Megh Bollo Jabi (মেঘ বললো যাবি) | subho Dasgupta | Recitation Adrika Malik

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Megh Bollo Jabi (মেঘ বললো যাবি)
    Poetry - Megh Bollo Jabi
    Written by- subho Dasgupta
    Recitation - Adrika Malik
    Recording - Ms studio & production
    Recordist - Subham Ghosh
    Contact - 6291382565
    #megh
    #benglakobitaabriti
    #banglakobita
    #abriti
    #bangla
    #meghbollojabi
    #subhodasgupta
    মেঘ বললো যাবি?
    অনেক দূরের গেরুয়া নদী
    অনেক দূরের একলা পাহাড়,
    অনেক দূরের গহন সে বন
    গেলেই দেখতে পাবি, যাবি?
    জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বললো সে মেঘ
    যাবি? আমার সঙ্গে যাবি?
    দিন ফুরিয়ে রাত ঘনাবে,
    রাত্রি গিয়ে সকাল হবে,
    নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি।
    যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর,
    মেঘ বললো যাবি? আমার সঙ্গে যাবি?
    কেমন করে যাবো রে মেঘ , কেমন করে যাবো,
    নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার
    কেমন করে নিয়ম ভেঙে, এ জীবন হারাবো,
    কেমন করে যাবো রে মেঘ, কেমন করে যাবো?
    মেঘ বললো, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব।
    সবুজ পাতায় পাতায়, ভালোবাসা হয়ে ঝরবো,
    শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছাসের প্রেম,
    ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো,
    এই মেঘ, তুই যাবি? আমার সঙ্গে যাবি?
    যাবো না মেঘ, পারবো না রে যেতে,
    আমার আছে কাজের বাঁধন,কাজেই থাকি মেতে,
    কেবল যখন ঘুমিয়ে পড়ি, তখন আমি যাই,
    সীমার বাঁধন ডিঙিয়ে,দৌড়ে, এক ছুটে পালাই
    তখন আমি যাই।
    স্বপ্নে আমার গেরুয়া নদী,
    স্বপ্নে আমার সুনীল আকাশ,
    স্বপ্নে আমার দূরের পাহাড়,সব কিছুকে পাই
    জাগরণের এই যে আমি,ক্রীতদাসের মতন
    জাগরণের এই যে আমি এবং আমার জীবন
    কাজ অকাজের সুতোয় বোনা,
    মুখোশ ঘেরা জীবন,
    তবু রে মেঘ যাবো,একদিন ঠিক তোরই সঙ্গে,
    শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে , যাবো রে মেঘ যাবো,
    সেদিন আমি শিমুল পলাশ,
    ভিজবো বলে যাবো, পাগল হওয়ায়,
    উতল ধারায়,আমায় খুঁজে পাবো,
    যাবো রে মেঘ যাবো, যাবো রে মেঘ যাবো,
    যাবো রে মেঘ, যাবো।
    যদি আমার কবিতা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই subscribe করবেন আমার ছোট্ট চ্যানেলটি এবং আপনার প্রিয় মানুষদের সঙ্গে share করুন 🙏🙏🙏

Комментарии • 115