[anthropomorphism] বাংলা অর্থ হবে নৃতাত্ত্বিকতা। নৃতাত্ত্বিকতা হল মানবিক বৈশিষ্ট্য, আবেগ বা অ-মানব সত্ত্বার প্রতি অভিপ্রায়ের বৈশিষ্ট্য। এটিকে মানব মনোবিজ্ঞানের একটি সহজাত প্রবণতা বলে মনে করা হয়।
আমি ছোট থেকে বিভিন্ন দলের মাঝে ইসলামের সত্যতা খুজতাম! যদিও সেটা ভূল ছিল তথাপি বিভিন্ন দলের আলেমদের অনুসরণ করেছি!প্রাইমারিতে পড়ার সময় বঙ্গবন্ধুর চেয়ে ধারালো এক বক্তার ওয়াজ শুনছিলাম! আমার আপন মেঝ চাচার বাটন ফোনে শুনেছিলাম!সেটা ছিল জাল হাদিস,সমাজের কুসংস্কার,শির্কের এর উপর!সেই ছোট্ট মনে তখন থেকেই কুসংস্কারের প্রতি ছিল না ভয় এবং সমাজের ভূল ইসলাম সম্পর্কে ছিলাম কিঞ্চিত সচেতন! এরপর একটু বড় হয়ে উনার ওয়াজ খুজে বেড়াতাম!কিন্তু পেতাম না! উনার নাম ভূল জানতাম!আব্দুর রাজ্জাকের বদলে বলতাম আব্দুল রাজ্জাক! ভাবতাম গ্রামের কম শিক্ষিত আলেম হয়ত তেমন জনপ্রিয়তা নেই! বড় হলাম কম্পিউটারের দোকান থেকে আন্দাজে অনেক আলেমের ওয়াজ লোড দিলাম! প্রতিজন আলেমের নামে ভিন্ন ভিন্ন ফোল্ডার ছিল! প্রায় ২০/২২ টা ওয়াজ ছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের! এরপরে বহু কথা! এক সময় সালাফিদের বিরোধীতা শুরু করলাম! প্রচলিত আলেম আর জনপ্রিয় বক্তাদের হক মনে করলাম! আরো বহু বছর গেল! অনেক কিছু হলো ! একজন হানাফি আলেমের সন্ধান পেলাম তার মৃত্যুর পর! উনার ওয়াজ শুনলাম বই পড়লাম কিন্তু সেই লোক হানাফি হলেও তার কথার সাথে সালাফিদের প্রচুর মিল পাচ্ছিলাম! যখন আমার ইনকামের টাকা দিয়ে একটা স্মার্ট ফোন কিনলাম তখন দ্বীনের ফিৎনায় পুরোপুুরি জড়িয়ে পড়লাম!উপায় না পেয়ে আল্লাহর কাছেই জানতে চাইলাম আসলে হকের পথে কারা যদি তাদের সন্ধানটা একটু দেও তবে খুব বাচা বেচে যাই! সময়টা ২০২২ সালের জানুয়ারি শীতের সময়! ড আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফিজাহুল্লা উনার ২২ মিনিটের একটা ভিডিও আসলো সামনে! আমি উনাকে চোখের বালির মতো অসহ্য মওন করতাম এবং মতিউর রহমান মাদানি সহ আহলে হাদিস তথা সালাফিদের নামে বেনামে ফেসবুকে গালি দিতাম! সেইদিন কি মনে করে আবু বকর যাকারিয়া স্যারের ২২ মিনিটের ভিডিওটা দেখলাম মনোযোগ সহকারে! এটা ছিল সরকার ব্যবস্থা এবং আমাতের করণীয় এবং বর্জনীয় এই রকম একটা লেকচার! আর আমি ২০২২ এর আগে নিজের অজান্তে খারেজি আকিদা লালন করতাম! সেদিন বুঝলাম আসলে এতদিন ভূলের পথে ছিলাম! এরপর আকিদা শিখলাম আর বুঝলাম এর আগে যাদের অনুসরণ করেছি এরা বেশির ভাগ খারেজি আকিদার ধারক বাহক! আর তাদের উগ্রতা আমার মাঝে গোখরা সাপের মতো আকার ধারণ করেছিল যার দরুণ আমি শাসকের প্রতি ক্ষিপ্ত ছিলাম! যেটা বিশুদ্ধ মানহাযের বিপরীত! আলহামদুল্লিাহ হক খুজে পেয়েছি আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি! বাংলাদেশে সালাফি আকিদা সবাই গ্রহণ করুক এবং বিশুদ্ধ ইসলাম পালন করুক এটাই চাওয়া!
বর্তমান শাসক কি ভালো কাজটা করেছে ইসলামের জন্য সংসদ থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেয় মূর্তি ভাস্কর্য এগুলা বানাচ্ছে মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে পতিতার লাইসেন্স দিয়ে দিচ্ছে শত শত ব্যাংক সুদী কারবার হচ্ছে আমার এখন প্রশ্ন এই সরকারের প্রতি আপনার ধারনা কিরূপ হবে যদি শু ধারণা হয় তাহলে অবশ্যই এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে বিচারের দিন অন্যায় করা যেমন অপরাধ অন্যায়কে সমর্থন করাও সমান অপরাধ আর সর্বোপরি গণতন্ত্রই তো হারাম আপনি অন্যায় দেখলে যদি হাত দিয়ে থামাতে না পারেন তাহলে মুখ দিয়ে বলবেন তাও যদি না পারেন অন্তর থেকে ঘৃণা করতে হবে।
[anthropomorphism] বাংলা অর্থ হবে নৃতাত্ত্বিকতা।
নৃতাত্ত্বিকতা হল মানবিক বৈশিষ্ট্য, আবেগ বা অ-মানব সত্ত্বার প্রতি অভিপ্রায়ের বৈশিষ্ট্য। এটিকে মানব মনোবিজ্ঞানের একটি সহজাত প্রবণতা বলে মনে করা হয়।
❤❤❤Alhamdulillah zazakallahkhiran ❤❤❤❤❤amr prio Shaikh allahr jonno onk valobashi ❤❤❤
জাযাক আল্লাহু খাইরান।
جزاك الله خيرا
জাঝাকআল্লাহু খয়রন
এখন স্পিড ঠিক আছে। ❤
বাংলা লেখার মান ভালো হয়েছে।
তবে বিষয় টা এমন যার সম্পর্কে আগে কিছুই শুনি নাই। কুরুবন ফেরেশতার নাম এই প্রথম শুনলাম।
আমি ছোট থেকে বিভিন্ন দলের মাঝে ইসলামের সত্যতা খুজতাম!
যদিও সেটা ভূল ছিল তথাপি বিভিন্ন দলের আলেমদের অনুসরণ করেছি!প্রাইমারিতে পড়ার সময় বঙ্গবন্ধুর চেয়ে ধারালো এক বক্তার ওয়াজ শুনছিলাম! আমার আপন মেঝ চাচার বাটন ফোনে শুনেছিলাম!সেটা ছিল জাল হাদিস,সমাজের কুসংস্কার,শির্কের এর উপর!সেই ছোট্ট মনে তখন থেকেই কুসংস্কারের প্রতি ছিল না ভয় এবং সমাজের ভূল ইসলাম সম্পর্কে ছিলাম কিঞ্চিত সচেতন!
এরপর একটু বড় হয়ে উনার ওয়াজ খুজে বেড়াতাম!কিন্তু পেতাম না! উনার নাম ভূল জানতাম!আব্দুর রাজ্জাকের বদলে বলতাম আব্দুল রাজ্জাক!
ভাবতাম গ্রামের কম শিক্ষিত আলেম হয়ত তেমন জনপ্রিয়তা নেই!
বড় হলাম কম্পিউটারের দোকান থেকে আন্দাজে অনেক আলেমের ওয়াজ লোড দিলাম! প্রতিজন আলেমের নামে ভিন্ন ভিন্ন ফোল্ডার ছিল!
প্রায় ২০/২২ টা ওয়াজ ছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের! এরপরে বহু কথা! এক সময় সালাফিদের বিরোধীতা শুরু করলাম! প্রচলিত আলেম আর জনপ্রিয় বক্তাদের হক মনে করলাম! আরো বহু বছর গেল! অনেক কিছু হলো ! একজন হানাফি আলেমের সন্ধান পেলাম তার মৃত্যুর পর! উনার ওয়াজ শুনলাম বই পড়লাম কিন্তু সেই লোক হানাফি হলেও তার কথার সাথে সালাফিদের প্রচুর মিল পাচ্ছিলাম!
যখন আমার ইনকামের টাকা দিয়ে একটা স্মার্ট ফোন কিনলাম তখন দ্বীনের ফিৎনায় পুরোপুুরি জড়িয়ে পড়লাম!উপায় না পেয়ে আল্লাহর কাছেই জানতে চাইলাম আসলে হকের পথে কারা যদি তাদের সন্ধানটা একটু দেও তবে খুব বাচা বেচে যাই!
সময়টা ২০২২ সালের জানুয়ারি শীতের সময়!
ড আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফিজাহুল্লা উনার ২২ মিনিটের একটা ভিডিও আসলো সামনে!
আমি উনাকে চোখের বালির মতো অসহ্য মওন করতাম এবং মতিউর রহমান মাদানি সহ আহলে হাদিস তথা সালাফিদের নামে বেনামে ফেসবুকে গালি দিতাম!
সেইদিন কি মনে করে আবু বকর যাকারিয়া স্যারের ২২ মিনিটের ভিডিওটা দেখলাম মনোযোগ সহকারে! এটা ছিল সরকার ব্যবস্থা এবং আমাতের করণীয় এবং বর্জনীয় এই রকম একটা লেকচার!
আর আমি ২০২২ এর আগে নিজের অজান্তে খারেজি আকিদা লালন করতাম!
সেদিন বুঝলাম আসলে এতদিন ভূলের পথে ছিলাম!
এরপর আকিদা শিখলাম আর বুঝলাম এর আগে যাদের অনুসরণ করেছি এরা বেশির ভাগ খারেজি আকিদার ধারক বাহক!
আর তাদের উগ্রতা আমার মাঝে গোখরা সাপের মতো আকার ধারণ করেছিল যার দরুণ আমি শাসকের প্রতি ক্ষিপ্ত ছিলাম!
যেটা বিশুদ্ধ মানহাযের বিপরীত!
আলহামদুল্লিাহ হক খুজে পেয়েছি আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি!
বাংলাদেশে সালাফি আকিদা সবাই গ্রহণ করুক এবং বিশুদ্ধ ইসলাম পালন করুক এটাই চাওয়া!
بارك الله فيكم يا اخي ❤
আলহামদুলিল্লাহ ❤ জাজাকাল্লাহু খাইরান প্রিয় ভাই 🌺🌺🌺❤️🌴🌴🌴
বর্তমান শাসক কি ভালো কাজটা করেছে ইসলামের জন্য
সংসদ থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেয়
মূর্তি ভাস্কর্য এগুলা বানাচ্ছে
মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে পতিতার লাইসেন্স দিয়ে দিচ্ছে
শত শত ব্যাংক সুদী কারবার হচ্ছে
আমার এখন প্রশ্ন এই সরকারের প্রতি আপনার ধারনা কিরূপ হবে
যদি শু ধারণা হয় তাহলে অবশ্যই
এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে বিচারের দিন
অন্যায় করা যেমন অপরাধ অন্যায়কে সমর্থন করাও সমান অপরাধ
আর সর্বোপরি গণতন্ত্রই তো হারাম
আপনি অন্যায় দেখলে যদি হাত দিয়ে থামাতে না পারেন তাহলে মুখ দিয়ে বলবেন
তাও যদি না পারেন অন্তর থেকে ঘৃণা করতে হবে।
জাযাকাল্লাহ্ খঈরন
আমিন ইয়া রব আল্লাহ্