হারিয়ে ফেলেছি যৌবন। হারিয়ে ফেলেছি প্রেমের অনুভূতি। হারিয়ে ফেলেছি দরদী শিল্পীকে। তবু যেন বুকের মাঝে কি একটা অনন্ত শান্তি বিরাজমান।দরদী শিল্পীর এই গান শোনার মধ্যে দিয়ে।
মান্না দে। পৃথিবীতে একজনই। না তার আগে কেউ না, তার পরে কেউ। এই গান পৃথিবীতে যতোদিন বাংলা ভাষা ভাষী থাকবে ততদিন মান্না দা থাকবে অন্তরে আর ঠোঁটে থাকবে "আমি তার ঠিকানা রাখিনি..... ছবিও.....
Bahut hi sunder geet ek kvi ki adbhut rachna Mera ek prashna hai bangali samaj se ki rha bacha bangal aur kitne din Bharat me rah sakta hai jay shivaji jay bhavani jay jay siyaram
আহ্ 🌹🌹🌹💝💝। মন ভরিয়ে দেওয়ার মতো একটি গান । আর গানের পেছনের গল্প: সুধীন দাশগুপ্ত গানটি কিশোর কুমারের জন্য তৈরী করেছিল কিন্তু বহু প্রতিকুলতার সম্মুখীন হয়ে পরবর্তিতে মান্না দে গায় ।
Am sixty now living in calicut,kerala,but this song of manna da aways reminds me of barrackpore days as a child when i used to hear this song in transistors
It is very true to comment about this song that my mind gets filled with joy after listening to such a heart touching song on You Tube. Ratan Malik of Shyamnagar, North 24 Parganas,West Bengal,India.
Arijit Singh'er Concert👩🎤🎙🎶'er ai gaan ta social media sonar por; jodio eta amar chotobelar priyo gaan; Radio te suntam.. Bangla gaan sob somoi sundor...
Feeling nostalgic. There was a time in everyone's life when one didn't know who he or she was but imagination created that special person and days passed idly.
সুধীনের খুব ইচ্ছা ছিল কিশোর কুমারকে দিয়ে গান করাবেন। কিন্তু কিশোরের সাথে ব্যাটে-বলে মিলছিল না। শেষ পর্যন্ত ‘আমি তার ঠিকানা রাখিনি’ গানটি কিশোরকে দিয়ে করানোর জন্য বোম্বে গিয়েছিলেন। কিশোর রাজি হননি। পরে মান্না দে গানটি করেন. Puro nostalgic ❤❤❤
এইসব শ্বাস্বত গান সোনঝরা স্কুলের দিনগুলো মনে করিয়ে দেয়! ফেলে আসা সেইসব অব্যখ্যাত দিনগুলি স্মরণ করে চোখ সজল হয়ে ওঠে! সত্যিই কি সেই সময়গুলি ছিল না সবই বিভ্রম!
With strong classical background Manna Dey simply stands out in negotiations over tougher songs Subtle works,skills and masterly commands over variety of ragas help him immensely to shine through each and every song.
Sudhin Dasgupta is one of the remarkably renowned music director particularly for the melodious Bengali songs. It is one of them. This song is undoubtedly a gem of Bengali songs. The writer of this song is a man who is famous for composition of romantic songs in the lip of Manna Dey. In this song the concurrence of three ornaments in the field of music has been occurred - Sudhin Dasgupta, Pulok Bandhyapadhy and Manna Dey. In
বাড়ি তৈরি করার সময় আমরা যেমন মসলা প্রয়োগ করি বাড়ি ঠিক সেভাবে মজবুত হয়। মান্না দের গান ঠিক সেই রকম প্রথমদিকে ওনাকে অবজ্ঞা করলেও এই শতাব্দী অনুভব করছে। হিন্দি ও বাংলা গানে উনি একটা জিনিয়াস। তাই সংগীত জগতে ওনার ছায়া দীর্ঘতর হচ্ছে এটা সবাইকে মেনে নিতে হচ্ছে।সব শ্রদ্ধেয় শিল্পীরা বেঁচে থাকলে উনারা হয়তো এটা অনুভব করে এটাই বলতো সকলকে নমস্কার
গানগুলো শুনে মনে হচ্ছে যেন , আমি আপনাকে (যিনি গানগুলো পোস্ট করছেন) , বলছি আর আপনি আমার কথায় গান পোস্ট করছেন। এটাও আমার ভীষন ভালো লাগা একটা গান। ধন্যবাদ।
আমি তার ঠিকানা রাখিনি ছবিও আঁকিনি কোথা সে জানিনা মন তবু তারই কথা বলে তারই সাথে পথ চলে আমি তার ঠিকানা রাখিনি ছবিও আঁকিনি কোথা সে জানিনা মন তবু তারই কথা বলে তারই সাথে পথ চলে আমি… দূর-দিনান্তের ওপারে প্রথম রাতের আঁধারে দূর-দিনান্তের ওপারে প্রথম রাতের আঁধারে আজও সেই চোখের তারায় প্রথম তারা জ্বলে মন তবু তারই কথা বলে তারই সাথে পথ চলে আমি… তার ছায়াতো রাখিনি ধরে ধরার মতো ছিলো কী আর ধূ ধূ মনের প্রান্তরে তার ছায়াতো রাখিনি ধরে তাই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে তাই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে আমি সেই পলাতকায় বেঁধেছি প্রতি পলে মন তবু তারই কথা বলে তারই সাথে পথ চলে আমি তার ঠিকানা রাখিনি ছবিও আঁকিনি কোথা সে জানিনা মন তবু তারই কথা বলে তারই সাথে পথ চলে আমি
Would it possible for any human being to express perfactly how he feels, sense, perceive, touch and catch this song of the legends who were behind it to make? I think not possible!
আমি… তার ঠিকানা রাখিনি…… ছবিও আঁকিনি কোথা সে জানি না মন তবু তারই কথা বলে তারই সাথে পথ চলে আমি…… তার ঠিকানা রাখিনি ছবিও আঁকিনি কোথা সে জানি না মন তবু তারই কথা বলে তারই সাথে পথ চলে আমি... দূর দিনান্তের ওপারে প্রথম রাতের আঁধারে দূর দিনান্তের ওপারে প্রথম রাতের আঁধারে আজও সেই চোখের তারায় প্রথম তারা জ্বলে মন তবু তারই কথা বলে তারই সাথে পথ চলে আমি... তার ছায়া তো রাখিনি ধরে ধরার মতো ছিলো কী আর ধূ ধূ মনের প্রান্তরে তার ছায়া তো রাখিনি ধরে তাই অরণ্যে, পর্বতে অন্য মনের জগতে তাই অরণ্যে, পর্বতে অন্য মনের জগতে আমি সেই পলাতকায় বেঁধেছি প্রতি পলে মন তবু তারই কথা বলে তারই সাথে পথ চলে আমি……. তার ঠিকানা রাখিনি….. ছবিও আঁকিনি কোথা সে জানি না মন তবু তারই কথা বলে তারই সাথে পথ চলে আমি...
কিংবদন্তি শিল্পী মান্না দের অসাধারণ একটা গান। অনুগ্রহ করে যত্ন করে আপলোড দিন। আপনাদের এই লিরিক সহ গান আপলোড দেয়াতে আপনাদের অজস্র ধন্যবাদ, কিন্তু শুরুতেই বললেন রবীন্দ্র সংগীত! এতো বড় ভুল! তাও বারবার!
I didn't note her address down and did not draw her body are the two first lines of this fantastic infaunted Bengali or Bengalee modern song sung by the legendary singer Manna Dey. I love listening to such an infaunted Bengali or Bengalee modern song on RUclips. Ratan Malik from Shyamnagar, North 24 Parganas, West Bengal, India.
হারিয়ে ফেলেছি যৌবন।
হারিয়ে ফেলেছি প্রেমের অনুভূতি।
হারিয়ে ফেলেছি দরদী শিল্পীকে।
তবু যেন বুকের মাঝে কি একটা অনন্ত শান্তি বিরাজমান।দরদী শিল্পীর এই গান শোনার মধ্যে দিয়ে।
কোথায় সে যৌবন, কোথায় সে আমার ভালোলাগা মানুষ এ গান যেন আমারই জীবনের প্রতিচ্ছবি।
স্বর্ণ যুগের গান কখনো মরিচা পড়বেনা . চিরকাল উজ্জ্বল থাকবে .
গানটা শুনে , সত্যি সত্যিই মনে হয় , যেন একটা বাস্তব জীবন অনুভূতি। একারণেই এই সব শিল্পী রা এখনও বেঁচে আছেন , মানুষের কাছে।
অনেক আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে , কমেন্ট পছন্দ করার জন্য।
তিনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।
@@chirantanpal7090 ধন্যবাদ , উত্তর দেবার জন্য।
' যেন একটা বাস্তব জীবন অনুভূতি'- তবু যেন কোন পরাবাস্তবতায় নিয়ে যায় এই গানখানি। চারপাশের চেনা পরিবেশ যেন কোন সুদুরে হারিয়ে যাওয়া সময়ের হাতছানি দেয়।
হে কিংবদন্তী গানের পাখি,
আবার ফিরে এসো এ বাংলায়।
বিনম্র শ্রদ্ধা । ❤️❤️❤️
darun
gan
আর কী আসবে সে! আসবে না৷ যে যায় সে আসে না, শুধু ভাবায় আর কাঁদায়৷
Tini to sobsomay achen in our heart ❤️ with these eternal songs
Jodio ase Mamta k dekhle abar palabe 😂
Ami copyright pelam upload korar time .
Ami geyechilam ami je ei jalsha ghore.
Amar channel a ache 👍
মান্না দে। পৃথিবীতে একজনই। না তার আগে কেউ না, তার পরে কেউ।
এই গান পৃথিবীতে যতোদিন বাংলা ভাষা ভাষী থাকবে ততদিন মান্না দা থাকবে অন্তরে আর ঠোঁটে থাকবে "আমি তার ঠিকানা রাখিনি..... ছবিও.....
আমি সত্যিই তার ঠিকনা রাখি নি। মন তবু তারি কথা শুধু বলে। তারই সাথে পথ চলে
মন ভরে গেল কথাটা শুনে , আরো কেউ এ রকম আছে।
@@tejendramohenbaisya8529আপনার অনুভূতিশীল মন আছে , তাই মন ভরে গেল, ভাল লাগল। এই সব মনের মানুষ কমে যাচ্ছে।
Just like me
Bahut hi sunder geet ek kvi ki adbhut rachna Mera ek prashna hai bangali samaj se ki rha bacha bangal aur kitne din Bharat me rah sakta hai jay shivaji jay bhavani jay jay siyaram
উহ্ কি কথা, কি সুর...
অবাক সৃষ্টি.....
আমরা খুব ভাগ্য বান যে মান্না দের গান সরাসরি শুনছি।তিনি চির কাল অমর থাকুন ।
স্কুল ছাত্র জীবনে ক্যাসেটে অনেক শুনেছি...এখন আবার শুনছি..অনেক ভালো লাগছে.....
ছেলেবেলায় মন হারিয়ে যায়।ওনাদের গান শুনে বারো হয়ে ওঠা। হৃদয়ে গেঁথে থাকবে চিরদিন।
আহ্ 🌹🌹🌹💝💝। মন ভরিয়ে দেওয়ার মতো একটি গান । আর গানের পেছনের গল্প: সুধীন দাশগুপ্ত গানটি কিশোর কুমারের জন্য তৈরী করেছিল কিন্তু বহু প্রতিকুলতার সম্মুখীন হয়ে পরবর্তিতে মান্না দে গায় ।
Jantam na Kishore Kumar amar ato priya gayak tabu Manna Dey ja geyechen tar jabab nei.
Ei gaan kishore kumar gaite parten na
@@abhijitroy9276 গাইলেও এত সুরেলা হত না।
Thank you
ভাগ্যিস!! কিশোর কুমার গাইলে এই nostalgia য় ভাসতে পারতাম না।
জীবন বড় মধুর হয়ে ওঠে। যত্নে তৈরি গান কি মহিমান্বিত হয়ে ওঠে অপূর্ব পরিবেশনায়। ধন্য মান্না দা, আপনার ভাষায় আমি কথা বলি।
Am sixty now living in calicut,kerala,but this song of manna da aways reminds me of barrackpore days as a child when i used to hear this song in transistors
It is very true to comment about this song that my mind gets filled with joy after listening to such a heart touching song on You Tube.
Ratan Malik of Shyamnagar, North 24 Parganas,West Bengal,India.
এই সমস্ত গান গুলি
লিরিক্স করার জন্য
ধন্যবাদ,,
কারন আমি
দুই কানে শুনতে পাই না তাই
আসা করি
আরো গান
পোষ্ট করার জন্য,,,
👍👍👍👍👍👌👌👌👌
Mrinal Barkandaj
🥺
Eirakam srota paoa jai na
তুমিই সেরা ❤️
তুমিই প্রকৃত সঙ্গীত প্রেমী 🖤🖤
অনেক ভালোবাসা ❤️❤️❤️❤️
😢😢
মান্না দের প্রতিটি গানে এতো দরদ ও ভালবাসা মেশানো থাকে যে শুধু মন্ত্রমুগ্ধের মতো শুনে যেতে হয় ।
আহ এই গান।
মনে জাগায় হাহাকার।
জেগে উঠে কিঞ্চিত আশা তাকে খুজে পাবার
আর কখনও কেউ মান্নাদে হয়ে আসবে না। এত ডিভোসান কোথাও পাওয়া যাবেনা
ফিলিংস নস্টালজিক,,, পুরায় হারিয়ে গিয়েছি💖💖💖
Evergreen composition by Sudhin Dasgupta.
Arijit Singh'er Concert👩🎤🎙🎶'er ai gaan ta social media sonar por; jodio eta amar chotobelar priyo gaan; Radio te suntam..
Bangla gaan sob somoi sundor...
Ami geyechilam but upload korar time a copyright pelam.
Amar channel eta 👍
Feeling nostalgic. There was a time in everyone's life when one didn't know who he or she was but imagination created that special person and days passed idly.
Very very nice love song it is
P
True, soecially at teen.
@@arindamghosh5030 uu chhe ttylq🎣🎣X ce se hui veetla zeest. cf
gako thyo
সত্যিই তাই। জীবনের কোন একটা অংশে নিয়ে যায় যা মনকে অবশ করে দেয়।
অপূর্ব গান।
এই গলা, সুর,ভাব, ডেডিকেশন অমর! কক্ষনো এতটুকুও এঁনার ধারেকাছে আসতে পারবেন না- মন বলে! অন্য গায়কদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললাম!
/l./lu
কোনো শিল্পী কারুর ধারে কাছে আসার চেষ্টা করেন না। তারা সবাই নিজ গুনে সমৃদ্ধ।
কিশোর কুমার নয় একচুয়ালী মহাগায়ক মান্না দে
@@rahulmukherjee9798 with due respect, eta apnar byaktigata motamot. Mahagayak er standard definition thakle bolben.
@@rahulmukherjee9798 nice joke 😂😂😂
Romantic lyric - beautiful melody - excellent presentation. Hats off Manna da...~~ Very good accompaniment obviously
মান্না দে একজনই হয় I অসাধারণ।
Tobe
KISHORE KUMAR NO 1 SINGER AND ALL ROUNDER IN THE WORLD
যেমন গানের কথা তেমন সুর আর গায়কী অমূল্য। হাজার বছরে এমন শিল্পী, গীতিকার, সুরকার আসে।
মান্না দের মতো গায়ক বাংলা কেনো সারা ভারতে আর কেউ হবে না।
যতোবার শুনি মনে একই আবেদন তৈরি করে❤️
My favourite song,perhaps it was sung by Late Guru Manna Dey in1968 when I was a student of class IX,apart from all other favourite songs.
এইসব গান কি যে অপূর্ব সৃষ্টি! মন প্রাণ ভরে যায়❤️❤️❤️❤️
Ohhh my god what a song that's why he is one of the legend
সুধীনের খুব ইচ্ছা ছিল কিশোর কুমারকে দিয়ে গান করাবেন। কিন্তু কিশোরের সাথে ব্যাটে-বলে মিলছিল না। শেষ পর্যন্ত ‘আমি তার ঠিকানা রাখিনি’ গানটি কিশোরকে দিয়ে করানোর জন্য বোম্বে গিয়েছিলেন। কিশোর রাজি হননি। পরে মান্না দে গানটি করেন. Puro nostalgic ❤❤❤
ভাগ্যিস কিশোর করেননি তাহলে এই nostalgia ভাসতে পারতাম না। এত সুমধুর লাগতো না।
@@udaynarayanmandal2322 akdom
যদি কোনোদিন মান্না দে কে সামনে থেকে দেখতে পেতাম
সোজা গিয়ে ওনার পায়ে পরে যেতাম 🙏🙏🙏
Memories of my Golden School Life,
@@sunray8458 hvcxlbdclhxxkllnv
One of most favourite songs....Respect 🙏🏻Guru...
এই সব গান বাস্তবের সাতে এতটাই মিল আছে যে পরিস্থিতি অনুযায়ী আপনে আপ মনেমনে গুণ গুনিয়ে ওঠে ভিতর থেকে
সত্যি অসাধারন অনুভুতি ❤❤❤
এইসব শ্বাস্বত গান সোনঝরা স্কুলের দিনগুলো মনে করিয়ে দেয়! ফেলে আসা সেইসব অব্যখ্যাত দিনগুলি স্মরণ করে চোখ সজল হয়ে ওঠে! সত্যিই কি সেই সময়গুলি ছিল না সবই বিভ্রম!
With strong classical background Manna Dey simply stands out in negotiations over tougher songs Subtle works,skills and masterly commands over variety of ragas help him immensely to shine through each and every song.
The best singer of Bengali Songs...no singer of Bengali songs can ever come close to Mr Manna Dey
আমি খোদার কাছে দোয়া করি যে ,,,পুরোনো যুগ আবারো ফিরে আসুক,,পুরোনো দিনের গান,সব কিছু।আমি এই যুগের মেয়ে হয়েও বোল্লাম❤️❤️❤️
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@@debdattapanda4084 চুপ
Thik bolechen
ইসলামে গান নাচ ছবি আঁকা সব নিষিদ্ধ
Gaan bajana haram
গানটা শুনে শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে আ হা অপূর্ব! অনবদ্য এক গান।যেমন কথা তেমন সুর আর তেমন অনবদ্য গায়কী।
Sudhin Dasgupta is one of the remarkably renowned music director particularly for the melodious Bengali songs. It is one of them. This song is undoubtedly a gem of Bengali songs. The writer of this song is a man who is famous for composition of romantic songs in the lip of Manna Dey. In this song the concurrence of three ornaments in the field of music has been occurred - Sudhin Dasgupta, Pulok Bandhyapadhy and Manna Dey. In
Unbelievable melody, vocal tone unparall Manna Dey once came,probably another won't come like him..D.J.Ghosh
বাড়ি তৈরি করার সময় আমরা যেমন মসলা প্রয়োগ করি বাড়ি ঠিক সেভাবে মজবুত হয়। মান্না দের গান ঠিক সেই রকম প্রথমদিকে ওনাকে অবজ্ঞা করলেও এই শতাব্দী অনুভব করছে। হিন্দি ও বাংলা গানে উনি একটা জিনিয়াস। তাই সংগীত জগতে ওনার ছায়া দীর্ঘতর হচ্ছে এটা সবাইকে মেনে নিতে হচ্ছে।সব শ্রদ্ধেয় শিল্পীরা বেঁচে থাকলে উনারা হয়তো এটা অনুভব করে এটাই বলতো সকলকে নমস্কার
এ সব মানুষ আর পৃথিবীতে আসবেনা ভগবান।
গানগুলো শুনে মনে হচ্ছে যেন , আমি আপনাকে (যিনি গানগুলো পোস্ট করছেন) , বলছি আর আপনি আমার কথায় গান পোস্ট করছেন। এটাও আমার ভীষন ভালো লাগা একটা গান। ধন্যবাদ।
আমার কমেন্ট আপনার ভালো লাগবার জন্য , আমি খুব আনন্দ পেলাম। ধন্যবাদ জানাই আপনাকে।
খুব খুব আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে , আমার কমেন্ট ভালো লাগবার জন্য।
Golden song of golden times... Koto smritimudur swarnali din guli...chilo...bhalo lage bar bar sunte r hariye jete...oi somoy guli te
Can not compare such sublime voice and lyric also with anyone. Now we have become orphan with such singer leaving us.
আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আকিনি, কোথায় সে জানিনা মন তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে....! বাস্তব 😢
Really great song. Absolutely dreamland song. Beyond admiration. Respected Manna Dey is beyond comparison.My pronam.
আমাদের খুব দুঃখভারাক্রান্ত যে মান্না দের মতো একজন ভগবান কে দেখতে পেলাম না..........
যারা মানুষ তারাই এই গান গুলো হৃদয় দিয়ে শোনে । যাদের মানবিকতা নেই তারা এই গান শোনবে না। আমার চির যৌবনা গান।
Thanks God As I Have been Hearing this Voice from my childhood,
What a Composition? Great Song. Maana Dey Oshadharun. Mon JureA66e.
Composed by Sudhin Dasgupta.
Outstanding, Evergreen … just so so mesmerising n beautiful songs of Manna Dey 🥰listening these awesome songs since childhood… thanx to my parents!
Those days have gone by and we live hearing the sublime voice and lyrics.
আহা! কী কথা! কী সুর! কী দরদ গলায়! ❤
হঠাৎ তার কথা মনে পড়তেই আবার ছুটে এলাম গানটা শুনতে এলাম
পুরানো দিনের কথা খুব মনে পরে।
ম্যান, আমি এ গানটার প্রেমে পড়ে গেছি। বারবার ঘুরেফিরে এসে এগানটাই শুনছি। আফসোস মিটছে না।
লিজেন্ড,,,
কোটি প্রণাম,,,,
আজীবন ভক্ত,,,,,
আমি তার ঠিকানা রাখিনি
ছবিও আঁকিনি
কোথা সে জানিনা
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি তার ঠিকানা রাখিনি
ছবিও আঁকিনি
কোথা সে জানিনা
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি…
দূর-দিনান্তের ওপারে
প্রথম রাতের আঁধারে
দূর-দিনান্তের ওপারে
প্রথম রাতের আঁধারে
আজও সেই চোখের তারায়
প্রথম তারা জ্বলে
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি…
তার ছায়াতো রাখিনি ধরে
ধরার মতো ছিলো কী আর
ধূ ধূ মনের প্রান্তরে
তার ছায়াতো রাখিনি ধরে
তাই অরণ্যে পর্বতে
অন্য মনের জগতে
তাই অরণ্যে পর্বতে
অন্য মনের জগতে
আমি সেই পলাতকায়
বেঁধেছি প্রতি পলে
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি তার ঠিকানা রাখিনি
ছবিও আঁকিনি
কোথা সে জানিনা
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি
Would it possible for any human being to express perfactly how he feels, sense, perceive, touch and catch this song of the legends who were behind it to make? I think not possible!
Old is Gold. Very Beautiful and Romantic Bengali Song of Famous Male Singer Manna Dey.
আমি… তার ঠিকানা রাখিনি……
ছবিও আঁকিনি
কোথা সে জানি না মন
তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি…… তার ঠিকানা রাখিনি
ছবিও আঁকিনি
কোথা সে জানি না মন
তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে আমি...
দূর দিনান্তের ওপারে
প্রথম রাতের আঁধারে
দূর দিনান্তের ওপারে
প্রথম রাতের আঁধারে আজও
সেই চোখের তারায়
প্রথম তারা জ্বলে মন
তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে আমি...
তার ছায়া তো রাখিনি ধরে
ধরার মতো ছিলো কী আর
ধূ ধূ মনের প্রান্তরে
তার ছায়া তো রাখিনি ধরে
তাই অরণ্যে, পর্বতে
অন্য মনের জগতে
তাই অরণ্যে, পর্বতে
অন্য মনের জগতে আমি
সেই পলাতকায়
বেঁধেছি প্রতি পলে মন
তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি……. তার ঠিকানা রাখিনি…..
ছবিও আঁকিনি
কোথা সে জানি না মন
তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে আমি...
Totally speechless tremendurs extraoradnery versetile great manna dey sheab
Osadharon experience hoi ai gaan gulo joto bar suni
হৃদয় ভরিয়ে দেবার মত গান ।
Arijit singh uni o gaan ta darun geyechen
এইসব বাঙালী ছাড়া সম্ভব নয়🥰💕❤️🙏
কিংবদন্তি শিল্পী মান্না দের অসাধারণ একটা গান।
অনুগ্রহ করে যত্ন করে আপলোড দিন।
আপনাদের এই লিরিক সহ গান আপলোড দেয়াতে আপনাদের অজস্র ধন্যবাদ, কিন্তু শুরুতেই বললেন রবীন্দ্র সংগীত!
এতো বড় ভুল! তাও বারবার!
Ota commercial sir, guliye phelben na
Evergreen song by Manna Dey!
অপূর্ব সুন্দর! শিউলি
E jano prothom premer gaan... asadharon.
Ooo...super..hit.... Amar...past..life. Er..kotha mone pore galo......
Apurbo gan,,,,, sotti mon chuye jay❤
Ki gaan.aha anek bar shunechi tabu abar sunte ichcha hoy.bangla ganer swarnajuger sab stalwart Sudhin Dasgupta pulak Bandopadhyay o Manna Dey Hats off
এক স্মৃতি মনে পড়ে গেল।
হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারন কোর্ট স্বর।
@@casablanka208 n.
মন ছুয়ে যায় এইসব গান শুনলে❤️❤️❤️❤️❤️❤️
I didn't note her address down and did not draw her body are the two first lines of this fantastic infaunted Bengali or Bengalee modern song sung by the legendary singer Manna Dey. I love listening to such an infaunted Bengali or Bengalee modern song on RUclips.
Ratan Malik from Shyamnagar, North 24 Parganas, West Bengal, India.
শুধু শতকোটি প্রণাম 🙏🙏🙏
এই গান গুলো যতই শুনি ততই ভালো লাগে।
How nostalgic and true in my life
Who dislike this golden song?
অন্যতম সেরা গান
অরিজিৎ যা গাইলো উফফফ 🖤🔥
নতুন রূপে পেলাম 🔥🖤🌄
ঐ ভিডিও দেখার পরে যারা এলেন অরিজিনাল টা শুনতে তারা একটা লাইক দিয়ে যান ❤️
বুড়ো হয়ে গেছি তবুও শুনি একই রকম feel
Famous Song Manna De Osadharon Gaan.
Darun Singer.
বারবার একটাই অনুরোধ, দয়া করে এই গান গুলোকে রবীন্দ্র সংগীত বলে পরিবেশন করবেন না।এতে ভীষণ ভুল বার্তা পৌঁছয়।
Yes
Legendary Singer.
দারুণ! অনেক ধন্যবাদ।
Great versatile extraoradnery singer in india the great legendary singer manna dey shab
বাংলাগানের কিংবদন্তি তিনি।
ভালোবাসা এপার থেকে🇧🇩
গুরুর অমর সুর!
This song never be old
Sara prithibitey aar kono bisheson nei ja diye onake bhushito kara jay. Tai ki bolbo nijei janina.
একেই বলে স্বর্ণযুগের গান
ahaa.... ki apurbo,sotto,sundor.❤
এটা একটা সময়ের ফসল জানেন তো? সেই টাইম সেই গলা সেই সুর সেই গানের কথা সব মিলেমিশে এই লিজেন্ড তৈরি হয়েছে।
Masterpiece.. Lyrics Voice Recording..
Best of Best of All Time..