কবি ফররুখ আহমদের একমাত্র সাক্ষাৎকার ||বই পত্রিকা || Farruk Ahmad

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • কবি ফররুখ আহমদের একমাত্র সাক্ষাৎকার ||বই পত্রিকা || Farruk Ahmad
    লেখাকে পেশা হিসেবে নেওয়ার বিষয়ে এক প্রশ্নে কবি ফররুখ আহমদের জবাব ছিল এমন-‘লেখাকে পেশা হিসেবে গ্রহণ না-করলে এ যুগে লেখকের এবং লেখার অস্তিত্ব রক্ষা করা প্রায় অসম্ভব বলেই আমি লেখাকে স্বাধীন সম্মানজনক পেশা হিসেবে গ্রহণ করার পক্ষপাতী।’ কথাটি কবি বলেছিলেন এক সাক্ষাৎকারে। এটি ছিল কবি ফররুখ আহমদের একমাত্র মুদ্রিত সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নেয়া হয় ১৯৬৮ সালে। সাক্ষাৎকারটি নতুন করে সংযোজন হচ্ছে ‘ঐতিহ্য’ প্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিতব্য ফররুখ-রচনাবলিতে।
    কবি ফররুখ আহমদের পুরো নাম সৈয়দ ফররুখ আহমদ, জন্ম ১০ জুন ১৯১৮ সালে; তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমায়। মৃত্যু ১৯ অক্টোবর ১৯৭৪ সালে, ঢাকায়। লেখালেখির শুরু ছোটবেলা থেকেই। প্রথম জীবনে ‘এফ. আহমদ’ নামে লিখতেন পরে ফররুখ আহমদ নামটাই স্থির করেন। পৈতৃক নামের পূর্বে ব্যবহৃত ‘সৈয়দ’ শব্দটি তিনি কখনও ব্যবহার করেননি।
    ফররুখ আহমদ ‘মুসলিম রেনেসাঁর কবি’ হিসেবেই অধিক পরিচিত। তাঁর কবিতায় প্রকাশ পেয়েছে বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা। কলকাতার লেডি ব্রাবোর্ন কলেজের অধ্যাপক ইসলামি চিন্তাবিদ মওলানা আবদুল খালেক ছিলেন ফররুখ আহমদের আধ্যাত্মিক গুরু; আর মহাকবি ইকবাল ছিলেন ফররুখ আহমদের প্রধান প্রেরণা। ফররুখের প্রথম কবিতাগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ ‘বিশ শতকের শ্রেষ্ঠ তামুদ্দিক রূপকার, দার্শনিক মহাকবি, আল্লামা ইকবালের অমর স্মৃতির উদ্দেশ্যে’ উৎসর্গিত। ফররুখের মৃত্যুর পরে ‘ইকবালের নির্বাচিত কবিতা’ (১৯৮০) নামে তাঁর কৃত ইকবালের অনূদিত কবিতা একত্রে গ্রন্থিত হয়।
    ব্যক্তিগত নৈতিকতার প্রশ্নে পুলিশের চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন। কয়েকটি চাকরি বদলিয়ে থিতু হন রেডিওতে। আমৃত্যু রেডিওতেই ছিলেন। ১৯৫২ সালে ভাষা শহীদদের জন্য প্রতিবাদ অনুষ্ঠানে অংশ নেন। এর ফলে তিনিসহ পনেরো জন রেডিওর চাকরি থেকে ছাঁটাই হন। পরে অবশ্য রেডিওর ‍শিল্পীদের টানা সতের দিনের ধর্মঘটের প্রেক্ষিতে ছাঁটাইকৃত কুশলীবরা চাকরিতে পুনর্বহাল হন।স্বাধীনতা পরবর্তীকালে রাজনৈতিক বিশ্বাসের কারণে চাকরি ক্ষেত্রে দ্বিতীয়বার বিপর্র‌যয়ের সম্মুখীন হন। কবির পক্ষে লেখক আহমদ ছফা এর প্রতিবাদ জানালেন-‘ফররুখ আহমদের কি অপরাধ?’-শিরোনামের এক লেখায়। লেখাটা ছাপা হয় গণকণ্ঠ পত্রিকায় ১৩৮০ সালের ১ আষাঢ় সংখ্যায়। এবারও চাকরিতে পুনর্বহাল হন তিনি।
    কবি ফররুখ আহমদ প্রচলিত অর্থে পত্রিকায় যে ধরনের সাক্ষাৎকার প্রকাশিত হয়, তার বিষয়ে বিরূপ ছিলেন। ফলে, বিপুল খ্যাতি সত্ত্বেও তাঁর সাক্ষাৎকার প্রকাশিতই হয়নি বলতে গেলে। আমাদের জানা মতে, কবির এই একটিমাত্র মুদ্রিত সাক্ষাৎকারই পাওয়া যায়। এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল ‘বই’ পত্রিকার জুন ১৯৬৮ সংখ্যায়। ‘বই’ পত্রিকার সে সময়কার প্রতিনিধি সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন। সাক্ষাৎকারটি গৃহীত হয় ঢাকাস্থ কবির তৎকালীন ইস্কাটন গার্ডেনের সরকারি বাসভবনে। কবি সেসময় রেডিওতে চাকরি করতেন।

Комментарии • 2