ভন্ড পাথর পূজারী । দুধ পাথর । মহাস্থানগড়

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • অলিক সব গল্প শোনালেন এই পাথর পূজারী । দুধ পাথর । মহাস্থানগড়
    .........................................................................................................................................................................
    এই ভিটার ধ্বংসাবশেষ পাল শাসনামলের প্রথম দিকের (আনুমানিক খ্রিস্টীয় আট শতক) বলে জানা গেছে। ১৯৭০ সালে এ ঢিবি বা ভিটাতে খননকার্য করে একটি মন্দির এবং তার সাথে ছোটখাটো কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। এই ঢিবির উপরিভাগে গ্রানাইট পাথরের একটি বিশাল চৌকাঠ পাওয়া যায় এবং এ থেকেই স্থানীয় জনগণ ঢিবির এমন অদ্ভুত নামকরণ করেছে। এখানে খননকার্যের ফলে প্রাপ্ত খোদাইকৃত প্রস্তর খন্ডগুলির মধ্যে একই সারিতে আসীন অবস্থায় তিনটি বৌদ্ধমূর্তি পাওয়া গিয়েছিল। যা বর্তমানে বরেন্দ্র গবেষণা জাদুঘরে রক্ষিত আছে। এখনও মাটির নিচে চাপা পড়া অবস্থায় আছে প্রত্নস্থলটির কাঠামোর ধংসাবশেষ। শুধু বিশাল চৌকাঠটি এখানে দেখা যায়।
    .........................................................................................................................................................................
    ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি আমার আগ্রহের বিষয়বস্তু। সঙ্গত কারণেই ঘুরতে ভালোবাসি। ফুরসৎ পেলেই বেরিয়ে পড়ি। তুলে আনার চেষ্টা করি, খোলা চোখে যা দেখি তার সবকিছু। অনুসন্ধান ও উপলব্ধির সমন্বয়ে তথ্যভিত্তিক ভিডিও নির্মাণের চেষ্টা করে যাচ্ছি।
    #historyofbangladesh #history #historyofbengal #bogura #মহাস্থানগড় #historyofmahasthan #dudhpathor #দুধপাথর

Комментарии • 3