বিদেশি কোন স্টল নেই অথচ বলা হচ্ছে “আন্তর্জাতিক বাণিজ্য মেলা” কী অদ্ভুত!!
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- “আন্তর্জাতিক বাণিজ্য মেলা” নামটি শুনলে স্বাভাবিকভাবেই মনে হওয়া উচিত যে এখানে দেশি স্টলের পাশাপাশি বিভিন্ন দেশের স্টলও থাকবে। তবে যদি বিদেশি কোনো স্টল না থাকে, তাহলে বিষয়টি কিছুটা বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায়।
কেন এমনটি হতে পারে?
১. স্থানীয় পণ্যের প্রচারণায় জোর দেওয়া:
হয়তো এই বছরের মেলায় স্থানীয় ব্যবসা ও পণ্যকে উৎসাহিত করার জন্য আয়োজনটি মূলত দেশীয় স্টলেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
২. বিদেশি অংশগ্রহণকারীদের অনাগ্রহ:
হয়তো এ বছরের মেলায় বিদেশি স্টলগুলো আগ্রহ দেখায়নি, অথবা মেলার শর্তগুলো তাদের জন্য প্রতিকূল ছিল।
৩. বৈশ্বিক আর্থিক বা লজিস্টিক সংকট:
আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে কখনো কখনো লজিস্টিক বা অর্থনৈতিক সমস্যার কারণে অনেক দেশ অংশগ্রহণ করতে পারে না।
৪. নাম ধরে রাখা:
মেলা আয়োজনকারী কর্তৃপক্ষ হয়তো পূর্বের ঐতিহ্য বজায় রাখতেই “আন্তর্জাতিক” শব্দটি ব্যবহার করেছে, যদিও এ বছর আন্তর্জাতিক অংশগ্রহণ তেমন নেই।
কী করা উচিত?
যদি এটি বারবার ঘটে, তাহলে মেলার নাম বা কাঠামো নিয়ে পুনর্বিবেচনা করা উচিত। “আন্তর্জাতিক” শব্দ ব্যবহার করে যদি কেবল দেশীয় পণ্যের প্রদর্শনী করা হয়, তাহলে এটি দর্শনার্থীদের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে।
তবে এমন আয়োজনের মাধ্যমে দেশীয় শিল্প-সংস্কৃতি ও পণ্যের প্রচার যেমন বাড়ে, তেমনি ভবিষ্যতে আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া উচিত।