vadu Gaan | ভাদু গান - বীরভূম জেলার আঞ্চলিক সংস্কৃতি | ভাদ্র মাসে ভাদু গান - ১৪৩১ পর্ব -৪

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • বাংলার হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতি - ভাদু গান | ভাদ্র মাসে ভাদু গান - ১৪৩১ পর্ব - ৪ | বীরভূম জেলার আঞ্চলিক সংস্কৃতি | বাংলার প্রাচীন গ্রামীন লোকসংস্কৃতি সংস্কৃতি | The lost folk culture of Bengal - Bhadu song Bhadra Mase Bhadu Song - 1431 Episode - 4 |
    #vadugan #vadu_gan
    #ভাদু_গান
    #ভাদুগান
    #Bengali_vadu_Gaan
    #Bhadu_song
    #bhadu_gaan
    #birbhum_folk_song
    #Bengali_Folk_Culture
    এই ভারতের স্বাধীনতা - কত ব্যথা অবদান,
    দেশেরই তরে ওগো ভাদু - গেল কত যে প্রান !
    সবার প্রিয় ভাদু গান :
    ভাদু কত ছোটো ছিল - দেখতে দেখতে বড়ো হল-,
    • ভাদু গান বীরভূম জেলার ... ,
    ভাদ্র মাসে ভাদু গান - ১৪৩১
    ভাদ্র মাসে ভাদু গান - ১৪৩১ পর্ব - ১ : • ভাদু গান | Vadu Gaan |... ,
    ভাদ্র মাসে ভাদু গান - ১৪৩১ পর্ব - 2 : • vadu Gaan | ভাদু গান -... ,
    ভাদ্র মাসে ভাদু গান-১৪৩১ পর্ব - ৩ -: • ভাদু গান- হারিয়ে যেতে ... ,
    বাংলা মহাজনী বাউল এর ডালি : বৈরাগীর কন্ঠ(Bairagir Kantha) : / @bairagir_kantha ,
    সুরুলিয়া মেরাইচণ্ডী ভাদু দল সম্প্রদায়।
    শিল্পী : নারুগোপাল মুখার্জি ‌‌। মো: 95635 61695
    ঢোল : রামকৃষ্ণ বাগদী |
    নৃত্য : রাজু বাগদী।
    সহশিল্পী : বিশ্বজিৎ ঘোষ,কাশীনাথ বাগদী,সুকুমার কর্মকার,সুকুমার বাগদী, রায়চরণ বাগদী,কার্তিক বাগদী, সুদেব বাগদী, বৈদ্যনাথ বাগদী, তোতন বাগদী, প্রদীপ বাগদী |
    Vadugan ,
    ভাদুগান,
    Bengali vadu Gaan,
    Bhadu song,
    bhadu gaan
    ভাদু গান,
    Birbhum folk song,
    লোকসংস্কৃতি,
    বাংলার লোকসংস্কৃতি,
    Folk culture,
    Folk culture of Bengal,
    লোকসংস্কৃতির ভাণ্ডার এই পশ্চিমবঙ্গ। নৃত্য, সঙ্গীত বা হস্তশিল্প, সবক্ষেত্রেই লোকসংস্কৃতির অপার খনি এই বাংলা। সেই লোকসংস্কৃতিরই একটি ধারা রাঢ়বঙ্গের ভাদুগান। মূলত ভাদু উৎসবকে (Bhadu Festival)
    কেন্দ্র করেই এই গানের প্রচলন। এ হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর,
    পশ্চিম বর্ধমানের আসানসোল এবং ঝাড়খন্ডের রাঁচি ও হাজারিবাগের এক লোকউৎসব। তবে এই উৎসবের নেপথ্যে রয়েছে করুণ কাহিনী। ভাদু উৎসব তথা এই গানের প্রচলনকে ঘিরে বেশকিছু গল্প শোনা যায় লোকমুখে
    তারমধ্যে সবচেয়ে প্রচলিত যে গল্প সেটি হল, পঞ্চকোট রাজপরিবারের রাজা নীলমণি সিংদেওয়র তৃতীয় কন্যা ছিলেন ভদ্রাবতী (কেউ কেউ বলেন ভদ্রেশ্বরী)। বিয়ে ঠিক হওয়ার পরেও হবু স্বামীর অকাল মৃত্যুতে চরম মানসিক আঘাত পান তিনি।
    তারপরেই শোকে আত্মহত্যা করেন ভদ্রাবতী। আসলে বিয়ে করতে আসার পথে হবু বর ও বরযাত্রীরা ডাকাতদলের হাতে নিহত হন। সেই শোকেই স্বামীর চিতায় নিজেকে শেষ করে দেন তিনি। মেয়ের স্মৃতিকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখতেই নীলমণি সিংদেও ভাদুগানের (Bhadu Song)
    প্রচলন করেন। (SOURCE:bangla.aajtak.in)

Комментарии •