এরকম শিক্ষনীয় একটি গল্পেরই প্রয়োজন ছিলো। 😍 পরিচালককে ধন্যবাদ এমন ৮১ কোটি ক্ষুদার্ত মানুষের কষ্টকে অনুভব করে এই গল্পটি নির্মাণ করার জন্যে। 🙏🏻 আসুন, আমরা খাবার অপচয় বন্ধ করি। ক্ষুদার্ত মানুষের পাশে দাঁড়াই। ✊🏻
একটা ভাতের জন্য এই জীবনে আমার পরিবার কতোই না কষ্ট করেছে। আমার বাবা অসুস্থ্য হয়ে পড়ার বুঝতে পারছি জীবনযুদ্ধে কতোটা কঠিন। আজ আমি অনেক বড়ো পদে হয়তোবা চাকরি করছি। এখন আর খাবারের প্রতি আমার আগ্রহ নেই। আগে অনেক খাই খাই করতাম। নিজ থেকে রান্না করে খাই তো বুঝতে পারছি কতোটা কঠিন জীবন। আর খাওয়া দাওয়া নিয়ে এখন আর আগের মতো আগ্রহ নেই। এখন উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। এখন অনেক ক্ষুধার্ত মানুষের দুঃখ দূর করতে পারি। আল্লাহ্ পাক দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নাখালপাড়া তেজগাঁও ঢাকা থেকে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ্ 💪🇧🇩👍
আপনাকে অসংখ্য ধন্যবাদ! আমি যতই নাটক দেখি তুমি ততই নাটক দেখো! আমি যেটাই নাটক দেখি তুমি সেটাই কমেন্ট করো আপনি নাটকে খুব পছন্দ করো নাটকে খুব পছন্দ করি! আমি অপূর্ব নাটক সবগুলো দেখে ফেলব একটা একটা করে! তুমি দেখবে না অপূর্ব সব নাটক ❤❤❤
India থেকে বলছি নাটক টা অসাধারণ ছিল ।আমাদের দেশে কিছু এনজিও আছে যারা কিনা অনেক হোটেলের বেচে যাওয়া খাবার যাকিন বেশীখন থাকলে নষ্ট হয়ে যাবে, সেই খাবার গুলো কে রাতেই কালেকশন করে রাতেই ফুটপাথে শুয়ে থাকা মানুষ কিংবা গরিব বস্তির মানুষের মধ্যে বিলিয়ন দিয়ে থাকেন। ধন্যবাদ নাটকের মাধ্যমে এরকম সচেতনতা গড়ে তোলার জন্য। কলকাতা। বিরাটি ।
অপূর্বদার একজন অন্ধ ভক্ত কলকাতা থেকে ❤️🇮🇳 এটা নিয়ে অপূর্ব দার পরপর 5 টা নাটক দেখছি --- কমলাকান্ত, ভালবাসার মূল্য কত, একটি ভীষন একা ছেলে, আটকে আছি তোর মায়ায় দেখার পর এটা দেখলাম .. এই নাটকের শেষের msg টা ছিলো ভীষন মূল্যবান... আমার মতো আর কে কে আছো অপূর্ব দার fan????
নাটকটি দেখে নিজের অজান্তেই চোখ থেকে পানি বের হয়ে গেল, সত্যিই আমরা কত ভালো আছি আল্লাহ আমাদের কত ভালো রাখছেন (আলহামদুলিল্লাহ) অথচ কত মানুষ ইভেন কোটি কোটি মানুষ রাতে না খেয়ে ঘুমাতে যায় আমরা কি সেটা আদৌ খেয়াল করি কিছুটা হলেও শিক্ষা পেলাম নাটকটি হতে। ধন্যবাদ পরিচালকসহ যারা অভিনয় করছেন তাদেরকে, এই ধরনের কনসেপ্টে আমরা চাই।
অসাধারণ একটি concept ! পরিচালক এবং script writer যাঁরা আছেন, তাঁরা ওই মানুষ গুলোর কষ্ট অনুভব করতে পারেন বলেই খাবার অপচয়ের প্রেক্ষিত ধরে ৪৪ মিনিটে এমন সুন্দর করে সাজিয়েছেন ৮১ কোটি মানুষের ক্ষুধার্তের কাহিনি। অপূর্ব ভাইয়ার অভিনয় অনন্য ! অনেক ভালোবাসা,অভিনন্দন❤ কলকাতা থেকে...
দুই হাত দিয়ে খাবার নিতে দেখে হাসতে হাসতে আমি শেষ 😂😂 প্রথম কোন নাটকে এমন দৃশ্য পেলাম যেটা একদম মনের ভিতর গেঁথে গেল,, অপুর্ব আরটিভি এবং পরিচালককে ধন্যবাদ দিতে চাই সুন্দর কিছু উপহার দিলেন,,, 🙏🙏
ভাই আপনার নাটক গুলো শুধু ঈদ না সব সময় স্পেশাল আমার কাছে।কারন আপনার অভিনয় গুলো প্রাণবন্তভাবে আমার মনে ফুটে উঠে আর এই নাটক ত আমার ব্যক্তিগত জীবনে সাথে মিলে যায়। যাই হোক ইনশাআল্লাহ নিজে একটু হলে পরিবর্তন করব।।ধন্যবাদ।।আব্দুল আমিল
আল্লাহ আমাদের সকলকে ক্ষুদার্ত মানুষের মুখে খাবার তুলে দেবার তাওফিক দান করুন। পরিচালক সহ নাটকরে পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ শিক্ষা মূলক একটি নাটক উপহার দেওয়ার জন্য।
এই রকম একটা নাটকের খুব প্রয়োজন ছিল । এতো মানুষ ক্ষুধার্ত থাকেন যে খাবার অপচয় করা রীতিমতো অপরাধ।তবে ক্ষুধার্ত অপূর্বর অভিনয় দারুণ লেগেছে ... খুব মজা পেয়েছি। পরের পরিবর্তনটা আরও বেশি ভালো লাগলো। কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পেটের ক্ষুধার কাছে মনের ক্ষুধা কিছু না। এক প্রকার বিলাসিতা ছাড়া কিছু না। নাটকটিতে অপূর্ব ভাই কেয়া আপু সবার অভিনয় সূন্দর হয়েছে।
অসাধারন একটি নাটক 👍 এই নাটকের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় শিক্ষনীয় একটা বার্তা দেয়া হয়েছে সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤ অপূর্ব ভাই এর অভিনয়ের কোনো তুলনা নেই 👌❤️ কেয়া বোনের অভিনয় ও চমৎকার 👌❤️ অপূর্ব ভাই এর নাটক দেখার জন্য অপেক্ষা করাটাও সার্থক ❤
exactly so viewers should promote such moral motivational drama from their platform either it little >but a grand fighting against unfair culture>thanks dear
আমাদের বাংগালীদের জন্যে একটি অসাধারণ শিক্ষণীয় নাটক। এই রকম খাওয়া নিয়ে প্রতিযোগিতা যেন প্রতিটি ঘরে ঘরে বিশেষ করে দেশে যাদের সামর্থ্য আছে এবং বিদেশেও প্রতিটি বাংগালী পরিবারে যেন কম্পিটিশন চলছে, যেটা সম্পূর্ণ রূপে ধর্ম বিরোধী, সুরা সুরা মোহাম্মদে 47# আয়াত #12 বলা হয়েছে শুধু মাত্র যারা কাফের তারা খায় জানোয়ারের মতো উদর পূর্তি করে।
ভাতের কষ্ট বড় কষ্টরে ভাই। আমি টাকার অভাবে অনেকদিন শুধু রুটি আর কলা খেয়ে ছিলাম। দয়াকরে কেউ খাবার নষ্ট করবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই নিবেন,আপনার নষ্ট করা খাবারের প্রভাব অন্য কারো খাবারের দামকে প্রভাবিত করবে।❤️
বাংলাদেশের নাটক গুলোর স্ক্রিপ্ট দেখে আমি সত্যি আশ্চর্য হয়ে যায়, প্রত্যেকটা প্রত্যেকটা নাটক দেখি আমি.. এমনকি প্রতিদিন দুটো করে নাটক দেখার চেষ্টা করি,নাটক গুলি প্রত্যেকটি মন ছুঁয়ে যায় অনেক ভালোবাসা from Murshidabad 🇮🇳
এইরকম একটা চিন্তা নিয়ে যে একটা গল্প বানানো যায়,তার হয়তো আমার দেশের মানুষ ভাবতেও পারে না। আপনাদের এই মননশীলতার জন্য ধন্যবাদ। অসম্ভব সুন্দর একটা পরিবেশন ♥️
আসলে অপূর্ব ভাই এই নাটকের মধ্যে দিয়ে সমাজের বাস্তব চিত্র কে তুলে ধরেছে। দেখা যায় আমাদের সমাজে কিংবা দেশে এই রকম অনেকই প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে। আমাদের দেশে এই রকম অনেকেই আছে যারা দু বেলা দু মুঠো পেট পুরে খেতে পাই না। বিশেষ করে বাস স্ট্যান্ড, রেল স্টেশন কিংবা কিছু দরিদ্র মানুষেরা। আসুন আমরা সকলে মিলে এগিয়ে আসি এবং যে যার জায়গা থেকে যতটুকু পারবো দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।😊😊
জিয়াউল ফারুক অপূর্ব ভাই এবং কেয়া পায়েল আপু চোখের ক্ষুধা চরিত্রে জুটি বেঁধে সুন্দর একটা উপদেশমূলক গল্পের চরিত্রে শিক্ষামুখী অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎🇦🇷
সৈয়দ শাকিল ভাই আপনার অনুগত দল দ্বারা নির্মিত চোখের ক্ষুধা গল্পটা এবং খাওয়া দাওয়া অভিনয় জটিল ভাবে জব্বার অভিনয় জিয়াউল ফারুক অপূর্ব ভাই এবং কেয়া পায়েল আপু দ্বারা নির্মিত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই 🖤🇧🇩🤎🇦🇷
নাটকের ম্যাসেজ টা খুব ভালো ছিলো।👏👏 বাংলা নাটক নিয়ে গর্ব করার মতো মেইন কারন ছিলো, সামাজিক কোনো সমস্যা কে সহজ ভাবে সুন্দর কোরে তুলে ধরা এবং শালীনতা ও বাস্তব ধর্মী অভিনয়। যার কারনে এই ছোট ইন্ড্রাস্টি টা এত অল্প সময়ে এতটা সমৃদ্ধ হতে সক্ষম হয়েছে। কিন্তু বর্তমানে বস্তাপচা নাটকের ভিটে এগুলা খুজে পাওয়াই ভার। সময় থাকতে কনটিটি রেখে কোয়ালিটি এন্সিওর করুন নাহলে এই ক্ষনিকের লাভ ভবিষ্যতের কাল হবে। যেমন অবস্থা আজ বাংলা সিনেমার।
আরও দেখুন:
ঘুম: ruclips.net/video/p2_HYAsvPGo/видео.html
ওয়ান হাগ রিমেইনিং: ruclips.net/video/Pl-7qfLRET4/видео.html
Nice❤❤❤❤
❤ very very nice 😂❤
😊😊😊 lol
লললললললললললললল
Right
সুন্দর একটা শিক্ষা দিয়েছেন নাটকটির মাধ্যমে।। খাবার অপচয় না করে গরিব দুঃখী মানুষকে সাহায্য করা খাবার দিয়ে ❤
আপনারব ও উচিত
Right.....
39:38 😅😮
Hm
Wভাইয়া মেয়ে টাকে নিচেরটা বোরে দেন ভালো লাগবে 😮😊😊😊😮
এরকম শিক্ষনীয় একটি গল্পেরই প্রয়োজন ছিলো। 😍
পরিচালককে ধন্যবাদ এমন ৮১ কোটি ক্ষুদার্ত মানুষের কষ্টকে অনুভব করে এই গল্পটি নির্মাণ করার জন্যে। 🙏🏻
আসুন, আমরা খাবার অপচয় বন্ধ করি।
ক্ষুদার্ত মানুষের পাশে দাঁড়াই। ✊🏻
Right....
একটা ভাতের জন্য এই জীবনে আমার পরিবার কতোই না কষ্ট করেছে। আমার বাবা অসুস্থ্য হয়ে পড়ার বুঝতে পারছি জীবনযুদ্ধে কতোটা কঠিন। আজ আমি অনেক বড়ো পদে হয়তোবা চাকরি করছি। এখন আর খাবারের প্রতি আমার আগ্রহ নেই। আগে অনেক খাই খাই করতাম। নিজ থেকে রান্না করে খাই তো বুঝতে পারছি কতোটা কঠিন জীবন। আর খাওয়া দাওয়া নিয়ে এখন আর আগের মতো আগ্রহ নেই। এখন উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। এখন অনেক ক্ষুধার্ত মানুষের দুঃখ দূর করতে পারি। আল্লাহ্ পাক দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
নাখালপাড়া তেজগাঁও ঢাকা থেকে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ্ 💪🇧🇩👍
আপনাকে অসংখ্য ধন্যবাদ! আমি যতই নাটক দেখি তুমি ততই নাটক দেখো! আমি যেটাই নাটক দেখি তুমি সেটাই কমেন্ট করো আপনি নাটকে খুব পছন্দ করো নাটকে খুব পছন্দ করি! আমি অপূর্ব নাটক সবগুলো দেখে ফেলব একটা একটা করে! তুমি দেখবে না অপূর্ব সব নাটক ❤❤❤
ওরা কারা যারা বাংলা সিনেমার চেয়ে বাংলা নাটক দেখতে বেশি ভালোবাসেন। তারাই হাত তোলেন 🙋️🙋
হাত তুলতে পারবো না পা তুলতে পারবো
@@havababoni3681❤2wa2W
Aci
আমি নিজেই❤
বাংলা সিমোনর কথা শুনলেও খারাপ লাগে। কিন্তু নাটকগুলো বেষ্ট। প্রতিটা নাটকেই কিছু না কিছু শেখার আছে। বুঝার আছে।
নাটক এমনি হওয়া উচিত, মানুষ বিনোদন পাবে, পাশাপাশি মানুষ নিতি নৈতিকতা শিখবে,আর নাটকে এমন মেসেজ থাকবে।
এটাইতো সুস্থ সমাজ ❤
💞রিজিক আল্লাহর নেয়ামত।।।। বিলাসিতা আর চোঁখের ক্ষুধায় সেটা নষ্ট করতে নেই।।৷ খুব সুন্দর নাটক।।।
সাকিব খান যদি বাংলা সিনেমার কিং হয় তাহলে অপূর্ব ভাই বাংলা নাটকের কিং ❤️👍🥀
নাটকটা যে মেসেজ দিতে চেয়েছে, বিদ্যানন্দ ঠিক এই কাজটায় করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করে।
আর আরফান নিশু ভাই কি
Bangla Natok King Afran Nisho 😊
মোশারফ
শাকিব খান আবার বাংলা ছবির কিং হলো কবে! শাকিবের ছবি কি সবাই দেখে!!
India থেকে বলছি নাটক টা অসাধারণ ছিল ।আমাদের দেশে কিছু এনজিও আছে যারা কিনা অনেক হোটেলের বেচে যাওয়া খাবার যাকিন বেশীখন থাকলে নষ্ট হয়ে যাবে, সেই খাবার গুলো কে রাতেই কালেকশন করে রাতেই ফুটপাথে শুয়ে থাকা মানুষ কিংবা গরিব বস্তির মানুষের মধ্যে বিলিয়ন দিয়ে থাকেন। ধন্যবাদ নাটকের মাধ্যমে এরকম সচেতনতা গড়ে তোলার জন্য। কলকাতা। বিরাটি ।
❤❤❤
সত্যি বলছি এ ঈদের যত নাটক দেখলাম সবথেকে এ নাটক টি আমার কাছে বেস্ট লাগছে,,,❤️
প্রিয় পরিবার
Thanks❤
অপূর্বদার একজন অন্ধ ভক্ত কলকাতা থেকে ❤️🇮🇳 এটা নিয়ে অপূর্ব দার পরপর 5 টা নাটক দেখছি --- কমলাকান্ত, ভালবাসার মূল্য কত, একটি ভীষন একা ছেলে, আটকে আছি তোর মায়ায় দেখার পর এটা দেখলাম .. এই নাটকের শেষের msg টা ছিলো ভীষন মূল্যবান... আমার মতো আর কে কে আছো অপূর্ব দার fan????
'দাদা' নয় 'দিদি'!
বড় ছেলে, ব্যাচ- ২৭, ব্যাচ- ২৭ লাস্ট পেইজ, বেকার, ভালো থেকো তুমিও, আনটোল্ড লাভ স্টোরি, অবুঝ দিনের গল্প- ১/২, ভালোবাসি তুমি আমি, শুনতে কি পাও, আমার তুমি, আমার প্রেম তুমি, একটা নির্জন দুপুর চাই, অ্যারেঞ্জ লাভ, গোলাপি কামিজ, ফ্যাশন, হুড তোলা রিক্সা, খুঁজি তোমায়, কেমন যেন তুমি, বিউটিফুল লায়ার, জীবন... অপূর্বের এই নাটকগুলোও দেখতে পারেন সময় নিয়ে।
পথে হলো দেরী, পথে হলো পরিচয় দেখতে পারেন
@@S_K_Ovy অবুঝ দিনের গল্প- ১/২ দেখলাম 3 মনে হয় আর দেখা হবে না
কাছের মানুষ,পথে হলো দেরী।@@S_K_Ovy
রাসুলকে যারা ভালো বাসেন তারা লাইক দেন
Rasul er putki mere hurer Bessyaloy jannat jaoa Jay 😃😆😄🤓🤠😀😫
নাটকটির মাধ্যমে বুঝানো হয়েছে "ভোগে নয় ত্যাগেই আনন্দ" ধন্যবাদ।
খুব ভালো লাগলো নাটকটা। পরিচালক নাটকটিতে সামাজিক একটা বার্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করেছেন।
নাটকটা যে মেসেজ দিতে চেয়েছে, বিদ্যানন্দ ঠিক এই কাজটায় করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করে।
Thanks ❤
খুব শিক্ষানিয় নাটক... পরিচালক ভাইকে অসংখ্য ধন্যবাদ ---- এরকম নাটক আমরা আরও দেখতে চাই ---
নাটকটি দেখে নিজের অজান্তেই চোখ থেকে পানি বের হয়ে গেল, সত্যিই আমরা কত ভালো আছি আল্লাহ আমাদের কত ভালো রাখছেন (আলহামদুলিল্লাহ) অথচ কত মানুষ ইভেন কোটি কোটি মানুষ রাতে না খেয়ে ঘুমাতে যায় আমরা কি সেটা আদৌ খেয়াল করি কিছুটা হলেও শিক্ষা পেলাম নাটকটি হতে। ধন্যবাদ পরিচালকসহ যারা অভিনয় করছেন তাদেরকে, এই ধরনের কনসেপ্টে আমরা চাই।
Ahhh suna go amar
অপূর্ব ভাইয়ার অভিনয় সাথ এ কারো তুলনা নেই!
Best actor for drama
নাটকটা যে মেসেজ দিতে চেয়েছে, বিদ্যানন্দ ঠিক এই কাজটায় করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করে।
নাটকের ফিনিশিংটা বাস্তবতার সাথে কিছু মিল আছে,, ধন্যবাদ পরিচালক মহাদোয়কে, বাস্তব বাদী কিছু অমানুষের জন্য হাজারো গরিব অসহায় মানুষদের বিয়ে ভেংগে যায়
শেষ টা অনেক ভালো লাগল,আসুন আমাদের যার যে সামত্র আছে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। ধন্যবাদ
নাটকটা দেখে বিদ্যানন্দের মানবিক কর্মকাণ্ডের কথা মনে পড়ল।
নাটকটা দেখে বিদ্যানন্দের মানবিক কর্মকাণ্ডের কথা মনে পড়ল।
@@sharifulislam431 কিডা রে সবাইরে একই রিপ্লাই দিস।
তোর কি মনে হইছে সবাইরে কওয়া লাগবে😂😂😂
অপূর্ব সবসময়ই যেন নিখুঁতভাবে তার চরিত্র ফুটিয়ে তোলে ! আসলেই এমন আর্ট প্রশংসার জো রাখে না 💕
eta ekdom sotto kotha
হম
অসাধারণ একটি concept ! পরিচালক এবং script writer যাঁরা আছেন, তাঁরা ওই মানুষ গুলোর কষ্ট অনুভব করতে পারেন বলেই খাবার অপচয়ের প্রেক্ষিত ধরে ৪৪ মিনিটে এমন সুন্দর করে সাজিয়েছেন ৮১ কোটি মানুষের ক্ষুধার্তের কাহিনি। অপূর্ব ভাইয়ার অভিনয় অনন্য ! অনেক ভালোবাসা,অভিনন্দন❤ কলকাতা থেকে...
ধন্যবাদ
নাটকটা যে মেসেজ দিতে চেয়েছে, বিদ্যানন্দ ঠিক এই কাজটায় করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করে।
Tripura theke....
Concept er bangla ki , আর আপনার নামটা কি eta
দুই হাত দিয়ে খাবার নিতে দেখে হাসতে হাসতে আমি শেষ 😂😂
প্রথম কোন নাটকে এমন দৃশ্য পেলাম যেটা একদম মনের ভিতর গেঁথে গেল,, অপুর্ব আরটিভি এবং পরিচালককে ধন্যবাদ দিতে চাই সুন্দর কিছু উপহার দিলেন,,, 🙏🙏
😂😂 misti te misti kom 😟
@@sofik126 😂😂
Nice.....
আমার মতো কে কে নাটক চালিয়ে আগে কমেন্ট পড়তে চলে আসো। 😊
আই
Me
Mui
🖐️
নাটকটা যে মেসেজ দিতে চেয়েছে, বিদ্যানন্দ ঠিক এই কাজটায় করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালবাসা। ঈদের নাটকগুলো কেমন লাগছে সবার??
A good lesson in this drama.
ভাই আপনার নাটক গুলো শুধু ঈদ না সব সময় স্পেশাল আমার কাছে।কারন আপনার অভিনয় গুলো প্রাণবন্তভাবে আমার মনে ফুটে উঠে আর এই নাটক ত আমার ব্যক্তিগত জীবনে সাথে মিলে যায়। যাই হোক ইনশাআল্লাহ নিজে একটু হলে পরিবর্তন করব।।ধন্যবাদ।।আব্দুল আমিল
Darun
India theke bolchi
Onek valo.... ❤❤❤ R Golpo ti je ekti massage eta aro valo lagche vai
Ami keno jani apnar natok amr beshi valo lage...sobar theke alada...❤❤❤❤
বাংলাদেশেই একমাত্র এরকম ভালো নাটক তৈরি করা সম্ভব 🤍🔥🇧🇩
না দেখেই পাম মারেন😂😂😂
@@pkranaislam আমরা নাটক প্রেমী আমরা জানি বাংলাদেশের নাটক অসম্ভব সুন্দর 🇧🇩🔥🤍
❤
আল্লাহ আমাদের সকলকে ক্ষুদার্ত মানুষের মুখে খাবার তুলে দেবার তাওফিক দান করুন। পরিচালক সহ নাটকরে পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ শিক্ষা মূলক একটি নাটক উপহার দেওয়ার জন্য।
এই রকম একটা নাটকের খুব প্রয়োজন ছিল । এতো মানুষ ক্ষুধার্ত থাকেন যে খাবার অপচয় করা রীতিমতো অপরাধ।তবে ক্ষুধার্ত অপূর্বর অভিনয় দারুণ লেগেছে ... খুব মজা পেয়েছি।
পরের পরিবর্তনটা আরও বেশি ভালো লাগলো।
কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক
Thanks♥
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
পেটের ক্ষুধার কাছে মনের ক্ষুধা কিছু না। এক প্রকার বিলাসিতা ছাড়া কিছু না। নাটকটিতে অপূর্ব ভাই কেয়া আপু সবার অভিনয় সূন্দর হয়েছে।
নাটকের পটভূমি খুবই অসাধারণ ❤️ তার সাথে প্রিয় অপুর্ব ভাই।
ঠিক আছে অর্ণব ভাই, ভালোবাসার নাটক বাদ দিয়ে আপনার কাছ থেকে এমন শিক্ষণীয় নাটক আমরা চাই, আপনার ভক্ত❤❤
🇮🇳আমি ইন্ডিয়া থেকে দেখতেছি,
সত্যি বাংলা নাটক অসাধারণ,
সবাইকে ঈদ মোবারক।👈
এই ফালতু নাইকা টাকে একটু ও ভালো লাগানে 😒
from Bangladesh 🇧🇩
@@MasudRana-ql9uj mine
ঈদের দেখা কয়েকটি নাটকের মধ্যে অন্যতম সেরা একটি নাটক দেখলাম, শেষটা বেশ ভাল ছিল ❤ সত্যিই আমাদের এখনও অনেক কিছু শেখার বাকি 🙃😊
*অপূর্ব + পায়েল* বেস্ট জুটি ❤
অপূর্ব এখন বর্তমান সময়ের সেরা একজন অভিনেতা..💥
কে কে কোরআন কে বিশ্বাস করেন…?
কুরআন এর অনুবাদ পড়তে হবে, তবেই প্রতিটি আয়াতে আয়াতে বিশ্বাস, যে ধর্মেরই মানুষ হোক না কেন।
✋✋✋✋✋
আমি
Toke bolbo keno??????😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
আপনি যে একটা গাধা সেটা কি আপনি বিশ্বাস করেন,, কোথায় কি বলতে হয় সেটা এখন জানেন না,,,,!
বড়লোকের দুলাল-দুলালীদের জন্য অনেক ভালো একটা ম্যাচেজ।আশা করছি যারা খাবার নষ্ট করেন,তারা এই নাটকটা দেখার পর আর বাকি জীবনে খাবার নষ্ট করবেন না।
অপূর্ব একজন ই! অভিনয় স্কিল এ ১ম! বাংলা চলচ্চিত্রের চিন্তানন্দনতাকে জাগাতে এসেছিলেন আমাদের সালমান শাহ! অপূর্ব তেমনি একজন!
৩৫ মিনিটের সময় আমার কান্না চলে আসছে অন্য রকম একটা মায়া লেগেছে। নাটক দেখে মন ভরে গেছে। ধন্যবাদ এই নাটকের সাথে যারা জড়িত সবাইকে।
অসাধারন একটি নাটক 👍 এই নাটকের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় শিক্ষনীয় একটা বার্তা দেয়া হয়েছে সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤ অপূর্ব ভাই এর অভিনয়ের কোনো তুলনা নেই 👌❤️ কেয়া বোনের অভিনয় ও চমৎকার 👌❤️
অপূর্ব ভাই এর নাটক দেখার জন্য অপেক্ষা করাটাও সার্থক ❤
নাটকটা যে মেসেজ দিতে চেয়েছে, বিদ্যানন্দ ঠিক এই কাজটায় করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করে।
নাটকটা দেখে বিদ্যানন্দের মানবিক কর্মকাণ্ডের কথা মনে পড়ল।
Thanks ❤
6😅
নাটক জগৎ মানে অপুর্ব ভাই ❤️🔥💯
বাংলাদেশের নাটকের সাথে কোন কিছুর তুলনাই হয় না 🇧🇩🔥🤍
😂😂😂
exactly so viewers should promote such moral motivational drama from their platform either it little >but a grand fighting against unfair culture>thanks dear
নাটকটা যে মেসেজ দিতে চেয়েছে, বিদ্যানন্দ ঠিক এই কাজটায় করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করে।
চোখের ক্ষুধা নয় পেটের ক্ষুধার কি যন্ত্রণা এই অসহায় মানুষ গুলোই বোঝে শিক্ষা মূলক নাটক অপূর্ব ভাইয়ের সাবলীল অভিনয় মন ভরে গেলো
-আমরা কাউকে হা'রা'তে চাই না।🙂
কিন্তু সময়ের ব্যবধানে সবাইকে হা'রা'তে হয়।🙃🌸🥀
নাটকটা যে মেসেজ দিতে চেয়েছে, বিদ্যানন্দ ঠিক এই কাজটায় করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করে।
Right
হমম
আমার মতো কে কে জিয়াউল ফারুক অপূর্ব আর কেয়া পায়েলের নাটক দেখেন😊
ছোট বাচ্চাদের খাবার দেওয়ার বিষয় টা দেখে চোখে পানি চলে আসছে😢😢😢
Hum mama
আমাদের বাংগালীদের জন্যে একটি অসাধারণ শিক্ষণীয় নাটক। এই রকম খাওয়া নিয়ে প্রতিযোগিতা যেন প্রতিটি ঘরে ঘরে বিশেষ করে দেশে যাদের সামর্থ্য আছে এবং বিদেশেও প্রতিটি বাংগালী পরিবারে যেন কম্পিটিশন চলছে, যেটা
সম্পূর্ণ রূপে ধর্ম বিরোধী, সুরা সুরা মোহাম্মদে 47# আয়াত #12 বলা হয়েছে শুধু মাত্র যারা কাফের তারা খায় জানোয়ারের মতো উদর পূর্তি করে।
খুব ভালো লাগলো নাটকের পটভূমি.... ৮১ কোটি মানুষের ক্ষুদার্থের কাহানি ... যা বাস্তভিত্তিক। অপুর্ব সব ধরনের চরিত্রে অসাধারন ❤❤❤❤
নাটকটা যে মেসেজ দিতে চেয়েছে, বিদ্যানন্দ ঠিক এই কাজটায় করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করে।
Ere vau 81 noyre 18 kuti
@@mdnayeem3763 81 kuti e
ekhane whole world er kotha bola hoyeche
এক কথায় অসম্ভব সুন্দর একটা নাটক হইছে।। ❤️❤️❤️❤️❤️❤️❤️
ভাতের কষ্ট বড় কষ্টরে ভাই। আমি টাকার অভাবে অনেকদিন শুধু রুটি আর কলা খেয়ে ছিলাম।
দয়াকরে কেউ খাবার নষ্ট করবেন না।
যতটুকু প্রয়োজন ততটুকুই নিবেন,আপনার নষ্ট করা খাবারের প্রভাব অন্য কারো খাবারের দামকে প্রভাবিত করবে।❤️
😢
বাংলাদেশের নাটক গুলোর স্ক্রিপ্ট দেখে আমি সত্যি আশ্চর্য হয়ে যায়, প্রত্যেকটা প্রত্যেকটা নাটক দেখি আমি.. এমনকি প্রতিদিন দুটো করে নাটক দেখার চেষ্টা করি,নাটক গুলি প্রত্যেকটি মন ছুঁয়ে যায়
অনেক ভালোবাসা from Murshidabad 🇮🇳
সত্যিই বর্তমান বাংলা নাটকের সেরা জুটি
❤জিয়াউল ফারুক অপুর্ব ❤কেয়া পায়েল ❤️
নাটকটা যে মেসেজ দিতে চেয়েছে, বিদ্যানন্দ ঠিক এই কাজটায় করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করে।
পরিচালককে অসংখ্য ধন্যবাদ নাটকে অভিনেত্রীর পোশাকের শালীনতা বজায় রাখার জন্য 😊 নাটকের সকল অভিনেতা /অভিনেত্রীদের ধন্যবাদ সুন্দর ভাবে অভিনয় করার জন্য
অপূর্ব সত্যিই অপূর্ব। অপূর্ব-কেয়া পায়েল খুব সুন্দর জুটি, এই জুটিকে খুব সুন্দর মানায়। এই জুটির আরো নাটক চাই।
"আসুন খাবার অপচয় বন্ধ করি
ক্ষুধার্ত মানুষের পাশে দাড়াই"
ম্যাসেজটা সুন্দর ❤
1 ভিউ আমি দেখলাম, ভালো লাগলো 🥰
কে কে আল্লাহকে ভালবাসেন তারা লাইক দিন
যারা এই নাটক দেখছেন তাদের সবাই কে ঈদ মোবারক🥰🥰🌙🌙❤️❤️
কোন ডেটে ইনভাইট করলেন
নাটকটি খুবই সুন্দর ও ভালো হয়েছে ❤️❤️❤️ হৃদয়আকৃষ্ট করা ধন্যবাদ অপূর্ব ভাই ও কেয়া পায়েল আপুসহ তাদের পুরো টিমকে
নাটক চালিয়ে কমেন্ট দেখতে আসা লোকেরা আছেন নাকি 😁
Aaachi
আমি
😂
hmmm
Hm
অপূর্ব একাই একশো।অসাধারণ একজন অভিনেতা।
অসাধারণ একটা শিক্ষনীয় নাটক ছিল🥰
নাটকের মাধ্যমে ক্ষুধার্ত মানুষের পাশে দাড়ানোর বিষয় টা এতো সুন্দর ভাবে তোলে ধরার জন্য🥰😊
রাইট কথা
Apurva is the BEST❤❤.....Love from 🇮🇳❤️
খুব ভালো concept..খুবই ভালো লাগলো 👍 Love from কোলকাতা 💞
শিক্ষামূলক নাটক টি বেশ ভালো লাগলো।অপূর্ব ভাই অভিনয়ে সেরা🤟💝💝
Sotti osadharon natok😢 apurba bhai r keya😇👍🌷🙏🇮🇳🤝🇧🇩
এইবারের ঈদটা সত্যিই অপূর্বময়।🌺
দারুন ভালো লাগলো,পঃবঙ্গ থেকে বলছি, বাংলাদেশ এর নাটক অনেক সুন্দর, রোজ দেখি
অপূর্ব ভাইয়ের নাটকগুলো খুব ভালো লাগ। ওনার কথাগুলো এত মাধুর্য বলে শেষ করা যাবে না।
হুম ❤❤❤
অপূর্ব ভাইয়ের নাটক মানেই অসাধারণ অনেক ভালো লাগে ❤❤❤❤
সুন্দর একটা কাহিনী নিয়ে নাটকটি করা হয়েছে,
আশাকরি সবার ভালো লাগবে! ❤️
Right
ধন্যবাদ এমন একটা ম্যাসেজ নাটকের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য
খুব ভালো লেগেছে নাটকের স্ক্রিপ্ট এবং আপনাদের দুজনের অভিনয়...
এইরকম একটা চিন্তা নিয়ে যে একটা গল্প বানানো যায়,তার হয়তো আমার দেশের মানুষ ভাবতেও পারে না। আপনাদের এই মননশীলতার জন্য ধন্যবাদ। অসম্ভব সুন্দর একটা পরিবেশন ♥️
আসলে অপূর্ব ভাই এই নাটকের মধ্যে দিয়ে সমাজের বাস্তব চিত্র কে তুলে ধরেছে। দেখা যায় আমাদের সমাজে কিংবা দেশে এই রকম অনেকই প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে। আমাদের দেশে এই রকম অনেকেই আছে যারা দু বেলা দু মুঠো পেট পুরে খেতে পাই না। বিশেষ করে বাস স্ট্যান্ড, রেল স্টেশন কিংবা কিছু দরিদ্র মানুষেরা। আসুন আমরা সকলে মিলে এগিয়ে আসি এবং যে যার জায়গা থেকে যতটুকু পারবো দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।😊😊
Darun akta sikhhoniyo natok ❤❤😘😘
জিয়াউল ফারুক অপূর্ব ভাই এবং কেয়া পায়েল আপু
চোখের ক্ষুধা চরিত্রে জুটি বেঁধে সুন্দর একটা উপদেশমূলক গল্পের চরিত্রে শিক্ষামুখী অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎🇦🇷
প্রিয় জুটি অপূর্ব পায়েল আপু ♥️
হয়ে যাক ভোট ভালো জুটির সেরা কে
❤অপুর্ব ❤সাবিলা নুর 🌹কমেন্ট
❤ অপুর্ব ❤কেয়া পায়েল 🌹লাইক👍
অনেক অপেক্ষায় ছিলাম ❤❤
Apurbo.❤❤❤❤❤❤❤❤❤❤
সৈয়দ শাকিল ভাই আপনার অনুগত দল দ্বারা নির্মিত চোখের ক্ষুধা গল্পটা এবং খাওয়া দাওয়া অভিনয় জটিল ভাবে জব্বার অভিনয় জিয়াউল ফারুক অপূর্ব ভাই এবং কেয়া পায়েল আপু দ্বারা নির্মিত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই 🖤🇧🇩🤎🇦🇷
আসুন আমরা সবাই খাবার অপচয় না করে অন্যদের কে খাবার সুযোগ করে দেই। অসাধারন নাটক শেষের দিকে শিক্ষার অনেক কিছু আছে । 😢
অপূর্ব ভাই এন্ড কেয়া পায়েল আপু অভিনয় আমার কাছে খুবই ভালো লেগেছে 🥰
অনেক মজার একটা নাটক দেখলাম 🙂
শেষ মূহুর্তে চোখে পানি চলে আসলো😭 ধন্যবাদ পরিচালক ভাইকে❤
পরিচালক অবশ্যয় ধন্যবাদ পাবার যোগ্য। কত সুন্দরভাবে নাটকের মাধ্যমেই "খাবার অপচয় না করার" বার্তা পৌঁছিয়ে দিয়েছেন।
খুব সুন্দর সঠিক এবং শিক্ষনীয় একটি বার্তা দিয়েছেন নাটকটির মাধ্যমে। অপূর্ব আর কেয়া পায়েল খুব সুন্দর অভিনয় করেছেন। 💕💕👌👌💕💕
A beautiful and uncommon concept❤❤❤
ধন্যবাদ 🙂
হম
ভীষণ ভালো ও শিক্ষনীয় বিষয়, সবাইকে ধন্যবাদ ❤❤❤❤❤
অসাধারণ অভিনয় অপূর্ব ভাইয়ার (কলকাতা ) ঈদ মোবারক ❤
Darun Ekta Natok ♥️♥️♥️… Dhonnobad Porichalok ke
বাংলা নাটক মানে অসাধারণ 🥰🥰🥰
সত্যি নাটকের শুরুটা দেখে আমার খুব খুব খিদে পেয়েছিল😋😋😋😋🤩
সত্যি, অসাধারণ ছিল,
এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে!
বিশেষ করে আমরা যারা স্মার্ট সমাজের মানুষ -😢
অপূর্ব ভাইয়া এবং কেয়া পায়েল আপুর জুটি অসাধারণ।
আমার খুব প্রিয় একটা জুটি❤️❤️
এই জুটির আরো নাটক চাই ❤❤❤❤
Mashallah ❤❤❤
ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেবার জন্য ধন্যবাদ
Apurbo payel always osthir 🎉🎉🎉
নাটকের মধ্যে অনেক শিক্ষা ছিল বেশ ভালো ই লাগল ❤
ধন্যবাদ 🙂
এত সুন্দর নাটক করার জন্য অনেক অনেক শুভ কামনা, এভাবেই বিত্তশালীদেরকে বুঝানো যায় যে, খাবার কি জিনিস
ঈদ এর জন্য এবার এর নাটক গুলো ও জোস হইছে❤❤❤
ধন্যবাদ 🙂
@@RtvDrama n❤
@@RtvDrama vai afran nishur kono natok ber hoy nai
নাটকের ম্যাসেজ টা খুব ভালো ছিলো।👏👏
বাংলা নাটক নিয়ে গর্ব করার মতো মেইন কারন ছিলো, সামাজিক কোনো সমস্যা কে সহজ ভাবে সুন্দর কোরে তুলে ধরা এবং শালীনতা ও বাস্তব ধর্মী অভিনয়। যার কারনে এই ছোট ইন্ড্রাস্টি টা এত অল্প সময়ে এতটা সমৃদ্ধ হতে সক্ষম হয়েছে। কিন্তু বর্তমানে বস্তাপচা নাটকের ভিটে এগুলা খুজে পাওয়াই ভার। সময় থাকতে কনটিটি রেখে কোয়ালিটি এন্সিওর করুন নাহলে এই ক্ষনিকের লাভ ভবিষ্যতের কাল হবে। যেমন অবস্থা আজ বাংলা সিনেমার।
Gchcu p
অসাধারন
শিক্ষনীয় নাটক❤❤
অসাধারণ নাটক, এভাবেই আমাদের সবার উচিত ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো, আমাদের সাধ্যে যতটুকু পারি ততটাই করবো । 🥰🤗❤️🤗🥰