হালদা নদীর পাড়, যেখানে মিঠা পানির ডলফিন দেখা যায়। আজিমের ঘাট রাউজান।

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ডলফিন দেখতে কার না মন চায়! আর তা যদি হয় বাংলাদেশের কোন এক স্থানে তাহলে তা অবশ্যই আনন্দের বিষয়। হালদা নদীতে রয়েছে মিঠা পানির ডলফিন। বেশির ভাগ সময় রাউজান উপজেলার আজিমের ঘাটে মিঠা পানির ডলফিনের দেখা মিলে। স্থানীয় ভাষায় এদের উত্তুম মাছ বলে চেনে। সেখানে গিয়ে ডলফিনের দেখা না মিললেও উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক এক নদী হালদা নদী। পরিবেশটা খুবই সুন্দর উপভোগ করার মতো। পার্কের মত ব্যবস্থা রয়েছে সেখানে। তাছাড়াও নৌকা করে ঘুরতে পারবেন হালদা নদীতে।
    #হালদানদী #ডলফিন #মিঠাপানিরডলফিন #আজিমেরঘাট #রাউজান #হালদানদীরপাড়

Комментарии • 1