রাত ১২ টা ১৯। প্রতিটি ডিসেম্বর এ নিজেকে খুঁজে পাই নতুন করে। ❤️ আমার জন্মদিনে নতুন করে পাই নিজেকে, প্রতিবছর শিখতে থাকি দুঃখ লোকানোর শিক্ষা। আর হয়তো অপেক্ষা করতে হবে না। এই বছর শেষ 🫠❤️
২ বছর হলো এই গানটার সাথে আমি পরিচিত। ঠিক ২ বছর আগেই ডিসেম্বরে নিজ শহর ছেড়ে ঢাকায় এসেছিলাম হলিক্রস এডমিশন টেস্ট দিতে। তখন থেকে কলেজে ভর্তি, ইন্টার পাশ করা, আর এখন ডিসেম্বরে কিছু প্রিয় বান্ধবীদের সাথে এডমিশনের প্রিপারেশন নিচ্ছি। ২ টা ডিসেম্বর একই বান্ধবীদের সাথে কাটিয়েছি। হয়তো সামনের ডিসেম্বরে একসাথে থাকা হবে না। ভাগ্য আমাদের আলাদা গন্তব্যে পৌঁছে দিবে। সবাই হয়তো একই শহরে চান্সও পাব না। তখন এইভাবেই... জানি আলোয় ভিজবে চেনা পার্ক-স্ট্রিট, তবুও টেক্সি ধরবে তুমি এয়ারপোর্ট, নিয়ে স্যুটকেস ভর্তি শূন্যতা... হাতছানি দিবে অন্যশহর.....! কিন্তু আমৃত্যু আমি আমাদের এবারের ডিসেম্বরের কথা মনে রাখব। মনে রাখব নৌরীন, মুন্নী, স্বপ্ন তোদের কথা। কত শত হতাশা, দু:খ-কষ্ট একসাথে পার করলাম। দোয়া করি সবাই ভালো জায়গায় চান্স পা। জীবনটা অনেক সুন্দর যেন হয় সবার। যেন আবারও তোদের কথা মনে পড়লে হুটহাট প্রতি ডিসেম্বরে একসাথে বসে এই "ডিসেম্বরের শহরে" গানটি শুনতে পারি...!! ৩ ডিসেম্বর, ২০২৪!!🌸
২৩ এ আমাদের পরিচয় , আগের ডিসেম্বরে ছুটির দিনে আমরা প্রত্যেকে বাড়ি ছিলাম । শীতের আমেজে মূখরিত পরিবেশে পরিবারের সাথে কাটানো সময়গুলো সত্যিই অসাধারণ তাই প্রত্যেকটা ডিসেম্বর আমার কাছে স্মরণীয় কিন্তু এবার ২৪ এর ডিসেম্বর আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ।আমার ক্ষুদ্র জীবনের পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আমরা ৪ জন একসাথে , এই ব্যস্ত সময়ে আমার জীবনের সুন্দর মুহূর্ত হয়ে থাকবে আজীবন । এই ডিসেম্বরে কতশত হতাশা দুঃখ আমার মনে দানা বাঁধলে তোদের পাশে থাকার কারনে আমার ব্যাকুল হৃদয় হয়েছে শান্ত । হাস্যজ্বল মুখে যখনই পড়েছে চিন্তার ছাপ, পেয়েছি আমি তোদেরকে পাশে । জীবনের জটিল সমীকরণে আমি বাগানের তিনটি ফুলকে বন্ধু হিসেবে পেয়েছি । জীবনের কঠিনতর মুহুর্তে শুভ্রতা ছড়িয়ে সরল পথে এগিয়ে চলো বান্ধবীরা। ভবিষ্যতে আবার ও আমরা ডিসেম্বর এ একসাথে আড্ডায় বসে এই গানটি শুনবো ।
প্রতিটা লাইন মনে দাগ কেটে যাচ্ছে। শুনেই যাচ্ছি মনে হচ্ছে এই তো আমি।আমার আমি টা গানের সাথে মিলে একাকার হয়ে যাচ্ছে। কোলকাতা যাবো একদিন। আসলেই ঘরে ফিরার অভ্যাস আমার নেই।🙂
২৩ ডিসেম্বর আহা 😅 জীবন বড় অদ্ভুত। কোনোদিন ভাবিনি জীবনে কেউ আসবে,আসলো যখন আবার এই ডিসেম্বরেই চলে গেল।কেন আসলে? আমি তো একাই ভালো ছিলাম, এখন এই শূন্যতা যে বড্ড কঠিন
"সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না" হেডফোন কানে লাগিয়ে এই গানটা উপভোগের জন্য হলেও কোলকাতা যেতে ইচ্ছে করছে। যাদুর শহর ঢাকা থেকে ভালোবাসা নিও প্রাক্তন কোলকাতা।
২ বছর 'রংপুর' শহর টার সাথে সখ্যতা! কিন্তু তার ইতি টানতে হলো এই ডিসেম্বরে! ৩ ঘন্টা এই গানই শুনছি, প্রতিটা লাইন যেন অনুভূতি দিচ্ছে আমার জীবনে এই শহরের অস্তিত্বের! খুব বেশি মনে হচ্ছে, আর তো আসা হবে না, আর এভাবে চলা হবে এই শহর টায়! 'ঘরে ফেরা অভ্যাসে নেই, আর পিছু ডাকা তার সিলেবাসে নেই' ভালো থেকো রংপুর
-যদিও এখনো শীত আসেনি। তবুও গানটা আছে পুরো শরীর আর মস্তিষ্ক জুড়ে। জয়দেবপুর, গাজীপুর থেকে প্রানের শহর কুষ্টিয়া। ট্রেনে প্রায় ৬ ঘন্টার জার্নি। স্টেশনে ১ ঘন্টা আগে এসে বসে আছি। "সাথে চেনা বন্ধু আর চেনা নিকোটিন" কানে হেডফোন লাগিয়ে গাজীপুরকেই কলকাতা মনে করে গানটা শুনতে শুরু করলাম। দীর্ঘ ৬ ঘন্টার জার্নিতে এক মিনিটের জন্যেও গানটা চেঞ্জ করিনি। সারাটা পথ গানটা শুনতে ছিলাম। এক মূহুর্তের জন্যেও বিরক্ত লাগেনি। মাস খানেক পর আসবে ডিসেম্বর। পুরো একটা হতাশা আর শূন্যতা নিয়ে। ২০১৭ সালের ডিসেম্বরে প্রিয় মানুষটাকে শেষ দেখেছিলাম। ক্যান্সারের লাস্ট স্টেজে গিয়ে কলকাতা শহরেই তার জীবনযুদ্ধ থেমে যায়। আসছে সেই ডিসেম্বর হয়তো এবার নতুন কিছু নিয়ে। আবার এবারের ডিসেম্বরেই স্যুটকেসে ভর্তি শূন্যতা নিয়ে প্রিয় শহর, প্রিয় দেশ,পরিবার, চেনা বন্ধু, চেনা নিকোটিন, সবশেষে প্রিয় মানুষটাকে রেখে চলে যাবো নিজের স্বপ্ন পূরনের লক্ষে ইটালি!🙂 জানিনা ওখান থেকে একবুক হতাশা আর শূন্যতা নিয়ে দেশে ফেরা লাগবে কি না'!😓 আল্লাহ ভালো জানে কপালে কি আছে।💔 -সব শীতের পরে হয়তো বসন্ত আসলেও আমার আমাদের মনের মতো বসন্ত আসবে না।🙂 -প্রিয় মানুষটার হাসিমাখা মুখ দেখলেই কেনো জানিনা নতুন করে অনেকদিন বাচতে ইচ্ছে হয়। কি আর করা " ঘরে ফেরা তার অভ্যেসে নেই। আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই" এই লাইনটা আমাকে বার বার শেষ করে দেয়। মৃত মানুষ কখনো ঘরে ফেরেনা। আর আমিও পেছনে তাকিয়ে মৃত মানুষটাকে আর পিছু ডাকি না"🙂💔
@@nafizuddin21 আহঃ ভাইয়া'😌🖤 বর্তমানে নবীনগর আছি। আর হ্যাঁ অনেক ভালো আছি'☺️ আপনার জন্যেও দোয়া রইলো বর্তমান ভবিষ্যৎ এর জন্য। যেখানেই থাকুন ভালো থাকুন'!❤️
যার থেকে গান টা প্রথম বার শুনেছিল সে এখন আর জীবনে নেই ।দূরত্ব বেড়ে যায় সময় এর সাথে সাথে তবে সৃতি গুলো সেই এক ভাবেই থেকে যায় ।হয়তো আরো স্পষ্ট ও হয়ে ওঠে ।
১৯ এর ডিসেম্বর থেকে গানটা শুনেছিলাম।কী এক অনুভূতি!একদম একা ছিলাম।সিগারেট,বিষাদ,আমি আর এই গান! একেকটা লাইন একেকভাবে হৃদয় এফোড়-ওফোড় করে বেরোতো।যতবার শুনি,মনে হয় এই গানের শব্দগুলো এমন ক্যানো!কেউ দুঃখে থাকলে আর একান্তই নার্ভ উইক থাকলে কেউ সুসাইড করে বেরোবে।
আরো একটা ডিসেম্বরের শুরু হলো এরকম কোনো একটা ডিসেম্বরে গানটা তোমায় দিয়েছিলাম। এরপর প্রায় চারটা বছর একসাথে কাটলো। আজ আবার এমন একটা ডিসেম্বর এলো যখন তুমি আমার পাশে নেই। ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়.... 💔
গানের প্রতিটা লাইন যেন স্মৃতির এক একটা স্বাক্ষী। ২০২২ এর ডিসেম্বরে এসেও এই গানটা প্রতিদিন শুনি। বেঁচে থাকলে হয়তো ২০৪২ সালের কোন এক শীতের সন্ধ্যায় কফির কাপ হাতে গানটা শুনবো।
"ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই" এই লাইন দুইটা প্রত্যেকবার আমাকে ভীষণ ভাবে মনে করিয়ে দেয় তুমি কখনো আমার হবে না। কখনোই না! :")
গত ৫ টা ডিসেম্বরে আমাদের একসাথে থাকার সাক্ষী ছিল এই কলকাতা, এই ডিসেম্বরে আমরা প্রাক্তন🙃 তোকে dedicate করে একটা কমেন্ট রেখে গেলাম জানিনা কোনোদিন চোখে পড়বে কিনা "ভালো থাকিস খুব "🙃
দেখতে দেখতে আরো একটা ডিসেম্বর । কুয়াশার মাঝে আরো একবার ভালবাসার শেষ ।আর কিছু পরেই জীবন থেকে কেটে যাবে আরও একটি বছর... হয়ত এই ভাবেই শেষ হয়ে যাবে আমার বরাদ্ধকৃত সময় টুকু....আর যদি একবার ফিরে জেতে পারতাম সেই চার নম্বর বাসের 2 সিটে বসে সেই প্রিয় 40 মিনিট আবার জিইয়ে নিতাম ।
ডিসেম্বর মাস আসলেই যে গানটার কথা বারবার মনে পড়ে যায়........ স্মৃতি রেখে গেলাম আজ 1 ডিসেম্বর, 2024 । আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি..............
অম্লজান এর সচ্ছতার মতো আবেগি হয়ে গানের নেশায় কিভাবে বিভোর থাকতাম...আজ থেকে হয়ত ১৭ বছর পর নতুন কেও এসে দেখবে আমার আবেগের কথাটা...যাদের কাছে আমি পূরাতন নামে পরিচিত.......আবেগের ক্রান্তিলগ্নে বসে থাকে আমার কাচখন্ডের সপ্ন......
তিনটি বছর ধরে গানটি শুনছি ,, তিন বছরে কত কিছু পাল্টে গেলো ,, কত কাহিনী বদলে গেলো , তবে মুখচোরা পার্টি র সাজানো হাসি , ডিসেম্বর এর পর বসন্তের না আশা কুয়াশার ছদ্ম নাম , হৃদয় এর ক্ষত গুলো পাল্টে গেলনা ,, এখনও উষ্ণতা বিকেলের ট্রাম খুচ্ছে।
ডিসেম্বর আমার কাছে সবসময়ই অনেক প্রিয়। সকল ভালো লাগা এখনেই শুরু আবার এখানেই কেমন যেন শেষ হয়ে গেছে। তোমায় অনেক ভালোবাসি আমার বাচ্চা টা। হয়তো এজন্যই এই বিচ্ছেদ জরুরি। ডিসেমৃবর তুমি সবসময়ই আমার প্রিয়।
আমার শহর ঢাকা এবং আপনার শহর কলকাতা আসলে একই ধাঁচের ভিন্ন দুটি শহর। কেউ কারো সমকক্ষ নয়, প্রতিদ্বন্দ্বীও নয়। দুই শহরেরই নিজস্ব আলাদা টান আছে। কলকাতা আসলেই টানে!! একবার গিয়েছিলাম! বারংবার যাবো, আবার আমার তিলোত্তমা ঢাকায় ফিরে আসবো!!
ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই... বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই... ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়..... প্রাক্তন ভালোবাসা নিয়ে... প্রাক্তন কলকাতায়....সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার কলকাতায় ... 😌 ❤️ তুমি কোনোদিন আমার হয়েও হলে না তবু যেনো ....... এই গানটাতে ভীষণ অদ্ভূত ভাবে প্রতিনিয়ত তোমায় খুঁজে পেয়েছি..... এই গানটাও এই মাসটার মত অদ্ভূত...... ডিসেম্বর🍂....... ভালোবাসার মাস, _বিচ্ছেদের মাস_ , পুনর্জীবনের মাস, _নিরাময়ের মাস_ , নতুন কিছু শুরু করার মাস,নতুন শীতের ভোরের মাস ```( ডিসেম্বর না এলে হয়তো পুরনো কিছু পেরিয়ে এসে নতুন কিছু শুরু হওয়ার উত্তেজনাটাই থাকত না)``` 🥀🍁 *December* 🍂...... The month of love, _the month of separation,_ the month of rebirth, _the month of healing,_ the month of starting something new, the dawn of new winter ```(If December had not come, the excitement of overcoming the old and starting something new would not have existed)```🥀🍁
ডিসেম্বর মানেই অন্যকিছু। ডিসেম্বর মানেই আমার সমাপ্ত ভালোবাসার রঙিন মূহুর্তগুলো । ডিসেম্বর মানেই আমার প্রাক্তনের সাথে কাটানো জীবনের সবথেকে সেরা কিছু সময়। যেখানেই আছো ভালো থেকো প্রিয়🖤 কমেন্ট টা রেখে গেলাম ! (২৪ অক্টোবর ২০২১)🥀
আমি কলকাতা থেকে দূরে এক মফস্বলে থাকি, বহুবার বাসে করে কলকাতা যাতায়াত করেছি। সেবারের কথা বড় বেশি মনে পড়ে যেদিন ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে উদ্যত গাড়ির লাইন টপকানোর অপেক্ষায় হঠাৎ পেছন থেকে কানে এসেছিল, "অলি... আর কোনোদিন দেখা হবে না বল্? একবার বলে দে... আমি চলে যাব।" মেয়েটি শুধু বলেছিল "কেন বারবার একই প্রশ্ন করিস? তুইও জানিস, আমিও... যে এটাই আমাদের শেষবার একে অপরের জন্য বাসে ওঠা..." আমি কোনদিন এই ঘটনার পরিণতি জানতে পারিনি, মানিকতলা গামী এক বাসে তাদেরকে হারিয়ে যেতে দেখেছিলাম আজীবনের জন্য... সেটাও ছিল ডিসেম্বর... সত্যিই, " সব শীতের শেষে বসন্ত আসে না 💔"...
গানটির প্রতি এত্ত এত্ত ভালোবাসা আমার যা ধারনার বাহিরে। হাজার বার শুনেছি তবু শুনতে ইচ্ছে করে। গানটির ভিতরে,এত আবেগ,এত ভালোবাসা,এতো নরম কষ্ট যা সব মিলে একাকার করেছে
ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই ... সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না ... এভাবেও ফিলিংস প্রকাশ করা যায়?? শুধু হারিয়ে গেলাম ডিসেম্বরের কোলকাতায় কোন দিন যেতে পারলে খুব মিস করবো কোলকাতাকে। ভালো থেকো কোলকাতা বাসি রা।
We don't realize, but in a blink of an eye, everything changes. The strongest love fades away like it was never even real. And that's when life hits us hard. We lose people, we get replaced, and watch our favourite ones fall out of love from us and there's nothing we can ever do about it. No matter how much we try to hold on, they just slip away from us. And we're just left numb in the middle of a dark night, all alone, not knowing where to go. We get lost amidst an isolated island, and don't know how to come back home
২০২২ এর ডিসেম্বর চলে যাচ্ছে শুধু গানের প্রতিটা লাইন এখনো হৃদয়ে লেগে আছে। কানে এয়ারফোন লাগিয়ে প্যান্টের পকেটে হাত গুজে পিচঢালা রাস্তায় হাটতে হাটতে গানটা শুনলাম। ডিসেম্বর পরিবর্তন হয়নি পরিবর্তন হয়নি গানের লাইন আগের মতোই আছে। গানটা শুনলেই ইচ্ছে জাগে কোলকাতা যাবো, একদিন আসলেই যাবো উপলব্ধি করার জন্য।
আসলেই ডিসেম্বর আর শীত অদ্ভুত! সবসময়ই ভয় পেতাম তাকে হারানোর! অবশেষে সেই ডিসেম্বর আমার থেকে তাকে কেড়ে নিলো। হারিয়ে ফেললাম তাকে! আগামী ৩০ ডিসেম্বর সে অন্য কারো হতে চলেছে! আসলেই ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়!💙
ডিসেম্বর মানে বিচ্ছেদ , ডিসেম্বর মানে না বলা অনেক কথা। আমার কাছে ডিসেম্বর মানে ২০১৫ সালে তোমাকে পাওয়া । আমার কাছে ডিসেম্বর মানে শীতের সকালে তোমাকে আজও খুজে ফেরা।। হয়তো আরও ৩০ টা ডিসেম্বর আসবে কিন্তুু তোমাকে ফিরে পাওয়া হবে না।। আজও এই ডিসেম্বর এহ প্রক্তন কে খুঁজে ফিরি।🍂
একজন প্রিয় মানুষের কাছ থেকে গানটার নাম শোনা..তখন লিরিক গুলো বুঝিনি! অথচ তারপর বছরের পর বছর পেরিয়ে গেলো.. প্রতি ডিসেম্বরে এই গানটা শোনার জন্য অপেক্ষায় থাকি!!🖤
এই ডিসেম্বরে শীতের রাতে একলা হেঁটে যেতে যেতে মনে হয় ফিরে যাই নিজের শহরে কিন্তু ভালোবাসা যেখানে ধ্বংসস্তূপ, সেখানে যেতেও পারা যায়না!বসন্ত কি সত্যিই আসে? এত ভালো লাগছে গানটা!বার বার শুনছি আর মাথার ভিতর কি যেন একটা হচ্ছে!
রাত ১২ টা ১৯। প্রতিটি ডিসেম্বর এ নিজেকে খুঁজে পাই নতুন করে। ❤️ আমার জন্মদিনে নতুন করে পাই নিজেকে, প্রতিবছর শিখতে থাকি দুঃখ লোকানোর শিক্ষা। আর হয়তো অপেক্ষা করতে হবে না। এই বছর শেষ 🫠❤️
Wow❤
Best of luck
ডিসেম্বর 😅
সত্যিই অছাম ব্রো ❤
আজ ২০২৪ সালের ডিসেম্বরের ১তারিখ। তাই গানটির কথা খুব করে মনে পরলো।
ঠিক ১২টায় গানটা শুনলাম, অনেকটা জন্মদিনের শুভেচ্ছার মত। ২০২৪ এর ডিসেম্বরে কেকে শুনছেন??
আহা ডিসেম্বর তুমি কেন এত স্মৃতি বিজড়িত?
মিস করি সেই শৈশবের স্কুলজীবনের ডিসেম্বর গুলো 🥹
জানুয়ারি মাস,শীতের বিকেল, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া,কানে হেডফোন, ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া, কিছু স্মৃতি + এই গান!
আহ জীবন সুন্দর ✨🌸
2024 er December a eshe k k sunshen like din 😊
১২.০০ এ শুনতে শুরু করলাম
Ami
Ami😊
Ami..
Ami
২ বছর হলো এই গানটার সাথে আমি পরিচিত। ঠিক ২ বছর আগেই ডিসেম্বরে নিজ শহর ছেড়ে ঢাকায় এসেছিলাম হলিক্রস এডমিশন টেস্ট দিতে। তখন থেকে কলেজে ভর্তি, ইন্টার পাশ করা, আর এখন ডিসেম্বরে কিছু প্রিয় বান্ধবীদের সাথে এডমিশনের প্রিপারেশন নিচ্ছি। ২ টা ডিসেম্বর একই বান্ধবীদের সাথে কাটিয়েছি। হয়তো সামনের ডিসেম্বরে একসাথে থাকা হবে না। ভাগ্য আমাদের আলাদা গন্তব্যে পৌঁছে দিবে। সবাই হয়তো একই শহরে চান্সও পাব না। তখন এইভাবেই...
জানি আলোয় ভিজবে চেনা পার্ক-স্ট্রিট,
তবুও টেক্সি ধরবে তুমি এয়ারপোর্ট,
নিয়ে স্যুটকেস ভর্তি শূন্যতা...
হাতছানি দিবে অন্যশহর.....!
কিন্তু আমৃত্যু আমি আমাদের এবারের ডিসেম্বরের কথা মনে রাখব। মনে রাখব নৌরীন, মুন্নী, স্বপ্ন তোদের কথা। কত শত হতাশা, দু:খ-কষ্ট একসাথে পার করলাম। দোয়া করি সবাই ভালো জায়গায় চান্স পা। জীবনটা অনেক সুন্দর যেন হয় সবার। যেন আবারও তোদের কথা মনে পড়লে হুটহাট প্রতি ডিসেম্বরে একসাথে বসে এই "ডিসেম্বরের শহরে" গানটি শুনতে পারি...!!
৩ ডিসেম্বর, ২০২৪!!🌸
২৩ এ আমাদের পরিচয় , আগের ডিসেম্বরে ছুটির দিনে আমরা প্রত্যেকে বাড়ি ছিলাম । শীতের আমেজে মূখরিত পরিবেশে পরিবারের সাথে কাটানো সময়গুলো সত্যিই অসাধারণ তাই প্রত্যেকটা ডিসেম্বর আমার কাছে স্মরণীয় কিন্তু এবার ২৪ এর ডিসেম্বর আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ।আমার ক্ষুদ্র জীবনের পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আমরা ৪ জন একসাথে , এই ব্যস্ত সময়ে আমার জীবনের সুন্দর মুহূর্ত হয়ে থাকবে আজীবন । এই ডিসেম্বরে কতশত হতাশা দুঃখ আমার মনে দানা বাঁধলে তোদের পাশে থাকার কারনে আমার ব্যাকুল হৃদয় হয়েছে শান্ত । হাস্যজ্বল মুখে যখনই পড়েছে চিন্তার ছাপ, পেয়েছি আমি তোদেরকে পাশে । জীবনের জটিল সমীকরণে আমি বাগানের তিনটি ফুলকে বন্ধু হিসেবে পেয়েছি । জীবনের কঠিনতর মুহুর্তে শুভ্রতা ছড়িয়ে সরল পথে এগিয়ে চলো বান্ধবীরা। ভবিষ্যতে আবার ও আমরা ডিসেম্বর এ একসাথে আড্ডায় বসে এই গানটি শুনবো ।
apu amio crossian.doa koiro.tomar jonno onek onek suvokamona roilo.🌸
Just college ta notre dame ar shob ek ii💔
আজকে 2024 এর ডিসেম্বর 1 তারিখে এই গানটাই শুনলাম এইটা মনে করিয়ে দিচ্ছে এ বছরের অপাপ্তির কথাগুলো 🥺
😢💔 7 ডিসেম্বর 2024 আজ
ঠিক ২ বছর আগের কথা 💔💔
@@MahadiHasan-cm3rm 14 december
7 dec amr birthday😅😅
সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না,
সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার
কলকাতায়।❤
জানিনা কেন ডিসেম্বর মাস এলেই এই গানটার কথা instantly মনে পড়ে যায় 🖤
আজকে ডিসেম্বর মাসের ১ তারিখ সকাল বেলা, হাতে এক কাপ চা with ডিসেম্বরের শহরে ।
Uss..🥰
Sotyi etai ovyas hoye geche
অনেকদিন শোনা হয়নি গানটা, হঠাৎই মনে পড়ল এখন ডিসেম্বর। আর ডিসেম্বর মানেই ডিসেম্বরের শহর! ❤
Same
আমারও এমনই মনে হয়েছে।
Same❤
Right bro
তোমার music taste অসাধারণ । কারণ তুমি এই গানটা শুনছো
Great💙
টেস্ট পুরা সাবজেক্টিভ। ভালো খারাপের কোনো মানদণ্ড নেই।
লাইফটা সুন্দর ছিল ২০১৯ এর ডিসেম্বরে 😢😢
2019 er por ar aktaw valo December ashe nai..ar kokhono ashbeo na 😅
১৯ এর ডিসেম্বরে আমার আমি ছিলাম। আর তারপর আমার আমি'টাকে আর ধরে রাখতে পারিনি।
প্রতিটা লাইন মনে দাগ কেটে যাচ্ছে। শুনেই যাচ্ছি মনে হচ্ছে এই তো আমি।আমার আমি টা গানের সাথে মিলে একাকার হয়ে যাচ্ছে। কোলকাতা যাবো একদিন। আসলেই ঘরে ফিরার অভ্যাস আমার নেই।🙂
Same💔
যতবার গানটা শুনি ততবার নিজেকে আমি খোজে বেড়াই এই শহরে🙂
কলকাতা যাওয়ার সৌভাগ্য হয়েছিল একবার❤️
সত্যিই কলকাতা একটা আবেগময় শহর❤️🥀
কলকাতার মতো আমাদের ঢাকাও আবেগময় শহর। আসলে যার যেখানে বেড়ে ওঠা সেটাই রহস্যময় যাদুর শহর।😌
@@tasminrahman327 এই শহর, যাদুর শহর💔
🙂 same here
Hmmm
২৩ ডিসেম্বর আহা 😅
জীবন বড় অদ্ভুত। কোনোদিন ভাবিনি জীবনে কেউ আসবে,আসলো যখন আবার এই ডিসেম্বরেই চলে গেল।কেন আসলে?
আমি তো একাই ভালো ছিলাম, এখন এই শূন্যতা যে বড্ড কঠিন
"সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না"
হেডফোন কানে লাগিয়ে এই গানটা উপভোগের জন্য হলেও কোলকাতা যেতে ইচ্ছে করছে। যাদুর শহর ঢাকা থেকে ভালোবাসা নিও প্রাক্তন কোলকাতা।
আমি আবার শীত এ গাণটি শুণছি
Amio
আর আমিও🤘🖤
এইতো আবার শীত এসে গেলো.......সেই মধুর স্বাদ!
right
ঠিক ১ বছর আগে এই ডিসেম্বর এ গানটি শুনেছিলাম. আর আজ আবার মনে হলো আজ তো ডিসেম্বর!
আবার চলে এলাম☺️
২ বছর 'রংপুর' শহর টার সাথে সখ্যতা! কিন্তু তার ইতি টানতে হলো এই ডিসেম্বরে!
৩ ঘন্টা এই গানই শুনছি, প্রতিটা লাইন যেন অনুভূতি দিচ্ছে আমার জীবনে এই শহরের অস্তিত্বের!
খুব বেশি মনে হচ্ছে, আর তো আসা হবে না, আর এভাবে চলা হবে এই শহর টায়!
'ঘরে ফেরা অভ্যাসে নেই, আর পিছু ডাকা তার সিলেবাসে নেই'
ভালো থেকো রংপুর
Rangpur....
Rangpur 🖤
আমি ১ বছর ছিলাম রংপুরে কিন্তু আজও ভুলতে পারছি না সেই পুরনো দিনের কাটানো সময় গুলো খুব খুব মিস করছি । ভালোবাসি রংপুর শহর 🖤
ঢাকা থেকে রাতের বাসে পাবনা আসছি আর জানালার দিকে তাকিয়ে কানে হেডফোন দিয়ে ডিসেম্বরের শহর শুনছি, আহ কি অনুভূতি!০১-১২-২০২৪❤️
Uss moment
Jodi tui chole jash kono din.. Ei gaan ta Toke diye dibo..! Dhaka aar Kolkata meele mishe jacche ei gaan tar kaache..! 🖤🖤🖤
ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়-🌻🖤
ডিসেম্বর এর শহর'❤️✨
-যদিও এখনো শীত আসেনি।
তবুও গানটা আছে পুরো শরীর আর মস্তিষ্ক জুড়ে।
জয়দেবপুর, গাজীপুর থেকে প্রানের শহর কুষ্টিয়া।
ট্রেনে প্রায় ৬ ঘন্টার জার্নি।
স্টেশনে ১ ঘন্টা আগে এসে বসে আছি।
"সাথে চেনা বন্ধু আর চেনা নিকোটিন"
কানে হেডফোন লাগিয়ে গাজীপুরকেই কলকাতা মনে করে গানটা শুনতে শুরু করলাম।
দীর্ঘ ৬ ঘন্টার জার্নিতে এক মিনিটের জন্যেও গানটা চেঞ্জ করিনি।
সারাটা পথ গানটা শুনতে ছিলাম।
এক মূহুর্তের জন্যেও বিরক্ত লাগেনি।
মাস খানেক পর আসবে ডিসেম্বর।
পুরো একটা হতাশা আর শূন্যতা নিয়ে।
২০১৭ সালের ডিসেম্বরে প্রিয় মানুষটাকে শেষ দেখেছিলাম।
ক্যান্সারের লাস্ট স্টেজে গিয়ে কলকাতা শহরেই তার জীবনযুদ্ধ থেমে যায়।
আসছে সেই ডিসেম্বর হয়তো এবার নতুন কিছু নিয়ে।
আবার এবারের ডিসেম্বরেই স্যুটকেসে ভর্তি শূন্যতা নিয়ে প্রিয় শহর, প্রিয় দেশ,পরিবার, চেনা বন্ধু, চেনা নিকোটিন,
সবশেষে প্রিয় মানুষটাকে রেখে চলে যাবো নিজের স্বপ্ন পূরনের লক্ষে ইটালি!🙂
জানিনা ওখান থেকে একবুক হতাশা আর শূন্যতা নিয়ে দেশে ফেরা লাগবে কি না'!😓
আল্লাহ ভালো জানে কপালে কি আছে।💔
-সব শীতের পরে হয়তো বসন্ত আসলেও আমার আমাদের মনের মতো বসন্ত আসবে না।🙂
-প্রিয় মানুষটার হাসিমাখা মুখ দেখলেই কেনো জানিনা নতুন করে অনেকদিন বাচতে ইচ্ছে হয়।
কি আর করা
" ঘরে ফেরা তার অভ্যেসে নেই।
আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই"
এই লাইনটা আমাকে বার বার শেষ করে দেয়।
মৃত মানুষ কখনো ঘরে ফেরেনা।
আর আমিও পেছনে তাকিয়ে মৃত মানুষটাকে আর পিছু ডাকি না"🙂💔
কুষ্টিয়ার মানুষ ভাইজান 🖤🌸
যেখানেই থাকুন ভালোথাকুন এই আশা রইল। মনের আশা যেনো পূর্ণ হয় 🌸
@@nafizuddin21 আহঃ ভাইয়া'😌🖤
বর্তমানে নবীনগর আছি।
আর হ্যাঁ অনেক ভালো আছি'☺️
আপনার জন্যেও দোয়া রইলো বর্তমান ভবিষ্যৎ এর জন্য।
যেখানেই থাকুন ভালো থাকুন'!❤️
জয়দেবপুর আসলে আবার দেখা করে যায়েন।
@@mdsadekulalam1569 ইনশাআল্লাহ ভাইয়া।🖤
আমিও কুষ্টিয়া থেকে জয়দেবপুর , গাজীপুর আসি. থাকি দেশিপাড়া এটাই কলকাতা..
আহা কি সুন্দর অনুভুতি 🙂
November মাসের শেষ দিন, রাস্তায় হাঁটছি আর পছন্দের গানটা শুনতেছি....মনে হয় এই পুরো মাসেই শুনবো 🖤
ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়....💔
"ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই
বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই"
অজান্তা'স মুভ।
আফটার অল সে ই সঠিক।
যার থেকে গান টা প্রথম বার শুনেছিল সে এখন আর জীবনে নেই ।দূরত্ব বেড়ে যায় সময় এর সাথে সাথে তবে সৃতি গুলো সেই এক ভাবেই থেকে যায় ।হয়তো আরো স্পষ্ট ও হয়ে ওঠে ।
কম হলেও ৫০০ বার এই গানটা শুনছি! কি যে মায়া গানটায়!
বাংলাদেশ থেকে ভালবাসা নিও❤
কলকাতায় কখোনো যাওয়া হয় নি, তবু এই গান শুনতে যেতে খুব ইচ্ছে করে।
ভালবাসা রইল ডিসেম্বরের শহর এবং সেই শহরের মানুষগুলোর জন্য। ❤️
১৯ এর ডিসেম্বর থেকে গানটা শুনেছিলাম।কী এক অনুভূতি!একদম একা ছিলাম।সিগারেট,বিষাদ,আমি আর এই গান! একেকটা লাইন একেকভাবে হৃদয় এফোড়-ওফোড় করে বেরোতো।যতবার শুনি,মনে হয় এই গানের শব্দগুলো এমন ক্যানো!কেউ দুঃখে থাকলে আর একান্তই নার্ভ উইক থাকলে কেউ সুসাইড করে বেরোবে।
Shotti ❤️
2024 এর ডিসেম্বরে কে কে শুনছেন
আরো একটা ডিসেম্বরের শুরু হলো এরকম কোনো একটা ডিসেম্বরে গানটা তোমায় দিয়েছিলাম। এরপর প্রায় চারটা বছর একসাথে কাটলো। আজ আবার এমন একটা ডিসেম্বর এলো যখন তুমি আমার পাশে নেই। ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়.... 💔
আহ ডিসেম্বর তুমি কেন এত সৃতি বিজড়িত?
মিস করি সেই শৈশবের স্কুল জীবনের ডিসেম্বর গুলো ২০১৩ ২০১৪
গানের প্রতিটা লাইন যেন স্মৃতির এক একটা স্বাক্ষী।
২০২২ এর ডিসেম্বরে এসেও এই গানটা প্রতিদিন শুনি। বেঁচে থাকলে হয়তো ২০৪২ সালের কোন এক শীতের সন্ধ্যায় কফির কাপ হাতে গানটা শুনবো।
ঠিক যেন এক অদ্বিতীয় ডিসেম্বর !!
ডিসেম্বর তো প্রতিবছরই আসে কিন্তু ঠিক যেন আগের মতন নয়।
"সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না ।।" - যেন মন ছুঁয়ে যায়...
"ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই"
এই লাইন দুইটা প্রত্যেকবার আমাকে ভীষণ ভাবে মনে করিয়ে দেয় তুমি কখনো আমার হবে না। কখনোই না! :")
Purnota sobai paynah...otopor: din ses e aka
যে থাকার সে মনের অজান্তেই থেকে যায়,
যে থাকবে না সে কোন ভাবেই থাকবে না।।
আমারও সেইম
ভয় পেয়ো না,তাফান্নুম আমি তোমার হবো।
asolei.. se ar kokhono asbe na ..tar poreo mone pore bar bar
গত ৫ টা ডিসেম্বরে আমাদের একসাথে থাকার সাক্ষী ছিল এই কলকাতা, এই ডিসেম্বরে আমরা প্রাক্তন🙃 তোকে dedicate করে একটা কমেন্ট রেখে গেলাম জানিনা কোনোদিন চোখে পড়বে কিনা "ভালো থাকিস খুব "🙃
নিয়ে স্যুটকেস ভর্তি শূন্যতা
হাতছানি দেয় অন্য শহর! ভালোবাসা বিচ্ছেদে যেনো রূপান্তর না হয় কারো। শূন্যতার গভীরতা যেনো ভালোবাসা হয় 😊
ডিসেম্বর আর ডিসেম্বরের কুয়াশায় মিশে যাওয়া, মানুষগুলোর কষ্টের এক অনবদ্ধ এবং যুগান্তকারী সৃষ্টি এই গানটি। 🥰
দেখতে দেখতে আরো একটা ডিসেম্বর । কুয়াশার মাঝে আরো একবার ভালবাসার শেষ ।আর কিছু পরেই জীবন থেকে কেটে যাবে আরও একটি বছর... হয়ত এই ভাবেই শেষ হয়ে যাবে আমার বরাদ্ধকৃত সময় টুকু....আর যদি একবার ফিরে জেতে পারতাম সেই চার নম্বর বাসের 2 সিটে বসে সেই প্রিয় 40 মিনিট আবার জিইয়ে নিতাম ।
ডিসেম্বর মাস আসলেই যে গানটার কথা বারবার মনে পড়ে যায়........
স্মৃতি রেখে গেলাম আজ 1 ডিসেম্বর, 2024 ।
আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি..............
এই গান খুজে পাওয়ায় আমি অনেক থ্যাংকসফুল।
বাংলাদেশ থেকে ভালোবাসা রইল দাদা❤️
প্রেম নেই ......বিচ্ছেদ নেই.... এমন সন্ধ্যাও নেই! তাহলে দীর্ঘশ্বাস কেন আসলো শুনতে শুনতে? মানুষ সম্ভবত প্রকৃতিগত ভাবেই বিরহে সুখ খুজে পায়!
কমেন্ট গুলো পড়তেছি আর গানটা শুনতেছি.. আর মনে হচ্ছে 'আরে.! এইটা তো আমি' ধন্যবাদ এত সুন্দর একটা গানের জন্য ❤️
২০১৫ এর ডিসেম্বরের শেষে তোমায় প্রথম দেখেছিলাম।শেষ ডিসেম্বরেও তুমি আমার পাশেই বসে ছিলে।তবে আজ দেখো আমাদের দূরত্ব কতোটা বেড়ে গেছে!
ডিসেম্বরের প্রথম রাত❤
খুব প্রিয় একজনকে মিস করার মাস😊
এই ডিসেম্বরে প্রথমবারের মতো গানটা শুনলাম..🥀
খুব ভালো লেগেছে...
অম্লজান এর সচ্ছতার মতো আবেগি হয়ে গানের নেশায় কিভাবে বিভোর থাকতাম...আজ থেকে হয়ত ১৭ বছর পর নতুন কেও এসে দেখবে আমার আবেগের কথাটা...যাদের কাছে আমি পূরাতন নামে পরিচিত.......আবেগের ক্রান্তিলগ্নে বসে থাকে আমার কাচখন্ডের সপ্ন......
কি আশ্চর্য
প্রতিটি লাইন হৃদয় কাপানো
'''পিছু ডাকা আমার সিলেবাসে নেই ''
❝ডিসেম্ববের শহর❞
এই গানটা আগে পুরোটা কখনো শুনি নি।
মাত্র শুনলাম।
মনে হচ্ছিলো কেন আগে এই গানটা শুনি নাই🙂
ঢাকা,কলকাতা এই দুই শহর মানেই ভালোবাসা, এই দুই শহর মানেই হাজারো বন্ধ দরজার আরালে লুকিয়ে থাকা স্মৃতি। 🖤🖤
আমরা ছিলেটবসিরা তো রোহিঙ্গা। আমাদের শহরে প্রেম নেই🥴🥴🥴
@@saifchoyon2613 ছিলেট না ভাই সিলেট 🙂
@@saifchoyon2613 🤣🤣
@@saifchoyon2613 ওটা বলিনি ভাইয়া 😅
@@saifchoyon2613 আপনারা কি আসামের পার্ট ছিলেন? এখানে অনেক Assamese লোকজন বলে
তুমি থাকলে এতো বিষন্ন সুন্দর গানটা হয়তো এতবার করে শুনে বার বার কপল ভেজাতে হতো না
ইতি,
তোমার ফেলে দেওয়া হিমু ❤
আজ ডিসেম্বরের প্রথম দিন 2024 ❤ , স্মৃতি রেখে গেলাম আজ 😊
কলকাতার প্রতি ভালোবাসা জন্মানোর জন্য এই একটি গানই যথেষ্ট ❤️
Love from Bangladesh 💖
" ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই
আর পিছুডাকা আমার সিলেবাসে নেই " 🖤
তবুও রয়ে যায়... চাওয়াপাওয়ার কিছু অলিখিত হিসেব,
যা আঁকড়ে ধরে বাঁচি আমি, তুমি, আমরা! 💌
ভালো লাগলো।
🥀🥰
তিনটি বছর ধরে গানটি শুনছি ,, তিন বছরে কত কিছু পাল্টে গেলো ,, কত কাহিনী বদলে গেলো ,
তবে মুখচোরা পার্টি র সাজানো হাসি ,
ডিসেম্বর এর পর বসন্তের না আশা
কুয়াশার ছদ্ম নাম ,
হৃদয় এর ক্ষত গুলো পাল্টে গেলনা ,,
এখনও উষ্ণতা বিকেলের ট্রাম খুচ্ছে।
প্রতি রাতে এই গান শুনি...জানি না কেন...এক অদ্ভুত সুন্দর গান...❤️
পুরো বছর অপেক্ষা করি কখন ডিসেম্বর আসবে আর কখোন এই গান টা শুনবো। পুরো বছরই শুনি কিন্তু ডিসেম্বর এ এই গান টা শোনার মজাটাই আলাদা।
তাকে রাখতে চেয়েও রাখতে পারিনি । কারণ একজনের কাছে একঘেয়ে থাকাটা তার সিলেবাসে ছিল না !
ইতি
অপ্রিয় অনুরাগ
😅💔
ডিসেম্বর আমার কাছে সবসময়ই অনেক প্রিয়। সকল ভালো লাগা এখনেই শুরু আবার এখানেই কেমন যেন শেষ হয়ে গেছে। তোমায় অনেক ভালোবাসি আমার বাচ্চা টা। হয়তো এজন্যই এই বিচ্ছেদ জরুরি। ডিসেমৃবর তুমি সবসময়ই আমার প্রিয়।
"ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই
বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই"❤️
এই ডিসেম্বর টা সারাজীবন থেকে যাবে মনের গভীরতায় এক ছোট্ট বাক্সে বন্ধুত্ত প্রেম সব শেষ হয়ে গিয়েছে এই ডিসেম্বর ও শেষ হয়ে গেলো
ডিসেম্বর প্রথম দিনে আবাও ফিরে আসলাম, প্রিয় গানে।
সকালের মিষ্টি রোদে বসে উপভোগ করছি ডিসেম্বরের শহর,,,,ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
ডিসেম্বর এর শহর অপেক্ষায় থাক পুরো বাংলা জুড়ে। অপেক্ষার হিসেব টা নাহয় কোনো এক বাসস্টপে বসেই করা যাবে শীতের চাদর মোড়া কোন এক সন্ধ্যায়।
আমার শহর ঢাকা এবং আপনার শহর কলকাতা আসলে একই ধাঁচের ভিন্ন দুটি শহর। কেউ কারো সমকক্ষ নয়, প্রতিদ্বন্দ্বীও নয়। দুই শহরেরই নিজস্ব আলাদা টান আছে।
কলকাতা আসলেই টানে!! একবার গিয়েছিলাম! বারংবার যাবো, আবার আমার তিলোত্তমা ঢাকায় ফিরে আসবো!!
(তিলোত্তমা) , বঙ্কিমচন্দ্রের ( দুর্গেশনন্দিনি )
ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই... বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই... ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়..... প্রাক্তন ভালোবাসা নিয়ে... প্রাক্তন কলকাতায়....সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার কলকাতায় ... 😌 ❤️
তুমি কোনোদিন আমার হয়েও হলে না তবু যেনো ....... এই গানটাতে ভীষণ অদ্ভূত ভাবে প্রতিনিয়ত তোমায় খুঁজে পেয়েছি.....
এই গানটাও এই মাসটার মত অদ্ভূত......
ডিসেম্বর🍂.......
ভালোবাসার মাস, _বিচ্ছেদের মাস_ , পুনর্জীবনের মাস, _নিরাময়ের মাস_ , নতুন কিছু শুরু করার মাস,নতুন শীতের ভোরের মাস ```( ডিসেম্বর না এলে হয়তো পুরনো কিছু পেরিয়ে এসে নতুন কিছু শুরু হওয়ার উত্তেজনাটাই থাকত না)``` 🥀🍁
*December* 🍂......
The month of love, _the month of separation,_ the month of rebirth, _the month of healing,_ the month of starting something new, the dawn of new winter ```(If December had not come, the excitement of overcoming the old and starting something new would not have existed)```🥀🍁
একটা গান কিভাবে এতটা দাগ কাটতে পারে মনে! নিশ্চয় কলকাতা শহর ঘুরে ঘুরে একদিন এই গান শুনবো ❤
খুব সুন্দর গান।
প্রতিটা লিরিক্সের গভীরতা অনেক বেশী।
অসাধারণ গান।
ডিসেম্বর আমার কাছে অন্যরকম অনুভুতি নিয়ে আসে। যেন আমি ডিসেম্বর এর জন্য সারাটা বছর বেঁচে থাকি।
ডিসেম্বর মানেই অন্যকিছু। ডিসেম্বর মানেই আমার সমাপ্ত ভালোবাসার রঙিন মূহুর্তগুলো । ডিসেম্বর মানেই আমার প্রাক্তনের সাথে কাটানো জীবনের সবথেকে সেরা কিছু সময়। যেখানেই আছো ভালো থেকো প্রিয়🖤
কমেন্ট টা রেখে গেলাম ! (২৪ অক্টোবর ২০২১)🥀
সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না
সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার। 🌸
লাইনটা মন ছুয়ে গেল।
সব ভালোবাসা ডিসেম্বর এসে কেনো যে শেষ হয়ে যায়।
2024,December is knocking at the door😊
কলকাতা এখনো যাওয়া হয়নি। গানটা যতবার শুনি ঢাকায় বসে কলকাতার একটা ফিলিং পাই। ভালোবাসা সকল বাঙালির জন্য ❤️
আমি কলকাতা থেকে দূরে এক মফস্বলে থাকি, বহুবার বাসে করে কলকাতা যাতায়াত করেছি। সেবারের কথা বড় বেশি মনে পড়ে যেদিন ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে উদ্যত গাড়ির লাইন টপকানোর অপেক্ষায় হঠাৎ পেছন থেকে কানে এসেছিল, "অলি... আর কোনোদিন দেখা হবে না বল্? একবার বলে দে... আমি চলে যাব।"
মেয়েটি শুধু বলেছিল "কেন বারবার একই প্রশ্ন করিস? তুইও জানিস, আমিও... যে এটাই আমাদের শেষবার একে অপরের জন্য বাসে ওঠা..."
আমি কোনদিন এই ঘটনার পরিণতি জানতে পারিনি, মানিকতলা গামী এক বাসে তাদেরকে হারিয়ে যেতে দেখেছিলাম আজীবনের জন্য... সেটাও ছিল ডিসেম্বর... সত্যিই, " সব শীতের শেষে বসন্ত আসে না 💔"...
গানটির প্রতি এত্ত এত্ত ভালোবাসা আমার যা ধারনার বাহিরে। হাজার বার শুনেছি তবু শুনতে ইচ্ছে করে। গানটির ভিতরে,এত আবেগ,এত ভালোবাসা,এতো নরম কষ্ট যা সব মিলে একাকার করেছে
গান টা এই প্রথম শুনলাম ❤ কিন্তু এই প্রথম শোনাতেই এক আকাশ সমান ভালো লাগা জন্মে গেলো গান টার প্রতি🌼💫
সব শীতের শেষে হয়তো বসন্ত আসেনা,
সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার।❤️
ডিসেম্বরের শুরুতেই গানটাকে স্মৃতি হিসেবে রেখে গেলাম।
এই ডিসেম্বরটা আগের ডিসেম্বরের তুলনায় অনেক বেশি স্পেশাল,, এই ডিসেম্বরে অনেক কিছুই হইলো....!! জানি না সামনের ডিসেম্বর পর্যন্ত ঠিক থাকবে কি না...!! ♥️💗
Amar o chilo...r thakbena
প্রিয় ডিসেম্বর!
এই ভাবেই থেকে যাবে হাজারো ডিসেম্বর অপেক্ষায়❤
তাকে ঘৃণাতে রাখিনা; প্রার্থনাতেও না! যে ছেড়ে গেছে, সমস্ত অধিকারের গল্প মুছে ফেলেই ছেড়ে গেছে; সে আমার কেউ না!❤️
ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই
আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই
ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই ...
সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না ...
এভাবেও ফিলিংস প্রকাশ করা যায়??
শুধু হারিয়ে গেলাম ডিসেম্বরের কোলকাতায়
কোন দিন যেতে পারলে খুব মিস করবো কোলকাতাকে। ভালো থেকো কোলকাতা বাসি রা।
We don't realize, but in a blink of an eye, everything changes. The strongest love fades away like it was never even real. And that's when life hits us hard. We lose people, we get replaced, and watch our favourite ones fall out of love from us and there's nothing we can ever do about it. No matter how much we try to hold on, they just slip away from us. And we're just left numb in the middle of a dark night, all alone, not knowing where to go. We get lost amidst an isolated island, and don't know how to come back home
২০২২ এর ডিসেম্বর চলে যাচ্ছে শুধু গানের প্রতিটা লাইন এখনো হৃদয়ে লেগে আছে।
কানে এয়ারফোন লাগিয়ে প্যান্টের পকেটে হাত গুজে পিচঢালা রাস্তায় হাটতে হাটতে গানটা শুনলাম। ডিসেম্বর পরিবর্তন হয়নি পরিবর্তন হয়নি গানের লাইন আগের মতোই আছে।
গানটা শুনলেই ইচ্ছে জাগে কোলকাতা যাবো, একদিন আসলেই যাবো উপলব্ধি করার জন্য।
2024 এ এসে এখনো শুনে যাই, কমেন্ট করে গেলাম কেউ লাইক দিলে নোটিফিকেশন পাওয়া মাএ শুনতে আসবো ❤😘
Comment korlam jate notification ta bhalo kore jay 😊
Mone koriye dilam....🥰
আসলেই ডিসেম্বর আর শীত অদ্ভুত! সবসময়ই ভয় পেতাম তাকে হারানোর! অবশেষে সেই ডিসেম্বর আমার থেকে তাকে কেড়ে নিলো। হারিয়ে ফেললাম তাকে!
আগামী ৩০ ডিসেম্বর সে অন্য কারো হতে চলেছে!
আসলেই ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়!💙
তারা প্রেমিক তোমার তবু মানব বোমার মতোই তারা নিষ্পলক🖤🌸
আহ কি উক্তি 🖤
Moner kotha ❤️
This line " সব শীতের শেষে হয়তো বসন্ত আসেনা " Just awesome😍💗
The month is incomplete without this song every year last mouth this song always listening🙇🌸
December ar sohor ar jonno 1 ta year opekha kore ajke abr December ar sohore gan ta sonci ❤️
ডিসেম্বর মানে বিচ্ছেদ , ডিসেম্বর মানে না বলা অনেক কথা। আমার কাছে ডিসেম্বর মানে ২০১৫ সালে তোমাকে পাওয়া । আমার কাছে ডিসেম্বর মানে শীতের সকালে তোমাকে আজও খুজে ফেরা।।
হয়তো আরও ৩০ টা ডিসেম্বর আসবে কিন্তুু তোমাকে ফিরে পাওয়া হবে না।।
আজও এই ডিসেম্বর এহ প্রক্তন কে খুঁজে ফিরি।🍂
আমার কাছে নভেম্বর মানেই বিচ্ছেদ
Same bro 30 December 💔
একজন প্রিয় মানুষের কাছ থেকে গানটার নাম শোনা..তখন লিরিক গুলো বুঝিনি!
অথচ তারপর বছরের পর বছর পেরিয়ে গেলো..
প্রতি ডিসেম্বরে এই গানটা শোনার জন্য অপেক্ষায় থাকি!!🖤
নিয়ে সুটকেস ভর্তি শুণ্যতা
হাতছানি দেয় অন্য শহর.
ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই,
আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই;
ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই ❤️🌼
এই ডিসেম্বরে শীতের রাতে একলা হেঁটে যেতে যেতে মনে হয় ফিরে যাই নিজের শহরে কিন্তু ভালোবাসা যেখানে ধ্বংসস্তূপ, সেখানে যেতেও পারা যায়না!বসন্ত কি সত্যিই আসে?
এত ভালো লাগছে গানটা!বার বার শুনছি আর মাথার ভিতর কি যেন একটা হচ্ছে!
সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না
সম্পর্কের ধ্বংসস্তূপ 🖤
ডিসেম্বরের শহরে যেন পূর্ণতা থেকে অপূর্ণতা- ছবি, গল্প, কথা ভেসে বেড়ায়। কি বিষন্ন সুন্দর এই মাস। আর কি সুন্দর এই গান ডিসেম্বরে শহরে।❤️💔🙂
ডিসেম্বরের শহরে যেন পূর্ণতা থেকে অপূর্ণতা পাওয়ার গল্প, ছবি,কথা ভেসে বেড়ায়
কি বিষন্নতা সুন্দর এই মাস টা
আর কি সুন্দর এই গানটা ডিসেম্বরে শহরে 💔🙂🥀
কাল ডিসেম্বর ২০২২ শুরু! আজও খুব কাছ থেকে দেখি তোমায়। এ গান ছাড়া আর আপন কিছু নেই আমার
দেখতে দেখতে আরো একটি প্রিয় ডিসেম্বর। আমরা আবারও কোনো এক ২৩ এর ডিসেম্বর আবির্ভুত হলাম। 🖤🌸
নিয়ম করে প্রতি ডিসেম্বর মাসেই গানটা শুনি ❤️
ডিসেম্বর মাস টা কেমন যেন... কোনো ভালো বাসার শুরু বা শেষ ...
নৃত্য নতুন মানুষের সাথে আলাপ আলোচনা.....হয়ত বা পুরনো মানুষ টা কে খোঁজা ....😌💔
What a lyrics !
Now I can absolutely feel this song .
We fight over cricket.But we are bonded in the side of art and culture.
Love from Dhaka ❤❤❤❤
Is the singer/song writer from India?
আহা হৃদয় ছুঁয়ে গেলো প্রতিটা লাইন...!
গানটা ভীষণ প্রিয়, আসলেই সব শীতের শেষে বসন্ত আসেনা 🖤