বোঝা গেলো হ্রদয়ের খোজ ডাক্তার পাত্রই বুঝবে, সময় কম দিতে পারলেও যতটুকু সময় পাওয়া যাবে সেটাই হবে স্মরনীয়, ডাক্তারের বক্তৃতা সবার চেয়ে সেরা, মজার বিষয় আমি নিজেও একজন ডাক্তার তবুও আমি নিরপেক্ষ হিসাবে বলছি ডাক্তারই সেরা ❤️❤️❤️
ডাক্তার সাহেবের বক্তব্য ছিল অসাধারণ! ডাক্তার সাহেব যদিও কতটুকু সময় প্রণয়িনীকে দিতে পারবে, সেটা বলা মুশকিল, তবে তিনি যে প্রতিভাবান এবং মানুষের মাঝে মুগ্ধতা ছড়িয়ে দিতে সক্ষম, তাতে কোন সন্দেহ নেই। 😍
আমি জীবনে অনেক বিতর্ক শুনেছি,,, কিন্তু আজ সব থেকে সুন্দর বিতর্ক উপভোগ করলাম,,,ডাক্তারের কথা গুলো মনে দাগ কেটে গেলো,,,মনে হলো কোন কবির কাছ থেকে কবিতা শুনছি।
আমি একজন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট হয়েও বলছি, ডাক্তার সেরা বক্তব্য দিয়েচে আমার মতে,,,আমি চাইছিলাম ইঞ্জিনিয়ার জিতুক কিন্ত সেটা হয়নি,, ডাক্তারের কথা বলার ধরণ আমার কাছে খুভ ভালো লেগেছে,,,
@@mdsalauddinlavlu1587 একটু নিরপেক্ষ ভাবে বিচার করুন। এখানে পারফামেন্স লজিকাল হতে হবে। ইঞ্জিনিয়ার ভালোই বক্তব্য দিয়েছিল কিন্তু শেষে আবার নিকোটিনের কথাটা উল্লেখ করে প্রমান করলেন তিনি অন্যদুজনের বক্তব্য মনযোগ দিয়ে শোনেননি। আর বিসিএস ক্যাডারো একি কাজ করেছেন।
@@nabihatahsin4168 কাব্যিক ব্যক্তিরা সব সময় গুছিয়েই কথা বলেন। তার জন্য ওনার কথা গুলো বেশি যুক্তিযোগ্য ছিল। আর আমি ওনার মোটামুটি সব আবৃত্তি শুনি ই। আর এই বিতর্কটাও ভালো করে দেখেছি।
অসাধারণ। কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। একেবারে অন্যরকম একটা অনুষ্ঠান। আর পাত্রীর কথা কি বলবো। পাত্রীর চোখ যেন সারা পৃথিবীর সৌন্দর্যের নীলা ভূমি। ধন্যবাদ বিটিভি কে।
অনেকদিন পর সত্যি অসাধারন মনোমুগ্ধকর ও প্রানবন্ত একটা বিতর্ক অনুষ্ঠান উপভোগ করলাম। এ ধরনের রম্য অনুষ্টান আজকাল বিলুপ্ত প্রায়। তবে সবচেয়ে বেশি আমাকে আন্দোলিত করেছে ডাক্তার সাহেব। সত্যিই অসাধারন। এত প্রান্জল ভাষা গোছালো শব্দের মাধুর্য যা আজকাল চর্চাহিন হয়ে পরছে । আমরা বিটিভির কাছে আশা করবো আর ও ভালো কিছু শিক্ষণীয় অনুষ্ঠান মাঝে মধ্যে আমাদের উপহার দিবে।
অনেক দিন পরে একটা সুন্দর ও প্রণবন্ত অনুষ্ঠান উপভোগ করলাম। আমার বিচারে সবাই অনেক সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ সবাইকে। এমন অনুষ্ঠান আবারও দেখতে চাই...
ডাক্তারের অত্যন্ত সুন্দর ও স্পষ্ট বাচনভঙ্গি সকলের মন কেড়েছে✨। বর্তমানে অসুস্থ বিনোদনের ভিড়ে এই রকম সুস্থ বিনোদনের বড়ই অভাব। ডাক্তারের কথা সারাক্ষণ শুনলেও মন ভরবে না ❤️
ডাক্তার সাহেবের বক্তব্য ছিল অসাধারণ! ডাক্তার সাহেবও যদিও কতটুকু সময় প্রণয়িনীকে দিতে পারবে, সেটা বলা মুশকিল, তবে তিনি যে প্রতিভাবান এবং মানুষের মাঝে মুগ্ধতা ছড়িয়ে দিতে সক্ষম, তাতে কোন সন্দেহ নেই। 😍
এখানে সবাই খুব মেধাবী, খুবই ভালো বক্তব্য দিয়েছে। কিন্তু একজন বিসিএস ক্যাডারের কাছ থেকে আরেকটু ভালো বক্তব্য আশা করছিলাম। যাই হোক এ অনুষ্ঠানে ডাক্তারই সেরা।
একের ভিতর দুই।আমি ডাক্তার ও বিসিএস ক্যাডার হিসেবে বলছি,,আমার মেডিকেলের ছোট ভাই ডাক্তার রেজোয়ান শুভর বক্তব্য, যুক্তি, উপস্থাপনা ছিল অসাধারণ । এক কথায় অসাধারণ । ইঞ্জিনিয়ার এবং ক্যাডার সাহেব তোমার ধারে কাছেও নাই যদিও কাউকে বিজয়ী করা হয়নি মনে কষ্ট পাওয়ার ভয়ে।তবে তুমিই জয়ী আজকের অনুষ্ঠানে।
নিজে ইঞ্জিনিয়ার হয়েও বলব ডাক্তার রেজওয়ান শুভই সেরা। এতদিন কবিতা শুনে আপনার কথামালার প্রেমে পড়ে গেছি। আজ দেখলাম আপনার মধ্যে এমন একটা ক্ষমতা আছে যা অন্যসব অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাসও দুর্বল করে দিতে সক্ষম। ভালোবাসায় রেজওয়ান শুভ💝💝
আমি একজন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে বলছি, আমার মতে সবাই সুন্দর করলেও সার্বিকভাবে ডাক্তারই সেরা। তবে আমি শেষ সময় পর্যন্ত চাইছিলাম ইঞ্জিনিয়ার ভাই এগিয়ে থাক, তিনিও আমার প্রত্যাশা পূরন করেছেন
দেখলাম, শুনলাম এবং বুঝলাম বিসিএস, ডাক্তার, ইন্জিনিয়ার সবার মধ্যেই স্বামী হিসাবে ঘাটতি আছে। শত ভেবে চিন্তে দেখলাম স্বামী হিসাবে আমরা প্রবাসী রাই শেরা🤝🤝🤝🤝
বিসিএস ক্যাডারের বক্তব্যে না ছিল ভালোবাসা না ছিল যুক্তি ছিল না ভালো উপস্থাপনা । ডাক্তার সাহেব এ দিক থেকে অনবদ্য। তার উপস্থাপনা মনমুগ্ধকর। ইঞ্জিনিয়ার সাহেব এর উপস্থাপনা ঠিকঠাক তবে সেরা হওয়ার যৌক্তিকতায় অযৌক্তিক।
বেকারদের থেকে একজন প্রতিযোগী রাখা উচিত ছিল বলে মনে করি। তাদের মধ্যে যে কি পরিমান ভালবাসা থাকে আর ভালবাসার জন্য থাকে অফুরান সময় সেটা বুঝা যেত। অর্থ সকল সুখের মূল নয়।
আমার ঘুমের ওষুধ বিটিভি আর রিডিং বই,,,,,কিন্তু বিটিভিতে এত সুন্দর একটা অনুস্টান যা ২৪ ঘন্টা দেখলেও ঘুম আসবেনা,,,,,ভালোবাসা রইলো এমন একটা অনুস্টানের জন্য
ডাক্তার পৃথিবীর মধ্যে একটি সর্বোত্তম পেশা, এবং এই পেশার মানুষ গুলোকে সবাই ভালবাসে ও সম্মান করে । আজকের এই সুন্দর অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর যুক্তিসম্পন্ন সাবলীল কন্ঠে ডাক্তার সাহেব সেরা পাত্র হওয়ার জন্য অনেক ভালো বক্তব্য দিয়েছেন। স্যালুট ডাক্তার মশাই।-যদিও আমি বেকার।
যোগ্য পাত্র হতে হলে সবার আগে ভালো মনের মানুষ হওয়াটা জরুরি,একে অপরকে বুঝাটা জরুরি,একে অপরের প্রতি সম্মান থাকাটা জরুরি ৷ ডাঃ,ইন্জি,বিসিএস ক্যাডার এগুলো তো উচ্চ শিক্ষার পদবি ৷ ডাক্তার সাহেবের কথাগুলোয় মুগ্ধ
ডাক্তারের মুখে ভালোবাসার সুন্দর বক্তব্য শুনে ডাক্তার সাহেবকেই আমার সেরা মনে হয়েছে। তবে প্রকৃতপক্ষে একজন ডাক্তার হিসেবে বউকে ভালোবাসার এতো সময় কোথায়! একজন ডাক্তারের বউয়ের কাছে সেরা নয়, বরং রোগীর কাছে সেরা হওয়াটাই মূল ব্রত হওয়া উচিত। রোগীদের জীবন বাঁচাতে যারা সর্বদাই প্রস্তুত সেই সেরা ডাক্তারদের জানাই স্যালুট।
সৌন্দর্য এবং মৌলিকত্ব রক্ষার বিবেচনা করা হয়নি। বিবেচিত হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার এদের মধ্যে কাউকে বিজয়ী ঘোষণা করলে বাকী দুটি পেশাজীবীর স্ত্রী বা হবু স্ত্রীদের কাছে পেশা দুটি প্রশ্নবিদ্ধ হয়ে যেতো। বিজয়ীর নাম ঘোষণা না করার ফলে অনুষ্টানের নিরপেক্ষতা বজায় থেকেছে।
ভাই মনোবিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে কি বই পড়তে হবে? কেথায় পেতে পারি🥰 আমি উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট কিন্তু ইচ্ছে জাগছে মানুষের মন বুঝার তাই বইটি সংগড়হের খুবই প্রয়োজন🥰
আমি একজন ইন্জিনিয়ার হয়েও ডাঃ কে বিজয়ী হিসাবে সাপোর্ট করছি।কারন ডাঃ এর উপস্থাপন অনেক সুন্দর হয়েছে। আমার মতে রেজাল্ট এমনটা হওয়া উচিৎ ছিল ১/ ডাক্তার ২/ ইন্জিনিয়ার ৩/ বিসিএস ক্যাডার
আসলে বিচারক বেচারি ডাক্তারকেই বেছে নিতেন কিন্তু অন্য দুজন কষ্ট পাবে সবার সামনে তাই সে সঞ্চালকের সাথে পলাতক হইতে বাধ্য হইছে😁।তবে তার মুচকি হাসি আর শ্রবণ মুহূর্ত খেয়াল করলে ডাক্তারের বেলায় সে বেশি বিস্মিতা 👌✌👏
Doctors are one of the best professions in the world, and people love and respect them. In the most beautiful, logical and fluent voice of today's beautiful program, Dr. Saheb has given a very good speech to be the best potter. Salute Dr. Mister.-Although I am unemployed.
এটাই যদি থাকবে মনে কেন মিছে মিছি ছলনায় তবে নষ্ট করলে সময়, কিছু রোগী মারা গেল পদ্মা সেতু পিছিয়ে গেল থমকে গেল মন্ত্রণালয়। শুধু ভালোবেসে মেনে নিলে আমায় সকল সুখে দুঃখে পাশে রাখব তোমায়।
একটা অনুষ্ঠানে কত কিছুর সমন্বয়। ভালোবাসা,লাজুক ভাব,পেশা সম্পর্কে ধারনা,বাচন ভঙ্গি ও সব শেষে হাস্যরস।বাংলাদেশের অনুষ্ঠান গুলো আসলেই অনো সুন্দর যা আমরা বাঙালিরা মূল্যায়ন করতে পারি নাই।
বক্তৃতায় আবেগ সপ্ন কেউ কম দেয় না,বাস্তবতা ভিন্ন অর্থ আর স্বার্থে এতো বেশি ব্যস্ত যে সময় নেই।ঘটনা আর পরগল্পে শোনা যায় অন্যর বাগানে প্রজাপতি উড়িয়ে বেড়ায়।
বোঝা গেলো হ্রদয়ের খোজ ডাক্তার পাত্রই বুঝবে, সময় কম দিতে পারলেও যতটুকু সময় পাওয়া যাবে সেটাই হবে স্মরনীয়, ডাক্তারের বক্তৃতা সবার চেয়ে সেরা, মজার বিষয় আমি নিজেও একজন ডাক্তার তবুও আমি নিরপেক্ষ হিসাবে বলছি ডাক্তারই সেরা ❤️❤️❤️
আসসালামু আলাইকুম
অবশ্যই ডাক্তার জয়ী
আমার ওজন কমাতে পারছি না
সালাম স্যার।
কখনোই না , ইন্জিনিয়ার মানেই অল রাউন্ডার। ডাক্তার স্যার, কেমন আছেন আপনি?
ইন্টারনেটের ভিড়ে হারিয়ে যাওয়া বিটিভিতে এখনো এতো ভাল অনুষ্ঠান হয় তা জানা ছিল না। এককথায় অসাধারণ।
এটা ইডিট এর মাধ্যমে, বয়েস ইডিট করে লাগানো হয়েছে
হুুৃম
@@Sakibvaicarrompoolbd abdul kothakar
👍
@@Sakibvaicarrompoolbd ঠিক
আজ কত বছর গত হলো বিটিভি দেখিনা। কিন্ত আজ আবার নেটে দেখে মনটা ভরে গেল। অসাধারণ কথা গুলো। ভালবাসা রইলো সবার জন্য।
ডাক্তার সাহেবের বক্তব্য ছিল অসাধারণ!
ডাক্তার সাহেব যদিও কতটুকু সময় প্রণয়িনীকে দিতে পারবে, সেটা বলা মুশকিল, তবে তিনি যে প্রতিভাবান এবং মানুষের মাঝে মুগ্ধতা ছড়িয়ে দিতে সক্ষম, তাতে কোন সন্দেহ নেই।
😍
বিচারকের চাইনি দেখেই প্রেম এ পরেগেছি
সহমত!
রেজওয়ান ভাই শুধু ডাক্তার না
উনি একইসাথে রেডিও জকি, একজন ভালো উপস্থাপক, একজন অভিনেতা এবং লেখালেখিও করেন। অসাধারণ ব্যক্তিত্ব রেজওয়ান ভাই!!!
😮😮
Singer O
অশ্লীলতার যুগে কি সুন্দর উপস্থাপন এবং সুস্থ বিনোদন।
শব্দ চয়ন গুলো অসাধারণ।
আমি জীবনে অনেক বিতর্ক শুনেছি,,, কিন্তু আজ সব থেকে সুন্দর বিতর্ক উপভোগ করলাম,,,ডাক্তারের কথা গুলো মনে দাগ কেটে গেলো,,,মনে হলো কোন কবির কাছ থেকে কবিতা শুনছি।
পাত্রীর চোখের বাঁকা চাহনি ❤️মুখের মুচকি হাসি 💞দুই মিলে! চাঁদের জোসনা সাগরের ডেউ, স্নিগ্ধতায় পরিপূর্ণ 🥰
পাত্রীর চোখের বাকা চাহনি মুখের মুচকি হাসি দুই মিলে চাদের জোসনা সাগরের ডেউ স্নিগ্ধাতায় পরিপূর্ণ
আমি একজন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট হয়েও বলছি, ডাক্তার সেরা বক্তব্য দিয়েচে আমার মতে,,,আমি চাইছিলাম ইঞ্জিনিয়ার জিতুক কিন্ত সেটা হয়নি,, ডাক্তারের কথা বলার ধরণ আমার কাছে খুভ ভালো লেগেছে,,,
Right 💯
তুই বাংলা লিখতে পারিস না ইন্জনিয়ার ছাএ হলে কবে
ডাক্তারের কথা ভালো তো লাগবেই। কাব্যিক মানুষের কথা বলে কথা। উনি আবৃত্তি ও করে অনেক
@@mdsalauddinlavlu1587 একটু নিরপেক্ষ ভাবে বিচার করুন। এখানে পারফামেন্স লজিকাল হতে হবে। ইঞ্জিনিয়ার ভালোই বক্তব্য দিয়েছিল কিন্তু শেষে আবার নিকোটিনের কথাটা উল্লেখ করে প্রমান করলেন তিনি অন্যদুজনের বক্তব্য মনযোগ দিয়ে শোনেননি। আর বিসিএস ক্যাডারো একি কাজ করেছেন।
@@nabihatahsin4168 কাব্যিক ব্যক্তিরা সব সময় গুছিয়েই কথা বলেন। তার জন্য ওনার কথা গুলো বেশি যুক্তিযোগ্য ছিল। আর আমি ওনার মোটামুটি সব আবৃত্তি শুনি ই। আর এই বিতর্কটাও ভালো করে দেখেছি।
ওগো ললনা,
আমি দাঁড়ি , তুমি কমা
ক্ষতি কি যদি হও, তুমি আমার প্রিয়তমা।🤩
আজকে না হয় হোক আমার একটু অপরাধ
তাতেও যদি মিটে আমার তুমি ডাকার সাধ।😍
তুমি আমায় দন্ড দাও , দাও কারাগার
সেথায় হব প্রেম কয়েদী
একশ হাজার বার।😍
দুঃখ পেলে তুমি সখা, ব্যাথা পাই আমি
নিকোটিনের ধোয়াহীন একলা ঘরে
হব তোমার স্বামী😍😍
❤️
ওওওওও
বাহ
ফাটিয়ে দিয়েছে.... মন চাচ্ছে ডাক্তারের বউ হই
@@taiubaakhter4696 ফাটিয়ে যখন দিয়েছে, তাহলে আর কি করার বৌ হয়ে যান।
যুক্তি তর্ক থেকে বুঝতে পারলাম,
"ভালোবাসার ক্ষেত্রে বেকার ছেলেই সেরা।"
সীমাহীন সময় সীমাহীন ভালোবাসা👍
রাইট ব্রো
জানিনা বাস্তব জীবনে কে কতটুকো সময় ও ভালবাসা দিতে পারবে ৷
তবে ডাক্তার সাহেবের বক্তব্য প্রেমময় ছিল৷
কথা বলার মধ্যে অন্য রকম একটা মাধজ্য ছিল ৷
Right ❤
আমি একজন ফ্রিল্যান্সার এবং ইউটিউবার !!! আমি বিশ্বাস করি, ওই তিনজনের চাইতে আমিই সেরা !!!
রাইট
@@ikramkhan-kz5xq একদম খাটি কথা
ডাক্তারের কথা গুলো ভীষণ শ্রুতিমধুর ছিলো! কখন যে সময় শেষ হলো বুঝতেই পারিনি! অসাধারণ ❤️
ডাক্তারের বক্তৃতার প্রেমে পড়ে গেলাম😍😍অসাধারণ হয়েছে ওনার বক্তৃতা ♥️♥️
আহারে
Olpete preme pore jawa manus💔🥀
Oni akjon RJ
🥰☺️
সেই কথাটা বিচারকের মুখে শুনলে বিশ্যাস করতাম,এখন মানিনা
যেকোনো মেয়েই প্রেমে পড়ে যাবে, কি অসাধারণ বক্তব্য রেজওয়ান শুভর!! প্রত্যকেই ভালো করেছে কিন্তু আমার কাছে রেজওয়ান শুভ বেষ্ট🧡
অসাধারণ। কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। একেবারে অন্যরকম একটা অনুষ্ঠান। আর পাত্রীর কথা কি বলবো। পাত্রীর চোখ যেন সারা পৃথিবীর সৌন্দর্যের নীলা ভূমি। ধন্যবাদ বিটিভি কে।
👏👏👏 ❤️
অনেকদিন পর সত্যি অসাধারন মনোমুগ্ধকর ও প্রানবন্ত একটা বিতর্ক অনুষ্ঠান উপভোগ করলাম। এ ধরনের রম্য অনুষ্টান আজকাল বিলুপ্ত প্রায়। তবে সবচেয়ে বেশি আমাকে আন্দোলিত করেছে ডাক্তার সাহেব। সত্যিই অসাধারন। এত প্রান্জল ভাষা গোছালো শব্দের মাধুর্য যা আজকাল চর্চাহিন হয়ে পরছে । আমরা বিটিভির কাছে আশা করবো আর ও ভালো কিছু শিক্ষণীয় অনুষ্ঠান মাঝে মধ্যে আমাদের উপহার দিবে।
একজন পাত্রের সব চেয়ে বড়
যোগ্যতা ও গুণ হলো 'চরিত্র'
💖🥀☺️
ঠিক
সহমত
খুব সুন্দর একটা তর্ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান,যতবার দেখি ঠিক ততটাই প্রেমে পরি।
ডাক্তারের বাচনভঙ্গি কন্ঠ এক কথায় অসাধারণ 🥰🥰
হুম😊
ডাক্তারের কথার প্রেমে পড়ে গেলাম।❤️❤️❤️ অনেকদিন পর এমন একটা ইউনিক বির্তক অনুষ্ঠান দেখে খুবই ভালো লাগলো।
🥰🥰
lol
lol😅
Love you,,
ডাক্তার রোমাঞ্চকর উপস্থাপনা করেন।
অনেক দিন পরে একটা সুন্দর ও প্রণবন্ত অনুষ্ঠান উপভোগ করলাম।
আমার বিচারে সবাই অনেক সুন্দর উপস্থাপন করেছেন।
ধন্যবাদ সবাইকে।
এমন অনুষ্ঠান আবারও দেখতে চাই...
Really the Doctor has surpassed others in his talented oratory .
ভারত থেকে দেখছি,,, খুব ভালো লাগলো এই অনুষ্ঠান।,,ডাক্তার বাবুর বক্তব্য আমার খুব ভালো লাগছে। আর হাসি পাচ্ছে।। খুব সুন্দর।
ডাক্তার এর বক্তব্যই শ্রেষ্ঠ এত সুন্দর সাবলীল ভাষায় কথায় মোটিভ করে গেছে
এই রোমেন্টিক বিতর্ক অনুষ্ঠান একটা কালজয়ী অনুষ্ঠান হয়ে রবে পরের প্রজম্মের কাছেও। এই বিতর্ক অনুষ্ঠান টা যে কয়বার দেখেছি তা গুনে শেষ হবে না🥰🥰
ডাক্তারের অত্যন্ত সুন্দর ও স্পষ্ট বাচনভঙ্গি সকলের মন কেড়েছে✨। বর্তমানে অসুস্থ বিনোদনের ভিড়ে এই রকম সুস্থ বিনোদনের বড়ই অভাব। ডাক্তারের কথা সারাক্ষণ শুনলেও মন ভরবে না ❤️
যাতো বার শুনি ডাঃ কথা গুলো বিরক্তি লাগেনা
পড়ে পড়েই যদি মন বুঝতে হয় তাহলে সেখানে ভালোবাসা থাকে না যেমন মুখস্থ বিদ্যা কোনো কাজের না
আমার এমন ভাগ্য আল্লাহ দেননি যে স্বামী বেছে নিব
এজন্যই মনে হয় তারা এত মেধাবী
ডাক্তার সাহেব অসাধারণভাবে প্রিয় তমার রুচিটা ঠিক দরে ফেলেছেন আসলেই ডাক্তার অসাধারণ সুন্দর করে কথাগুলা বলেছেন
প্রিয়তমার এক চিলতে হাসি,,,
আর ডাক্তার বাবুর রোমান্টিক যুক্তি,,
সব মিলিয়ে অসাধারণ,,,,,,
ডাক্তার রেজোয়ানের উপস্থাপনা অসাধারণ। তিনিই নিঃসন্দেহে সেরা।
ডাক্তার সাহেবের বক্তব্য ছিল অসাধারণ!
ডাক্তার সাহেবও যদিও কতটুকু সময় প্রণয়িনীকে দিতে পারবে, সেটা বলা মুশকিল, তবে তিনি যে প্রতিভাবান এবং মানুষের মাঝে মুগ্ধতা ছড়িয়ে দিতে সক্ষম, তাতে কোন সন্দেহ নেই।
😍
ডাক্তার খুবই সুন্দর ভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন।।
ডাক্তারের উপস্থাপনা ও যুক্তি সবচেয়ে সুন্দর ও নিখুঁত ছিলো। পাত্র হিসেবে এখানে ডাক্তারের জয় হয়েছে।
এখানে সবাই খুব মেধাবী, খুবই ভালো বক্তব্য দিয়েছে। কিন্তু একজন বিসিএস ক্যাডারের কাছ থেকে আরেকটু ভালো বক্তব্য আশা করছিলাম। যাই হোক এ অনুষ্ঠানে ডাক্তারই সেরা।
একের ভিতর দুই।আমি ডাক্তার ও বিসিএস ক্যাডার হিসেবে বলছি,,আমার মেডিকেলের ছোট ভাই ডাক্তার রেজোয়ান শুভর বক্তব্য, যুক্তি, উপস্থাপনা ছিল অসাধারণ । এক কথায় অসাধারণ । ইঞ্জিনিয়ার এবং ক্যাডার সাহেব তোমার ধারে কাছেও নাই যদিও কাউকে বিজয়ী করা হয়নি মনে কষ্ট পাওয়ার ভয়ে।তবে
তুমিই জয়ী আজকের অনুষ্ঠানে।
ঠিক ভাই।
ডাক্তার সাহেবের কথা গুলো শুনে আনমনা হয়ে গেলাম। আর ভাব লাম বি টি ভি এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারে।
@@zashimrahman1169 হুম,,সুন্দর উপস্থাপনা
সত্যিই আমি ডাক্তার সাহেবের প্রেমে পড়ে গেলাম❤😂❤
ডাক্তারের প্রতিটি কথাই,অন্তরে লাগার মতো,অনিন্দ্য সুন্দর বাচনভঙ্গি 😊❤️
ডাক্তারের কথা গুলো সবচেয়ে বেশি ভালো হয়েছে।
হারিয়ে যাওয়া ছোট বেলার সেই বিটিভি তে এখনো এতো সুন্দর চমৎকার অনুষ্ঠান দেখে আমি সত্যি মুগ্ধ হলাম.! ❤️❤️
সত্য বলেছেন
অত্যান্ত সুন্দর ও সাবলিল ভাবে উপস্থাপন করেছেন প্রিয় রেদোয়ান ভাই,, আপনার কথার প্রেমে আমিই পড়েছি,, কথার চয়ন গুলো দারুণ,, এক কথায় অসাধারণ ডাক্তার সেরা ❤
ডাক্তারের কথা যত শুনি ততই শুনতে মন চায়, অসাধারণ 🥰🥰🥰🥰
রাইট❤
ডাক্তার সাহেবের বক্তব্য আমার খুব ভালো লেগেছে,এক কথায় অসাধারণ!🖤🥀
পুরো অনুষ্ঠান টা খুব মনোযোগ সহকারে দেখলাম,আমি খুবই উপভোগ করেছি সবার প্রতিভা দেখে,তবে আমার মনে হচ্ছে ডাক্তার মশাই সেরা।
আহ্ কি সুন্দর। ডাক্তার'ই সেরা।❤
ডাক্তার এর কথা গুলো অসাধারন মন ছুঁয়ে যায় 😊🥰🦋🥀
yes
যতয় শুনছিলাম মুগ্ধ হচ্ছিলাম
নিজে ইঞ্জিনিয়ার হয়েও বলব ডাক্তার রেজওয়ান শুভই সেরা। এতদিন কবিতা শুনে আপনার কথামালার প্রেমে পড়ে গেছি। আজ দেখলাম আপনার মধ্যে এমন একটা ক্ষমতা আছে যা অন্যসব অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাসও দুর্বল করে দিতে সক্ষম।
ভালোবাসায় রেজওয়ান শুভ💝💝
আমি একজন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে বলছি, আমার মতে সবাই সুন্দর করলেও সার্বিকভাবে ডাক্তারই সেরা। তবে আমি শেষ সময় পর্যন্ত চাইছিলাম ইঞ্জিনিয়ার ভাই এগিয়ে থাক, তিনিও আমার প্রত্যাশা পূরন করেছেন
Ke jitesese
ডাক্তার আর বিসিএস ক্যাডার আলাদা হলো কিভাবে???
ডাক্তাররাও তো বিসিএস ক্যাডার🤔🤔🤔🤔
@@learnwithsomaya6758 কেউই জিতে নাই সবাইরে ছ্যাকা দিয়ে বিচারক অর্থাৎ পাত্রী সঞ্চালককে নিয়ে ভাগছে😁😁😁
মেয়েদের কে বুঝতে পারে কে,,😜😜😜😜
দেখলাম, শুনলাম এবং বুঝলাম
বিসিএস, ডাক্তার, ইন্জিনিয়ার সবার মধ্যেই স্বামী হিসাবে ঘাটতি আছে।
শত ভেবে চিন্তে দেখলাম স্বামী হিসাবে আমরা প্রবাসী রাই শেরা🤝🤝🤝🤝
বিসিএস ক্যাডারের বক্তব্যে না ছিল ভালোবাসা না ছিল যুক্তি ছিল না ভালো উপস্থাপনা । ডাক্তার সাহেব এ দিক থেকে অনবদ্য। তার উপস্থাপনা মনমুগ্ধকর। ইঞ্জিনিয়ার সাহেব এর উপস্থাপনা ঠিকঠাক তবে সেরা হওয়ার যৌক্তিকতায় অযৌক্তিক।
আমি ইঞ্জিনিয়ার বলছি, ডাক্তারের বক্তব্য আসলেই অসাধারণ হয়েছে। উনার বাচনভঙ্গিতে মুগ্ধ হয়েছি। জনতার রায় ডাক্তার বিতার্কিকের পক্ষেই যাবে। তবে অন্যদের পয়েন্টগুলোও বেশ যৌক্তিক ছিলো 👏
।।
Chamok Hassan sir er Buet er video te apnar comment dekhechilam. Ki korchen vaiya akhon?
@@anikahshahriar9537 জ্বী আপু, আগামী শুক্রবার আমার US ভিসা ইন্টারভিউ, আপাতত সেটার প্রস্তুতি নিচ্ছি
@@mosharrofhossain8969 Valo. 🙂 US ki higher education er jonno jacchen?
@@anikahshahriar9537 জ্বী
বেকারদের থেকে একজন প্রতিযোগী রাখা উচিত ছিল বলে মনে করি। তাদের মধ্যে যে কি পরিমান ভালবাসা থাকে আর ভালবাসার জন্য থাকে অফুরান সময় সেটা বুঝা যেত। অর্থ সকল সুখের মূল নয়।
😆😆😆
Right....
রাইট🤭
ঠিক
@@ahnaf2009 ধন্যবাদ
ডাক্তার কথা গুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মত ছিল,,,,তাই ডাক্তার সেরা❤❤❤❤❤❤
Doctor prem porsen na ki
❤❤❤❤❤
আমার ঘুমের ওষুধ বিটিভি আর রিডিং বই,,,,,কিন্তু বিটিভিতে এত সুন্দর একটা অনুস্টান যা ২৪ ঘন্টা দেখলেও ঘুম আসবেনা,,,,,ভালোবাসা রইলো এমন একটা অনুস্টানের জন্য
ডাক্তার পৃথিবীর মধ্যে একটি সর্বোত্তম পেশা, এবং এই পেশার মানুষ গুলোকে সবাই ভালবাসে ও সম্মান করে । আজকের এই সুন্দর অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর যুক্তিসম্পন্ন সাবলীল কন্ঠে ডাক্তার সাহেব সেরা পাত্র হওয়ার জন্য অনেক ভালো বক্তব্য দিয়েছেন। স্যালুট ডাক্তার মশাই।-যদিও আমি বেকার।
ভুল🚫 পৃথিবীতে সবচেয়ে ভালো পেশা দ্বীনের দাওয়াত যিনি দেন❤️❤️ দ্বিতীয় হল ডাক্তারী পেশা👍
@@helalbiswas6290😂😂 bolod kothakar
একজন দ্বিনের দায়ীই সব চেয়ে সেরা।
আমি একজন ইন্জিনিয়ার হিসাবে
এক কথায় ডাক্তার, ইন্জিনিয়ার, বিসিএস ক্যাডারের বক্তব্য খুব ভালোই লাগছে।
এখানে সকলকে প্রয়োজন।
সুন্দর, খুব সুন্দর। এরকম অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগে।
পাত্রীর চোখের চাহনি টাই সবার সেরা😍
তার চাহনিতে যেন সবাই সেরা😍
তবে প্রেমময় কথার জন্য আমার কাছে ডাক্তার সাহেবই সেরা😎
যোগ্য পাত্র হতে হলে সবার আগে ভালো মনের মানুষ হওয়াটা জরুরি,একে অপরকে বুঝাটা জরুরি,একে অপরের প্রতি সম্মান থাকাটা জরুরি ৷
ডাঃ,ইন্জি,বিসিএস ক্যাডার এগুলো তো উচ্চ শিক্ষার পদবি ৷
ডাক্তার সাহেবের কথাগুলোয় মুগ্ধ
ডাক্তারের মুখে ভালোবাসার সুন্দর বক্তব্য শুনে ডাক্তার সাহেবকেই আমার সেরা মনে হয়েছে। তবে প্রকৃতপক্ষে একজন ডাক্তার হিসেবে বউকে ভালোবাসার এতো সময় কোথায়! একজন ডাক্তারের বউয়ের কাছে সেরা নয়, বরং রোগীর কাছে সেরা হওয়াটাই মূল ব্রত হওয়া উচিত।
রোগীদের জীবন বাঁচাতে যারা সর্বদাই প্রস্তুত
সেই সেরা ডাক্তারদের জানাই স্যালুট।
Doctor er bitorko khubi valo hoice.
কোনটা হার্ট অ্যাটাক আর কোনটা লাভ অ্যাটাক এটা বোঝার ক্ষমতা শুধু ডাক্তারের... সব চাইতে মিষ্টি সুর ডাক্তারের কথায় ❤️
Right
Thik
Apo oni akjon RJ,,,
(আর জে রেজওয়ান শুভ)
Yes,,পাত্র হিসেবে ডাক্তাররাই সেরা।
হুম,,একদম।।
পাত্র হিসেবে আমরা বেকার যারা আমরাই সেরা। বিচারক এর রায়ে আমি সন্তষ্ট।😁
যাইহোক, বিটিভি তে এতো সুন্দর অনুষ্ঠান হয় জানা ছিলো না!❤
😂
@@israt1 why sad react?
ভাই আপনার সাথে আমি একমত
🤣🤣
বিচারক প্রেমে পড়ে গেলাম সেই মিষ্টি হাসি সেই চাহনি তার❤
একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া স্টুডেন্ট হয়ে বলছি, অনুষ্ঠানের সৌন্দর্য এবং মৌলিকত্ব রক্ষার্থে বিজয়ী তার্কিকের নাম ঘোষণা করা হয়নি, নাহলে অবশ্যই ডাক্তার সাহেব বিজয়ীর মালা নিয়ে বাসায় ফিরতেন 😊
Tik bolcan...doctor er kace o kaw jate pare. Nai
Kothay theke Engineering pass korchen? Deploma rao ajkal nijder Engineer bole, jekhane Name Engineer likhte Dept IEB certified hote hoy.
@@innovationgeeks7127 ঠিক ভাই। lol
সৌন্দর্য এবং মৌলিকত্ব রক্ষার বিবেচনা করা হয়নি। বিবেচিত হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার এদের মধ্যে কাউকে বিজয়ী ঘোষণা করলে বাকী দুটি পেশাজীবীর স্ত্রী বা হবু স্ত্রীদের কাছে পেশা দুটি প্রশ্নবিদ্ধ হয়ে যেতো। বিজয়ীর নাম ঘোষণা না করার ফলে অনুষ্টানের নিরপেক্ষতা বজায় থেকেছে।
আচ্ছা সে হয় তো বা ভালো ক-তে পারে নাই,,,,, আমি হলে ঠিকই পারতাম,,,,,, 🥰🥰🥰
দারুণ। তবে ডাক্তার ভাইয়ের উপস্থাপন দারুণ। তরুণীদের হৃদয় হরণ করার মত।
এখানে পাত্র হিসেবে যেই সেরা হোক না কেন,আমরা সবাই দারুণ একটা অনুষ্ঠান উপভোগ করলাম।ধন্যবাদ বিটিভিকে এতো সুন্দর একটা আয়োজনের জন্য💚
Right
ডাঃ এর কথা গুলো মনে গেথে গেলো হ্রদয় ছোয়ানো কথা বললেন তিনি তাই তো বলি ডাঃ ই সেরা
আমি একজন মনোবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে বুঝলাম ডাঃ সাহেবই সেরা😍
Interested in talking to you
ইন্জিনিয়ার ই সেরা
Amar Moner ki hoyece ektu bole den to 😊🤗🤣
ভাই মনোবিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে কি বই পড়তে হবে? কেথায় পেতে পারি🥰
আমি উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট কিন্তু ইচ্ছে জাগছে মানুষের মন বুঝার তাই বইটি সংগড়হের খুবই প্রয়োজন🥰
@@alexalamin6944পারলে মনোবিজ্ঞানে অনার্স করেন সব জানতে পারবেন
এত রোমান্টিক অনুষ্ঠান আগে কখনো দেখা হয়নি আমার ❤
আমি একজন ইন্জিনিয়ার হয়েও ডাঃ কে বিজয়ী হিসাবে সাপোর্ট করছি।কারন ডাঃ এর উপস্থাপন অনেক সুন্দর হয়েছে।
আমার মতে রেজাল্ট এমনটা হওয়া উচিৎ ছিল
১/ ডাক্তার
২/ ইন্জিনিয়ার
৩/ বিসিএস ক্যাডার
হা সত্যি ই
ডাক্তার সাহেব বেচারি বিচারক ছাড়া সবার মন জয় করে নিছে।।অনবদ্য উপস্থাপনা।।
আসলে বিচারক বেচারি ডাক্তারকেই বেছে নিতেন কিন্তু অন্য দুজন কষ্ট পাবে সবার সামনে তাই সে সঞ্চালকের সাথে পলাতক হইতে বাধ্য হইছে😁।তবে তার মুচকি হাসি আর শ্রবণ মুহূর্ত খেয়াল করলে ডাক্তারের বেলায় সে বেশি বিস্মিতা 👌✌👏
Sotti
@@bdmajharnxmu7349 hum...
সবারটা না শুনেই বললাম ডাক্তারই সেরা, সেরা। পুরোটাই অনিন্দ্য সুন্দর। 💙💙💙 ইন্জিনিয়ারও ভালো বলেছেন।
কিসের ডাক্তার, কিসের ইঞ্জিনিয়ার, আমিতো বিচারকের -----------। লিখলাম না, বউ দেখলে ঝামেলা আছে।
অসাধারণ সৃষ্টিশীল বিষয়গুলো খুব যুক্তি সহকারে এই সমাজের লোকদের নিকট উপস্থাপন করার জন্য।
অনেক দিন পর মন খুলে হাসলাম ধন্যবাদ বিটিবি কে এত সুন্দর বিতার্কিত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
যদিও আমি একজন ইন্জিনিয়ার তবু বলবো ডাক্তারের কথা গুলো এক কথায় অসাধারণ ছিলো👌
ডাক্তার বেস্ট বক্তা,২nd ইঞ্জিনিয়র,& third B C S khadar, অনুষ্ঠানটির মধ্যে নতুনত্ব আছে,বেশ উপভোগ্য ছিল।
U r right
এমন স্বামী কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল স্বামীর সেরা সে-যে ইঞ্জিনিয়ার আমি ❤
কথার কি সৌন্দর্য, তাইতো মানুষ ব্যাক্তিত্বের প্রেমে বেশি পড়ে 🇧🇩💓
❤️
R ami pore galam apner comment e
😊💙
আমি তো আপনার কথায় পড়ে গেলাম
@@arfatasnim8389 🤭🤭🤭
@@mdhemal8255 😋😋😋
ডাক্তার সাহেবের ভয়েস ও উপস্থাপন অনেক সুন্দর 🥰😍
Doctors are one of the best professions in the world, and people love and respect them. In the most beautiful, logical and fluent voice of today's beautiful program, Dr. Saheb has given a very good speech to be the best potter. Salute Dr. Mister.-Although I am unemployed.
নেট দুনিয়ায় হারিয়ে যাওয়া ছোট বেলার সেই বিটিভি তে এখনো সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যা দেখলেই সাথে সাথে মন ভালো হয়ে যায়।
বিটিভিকে ধন্যবাদ। অনেক অনেক দিনপর মন খুলে হাসলাম। এমন দুর্দান্ত অনুষ্ঠান এর জন্য আমরা দর্শকরা চাতক পাখির মত চেয়ে থাকলাম।
ডাক্তার সেরা।
কোনটা হার্ট অ্যাটাক, কোনটা লাভ অ্যাটাক একজন ডাক্তারই বুঝবে।
বাহ, সেরা।
এটাই যদি থাকবে মনে
কেন মিছে মিছি ছলনায় তবে
নষ্ট করলে সময়,
কিছু রোগী মারা গেল
পদ্মা সেতু পিছিয়ে গেল
থমকে গেল মন্ত্রণালয়।
শুধু ভালোবেসে মেনে নিলে আমায়
সকল সুখে দুঃখে পাশে রাখব তোমায়।
❤️
Nice
❤️
ভাই কি কবি
সেই
একজন পাত্রের সব চেয়ে বড় যোগ্যতা ও গুণ হলো চরিত্র 😊
অনুষ্ঠানটা সন্ধ্যায় দেখেছি। আর সারারাত শুধু পাত্রীকে নিয়ে ভেবেছি। ❤️😁
😃😃😃😃
😂😂
আজকের বিতর্কে ডাক্তার সেরা। তার কথাগুলো মন ছুয়ে যাওয়ার মত 👍
Melody problem BCS ,egn.
tik
একমত পোষন করছি
বিটিভিতে এমন সুন্দর প্রোগ্রাম।
সত্যিই প্রশংসনীয় 💞
অসাধারণ একটা অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে অনেক ভালো লাগলো
ডাক্তার শুধু স্বামী হিসেবেই সেরা না,
ডাক্তার সবক্ষেত্রেই সেরা ♥️
😆😆😆😆😆
ডাক্তার সাহেবের উপস্থাপনা ও যুক্তি-তর্ক ছিলো চমৎকার। তাই বলছি পাএ হিসেবে ডাক্তার সাহেব সেরা।
এই গুলা তাকি ছেলে মেয়ে নষ্ট হতে চে একন কার মেয়ে এবং ছেলে নামাজ কালাম সব বাদ দীতা ছে এগুলা দায় দাই কি আপনে নিবেন হাসরের দীন
প্রসঙ্গ যখন প্রক্রিত প্রেমিক হওয়া তখন
ডাক্তার হওয়ায় সেরা❤️🥀🥰
অনেক ধন্যবাদ বিটিভি কে এতো সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিবার জন্য।
একটা অনুষ্ঠানে কত কিছুর সমন্বয়। ভালোবাসা,লাজুক ভাব,পেশা সম্পর্কে ধারনা,বাচন ভঙ্গি ও সব শেষে হাস্যরস।বাংলাদেশের অনুষ্ঠান গুলো আসলেই অনো সুন্দর যা আমরা বাঙালিরা মূল্যায়ন করতে পারি নাই।
ডাক্তার খুবই মাধুর্য দিয়ে কথা বলে সবার মন কেড়ে নিয়েছে।।
যে ভালোবাসে সে ভালোবাসা বুঝে,,,আর ডাক্তার তার উদাহরণ, 🥰🥰
এক কথায় অসাধারণ একটা প্রোগ্রাম।
সত্যিই অনেক সুন্দর সৃজনশীল অনুষ্ঠান। ললনার এভরিথিং অস্থির। আর ডাক্তার সাহেবের কিছু স্বর্গীয় প্রতিভা আছে।
বিচারকের নাম কি?
পাত্রীর হাসি দেখে মুগ্ধ হয়েছি।
গ্লামার লুক ছিলো পাত্রীর।
খুবই মনোমুগ্ধকর, রোমান্টিক, রোমাঞ্চকর ছিলো ডাক্তারে বক্তব্য।
আমার মনে হয় আপনার হাসিটাও সুন্দর হবে! যদিও দেখা সম্ভব নয়!
অমৃত শো এইটা কখনোই শেষ হওয়ার নয়,সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টক শো উপহার দেওয়ার জন্য🌿💚
সময় ভালোবাসা একমাত্র হুজুররাই দিতে পারে
Allahu Akbar
বক্তৃতায় আবেগ সপ্ন কেউ কম দেয় না,বাস্তবতা ভিন্ন অর্থ আর স্বার্থে এতো বেশি ব্যস্ত যে সময় নেই।ঘটনা আর পরগল্পে শোনা যায় অন্যর বাগানে প্রজাপতি উড়িয়ে বেড়ায়।
বিচারকের এত সুন্দর চাহনি
মনের ভেতর শুরু হল ধুকপুকানি।
তোমার মত এত সুন্দর হাঁসির রাণি
একদিন হয়ে যেও আমার সঙ্গিনী💝❤️
লুচ্চা