Dr. Baba Jahangir used to practice Homeopathy in a shop in Elephant Road near the bata signal, during the late 80's. The sign board mentioned " ডিগ্রী নাই" ! So far the old magazines like Bichitra & Robbar mentioned, he was doing good but all other doctors objected his medical practice. He disappeared later on within couple of years or so. He was in his mid 40's that time may be in age.
Hasibur Rahman ধন্যবাদ ভাই web adres দেয়ার জন্য । আমি কোরআনের হুবহু যে অনুবাদ করা হয়েছে সেটা আমার অনেক ভাল লাগে। আমি এটা পড়তে চাই। এটা কি অনলাইনে পাওয়া যাবে।
ওহে যুবক! তুমি যদি খােদার প্রেমে পরিপূর্ণতা লাভ করিতে চাও, তবে তুমি দুনিয়ার ধন-দৌলত ও স্বর্ণরৌপ্যের মহব্বত ত্যাগ কর । মাওলানা জালাল উদ্দিন রুমী (রহঃ) আমরা আমাদের ** মহাকাল** Channel টিতে আমর মহাপুরুষদের বানী ও জীবনী নিয়ে কাজ করি । ভাল লাগলে আমাদের **মহাকাল** Channel এ ঘুরে আসতে পারেন Subscribe করতে পারেন। Channel এ ঘুরে আসতে উপরে বাম দিকে আকাশী রং এর গোলাকার লোগোতে ক্লিক করুন ।
وَ رَفَعَ اَبَوَیۡہِ عَلَی الۡعَرۡشِ وَ خَرُّوۡا لَہٗ سُجَّدًا ۚ وَ قَالَ یٰۤاَبَتِ ہٰذَا تَاۡوِیۡلُ رُءۡیَایَ مِنۡ قَبۡلُ ۫ قَدۡ جَعَلَہَا رَبِّیۡ حَقًّا ؕ وَ قَدۡ اَحۡسَنَ بِیۡۤ اِذۡ اَخۡرَجَنِیۡ مِنَ السِّجۡنِ وَ جَآءَ بِکُمۡ مِّنَ الۡبَدۡوِ مِنۡۢ بَعۡدِ اَنۡ نَّزَغَ الشَّیۡطٰنُ بَیۡنِیۡ وَ بَیۡنَ اِخۡوَتِیۡ ؕ اِنَّ رَبِّیۡ لَطِیۡفٌ لِّمَا یَشَآءُ ؕ اِنَّہٗ ہُوَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ﴿۱۰۰﴾ আর ইউসুফ তার পিতা-মাতাকে সিংহাসনে বসাল[১] এবং তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ল।[২] সে বলল, ‘হে আমার পিতা! এটাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা;[৩] আমার প্রতিপালক তা বাস্তবে পরিণত করেছেন। আর তিনি আমাকে কারাগার হতে মুক্ত করে[৪] এবং শয়তানের আমার ও আমার ভাইদের মাঝে সম্পর্ক নষ্ট করার পরও[৫] আপনাদেরকে মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে[৬] আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমার প্রতিপালক যা ইচ্ছা তা নিপুণতার সাথে করে থাকেন, তিনি তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। [১] কতিপয় ব্যাখ্যাকরীদের মত যে, ইউসুফ (আঃ)-এর মাতা বলতে বিমাতা এবং আপন খালা ছিলেন। কেননা তাঁর আপন মাতা বিনয়্যামীনের জন্মের পর মারা গিয়েছিলেন। ইয়াকূব (আঃ) তাঁর মৃত্যুর পর তাঁর বোনকে বিবাহ করেছিলেন। উক্ত খালাই ইয়াকূব (আঃ)-এর সাথে মিসর গিয়েছিলেন। (ফাতহুল কাদীর) কিন্তু ইমাম ইবনে জারীর ত্বাবারী এর বিপরীত বলেছেন যে, ইউসুফ (আঃ)-এর নিজস্ব মাতা মারা যাননি, তিনিই ইয়াকূব (আঃ)-এর সঙ্গে ছিলেন। [২] কেউ কেউ এর তরজমা করেছেন যে, তারা সবাই আদব ও সম্মান করতঃ তার সামনে অবনত হল। কিন্তু ﴿وَخَرُّوْا لَهُ سُجَّدًا﴾ এর শব্দগুলো প্রমাণ করছে যে, তারা ইউসুফ (আঃ)-এর সামনে মাটিতে সিজদাবনত হয়েছিলেন। অর্থাৎ সিজদার অর্থ এখানে সিজদাই। তবে এই সিজদা সম্মানের সিজদা, ইবাদতের সিজদা নয়। আর সম্মানের (তা'যীমী) সিজদা ইয়াকূব (আঃ)-এর শরীয়তে জায়েয ছিল। ইসলামে শিরকের দরজা বন্ধ করার জন্য সম্মানসূচক সিজদাকেও হারাম ঘোষণা করা হয়েছে, সুতরাং এখন সম্মানসূচক সিজদাও কারো জন্য বৈধ নয়। ("মুআয যখন শাম (দেশ) থেকে ফিরে এলেন তখন নবী (সাঃ)-কে সিজদা করলেন। আল্লাহর রসূল (সাঃ) বললেন, "একি মুআয?" মুআয বললেন, 'আমি শাম গিয়ে দেখলাম, সে দেশের লোকেরা তাদের যাজক ও পাদ্রীগণকে সিজদা করছে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনার জন্য সিজদা করব।' তা শুনে তিনি বললেন "খবরদার! তা করো না। কারণ, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সিজদা করতে কাউকে আদেশ করতাম, তাহলে মহিলাকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদা করে।) (ইবনে মাজাহ ১৮৫৩ নং, আহমাদ ৪/৩৮১, ইবনে হিব্বান ৪১৭১ নং, হাকেম ৪/১৭২, বায্যার ১৪৬১নং, সিলসিলাহ সহীহাহ ১২০৩নং) [৩] অর্থাৎ ইউসুফ (আঃ) যে স্বপ্ন দেখেছিলেন, এসব পরীক্ষার সম্মুখীন হওয়ার পর শেষ পর্যন্ত তার এই তা'বীর (ব্যাখ্যা) সামনে এল যে, মহান আল্লাহ তাঁকে রাজ সিংহাসনে বসালেন এবং পিতা-মাতা সহ সকল ভায়েরা তাঁকে সিজদা করলেন। [৪] আল্লাহর অনুগ্রহসমূহের মধ্যে কূপ থেকে বের করার কথা উল্লেখ করলেন না, যেন তাতে তাঁর ভায়েরা লজ্জিত না হন, এ হল নববী চরিত্র। [৫] এটাও উদার চরিত্রের একটি নমুনা যে, ভাইদেরকে একটুও দোষারোপ না করে শয়তানকে উক্ত কীর্তিকলাপের কারণ বানালেন। [৬] মিসরের মত সভ্য এলাকার তুলনায় কানআন একটি মরুভূমির মত এলাকা, তাই তিনি بَدْو (মরু অঞ্চল) শব্দ ব্যবহার করলেন।
@@anisurrahman3941 বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর এই জ্ঞান মূলক কথা পারলে খন্ডন করে আপনি তার ন্যায় এইভাবে সুফিবাদ আত্মার পরিচয়ের ন্যায় বই লিখুন । সে যোগ্যতা মনে হয় আপনার আছে । গভীর জ্ঞান তারাই রাখেন যারা ধ্যান সাধনা মোরাকাবা,মোশাহেদা করেন তারা । দাড়ি,টুপি,পায়জামা,পাঞ্জাবি ইসলামের মুল কথা নয় । আজ থেকে ১৫০০ বছর আগে কাপর ছিলোনা । এটা নিশ্চই আপনি জানেন । আর দাড়ির কথা বলেন শিখ জাতির সবাই দাড়িওলা তারা কি মুসলমান বা নবীর সুন্নত পালন করছে । তারাতো গুরু সাহেবের ধর্ম পালন করে । বাহ্যিক পোশাক দেখে কখনো মানুষের ঈমান আমল নিয়ে প্রশ্ন করা ঠিক নয় । একমাত্র আল্লাহপাকই সকল ফয়সালার মালিক । কে ঈমাদার আর কে ঈমাদর না বা ভন্ড তার অন্তরজমিনটা একমাত্র আল্লাহ ছাড়া কেহ বলতে পারে না । যে বলে তাহলেতো তিনি রায় দিয়ে দিলেন । চিন্তা করে একবার ভাবুন রায় দেয়া কি আপনার রাইট আছে । কেহ যদি কোন ভুল কথা বলে তাহলে আপনি তার চেয়ে ভালো কথা মাসালা জানেন তাহলে প্রকাশ করুন এবং যে ভুল করে তার জন্য আল্লাহর দরবারে হেদাহেত কামনা করুন তার জন্য । শুনুন ভাই ইসলামে যাকে খুশি তাকে কাফের,মুশরিক ভন্ড বলার অধিকার নেই । আপনি ইসলাম পাইছেন মনে হয় আপনার পূর্ব পুরুষ আরবের ভুমি জন্ম নিয়েছিল । ভারত উপমহাদেশে ইসলামের শান্তির পতাকা উড়িয়েছেন যে মহান ব্যাক্তি তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ ,হিন্দের বাদশা গরীবে নেওয়াজ খাঁজা মঈনুদ্দিন চিশ্তী সঞ্জরী (রঃ) । অথচ তার অবদান এবং তাকে গালি দিচ্ছিন এটা আল্লাহ্ কখনো ক্ষমা করবে না । কারন আল্লাহ্ ঘোষনা করেছেন আমার প্রিয় বন্দুরা হচ্ছেন ওলি-আউলিয়া,গাউস,কুতুব তাদের বিরুদ্ধে কথা বলা মানে স্বয়ং আল্লাহর বিরোধিতা করা । যারা এই কাজ করেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা স্বয়ং আল্লাহপাকের । অতএব নিজে মানেন আর না মানেন সেটা আপনার বিষয় তবে সুলতানুল হিন্দ খাঁজা বাবাকে নিয়ে কোন মন্তব্য করা থেকে বিরত থাকুন এবং ক্ষমা চেয়ে নিন কেননা আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল । আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করুন ।
@@fakirshahid ভাই; সুন্দর কমেন্টস লিখেছেন এই জন্য ধন্যবাদ জানাই৷ তবে আপনার সব কথার সাথে আমি ঐক্যমত নই; ইসলামে দাড়ি রাখার বিধান টা আপনি কৌশলে অস্বীকার করলেন! অথচ দাড়ি রাখলে আমাদের রাসুল সাঃ নির্দেশ দিয়ে গেছেন; ইসলামের বিধি-বিধান নির্ধারিত হবে একমাত্র কুরআন ও সুন্নাহ দিয়ে৷ কোন দরবেশ/ফকির/সাধু/ওলী ইসলামের বিধান দিলে সেটি কুরআন ও সুন্নাহ'র সাথে সাংঘর্ষিক হলে সেটি মানা যাবে না৷ এমন কি আপনার/আমার জন্ম দাতা মা-বাবাও যদি ইসলাম বর্হিভূত কাজের আদেশ দেন সেটিও মানা যাবে না৷ খাজা মউনুদ্দীন চিশতী রহঃ অনেক বড় আলেম ও জ্ঞানী লোক ছিলেন,সেটা আমিও জানি৷ ভারত বর্ষ ইসলামি আলোয় আলোকিত করার ক্ষেত্রে তার অবদান অনেক,যেটি আমিও জানি৷ তিনি ভারত বর্ষের তৎকালীন শাসক কে পরাজিত করে মানুষ কে ইসলামের ছায়াতলে এনেছিলেন সেটি আমিও মানি৷ কিন্তু কথা হলো খাজা মউনুদ্দীন চিশতি রহঃ ইন্তেকালের পরে তার নাম নিয়ে যে সব কার্যক্রম তার কিছু আশেক তথা কথিত খাজা বাবারা চালাচ্ছেন যেটা শির্ক ও অ-ইসলামিক৷ ভারতে প্রখ্যাত খাজা মঈনুদ্দীন চিশতি রহঃ এর মাজারে এখন কি হয় জানেন অবশ্যই....?? তার মাজারে তার অগণিত মুরীদরা গিয়ে সিজদা করে! মানত করে! সেখানে গিয়ে গাজা-মদ খায়!নারী নিয়ে এক সাথে গান-বাজনা করে! এগুলো মউনুদ্দীন চিশতি রহঃ করতে বলে গিয়েছিলেন!? এগুলো লোকেরা কেন করে......!!? আপনি সুরেশ্বরী খাজা বাবা'র কথা বলছেন! অগণিত লোক তাকে বাবা বাবা বলে তার চরণে সিজদা দিচ্ছেন! যেটা সরাসরি শির্ক! আমরা জানি সিজদা / ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা,অথচ আপনারা সুরেশ্বরী পীর কে আল্লাহর আসনে বসিয়ে রীতিমত সিজদা করছেন!! এগুলো তো প্রতিবন্দ্বী ও মেন্টাল লোকের কার্যক্রম.......!! আপনারা যাঁরা খাজার বাবাকে পীর/আল্লাহর ওলী মেনে তার কাছে মুরীদ হন/হয়েছেন! তারা তাকে জয় গুরু!বাবা!বাবা! বলে তার কাছে গিয়ে সব কিছু চাইছেন! বাবা আমাকে ঐ দাও! ঐটা দাও! আমার বিপদ মুক্ত করো! ইত্যাদি.....!! কাউকে ভাল করার/কারও বিপদ থেকে রক্ষা করার মালিক শুধুমাত্র আল্লাহ,অথচ আপনারা খাজা বাবা সুরেশ্বরীর কাছে নিজেদের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে বলছেন!! সে নিজে-ই তো অসূস্থ! ঠিকমত চলতে পারে না! আপনাদের কিভাবে ভাল/সুস্থ করবে.......!!! যে/যারা খাজা বাবার মুরীদ আছেন! তারা কি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন/রোজা রাখেন ?? আমি অনেক মুরীদ দেখেছি তারা পাঁচ ওয়াক্ত সালাত-ই আদায় করেন না! অথবা রোজাও রাখেন না! অথচ তারা খাজা বাবার মুরীদ! বাহঃ বাঃ বেশ তো......!! এই রকম কেন তার মুরীদগণ করেন.......!!!!!? আপনাদের খাজা বাবা সুরেশ্বরী নিজে কি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন.....!!? জানাবেন প্লিজ....,?? আপনারা যাঁরা খাজা'র মুরীদ তারা তাকে "বাবা!বাবা! বলে থাকেন! ইসলামে একাধিক বাবা কখনও ছিল না,এখনও নেই,আপনারা কেন তাকে বাবা বাবা বলেন!? তিনি কি আপনাদের জন্মদাতা.....,,!!!? খাজা মউনুদ্দীন চিশতি রহঃ কে কখনও তার মুরীদগণ/আশিকগণ বাবা বলে ডেকেছিলেন.....!!!? ডাকেননি! অথচ আপনারা সেটি করছেন!? এটী কি খাজা মউনুদ্দীন চিশতি রহঃ নির্দেশ !? নাকি আপনারা তার নামে ভণ্ডামী চালু করেছেন....!!!? আমি আগেও এখানে কমেন্টস করেছিলাম,আপনাদের খাজা বাবার মুরীদদের মুখের ভাষা এত অশ্লীল ও লজ্জাকর যে সেগুলো ডিলিট করতে বাধ্য হয়েছি৷ আশা করছি যথেষ্ঠ সন্মান ও ভদ্রতা দেখিয়ে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর/মতামত প্রদান করবেন৷
যারা (সুফি) সাধনায় আগ্রহী তাদের প্রতি অনুরোধ আমরা, ডা. কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরীর সাধক-ভক্তরা, কি বলতে পারি না যে, শত বছরে জগতের মাঝে আর একটি এমন প্রতিভাবান জাহাঙ্গীরের জন্ম হবে কি? ধ্যান-সাধনার এত সহজ নিয়মে এগিয়ে গিয়ে রহস্যলোকের কিছু দর্শন করার নিশ্চয়তাটি কি একটি বোবা চ্যালেঞ্জ নয়? এই চ্যালেঞ্জ বাবার বইতে নাই, আছে কয়টি অডিও ভিডিও ক্যাসেটে/সিডিতে (বর্তমানে মেমোরি কার্ডে)। এই কথাটি কি কেউ সাহস করে বলতে পারবে যে, ‘ধ্যানসাধনা করে যদি কিছু না পাও তো আমাকে ফেলে অন্য গুরু ধরো?’ এই কথাটি কি শুনেছেন যে, ‘জীবনভর বাবা বাবা ডাকবে অথচ পাবে না কিছুই, তাহলে এই বাবা ডাকার সার্থকতা কোথায়?’ আমরা শ্রদ্ধেয় ওহাবি মতবাদে বিশ্বাসীদের এবং শ্রদ্ধেয় শিয়া মতবাদে বিশ্বাসীদেরকে পর্যন্ত আহ্বান করছি এই ধ্যান-সাধনাটি করতে। কেবল এই একটি প্রশ্ন আপনার বিবেকটিকে নিরপেক্ষভাবে জিজ্ঞেস করুন, আর কোথাও কি এ রকম বোবা চ্যালেঞ্জটি একটিবারও শুনতে পেয়েছেন? আমরা পৃথিবীর যে-কোনো ধর্মে বিশ্বাসীদেরকে আহ্বান করছি, আসুন সত্যতা যাচাই করার জন্য। বারোদির শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর গুরু বাবা গফুর শাহ হওয়াতে কি কোনো দোষ আছে? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব-এর গুরু বাবা গেন্দু শাহ হওয়াতে কি কোনো দোষ আছে? গুরু নানকের গুরু বাবা বাহলুল দানা হওয়াতে কি কোনো দোষ আছে? বাবা হরদেওর গুরু বাবা মাহবুবে এলাহি নিজাম উদ্দিন আউলিয়া হওয়াতে কি কোনো দোষ আছে? বাবা কবিরের গুরু হিন্দু ব্রাহ্মণ হওয়াতে কি কোনো দোষ আছে? ভক্ত কবিয়াল রমেশ চন্দ্র শীলের কি গাউসুল আজম বাবা ভান্ডারীর মুরিদ হওয়াতে কোনো দোষ আছে? কারণ আধ্যাত্মিক গুরুর কোনো জাত থাকে না। জাত তাদেরই কাছে থাকে যারা ধর্মীয় সাইনবোর্ডে বিশ্বাসী। বাণীপাঠ করিয়ে ধর্ম বদলানো যায়, কিন্তু রক্তের ও-নেগেটিভকে কখনোই ও-পজিটিভ করা যায় না। আমাদের পীর বাবা শিশুর মতো সরল। কোটি টাকা আর বিত্ত-বৈভবের চাকচিক্য লাথি দিয়ে ফেলে দিয়েছেন। লোভ-মোহ যাঁকে বিন্দুমাত্র গ্রাস করতে পারে নি। বাবার গুরু শাহ সুফি মাওলানা শাহ জালাল নুরী আল সুরেশ্বরী আমাদের বাবাকে বিনয়ের সম্রাট বলতেন এবং বাবার গুরু ভাইয়েরা সবাই বাবাকে ভক্তি করেন। বাবা নিজেকে এমনভাবে ছোট করে ফেলেন যে, আমরা অবাক হই এবং অনেক নবাগতের মাঝে সংশয়ের ধূম্রজাল তৈরি হতে দেখি। এই যুগে আর কোনো গুরু কি অকপটে বলতে পেরেছেন যে, ‘আধ্যাত্মিক দর্শনের প্রশ্নে শত-শত গুরু বদলাতে পারো।’ যদি আমাদের কথাগুলো আপনার বিবেকের দরজায় আঘাত হানে তো আসুন এবং ভক্ত হয়ে সাধনা করতে দোষ কোথায়? এমন কথাটি কি জীবনে শুনেছেন যে, আপনার গুরু তিনটি স্তর তথা মোকাম পর্যন্ত অবস্থান করেন এবং চরমে আর গুরু থাকে না এবং শয়তানও থাকে না; চরম পর্যায়ে সাধক নিজেই গুরু, নিজেই শিষ্য এবং এখানেই আনা সুবহানি তথা ‘আমিই ভাসমান’। আমাদের এই অনুরোধ কেবলমাত্র ধ্যান-সাধনায় যারা আগ্রহী তাদের জন্য। -সাধক ভক্তবৃন্দ
ছি ছি নাজমুল হুদা এই লোকটা আল্লাহর সৃষ্টির সেরা মানুষ এটা তার বড় পরিচয় । আপনি যেমন অদৃশ্য খোদার দৃশ্যমান সৃষ্টি তিনিও তাই । আপনি পাপকে ঘৃনা করেন কিন্ত পাপিকে নয় । পাপি সে মানুষ আশ্রাফুল মাকলুকাত । সৃষ্টির মাঝে স্রষ্টা বিরাজমান । অথচ আপনি আল্লাহর সৃষ্টির সেরা মানুষের মুখে হিসু দিবেন নিজের বিবেকের কাছেই নিরবে প্রশ্ন করুন আপনার এই কথাটা লেখা ঠিক হইছে কিনা । যদি তার কথা যুক্তিসংগত না হয় তার পাল্টা ব্যাখ্যা দিয়ে সঠিক তথ্যটা প্রকাশ না করে শুধু শুধু নিজের হাতকে নষ্ট করা এবং মুখকে নষ্ট করেন কেন । নাজমুল ভাই পৃথিবীতে সকল ধর্ম মতের যত মানুষ আছে তারা সবাই আদম সন্তান এবং আল্লাহর সৃষ্টি জগতের সেরা মানুষ । মানুষকে ভালবাসতে শিখুন । ভালোবাসার মধ্যেই খোদা প্রেম নিহিত আছে । আশাকরি বুজতে পারছেন ।
Dr. Baba Jahangir used to practice Homeopathy in a shop in Elephant Road near the bata signal, during the late 80's. The sign board mentioned " ডিগ্রী নাই" ! So far the old magazines like Bichitra & Robbar mentioned, he was doing good but all other doctors objected his medical practice. He disappeared later on within couple of years or so. He was in his mid 40's that time may be in age.
yes you r write sir....
বাজান তুমি সেরা জয়ী আমিও
তোমার মাঝে জয় গুরু ।
বাবা তুমি মহা সত্য ছিলে থাকবে সকল বক্তর অন্তরে
বাহ বাহ সত্যি অসাধারণ গভির তত্ত্ব যা একটা জীবন বদলানোর মত বয়ান
অসাধারণ কথা,আল্লাহ্ ওয়ালা ছাড়া এধরনের আলোচনা অসম্ভব। জয় বাবা জাহাঙ্গীর।
হাজার বছর পূর্বে এমন মানব পৃথিবীতে ছিল না।
আবার হাজার বছর পর এমন মানব পৃথিবীতে আসবে নাকি সন্দেহ।
জয় ডাক্তার বাবা জাহাঙ্গীর
জয় গুরু বাবা দয়াল জাহাঙ্গীর (আ) বা ঈমান আল সুরেশ্বরী কেবলা কাবা চেরাগে জান শরীফ দয়া ভিক্ষা চাই 🙏🖤
অসাধারণ ওয়াজ
অপূর্ব সুন্দর ওয়াজ মাহফিল
জয় গুরু দয়াল বাবা জাহাঙ্গীর
দয়ালবাবা জাহাঙ্গীর
🥀🌸🌺
❤️🙏❤️
"মুর্শিদ"
জয় বাবা জাহাঙ্গীর 🙏🙏🙏🙏🙏🙏
জয় বাবা জাহাঙ্গীরের জয়
দয়াল বাবা জাহাঙ্গীর,
আল্লাহু আকবার।।।
মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা গাউছুল আজম মাইজভান্ডারি মারহাবা ড়াক্তার বাবা জাহাঙ্গীর মারহাবা ইয়া গাউছুল আজম মুজিব বাবা মারহাবা ইয়া গাউছুল আজম খাজা বাবা মারহাবা ইয়া গাউছুল আজম পিরানের পির দস্তগির মারহাবা ইয়া রাসুলুল্লাহ সাঃ আলাইহি ওয়াসাল্লাম মারহাবা
তোর বাপ কয়ডা হারামজাদা
💖💖💖দয়াল বাবা জাহাঙ্গীর 💖💖💖
ফিরে, আস, বাবা, আমাদের, কাছে,
খুব ভালো আলোচনা
আলহাদুলিল্লাহ অমৃত বাণী সুনলাম
Joy Baba 💗
জয়বাব
বাবা আপনিই মহা সত্য ,,
হা হা হা
জয় মাওলা
কত বয়স তার পরেও কত সুন্দর আলোচনা
সুন্দর আলোচলা,,,
Jay Guru Baba Jahangir
খুব ভাল লাগল।
অনেকবার শুনেছি।বার বার শোনতে ইচ্ছা করে।
জী তুমিও গাফেল....
আমার পাশের গ্রামের রেজাউল করিম বাদশা তিনি ডাঃ বাবা জাহাঙ্গীর এর মুরিদ তার কাছ থেকে কিছু বই আমি নিয়ে পড়েছি অনেক ভাল লিখেছে।
kamal hossain ধন্যবাদ বই পড়ার জন্য....
অনলাইনেও বই পাওয়া যায়
web: www.dr-babajahangir.com
Hasibur Rahman ধন্যবাদ ভাই web adres দেয়ার জন্য । আমি কোরআনের হুবহু যে অনুবাদ করা হয়েছে সেটা আমার অনেক ভাল লাগে। আমি এটা পড়তে চাই। এটা কি অনলাইনে পাওয়া যাবে।
kamal hossain এটার ১ম খন্ডটা পাবেন অার বাকি গুলো এখনো যোগ করা হয় নি..
Hasibur Rahman আমি কিছুটা এই মাত্র পড়লাম বাকি গুলো তারা তারি যোগ করেন।আমার বাড়ি সিংগাইর থানা গোলাইডাংগা ভাই
@@BabaJahangirBD অনলাইনে কি বই কেনা যাবে?
🌹🌹🌹
অসাধারণ।
জয় দয়াময় মুরশিদ
He satter dikpal Apnake koti koti salam.
জয়গুরু...বার্তাবাহক...
joy baba jahanger All sores sori
Assham
Khub sundor bani
মহা সত্য বানী
Dorud rasul apnar upor!
জয় গুরু
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
জয় মহারাজ
যতই শুনি সাধ মেটেনা
আমরা এই পৃথিবী তে আজিবন বেচে থাকবো না
মারহাবা
💖💖💖
ওহে যুবক! তুমি যদি খােদার প্রেমে পরিপূর্ণতা লাভ করিতে চাও, তবে তুমি দুনিয়ার ধন-দৌলত ও স্বর্ণরৌপ্যের মহব্বত ত্যাগ কর ।
মাওলানা জালাল উদ্দিন রুমী (রহঃ)
আমরা আমাদের ** মহাকাল** Channel টিতে আমর মহাপুরুষদের বানী ও জীবনী নিয়ে কাজ করি ।
ভাল লাগলে আমাদের **মহাকাল** Channel এ ঘুরে আসতে পারেন Subscribe করতে পারেন।
Channel এ ঘুরে আসতে উপরে বাম দিকে আকাশী রং এর গোলাকার লোগোতে ক্লিক করুন ।
Top to bottom of the true
King of the king...!! Madad farma
Realized knowledge...👍
Thanks hasibur. .
Baba ! ami ai waj sunechi ! Tobu barbar sunte iccha kore !
Allah mahan
আসল মারিফত
আল্লাহ তায়ালা তাঁর সৃষ্টি কোন মানুষের শরীরের ভিতরে নেই।
১৩/০৭/২০২০
🙏
বাংলার আবদুহ
আমার ভিতরে আমি থাকি, আল্লাহ থাকে, খান্নাছও। তাহলে খান্নাছ থেকে মুক্তি পাওয়ার ওপায় কি?
আপনার বাড়ি কোথায়
Win Guru
সত্য বললে কেউ গালি দিবে"""কেউ বা বুকে টেনে নিবে""""
Jii dada
আমার তগদির এত খারাপ এনেছি 😢😢যে আপনাকে পেলাম না😢😢
Looking like a magician.....!!¡!
he is not like a magician, he is a great philosopher of our time
বাবা আমাকে আপনার নেক নজর দিবেন
আমি আপনার কাঙাল হতে মনে চাই।
আমাকে দয়া করুন।
وَ رَفَعَ اَبَوَیۡہِ عَلَی الۡعَرۡشِ وَ خَرُّوۡا لَہٗ سُجَّدًا ۚ وَ قَالَ یٰۤاَبَتِ ہٰذَا تَاۡوِیۡلُ رُءۡیَایَ مِنۡ قَبۡلُ ۫ قَدۡ جَعَلَہَا رَبِّیۡ حَقًّا ؕ وَ قَدۡ اَحۡسَنَ بِیۡۤ اِذۡ اَخۡرَجَنِیۡ مِنَ السِّجۡنِ وَ جَآءَ بِکُمۡ مِّنَ الۡبَدۡوِ مِنۡۢ بَعۡدِ اَنۡ نَّزَغَ الشَّیۡطٰنُ بَیۡنِیۡ وَ بَیۡنَ اِخۡوَتِیۡ ؕ اِنَّ رَبِّیۡ لَطِیۡفٌ لِّمَا یَشَآءُ ؕ اِنَّہٗ ہُوَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ﴿۱۰۰﴾
আর ইউসুফ তার পিতা-মাতাকে সিংহাসনে বসাল[১] এবং তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ল।[২] সে বলল, ‘হে আমার পিতা! এটাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা;[৩] আমার প্রতিপালক তা বাস্তবে পরিণত করেছেন। আর তিনি আমাকে কারাগার হতে মুক্ত করে[৪] এবং শয়তানের আমার ও আমার ভাইদের মাঝে সম্পর্ক নষ্ট করার পরও[৫] আপনাদেরকে মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে[৬] আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমার প্রতিপালক যা ইচ্ছা তা নিপুণতার সাথে করে থাকেন, তিনি তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। [১] কতিপয় ব্যাখ্যাকরীদের মত যে, ইউসুফ (আঃ)-এর মাতা বলতে বিমাতা এবং আপন খালা ছিলেন। কেননা তাঁর আপন মাতা বিনয়্যামীনের জন্মের পর মারা গিয়েছিলেন। ইয়াকূব (আঃ) তাঁর মৃত্যুর পর তাঁর বোনকে বিবাহ করেছিলেন। উক্ত খালাই ইয়াকূব (আঃ)-এর সাথে মিসর গিয়েছিলেন। (ফাতহুল কাদীর) কিন্তু ইমাম ইবনে জারীর ত্বাবারী এর বিপরীত বলেছেন যে, ইউসুফ (আঃ)-এর নিজস্ব মাতা মারা যাননি, তিনিই ইয়াকূব (আঃ)-এর সঙ্গে ছিলেন। [২] কেউ কেউ এর তরজমা করেছেন যে, তারা সবাই আদব ও সম্মান করতঃ তার সামনে অবনত হল। কিন্তু ﴿وَخَرُّوْا لَهُ سُجَّدًا﴾ এর শব্দগুলো প্রমাণ করছে যে, তারা ইউসুফ (আঃ)-এর সামনে মাটিতে সিজদাবনত হয়েছিলেন। অর্থাৎ সিজদার অর্থ এখানে সিজদাই। তবে এই সিজদা সম্মানের সিজদা, ইবাদতের সিজদা নয়। আর সম্মানের (তা'যীমী) সিজদা ইয়াকূব (আঃ)-এর শরীয়তে জায়েয ছিল। ইসলামে শিরকের দরজা বন্ধ করার জন্য সম্মানসূচক সিজদাকেও হারাম ঘোষণা করা হয়েছে, সুতরাং এখন সম্মানসূচক সিজদাও কারো জন্য বৈধ নয়। ("মুআয যখন শাম (দেশ) থেকে ফিরে এলেন তখন নবী (সাঃ)-কে সিজদা করলেন। আল্লাহর রসূল (সাঃ) বললেন, "একি মুআয?" মুআয বললেন, 'আমি শাম গিয়ে দেখলাম, সে দেশের লোকেরা তাদের যাজক ও পাদ্রীগণকে সিজদা করছে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনার জন্য সিজদা করব।' তা শুনে তিনি বললেন "খবরদার! তা করো না। কারণ, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সিজদা করতে কাউকে আদেশ করতাম, তাহলে মহিলাকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদা করে।) (ইবনে মাজাহ ১৮৫৩ নং, আহমাদ ৪/৩৮১, ইবনে হিব্বান ৪১৭১ নং, হাকেম ৪/১৭২, বায্যার ১৪৬১নং, সিলসিলাহ সহীহাহ ১২০৩নং) [৩] অর্থাৎ ইউসুফ (আঃ) যে স্বপ্ন দেখেছিলেন, এসব পরীক্ষার সম্মুখীন হওয়ার পর শেষ পর্যন্ত তার এই তা'বীর (ব্যাখ্যা) সামনে এল যে, মহান আল্লাহ তাঁকে রাজ সিংহাসনে বসালেন এবং পিতা-মাতা সহ সকল ভায়েরা তাঁকে সিজদা করলেন। [৪] আল্লাহর অনুগ্রহসমূহের মধ্যে কূপ থেকে বের করার কথা উল্লেখ করলেন না, যেন তাতে তাঁর ভায়েরা লজ্জিত না হন, এ হল নববী চরিত্র। [৫] এটাও উদার চরিত্রের একটি নমুনা যে, ভাইদেরকে একটুও দোষারোপ না করে শয়তানকে উক্ত কীর্তিকলাপের কারণ বানালেন। [৬] মিসরের মত সভ্য এলাকার তুলনায় কানআন একটি মরুভূমির মত এলাকা, তাই তিনি بَدْو (মরু অঞ্চল) শব্দ ব্যবহার করলেন।
Ami unar vokto hoye gelam
khokani kamel morshed foyejer maddome khonnas dua hoi
এক সময় সাপ্তাহিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হাঁপানির চিকিৎসা করতেন।
কজনের হাঁপানি ভালো হয়েছে জানি না।
Baba k ami cenina tobow ami tar bokto
আশা করি খুব তাড়াতাড়িই যোগ করা হবে..
Hasibur Rahman হুম
Baba tume Akta Asal iblis
মুখে দাঁড়ি নাই সুন্নতের কোন বালাই নাই, গলাই আবার ফুলের মালা, পিছনে ছবি ঝুলানো, সে আবার পীর কি আর বলব বলার কোন ভাষা খুজেঁ পাছিছনা।
Kivabe eka hobo babaji
আমি তার ভকত
জাহাঙ্গীর বাবা কি জীবিত আছেন ।কোথায় পাবো?
জী পাবেন। দরবারের ঠিকানাটি হলঃ গুলিস্তান হতে বাবুবাজার ব্রিজ পার হয়ে চুনকুটিয়া চৌরাস্তা থামতে হবে, সেখান থেকে রিক্সাযোগে চৌধুরীপাড়া আসতে হবে। এসে চুনকুটিয়া মডেল স্কুলের পাশে বাবা জাহাঙ্গীরের আস্তানা বললেই সবাই দেখিয়ে দেবে।
আমিন
shikkhar mul ba gora tito holeo fol khub misty tai sobike char torika jana ucit
বাবা আপনার সাথে আমার দেখা হবে
Momin ভাই অবশ্যই দেখা করবেন...
হল দেখা
Allahar jonmo ki bhabe jodi jonmo hoy tahole purush na nari (joy guru)
ডাকায় কোথায় আপনাকে পাবো।
call on +8801717636353
part-1 ta dorkar.plz link share
Massojjo maana ki
nawjubillah
সাক্ষাৎ ইবলিশ।
জানতে দুষেসের কিছু নেই ...
মানুষ যেই জিনিস জানে না
তাই নেগেটিভ বাভনা থাকে
আমার আছে ...!
আপনার আছে ...
জানেন ....!
কোন হাদিছ কথা
বাবা কে কই পাব??
দরবারের মোবাইল নং-
01717636353
@@BabaJahangirBD হাহাহা
@@anisurrahman3941 বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর এই জ্ঞান মূলক কথা পারলে খন্ডন করে আপনি তার ন্যায় এইভাবে সুফিবাদ আত্মার পরিচয়ের ন্যায় বই লিখুন । সে যোগ্যতা মনে হয় আপনার আছে । গভীর জ্ঞান তারাই রাখেন যারা ধ্যান সাধনা মোরাকাবা,মোশাহেদা করেন তারা । দাড়ি,টুপি,পায়জামা,পাঞ্জাবি ইসলামের মুল কথা নয় । আজ থেকে ১৫০০ বছর আগে কাপর ছিলোনা । এটা নিশ্চই আপনি জানেন । আর দাড়ির কথা বলেন শিখ জাতির সবাই দাড়িওলা তারা কি মুসলমান বা নবীর সুন্নত পালন করছে । তারাতো গুরু সাহেবের ধর্ম পালন করে । বাহ্যিক পোশাক দেখে কখনো মানুষের ঈমান আমল নিয়ে প্রশ্ন করা ঠিক নয় । একমাত্র আল্লাহপাকই সকল ফয়সালার মালিক । কে ঈমাদার আর কে ঈমাদর না বা ভন্ড তার অন্তরজমিনটা একমাত্র আল্লাহ ছাড়া কেহ বলতে পারে না । যে বলে তাহলেতো তিনি রায় দিয়ে দিলেন । চিন্তা করে একবার ভাবুন রায় দেয়া কি আপনার রাইট আছে । কেহ যদি কোন ভুল কথা বলে তাহলে আপনি তার চেয়ে ভালো কথা মাসালা জানেন তাহলে প্রকাশ করুন এবং যে ভুল করে তার জন্য আল্লাহর দরবারে হেদাহেত কামনা করুন তার জন্য । শুনুন ভাই ইসলামে যাকে খুশি তাকে কাফের,মুশরিক ভন্ড বলার অধিকার নেই । আপনি ইসলাম পাইছেন মনে হয় আপনার পূর্ব পুরুষ আরবের ভুমি জন্ম নিয়েছিল । ভারত উপমহাদেশে ইসলামের শান্তির পতাকা উড়িয়েছেন যে মহান ব্যাক্তি তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ ,হিন্দের বাদশা গরীবে নেওয়াজ খাঁজা মঈনুদ্দিন চিশ্তী সঞ্জরী (রঃ) । অথচ তার অবদান এবং তাকে গালি দিচ্ছিন এটা আল্লাহ্ কখনো ক্ষমা করবে না । কারন আল্লাহ্ ঘোষনা করেছেন আমার প্রিয় বন্দুরা হচ্ছেন ওলি-আউলিয়া,গাউস,কুতুব তাদের বিরুদ্ধে কথা বলা মানে স্বয়ং আল্লাহর বিরোধিতা করা । যারা এই কাজ করেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা স্বয়ং আল্লাহপাকের । অতএব নিজে মানেন আর না মানেন সেটা আপনার বিষয় তবে সুলতানুল হিন্দ খাঁজা বাবাকে নিয়ে কোন মন্তব্য করা থেকে বিরত থাকুন এবং ক্ষমা চেয়ে নিন কেননা আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল । আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করুন ।
@@fakirshahid ভাই; সুন্দর কমেন্টস লিখেছেন এই জন্য
ধন্যবাদ জানাই৷ তবে আপনার
সব কথার সাথে আমি ঐক্যমত
নই; ইসলামে দাড়ি রাখার বিধান
টা আপনি কৌশলে অস্বীকার করলেন! অথচ দাড়ি রাখলে আমাদের রাসুল সাঃ নির্দেশ দিয়ে গেছেন; ইসলামের বিধি-বিধান নির্ধারিত হবে একমাত্র কুরআন ও সুন্নাহ দিয়ে৷ কোন দরবেশ/ফকির/সাধু/ওলী ইসলামের বিধান দিলে সেটি কুরআন ও সুন্নাহ'র সাথে সাংঘর্ষিক হলে সেটি মানা যাবে না৷ এমন কি আপনার/আমার জন্ম দাতা মা-বাবাও যদি ইসলাম বর্হিভূত কাজের আদেশ দেন সেটিও মানা যাবে না৷
খাজা মউনুদ্দীন চিশতী রহঃ অনেক বড় আলেম ও জ্ঞানী লোক ছিলেন,সেটা আমিও জানি৷ ভারত বর্ষ ইসলামি আলোয় আলোকিত করার ক্ষেত্রে তার অবদান অনেক,যেটি আমিও জানি৷ তিনি ভারত বর্ষের তৎকালীন শাসক কে পরাজিত করে মানুষ কে ইসলামের ছায়াতলে এনেছিলেন সেটি আমিও মানি৷
কিন্তু কথা হলো খাজা মউনুদ্দীন চিশতি রহঃ ইন্তেকালের পরে তার নাম নিয়ে যে সব কার্যক্রম তার কিছু আশেক তথা কথিত খাজা বাবারা চালাচ্ছেন যেটা শির্ক ও অ-ইসলামিক৷ ভারতে প্রখ্যাত খাজা মঈনুদ্দীন চিশতি রহঃ এর মাজারে এখন কি হয় জানেন অবশ্যই....??
তার মাজারে তার অগণিত মুরীদরা গিয়ে সিজদা করে! মানত করে! সেখানে গিয়ে গাজা-মদ খায়!নারী নিয়ে এক সাথে গান-বাজনা করে! এগুলো মউনুদ্দীন চিশতি রহঃ করতে বলে গিয়েছিলেন!? এগুলো লোকেরা কেন করে......!!?
আপনি সুরেশ্বরী খাজা বাবা'র কথা বলছেন! অগণিত লোক তাকে বাবা বাবা বলে তার চরণে সিজদা দিচ্ছেন! যেটা সরাসরি শির্ক! আমরা জানি সিজদা / ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা,অথচ আপনারা সুরেশ্বরী পীর কে আল্লাহর আসনে বসিয়ে রীতিমত সিজদা করছেন!! এগুলো তো প্রতিবন্দ্বী ও মেন্টাল লোকের কার্যক্রম.......!!
আপনারা যাঁরা খাজার বাবাকে পীর/আল্লাহর ওলী মেনে তার কাছে মুরীদ হন/হয়েছেন! তারা তাকে জয় গুরু!বাবা!বাবা! বলে তার কাছে গিয়ে সব কিছু চাইছেন! বাবা আমাকে ঐ দাও! ঐটা দাও! আমার বিপদ মুক্ত করো! ইত্যাদি.....!!
কাউকে ভাল করার/কারও বিপদ থেকে রক্ষা করার মালিক শুধুমাত্র আল্লাহ,অথচ আপনারা খাজা বাবা সুরেশ্বরীর কাছে নিজেদের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে বলছেন!! সে নিজে-ই তো অসূস্থ! ঠিকমত চলতে পারে না! আপনাদের কিভাবে ভাল/সুস্থ করবে.......!!!
যে/যারা খাজা বাবার মুরীদ আছেন! তারা কি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন/রোজা রাখেন ?? আমি অনেক মুরীদ দেখেছি তারা পাঁচ ওয়াক্ত সালাত-ই আদায় করেন না! অথবা রোজাও রাখেন না! অথচ তারা খাজা বাবার মুরীদ! বাহঃ বাঃ বেশ তো......!! এই রকম কেন তার মুরীদগণ করেন.......!!!!!?
আপনাদের খাজা বাবা সুরেশ্বরী নিজে কি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন.....!!? জানাবেন প্লিজ....,??
আপনারা যাঁরা খাজা'র মুরীদ তারা তাকে "বাবা!বাবা! বলে থাকেন! ইসলামে একাধিক বাবা কখনও ছিল না,এখনও নেই,আপনারা কেন তাকে বাবা বাবা বলেন!? তিনি কি আপনাদের জন্মদাতা.....,,!!!?
খাজা মউনুদ্দীন চিশতি রহঃ কে কখনও তার মুরীদগণ/আশিকগণ বাবা বলে ডেকেছিলেন.....!!!? ডাকেননি! অথচ আপনারা সেটি করছেন!? এটী কি খাজা মউনুদ্দীন চিশতি রহঃ নির্দেশ !? নাকি আপনারা তার নামে ভণ্ডামী চালু করেছেন....!!!?
আমি আগেও এখানে কমেন্টস করেছিলাম,আপনাদের খাজা বাবার মুরীদদের মুখের ভাষা এত অশ্লীল ও লজ্জাকর যে সেগুলো ডিলিট করতে বাধ্য হয়েছি৷ আশা করছি যথেষ্ঠ সন্মান ও ভদ্রতা দেখিয়ে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর/মতামত প্রদান করবেন৷
কি বলবো
আমি বৌদ্ধ আমি কি তার সাথে দেখা করতে পারব?
যারা (সুফি) সাধনায় আগ্রহী তাদের প্রতি অনুরোধ
আমরা, ডা. কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরীর সাধক-ভক্তরা, কি বলতে পারি না যে, শত বছরে জগতের মাঝে আর একটি এমন প্রতিভাবান জাহাঙ্গীরের জন্ম হবে কি? ধ্যান-সাধনার এত সহজ নিয়মে এগিয়ে গিয়ে রহস্যলোকের কিছু দর্শন করার নিশ্চয়তাটি কি একটি বোবা চ্যালেঞ্জ নয়? এই চ্যালেঞ্জ বাবার বইতে নাই, আছে কয়টি অডিও ভিডিও ক্যাসেটে/সিডিতে (বর্তমানে মেমোরি কার্ডে)।
এই কথাটি কি কেউ সাহস করে বলতে পারবে যে, ‘ধ্যানসাধনা করে যদি কিছু না পাও তো আমাকে ফেলে অন্য গুরু ধরো?’ এই কথাটি কি শুনেছেন যে, ‘জীবনভর বাবা বাবা ডাকবে অথচ পাবে না কিছুই, তাহলে এই বাবা ডাকার সার্থকতা কোথায়?’ আমরা শ্রদ্ধেয় ওহাবি মতবাদে বিশ্বাসীদের এবং শ্রদ্ধেয় শিয়া মতবাদে বিশ্বাসীদেরকে পর্যন্ত আহ্বান করছি এই ধ্যান-সাধনাটি করতে। কেবল এই একটি প্রশ্ন আপনার বিবেকটিকে নিরপেক্ষভাবে জিজ্ঞেস করুন, আর কোথাও কি এ রকম বোবা চ্যালেঞ্জটি একটিবারও শুনতে পেয়েছেন?
আমরা পৃথিবীর যে-কোনো ধর্মে বিশ্বাসীদেরকে আহ্বান করছি, আসুন সত্যতা যাচাই করার জন্য। বারোদির শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর গুরু বাবা গফুর শাহ হওয়াতে কি কোনো দোষ আছে? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব-এর গুরু বাবা গেন্দু শাহ হওয়াতে কি কোনো দোষ আছে? গুরু নানকের গুরু বাবা বাহলুল দানা হওয়াতে কি কোনো দোষ আছে? বাবা হরদেওর গুরু বাবা মাহবুবে এলাহি নিজাম উদ্দিন আউলিয়া হওয়াতে কি কোনো দোষ আছে? বাবা কবিরের গুরু হিন্দু ব্রাহ্মণ হওয়াতে কি কোনো দোষ আছে? ভক্ত কবিয়াল রমেশ চন্দ্র শীলের কি গাউসুল আজম বাবা ভান্ডারীর মুরিদ হওয়াতে কোনো দোষ আছে? কারণ আধ্যাত্মিক গুরুর কোনো জাত থাকে না। জাত তাদেরই কাছে থাকে যারা ধর্মীয় সাইনবোর্ডে বিশ্বাসী। বাণীপাঠ করিয়ে ধর্ম বদলানো যায়, কিন্তু রক্তের ও-নেগেটিভকে কখনোই ও-পজিটিভ করা যায় না।
আমাদের পীর বাবা শিশুর মতো সরল। কোটি টাকা আর বিত্ত-বৈভবের চাকচিক্য লাথি দিয়ে ফেলে দিয়েছেন। লোভ-মোহ যাঁকে বিন্দুমাত্র গ্রাস করতে পারে নি। বাবার গুরু শাহ সুফি মাওলানা শাহ জালাল নুরী আল সুরেশ্বরী আমাদের বাবাকে বিনয়ের সম্রাট বলতেন এবং বাবার গুরু ভাইয়েরা সবাই বাবাকে ভক্তি করেন। বাবা নিজেকে এমনভাবে ছোট করে ফেলেন যে, আমরা অবাক হই এবং অনেক নবাগতের মাঝে সংশয়ের ধূম্রজাল তৈরি হতে দেখি।
এই যুগে আর কোনো গুরু কি অকপটে বলতে পেরেছেন যে, ‘আধ্যাত্মিক দর্শনের প্রশ্নে শত-শত গুরু বদলাতে পারো।’ যদি আমাদের কথাগুলো আপনার বিবেকের দরজায় আঘাত হানে তো আসুন এবং ভক্ত হয়ে সাধনা করতে দোষ কোথায়? এমন কথাটি কি জীবনে শুনেছেন যে, আপনার গুরু তিনটি স্তর তথা মোকাম পর্যন্ত অবস্থান করেন এবং চরমে আর গুরু থাকে না এবং শয়তানও থাকে না; চরম পর্যায়ে সাধক নিজেই গুরু, নিজেই শিষ্য এবং এখানেই আনা সুবহানি তথা ‘আমিই ভাসমান’। আমাদের এই অনুরোধ কেবলমাত্র ধ্যান-সাধনায় যারা আগ্রহী তাদের জন্য।
-সাধক ভক্তবৃন্দ
মারহাবা মারহাবা মারহাবা কি সুন্দর করে বলেছে আমিিন
@@BabaJahangirBD -আপনারা কি আপনাদের পীর বাবার ইবাদত করেন???
১৩/০৭/২০২০
যে কোন মানুষ ই দেখা করতে পারবে
@@mahudihassan8834 না উনি পর্দা করেছেন। এই মহান মহাপুরুষের সাথে স্বশরীরে সাক্ষাৎ করতে পারি নি।
বাবার দাড়ি মুখে কেন নাই
hindu o ihudider mukhe o to dari thake..
ete ki proman hoy tara sunnot palon korche ?
@@anisurrahman3941 সুন্নত হিসেবে দাড়ি রাখলেই কি কোন ব্যাক্তি মুমিন আর আলিম হয়ে যায় ?
আর না রাখলে কি সে মুমিন -নেক বান্দা হয়ে জান্নাতে যেতে পারবে না ?
baba mone hoy makunda
দাড়ি দিয়া কি করবা, খালি দাড়ি দাড়ি, দাড়ি রাখা কোথায় থেকে আসলো জানো তুমি।
Baba der dari lage na..ay baba to morti poja kore dekte to soytan soytan lage
ঈবলিশের অপর রুপ।
AMAR KAMA JAHANGER BABA
আয়নার ভিতরে যদি ইবলিশ তাকায় তবে ইবলিশকেই দেখতে পাবে!!!!
বাবা কোথায় আপনি
যোগাযোগ ঃ 01717636353
এই বাবা কোতাই তাকে ? আমি এই বাবার সাথে দেখা করে বাবার মুখ মোবারকে হিসু করে মনের জ্বালা কমাতে চাই,
ছি ছি নাজমুল হুদা এই লোকটা আল্লাহর সৃষ্টির সেরা মানুষ এটা তার বড় পরিচয় । আপনি যেমন অদৃশ্য খোদার দৃশ্যমান সৃষ্টি তিনিও তাই । আপনি পাপকে ঘৃনা করেন কিন্ত পাপিকে নয় । পাপি সে মানুষ আশ্রাফুল মাকলুকাত । সৃষ্টির মাঝে স্রষ্টা বিরাজমান । অথচ আপনি আল্লাহর সৃষ্টির সেরা মানুষের মুখে হিসু দিবেন নিজের বিবেকের কাছেই নিরবে প্রশ্ন করুন আপনার এই কথাটা লেখা ঠিক হইছে কিনা । যদি তার কথা যুক্তিসংগত না হয় তার পাল্টা ব্যাখ্যা দিয়ে সঠিক তথ্যটা প্রকাশ না করে শুধু শুধু নিজের হাতকে নষ্ট করা এবং মুখকে নষ্ট করেন কেন । নাজমুল ভাই পৃথিবীতে সকল ধর্ম মতের যত মানুষ আছে তারা সবাই আদম সন্তান এবং আল্লাহর সৃষ্টি জগতের সেরা মানুষ । মানুষকে ভালবাসতে শিখুন । ভালোবাসার মধ্যেই খোদা প্রেম নিহিত আছে । আশাকরি বুজতে পারছেন ।
ইবলিশের ভাই তো তুমি
এইটা একটা জাহেল।
আর আপনি তো আবু জাহেল।
@@RoseRose-nu3rx তুই তার চেয়ে ও জগন্য জাহেল
@@RoseRose-nu3rx তুদের মতো কাফেরেরাই এই কাফেরের দলে ভিরে।
abujeheler uttor suri
দাড়ি নাই কিসের পীর?
দাড়ি এজিদেরও ছিল কিন্তু ভাই...
পাঠার ও তো দাড়ি আছে তবে কি তাকে মসজিদের ইমাম বানাবেন!!!?
Who had seen the division of moon. unscientific version. Murkho molla.
Who had seen the GOD in a man mad Murti..??
Gumrahi acchonno kore feleche...Ei Lokta ke.
এইডা কেডা ছাগল না পাগল
জয় বাবা জাহাঙ্গীর রঃ
জয় গুরু বাবা
জয় গুরু
জয়গুরু
জয় গুরু