Apnara jemon vabe bolchen uno ar pokkho Niye tate mone hoy apnar maa ke khub bokti koren r baki r kore na. Oi kol tar o maa ache oi lok ta o maa ke somman kore amra sobai somman kori maa ke. But meye ta jemon vabe bolche tate to mone hoy na ata kono news ar bishoy but ghotona ta viral hoye geche. Tar mane bujte hobe meye ta obisshoi valo achoron kore nai kothar bochon bonggi bage chilo. Hoyto meya ta asha korchilo take madam bolte hobe but lok ta apu bolche. Tai khepe giye bolte pare maa bole dakben. R akhon ki shondor vabe somadaner kotha bollo tate uno ar kono dosh e nai.
@SaiKaT HaSaN uno jonogoner kormochari. R jonogon holo malik. To ,sir ke kake bolbe seta ekta nitimala thaka dorkar. Uno ra ki senior citizens der sir bolte pare na?
ইউ এন ও আসলে চেয়েছিলো তাকে ম্যাম/স্যার সম্বোধন করতে,,,। আপা বলাতে তাই তার সম্মানে লাগে এবং ভাব বেড়ে যায়,। এজন্য তাকে রেগে মা বলতে বলেন,,। এটাই বাস্তবতা
আপনি বুঝেন নি,,, মা ডাকতে বলেছে ঠিকই,, কিন্তু ভিতরে ভিতরে স্যার শব্দ শুনার জন্য প্রস্তুত ছিলো, ঐ মহিলা,, মুখ ভেঙে না বলে,,,মা ডাকার দোহাই দিয়ে ইঙ্গিত দিয়েছিলো।
লোকটি ওনার বাবার বয়সের নন। লোকটার বয়স ৪৫ বছর আর ইউএনও এর বয়স কমপক্ষে ৩০ বছর। তারমানে লোকটি ইউএনও এর চাইতে ১৫ বছরের বড়। আর ১৫ বছর বয়সে কেউ বাবা হয় না। চাচা, মামা হলে হতে পারে। এখানে যেটা হয়েছে সেটা হলো ইউএনও এর ইগো সমস্যা 🙄
@@monowarhossain3387 Exactly, he should have written, "what office is". But you should've also written your name in a proper way (each word should be capitalized). NB: I'm not supporting that previous guy. It's formal to address as "Ma'am" or "Sir" in office but if the officer allows, you can definitely use any other word to address him/her.
এমনি ওর অহংকার বেশি,,স্যার ছারা কিচু বললেই রেগে জায়,,,, এসব ওর কৃতকর্মের ফল,,,, এখন বলে মা ডাকলে কি হয়,,কতো সুন্দর করে বলে মিডিয়ার কাচে,,, নিশ্চয় নারীারা ছলনাময়ী,,,
অতি সামান্য একটা বিষয়কে বিভ্রান্ত করার আদৌ কি প্রয়োজন ছিলো? আমরা বাঙ্গালিরা যে তিলকে তাল বানাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি তার নজির আবারো ২০২১-এ এসে দেখা গেলো।
"এইটা এমন কি অপরাধ" আমি ত দেখি ঐ লোককে ভাল কথাই বলেছে। সুন্দর, মা বললে আরও আপন হওয়া যায়। কিন্ত অফিসে ম্যাডাম, স্যার এই সম্বোধন হবে।ঐ লোকের লজ্জা থাকলে ঐটা নেটে প্রকাশ করত না। আমরাও এখন কেমন জানি হয়ে গিয়েছি।
মাননীয় প্রধান মন্ত্রী তাকে আপা বা দাদু ডাকতে ছাএছাএীদের নির্দেশ দিয়েছেন তখন দোষ হয়নি এখন হয়।দোষ হতো স্যার বা ম্যাডাম বলার নির্দেশ করলে।মা ঢাকটিতে কোন দোষ নাই মধুর ঢাক।যে অভিযোগ করছে সে বেয়াদব।
আমি মনে করি আমাদের আপু অত্যন্ত ভালো মনের মানুষ তাই উনি মা ডাকতে বলেছেন আপুটিকে সম্মান করা উচিত। কারণ বাংলাদেশে নারীদের অনেক বেশি সম্মান করা হয়।দয়া করে এটাকে খারাপের দিকে নিয়ে যাবেন না।
আমার মা বয়সী ৩৫-৪০ বছর বয়সের মহিলা কে আন্টি বলেছিলাম উনি তখন রেগে আমার সাথে যে ব্যাবহার করেছিলেন আজ ও ভুলিনি। আর আজ অন্যা কিছু দেখছি, এটাই নারীদের সভাব।
ভাইরে আপনারা সবাইকে আমি বলি শুনুন।জামাল ভাইয়ের বাড়ির কাছে আমার বাড়ি।এই ইউএনও সবার সামনে রেগে গিয়ে উনাকে অপমান করেছেন আপা বলাতে। আর এই uno করোনাকালে অনেক খেটে খাওয়া মানুষদের সাথে খুবই দুর্ব্যবহার ও গায়ে হাত তুলেছেন।
বুইড়া লুচ্চামী করিবার চাহিয়া ছিলো কিন্তু পারে নাই তাই ভাইরাল করিয়াছে। কিন্তু এতে মা জননীর আরও সম্মান বৃদ্ধি পেলো। আলহামদুলিল্লাহ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
জনপ্রশাসন প্রতিমন্ত্রী কি কোনো সময় প্রশাসনিক ট্রেনিং নিয়েছেন? তাহলে তার এ ধরনের মন্তব্য করার কথা নয়। মন্ত্রী হলেও উনি যদি কখনো হাইকোর্টের দ্বারস্থ হন তখন কি বলে সম্বোধন করবেন?
মা ডাকলে সমস্যা কি বুঝেন না এরকম অনেক বালপাকনা মেয়ে আছে উনি যদি মা ডাকতো প্রথমে তাহলে বলে উঠতো আপনে আমাকে মা ডাকছেন কেনো তখন আবার আপনাদের মতো পাবলিক উল্টো বুঝতো তখন আবার আপনাদের মতো পাবলিক এখানে এসে কমেন্ট করতো মা ডাকার কি দরকার ছিলো আপা অথবা মেডাম ডাকতে পারতো
উনি 'মা' বলে ডাকতে বলছে। মা শব্দটি অনেক সম্মানের তাই অনেকের মতে তিনি খারাপ কিছু বলেন নি বা করেন নি। কিন্তু প্রকৃতপক্ষে তাকে ম্যাডাম বলে সম্বোধন না করায় তিনি এমনটা করেছেন। কেন, বোন শব্দটাও খারাপ নাকি? আচ্ছা যদি উনি মহিলা না হয়ে পুরুষ হতেন আর লোকটিকে রাগান্বিত হয়ে বলতেন আব্বা ডাকেন, তখনও কি সবাই সাপোর্ট করতেন??
মা ডাকে রাগান্বিত হয় নি বরং বোন ডাকাতে রাগান্বিত হইছে আর ক্যামেরার সামনে যেভাবে বলছে সেটাকে বিশ্বাস করার কোনো যুক্তি নেই আপনারা তো মানুষের মুখের কথায় বিশ্বাস করেন, মাথায় আল্লাহ বুদ্ধি দিছেন খালি ব্যাবহার করেন না। কেউ কি ক্যামেরার সামনে খারাপ হবে? আর বয়স্ক লোকটি বলছে রাগ দেখায়ছে। বয়স্ক ব্যাক্তি কি তাহলে মিথ্যে বলছে আর ইউএনও সত্যি বলছে? খুব সুনাম করলেন ইউএনওর নাকি কোনো বিবেক ঙ্গান বুদ্ধি ছাড়ায়।যত্তসব পাগল ছাগল। মানুষ মিথ্যেবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট সে যা শুনে বলে বেড়ায় বা সত্য হিসেবে বলে বেড়ায় - আল হাদিস্ম
ইউএনও সেটা ক্যামেরাই বলেছে, ইউএনও আসলেই কি মার্জিত ব্যাবহার করেছিলো কি না তা আপনি জানলেন কি করে?? আর বোন ডেকেছে বলে কি ইউএনওর যৈবঅনে ফাটা পড়ে গেছে নাকি। বোন ডাকলে ক্ষতি কি। এটা তো নিজের আঙ্কেল না। অপরিচিতকে ভাই বোন ডাকায় উত্তম। ভাই বা বোন মানে কি সমান সমান, নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য করে। আর অপরিচিত আঙ্কেল মানে কি করুণার পাত্র। অন্যজন আপনার আঙ্কেল হতে যাবে কেন। আঙ্কেল বললে সেটা আলাদা দায়িত্ব চলে আসে, অন্যজন আপনার কে হয়, মানুষে মানুষে যতোটুকু দায়িত্ব ভাই ভাই বা মানবতা। বয়সের পার্থক্য বেশি হলে সেটা ডাকা যায় তখন সেটা খারাপ লাগে না। দেখা গেলো ৪৫ উর্ধো হলে আর কিশোর যুবকেরা ২৫-২৭ এর নিচে যারা সেটা ডাকতে পারে।তাছাড়া খারাপ লাগবে সাভাবিক মানুষ সেটা লজ্জায় বলতে পারে না। অপরিচিতকে চাচা ডাকা কেমন অভদ্রামি। ইউএনওকে লোকটির বোন ডাকায় ইউএনওর যৌবঅনে ফাটা পড়ছে তেমনি নিজের দিক দিয়ে অন্যকে বিচার করা উচিত। ইউএনওর থেকে ওর বয়সের ডিফারেন্স কতোটুকু হবে সর্বোচ্চ ১০। মানুষের ২০-২২ বছরের বড় আপন ভাই বোন কতো আছে।আমাদের এখানেই আছে বড় ভাই বিয়া করে বাচ্চা পেলে বড় হয়ে গেছে ছোট বোনের বিবাহ হচ্ছে। লোকটি বয়স্ক বলে বোন ডাকাতে তার ইগোতে লেগে গেছে, মানে বোন ডাকার অধিকার নাই এজন্যই তো নিষেধ করেছে বাবাটা একটা অযুহাত। এটা অহংকার ছাড়া কিছু না।
মা - কতো সুন্দর একটা ডাক। এইটা পছন্দ হইলো না! মা ডাকতে বলাতে কি এমন পাপ হয়ে গেছে? স্যার ম্যাডাম তো আর ডাকতে বলেনি। কিছু কিছু ফাজিল মানুষের ভালো কথাও ভালো লাগে না।
অফিসিয়াল পরিবেশে ভাই/আপা/মা এসব মানায় না। কেউ আপত্তি না করলে সেটা তার উদারতা, কিন্তু আপনি স্যার/ম্যাম না ডাকলেও ভাই-আপা ডাকতে পারেন না। আর তাছাড়া কাউকে স্যার/ম্যাম ডাকলে আপনি ছোট হয়ে যাবেন না। আমাদের কথাবার্তায় সৌজন্যতাবোধ থাকা উচিত।
ব্যাবসায়ী কি ইউএনও র চাকরি করে যে ম্যাডাম ডাকতে হবে,,,? আর না হলে মা ডাকতে বলবে,,,?আর ভাইরাল চাইলেই হওয়া যায়,,,আপনিও তো ভাইরাল হওয়ার কমেন্ট করেছেন,,,চেষ্টা করে ভাইরাল হয়ে দেখেন,,,অথবা এই ব্যাবসায়ীর মত হয়ে দেখেন
তবে আপনার কি মনে হয় ওই ব্যবসায়ী ইউএনও এর খালাতো বা মামাতো ভাই লাগে যে তাকে আপা ডাকবে? ইউএনও এর বক্তব্য শুনছেন? বাবার বয়সী একজন আপা ডাকছে বলে তিনি মা ডাকতে বলেন, ম্যাডাম ডাকতে কিন্তু বলেন নাই। মা ডাকতে যদি এতটা সংকোচ তবে কোন হিসেবে আপা ডাকছে? আসল কথা হচ্ছে, লীগের ফায়দা নিতে না পেরে অভিযোগ করছে সেই ব্যবসায়ী। আর হ্যাঁ, আপনি নিজেই তো একই কাজ করলেন। কিন্তু দুঃখজনক ভাইরাল হতে পারলেন না। @Nirvik Muslimah
UNO সাহেব উচিত জবাব দিয়েছেন😄😄!!উনি "ম্যাডাম" কিম্বা "স্যার" বলতে পারতেন, একজন সরকারি কর্মকর্তা কি করে ওই প্রশাসনিক পদে থেকে "আপা" হন!!আর এটা কি কোন সংবাদ হলো!!
@@azmiislammukti4601 ওরা জনগনের সেবক। মানে জনগনের চাকর।জনগনের টেক্সের টাকায় ওরা চলে বেতন পায়। একজনে কান ধরে উঠবস করাবে আর এক জন ছাগল কে জরিমানা করবে ওরা মানুষ কে সম্মান দিয়ে কথা বলেনা। জনগনকে সম্মানের সাথে কথা বলতে হয়। এইসব নিয়ে জনগনের ভাবার সময় এসেছে।
ইয়নও যদিও মহিলা হয় তারপরও বলবো সাধারণ জনগণের ভাষা বলতো সবার চেয়ে উপদেশ দিতে যাবেন না অসংখ্য মানুষ আপনাদেরকে স্যার ম্যাডাম সম্বোধন করে সেগুলো নিয়ে তো কোনো কথাই নেই আপা বললো তেলেবেগুনে জ্বলে উপদেশ দেওয়ার প্রয়োজন কি সবার থেকে ম্যাডাম আশা করা ভুল কর্মের খাতিরে অনেক কিছু মেনে নিতে হয় ।
মা ডাকতে বলা এটা কোনো দোষের কিছু না। আর যারা এতো পড়ালেখা করে এতো দূর উঠে বিসিএসের একজন কর্মকর্তা হন। সরকারি অফিসার তাঁদের সম্মানের সঙ্গে ডাকতে স্যার বলা অবশ্য বাধ্যতামূলক। এগুলোর জন্য কোনো আইন লাগে না। এটুকু বোঝার মতো কমনসেন্সই লাগে।
@@jaberahmed1048 apni khub shikkhito Mone hoy.ato shikkha nite ma shobdho tar bipokkhe Kotha bolted aschen .amra choke diye dekheci r sune Kotha bolcen..manuske shohoj vhabe dekhen na kn..amra to Moja korechi r apni Amy to Pura murokkhor dole fhele silent...r akta Kotha tini Jodi ATO somman dekhate ceyechen robe medam bolle parto afha daklo kn,.
এই ইস্যুগুলো ভাইরাল হলে খুব গায়ে লাগে মনে হচ্ছে! কিন্তু এরকম ঘটনার শিকার সাধারণ জনগণ এই প্রথম হলো না, এর আগেও হয়েছে। ঐ পর্যায়ের কর্মকর্তাদের দাম্ভিকতা কমানো খুবই জরুরি হয়ে পড়েছে, ক্ষমতা যেন অন্ধ না করে। সরকারের উচিত বিষয়টি নিয়ে ঐ পর্যায়ের কর্মকর্তাদের একটু সতর্ক করা, আর কিছু নয়।
যে যাই বলুন আমি বলি কি কর্মকর্তাদের সাথে কথা বলে দেখুন তারা আমাদের কতটা ভাল চোখে দেখেন !!!! কোন কাজের জন্য গেলে সহকারীরাই যে আচরণ করেন তাতেই ধন্য হয়ে যাই !!! আমি তো কোন কাজের জন্য কোন অফিসে কোন কোন লোককে কোন কোন অফিসের সহকারী কে স্যার স্যার বলে মুখে ফেনা তুলতে দেখেছি, তবুও মন গলে না !!! " সবাই তো ভালবাসা (" স্যার" সম্বোধন) চায় !!!!! "
উপজেলা নির্বাহী অফিসার ও এডিসি সাহেব কে বুঝতে হবে ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী!! ওনাদের অভ্যাস change করতে হবে এবং বুঝতে হবে ও শিখতে হবে কিভাবে সেবা দিতে হবে এবং সেবা প্রাপ্ত নাগরিক কে কেমনে উল্টো Sir সম্বোধন করতে হয়!!
@@ইসলামীকমিডিয়া-ষ২ঝ ভাই উনি অনেক লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছে এটা ঠিক আর এই ডিগ্রি অর্জন করে উনি বাংলা ভাষার চেয়ে ইংলিশ প্রেমি হয়েছে,,, আপনি বলেন তো মেডামের বাংলা কি,, যদি ঐ লোকটা ওনাকে মেডাম বলতেন তাহলে আর কোন সমস্যা হতোনা আপা বলা তেই কিন্তু সমস্যা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন
@@anmarefin7350 আমরা তো বাঙালী ইংলিশ শব্দটাই বাংলা করে বললে সমস্যা কি,, ইংলিশে বললে সম্মান আর বাংলায় বললে অশম্মান এতে করে কি নিজের মাতৃভাষাকে ছোট করা হচ্ছে না
ফ্রিজে পানি রাখলে যেমন পানি ঠান্ডা হয় তেমনি করে কোরআন তেলাওয়াত করলে কলিজা ঠান্ডা হয় সুবহানাল্লাহ 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ভিতরে ভিতরে কি যেন একটা হয়েছে
Kiser moddhe ki
শালারা সস্তা লাইকের আশায় কত কিছু লেখে
Talha tui akta boka choda,,,
@@insanegamer941 bhai eta feck talha
মা ডাকতে বলায় দোষের কি হইলো বরং তার সন্মান বাড়লো বাবার সমান...
বাবার স্থানে থাকাটা লোকটির কাছে মনে হয় অসম্মানজনক একটি স্থান!
Apnara jemon vabe bolchen uno ar pokkho Niye tate mone hoy apnar maa ke khub bokti koren r baki r kore na. Oi kol tar o maa ache oi lok ta o maa ke somman kore amra sobai somman kori maa ke. But meye ta jemon vabe bolche tate to mone hoy na ata kono news ar bishoy but ghotona ta viral hoye geche. Tar mane bujte hobe meye ta obisshoi valo achoron kore nai kothar bochon bonggi bage chilo. Hoyto meya ta asha korchilo take madam bolte hobe but lok ta apu bolche. Tai khepe giye bolte pare maa bole dakben. R akhon ki shondor vabe somadaner kotha bollo tate uno ar kono dosh e nai.
নাতিন মনে করে আপা ডাকছে সমস্যা কি।
ভাই এরা কুরুচি মানসিকতার লোক।
@SaiKaT HaSaN uno jonogoner kormochari. R jonogon holo malik. To ,sir ke kake bolbe seta ekta nitimala thaka dorkar. Uno ra ki senior citizens der sir bolte pare na?
মা ডাক সবচেয়ে সন্মানিত ডাক।
যে কোন মেয়েকে মা ডাকলে তার হৃদয় ভরে যায়, 😨😨😨😨😨😨😨😨
মা বলে ডাকার চেয়ে উত্তম ও পবিত্র ডাক আর পৃথিবীতে নেই।
উনি নাতিনের মতো তাই আপু বলছে সমস্যা কোথায়রে ভাই।
Apu na APA?
ma sunar joggota sobay rake na
মূর্খ! আম্মা আবার কি? আব্বা ও ডাকেন নাকি?
@@mdmahfuj5556 আংকেল এই গুলো নিয়ে কি তাই সারা বিশ্বকে জানাবেন?
মা ডাকতে বলেছেন এটা তো খুব ভালো কথা, কারন একটা বয়স্ক লোক তার মেয়ের বয়সী মেয়েকে আপা কেমনে বলে, মা বলে ডাকা তার জন্য উত্তম 🇧🇩
যদি মেয়েদের স্যার বলা লাগে তাহলে আপা বলা যাবে না কেন?
@@abu-bokorsiddik9690 উনি স্যার ও বলতে বলে নাই আপা ও বলতে বলে নাই মা ডাকতে বলছে,
সুন্দর কথা বলছেন ভাই 👍
রেগে যাওয়া শব্দটা কি মারা গেল নাকি
@@srhridoykhanmedia1628 ম্যাডাম বলতে বলেছেন,
হায়রে যুক্তিবাদী ম্যাডাম বলা যাবে কিন্তু আপা বলা যাবে না
ইউ এন ও আসলে চেয়েছিলো তাকে ম্যাম/স্যার সম্বোধন করতে,,,। আপা বলাতে তাই তার সম্মানে লাগে এবং ভাব বেড়ে যায়,। এজন্য তাকে রেগে মা বলতে বলেন,,। এটাই বাস্তবতা
right
হে হে হে, ভাই পিয়াজ ১২০ টাকা কেজি!! এটা নিয়ে ৩০ মিনিট পরপর নিউজ করেন।। কে কারে বাপের বউ বলতে বলছে সেটা শোনার দরকার নাই।। এগুলো নিয়ে মিডিয়া লাফালাফি দেখেন কমই করবে!
Pondit
আমি বুঝলাম না বিষয়টি,, UNO মা ডাকতে বলেছেন তো কি হইছে'রে বাপ???
মা আপনি রাইট আছেন😍💪
Apa dakle ki hoy?
ভাই আপনাদের জন্য দেশে যারা সরকারি চাকরি করে তাদের পাসাই কারন্ট চলে -কারন আপনারা তেল মেরে কথা বলেন তো তাই
Uno আব্বা ডাকলে কি সমসা হত - কুতার বাচ্ছারা তো সরকারের না আমাদের চাকরি করে কারন বেতন গুলো আমাদের টাকাই দেওয়া হয়।কোনো সরকারে বাবার টাকা না
Onar toh biye hoyni tahole ma hoben ki kore 😀😀
ইউনো ম্যাডাম তার মেয়ের বয়সের তাই তাকে মা বলে ডাকতে বলেছেন
ভাগ্যিস বাংলাদেশে জন্মগ্রহণ করছি না হলে বিনোদন থেকে বঞ্চিত হতাম
ভাই এটা তো আমাদের কোপাল
নিওস কোরার মোতো কি পায়না বুকাচুদারা😡
😆😆😆
😂😂🤣🤣🤣😆😆😆😁😄😄🤪🤪
😂😂😂🤣
Right bro
আমাদের দেশটাকে কত ভালোবাসি
সারাদিন কমেডি দেখে প্রান খুলে হাঁসি 🙂
🤣😅🤣😅
🤣🤣🤣🤣🤣
পৃথিবীতে মায় ডাকের চেয়ে আর মদুর ডাক হই না আলহামদুলিল্লাহ
হ আম মা! মূর্খ হে কি আপ্নের আম্মা? চাঁচা মামা আম্মা বইন ডাকার কালচার বাদ দিয়ে নামে ডাকুন। ফেইক!
@@mohammadali-ke6fn r
মা ডাকতে বলা কি অপরাধ? আমি মনে করি ইউএনও ভুল বলে নাই!
এখানে মা ডাকার কোন প্রশ্নয়য় আসেনা।
না ভাইয়া এটা ঠিক বলেন নাই । একটা মানুষ ভদ্রতা ভাবে ডাকলেই চলে।
@@harunbinabdul6174
apni to bal Party koren mone hoi tai oy boira k support krcen ta amra boji
মা ডাকতে বলাটা অপরাধ না। বলার ধরণটা অসৌজন্যমূলক। আসলে কাহিনীটা হচ্ছে ওনাকে ম্যাডাম বলে সম্বোধন না করায় ক্ষেপে গিয়ে বলছে মা ডাকতে।
all rounder 100% right
একজন uno তাকে মা ডাকতে বলেছেন, অবশ্যই সেটা তার জন্য সন্মানের, এই ঘটনা অবশ্যই উদ্দেশ্য প্রনিত
আরে না ভাই এরা ম্যডাম বল্লেও রেগে যায় এদের নাকি স্যার বলতে হয়
Oi bura beter maje vejal ace
তিনি অনেক খারাপ আচরণ করে সাধারণ মানুষের সাথে
খুবই সুন্দর কথা বলেছে
কারণ লোকটি উনার বাবার বয়সী
এতে দোষের কি আছে ?
আপা বলাতে কি দোষ হয়ে গেছে????
@@MDRASELMAXXX apa dakle je tar boyos bere jeto...😅😅😅🤣😂
আপনি বুঝেন নি,,, মা ডাকতে বলেছে ঠিকই,, কিন্তু ভিতরে ভিতরে স্যার শব্দ শুনার জন্য প্রস্তুত ছিলো, ঐ মহিলা,, মুখ ভেঙে না বলে,,,মা ডাকার দোহাই দিয়ে ইঙ্গিত দিয়েছিলো।
@@MDRASELMAXXX দোষের কিছু নেই
কিন্তু উনাকে বলেছে মা ডাকার জন্য
তাই আমি বলেছি।
লোকটি ওনার বাবার বয়সের নন। লোকটার বয়স ৪৫ বছর আর ইউএনও এর বয়স কমপক্ষে ৩০ বছর। তারমানে লোকটি ইউএনও এর চাইতে ১৫ বছরের বড়। আর ১৫ বছর বয়সে কেউ বাবা হয় না। চাচা, মামা হলে হতে পারে। এখানে যেটা হয়েছে সেটা হলো ইউএনও এর ইগো সমস্যা 🙄
ম্যাম বলে না ডাকলে রাগ করবেন এমন কিছু হলে আমিও বলতাম মহিলার অন্যায়। কিন্তু এখন এখানে মা বলে ডাকতে বলায় কোন সম্মানবোধ নষ্ট হয়েছে ব্যবসায়ীর?
শুধু ব্যবসায়ী নয়, তিনি তো আওয়ামী লীগ করেন! হুশিয়ার, সাবধান!
সমস্যা শুধু মা ডাকতে বলায় নয় মহিলা রেগে সবার সামনে তাকে অপমান করে মা ডাকতে বলায়।
Arif 100% right
রেগে বলছে তার কোন প্রমান আছে?
@@malekmolla7407 রেগে গিয়ে মা ডাকতে বলছে,এই ধরনের কথা অবিশ্বাস্য।যাই হোক,আপা ডাকার মধ্যে কোন ভেজাল ছিল মনে হচ্ছে,সেক্ষেত্রে মা ডাকা দোষের কিছুনা
মা ডাকতে বলাটা দোষের কিছু নেই কিন্ত সেই সময় তাঁর বাচনভঙ্গি কেমন ছিল সেটাই জানার বিষয়।
Tor abar koyta ma? Shorkari boila to monehoy nunu chusbi.
আম মা আপা আবার কি? চাঁচা মামা আম্মা বইন ডাকার কালচার বাদ দিয়ে নামে ডাকুন। ফেইক!
ঠিক বলেছেন।
দেখার বিষয় হলো, সে কিভাবে বলেছে কথাটা....
Ei khane mam bolle jocesto. Mane vodro mohila. Bojay
রাইট
মা..সব পরিবেশে মা ....মা সব ধর্মেই মা.....এতে সমালোচনার চুলকানি কেন আমার জাতির???
কাজে মেয়ে বা চাকর বাকর কে মা বলতে হবে।
@@shidurrahman2162 অবশ্যই... ভাই...
তারাও তোমার মত মানুষ.
কয়দিন পর শুনতে হবে ডিসি কে আব্বা ডাকতে বলতেসে😃😃
@@nurealam6039 ডিসি সাব চাইলে এখনো কান ধরে তোমাকে আব্বা ডাকাইতে পারেন...তাই তর্ক ছেড়ে যুক্তিযুক্ত ও সময় সাপেক্ষ নৈতিকায় চরিত্র গঠন কর..ধন্যবাদ.
@@farhadbd7755তুমাকে কান ধরানোর প্রয়োজন নেই তুমি খুশি হয়ে আব্বা ডাকতে থাক। ষ্টুপিড কোথাকার
মূলকথা হলো উনি যে আমলিক করে।তাই সবকিছুতে ল্যাটা বাধানো উনার একটা লীগগত অধিকার।
ভাল লাগল আপনার কথাটা
Vai Maro muje maro
ধন্যবাদ
নিজের মেধা খাটিয়ে মন্তব্য করুন।
আবাল
ইউ এন ও স্যারের কথাটা অত্যন্ত সুন্দর হয়েছে।
মেডামতো খুব ভালই বলেছেন
😁😁😁😁😁😁🤓🤓🤓
ম্যাডাম এখন যত সুন্দর করে সাংবাদিকদের সাতে বলতেছেন অইসময় জামাল মিয়ার সাথে এইভাবে বলে নাই।খুব রাগান্বিত হয়ে অপমান করেছেন।
সে মূলত " স্যার "শুনতে চায় এখন যুক্তি দিয়ে পার পেতে চাচ্ছেন।
মা বলে ডাকতে বলেছেন ইউএনও অন্যায় তো কিছু বলেননি ।
ভদ্রলোক আপা বলে ডাকতে মজা পাই মনে হয়।
@Nomad SHAH4U - Artist and worldwide Traveller ! আপনার ইংলিশে কোন কমেন্ট লিখার আগে ভালো ইংলিশ শিখতে হবে
@@monowarhossain3387 Exactly, he should have written, "what office is". But you should've also written your name in a proper way (each word should be capitalized).
NB: I'm not supporting that previous guy. It's formal to address as "Ma'am" or "Sir" in office but if the officer allows, you can definitely use any other word to address him/her.
স্যার তো ডাকবেন আমাদেরকে। উনি প্রজাতন্ত্রের কর্মচারী। আমার মতে সার্ভিস যে নিতে আসবে তাকেই স্যার বলে সম্বোধন করা উচিৎ।
রাইট
ঠিক। আপনারা বলবেন ইউএনও সাহেব/ওসি সাহেব,কিন্তু বলেন আপা!
প্রিয় জামাল উদ্দিন সাহেব এটা রাজনৈতিক মাঠ নয় আপনাকে মনে রাখতে হবে
এমনি ওর অহংকার বেশি,,স্যার ছারা কিচু বললেই রেগে জায়,,,,
এসব ওর কৃতকর্মের ফল,,,,
এখন বলে মা ডাকলে কি হয়,,কতো সুন্দর করে বলে মিডিয়ার কাচে,,,
নিশ্চয় নারীারা ছলনাময়ী,,,
@@mdamanotullah1925 মা ডাকতে বলছে সেটা ওই ব্যক্তি নিজেই বলেছেন।।
@@mdamanotullah1925 apni onake sir dakben na tw nam dore dakben naki...
Kemon kotha bartha vai... Ata onar joggota..
@@mdmehedihasansagar6344 cori kora kon joggota besi vag sikhitora cori kore.sobai na.sob sorkari kormo jibi cori kore
একদম সত্যি কথা বলেছেন
এই স্যার ডাক শুনার জন্যই ত এত পড়াশুনা আর এত মুখস্তবিদ্যা আয়ত্ত, আপা ডাকলে ত সব অর্জন জলে গেল।
হুম,এইটা হইলো মেইন কথা
দেশের প্রতিটা সেক্টরেই সরকারি কর্মকর্তারা আমাদের মত সাধারণ মানুষকে মানুষ মনে করে না😪😪
ঠিক
কি মনে করে তাহলে ?
Tihk bolchen
@@monjuislam7965চাকর মালিক মনে করে।
হুম সত্য কথা
🌺রাসূল (সা:) বলেছেন আমার কথা, অন্যদের কাছে🌺
পৌছিয়ে দাও, তাও যদি একটি আয়াত ও হয়।
(সহীহ বুখারীঃ ৩২১৫)
♥️✊♥️
অতি সামান্য একটা বিষয়কে বিভ্রান্ত করার আদৌ কি প্রয়োজন ছিলো?
আমরা বাঙ্গালিরা যে তিলকে তাল বানাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি তার নজির আবারো ২০২১-এ এসে দেখা গেলো।
সরকারি চাকরিজীবীদের স্যার না ডাকলে রাগ করেন।
মা বলে ডাকতে বলেছেন এটা খারাপের কি হলো? অনেকে আছে আপা না বললে রাগ হয়। কিন্তু তিনি আপার পরিবর্তে মা বলতে বলেছে।এটা আরও ভালো দিক।UNO কে স্যালুট জানাই🥀
"এইটা এমন কি অপরাধ" আমি ত দেখি ঐ লোককে ভাল কথাই বলেছে। সুন্দর, মা বললে আরও আপন হওয়া যায়। কিন্ত অফিসে ম্যাডাম, স্যার এই সম্বোধন হবে।ঐ লোকের লজ্জা থাকলে ঐটা নেটে প্রকাশ করত না। আমরাও এখন কেমন জানি হয়ে গিয়েছি।
"মা ডাকতে বলার অভিযোগ"-মানে? ইউ.এন.ও তো ভাল কথা বলেছেন। এখানে অভিযোগ করার কী আছে?
একানে যামেলা আছে ভাই
100% right
ম্যাডাম বলে সম্বোধন না করায় ক্ষেপে গিয়ে হয়তো মা ডাকতে বলছে
মাননীয় প্রধান মন্ত্রী তাকে আপা বা দাদু ডাকতে ছাএছাএীদের নির্দেশ দিয়েছেন তখন দোষ হয়নি এখন হয়।দোষ হতো স্যার বা ম্যাডাম বলার নির্দেশ করলে।মা ঢাকটিতে কোন দোষ নাই মধুর ঢাক।যে অভিযোগ করছে সে বেয়াদব।
তুমারও জলে আমার মনে হয়
আমি মনে করি আমাদের আপু অত্যন্ত ভালো মনের মানুষ তাই উনি মা ডাকতে বলেছেন আপুটিকে সম্মান করা উচিত। কারণ বাংলাদেশে নারীদের অনেক বেশি সম্মান করা হয়।দয়া করে এটাকে খারাপের দিকে নিয়ে যাবেন না।
মা আপনাকে স্যালুট
তোর নানির শাওয়া😂😂😂
@@riadofficial8878 ohh
আমিও এই পখে
এই মহিলা যদি আপনার মা হয়,
ঐ লোক কেও বলছে মা বলতে
তাহলে সে হিসাবে আপনারা দুজনে ভাই
ঐ লোক কি আপনার ভাইয়ের বয়সী
@@mamunmiah882 তোর মা যদি তোরে বাবা বলে তাইলে তোর নানা আর তুই কি এক বয়সি হবি ছোটভাই ?
এমন একটা সাধারণ কথা নিয়ে এতো মাথা ব্যাথার কারন কি বুঝতেছি না।।।
Right
রাইট
অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। মা ডাকতে বলাটা মহত্ত্বের পরিচয় দিয়েছেন ইউএনও স্যার।
আমার মা বয়সী ৩৫-৪০ বছর বয়সের মহিলা কে আন্টি বলেছিলাম উনি তখন রেগে আমার সাথে যে ব্যাবহার করেছিলেন আজ ও ভুলিনি। আর আজ অন্যা কিছু দেখছি, এটাই নারীদের সভাব।
তিনি তো কোন খারাপ কথা বলেননি আপনারা এই বিষয়টা নিয়ে এতো হৈ চৈ করছেন কেন।।।
Correct
ভাইরে আপনারা সবাইকে আমি বলি শুনুন।জামাল ভাইয়ের বাড়ির কাছে আমার বাড়ি।এই ইউএনও সবার সামনে রেগে গিয়ে উনাকে অপমান করেছেন আপা বলাতে। আর এই uno করোনাকালে অনেক খেটে খাওয়া মানুষদের সাথে খুবই দুর্ব্যবহার ও গায়ে হাত তুলেছেন।
@@mdshanadbegh5082 বাল করছে।জীবনে কোনদিন কোন UNO কোন ব্যক্তির গায়ে তুলবে না।তাও আবার মহিলা।যতসব ফালতু মিথ্যা কথা
@@mdshanadbegh5082 যদিও আমার বাড়ির ওনার পাশে না তারপর ও আমার জানি ওনি কেমন মানুষ 🥰
মহিলা বড়ই শয়তান 👿
UNO সহ সব সরকারি কর্মচারী জনগনের ট্যাকস্ টাকায় বেতন পায় তাই ওদের জানগনকে স্যার বলতে হবে।
thank you jamuna tv to giving us that kind of intertaing news
পবিত্র কোরআন প্রেমিকদের কোরআন তেলাওয়াত শোনার দাওয়াত রইলো ইনশাআল্লাহ💕
ইএনওর চাকুরী পেলে নিজেকে গভর্নর মনে করেন তাই ওদের ব্যবহার খারাপ. ভুলে যাবেন না. ব্যবহার নিজের ফেমিলি পরিচয় বহন করে.
ঐ দালালে বাচ্চা আমাদের ইসলাম কে খাটো করতে তকে সাহস দিছে কে, নিউজ কি কমেন্ট করছোছ কি
@Omor Faruk Vai
ফারুক ভাই ইসলামের দিনের দাওয়াত দেয়া কোন কারাফ কিছু না।
তর উদ্দেশ্য সবার জানা শালা ভিখারি কোথাকার। ইসলাম বেঁচে পেট বাঁচানোর ধান্দা। এসব ছেড়ে ভালো হয়ে যা।
প্রকৃতপক্ষে ইএনও সঠিক কথাই বলেছেন।কারণ একজন বাবার বয়সী মানুষ যদি আপা ডাকেন, তাহলে যে কারোর কাছেই খারাপ লাগবে।
বুইড়া লুচ্চামী করিবার চাহিয়া ছিলো
কিন্তু পারে নাই তাই ভাইরাল করিয়াছে।
কিন্তু এতে মা জননীর আরও সম্মান বৃদ্ধি পেলো। আলহামদুলিল্লাহ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
UNO সঠিক কথা বলেছেন,,,উনি বাবার বয়সী,,এতে দোষের কিছু নয়,,,,
উনি নানার বয়সি তাই আপু বলছে সমস্যা কি?
অফিসিয়াল ভাবে মা বলা কোন যৌক্তিকতা নাই,অবশ্যই আপা বলা অফিসিয়াল ভাবে সঠিক।
মা বল্লেও দোষ, বলে আমি অফিসার আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে, কি আজব
ভাইরে অফিসে তো অফিস ডেকোরাম মেন্টেইন করতে হবে। নইলে তো অফিস আর বাসা মাঝে কোন তফাত থাকলোনা
apni bodhi er bori kaiyen tahole bojte parben?
আপনাকে বাবার বয়সী বলে সম্মান দিয়েছে মা ডাকলে আপনার কি সমস্যা হতো
লুইচ্চা আওয়ামী লীগ নেতা তিনি , যেই দলে বঙ্গবন্ধু রে ডাকে ভাই বলে আবার শেখ হাসিনাকেও ডাকে আপা বলে।
@@arifhossain5762 🤣😂🤣😂
রাইট
তোর নানির শাওয়া😂😂😂
মিডিয়ার সামনে TNO সুন্দরভাবে বলছে মা ডাকতে
এইরকম একটা নিউজ দেওয়ার জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী তো কিছুদিন আগে বলেই দিয়েছেন
"সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের স্যার ঢাকার কোন নিয়ম নেই"।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী কি কোনো সময় প্রশাসনিক ট্রেনিং নিয়েছেন? তাহলে তার এ ধরনের মন্তব্য করার কথা নয়। মন্ত্রী হলেও উনি যদি কখনো হাইকোর্টের দ্বারস্থ হন তখন কি বলে সম্বোধন করবেন?
উইএনও সঠিক কথা বলেছে
ইউ এন ও কে অনেক ধন্যবাদ। ভালো কথা বলেছেন।
ইউএনও ম্যাম বেশ স্মার্ট উত্তর দিয়েছেন।
মা ডাকতে বললে সমস্যা টা কি? বুঝলাম না এখানে,,
ওই লোক মনে হয় পাগল মা ডাকতে কি সমস্যা
আপা বললেই বা সমস্যার কি আছে??
@@rajibs2918 সেটা তো ভাই ওনার খারাপ লাগতে পারে,,। আপনি যখন একটা মেয়ের দিকে তাকাবেন সে বুঝবে আপনি সৎ নাকি অসৎ।
মা ডাকলে সমস্যা কি বুঝেন না
এরকম অনেক বালপাকনা মেয়ে আছে
উনি যদি মা ডাকতো প্রথমে তাহলে
বলে উঠতো আপনে আমাকে মা ডাকছেন কেনো
তখন আবার আপনাদের মতো পাবলিক
উল্টো বুঝতো
তখন আবার আপনাদের মতো পাবলিক এখানে এসে কমেন্ট করতো
মা ডাকার কি দরকার ছিলো আপা অথবা মেডাম ডাকতে পারতো
@@rajibs2918 সমস্যা আছে।এই বয়সে ঘরে বৌ থাকতে প্রেম করার সখ জাগছে কেন?প্রথমে আপা বললে এরপর বলবে ডার্লিং
অফিসিয়াল ভাবে মা বলা কোন যৌক্তিকতা নাই,অবশ্যই আপা বলা অফিসিয়াল ভাবে সঠিক।
আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন ♥
আমিব
আমিন
He is not babar boyoshi
আমিন
আমিন
উনি 'মা' বলে ডাকতে বলছে। মা শব্দটি অনেক সম্মানের তাই অনেকের মতে তিনি খারাপ কিছু বলেন নি বা করেন নি। কিন্তু প্রকৃতপক্ষে তাকে ম্যাডাম বলে সম্বোধন না করায় তিনি এমনটা করেছেন। কেন, বোন শব্দটাও খারাপ নাকি? আচ্ছা যদি উনি মহিলা না হয়ে পুরুষ হতেন আর লোকটিকে রাগান্বিত হয়ে বলতেন আব্বা ডাকেন, তখনও কি সবাই সাপোর্ট করতেন??
Right comment
hahahahah
আসল কথা হইলো,, ওনারে ম্যাডাম ডাকে নাই ক্যান! 😂😂
এটাকি কোন সংবাদ মিয়া,,, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্থিতিশীলতা সেই দিকে খেয়াল দেন😠😠😠
বুঝতে পারছেন না, মুল বিষয় থেকে দুরে সরিয়ে রাখা র জন্য ফালতু জিনিস নিয়ে বাড়াবাড়ি।
ভাই আপনি কথাটা ঠিকছে
ইউএনওর
কথায় মার্জিত আছে,,✌
কিন্তু মা ডাকে এতে রাগান্বিত হওয়ার কিছু নেই।
তোর মেয়ে কে মা ডাকঝনা ঐuno তো মেয়ের সমান।
@@md.nazimuddin3120
তোর মেয়েকে
তুইও মা ডাকতে পারবি
এতে তোর কোন সমস্যা নাই।
মা ডাকে রাগান্বিত হয় নি বরং বোন ডাকাতে রাগান্বিত হইছে আর ক্যামেরার সামনে যেভাবে বলছে সেটাকে বিশ্বাস করার কোনো যুক্তি নেই আপনারা তো মানুষের মুখের কথায় বিশ্বাস করেন, মাথায় আল্লাহ বুদ্ধি দিছেন খালি ব্যাবহার করেন না। কেউ কি ক্যামেরার সামনে খারাপ হবে? আর বয়স্ক লোকটি বলছে রাগ দেখায়ছে। বয়স্ক ব্যাক্তি কি তাহলে মিথ্যে বলছে আর ইউএনও সত্যি বলছে? খুব সুনাম করলেন ইউএনওর নাকি কোনো বিবেক ঙ্গান বুদ্ধি ছাড়ায়।যত্তসব পাগল ছাগল। মানুষ মিথ্যেবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট সে যা শুনে বলে বেড়ায় বা সত্য হিসেবে বলে বেড়ায় - আল হাদিস্ম
ইউএনও সেটা ক্যামেরাই বলেছে, ইউএনও আসলেই কি মার্জিত ব্যাবহার করেছিলো কি না তা আপনি জানলেন কি করে?? আর বোন ডেকেছে বলে কি ইউএনওর যৈবঅনে ফাটা পড়ে গেছে নাকি। বোন ডাকলে ক্ষতি কি। এটা তো নিজের আঙ্কেল না। অপরিচিতকে ভাই বোন ডাকায় উত্তম। ভাই বা বোন মানে কি সমান সমান, নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য করে। আর অপরিচিত আঙ্কেল মানে কি করুণার পাত্র। অন্যজন আপনার আঙ্কেল হতে যাবে কেন। আঙ্কেল বললে সেটা আলাদা দায়িত্ব চলে আসে, অন্যজন আপনার কে হয়, মানুষে মানুষে যতোটুকু দায়িত্ব ভাই ভাই বা মানবতা। বয়সের পার্থক্য বেশি হলে সেটা ডাকা যায় তখন সেটা খারাপ লাগে না। দেখা গেলো ৪৫ উর্ধো হলে আর কিশোর যুবকেরা ২৫-২৭ এর নিচে যারা সেটা ডাকতে পারে।তাছাড়া খারাপ লাগবে সাভাবিক মানুষ সেটা লজ্জায় বলতে পারে না। অপরিচিতকে চাচা ডাকা কেমন অভদ্রামি। ইউএনওকে লোকটির বোন ডাকায় ইউএনওর যৌবঅনে ফাটা পড়ছে তেমনি নিজের দিক দিয়ে অন্যকে বিচার করা উচিত। ইউএনওর থেকে ওর বয়সের ডিফারেন্স কতোটুকু হবে সর্বোচ্চ ১০। মানুষের ২০-২২ বছরের বড় আপন ভাই বোন কতো আছে।আমাদের এখানেই আছে বড় ভাই বিয়া করে বাচ্চা পেলে বড় হয়ে গেছে ছোট বোনের বিবাহ হচ্ছে। লোকটি বয়স্ক বলে বোন ডাকাতে তার ইগোতে লেগে গেছে, মানে বোন ডাকার অধিকার নাই এজন্যই তো নিষেধ করেছে বাবাটা একটা অযুহাত। এটা অহংকার ছাড়া কিছু না।
সে যদি বোনই ডাকে তো এতে রেগে যাওয়ার কি আছে। এটা অহংকার ছাড়া আর কিছু না।
আমাদের ইসলাম অচেনা ব্যক্তি ভাই এবং বোন সম্মোধন হয়। সেখানে বাবা হইতে পারে না। মুসলমান ভাই ভাই
ওনার বয়স হয়েছে উনি একটা অল্প বয়সী মেয়েকে আপু বলে ডাকা ঠিক হয়নি,,,কথাটা ঠিক বলেছেন মা বলে ডাকবেন এটাতো খুব ভালো কথা,,,,,
Amio ekmot
মা অফিসে কত রকমের মানুষ আসবে ওসবের সাথে নিজেকে মানিয়ে নে,আর ঘুস নিবিনা কারো কাছথেকে
হাহা😂
সেই
hahahahahha
🥴🥴🥴🥴😁😁😁😁
মা যদি পর্দা করতো তাহলে ইসলামের একটা ফরজ কাজ পালন হয়ে যেত।
সরকারী কিছু লোক থাকে যাদের কাছে সাদারন মানুষ কোনো কাজের জন্য গেলে তারা এমন ভাব নেই মনে হয় সে যেন দেশের President.
মা - কতো সুন্দর একটা ডাক। এইটা পছন্দ হইলো না!
মা ডাকতে বলাতে কি এমন পাপ হয়ে গেছে? স্যার ম্যাডাম তো আর ডাকতে বলেনি। কিছু কিছু ফাজিল মানুষের ভালো কথাও ভালো লাগে না।
অফিসিয়াল পরিবেশে ভাই/আপা/মা এসব মানায় না। কেউ আপত্তি না করলে সেটা তার উদারতা, কিন্তু আপনি স্যার/ম্যাম না ডাকলেও ভাই-আপা ডাকতে পারেন না। আর তাছাড়া কাউকে স্যার/ম্যাম ডাকলে আপনি ছোট হয়ে যাবেন না। আমাদের কথাবার্তায় সৌজন্যতাবোধ থাকা উচিত।
প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে যদি অসম্মান বোধ করে।তা হলে আমাদেরও অসম্মান বোধ হয় তারা আমাদের কে স্যার না ডাকায়।
সাংঘাতিক ভাইয়েরা (সাংবাদিক)
কাহিনীটাকে লম্বা করছেন !!!😭😭😭
ইউএনও সঠিক কথাটাই বলেছে। আমি তার সাথে একমত।
পৃথিবীর শ্রেষ্ঠ তম ডাক মা 😍
আমিতো পিয়নকেও স্যার ডাকা শুরু করছি 😊😊😊
অসাধারন।😄😃😀
🤫🤫🤫🤫🤫🤫🤔😜🤔🤔🤫🤫🤫
Same vai, না ডেকে উপায় নাই।
আমি একদিন ইউএনও কাছে গেছিলাম মেডাম বলে ডাকায় আমার কাজটা আর হয় নাই স্যার না বলায়।
Sir bolbe tar staf.public ra sir bolte baddo noy.public tar kormo chari na
সত্য
ইউএনও মানেই শয়তান। এদেরকে মনে থেকে ঘৃণা করি।এই ঘৃণার একটা কারণও আছে।
মা ডাকলে বলতো আমি কি তোর মা?এরা মূলত "স্যার "ডাক শুনতে চায়।
tik vi
বুড়িচং উপজেলার ইউএনও অত্যন্ত ভালো মনের একজন মানুষ,
জি ভাইয়া,, আমাদের বুড়িচংয়ের ইউএনও অনেক ভালো একজন মানুষ🥰
লোকটার মাঝেই সমস্যা। ইউএনএ মহিলা ভুল কিছু বলেননি।
এটা বলে দিতে হবে কেন??
বাবার বয়সি এক জন লোক মা না বলুক মেডাম তো বলতে পারতেন,,
নাকি বুড়া বয়সে বিমরতি🤔
আগে জানেন তার পরে কমেন্ট করেন
Right bro
ভাই প্রথমে বোনদেরকে বোন থেকে ডার্লিং বানানোর চেষ্টা করছিল
এটা কি অফিস না আপনাদের ঘরবাড়ী মনে করেন
ইউএনও তো ভুল কিছু বলেন নাই। আমিও উনার কথার পক্ষে। আসলে ভাইরাল হওয়া বা করাটা ট্রেন্ড হয়ে গেছে আজকাল, যে যেভাবে সুযোগ পাচ্ছে কাজে লাগাতে চাচ্ছে।
ব্যাবসায়ী কি ইউএনও র চাকরি করে যে ম্যাডাম ডাকতে হবে,,,? আর না হলে মা ডাকতে বলবে,,,?আর ভাইরাল চাইলেই হওয়া যায়,,,আপনিও তো ভাইরাল হওয়ার কমেন্ট করেছেন,,,চেষ্টা করে ভাইরাল হয়ে দেখেন,,,অথবা এই ব্যাবসায়ীর মত হয়ে দেখেন
তবে আপনার কি মনে হয় ওই ব্যবসায়ী ইউএনও এর খালাতো বা মামাতো ভাই লাগে যে তাকে আপা ডাকবে? ইউএনও এর বক্তব্য শুনছেন? বাবার বয়সী একজন আপা ডাকছে বলে তিনি মা ডাকতে বলেন, ম্যাডাম ডাকতে কিন্তু বলেন নাই। মা ডাকতে যদি এতটা সংকোচ তবে কোন হিসেবে আপা ডাকছে? আসল কথা হচ্ছে, লীগের ফায়দা নিতে না পেরে অভিযোগ করছে সেই ব্যবসায়ী।
আর হ্যাঁ, আপনি নিজেই তো একই কাজ করলেন। কিন্তু দুঃখজনক ভাইরাল হতে পারলেন না। @Nirvik Muslimah
সরকারী চাকরি করলে নিজেকে বস মনে হয় আরে তোকে নাতিন মনে করে আপা ডাকছে সমস্যা কি?
একই উত্তর- জ্বী না, লীগ পরিচয় দিলেই বস। সেও মেয়ে মনে করে মা ডাকতে বলছে সমস্যা কি? সব জায়গায় চুলকানো চলেনা। @Md Mahfuj
বাংলাদেশের বেশিরভাগ ঊর্ধ্বতন কর্মকর্তারা খুব অহংকারী হয়।
Absuletly right
আপনা না বলে ম্যাডাম বললে হয়তো বা উনি এত রাগ করতেন না। এখনতো দায় এড়ানোর জন্য বলতেছেআমাকে আপনা বলে মা বললে আমি খুশি হতাম
খারাপতো কিছু বলে নাই। ঐলোক নিজেই বললো মা ডাকতে বলেছেন।কিন্তু স্ট্যাটাস দিলেন স্যার বলা নিয়া। লোকের মাঝেই সমস্যা আছে।
Uno khove valo kotha bolesan
তিল থেকে যে তাল হয়,এটাই তার প্রমাণ 🤔
কিসের তিল থেকে তাল?
স্যার না বলায় ইউএনও'র ২০ উঠে গেছে।
মেডামের সাথে আমি এক মত
স্যালুট জানাই মেডাম কে
UNO সাহেব উচিত জবাব দিয়েছেন😄😄!!উনি "ম্যাডাম" কিম্বা "স্যার" বলতে পারতেন, একজন সরকারি কর্মকর্তা কি করে ওই প্রশাসনিক পদে থেকে "আপা" হন!!আর এটা কি কোন সংবাদ হলো!!
দূর মাগী
UNO 100% right, api, kisho harami hingsa kori asob kori.
ম্যাডাম স্যার কাকে বলে জানিস। শিক্ষিত হয়ে অশিক্ষিতের পিরিচয় দিয়েছে। এই ইউ এনওরা সাধারণ মানুষের সাথে খারাপ ব্যাবহার করে। ঘুষ দিয়ে ইউএনও হয়েছে।
Kisho harami baler kotha boli, UNO ekjon first class officer tai hinsha kori kisho harami.
@@azmiislammukti4601 ওরা জনগনের সেবক। মানে জনগনের চাকর।জনগনের টেক্সের টাকায় ওরা চলে বেতন পায়। একজনে কান ধরে উঠবস করাবে আর এক জন ছাগল কে জরিমানা করবে ওরা মানুষ কে সম্মান দিয়ে কথা বলেনা। জনগনকে সম্মানের সাথে কথা বলতে হয়। এইসব নিয়ে জনগনের ভাবার সময় এসেছে।
সাধারণ একটা বিষয়ে জাতির কত চুলকানি.?!!
ভদ্র মহিলা বিষয়টি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ
ইয়নও যদিও মহিলা হয় তারপরও বলবো সাধারণ জনগণের ভাষা বলতো সবার চেয়ে উপদেশ দিতে যাবেন না অসংখ্য মানুষ আপনাদেরকে স্যার ম্যাডাম সম্বোধন করে সেগুলো নিয়ে তো কোনো কথাই নেই আপা বললো তেলেবেগুনে জ্বলে উপদেশ দেওয়ার প্রয়োজন কি সবার থেকে ম্যাডাম আশা করা ভুল কর্মের খাতিরে অনেক কিছু মেনে নিতে হয় ।
উনি মা ডাকলে সর্ম্পকটা অন্য রকম হয়। আর আপা ডাকলে ভিন্ন কিছু ভাবা যায়??😍 তবে আমার মনে হচ্ছে ভাবী ডাকতে বললে খুব খুশি হতো।।
thik bolsan vi
সরকারি সকল কর্মকর্তাকে কর্তব্যরত অবস্থায় নাম ধরে ডাকার আইন করা হোক। নামের শেষে 'সাহেব ' বলা যেতে পারে
সহমত পোষন করলাম
exactly. Vai, Apa, Ma etc. cannot be used officially
স্যার না ডাকলে এর রেগে যায়।
উন্নতবিশ্বের বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তাগনের নাম ধরেই ডাকা হয়- অধিকাংশ সময়।।
মা ডাকতে বলা এটা কোনো দোষের কিছু না। আর যারা এতো পড়ালেখা করে এতো দূর উঠে বিসিএসের একজন কর্মকর্তা হন। সরকারি অফিসার তাঁদের সম্মানের সঙ্গে ডাকতে স্যার বলা অবশ্য বাধ্যতামূলক। এগুলোর জন্য কোনো আইন লাগে না। এটুকু বোঝার মতো কমনসেন্সই লাগে।
ঠিক কথা, আপা কেনো বলবে..!!?
মা সবচেয়ে সুন্দর ডাক, মা বলাতে সম্মানটা আরোও বেড়ে যায়।
এই জীবনে কয় জন মেয়ে কে আপা ডাকছেন, নিজের প্রেমিকা/বউ ছাড়া?
খারাপ কি বলেছে মা ডাকতে বলে?
আর আপা বললেও সমস্যা কি আপা মানে বড় বোন।
Buira bedar bro bon
Good
@@nazifanur7837 buira beti. Dujon e shomo boyoshi. Murkho bangali
Apa kono official language noy. Medam sir bolte hobe. Jeheto u n o on duty te selen
@@jaberahmed1048 apni khub shikkhito Mone hoy.ato shikkha nite ma shobdho tar bipokkhe Kotha bolted aschen .amra choke diye dekheci r sune Kotha bolcen..manuske shohoj vhabe dekhen na kn..amra to Moja korechi r apni Amy to Pura murokkhor dole fhele silent...r akta Kotha tini Jodi ATO somman dekhate ceyechen robe medam bolle parto afha daklo kn,.
যাকে যা বলার সেটা প্রথমে বললেই তো ঝামেলা শেষ হয়ে যেত, তাহলে আপা, মা, স্যার এত কিছু আসত না🙄
স্যার, ম্যাডাম এই প্রথা তুলে দেয়া উচিৎ
অনেক ভালো লাগলো
আপা ডাকলে বলবে মা ডাকতে, ভাই বললে না জানি বলে বাবা ডাকতে!!!
আল্লাহ সব দেখেছেন কার চোখে এবং আচরণে প্রব্লেম ছিল ..
অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে।
এই ইস্যুগুলো ভাইরাল হলে খুব গায়ে লাগে মনে হচ্ছে! কিন্তু এরকম ঘটনার শিকার সাধারণ জনগণ এই প্রথম হলো না, এর আগেও হয়েছে। ঐ পর্যায়ের কর্মকর্তাদের দাম্ভিকতা কমানো খুবই জরুরি হয়ে পড়েছে, ক্ষমতা যেন অন্ধ না করে। সরকারের উচিত বিষয়টি নিয়ে ঐ পর্যায়ের কর্মকর্তাদের একটু সতর্ক করা, আর কিছু নয়।
ইসলামের নিয়ম অনুযায়ী এক জন আরেক জনকে ভাই বোন বলতে পারে।
কিন্তু ওনাকে হয়তো ম্যাডাম না বলায় ওনি ক্ষিপ্ত হয়ে.... মা বলার জন্য বলেছেন।
এখানেও ইসলাম নিয়ে আসলি ,,,, শালা মূর্খ গুলো ইউটিউবে ঢুকার জন্য এমবি'র টাকা কোথায় যে পায় ???
তিনি একজন ডেডিকেটেড অফিসার, শুভকামনা নিরন্তর......
যে যাই বলুন আমি বলি কি কর্মকর্তাদের সাথে কথা বলে দেখুন তারা আমাদের কতটা ভাল চোখে দেখেন !!!! কোন কাজের জন্য গেলে সহকারীরাই যে আচরণ করেন তাতেই ধন্য হয়ে যাই !!! আমি তো কোন কাজের জন্য কোন অফিসে কোন কোন লোককে কোন কোন অফিসের সহকারী কে স্যার স্যার বলে মুখে ফেনা তুলতে দেখেছি, তবুও মন গলে না !!! " সবাই তো ভালবাসা (" স্যার" সম্বোধন) চায় !!!!! "
রাসূল (ﷺ) বলেছেন : ❝তোমাদের প্রভু খুবই লজ্জাশীল। বান্দা যখন দু'আর জন্য হাত উঠায়, সে হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান।❞
(আবু দাউদ : ৩৩৭০)।
উপজেলা নির্বাহী অফিসার ও এডিসি সাহেব কে বুঝতে হবে ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী!!
ওনাদের অভ্যাস change করতে হবে এবং বুঝতে হবে ও শিখতে হবে কিভাবে সেবা দিতে হবে এবং সেবা প্রাপ্ত নাগরিক কে কেমনে উল্টো Sir সম্বোধন করতে হয়!!
কোটা দিয়ে চাকরি পেলে এমন অবস্থাই হবে।
আপনারাও জিনিস একটা কোটা ছাড়া সরকারি কর্মকর্তাদের কি স্যার না ঢেকে পারপাওয়া যায়
সহমত
এখন ঠেলায় পরে মা সাজার চেষ্টা মহিলা অনেক চালাক,, সহজেই পল্টি নিতে পারে
আমার কাছে মনে হচ্ছে ।
এখন হয়তো ভয়ে বলতেছে মা ডাকার জন্য।
Uni onk poralekha r sarajibon onk kosto kore ajk uno hoisen.to unake obossoi madam/sir dakte hobe.
তাহলে আপনার কি মনে হয়?
মহিলা কিসের জন্য আপা ডাকাতে রেগে গিয়েছে.. আপনি একটু বুঝিয়ে বলুন তো?
@@ইসলামীকমিডিয়া-ষ২ঝ ভাই উনি অনেক লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছে এটা ঠিক আর এই ডিগ্রি অর্জন করে উনি বাংলা ভাষার চেয়ে ইংলিশ প্রেমি হয়েছে,,, আপনি বলেন তো মেডামের বাংলা কি,, যদি ঐ লোকটা ওনাকে মেডাম বলতেন তাহলে আর কোন সমস্যা হতোনা আপা বলা তেই কিন্তু সমস্যা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন
@@anmarefin7350 আমরা তো বাঙালী ইংলিশ শব্দটাই বাংলা করে বললে সমস্যা কি,, ইংলিশে বললে সম্মান আর বাংলায় বললে অশম্মান এতে করে কি নিজের মাতৃভাষাকে ছোট করা হচ্ছে না
ইউএনও সাংবাদিকদের যেভাবে বলেছেন বাস্তবে এভাবে বলেছে এটা বিশ্বাস হচ্ছে না
আমিও বুঝলাম না । চুল দাড়ি পাকা বয়স্ক লোক উনি। মা ডাকলে তার সমস্যা কি? আর আপা ডাকলে সুবিধাটা কি? বুঝলাম না ।🤔🤔🤔🤔🤔
মা ডাকাই ভালো 🥰 আপু কেন বলবে🤣ওনি কি ছোট নাকি ☹️
😂😂
আমাদের বাংলাদেশ এমন একটা আপা আছে ধন্যবাদ আপা