ভাইয়া আমি আমার এই ২৫বছর বয়সে যতো ইউটিউবার দেখছি, আমার মনে হয় এই প্রথম আমার জীবনে কিছু শিখতে পারলাম, ভাইয়া আমি যতো দিন বেচে আছি ততো দিন আপনার ভিডিও দেখবো এবং শিখবো ইনশাআল্লাহ দোয়া করবেন।
৭ মাসে ৩০ লাখের বেশি (3 Million+) মানুষ জেনে গেছেন লেখাপড়া ছাড়াই কীভাবে ইংরেজি বলতে পারা যায়। আরও লাখো মানুষ জেনে যাক, আমরা তা চাই। প্রান্তিক মানুষের কাছে আমরা ইংরেজিকে একদম সহজ করে দিতে চাই। সবার প্রতি অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ভিডিওটি গ্রাম থেকে শহরে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করছি।
১ মাসে ১০ লাখ ভিও (Million+ View)! তার মানে ১ মিলিয়নের বেশি মানুষ জেনে গেছে লেখাপড়া ছাড়াই কীভাবে ইংরেজি বলতে পারা যায়। আরও লাখো মানুষ জেনে যাক, আমরা তা চাই। প্রান্তিক মানুষের কাছে আমরা ইংরেজিকে একদম সহজ করে দিতে চাই। সবার প্রতি অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ভিডিওটি গ্রাম থেকে শহরে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করছি।
এতো সুন্দর করে বুঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কথা বলার ধরন, অঙ্গভঙ্গি একেবারে অসাধারন। ভিডিও দেখার সময় তিনটি ফোন কল এসেছিলো। কিন্তু একটা কলও রিসিভ করতে পারিনি, মনে হচ্ছিল যেন আপনি আমার দিকে তাকিয়ে আছেন।গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখলাম, ধন্যবাদ সবাইকে।
সত্যিই অসাধারণ এবং প্রশংসনীয় উপস্থাপনা, কথার মধ্যে যেন মধু। ১৮ মিনিট ৪৭ সেকেন্ড শুনলাম কিন্তু একবারের জন্য একটু বিরক্ত লাগেনি। এবং ভালো ভাবেই বুঝলাম। ধন্যবাদ আপনাকে
আপনাকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ভুল হয়েছে ইংরেজিতে - তা হলো গ্র্যামার ভিত্তিক ইংরেজি চাপিয়ে দিয়েছে অথব স্পোকেন ইংলিশ (সবচেয়ে বেশি দরকার) নিয়ে কোন কাজ করে নি।
সত্যি sir আপনি অতুলনীও খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন প্রত্যেক স্কুলে আপনার মতই শিক্ষক হওয়া উচিৎ ভগবান আপনার মঙ্গল করুন আপনি এগিয়ে যান।আপনাকে অনেক অনেক ধন্যাবাদ ।
স্যার, আপনি এত সুন্দর ও সাবলীল ভাষায় বলেছেন যে, আপনি যে বিষয়ের উপর আলোচনা করেছেন, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে দুর্বল স্টুডেন্টও বুঝতে সক্ষম হবে। এরকম মুল্যবান ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেকদিন থেকে ইংরেজি শেখার ইচ্ছে মাঝে মাঝে সময় সুযোগ হলেই ভিডিও দেখি সব ভিডিও প্রথম প্রথম খুব সহজ মনে হলেও মাঝখানে গিয়ে সব গুলিয়ে যায়, আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম দেখার পর মনে হলো আমিও হয়তো একদিন সুন্দর করে ইংরেজি বলতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে❤❤❤
আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার এত সহজ ভাবে বুঝানোর জন্য,, আমার খুব ইচ্ছে ছিলো ইংরেজি ভাষায় কথা বলার, কিছু টা পারি,,সামনের দিকে হয়তো পুরোটা শেখা হয়ে যাবে,,,দোয়া করবেন স্যার।
আপনার এই শুভকামনা নিশ্চয় আমাকে অনেকদূর এগিয়ে দিবে । প্রান্তিক মানুষগুলো যেন ভাষা একটু কম জানার কারণে সাফার না করে, সে চেষ্টা করছি। আপনি ভালো থাকুন, এগিয়ে যান। অফুরাণ শুভকামনা থাকলো আপনার জন্য।
স্যার যে প্রতিটি মানুষের কমেন্টের রিপ্লাই দেয় তা আমার কাছে খুবই ভালো লাগছে। আর রিপ্লাই দেওয়া মানে হচ্ছে, সবার কমেন্ট কে সম্মান দেওয়া। গুরুত্ব দেওয়া, ভালবাসা ইত্যাদি। সাবসক্রাইব করে দিলাম স্যার।
ধন্যবাদ আপনাকে এবং যারা নতুন এসেছে তাদের কে দিয়ে গেলাম ধন্যবাদ ভিডিও দেখতে দেখতে ৩ মাসের ভিতরে আজ আমি সব ইংরেজিতে কথা বলতে পারি নতুন নতুন বস যখন ইংরেজি বলতেন কোম্পানিতে তখন অনেক কষ্ট লাগতো
আপনার সুন্দর মন্তব্য আমার কষ্টকে আনন্দে রূপান্তরিত করেছে। আমার ইচ্ছা একটাই - গ্রাম থেকে শহরে, কেউ যেন ইংরেজির জন্য সাফার না করে। দোয়া রাখবেন, পাশে থাকবেন আর ভালো থাকবেন।
You are the best guide line of young generations those who does not read any book. Your capacity of learning English is highly appreciated by the people. Your performance is extraodinary and great achievement. Thanks
ইংরেজিসহ যে কোন ভাষাই শেখা সহজ। যে ভাষা কঠিন সে ভাষা মানুষ পছন্দ করে না। সময়ের সাথে সাথে ভাষা অবিরাম সহজ হয়ে আসছে। এমনকি বাংলা ভাষা মাত্র ২শত বছর আগে যা ছিলো, এখন আরও সহজ হয়েছে। বাংলাদেশে ইংরেজি ভাষাকে আসলে নানাভাবে ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে কঠিন করা হয়েছে। এই চ্যানেল থেকে ভাষা শেখা কত সহজ, তা সবার কাছে পৌছে দিতে চাই। অন্তিত ইংরেজি বলতে না পারার কারণে যেন কেউ পিছিয়ে না পরে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার ইতিবাচক মন্তব্য আমাকে আরও উৎসাহ দিবে আরও কাজ করার জন্য।
ভাইয়া আমি আমার এই ২৫বছর বয়সে যতো ইউটিউবার দেখছি, আমার মনে হয় এই প্রথম আমার জীবনে কিছু শিখতে পারলাম, ভাইয়া আমি যতো দিন বেচে আছি ততো দিন আপনার ভিডিও দেখবো এবং শিখবো ইনশাআল্লাহ দোয়া করবেন।
আলহামদুলিল্লাহ। অনেক দোয়া থাকলো।
Hallo Sir, apni je video dhekhen ami choto video baniye chi, apni jodi dheke bolte paren kemon hoyeche inspire hobo please Sir ❤🤗🥰🥰🥰🥰
অসংখ্য ধন্যবাদ স্যার ❤❤❤
@@Alimuddin-qg2wm আপনাকেও অশেষ ধন্যবাদ।
Thanks sir
মানুষকে কঠিন বিষয়কে সহজ ভাবে বুঝানোর ক্ষমতা স্রষ্টা যাকে দিয়েছেন, তিনি ন্যাচারাল ট্যালেন্ট!! চালিয়ে যান স্যার!💙
Your encouragement means a lot to me.
Thank you... ❤️❤️
Thanks sir👍
মাশাআল্লাহ দোয়া ও শুভকামনা রইল ❤❤❤❤❤❤❤❤❤❤
Please add me @@learnenglishbybangla
৭ মাসে ৩০ লাখের বেশি (3 Million+) মানুষ জেনে গেছেন লেখাপড়া ছাড়াই কীভাবে ইংরেজি বলতে পারা যায়। আরও লাখো মানুষ জেনে যাক, আমরা তা চাই। প্রান্তিক মানুষের কাছে আমরা ইংরেজিকে একদম সহজ করে দিতে চাই। সবার প্রতি অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ভিডিওটি গ্রাম থেকে শহরে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করছি।
আপনার দেওয়া নিয়ম অনুসরণ করছি, ইংরেজি শিখার জন্য
Hmm kodin por hasinar doptore sob chakri pabe .....
বাংলাদেশে কয়লাখ মানুষ আছে?
@@Creativeideasbdashob ki dhoroner comment?
@@rokshanasiddika2604 Bangla ache pore dekho.
Sir apnar bojhanor tulona hoina 🙏🙏🙏🙏🙏osadharon sir.. Avbe pashe thakben pls 🙏
You are awesome
১ মাসে ১০ লাখ ভিও (Million+ View)! তার মানে ১ মিলিয়নের বেশি মানুষ জেনে গেছে লেখাপড়া ছাড়াই কীভাবে ইংরেজি বলতে পারা যায়। আরও লাখো মানুষ জেনে যাক, আমরা তা চাই। প্রান্তিক মানুষের কাছে আমরা ইংরেজিকে একদম সহজ করে দিতে চাই। সবার প্রতি অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ভিডিওটি গ্রাম থেকে শহরে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করছি।
Thanks a lot sir
Thanks a lot
Ami ki babe shikte paarbo . ami to pari na sir English
Ami sikbo
ধন্যবাদ
বহু বছর পর SVO এর আসল মর্ম বোঝলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রাইট
ধন্যবাদ
একটা গান ৩ থেকে ৪ বার শুনলে বিরক্ত লাগে, কিন্তু পবিত্র আজান ১০০বার শুনলেও আবার শুনতে মন চায়।
সুবাহানাল্লাহ
❤
@@katunvideo2529 thank you
ছাগু নাকি ভাই আপনি?😢
🙃🙃
নামাজ পড়েন তো মশাই 😮 না শুধু ডিজিটাল হুজুর 😮😮😮
1=Arabic
2=Bangla
3=English
এই তিনটি ভাষার মধ্য আরবি ভাষা সবচেয়ে সুন্দর। কারন মুসলিম ভাইদের মসজিদের আজান ও কোরান পড়া শুনলে মন শান্ত হয়ে যায়। ❤🙏
I invited to join with islam
😂😂😂😂🐷
I cane Arabia and English and Bangla❤
মাশাল্লাহ। কালিমার দাওয়াত রইল।
3
এতো সুন্দর করে বুঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কথা বলার ধরন, অঙ্গভঙ্গি একেবারে অসাধারন। ভিডিও দেখার সময় তিনটি ফোন কল এসেছিলো। কিন্তু একটা কলও রিসিভ করতে পারিনি, মনে হচ্ছিল যেন আপনি আমার দিকে তাকিয়ে আছেন।গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখলাম, ধন্যবাদ সবাইকে।
So kind of you.
এই ফার্স্ট আপনার ভিডিও চোখে পড়লো।এই ভিডিও দেখে অনুভব করতে পেরেছি আমি খুব শর্টকাটে এবং সুন্দরভাবে ইংরেজিতে কথা বলা শিখতে পারবো ইনশাআল্লাহ..!
অশেষ ধন্যবাদ। অবশ্যই পারবেন।
আপনে কি করেন,জানাবে
❤
SIr,Prothom e english speaking ke khub bhoe petam.kintu apnar video dekhar por theke english speaking ta shohoj hoe geche.
Alhamdulillah
আমাকে support karo please
সবাইকে কালেমার দাওয়াত দিয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইজরাইলের তৈরি ফেইসবুকে কালেমার দাওয়াত দেয়াটা কি ঠিক হলো 😂?
🥿🥿🥿
@@masumasultana4692 true
Asad Noor
আল্লাহু আকবার
স্যার ইন্ডিয়া থেকে বলছি আপনাকে অনেক ধন্যবাদ ববাংলাদেশে আপনি একজন মহান মানুষ যাকে আমি খুব পছন্দ করি এবং শ্রদ্ধা করি
স্যার, আপনার বুঝানোর ক্ষমতা প্রশংসনীয়। 💗
Words can’t express how grateful I am
ছাড় আপনি আনেক বালো করে ভুজান আপনার বিডিও গুলো খুব বুজা যায়
আপনার জন্য দোয়া কড়ি আরো বালো করে শিখান
স্যার আমি কিছু বুজি নায়😔😔😔
What is this Apu
সারা দুনিয়ার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আপনার মতো শিক্ষকের খুবই প্রয়োজন।
আপনাকেও অশেষ ধন্যবাদ।
স্যার যেইভাবে শেখানোর চেষ্টা করছে একদিন সবাই পারবে ইনশাআল্লাহ
ইন শা আল্লাহ পারবেন। অবশ্যই পারবেন। প্রতিদিন একটু একটু অনুশীলন চালিয়ে যাবেন। ভুল ত্রুটির খুব একটা ধার ধারার দরকার নেই প্রথম ৬ মাস - ১ বছর।
Thank you very much 👍🌄
এর পরের অংশ কই?
@@momentcricket6703 CBC wxdwddwd1w
Sir kase porte chai
খুব খুব সুন্দর বোঝানোর পদ্ধতি।
অসাধারণ।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অশেষ ধন্যবাদ। এত সুন্দর করে বলেছেন যা আমাকে আরও উৎসাহিত করবে। Please accept my deepest gratitude.
সত্যিই অসাধারণ এবং প্রশংসনীয় উপস্থাপনা, কথার মধ্যে যেন মধু। ১৮ মিনিট ৪৭ সেকেন্ড শুনলাম কিন্তু একবারের জন্য একটু বিরক্ত লাগেনি। এবং ভালো ভাবেই বুঝলাম। ধন্যবাদ আপনাকে
Please accept my gratitude.
মাশা আল্লাহ। খুব ভাল লেগেছে পদ্ধতিটা। ধন্যবাদ ভাই।
Thanks a million.
এমন ভাবে শিখালে কেউ ইংরেজিতে আর দুর্বল থাকবে।।
সম্মানিত স্যার সালাম জানাই আপনার প্রতি।।
অফুরান শুভকামনা থাকলো আপনার জন্য।
স্কুল জীবনে যদি এইভাবে কেউ শেখায় তো তাহলে মনে হয় না এত ইংরেজিতে দুর্বল থাকতাম। দারুন স্যার দারুন।
আপনাকে অশেষ ধন্যবাদ।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ভুল হয়েছে ইংরেজিতে - তা হলো গ্র্যামার ভিত্তিক ইংরেজি চাপিয়ে দিয়েছে অথব স্পোকেন ইংলিশ (সবচেয়ে বেশি দরকার) নিয়ে কোন কাজ করে নি।
সত্যি sir আপনি অতুলনীও খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন প্রত্যেক স্কুলে আপনার মতই শিক্ষক হওয়া উচিৎ ভগবান আপনার মঙ্গল করুন আপনি এগিয়ে যান।আপনাকে অনেক অনেক ধন্যাবাদ ।
Please accept my gratitude.
আপনার ইংরেজী শেখানোর সহজ পদ্ধতির জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও অশেষ ধন্যবাদ।
স্যার আপনার দীর্ঘায়ু কামনা করছি।
আপনার ইংরাজী শেখানোর পদ্ধতি অত্যন্ত সুন্দর ও সহজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।।
Words can't express how grateful I am.
আসসালামু আলাইকুম দাদা ভাই আপনার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইলো ও অভিনন্দন শুভ হোক 🤲🫶💯👌
স্যার আপনার ভিডিও দেখে আমি ৫ দিনে অনেকটুকু ইংরেজি শিখে গিয়েছি। 😊
আলহামদুলিল্লাহ । ইন শা আল্লাহ আরও পারবেন।
আমি একজন প্রবাসী ইংলিশ বলতে পারিনা,,, তবে বিদেশে এসে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি সেটি হল ইংলিশে কোন বিকল্প নেই
অশেষ ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। আশা করছি, যারাই আপনার মন্তব্য পড়বে, ইংরেজি শেখার চেষ্টা করবে।
kon.dese.
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো 🥰
স্যার, আপনি এত সুন্দর ও সাবলীল ভাষায় বলেছেন যে, আপনি যে বিষয়ের উপর আলোচনা করেছেন, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে দুর্বল স্টুডেন্টও বুঝতে সক্ষম হবে। এরকম মুল্যবান ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ।
Obliged a lot.
ধন্যবাদ স্যার অনেক কিছু শিখতে পারলাম। এতদিন ধরে ইংরেজি শেখার চেষ্টা করছি। এই সামান্য বিষয়টা মাথায় ঢুকছিল না। তবে আজকে অনেকটা ক্লিয়ার হয়ে গেল
অশেষ ধন্যবাদ। আমরা চাই একদম প্রান্তিক মানুষটিও ইংরেজি বলতে সাহস পাবে এবং বলবে। আশা করছি তাদের কাছে পৌঁছে দিবেন এই ভিডিওটি।
অনেকদিন থেকে ইংরেজি শেখার ইচ্ছে মাঝে মাঝে সময় সুযোগ হলেই ভিডিও দেখি সব ভিডিও প্রথম প্রথম খুব সহজ মনে হলেও মাঝখানে গিয়ে সব গুলিয়ে যায়, আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম দেখার পর মনে হলো আমিও হয়তো একদিন সুন্দর করে ইংরেজি বলতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে❤❤❤
অবশ্যই পারবেন। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো।
Please support
অনেক সুন্দর লেগেছে ভিডিও টা আমার, ?৷ আপনার জন্য শুভ কামনা রইল
আপনার জন্যও অনেক শুভকামনা থাকলো।
আসসালামু আলাইকুম।
ধন্যবাদ স্যার
এত সহজ ভাবে বুঝানোর জন্য,, আমার খুব ইচ্ছে ছিলো ইংরেজি ভাষায় কথা বলার, কিছু টা পারি,,সামনের দিকে হয়তো পুরোটা শেখা হয়ে যাবে,,,দোয়া করবেন স্যার।
ওয়া আলাইকুম আসসালাম। ইন শা আল্লাহ, আপনি পারবেন।
অসাধারণ আপনার বুঝানোর ক্ষমতা।।।ভালবাসা রইলো আকাশ সম।💗এগিয়ে যান আরো বহুদূর।।
আপনার এই শুভকামনা নিশ্চয় আমাকে অনেকদূর এগিয়ে দিবে । প্রান্তিক মানুষগুলো যেন ভাষা একটু কম জানার কারণে সাফার না করে, সে চেষ্টা করছি। আপনি ভালো থাকুন, এগিয়ে যান। অফুরাণ শুভকামনা থাকলো আপনার জন্য।
আলহামদুলিল্লাহ আমি শুরু করেছি আপনার ভিডিও দেখে।আমি ইংরেজি শিখতে চাই।আপনার সুন্দর ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ।
ইন শা আল্লাহ, আপনি পারবেন।
সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ❤️❤️
অসাধারন মনোমুগ্ধকর র্নিদেশনা বেশ ভালোই। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অশেষ ধন্যবাদ। এত সুন্দর করে বলেছেন, মনে হয়েছে কিছুটা হলেও স্বার্থক হয়েছি।
Ma shaa Allah,
আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন,আশা করি খুব শিঘ্রই এর পরের ক্লাস টা পেয়ে যাবো ইনশাআল্লাহ।
Snaha mam ki korcho ai sir eng lish koracha
হুম অনেক ধন্যবাদ জানায় 😢😢
স্যার যে প্রতিটি মানুষের কমেন্টের রিপ্লাই দেয় তা আমার কাছে খুবই ভালো লাগছে। আর রিপ্লাই দেওয়া মানে হচ্ছে, সবার কমেন্ট কে সম্মান দেওয়া। গুরুত্ব দেওয়া, ভালবাসা ইত্যাদি। সাবসক্রাইব করে দিলাম স্যার।
May Allah bless you. Thanks a million.
❤ এতো সুস্পষ্ট ভাবে বোঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার❤ আপনার মেমোরির তুলনা হয় না😮
So kind of you
অসাধারণ sir...like you, your language nice..
You are awesome
ইংরেজি শিখার একটি ভাল মাধ্যম আপনার এই পাঠশালা। এই পাঠশালায় আজকে আমার অভিষেক ঘটেছে।
ধন্যবাদ যথেষ্ট নয়, অশেষ ভালোবাসা আর শুভকামনা থাকলো আপনার জন্য
ধন্যবাদ আপনাকে এবং যারা নতুন এসেছে তাদের কে দিয়ে গেলাম ধন্যবাদ ভিডিও দেখতে দেখতে ৩ মাসের ভিতরে আজ আমি সব ইংরেজিতে কথা বলতে পারি নতুন নতুন বস যখন ইংরেজি বলতেন কোম্পানিতে তখন অনেক কষ্ট লাগতো
Alhhamdulillah
এতো সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ স্যার
অনেক কিছু শিখতে পারলাম বিডিওটা দেখে,, ❤️❤️❤️
আপনাকে অশেষ ধন্যবাদ।
আপনি আসলেই অনেক ভালো বুঝান স্যার ধন্যবাদ আপনাকে 😊😊😊
So kind of you.
অসাধারণ সহজ, সরল, সাবলীলভাবে বুঝাতে সক্ষম হয়েছেন। ধন্যবাদ আপনাকে।
Please accept my gratitude.
আপনার এই ভিডিওতে ইংরেজি শেখার অনেকটা প্রেরনা পেয়েছি স্যার আবারও ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করি।আরো কিছু জানার অপেক্ষায় রইলাম।
In Sha Allah
ছ্যার আপনার বুঝানোর অনেক অভিজ্ঞতা আছে আমার খুবই ভালো লাগলো ভিডিও টা।
ভালোবাসা আর কৃতজ্ঞতা নিবেন।
শুকরান
জাযাকাল্লাহ্
Mashllah Sir dua chai onk helpful video ❤️
স্যার, আপনি এতো সুন্দর করে বুঝান, just wow. স্যার, আমি যে বাক্যটি লিখলাম, এটা কি হবে? এখানে তো verb নেই।
বুঝানো তো Verb. আপনি ইনভার্টিড কমার মধ্যে বাক্যটি লিখুন প্লিজ।
বুঝানোর সিস্টেম টা অসাধারণ, আনকমন। ধন্যবাদ স্যার🥰🥰
You made my day.
Sotti osadaron sir sonlam onek valo lagche Amar I miss you sir
@@learnenglishbybangla nice
@@learnenglishbybangla sir apnader kase ami shikte chai kivabe apnader lacation ta bolen
ধন্যবাদ স্যার সুন্দর আলোচনা। গরীব লোক জন্য শিক্ষনিয়।
আপনার সুন্দর মন্তব্য আমার কষ্টকে আনন্দে রূপান্তরিত করেছে। আমার ইচ্ছা একটাই - গ্রাম থেকে শহরে, কেউ যেন ইংরেজির জন্য সাফার না করে। দোয়া রাখবেন, পাশে থাকবেন আর ভালো থাকবেন।
Please send your address..
ভীষণ ভালো লাগলো শুনে, আমি ও আপনার ছাত্রী হয়ে গেলাম ইংরেজিতে কথা বলার জন্য। অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।
Please accept my gratitude.
আলহামদুলিল্লাহ বোঝানোর কোয়ালিটি অসাধারণ
My pleasure
Wonderful teacher
I am really grateful
It means a lot
আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার জন্য একটু শাহুস পেলাম ভাষাটা শিখার জন্য
আলহামদুলিল্লাহ। অফুরান শুভকামনা থাকলো। আপনি নিশ্চয় পারবেন।
Apnar vedio dekhe onek kisu jante parlam. Next ay apnar aro vedio pete chai
Thank you sir for your information..... 🥰
It means a lot.
ধন্যবাদ,স্যার, আপনার বুঝানোর ক্ষমতা প্রশংসনীয়।
Please accept my deepest gratitude
ভাইয়া অনেক সহজ করে ইংরেজি শেখাচ্ছেন, আমি ইংরেজি অনেক কিছু বুঝতামনা, আপনার ভিডিও দেখে খুব সহজে শিখতেছি।
Nice to hear. Please accept my gratitude.
স্যার,আপনার বোঝানোর পদ্ধতি খুব ভালো।
খুব সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ।
আপনাকেও অশেষ ধন্যবাদ। Your awesome comment means a lot to me.
Alhamdulillah Ajke emon kichu shikhlam ja konodin bhulbona…. May Allah bless you sir 🤲❤️
সত্যিই ভিডিওটার মাধ্যমে আমি উপকৃত হলাম ধন্যবাদ স্যার
ruclips.net/video/BmJ96X_cq50/видео.html ভালো লাগলে subscribe করবেন
অনেক ভালো ভাবে বুঝতে পারেন আপনি অনেক ধন্যবাদ স্যার।❤❤❤❤
অশেষ কৃতজ্ঞতা আরর ধন্যবাদ জানাচ্ছি।
Love you sair
Khub sohoj vabe bujlam💓💓💓💓😀
সত্যি স্যার আমার জীবনে এত সুন্দর ক্লাস দেখি নাই মনে হয় আমি আজকেই ইংরেজি শিখে ফেলেছি
আপনার জন্য অনেশ শুভকামনা থাকলো
Thanks
❤
স্যার,,, অনেক কিছু শিখলাম,, ধন্যবাদ স্যার ❤️✌️
আপনার জন্য অশেষ ধন্যবাদ আর ভালোবাসা থাকলো
@@learnenglishbybangla -জ্বি স্যার ভালো লেগেছে অসম্ভব। সাবস্ক্রাইব করেছি। আপনি কি ঢাকায় থাকেন?
খুব সুন্দর - ভিডিও 💯👍🏼✅☑️
অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার কথা আমাকে অনেক উৎসাহিত করছে।
দারুন হয়েছে স্যার আপনি এরকম ভিডিও প্রতিদিন দিবেন আর ব্ল্যাকবোর্ড লিখে দিলে ভালো হতো বেশি বাচ্চাদের
অশেষ ধন্যবাদ। পরের ভিডিওগুলোতে চেষ্টা করবো।
অনেক ভালো লাগছে আপনার কথাগুলো স্যার
ভালো লাগল জেদ্দা থেকে দেখছি ধন্যবাদ জানতে পেরে
So kind of you
স্যার আপনেকে অসংখ্য ধন্যবাদ 🥰🥰
So kind of you.
সত্যিই শেখানোর পদ্ধতি টা
সবার চেয়ে ভিন্ন ।
অফুরান শুভকামনা থাকলো
ধন্যবাদ স্যার আমাদের কে এতো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য, আপনার এই ভিডিও গুলো দেখে অনেক উপকৃত হলাম, আপনার ঋণ কখনোই সুদ করবার নই স্যার 🌹🥀
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
অনেক সুন্দর একটা বিরহ দিয়েছেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আরো এরকম অনেকগুলো ভিডিও দিলাম আমরা আরো ইংরেজি ভালোভাবে কাজ তো করতে পারবো
আপনাকে অশেষ ধন্যবাদ
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো দেখে।
আলহামদুলিল্লাহ
অসাধারণ বোঝানোর সক্ষমতা 💕
অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি
ধন্যবাদ আপনাকে ভালোভাবে ইংরেজি শেখানোর জন্য, কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি টা একটু উন্নত করার জন্য অনুরোধ জানাচ্ছি।🙏
আপনার এই মহৎ প্রচেষ্টা কে সাধুবাদ জানাই। সাধারণ মানুষ এই ভিডিও দেখে অনেকটা শিখতে পারবেন-যদি তারা একটু চেষ্টা করেন। 🙏
So kind of you
Thank you sir,
আপনার অমুল্য শিক্ষা দ্বান অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য💝💝💝🌹🌹🌹
আপনার বুঝানোর কৌশল সত্যিই অতুলনীয় স্যার🙂💝🌹🌹🌹
Please accept my deepest gratitude
স্যার আপনার শেখানোর প্রচেষ্টা অসাধারণ
Please accept my deepest gratitude
অনেক উপকৃত হলাম স্যার , ধন্যবাদ আপনাকে ❤
মাশা-আল্লাহ প্রিয়❣️
আলহামদুলিল্লাহ
আপনার বুঝানোর ধরণটা অসাধারণ ❤️
অফুরান শুভকামনা থাকলো আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে সার আপনি আর এগিয়ে যান😊😊😊😊😊❤
So nice of you.
You are the best guide line of young generations those who does not read any book. Your capacity of learning English is highly appreciated by the people. Your performance is extraodinary and great achievement. Thanks
Words can't express how thankful I am
@@learnenglishbybangla হে ভাই আমিও শিখবো
আপনার প্রচেষ্টা কে অনেক সাধুবাদ জানাই 🙏
Thank you for your inspiring comment.
হরে কৃষ্ণ ...শুনে খুব উপকৃত হলাম...আপনার জন্য শুভকামনা
স্যার অসাধারণ, পরের ভিডিও দিবেন কবে? এখন তো মনে হয় ইংরেজি ভাষা শেখা খুবই সহজ।
ইংরেজিসহ যে কোন ভাষাই শেখা সহজ। যে ভাষা কঠিন সে ভাষা মানুষ পছন্দ করে না। সময়ের সাথে সাথে ভাষা অবিরাম সহজ হয়ে আসছে। এমনকি বাংলা ভাষা মাত্র ২শত বছর আগে যা ছিলো, এখন আরও সহজ হয়েছে। বাংলাদেশে ইংরেজি ভাষাকে আসলে নানাভাবে ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে কঠিন করা হয়েছে। এই চ্যানেল থেকে ভাষা শেখা কত সহজ, তা সবার কাছে পৌছে দিতে চাই। অন্তিত ইংরেজি বলতে না পারার কারণে যেন কেউ পিছিয়ে না পরে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার ইতিবাচক মন্তব্য আমাকে আরও উৎসাহ দিবে আরও কাজ করার জন্য।
.............
... I-.--
.
. ? - II.
...
-
so s
স্যার নমস্কার । পরের ভিডিওটির অপেক্ষায় রইলাম।
অনেক অনেক ভালোবাসা স্যার আপনার জন্য, আপনি অনেক সহজ করে দিয়েছেন ❤
অশেষ ধন্যবাদ।
Wonderful method. Thank you.
Words can’t express how grateful I am
স্যার অনেক সুন্দর করে বুঝনোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
So nice of you.
Arokom video aro chai
Your teaching process is outstanding... I also want speak in english. Carry on... Thanks from my heart
Words can't be enough to express how thankful I am.
16272
316231
এত ভালো ভাবে বোঝানোর জন্য ধন্যবাদ sir 😊
So kind of you
আচ্ছালামুয়ালাইকুম, Thanks এত সুন্দর করে বলার জন্য, শুভকামনা রইল।
ওয়া আলাইকুম আসসালাম। অশেষ ধন্যবাদ।
You are a good teacher. Keep going we learn so much..
Thanks a million for your kind admiration.
অসংখ্য ধন্যবাদ স্যার🙏
আপনাকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আমি আপনার বিডও আজ দেখলাম ধন্যবাদ আপনাকে ওনেক কিছু সিখলাম