar jonne wait kortesilam 😊❤
Abanti sithi manei masterpiece 😍😍😍😍😍😍
আহা🥰🥰 শুনে প্রান জুড়ালো প্রিয় নিশো🥰🥰
এই গানটা কতো খুজছি🫡, অবশেষে অপেক্ষা শেষ হলো
এতওো সুন্দর খুবই মিস্টি একটা গান ২ জনের ভয়েজ মাশাল্লাহ অপূর্ব ❤❤❤
সিনেমা হলে গিয়ে ফাস্ট টাইম বসের মুভিটা দেখছি। এক কথায় সেরা।
Ettttoooo josss gaanta
অনেক দিন পরে এতো রোমাঞ্চকর গান শুনলাম।সত্যি অন্যলেভের একটা গান।
Joss❤
Surongo r gaan gula osthir fida hoiya gasi 🥺😻
এই গানটার অপেক্ষায় ছিলাম আশা পূরণ হয়েছে
অসাধারণ ❤🥰🥰💝🌸
ভালোবাসা পবিত্র...অপবিত্র তো কিছু মানুষের চরিত্র❤😅
কালকের এইচএসসি এক্সাম নিয়ে এত্ত স্ট্রেসড ছিলাম!হুট করে কেনো যেনো ইউটিউবে ঢুকে গেলাম,সামনেই আসলো!What a magical song of an outstanding movie!
এখন গুন গুন করে মাঝে মাঝে গানখানা গাইছি আবার পড়ছি❤️!
Finally the long-awaited song has been released.
রিলিজ এর নয় মিনিটের মধ্যে দেখলাম ❤
abanti sithi & emon dada darun geyechen👌👌
ফাইনালি, এটার জন্য কতদিন ওয়েট করে ছিলাম 🥺❤️
ছবিটা অসাধারণ। গল্প গান সংলাপ চরিত্র অভিনয় কমেডি আবেগ এর এক পারফেক্ট মসলা "সুড়ঙ্গ"। প্রিয়তমার থেকে হাজার গুণে ভালো। তবে প্রিয়তমা খারাপ হয়নি। কিন্তু সুড়ঙ্গ মুভিটার সাথে তুলনার যোগ্য না।
কত বার যে খুজেছি এইগানটা ইউটিউবে❤
এক কথায় "অসাধারণ"
Ei gaan ta cineplex e shune ato vlo legechilo...
Pore eshe ei 2month onk khujar por az youtube e pelam
Ato late e release kno dewa holo !
Ato din e million views hoye jeto & ei song shune aro onk couple jeto mv ta dekhte
অন্তর ছিয়ে গেল💝
Voice ta darun
ভালোবাসার শুরুটাই ধুকুর পুক্কুর করে❤❤❤❤😊😊😊❤
গানটা অনেক খুজছি।অবশেষে পেয়ে গেলাম
অসাধারণ একটা গান👌👌
Extraordinary performance by Afran Nisho. He is a true performer. Keep it up. All women dreamed to having the romance like this song. Superb direction by the whole team.
Just wow 😮🎉
অসাধারণ মিষ্টি একটা গান❤❤😊
মুগ্ধতা ছুঁয়ে গেলো ❤️
প্রিয় নিশো বস
সাথে অসাধারণ একটি গান😍❤️❤️
এগিয়ে যাক বাংলা সিনেমা ❤️❤️
অনেক ভালো হয়েছে মুভিটা এবং গানগুলো 💔💔নিশো ভাইয়ের প্রথম সিনেমা বলে কথা।
আর মুভিটা কিন্তু আমাদের এলাকায় শুট করা হয়েছে নিলাদ্রীতে।অনেক সুন্দর একটা লোকেশন🖤🖤