মিথ্যে রাজার দেশে। রতনতনু ঘাটি। আবৃত্তি: সৈয়দ ফয়সল আহমদ

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025
  • #sayedfoysalahmed #আবৃত্তি #কবিতা #বাংলাকবিতা #kobita #kobitaabritti #recitation
    মিথ্যে রাজার দেশে। রতনতনু ঘাটি। আবৃত্তি: সৈয়দ ফয়সল আহমদ
    মিথ্যে রাজার দেশে : রতনতনু ঘাটী
    -------------------------------------
    সেপাই বলল , 'রাজার হুকুম
    আজ তোমাদের ছুটি !'
    আকাশ বলল , 'আমি তো রোজ
    সকাল সকাল উঠি ।
    গাছে পাতায় আলো মাখাই
    নদীকে দিই ঢেউ . . . '
    সেপাই বলল , 'আজ থেকে সব
    করবে অন্য কেউ ।'
    নদী বলল , 'হুজুর আমি
    গরীব লোকের ঘরে
    কল্পনা দিই বিনি পয়সায়
    কি হবে এর পরে ?'
    সেপাই বলল , 'রাজার আদেশ
    খুব যে বুকের পাটা
    খাল বিলেরা করবে সে কাজ
    তোমারও নাম কাটা ।'
    রামধনুদের ভিড়ের থেকে
    চার পাঁচজন এসে
    বলল , 'হ্যাঁ গো সেপাই সাহেব
    আমরা মাটির দেশে
    ছেলে মেয়েদের রাঙিয়ে তুলি
    কতরকম রঙে . . .
    'দোকান থেকে আনব কিনে' ,
    বলল রাজার ঢঙে ।
    রোদেরা সব দাঁড়িয়ে ছিল
    এসে বলল , সেলাম
    আমরাও কি ওদের মতো
    ছুটির নোটিস পেলাম ?'
    সেপাই বলল, 'নতুন রাণীর
    রঙ করেছো কালো
    তাই তো তিনি বেজায় চটে,
    চলে যাওয়াই ভালো !'
    আকাশ, নদী, রামধনু, রোদ
    চলল দিনের শেষে
    এ সব যেন সত্যি না হয়
    সত্যি রাজার দেশে ।

Комментарии • 6