Dhukkur Pukkur | Full Song | SURONGO | Afran Nisho | Tama | Emon Chowdhury | Abanti Sithi

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • আমার ক্যামন ক্যামন লাগে!
    এমন হয় নাই তো আগে…
    ভালোবাসার মানুষ দেখলেই বুকটা কেমন যেন ধুকুর পুকুর করে তাই না? চলে এল প্রেমের দুষ্টু-মিষ্টি গান ‘ধুকুর পুকুর’
    গান: ধুকুর পুকুর
    কণ্ঠ: ইমন চৌধুরী, অবন্তী সিঁথি
    কথা: রাসেল মাহমুদ
    সুর ও সংগীতায়োজন: ইমন চৌধুরী
    Song: Dhukur Pukur
    Singer: Emon Chowdhury, Abanti Sithi
    Lyricist: Rasel Mahmud
    Music Arrangement & Composer: Emon Chowdhury
    "আমার ক্যামন ক্যামন লাগে!
    এমন হয় নাই তো আগে
    ক্যান যে তারে বারে বারে
    দ্যাখার খায়েশ জাগে..
    সকাল-দুপুর-রাত্রি-ভোরে
    শুধু থাকি তারই ঘোরে
    থাকুক জুড়ে এই অন্তরে সারাটা জীবন
    ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন...
    তার নদীর মতো গভীর চোখে
    ডুবি-উঠি-ভাসি
    তার হাসির সুবাস গায়ে মেখে
    চুলের মেঘে ভাসি..
    (যেন) টাপুরটুপুর বৃষ্টি হইয়া আমার গায়ে পড়ে
    সে যে আমার ভাঙ্গা ঘরে সাত রাজারই ধন
    ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন...
    তার মায়া-মাখা আদর
    সাথে ছায়ার মতো থাকে
    তার ভালোবাসার চাদর
    জড়াইয়া ধইরা রাখে
    যেন নূপুর হইয়া বাজে
    আর নাচে মনের ঘরে
    সে যে আমার ঘোর আন্ধারে চান্দেরই মতন
    ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন..."
    চরকি-তে দেখুন রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ'-এর এক্সটেনডেড ভার্সন Presented by Shine!
    স্ট্রিম করুন: chorki.com/videos/surongo-bangla-movie
    #Chorki #Surongo #FilmFunFoorti #AfranNisho #RaihanRafi #TamaMirza #Alphai

Комментарии • 487

  • @AbdulHakim-dd7ji
    @AbdulHakim-dd7ji Год назад +44

    আমি পশ্চিমবঙ্গ (ভারত) থেকে বলছি আমার দেখা আফরান নিশো অভিনীত সেরা সিনেমা এতদিন আমি মোশাররফ করিম, চঞ্চল চৌধুরি মহাশয় কেই বাংলাদেশ এর চলচ্চিত্র জগৎ মনে করতাম , আমার ভুল ভাঙ্গানোর জন্য অনেক ধন্যবাদ পরিচালক রায়হান রফি মহাশয় কে।

  • @afranarif495
    @afranarif495 Год назад +211

    সিনেমাহলে গানটা যে কি লেভেলের মজা লাগছে বলার মতো না। অসাধারণ 😊

  • @anikmajumder821
    @anikmajumder821 Год назад +306

    অবন্তী সিঁথির কন্ঠটা এতো আলাদা কেনো 😍😍 কি ম্যাজিকাল একটা কন্ঠ ❤❤ যেমন ক্লাসি তেমন western একটা ফিল আছে 😍😍একের পর এক মাস্টারপিচ দিয়ে যাচ্ছে ❤❤ এতো মায়াবী মিষ্টি কণ্ঠ,, শুধু মুগ্ধতা আর মুগ্ধতা 💚

    • @galibasadullah7691
      @galibasadullah7691 Год назад +9

      auto tune exists in this world brother.....

    • @anikmajumder821
      @anikmajumder821 Год назад +9

      @@galibasadullah7691 Abanti sithi er live gaan sune thakle ai reply diten na... Abanti sithir live singing suneci onekbar bar... Se naturally Amon e gaay,,,, Autotune exist Korleo Abanti sithi, Shreya Ghoshal eder moto singer der Autotune diye voice fixed Kora lage na,,, Tara talim nawya gaika,,,, Tara Jane kivabe tader voice unique and beautiful vabe present korte hoy,,,,,

    • @anitaranimistry7072
      @anitaranimistry7072 Год назад +3

      Abanti Sithi best singer 🔥♥️

    • @SumaiyaSumu-cr5wu
      @SumaiyaSumu-cr5wu Год назад +2

      @@anikmajumder821 bro ei gula te autotune adjust kore,hea eita thik j abantir voice sundor,but ei gan gula k autotune e edit kore

    • @mdmanikhossairocki9111
      @mdmanikhossairocki9111 Год назад +2

      মাস্টারপিচ না বোঝা আমি...

  • @NBCR2024
    @NBCR2024 Год назад +55

    গানগুলো মিউজিক প্লাটফর্মে রিলিজ আরো আগেই দেয়া উচিত ছিল। এতদিন অপেক্ষায় ছিলাম ❤

  • @theviraltopic8267
    @theviraltopic8267 Год назад +92

    এত সুন্দর গান এতদিন রিলিজ না দেয়ার কারন কি
    ৫০ বছর পরেও কে কে শুনতে চান হাত তুলুন।

  • @musiccitylxe2401
    @musiccitylxe2401 Год назад +7

    এতো ভালো গান এখন রিলিজ দিয়েছে।ইমন চৌধুরী আর অবন্তী সেই ছিলো চালিয়ে যান🤗🤗🤗 কালারিং সুর, মিউজিক এক কথায় অসাধারণ এ যেনো রং তুলি দিয়ে ক্যানভাসে আকা কোনো এক ছবি।

  • @amitbarua6438
    @amitbarua6438 Год назад +18

    দিন দিন রায়হান রাফি ভাইয়ের ভক্ত হয়ে যাচ্ছি। তার মেকিং আসলেই চমৎকার। গল্প,গান, অভিনয় ও ডায়লগ কোনটাতেই কমতি নেই।

  • @hridoy7991
    @hridoy7991 Год назад +70

    অপেক্ষায় আছিলাম হলে মুভিটা দেখার দিন থেকে অবশেষে পাইলাম ❤
    অবন্তী সিঁথি আপু অসাধারণ গাইলেন❤❤

    • @MdShahidul-z3r
      @MdShahidul-z3r Месяц назад

      মুবিটার নাম কি ভাই.??

  • @anisurakash94
    @anisurakash94 Год назад +15

    আমার ক্যামন ক্যামন লাগে,
    এমন হয় নাই তো আগে
    ক্যান যে সুরঙ্গ মুভিটাকে বারবার দেখার খায়েস জাগে🥰
    অবন্তী সিঁতির কণ্ঠ যেমনটা মিষ্টি তেমনটা মায়াবী।
    মন ভালো করার মত
    এবং সময়ের সেরা গান🥰

  • @rubinarubisdaily
    @rubinarubisdaily Год назад +7

    অবন্তী সিঁথি আমাদের পরবর্তী সুপারস্টার গায়িকা হতে যাচ্ছে। আশাকরি সব প্যাটার্নের গান ও করবে। আমরা মুগ্ধ হবো ওর গান শুনে। খুব ভালো লাগলো ❤। ইমন চৌধুরীর সঙ্গীতে অন্য রকম একটা মায়া কাজ করে 😘🥰

  • @pinkyspecialofc
    @pinkyspecialofc Год назад +1

    এওো সুন্দর খুবই মিস্টি একটা গান এতোদিনে পেলাম 💓💓💓

  • @bdbossnisho3804
    @bdbossnisho3804 Год назад +15

    অভিনয় নিয়ে গড়বে দেশ
    আফরান নিশো ভাইয়ের বাংলাদেশ
    লাভ ইউ গুরু বস নিশো❤️🔥

  • @shahidbro1878
    @shahidbro1878 Год назад +9

    চরকির আলাদা মিউজিক চ্যানেল দরকার,, অসাধারণ একটা গান।বস অসাধারণ তুমি অসাধারণ অভিনয়। আর কণ্ঠশিল্পী গুলো ওয়াও গেয়েছেন। 💙🌼🔥

  • @marufemon7857
    @marufemon7857 Год назад +2

    Hall e dekhe ashar por ai gan ta onk khujechi... Onk opekkhar por ajk peye onk khushi hoye gelam🥰🥰

  • @mdriyaduddinriyad1633
    @mdriyaduddinriyad1633 Год назад +1

    Cinemar moddhe aro onk onk beshi vlo lgaase..🎉🎉
    Ekhanewo shundor❤

  • @SadikurRahman-zk4yn
    @SadikurRahman-zk4yn Год назад +5

    প্রথম আমি শুনলাম

  • @mehbubaayat7291
    @mehbubaayat7291 Год назад +25

    গানটা আগেই রিলিজ দেয়ার দরকার ছিলো বাট অসাধারণ গেয়েছে দুইজন সিনেপ্লেক্সে শুনেছিলাম আর এখন রিলিজ হওয়ার পর শুনলাম💝

  • @urmighose231
    @urmighose231 Год назад +3

    Amr ja ki vlo lagsa a gan ta movie daka asar por thaka wait korclm koba a gan ta RUclips a pabo
    Tnx to corki

  • @mithimahadinishomehu314
    @mithimahadinishomehu314 Год назад +16

    হলে গানটা শুনে পাগল হয়ে গেছিলাম। এতোদিনে পেলাম ❤️❤️❤️❤️❤️Nisho just fantastic 🔥

  • @SandhyaDas-f4e
    @SandhyaDas-f4e Год назад +4

    প্রেম শুরু ধুকুর পুকুর নিশো্ boss❤

  • @ontoralamin9286
    @ontoralamin9286 Год назад +9

    ঈদের পরে সিনেপ্লেক্সে থেকে বের হওতার পর কত যে খুজছি গান টা।
    স্লো মোশনে সেই লাগছিলো গান ❤

  • @pulokislam5545
    @pulokislam5545 Год назад +1

    Jak ses mesh song ta asche onek wait korchilam je kobe asbe ak porjay to vhebei niyechilam hoy to song ta pabo na sob mileye thank you ❤chorki ♥️

  • @mdhimelhasan-li1wr
    @mdhimelhasan-li1wr Год назад +12

    ছবি প্রথম এমন ভালোবাসা দেখেয় কোথায় যেনো এক অজানা পথে হারিয়ে গিয়েছিলাম🌺 এতো সুন্দর গান আবার অসাধারণ কণ্ঠে বাহ শুনতে ভালোই লাগছে😍🥰

  • @dbdbarua
    @dbdbarua Год назад +6

    কি অসাধারণ, মন ভাল করে দেওয়া গান। ধন্যবাদ টিম সুড়ঙ্গ। ❤️❤️

  • @mdfahad768
    @mdfahad768 Год назад +5

    ইমন ভাই সবসময় সেরা আর শিশ প্রিয়ার কথা বলবো অবন্তী ❤️❤️❤️

  • @ontheway--
    @ontheway-- Год назад +9

    ইমন চৌধুরী ও সিঁথীর জুটি দারুণ। ❤

  • @chanmia7386
    @chanmia7386 Год назад +3

    অসাধারণ হইছে গান টা। ❤

  • @md.imranhossain2458
    @md.imranhossain2458 Год назад +1

    অনেকদিন পরে খুবই অসাধারণ একটি মুভি দেখলাম,, ধন্যবাদটা কাকে দিব আফরান নিশো,, রায়হান রাফি,,না তমা মির্জা,,, সবশেষে একটা কথাই বলবো মাসুদ আর ময়না মনে গেঁথে গেছে,,, ভালোবাসা অবিরাম,,,,,, সুরঙ্গ,,,,

  • @-chobilash3830
    @-chobilash3830 Год назад +12

    অবন্তী সিঁথি আপু ❤ কি সুন্দর মিষ্টি মায়াবী কন্ঠ❤

  • @MasudulLabib
    @MasudulLabib Год назад

    এই গান এবং এর দৃশ্যায়ন দেখবার জন্য হলেও হলে গিয়ে এই সিনেমাটা দেখা জরুরি ছিল এবং এটা ভেবে ভালো লাগছে যে আমি সেটা করেছি। গানটি যতবারই প্লে করছি, সেই হল এক্সপেরিয়েন্স ফিরে ফিরে অনুভব করছি। এটাকেই বোধহয় ম্যাজিক অব সিনেমা বলা হয়। ধন্যবাদ পরিচালক রায়হান রাফিকে খুবই সরল একটি গল্প দিয়েও মনে রাখার মত একটি সিনেমা উপহার দেয়ার জন্য।

  • @almamun4988
    @almamun4988 3 месяца назад +2

    গানটি কয়েকবার না শুনলে কারোই মন ভরবে না।

  • @kazirifat9190
    @kazirifat9190 Год назад +1

    Ei gantar jonno opekay cilm.....
    Thanks ❤

  • @rubelahmmed-lu2ko
    @rubelahmmed-lu2ko Год назад +1

    আফরান নিশো মানেই আগুন 🔥🔥🔥যে কোনো চরিত্রে অভিনয় করতে পারে,,, নিশো মানেই বস

  • @musfiz9843
    @musfiz9843 Год назад +3

    এতোদিন পরে এই গান অনলাইনে আহা। হলে মুভি দেখার টাইমে এইটা যে ভাইব দিছে একদম 💯💯

  • @DebjyotiMajumdar-xi9ne
    @DebjyotiMajumdar-xi9ne Год назад +4

    Love From West Bengal ( India ) 🇮🇳🇧🇩

  • @mayerhaterranna275
    @mayerhaterranna275 Год назад +2

    সেই কবে থেকে অপেক্ষা করছি গান টার জন্য ফাইনালি ইয়ে🥺

  • @MdMinhaz-ob2gu
    @MdMinhaz-ob2gu Год назад +18

    নিশো বস যেমন প্রিয় আমার গানটাও আজকে থেকে প্রিয় হয়ে গেলো❤❤

  • @rafikhan9816
    @rafikhan9816 Год назад +2

    অপেক্ষায় ছিলাম গানটার জন্য!

  • @রাফিইসলাম-স১শ

    অবন্তী voice পুরাই আগুন👉🔥🔥

  • @princemahmud9386
    @princemahmud9386 Год назад +2

    ভাই অবন্তী সিঁথি একটা ম্যাজিক 💜💜💜কঠিন মিষ্টি কন্ঠ আহ কি কন্ঠ । কন্ঠের প্রেমে পড়ে গেছি😌🥀🖤

  • @rakibmahmud6536
    @rakibmahmud6536 Год назад +15

    সেই যে প্রথম সিনেপ্লেক্সে শুনেছিলাম
    আর এখন শুনলাম 💗
    দারুন💗🫶

    • @TahsinYT69
      @TahsinYT69 Год назад

      Ami Star Cineplex e ekbar,
      Chorki te ekbar,
      RUclips e ekbar❤❤

  • @nosratafrin5767
    @nosratafrin5767 Год назад +8

    Lyrics , voice , actor ,actress
    Everything perfect 👍 ❤
    Abanti apu just wow 😮

  • @sojibMollah9652
    @sojibMollah9652 Год назад +4

    বাংলাদেশের পরবর্তী সুপারস্টার আফরান নিশো ❤

  • @tamannashoudho6882
    @tamannashoudho6882 Год назад +4

    মুভি টা হলে দেখার পর থেকেই মাথায় এই একটা লাইন এমন ভাবে সেট হয়ে গেল,বাসায় আসার পর এই মাস ধরে কত্ত জায়গায় কত্ত করে খুজলাম। অবশেষে ইহারে পাইলাম ❤ ধুক্কুর পুক্কুর,ধুক্কুর পুক্কুর,ধুক্কুর করে মন!!!

  • @risanrumin172
    @risanrumin172 Год назад +6

    just wow..abanti sithi is a pure gem for Bangla music industry

  • @MBBristi143
    @MBBristi143 Год назад +5

    উফ মন ছুঁয়ে গেল গানটি

  • @kabbotalks
    @kabbotalks Год назад +1

    xoss ektq feel ache gaan tay❤❤

  • @AyatulAnha-eo5on
    @AyatulAnha-eo5on Год назад

    Movieta dekhe aslam just wow.....😊 Shese bouke puriye dey 😊

  • @sanjidabidushi6019
    @sanjidabidushi6019 Год назад +1

    গানটা যে কি পরিমাণ খুঁজসি🥹🥹
    ফাইনালি💃💃

  • @jannatunjessi
    @jannatunjessi Год назад

    Ei movie ta shei❤❤❤❤ shob songs gulo best!!! AFRAN NISHO NAILED IT😭❤️❤️❤️

  • @shakibsorkar3270
    @shakibsorkar3270 Год назад +16

    আমিও ১৫ মিনিটে গান শুনলাম।
    সেই লে়ভেলের গান ❤❤❤

  • @rafayatrifat23
    @rafayatrifat23 Год назад +6

    এই বছরের সেরা রোমান্টিক গান ❤ যারা মুভিটি দেখেছে তারা প্রথম ২০ মিনিট এই গানের দুই লাইন শুনেই মাতাল ছিল ❤❤

  • @ismatjahan117
    @ismatjahan117 Год назад +4

    এ বছরের সেরা গানগুলোর একটা। এত আবেগ,একদম মনে হয় প্রেমে পরার ফিল পাওয়া যায়।

  • @towhidulalamrahat4907
    @towhidulalamrahat4907 Год назад +2

    ইমন ভাই সেরা। সুর ইমন ভাইয়ের হলে গানগুলা আলাদাই হয়।❤️

  • @SornalySutradhar
    @SornalySutradhar 11 месяцев назад

    আমার লাইফে সিনেমা হলে দেখা বেস্ট মুভি,যেমন হেসেছি,তেমনি কেদেছি,দারুণ একটা মুভি সাথে দারুণ দৃশ্য,অসম্ভব সুন্দর ছিল সব মিলিয়ে💗🥀

  • @sojibMollah9652
    @sojibMollah9652 Год назад +12

    ১০ বছর পর শুধু আফরান নিশো মুভি দেখার জন্য হলে গেলাম ❤

  • @ProShifter46
    @ProShifter46 Год назад

    এই গানটা সেই প্রথম প্রেমের কথা মনে করাইয়া দিবে সবাইকে,গানটা যে কতবার শুনেফেলেছি আর শুনছি এখনো, কি যেন একটা মায়া আছে আর যে এক্সপ্রেশনে খাওয়া হইছে অহ মাই গড 🫰 সেরা সেরা সেরা 🎉 মাস্টারপিস এক কথায়। ধন্যবাদ ❤

  • @redwanridoy1879
    @redwanridoy1879 Год назад +1

    Song tar parem pore gechi ga 😻

  • @sajninjahan8945
    @sajninjahan8945 10 месяцев назад

    গানটা অনেক সুন্দর। এত নরমাল একটা গান এত এতো ভাল্লাগবে কে জানতো।প্রথম শুনেই ফ্যান হয়ে গেছি।

  • @বিদ্যুৎস্কাই

    গানটার সাথে লোকেশন টা দারুন ❤❤❤❤

  • @rashed4323
    @rashed4323 Год назад +5

    গান টার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে 😊❤

  • @durjoy_biswas_hridoy_3
    @durjoy_biswas_hridoy_3 Год назад +5

    abanti sithi...
    Her voice is world class 👌👌❤️

  • @arafatsamir9311
    @arafatsamir9311 Год назад

    ei gan ta j koto khujchi 1st day movie ta dkhar por thekay ami ei dhukkur pukku r fan hoisi ❤❤

  • @rahat6390
    @rahat6390 Год назад +1

    আমি ও শুনলাম প্রথম

  • @Kona-b9x
    @Kona-b9x Год назад +2

    Outstanding move and song gulao osthur❤

  • @tanvirahmedamie548
    @tanvirahmedamie548 Год назад +9

    ভীষণ মায়াবী আর যত্নে গাওয়া হয়েছে এই গানের প্রতিটি শব্দ.. এই গানটি আমি আমার স্ত্রীকে উৎসর্গ করলাম তার প্রতি আমার ভালোবাসার নিদর্শন হিসেবে।

  • @ahmedtawhid109
    @ahmedtawhid109 Год назад +1

    Etar jonne wait kortesilam 😊❤

  • @anikmajumder821
    @anikmajumder821 Год назад +4

    Abanti sithi manei masterpiece 😍😍😍😍😍😍

  • @tapashiofficial563
    @tapashiofficial563 Год назад +3

    আহা🥰🥰 শুনে প্রান জুড়ালো প্রিয় নিশো🥰🥰

  • @RR-369
    @RR-369 Год назад +1

    এই গানটা কতো খুজছি🫡, অবশেষে অপেক্ষা শেষ হলো

  • @evasahmed4321
    @evasahmed4321 Год назад +2

    এতওো সুন্দর খুবই মিস্টি একটা গান ২ জনের ভয়েজ মাশাল্লাহ অপূর্ব ❤❤❤

  • @mdojjalmia196
    @mdojjalmia196 Год назад +2

    সিনেমা হলে গিয়ে ফাস্ট টাইম বসের মুভিটা দেখছি। এক কথায় সেরা।

  • @piyaakter6569
    @piyaakter6569 Год назад +1

    Ettttoooo josss gaanta

  • @HasibKhan-e1e
    @HasibKhan-e1e Год назад +1

    অনেক দিন পরে এতো রোমাঞ্চকর গান শুনলাম।সত্যি অন্যলেভের একটা গান।

  • @gauravpodder7104
    @gauravpodder7104 6 месяцев назад +1

    Joss❤

  • @OisheIslam-o8q
    @OisheIslam-o8q Год назад

    Surongo r gaan gula osthir fida hoiya gasi 🥺😻

  • @mdaminuraminur6187
    @mdaminuraminur6187 Год назад +2

    এই গানটার অপেক্ষায় ছিলাম আশা পূরণ হয়েছে

  • @mdarafathossain1043
    @mdarafathossain1043 Год назад +1

    অসাধারণ ❤🥰🥰💝🌸

  • @TazbedMehrabMusic
    @TazbedMehrabMusic 7 месяцев назад +1

    ভালোবাসা পবিত্র...অপবিত্র তো কিছু মানুষের চরিত্র❤😅

  • @nishatsalsabil9969
    @nishatsalsabil9969 Год назад +1

    কালকের এইচএসসি এক্সাম নিয়ে এত্ত স্ট্রেসড ছিলাম!হুট করে কেনো যেনো ইউটিউবে ঢুকে গেলাম,সামনেই আসলো!What a magical song of an outstanding movie!
    এখন গুন গুন করে মাঝে মাঝে গানখানা গাইছি আবার পড়ছি❤️!

  • @shaonahmed8745
    @shaonahmed8745 Год назад +16

    Finally the long-awaited song has been released.

  • @nipanishascrafts7418
    @nipanishascrafts7418 Год назад +5

    রিলিজ এর নয় মিনিটের মধ্যে দেখলাম ❤

  • @Gouribordidurgapujamondop
    @Gouribordidurgapujamondop Год назад +1

    abanti sithi & emon dada darun geyechen👌👌

  • @shornatahin7169
    @shornatahin7169 Год назад +1

    ফাইনালি, এটার জন্য কতদিন ওয়েট করে ছিলাম 🥺❤️

  • @ajchannel3
    @ajchannel3 Год назад +2

    ছবিটা অসাধারণ। গল্প গান সংলাপ চরিত্র অভিনয় কমেডি আবেগ এর এক পারফেক্ট মসলা "সুড়ঙ্গ"। প্রিয়তমার থেকে হাজার গুণে ভালো। তবে প্রিয়তমা খারাপ হয়নি। কিন্তু সুড়ঙ্গ মুভিটার সাথে তুলনার যোগ্য না।

  • @sejitahasan5054
    @sejitahasan5054 Год назад +2

    কত বার যে খুজেছি এইগানটা ইউটিউবে❤

  • @gopalchandra1903
    @gopalchandra1903 Год назад +1

    এক কথায় "অসাধারণ"

  • @tanveerkhan6527
    @tanveerkhan6527 Год назад

    Ei gaan ta cineplex e shune ato vlo legechilo...
    Pore eshe ei 2month onk khujar por az youtube e pelam
    Ato late e release kno dewa holo !
    Ato din e million views hoye jeto & ei song shune aro onk couple jeto mv ta dekhte

  • @RamimMia-ms1xn
    @RamimMia-ms1xn Год назад +1

    অন্তর ছিয়ে গেল💝

  • @MehediZone
    @MehediZone Год назад +1

    Voice ta darun

  • @MehediHasan-iw7xs
    @MehediHasan-iw7xs Год назад +1

    ভালোবাসার শুরুটাই ধুকুর পুক্কুর করে❤❤❤❤😊😊😊❤

  • @mdmoshiurhawlader5705
    @mdmoshiurhawlader5705 Год назад +2

    গানটা অনেক খুজছি।অবশেষে পেয়ে গেলাম

  • @MohammadRizvi-pt7ge
    @MohammadRizvi-pt7ge Год назад +1

    অসাধারণ একটা গান👌👌

  • @Nasmarosarii9983
    @Nasmarosarii9983 Год назад +7

    Extraordinary performance by Afran Nisho. He is a true performer. Keep it up. All women dreamed to having the romance like this song. Superb direction by the whole team.

  • @mdriyaduddinriyad1633
    @mdriyaduddinriyad1633 Год назад +1

    Just wow 😮🎉

  • @SadimAhmed-bk4kr
    @SadimAhmed-bk4kr Год назад +3

    অসাধারণ মিষ্টি একটা গান❤❤😊

  • @mehbubasrecipe2798
    @mehbubasrecipe2798 Год назад +2

    মুগ্ধতা ছুঁয়ে গেলো ❤️

  • @its.mahmudul24
    @its.mahmudul24 Год назад +2

    প্রিয় নিশো বস
    সাথে অসাধারণ একটি গান😍❤️❤️

  • @robiulalam6908
    @robiulalam6908 Год назад

    এগিয়ে যাক বাংলা সিনেমা ❤️❤️

  • @MohiuddinAhmed-xr5og
    @MohiuddinAhmed-xr5og Год назад +1

    অনেক ভালো হয়েছে মুভিটা এবং গানগুলো 💔💔নিশো ভাইয়ের প্রথম সিনেমা বলে কথা।
    আর মুভিটা কিন্তু আমাদের এলাকায় শুট করা হয়েছে নিলাদ্রীতে।অনেক সুন্দর একটা লোকেশন🖤🖤