বাঁশি || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 75

  • @swagatadey5174
    @swagatadey5174 Год назад +1

    ❤❤❤❤❤

  • @anakshipal_92
    @anakshipal_92 5 месяцев назад

    অপূর্ব লাগলো স্যার! 🙏🏼😊

  • @subhassamadder8740
    @subhassamadder8740 Год назад +1

    অপূর্ব সুন্দর

  • @DiptiBhattacharjee-t7r
    @DiptiBhattacharjee-t7r 6 месяцев назад

    Pronam 🙏🙏🙏

  • @sarmisthadas4304
    @sarmisthadas4304 9 месяцев назад

    Khuuuuub sundor alochona holo,khub valo laglo,apni valo thakben

  • @pampagope3529
    @pampagope3529 11 месяцев назад

    বাঁশির যে অন্তরভেদী গুরুত্ব এত বেশি তা যেনে ধন্য হলাম। প্রণাম নেবেন।

  • @PurabiChakravarty-be3uw
    @PurabiChakravarty-be3uw 8 месяцев назад

    প্রণাম নেবেন। বাঁশি শুনে প্রাণ ভরে গেলো। খঢ়দহের শ‍্যামের মুখ বার বার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। তাঁর শ‍্রীচরনে আপনার সুস্থ জীবন কামনা করি। আপনি এই ভাবে আমাদের আনন্দলোকের সন্ধান দিন।

  • @NanuCharanGhosh
    @NanuCharanGhosh 11 месяцев назад

    যত শুনি ততই মুগ্ধ হই, আপনার কথা ভাষা ও বচন ভঙ্গি শুনে।প্রণাম নেবেন; ভালো থাকবেন।

  • @debdasbanerjee5639
    @debdasbanerjee5639 11 месяцев назад

    প্রণাম নেবেন
    মধু ঝরে গেল মন ভরে গেল আহা হা

  • @sucharitaparia4213
    @sucharitaparia4213 Год назад +1

    Eman paditya. ....eman bhakti.....eman sur.... asadharan....jante chai aro apnar kamalini didi sambandhe..bhal thkun. Mahasay.pranam.

  • @babulohar5679
    @babulohar5679 Год назад +1

    নমস্কার স্যার।।

  • @subhassamadder8740
    @subhassamadder8740 Год назад +2

    খুবই শীঘ্র অবধূত ও দশাশ্ব ঘাট সম্পর্কে আলোকপাত করুন 🙏🙏🙏🙏🙏

  • @spendcuber1199
    @spendcuber1199 Год назад +1

    Asadharon ! Asadharon ! 🙏🙏🙏

  • @mithumondal2812
    @mithumondal2812 Год назад +2

    🎉অপূর্ব সুন্দর আলোচনায় মন ভরে উঠল ।এই রকম আলোচনা আরও শুনতে চাই। নমস্কার নেবেন আমার।

  • @krishnendumukherjee2764
    @krishnendumukherjee2764 11 месяцев назад

    Apni Shatabarsha kalin eivabey amader path korey shonan ei parthana janai Parameshwar er kachey

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 Год назад

    প্রণাম

  • @kishalaymukherjee9657
    @kishalaymukherjee9657 Год назад +1

    Hore Krishno🙏🙏🙏

  • @madhukapoor1327
    @madhukapoor1327 Год назад +1

    অপূর্ব দাদা !! অসাধারণ !! রসে ডুবিয়ে দিলেন ।
    প্রণাম নেবেন ।

  • @manabendrakaran2353
    @manabendrakaran2353 Год назад +1

    Beautiful. Pranam

  • @kakali4004
    @kakali4004 Год назад +4

    আপনার ভাষ্য পাঠে বাঁশি যেন প্রাণ পেয়ে উঠেছে। যে বাঁশির সুর শোনার জন্য আমরা কৃষ্ণ প্রেমীরা আকুল হয়ে থাকি, যেন এই বাঁশিই স্বয়ং আমার ঠাকুরের স্বরূপ। বাঁশি আর শ্রী ভগবান এক এবং অভিন্ন।

  • @mitalibhattacharya823
    @mitalibhattacharya823 Год назад +2

    মোহিত হয়ে শুনলাম আপনার বাঁশি।এক অনন‍্য অনুভব।

  • @haimantidutta4898
    @haimantidutta4898 Год назад

    Osadharon, apurbo

  • @PronotiGoswami
    @PronotiGoswami Год назад +5

    অবশ হলো মন, অবশ শরীর। জয় শ্রীকৃষ্ষ🙏🙏

  • @deepchandanchakraborty7054
    @deepchandanchakraborty7054 Год назад +1

    পুরোটাই যেন কবিতা

  • @sonalichatterjee1562
    @sonalichatterjee1562 Год назад +1

    কি অপূর্ব । সবসময় সমৃদ্ধ করেন এই মূর্খকে

  • @ashimbarua4001
    @ashimbarua4001 Год назад +1

    স্যার, প্রণাম নেবেন। অবধূত এবং দশাশ্বমেধ যজ্ঞ এর উপর আলোচনা রাখবেন?🙏🙏🙏

  • @debasribaksi7789
    @debasribaksi7789 Год назад +1

    কেমন যেনো কাঁদিয়ে ছাড়লেন। বাঁশির কথাতেই যদি এই হয় তো সে সুর শুনলে কী যে হতে পারে!!!!!! খানিক যেন বুঝতে পারছি। প্রণাম নেবেন।

  • @kalpanadatta5728
    @kalpanadatta5728 Год назад

    Asadharan bollen anek janlam

  • @amitsengupta4511
    @amitsengupta4511 Год назад +1

    মধুর মধুর

  • @jaymitra9564
    @jaymitra9564 Год назад +2

    আপনার বংশীপ্রতিবেদন তো মুরলীধরের সুরের মতই সুমধুর মনোমুগ্ধকর লাগলো। চমৎকৃত।

  • @susmitadutta2543
    @susmitadutta2543 Год назад +6

    'বাঁশি', পর্বের চর্চাটি শুনলাম। এ এক অনন্য অনুভব! সত্যি বলতে কি প্রতিটি আলোচনা,প্রতিটি বিশ্লেষণ শোনার অনুভব টুকু প্রকাশ করার মত
    যথাযথ বিশেষণই আমার জানা নেই।শুধু এইটুকুই বলা যায়, মন প্রতিদিন সামলে রাখতে চাইছে এ সম্পদের সঞ্চয় কে!

  • @madhumitaguha5819
    @madhumitaguha5819 Год назад +1

    Apurba 🙏🏼🙏🏼🙏🏼

  • @theacousticproject6264
    @theacousticproject6264 4 месяца назад

    প্রণাম sir ,
    দয়া করে নিধুবনের রহস‍্য নিয়ে কিছু আলোক পাত করবেন আগামী কোনো আলোচনায় । ❤🙏💐

  • @motibabu
    @motibabu Год назад +1

    আহা, মধু মধু। প্রনাম নেবেন স্যার।

  • @malyasree_speaks
    @malyasree_speaks Год назад +1

    Khub bhalo luglo sunte

  • @nupurgoswami3103
    @nupurgoswami3103 Год назад +1

    অপূৰ্ব অপূৰ্ব

  • @ranjanadhar9345
    @ranjanadhar9345 Год назад +6

    মন প্রাণ ভরে শুনলাম।আবেশে মন অবশ হলো। এত ভালো লাগলো।
    প্রণাম নেবেন।
    শুভ রাত্রি।

  • @sharmisthamondal9839
    @sharmisthamondal9839 Год назад +2

    আপনি গাইলেন, বড় আনন্দ হল।ভাল থাকবেন, প্রণাম ।

  • @dinabandhukoley4183
    @dinabandhukoley4183 Год назад +2

    অনেক অনেক প্রণাম। জয় রাধে শ্যাম।

  • @muktimaity7646
    @muktimaity7646 Год назад +4

    সশ্রদ্ধ প্রণাম নেবেন স্যার। নূতন কথা কিছু বলার থাকে না যাই শোনান মন্ত্র মুগ্ধের মত তাই বারবার শুনি। খুব ভালো থাকুন।

  • @ashimbarua4001
    @ashimbarua4001 Год назад +1

    দ্বারকার কৃষণ এবং লীলার কৃষণঈ একই জন? একটু ব্যাক্ষা করবেন, স্যার?🙏🙏🙏

  • @jayastubanerjee1998
    @jayastubanerjee1998 Год назад +3

    "কানু বিনে গীত নাই "

  • @nabamitaftii8916
    @nabamitaftii8916 Год назад +1

    অবধুত ঈশ্বর ও মানুষের মধ্যবর্তী একটা stage.অনেকটা পাখির মতন

  • @rupalideb1144
    @rupalideb1144 Год назад

    Pronam..

  • @ShuddhabhaktiChatterjee
    @ShuddhabhaktiChatterjee Год назад +9

    মধুসূদন সরস্বতী দ্বারা রচিত শ্লোক টি তাঁর গীতাভাষ্য পাঠের শেষে প্রতিদিন পড়ি। তাঁর গীতা ভাষ্য 'গুঢ়ার্থ দীপিকা' একটা masterpiece.

  • @ShuddhabhaktiChatterjee
    @ShuddhabhaktiChatterjee Год назад +1

    সখি ওই বুঝি বাঁশি বাজে
    বন মাঝে কি মন মাঝে

  • @debjoy3560
    @debjoy3560 Год назад +5

    Sir Sri krishna nye series karun

    • @IndiaUnbound-123
      @IndiaUnbound-123 Год назад

      haan hole khub bhalo hoy. Shree krishner jibon kahini, tatporjo soho

  • @deepanjanachakraborty2756
    @deepanjanachakraborty2756 Год назад +3

    আপনার আলোচনা শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।কিন্তুআমার একটা অভিযোগ আছে আপনি কেন বার বার বলেন না শুনতে ইচ্ছে করলে শুনবেন না।আপনার জ্ঞানে আমরা সমৃদ্ধ হই।খরদাহ এর শ্যাম সুন্দর আমাদের দেবতা।তিনিই আমাদের সব।

  • @mahadebbhunia5993
    @mahadebbhunia5993 Год назад +2

    Good evening sir

  • @shyamaldas5331
    @shyamaldas5331 Год назад +5

    "আমরা এমনি এসে ভেসে যাই
    আলোর মতন, হাসির মতন
    কুসুমগন্ধ রাশির মতন
    হওয়ার মতন, নেশার মতন
    ঢেউয়ের মতন ভেসে যাই।"

  • @paragchaudhuri5075
    @paragchaudhuri5075 Год назад +1

    🙏

  • @আনন্দআকর্ষণ

    বাঁশি কেন গায় 💔😂

  • @madhumitaguha5819
    @madhumitaguha5819 Год назад +2

    Bhagbad shunte chai apnar mukhe . Iswar apnake suswastha ebong dirgha jiban din amader janya . Khoob bhalo thakben 🙏🏼

  • @Akash_Mitra
    @Akash_Mitra Год назад +7

    প্রণাম 💕🙏🏻
    আপনার কাছে বিনীত অনুরোধ যদি ভাগবত প্রসঙ্গ শোনান। বিশেষত ভগবানের রূপ মাধুরী, গুন মাধুরী, লীলা মাধুরী , বেনু মাধুরী, গোষ্ঠ লীলা, রাসলীলা, ভ্রমর গীত ...
    খুব আনন্দ পাবো ।
    রাধারাণীর কাছে আপনার সুস্থ জীবন কামনা করি ।
    প্রণামবে💕🙏🏻

  • @kalpanadutta6138
    @kalpanadutta6138 Год назад +1

    স‍্যার ,সশ্রদ্ধ প্রণাম নেবেন ,আপনি রামায়ণ, মহাভারত ,পু্রাণ যাকিছু শোনান, সেখানেই বিশেষ কিছু পাই ,যা আমাকে বিশেষ সমৃদ্ধ করে, আপনি কতো যে যানেন, বিশেষ করে শ্লোক,কি করে মনে রেখেছেন ,এবং রাখেন জানিনা ,এটা ঈশ্বরের আশীর্বাদ বাদ ছাড়া হতে পারে না বলে আমার মনে হয় ।যাইহোক ,আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন আর এরকমই বক্তব্য রেখে যান ,যা আমাদের মন্ত্রমুগ্ধের মতো শুনতে বাধ‍্য করবে ।নমষ্কার ,ধন্যবাদ ।

  • @truepresentation37
    @truepresentation37 Год назад +2

    আগামী শারদীয়া য় কথক ঠাকুরের স্ব কণ্ঠ গীত সঙ্গীতের record প্রকাশের অপেক্ষায় রইলাম।

  • @suvashreesarkar6164
    @suvashreesarkar6164 Год назад +1

    স্যার আপনাকে সশ্রদ্ধ প্রণাম। আমার নাম বুদ্ধদেব গোস্বামী । আর এই চ্যানেল টি যে বা যারাই চালাচ্ছেন তাদের সকলের উদ্দেশ্যে আমার প্রণাম রইলো। আমি অনেক দিন ধরে ওনার ফোন নম্বর বা বাড়ির ঠিকানা জানার চেষ্টা করছি আমার কিছু ব্যক্তিগত শিক্ষার জন্যে যেগুলি উনি ছাড়া কোনমতে আমি আর অন্য কোনো উপায় দেখছি না। তাই আপনার বা আপনাদের কাছে আমার বিনম্র নিবেদন যদি আমাকে ওনার কাছে পৌঁছানোর একটা ব্যাবস্থা করে দেন তাহলে আমি অনেক উপকৃত হই এবং কৃতজ্ঞ থাকবো।

  • @madhumitaguha5819
    @madhumitaguha5819 Год назад +1

    Apurba . Apnar kache kakhono Rabindranather “ Nibhrito Praner debata “ r concept note alochana shunte chai , Sambhab hole 🙏🏼

  • @sundarbannatureclub5280
    @sundarbannatureclub5280 Год назад +1

    স‍্যার আপনি রাধা কৃষ্ণ প্রেম নিয়ে কিছু বলুন। তাদের সম্পর্কে শোনা যায় অনেক কিছু কিন্তু জানা যায়না। আপনি যদি আলোকপাত করলে ধন‍্য হব।

  • @jogmayananda112
    @jogmayananda112 Год назад +1

    হিন্দি তে আচার্য পরসানত বা দুই এক জনের ভি ডি ও দেখি।খুবই ভালো।কিন্তু শোলোক বলেন না।সংস্কৃত না বললে ঠিক জমে না।আপনার কাছে সব পাই।যদি গুরুদেব মহানামজী দেহে থাকতেন ফেলালবের টিকাতে আপনার বংশীর কথা ছাপতেন।অনবদ্য। জ্ঞান ও ভাবের একত্র সমাবেশ।আমার 70।আগের চেয়ে কথা অনেক গভীর ও রসময। পরনাম

  • @krishnadasbhakta3995
    @krishnadasbhakta3995 Год назад +1

    আপনার রাস বর্ণনা ছবি ব্যানার্জীর সুমধুর কণ্ঠ কে স্মরণ করিয়ে দেয়...

  • @dipteshroy
    @dipteshroy Год назад +4

    দারুণ ❤ বাঁশির গল্প টা জানতাম, তার সাথে আরো এতো কিছু জেনে ভালো লাগলো ❤
    জানি সামনে রথযাত্রা আসছে, জগন্নাথ বা চৈতন্য নিয়ে ভিডিও আসবে, তবে তারপর আপনি মহাভারত series শুরু করুন, আমার একান্ত অনুরোধ🥺

  • @tapaspramanik1749
    @tapaspramanik1749 Год назад +5

    Sir, Shankarachrya er "Vajo Gobindam.....vajo mudomate" er artha bujhiye boloon na. Aapnar kotha besh bujhte paari. Khub vaalo laage.

    • @IndiaUnbound-123
      @IndiaUnbound-123 Год назад

      sotti.... ki darun likhe gechhen Shankaracharya. Sir apni plz bujhiye bolun🙏

  • @sandybow1
    @sandybow1 Год назад

    Ki sunlam!
    Jeno bigolito koruna Janhobi Yamuna.

  • @chandranibanerjee4735
    @chandranibanerjee4735 Год назад +2

    Sir রাধাকৃষ্ণ নিয়ে শুনতে চাই। please যদি শোনান🙏😊

  • @mousumibiswas8173
    @mousumibiswas8173 Год назад +3

    রাসলীলা নিয়ে একটা এপিসোড করুন, স্যার। রাস বুঝিনা বলেই বললাম। যদি একটু বুঝিয়ে দেন তো সুবিধা হয়।

  • @santanuroy2855
    @santanuroy2855 Год назад

    বাজে বকে।

  • @cookroocook5127
    @cookroocook5127 Год назад +1

    🙏🙏🙏🙏