কেন আন্দোলনটা কি এতই সস্তা সামান্য একটা সুযোগ বুঝি লোকের কারণে নষ্ট হয়ে যাবে 😢 বিশ্ববাসীর কাছে যে আমরা নতুনভাবে পরিচিত হচ্ছি এত ভালো ভালো গ্রহণযোগ্যতা হচ্ছে আমাদের সেটাও দেখেন না চোখে তুচ্ছ একটা বিষয়ের কারণে নাকি আন্দোলন নষ্ট হয়ে যাবে আমরা তো আবেগী কেন বৃহত্তম লাভজনক বিষয়গুলো চোখে দেখি না আর ক্ষুদ্রতম ক্ষতিটা বেশি চোখে দেখি
সেখানে কী ছাত্র আন্দোলনের কাউকে নিয়েছে ??? ইউনুস কে দাওয়াত দিয়ে নিয়েছে আর ইউনুস সঙ্গী হিসাবে ২ জন কে নিয়েছে ..আর যাকে নিয়ে এত কথা হচ্ছে সে নিজের যোগ্যতায় সেখানে আমন্ত্রণ পেয়েছে করো সাপোর্টে বা সরকারি কোটায় যায়নি ….
@@sabbirahmed9959 যাকেই নিয়েছে ..তারা আমেরিকায় গেছে সরকারি কোটায় .আপনি ছাগল এর মতো না বুঝে লাফাবেন না ..তাদের উপদেষ্টা হওয়ার বা বিশেষ সহকারী হওয়ার কী যোগ্যতা আছে ?????? ওই ২ জন যদি সরকারি কর্মকর্তা না হতো তাহলে কী যেতে পারতো ???? আর যাকে অণুপ্রবেশকারি বলছে সে সরকারি টাকায় যায়নি নিজের টাকায় নিজের যোগ্যতায় সেই ইভেন্ট এ আমন্ত্রণ পেয়েছে …..
সাংবাদিক এই প্রশ্ন কেন করেন নাই যে আপনি তো আন্দোলনে সংশ্লিষ্ট ছিলেন না, তাহলে কেন স্টেজে আন্দোলন কারীদের পরিচয় করিয়ে দেয়ার সময় আপনি স্টেজে গেলেন? আপনার তো সেখানে যাবার কথা না।
যার আন্দোলনের কোন অস্তিত্ব ছিলনা কোন অংশগ্রহণ ছিল না অর্থাৎ যুক্ত ছিল না আমার কোন সময় তাকে আন্দোলনের কোন ভূমিকা দেখিনি সে কিভাবে ছাত্রনেতা হতে পারে। ওকে দেখে আমার হাসতেও লজ্জা লেগেছিল যখন ওই অনুষ্ঠানটা দেখেছি।
মতিঝিলে একটা বিল্ডিং আছে। বিল্ডিংটার নাম, ''জাতীয় চা বোর্ড''। ঢাকা শহরে কোনো চা বাগান নেই, কিন্তু জাতীয় চা বোর্ড নামক সরকারি প্রতিষ্ঠানটি খোদ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। ঢাকায় মাছের চাষ হয় না। কিন্তু ''মৎস্য ভবণ'' দখল করে আছে রমনার একটি এলাকা। ঢাকার কোথাও ধান, গম, মুলা চাষ হয় না। কিন্তু ''খামার বাড়ি'' নামক বিশাল ভবণটি ফার্মগেটে বসে আছে। একটা দেশে ৬৪ টি জেলা আছে। সেই দেশের ৬৩ জেলাকে বাদ দিয়ে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে মাত্র ১টি জেলায়। ঢাকাতে। যে মৎস্য ভবণ থাকার কথা চাঁদপুরে, সেটি ঢাকায়। যে খামার বাড়ি থাকার কথা ময়মনসিংহে, সেটিও ঢাকায়। চা বাগানের শহর সিলেট বাদ দিয়ে, চা বোর্ডটিও আমরা বসিয়ে রেখেছি ঢাকায়। # অনেক দেশ তাদের রাজধানী পরিবর্তন করেছে।আমাদের সময় এসেছে বিকল্প কিছু ভাবার এরপরও যখন আপনারা যানজট নিয়ে বিরক্তি প্রকাশ করেন, তখন আমার খুব হাসি পায়।রিকশা, হকার মুক্ত ফুটপাথ চাই। কেউ কেউ বলেন, ফ্লাইওভার আর মেট্রোরেলের কথা। ভাই রে, এই ছোট্ট শহরে কয়টা মেট্রোরেল দেবেন? কয়টা ফ্লাইওভার বসাবেন? ফ্লাইওভার আর মেট্রোরেলের পাশাপাশি যদি হেলিকপ্টার সার্ভিসও দেন, ঢাকার আকাশে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হবে, তবু যানজটের খুব বেশি উন্নতি হবে না। তার চেয়ে পুরো বাংলাদেশের ৬৪ টা জেলাকেই ঢাকার মতো গুরুত্বপূর্ণ ভাবতে শিখুন। দেশের প্রতিটি ইঞ্চিকে সমানভাবে ভালবাসুন। উন্নয়ণের জোয়ার ভাটার খেলা কেবল এই ছোট্ট শহরে মধ্যে না চালিয়ে, সারা বাংলাদেশে চালান। তাহলে দুটো জিনিস হবে। ১. পুরো বাংলাদেশে এগিয়ে যাবে। ২. ঢাকায় কোনো যানজট থাকবে না এত ছোট শহরে এত মানুষ। এত দোকান অল্প জায়গায়। তাইতো বংগ বাজার পুড়ে গেল।।গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে হবে।আসুন গ্রামে যাই ঢাকার যানজট নিরসনের এটাই একমাত্র পদ্ধতি। নেট থেকে ডাউনলোড করা আইডিয়া বাদ দিয়ে, একটু মাথা ঘামান। মাথা কেবল চুল আচড়ানোর জন্য নয়। মাঝে মাঝে মাথা খাটিয়ে বুদ্ধি বের করতে হয়। ওটাই কিন্তু মাথার আসল কাজ। বুদ্ধি বের করা। asif entaz rabi
তার তো মিডিয়াতে এতো লম্বা চওড়া সাক্ষাৎ 0:24 কার দেয়ার দরকার ছিলো না। ঐ স্টেজে উনি তো আমন্ত্রিত না।নিজেকে এতো বিদ্বান জাহির করা উনি যে কাজটা করেছেন তার জন্য সরাসরি দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলে বরং ভালো করতেন।
যদি গিয়েই থাকেন দাওয়াত ছাড়া এত উচুমানের একটা অনুষ্ঠানে আমার মতে উনার চাইতে বেশি দোষ করেছে ওই অনুষ্ঠানের দায়িত্ব যারা নিয়োজিত ছিলো " বাংলাদেশি হিসাবে আমি তাকে সমর্থন করি খুব ভালো কাজ করেছে সে"
We need Prof Yunus as an interim government head for the period as long it is necessary and thereafter as a president in Bangladesh Insha Allah. May Allah bless our lovely country.
চ্যানেল 24 সংবাদটাকে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে যেন এই ছেলেটাকে ভিকটিম মনে হয়, ধিক্কার জানাই চ্যানেল 24 কে, এদের সূক্ষ্ম কুটনামি সবাই বোঝার চেষ্টা করুন, বারবার একে তরুণ তরুণ বলে সম্বোধন করছে, মানে তার দিকে একটা পজিটিভ ইমেজ তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি এভাবে স্টেজে কখনো ওঠা যায় না
স্টেজে উঠা নিয়ে আমার কোন মন্তব্য নাই। আমার কথা হচ্ছে, সে যদি তালিকাভূক্ত কারো সাথে যোগাযোগ করে যেত, অনুমতি নিত তাহলে আমার মনে হয় সে ড: ইউনুস স্যারের চেয়ারেও যদি বসত তাহলে স্যার কিছু মনে করতো না। বরং প্রবাসী হিসেবে তাকে ড: ইউনুসের সরকার স্যালুট জানাতো।
Actually if you review this video we cannot introduce him,it looks like something was misunderstood,might be he it's true he was invited by his own achievement..
উনি দাওয়াত পাইলে চেয়ারে বসবেন। স্টেজে গেলেন কেন।
ঠিক
আরে তাই উনি ত যান নাই উনাকে ডক্টর মোঃ ইউনুস সাহেব ঢেকে নিয়েছে
সুযোগ সন্ধানী > আওয়ামী লীগ আর পারেও ভাই !!! ঘেচড়া, ওর নেত্রীর মতো চট করে ঢুকে পড়েছে !!!
😂 ছোট মুখে বড় কথা বলে না? যিনি তাদেরকে উপদেষ্টা বানাইছে তারা ইংরেজি বলতে পারে না রাজিন ভাইকে সেই জন্য রাখা হয়েছে কিনা দেখতে হবে?
@@vlogjishu007😂😂😂
সে এক কথায় চোর,,,,,,,!!! উদ্দেশ্য না থাকলে স্টেজে উঠতে যাবে কেনো ???
সুদখোর ইউনুসের অ্যাসিস্ট্যান্ট.... সে ইউনিসকে সুদখোরের কাজে সাহায্য করে
Gada apnara je kau amon akta onisthane jete pare orai unak niche akhon ki je bolbo disa pai na
তোমাদের মতো আবুলরা কি এরকম স্টেজে যেতে পারবে নাকি?
সমস্ত আনন্দটা নষ্ট হয়ে গেল এই বাপটারের কারণে
সত্যি কথা বলেছেন
কেন আন্দোলনটা কি এতই সস্তা সামান্য একটা সুযোগ বুঝি লোকের কারণে নষ্ট হয়ে যাবে 😢
বিশ্ববাসীর কাছে যে আমরা নতুনভাবে পরিচিত হচ্ছি এত ভালো ভালো গ্রহণযোগ্যতা হচ্ছে আমাদের সেটাও দেখেন না চোখে তুচ্ছ একটা বিষয়ের কারণে নাকি আন্দোলন নষ্ট হয়ে যাবে আমরা তো আবেগী কেন বৃহত্তম লাভজনক বিষয়গুলো চোখে দেখি না আর ক্ষুদ্রতম ক্ষতিটা বেশি চোখে দেখি
😂😂😂😂😂
😂😂😂😂😂😂
সত্যি কথা বলেছেন
আমরা ড: ইউনুচ স্যারের নিরাপত্তা নিয়ে শংকিত।
দাওয়াত ছাড়া এমন একটি অনুষ্ঠানে ওঠা অপরাধ
ভাই তাবাস ছাড়া আজরাইল আসে তখন কি করেন
দাওয়াত ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এর এখানে উঠার সাহস আছে কারো?
যুগে যুগে মীরজাফর সুবিধীরা রয়েগছে।পুরা অনুষ্ঠানকে ধূলিসাৎ করে দিল।
সে দাওয়াত পেয়েছে, তার মানে সে মনে করেছে স্টেজেও তাকে দাওয়াত করেছে!!! ছেচড়ামো করার একটা লিমিট থাকার দরকার।
😂😂😂😂 tai mone hoy ,
স্টেজে আগে থেকে পরিকল্পনা করা থাকে কে উঠবে কে উঠবে না
১০০%অনুপ্রবেশকারী
মাস্টারমাইন্ড ওরফে মাস্টার মাথামোটা মাহফুজ আব্দুল্লাহ এখন মিথ্যা বলছে,ওরাই ওকে ঐ প্রোগ্রামে নিয়েছে,এখন চিপায় পড়ে...
আইনের আওতায় এনে বিচার করা উচিত
এই অনুপ্রবেশকারীকে আইনের আওতায় আনা হোক। এর লজ্জা শরম বলতে কিছুই না, বিনা দাওয়াতে মঞ্চে ওঠেছে।
সমনয়কদের ডাকছে আপনি হুট করে মঞ্চে উঠে গেলেন।।
মাহফুজ যে একজন যোগ্য ব্যক্তি ডঃ ইউনুস এর সঙ্গে রাষ্ট্রের,,, এই ফেসবুকের এই ছেলেটাকে নিয়ে পোস্ট দেওয়াতে এটা আরো প্রমাণ হয়ে গেল,,, মাশাল্লাহ,,,
অনুপ্রবেশকারীকে দ্রুত বিচারের আওতায় আনা হোক
তাকে হয়তো আরেকজন বললো উঠার জন্য!সে কেন উঠলো?সে ছাএ আনন্দোনের কেউ না
ছাত্র আনদোলনের সমন্বয়ক হলেই কি সেখানে উঠতে পারবে?
সেখানে কী ছাত্র আন্দোলনের কাউকে নিয়েছে ??? ইউনুস কে দাওয়াত দিয়ে নিয়েছে আর ইউনুস সঙ্গী হিসাবে ২ জন কে নিয়েছে ..আর যাকে নিয়ে এত কথা হচ্ছে সে নিজের যোগ্যতায় সেখানে আমন্ত্রণ পেয়েছে করো সাপোর্টে বা সরকারি কোটায় যায়নি ….
মাহফুজ এর বাবার ক্ষমতা আছে এমন একটা ইভেন্ট এর আমন্ত্রিত অথিতি হওয়ার ????
@@ShamimAhmed-oi1go ইউনুস কাকে নিয়েছে জানেন আপনি?
তাদের পরিচয় কি?
না জেনে অযথা লাফাবেন না।
@@sabbirahmed9959 যাকেই নিয়েছে ..তারা আমেরিকায় গেছে সরকারি কোটায় .আপনি ছাগল এর মতো না বুঝে লাফাবেন না ..তাদের উপদেষ্টা হওয়ার বা বিশেষ সহকারী হওয়ার কী যোগ্যতা আছে ?????? ওই ২ জন যদি সরকারি কর্মকর্তা না হতো তাহলে কী যেতে পারতো ???? আর যাকে অণুপ্রবেশকারি বলছে সে সরকারি টাকায় যায়নি নিজের টাকায় নিজের যোগ্যতায় সেই ইভেন্ট এ আমন্ত্রণ পেয়েছে …..
আপনাকে তো স্টেজে আমন্ত্রণ জানানো হয়নি তাহলে আপনি স্টেজে গেলেন কেন?
এমন যায়গায় কি চাইলেই যে কেউ যেতে পারে যেখানে অনেক দেশের প্রধানমন্ত্রী আছে
@@readgreen.agro.bd.ltd.3979 he invited but not stage
Boka beta..Dr unus dakse mahfuz Vai ke se keno gelo? Abal naki
@@readgreen.agro.bd.ltd.3979না পারে না তাই বলে কি ইসটেজে উঠে যাবে। ? আবার বলে আমি বুজতে পারি নাই তুই কি বেয়াক্কেল ?
তোমাকে দাওয়াত দিছে ঠিক আছে। কর্তৃপক্ষ আর মঞ্চে উঠার জন্য বলে নাই। একজন বলবে , তাই তুমি কেন উঠবা মঞ্চে
ও ওখানে গিয়ে সমন্বয়কারী সাজলো কেন। তুই যে আমন্ত্রণে গেছিলি তুই সেই আমন্ত্রণে কাজ করবি তুই ওখানে মঞ্চে উঠলি কেন
Right
অনুপ্রবেশকারী
আওয়ামী লীগের কাউকে ঢুকতে দেওয়া হবে না ও চক্রান্ত করে ঢুকেছে
লজ্জা হিন সে
সমন্বয়কদের ডাকছে তে তুমি গেলা কেন??? তুমি কী সমন্বয়ক পরিচয় হোল্ড করো????
এই জাউরা সজিব ওয়াজেদ এর সন্তান । বাবার খোজে ভুলে অধিবেশনে ঢুকে গেছে।
দারুণ নাটক
বাব।,, তোরা পারিসও, না হেসে আর পারলাম না।
ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক।
Ajob ekhane shastir ki ase
Kothai kothai sasti sasti deya hok
Uni ki emon oporadh korsen j shasti dite hobe .
বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে সাজিয়ে গুছিয়ে সুন্দর ভাষণ দেওয়া বিশ্বরত্ন ডঃ মুহাম্মদ ইউনুস সাহেব কে অভিনন্দন।
সাংবাদিক এই প্রশ্ন কেন করেন নাই যে আপনি তো আন্দোলনে সংশ্লিষ্ট ছিলেন না, তাহলে কেন স্টেজে আন্দোলন কারীদের পরিচয় করিয়ে দেয়ার সময় আপনি স্টেজে গেলেন? আপনার তো সেখানে যাবার কথা না।
সে বুঝেনা কোনটা দাওয়াতি আর কোনটা বিল দাওয়াতি ❤❤❤ আজকে থেকে তোর নাম হয়েছে বিন দাওয়াতি
তুমি বিনা দাওয়াতে মেহমান
বিনা দাওয়াতে আপনি গেলেন না কেন
অনুপ্রবেশ কারী
যার আন্দোলনের কোন অস্তিত্ব ছিলনা কোন অংশগ্রহণ ছিল না অর্থাৎ যুক্ত ছিল না আমার কোন সময় তাকে আন্দোলনের কোন ভূমিকা দেখিনি সে কিভাবে ছাত্রনেতা হতে পারে। ওকে দেখে আমার হাসতেও লজ্জা লেগেছিল যখন ওই অনুষ্ঠানটা দেখেছি।
তার লজ্জা শরম কম। তাই সে ঢুকে পড়েছে। ভবিষ্যতে এসব অনুপ্রবেশকারীদের ব্যাপারে সচেতন থাকতে হবে।
জাহিন বাটপার😂😂😂
Hmmmm vai or nana kuttaliger amp chilo
উনার মত প্রতিভাকে সাধুবাদ জানাই। তবে আগে উনাকে সম্মান দিয়ে জাতির কাছে পরিচিত করে দেয়া উচিত ছিল।
তাহলে আর এমন মন্তব্য হত না।
সে গেছে সমন্বয়ক সাজতে, মনে করছে কেউ তাকে চিনবে না; এই সুযোগ কাজে লাগিয়ে ফায়দা হাসিল করতে চেয়েছিলো
আইনের আওতায় এনে ওর শাস্তি দাবি জানাই,
সুযোগ পেয়ে ।সে উঠে পড়েছে। আহা আহা কি আনন্দ। উনি যাহাই করুক। উনি নিজেকে প্রমোট করতে উঠেছিল স্টেজে। আমার এটা মনে হয় সাধারণ মানুষ হিসেবে।
মতিঝিলে একটা বিল্ডিং আছে। বিল্ডিংটার নাম, ''জাতীয় চা বোর্ড''। ঢাকা শহরে কোনো চা বাগান নেই, কিন্তু জাতীয় চা বোর্ড নামক সরকারি প্রতিষ্ঠানটি খোদ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত।
ঢাকায় মাছের চাষ হয় না। কিন্তু ''মৎস্য ভবণ'' দখল করে আছে রমনার একটি এলাকা।
ঢাকার কোথাও ধান, গম, মুলা চাষ হয় না। কিন্তু ''খামার বাড়ি'' নামক বিশাল ভবণটি ফার্মগেটে বসে আছে।
একটা দেশে ৬৪ টি জেলা আছে।
সেই দেশের ৬৩ জেলাকে বাদ দিয়ে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে মাত্র ১টি জেলায়। ঢাকাতে।
যে মৎস্য ভবণ থাকার কথা চাঁদপুরে, সেটি ঢাকায়।
যে খামার বাড়ি থাকার কথা ময়মনসিংহে, সেটিও ঢাকায়।
চা বাগানের শহর সিলেট বাদ দিয়ে, চা বোর্ডটিও আমরা বসিয়ে রেখেছি ঢাকায়।
# অনেক দেশ তাদের রাজধানী পরিবর্তন করেছে।আমাদের সময় এসেছে বিকল্প কিছু ভাবার
এরপরও যখন আপনারা যানজট নিয়ে বিরক্তি প্রকাশ করেন, তখন আমার খুব হাসি পায়।রিকশা, হকার মুক্ত ফুটপাথ চাই।
কেউ কেউ বলেন, ফ্লাইওভার আর মেট্রোরেলের কথা। ভাই রে, এই ছোট্ট শহরে কয়টা মেট্রোরেল দেবেন? কয়টা ফ্লাইওভার বসাবেন? ফ্লাইওভার আর মেট্রোরেলের পাশাপাশি যদি হেলিকপ্টার সার্ভিসও দেন, ঢাকার আকাশে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হবে, তবু যানজটের খুব বেশি উন্নতি হবে না।
তার চেয়ে পুরো বাংলাদেশের ৬৪ টা জেলাকেই ঢাকার মতো গুরুত্বপূর্ণ ভাবতে শিখুন। দেশের প্রতিটি ইঞ্চিকে সমানভাবে ভালবাসুন। উন্নয়ণের জোয়ার ভাটার খেলা কেবল এই ছোট্ট শহরে মধ্যে না চালিয়ে, সারা বাংলাদেশে চালান।
তাহলে দুটো জিনিস হবে।
১. পুরো বাংলাদেশে এগিয়ে যাবে।
২. ঢাকায় কোনো যানজট থাকবে না
এত ছোট শহরে এত মানুষ। এত দোকান অল্প জায়গায়। তাইতো বংগ বাজার পুড়ে গেল।।গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে হবে।আসুন গ্রামে যাই
ঢাকার যানজট নিরসনের এটাই একমাত্র পদ্ধতি।
নেট থেকে ডাউনলোড করা আইডিয়া বাদ দিয়ে, একটু মাথা ঘামান।
মাথা কেবল চুল আচড়ানোর জন্য নয়। মাঝে মাঝে মাথা খাটিয়ে বুদ্ধি বের করতে হয়। ওটাই কিন্তু মাথার আসল কাজ। বুদ্ধি বের করা। asif entaz rabi
আপনার কথা গুলোর মধ্যে যুক্তি আছে, অসাধারণ কথা বলছেন,একদম ঠিক কথা,গ্রাম কে উন্নত করা দরকার, ধন্যবাদ
এটা করার কারণ হচ্ছে বিশেষ একটা গোষ্ঠী সকল সুযোগ-সুবিধার মধ্যে থাকবে, এদের তো সবার কথা চিন্তা করার দরকার নেই।
মনের কথাটা বললেন!❤ কিন্তু যারা দেশটাকে এককেদ্রীক করেছে তারা শুধু নিজেদের স্বার্থের কথাই ভেবেছে, জনগণের কল্যাণের কথা কখনো ভাবেনি😢
খুব ভালো লাগলো যে
তুই অনুপ্রবেশকারী🤣
na tui
যদি পলায়নককে ডাকতো তাহলে সে যেতো, কিন্তু ডেকেছে সমন্বয়কদের! সুতরাং এ নির্লজ্জ।
ছাত্র লিগ মনে হয়,
Aita hocche "ANUPROBESHKARI League"
Right
catro lig ar power tara akon jati songar amonton pay..🤨
সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ সম্মান জোর করে নিতে গেলে পরে বেইজ্জতি হয়ে ফিরতে হয়
উনাকে ধরলে অনেক তথ্য পাওয়া যাবে আমি মনে করি ওনাকে পুলিশের আওতায় আনা উচিত
কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ বিনীতভাবে অনুরোধ করছে।
সে যেমনি হোক সে দারুণ মেধাবী ফ্রিতে এডভেটাইসম্যান্ট কিনে নিলো। সারা বিশ্বে নিজের পরিচয় করে নিলো
তাকে কেউ দেখে নাই আন্দোলনে তাকে ডাকেই নি সে কেন ওঠলো তার বিচার চাই
ছেলেটি মেধাবী, সব মেধাবীদের একটি গুন থাকে (ছোটলোক) এগুলোর অনেক বর্ননা দেওয়া যাবে।
Egula re medhabi bole na, egula re bole dhoribaj ba shujog shondhani!
মাহফুজ নিজেই ত বলেছে যে আমি চিনি না ওকে। তবে ও কেনো স্টেজে গেলো...
জুম্মা তুল বি'দা আপুর নামটা অসাধারণ মাশা আল্লাহ❤
একে আইনের আওতায় আনা দরকার
ওর দাওয়াত পেয়েছি ভালো কথা তাহলে চেয়ারে বসে থাকতো। কিন্তু স্টেজে কেন উঠেছে ! নিশ্চয়ই তার কোনো দৃশ্য ছিল ।
তার তো মিডিয়াতে এতো লম্বা চওড়া সাক্ষাৎ 0:24 কার দেয়ার দরকার ছিলো না। ঐ স্টেজে উনি তো আমন্ত্রিত না।নিজেকে এতো বিদ্বান জাহির করা উনি যে কাজটা করেছেন তার জন্য সরাসরি দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলে বরং ভালো করতেন।
খমা চাবে না পারলে শাস্তি দিয়ে দেখালে বুঝতে পারবো আপনারা এক বাপের জন্ম
একে আইনের আওতায় আনা হোক, ১০০% অনুপ্রবেশকারী।
তোমার এত এক্সপিরিয়েন্স কখন স্টেজে উঠতে হয় আর কখন স্টেজে উঠতে হয় না এইটা বোঝনা?
সে যেই হোক, কলিজা অনেক বড়।
সাত দিনের রিমান্ড দাবি করছি ৷
আয়না ঘরে রেখে জিজ্ঞেস করে জানতে হবে কি কারণে মঞ্চে উঠে বসল ডাকা ছাড়া জ্বনাব ক্লিনটনের পাশে গিয়ে দাঁড়ালো বিপ্লবী ছাত্র হিসেবে 😂😂😂😂😂😂😂
যদি গিয়েই থাকেন দাওয়াত ছাড়া
এত উচুমানের একটা অনুষ্ঠানে
আমার মতে উনার চাইতে বেশি দোষ করেছে ওই অনুষ্ঠানের দায়িত্ব যারা নিয়োজিত ছিলো " বাংলাদেশি হিসাবে আমি তাকে সমর্থন করি খুব ভালো কাজ করেছে সে"
বেহায়াপনার একটা limit থাকা উচিত
আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি উনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত
রাজিন অভিনন্দন তোমাকে ছরি বলতে হবে না তুমি তো কারো কোন ক্ষতী করনি। বা গুপ্তচরবৃত্তি ও করো নি । যারা যেমন তারা অন্যকেও তেমন ভাবে।❤
উপরে উঠতে গেলে অনেক সময় ব্যাহায়া ও হতে হয়, কিন্তু এই ব্যক্তিতো বিশ্বব্যহায়া
শালায় কি বুঝায়??
তোরে স্টেজে ডাকছে বদমাইশ!!
😂😂😂
শেখ হাসিনা কিন্তু এখন ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। এই জন্য আমাদের উচিত সংখ্যালঘুদের উপর আক্রমণ না চালানো। সবার কাছে আমার এই আকুল আবেদন।
আমাদের দেশে এমন কেউ নেই যে আগামী দিনের ভবিষ্যৎ মানুষের পাশে দাঁড়াতে পারবে
বেলাজা এমনি হয়,,, ইচ্ছে করে মারা দেই 😁😁🤣🤣
সে খুবই পরিকল্পিতভাবে এখানে এসে অংশগ্রহণ করেছে।
এর সমস্ত ডিটেইল খুঁজে বের করা উচিত
ড.ইউনুস এর এন জি ওর সাথে কোন না কোনভাবে সংশ্লিষ্ট আছে।
এটা গ্রামের কোন অনুষ্ঠান না যে চাইলেই উঠে যাওয়া যায়। এটা আগে থেকেই মাহফুজ ইউনুস সাহেব রা আগে থেকেই জানতেন এটা স্পষ্ট
মঞ্চে ত এতিমের মতো দাঁড়িয়ে ছিলো।
We need Prof Yunus as an interim government head for the period as long it is necessary and thereafter as a president in Bangladesh Insha Allah. May Allah bless our lovely country.
জাহিন রোহান রাজিন আমাদের এজেন্ট। জাহিন স্টেজ এ উঠবে এটা আমাদের প্ল্যান ছিলো। আমাদের প্ল্যান সাকসেস। আমি একজন "র" এজেন্ট।
ভাই আপনার কথাটাই বাস্তব অনুসরণ
এই গরুকে ঘাস খাওয়ানো হোক।
চ্যানেল 24 সংবাদটাকে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে যেন এই ছেলেটাকে ভিকটিম মনে হয়, ধিক্কার জানাই চ্যানেল 24 কে, এদের সূক্ষ্ম কুটনামি সবাই বোঝার চেষ্টা করুন, বারবার একে তরুণ তরুণ বলে সম্বোধন করছে, মানে তার দিকে একটা পজিটিভ ইমেজ তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি এভাবে স্টেজে কখনো ওঠা যায় না
ঠিক বলেছেন
অনুপ্রবেশকারী কি করে হয় আপনি চাইলেই কি সেখানে যেতে পারবো ..?
কোনো নিমন্ত্রন ছাড়া …।
যা হইছে হইছেই। এই লোকটাকে বিতর্কিত করারর কি দরকার। উনিত উনার যোগ্যতার জন্যই ওখানে যেতে পেরেছেন। উনিও আমাদের দেশের একজন। আপালীগত আর না।
এ কে আইনের আওতায় আনা হোক অতি দ্রুত পদক্ষেপ নেয়া উচিত জিগাসা করা হোক।
একজন বললেই তুমি যাবে কেন
একজন আমন্ত্রিত অতিথিকে আরেকজন আমন্ত্রিত অতিথি অনুপ্রবেশকারী বলুক। এটা কেমন সম্পর্ক। কেমন কথা। কেমন অধিকার।
সব নষ্ট করে দিছে ওই বাটপারটা
কি করছে?
Take ainer awata ante hobe khob tara tari sasti dite hobe insha Allah
কখনোই না। তার সাথে পূর্ব থেকেই।ইউনুসের সম্পর্ক। বিনাকী ভট্টাচার্যের পোস্ট দেখেন
right
Mita kota
শুধু দেশ না আমাদের মনের সংস্কারও খুবই জরুরি। 😢😢
স্টেজে উঠা নিয়ে আমার কোন মন্তব্য নাই। আমার কথা হচ্ছে, সে যদি তালিকাভূক্ত কারো সাথে যোগাযোগ করে যেত, অনুমতি নিত তাহলে আমার মনে হয় সে ড: ইউনুস স্যারের চেয়ারেও যদি বসত তাহলে স্যার কিছু মনে করতো না। বরং প্রবাসী হিসেবে তাকে ড: ইউনুসের সরকার স্যালুট জানাতো।
এরকম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে বিনা অনুমতি ছাড়া স্টেজ ওটা নিরাপত্তার জন্য হুমকি
এত ভিআইপি গ্যাস্টের মধ্যে এত সিকিউরিটির মধ্যে অনুপ্রবেশ কেমনে হবে?তাছাড়া তার গলার মধ্যে লাগানো আছে আমন্ত্রিত কার্ড।
It is very nice to be suspicious and explain it to him. He wants to prove his personal information
একে কঠোর বিচারের আওতায় আনা উচিত ।
সে তার নিজের যোগ্যতায় ঔ অনুষ্ঠান পযন্ত গিয়েছে ধন্যবাদ
Explanation accepted
ওনার যুক্তি মানলে, ইউনুসের ডাক শুনে সব দর্শকই স্টেজে উঠার কথা...
ফাউল কথা।
সে কিভাবে আন্দোলনে জড়িত ছিল তার ব্যাখ্যা দিতে হবে। প্রমাণ দিতে হবে। এভাবে ছেড়ে দেয়া যায় না।
তাকে শাস্তির আওতায় আনা উচিত
ভালোই মার্কেটিং হয়েছে উনার।
ইউনুস সাহেব তালবাহানা বাদ দিয়ে সন্মান থাকতে তারাতাড়ি নির্বাচনের আয়োজন করুন। জনগণের আস্থা কিন্তু কমে যাচ্ছে
NGO ফেরিওয়ালারা এভাবেই নিজেদের মার্কেটিং করে, এই ঘটনাটাও ওর জন্য সফল একটা মার্কেটিং।
অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে ওকে
সে অনুপ্রবেশকারী, মঞ্চে এত মানুষের সামনে তাকে তো আর ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায় না তাহলে বাংলাদেশের রেপুটেশন নষ্ট হবে 😂
অতিসত্বর এই ঘাতককে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হইক।
Actually if you review this video we cannot introduce him,it looks like something was misunderstood,might be he it's true he was invited by his own achievement..
তৃতীয় ব্যক্তির এই অনুপ্রবেশকারী অবশ্যই কঠোর শাস্তি দাবি করছি।
বাটপারের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। 😡